(১) Wrestling Observer এর তথ্যমতে, সাবেক WWE ডিভা Kaitlyn আবারোও WWE তে রিটার্ন করতে পারেন। সম্প্রতি ফ্লোরিডার একটি ট্রেনিং সেন্টারে তিনি আবারোও প্রো-রেসলিং এর জন্য ট্রেনিং শুরু করেছেন।

উল্লেখ্য যে, Kaitlyn একজন মডেল, বডিবিল্ডার ও সাবেক প্রো-রেসলার। ২০১০ সালে তিনি WWE এর সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং ২০১৪ সালে WWE থেকে লিভ নেয়ার মাধ্যমে তিনি রিটায়ার করেছিলেন। WWE তে থাকাকালীন তিনি একবার Divas Championship ও জিতেছিলেন। সম্প্রতি তার রিটার্ন নিয়ে Observer,Whatculture সহ বেশ কিছু নামীদামী রেসলিং সাইটে গুঞ্জন চলতেছে। তাই বলা যায়, খুব শীগ্রই তিনি আবারোও WWE তে রিটার্ন করতে পারেন...  👌👌



(২) John Cena গতকাল Bostan শহরে অনুষ্ঠিত Inbound 2017 অনুষ্ঠানে চিফ স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ৷

অনুষ্ঠানটি মূলত তিন দিন ধরে হবে এবং এতে অংশগ্রহণ করবে পৃথিবীর নামিদামি ২১০০০ হাজার বিজনেসম্যান এবং সেলস পারসোন ৷

রেসলিং বাদ দিয়ে এখন এগুলা শুরু করেছে John Cena 😒😒😒


(৩) সম্প্রতি WWE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোলের আয়োজন করে। উক্ত পোলে SDLive ব্রান্ডের আগামী পিপিভি Hell In A Cell এর সব ম্যাচ নিয়ে ভোটের আয়োজন করে। এবং ফ্যানরা তাদের পছন্দ অনুযায়ী যেই ম্যাচ দেখতে বেশি আগ্রহী সেই ম্যাচকে ই ভোট দেয়। এবং এই পোলে সর্বোচ্চ (৬০%) ভোট পায় Ko Vs Shane এর ম্যাচ। এক নজরে দেখা যাক ফ্যান রা কোন ম্যাচ কে কত পার্সেন্ট ভোট দিয়েছে:- 

Owens Vs Shane = ৬০% ভোট
New Day Vs Usos = ১১% ভোট 
Nakamura Vs Mahal = ৭% ভোট 
Natalya Vs Charlotte = ৭% ভোট
Roode Vs Ziggler = ৭% ভোট 

আর বাকি ৮% ভোট পায় অন্যান্য ম্যাচ গুলা ✌

এ পোল দেখে অনেকটাই ধারণা করা যায় যে, বেশিরভাগ ফ্যান রাই Styles Vs Corbin এর ম্যাচ নিয়ে ততটা আকর্ষিত নাহ 😞 তবে ফ্যানদের সর্বোচ্চ আকর্ষণ আছে Owens Vs Shane এর মধ্যকার "Hell In A Cell" ম্যাচে। আর নি:সন্দেহে এই ম্যাচটি ই পিপিভির সেরা ম্যাচ হবে। আমি চাই Owens Vs Shane এর ম্যাচটাই মেইন ইভেন্ট হোক 😊


(৪) Fact You May Don't Know About Reigns vs Cena Match at No Mercy :

No Mercy তে হওয়া Roman vs Cena ম্যাচটি নানা কারনে আলোচিত, সমালোচিত। ম্যাচটিতে এমন অনেক মোমেন্ট রয়েছে যেগুলো দেখে আমরা খুব উত্তেজিত হয়েছি, বিশেষ করে সেই মুহূর্তে যখন Cena, Roman কে ব্যাক টু ব্যাক Attitude Adjustment হিট করেও পিন করে ২ কাউন্ট পায়!

যাইহোক আমার টপিকে চলে আসি, কাহিনিটা হলো এই ম্যাচে আমরা যেমন অনেক উত্তেজনাকর মোমেন্ট দেখতে পেয়েছি, তেমনি কিছু সিক্রেট মোমেন্ট দেখতে পাইনি!

যেমনটা ছবিতে দেখতে পারছেন। Cena, Roman কে STF লক দেবার সময় তার বাম পা Roman এর পা এর থেকে সরিয়ে রাখে। যেটা আমরা টিভিতে কখনওই দেখতে পাইনি। দেখতে পাওয়ার কথাও নয়। কারণ এটা প্রো-রেসলিং।

STF লকের নিয়মানুযায়ী Cena কে তার বাম পা অবশ্যই Roman এর পায়ের ওপর রাখতে হতো। কিন্তু ম্যাচে তা ঘটেনি। Roman যাতে লক ব্রেক করতে পারে তার জন্য Cena আগেই হাল ছেড়ে দেয়।
ঘটনাটি আমরা টিভিতে দেখতে পাইনি ক্যামেরা পজিশন কারনে। কিন্তু ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইউটিউবে ব্যাপকহারে ছড়িয়ে পরেছে। 


(৫) ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) কিংবদন্তী রিক ফ্লেয়ার এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এ পর্যন্ত অন্তত ১০ হাজার নারীকে তার শয্যাসঙ্গী করেছেন। তবে সাথে সাথে তিনি এটাও বলেছেন যে, এজন্য তিনি গর্বিত নন।

ক্রীড়া বিষয়ক চ্যানেল ইএসপিএন-এর ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের সম্পর্কে এ বিষ্ময়কর সত্য সবার সামনে উন্মোচন করেছেন ডব্লিউডব্লিউই’র এ হল অব ফেম।

রেসলিংয়ে ১৬ বারের এ বিশ্বচ্যাম্পিয়ন তার যৌনাঙ্গকে ‘স্পেস মাউন্টেনের’ সাশে তুলনা করে নারীদেরকে তাতে ‘চড়ার’ আহবান জানানোর জন্য বিখ্যাত। এর অাগে পিপল ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার যৌনাঙ্গ নিয়ে নারীদের যা বলেছি সেটি সত্যি, কিন্তু এখন ওসব মন্তব্যের জন্য আমার খারাপ লাগে।

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে জন্ম নেওয়া এ রেসলারের ব্যক্তিগত জীবনে চারবার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন ওয়েন্ডি নামে নতুন একজনের সাথে প্রেমে মজেছেন বলেও জানিয়েছেন তিনি। ফ্লেয়ার বলেন, ওয়েন্ডির সাথে পরিচয় হওয়ার পর আর কোনো নারীর শয্যাসঙ্গী হননি তিনি।


(৬) Dave Meltzer's No Mercy Ratings :

PPV Attendance: 16,106 Fans ✌

• Elias Vs Apollo Crews
Match Length : 8:34
Rating: 2★

• The Miz Vs Jason Jordan
Match Length : 10:13
Rating: 2.75★ 

• Finn Balor Vs Bray Wyatt
Match Length : 11:32
Rating: 3.25★

• Seth & Dean Vs Sheamus & Cesaro
Match Length : 15:55
Rating: 4.25★

• Alexa Vs Sasha Vs Bayley Vs Nia Vs Emma
Match Length : 9:53 
Rating: 3.50★ 

• Roman Reigns Vs John Cena
Match Length : 22:09
Rating: 4.25★ 
.• Enzo Amore Vs Neville
Match Length : 10:34
Rating: 1.75★ 

• Brock Lesnar Vs Braun Strowman
Match Length: 8:51
Rating: 2.25★ 😒😒

এই ছিল রেসলিং বিশারদ Dave Meltzer এর No Mercy পিপিভি রেটিং। আপনারা কি তার রেটিংয়ে সন্তুষ্ট? 😊


(৭) Michael Cole এই সপ্তাহের Monday Night Raw তে উপস্থিত থাকতে পারছেন না ৷ তার এই অনুপস্থিতির কারণ হলো তার ছেলের বিয়ে ৷ তার জায়গায় Raw তে লিড কমেন্টেটর হিসেবে থাকবেন Tom Phillips

-২০ বছরে এই নিয়ে দ্বিতীয় বার Michael Cole WWE এর কোন শো মিস করবেন ৷

এই সপ্তাহের Raw এর জন্য দুটি ম্যাচ সেট করা হয়েছে ৷ তা হলো:

(1) Seth Rollins vs. Braun Strowman 
(2) Intercontinental Championship : Roman Reigns vs Miz 


(৮) CM Punk Returning Update : 

তিন বছর আগে Longest reigning WWE Champion CM Punk প্রো রেসলিং কে বিদায় জানায় এবং UFC তে জয়েন করে ৷ এই তিন বছরে Punk এটা প্রমাণ করে যে প্রো রেসলিং এর প্রতি তার আর কোনো ইন্টারেস্ট নেই ৷ কিন্তু তার ডাই হার্ড ফ্যানরা এখনও তাকে রিং এ দেখতে চাই ৷

- Wrestling Observer Radio এর লেটেস্ট এপিসোডে Dave Meltzer বলেন যে Cm punk প্রো রেসলিং এ ফিরতে পারে কিন্তু তা হতে পারে Ring of Honor or New Japan pro wrestling ৷ এই দুটি কোম্পানিতে Punk এর কিছু ফ্রেন্ড রয়েছে যারা তাকে আবার রিং এ দেখতে চাই এবং সেই কারণে punk কে তারা খুব রিকোয়েস্ট করছে কিন্তু Punk এর আপাতত রিং এ ব্যাক করার কোন প্লান নেই ৷ ডেভ মিল্টেজারের মতে তার একজন সোর্স ও Punk এর সাথে রিং এ ফেরা নিয়ে কথা বলেছেন এবং punk তাকে সরাসরি বলে দিয়েছে যে তার প্রো রেসলিং এর প্রতি আর কোন ইন্টারেষ্ট নেই ৷ সে এখন UFC তে তার ক্যারিয়ার গঠন নিয়ে ব্যাস্ত ৷


(৯) Former American President Abraham Lincoln Is The Real Inventor Of The Wrestling Move "Chokeslam"  😊

জনপ্রিয় রেসলিং মুভ "Chokeslam" এর আবিষ্কারক হচ্ছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট "Abraham Lincoln"! আর এই তথ্যের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে Abraham কে নিয়ে লিখা আমেরিকান লেখক Carl Sandburg এর বায়োগ্রাফি তে। সেই বায়োগ্রাফি তে উল্লেখ আছে, যুবক বয়সে Abraham যখন একটি রেসলিং ম্যাচ খেলতেছিলেন তখন তার অপোনেন্ট তার বুকে সজোরে আঘাত করে ফেলে।এবং এতে তিনি রেগে যান এবং ঐ ব্যাক্তিকে গলায় ধরে উপরে তোলেন এবং তারপর সজোরে ফেলে দেন। এবং ল্যান্ডিং এর সময় লোকটির পিঠ ভূমি স্পর্শ করে। (সাদাকালো পিক টা দেখেন)। 

উল্লেখ্য যে Abraham তার যুবক বয়সে শখের বশে রেসলিং করতেন, তবে তিনি কোনো প্রো-রেসলার ছিলেন নাহ। কিন্তু Abraham যখন মুভটি ব্যাবহার করেছিলেন তখন রাগের বশে অজান্তে ই ব্যাবহার করেছিলেন,তখন এই মুভের কোনো নামই ছিলনা। তাহলে প্রশ্ন হচ্ছে কে এই মুভের নাম "Chokeslam" রাখলেন? উত্তর: Paul Heyman...!! হ্যা, Abraham এর সেই মুভ কেই মোডিফাই করেন Paul Heyman, এবং এর নাম দেন "Chokeslam" 👏👏 মূলত, Paul Heyman এর মাধ্যমেই মুভ টি প্রো-রেসলিং জগতে আসে। আর প্রো-রেসলিংয়ে এই মুভ টি প্রথম ব্যাবহার করেছিলেন 911 নামক একজন জায়ান্ট রেসলার। পরবর্তী তে এই Chokeslam মুভ কে জনপ্রিয় করে তুলেছিলেন The Undertaker ও Kane. তাই বলা যায়, Chokeslam মুভ টি আবিষ্কার করেছেন Abraham Lincoln, এবং এই মুভের নামকরণ করেছেন Paul Heyman..  😊😊


(১০) Bully Ray Possibly Facing Retirement?😞

হ্যা ঠিকই শুনেছেন।Bully Ray, retire করতে পারেন।ROH এর গত PPV "Dishonor" এ নিজের ম্যাচে নিজেরই টিম পার্টনার Jay Briscoe তার মাথায় টেবিল ছুড়ে মারলে সে আঘাতে ভালই আহত হন Bully. তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি Bully Ray, Busted Open Radio কে দেয়া এক বার্তায় বলেছেন, ডাক্তার তাকে over excited হতে নিষেধ করেছেন এবং loud noises এড়িয়ে চলতে বলেছেন। Bully আরো বলেন তিনি তার ক্যারিয়ার continue করতে পারবেন কিনা সে ব্যাপারে তিনি নিজেও শিওর নন। তাকে তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তিনি ঠিক এটাই বলেন "So much so that I'm not even sure my career should continue".😞


(১১) Triple H Return Update :

১৪ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন Triple H কে অামরা সবাই অনেক পছন্দ করি। তিনি সেই এটিটউড এরা থেকে রেসলিং করে অাসছেন। তাকে বলা হয় সর্বকালের সেরা WWE এর খলনায়ক। তার মাইক স্কিল WWE তে অন্যতম সেরা। রিং স্কিলে সে সবচেয়ে হার্ডকোর রেসলারদের মধ্যে একজন। 

Wrestle Mania 33 এর পর থেকে তাকো অার WWE এর মেইন শো গুলোতে দেখা যায় নি। তবে সে NXT তে Comissioner হওয়ার সুবাদে সেখানে অনেকবার উপস্থিত ছিল। রেসলিং ফ্যানরা তাকে Raw কিংবা SmackDown তে দেখার জন্য অধীর অাগ্রহে অপেহ্মা করছে। সম্প্রতি Smack Down এর পরবর্তী Live Event এ Triple H কে যুক্ত করা হয়েছে। যা তার রিটার্নের সম্ভাবন অারো জোরদার করছে। Kevin Owens Vs Shane o Mac এর ম্যাচে Kevin কে এ্যাটাক করার মাধ্যমেই হয়ত তিনি রিটার্ন করবে। তারপর শুরু হতে পারে Kevin Owens ও Triple H এর ফিউড। যা স্থায়ী হতে পারে Wrestle Mania পর্যন্ত। তাই বলা যায় Triple H হয়তবা খুব শীঘ্রই SmackDown এ রিটার্ন করবে। 

• লেখক ঃ Aamir Hamza Salman (১,৩,৬), Al Mobin Shanto, ‎Anik Siddique‎, Md Nazrul‎‎, Al Mobin Shanto (৭,৮)‎, আরিয়ান রেহান, 
Fahim Khan ।
শেষ করার আগে আমাদের পেজের সবাইকে জানায় বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা, আশা করি এই বছরেও আমাদের সবাইয়ের জীবন সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে কাটবে। ভালো থাকবেন। শুভরাত্রি।

WWE নিউজ আপডেট, ৩০/০৯/২০১৭


যেমন কি আপনারা জানেন Last Raw এর আগে Rumor ছরিয়েছিল Shield Reunion হতে পারে। তারপর আমরা Raw-এ দেখি Story Line গুলো ঠিকেই Shield Reunion হবার আভাস দিচ্ছে। আমরা জানি, Upcoming Raw-এ হতে চলেছে Roman Reigns Vs The Miz For IC Championship । তো আজ আমরা এইসব Possibility নিয়েই কথা বলবো। যেমন : Roman IC Champion হতে পারবে নাকি পারবে না, Shield Reunion হবে নাকি হবে না, Shield Vs Miztourage ম্যাচ সত্যিই TLC তে হবে?

তো Guyz আমরা Last Raw-এ দেখি কিভাবে Miz ও তার সাথীরা মিলে Roman এর উপর Attack করেছিল এবং অত্যন্ত খারাপ ভাবে মেরে ছিল। তারপর অনেকেই ভেবে ছিল Dean Ambrose ও Seth Rollins আসবে এবং Roman কে Save করবে। আমার মনে হয় WWE Creative Panel চিন্তা করছে এই Story Line কে ধীরে ধীরে আগে নিয়ে যেতে। কারণ TLC এর আগে যত গুলো Raw রয়েছে তার রেটিং যেন ভালো থাকে। তো চলেন এখন কথা বলা যাক Upcoming Raw-এ কি হতে পারে অথবা TLC তে কি হতে পারে।

Roman Reigns IC Champ? Shield Reunion?


পোস্টের হেডলাইন দেখে অনকেই আমার সাথে একমত নাও হতে পারে কারণ অনেকেই মনে করবে নাহ যে গত ২ বছরের সেরা WWE Champion AJ Styles! কেন তাকে গত ২ বছরের সেরা WWE Champion দাবী তা নিয়ে একটু আলোচনা করা যাক - 

আপনাদের কি মনে আছে ২০১৫ সালের কথা যখন Seth Rollins WWE Champion ছিল! অনেকেই শুরুতে Seth কে মেনে নিতে পারে নি কারণ অনেকের মতে Seth ছিল চুর,কালা না পারা রেসলার 😂! যাইহোক ধীরে ধীরে সবাই Seth কে WWE Champion হিসেবে মেনে নিয়েছিল। তখনই Seth ইঞ্জুরিতে পরে এবং আমরা আমাদের WWE Champion কে হারিয়েছিলাম। খুবই অসাধারণ একটি টাইটেল রান চলছিল Seth এর। কিন্তু ইঞ্জুরি সব খেয়ে দেয়। 

গত ২ বছরের সেরা WWE চ্যাম্পিয়ন !

 

আসল নাম

Jeffrey Nero Hardy

জন্মদিন

৩১ আগস্ট, ১৯৭৭

জন্মস্থান

Cameron, North Carolina, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮মি)

ওজন

৯৮ কেজি (২১৫ পাউন্ড)

ট্রেনারস

Dory Funk Jr, Michael Hayes

অভিষেক

১৫ অক্টোবর, ১৯৯৩


Jeffrey Nero "Jeff" Hardy- ৩১ আগস্ট, ১৯৭৭ সালে জন্ম গ্রহন করেন। তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগির, গায়ক - গীতিকার, চিত্রশিল্পী এবং সুরকার। তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট এবং টোটাল ননস্টপ একশন রেসলিং-উভয়েই কাজ করেছেন। তিনি বর্তমানে WWE এর সাথে চুক্তিবদ্ধ আছেন। WWE তে আসার আগে তিনি Omega নামক সংস্থার জন্য পারফর্ম করতেন।

এছাড়াও, WWE এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে জেফ হার্ডি ও তার ভাই ম্যাট হার্ডি ঠিকাদারের দায়িত্ব পালন করতেন। তারা তাদের অর্জিত অর্থ বিভিন্ন সংস্থার উন্নয়নে ব্যয় করতেন। তিনি TNA এর রেসলার হিসাবেও বিখ্যাত। তিনি টিএনএ এবং WWE মিলিয়ে মোট ২৩টি চ্যাম্পিয়নশীপ জিতেছেন। তিনি আটবারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন (সবকটিতেই Matt Hardy এর সঙ্গে)। একাকীত্বে তিনি ছয়বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

Jeff Hardy : জেফ হার্ডি

♦ Aftermath of Cena vs Roman Match :


আজ No Mercy ppv তে John Cena, Roman Reings এর কাছে হেরেছেন। এই ম্যাচের পর Cena আর Roman দুজনে Handshake করেন। 

আজ ম্যাচের পর RAW TALK এ Roman কে নিয়ে Cena কিছু কথা বলেন।Cena বলেন,আজকের ম্যাচের পর Roman, definitely তার (Cena র) respect আর্ন করে নিয়েছেন।তার (Roman র) Monday এর promo টা ছিল brilliant.Cena তাকে তার (Roman) এই কাজটির Homework দুই সপ্তাহ আগেই করতে বলেছিলেন আর Roman exactly সে কাজটাই করেছে। Cena আরো বলেন, "আমি Roman কে নিয়ে গর্ব করি, আমি আশা করি Roman তার এই passion টা ধরে রাখবে এবং এই business এর জন্য সব কিছু করবে, আর তার সে সামর্থ্য আছে।✌👌👏

• Cena এর কথাগুলো নিচে দেয়া হল →

"It's no secret that I was hard on Roman Reigns, but after tonight he's definitely earned my respect. His promo on Monday was brilliant, I told him to go do his homework two weeks ago, and he did exactly that. I'm really proud of Roman Reigns, he's absolutely earned my respect after tonight. I'm so proud of him, I hope he keeps that passion, he gives everything to this business, he has it all. I didn't pass the torch, Roman stepped up and took it himself and thats something I can respect." 

- Cena on Roman. 

• John Cena , Transformers film এর কারণে কিছুদিন off থাকবেন। তাই এখনকার জন্য তিনি WWE কে goodbye বলবেন।পরে আবার আসবেন।

♦ Biggest News Of TLC, Shield Reunion :


Raw Brand এর P.P.V No Mercy Show এর মাধ্যমে Current IC Champion The Miz Kurt Angle এর কাছে অনুরোধ করে যেন, The Dog Roman Reigns Upcoming Raw-এ তার Show Miz TV তে গেস্ট হিসেবে আসে।

Kurt Miz এর অনুরোধ মেনে Permission দিয়ে দেয়। এখন News অনুযায়ি মানা হচ্ছে, Miz Roman কে তার Show-এ কিছু মন্দ Topic নিয়ে কথা বলবে। তারপর এই Topic Fight এ পরিণত হবে এবং Miz ও Miztourage Roman কে Attack করবে।

এরপর Roman কে Save করতে ছুটে আসবে Current Raw Tag Team Champions Dean Ambrose & Seth  Rollins । এই Segment এর জন্য বলা হচ্ছে, WWE Raw এর Upcoming P.P.V TLC তে বড় কিছু করতে চাচ্ছে। অনুমান করা হচ্ছে Shield আবারো একটি Team হতে চলেছে। যার কারণে Shield এর Reunion হবার প্রথম Topic Miztourage এই হতে পারে। আমরা হয়তো The Shield Vs Miztourage ম্যাচ TLC তে দেখতে পারি।

♦ The Miztourage (3rd Version Of The Shield) :


The Shield হচ্ছে WWE ইতিহাসের সবথেকে ডমিনেটিং স্টেবল। এই স্টেবলটি যতদিন WWE তে ছিলো ততদিন বাকি টিমগুলো ছিলো তাদের কাছে পিপড়া আর তারা অন্যদের কাছে ছিলো হাতি😂   আর এই হাতিদের পায়ের তলায় পড়েনি এমন কোনো টিম কিংবা সুপারস্টারকে খুঁজে পাওয়া যাবে না। সেই Triple H থেকে শুরু করে The Undertaker পর্যন্ত সবাই তাদের কাছে পরাস্ত হয়েছিলো। এই স্টেবলটি WWE তে ডেবিউ করে ২০১২ সালের Survivor Series এ। আর আসার পর থেকেই তারা চালিয়ে গিয়েছিলো তাদের ধ্বংসযজ্ঞ। প্রায় ১ ৫ বছর ধরে চলে তাদের এই ধ্বংসযজ্ঞ, কেননা ২০১৪ সালে ব্রেক হয়ে যায় WWE এর এই ভয়ংকর স্টেবল। স্টেবলটি ব্রেক করানোর মূল দাবিদার ছিলো Seth Rollins কেননা HHH তাকে নিজের দলে ভিড়িয়ে ব্রেক করে এই সর্বকালের শ্রেষ্ট স্টেবলটি। 

কিন্তু পরে আবার সবার মনে Shield রিটার্ন নিয়ে বাসা বাধে মাস চারেক আগে হওয়া Superstar Shakeup এর মাধ্যমে যখন Ambrose ড্রাফট হয়ে আসে RAW তে। কিন্তু তা এখনো পুরোপুরি সম্ভব হয় নি, তবে হয়েছে কিছুটা। কেননা The Shield এর ২য় ভার্সন Ambrose & Rollins বর্তমান WWE RAW Tag Team Champions  আর আজ আপনাদের সাথে আলোচনা করব Shield এর ৩য় ভার্সন The Miztourage দের নিয়ে। তাহলে চলুন শুরু করি :-

এখানে আমি তাদেরকে Shield ৩য় ভার্সন হিসেবে আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে আজ তাদের শেষ Signature দেখে যেটি ছিলো The Shield এর। আজকে RAW তে The Miz কে ফেস করছিলো Roman Reigns  সে তার উপর থেকে ছিনিয়ে নেয় ভিক্টরি। পরে তারা দলবল নিয়ে তার উপর অ্যাটাক করে আর Shield এর ভাব-ভংগিতে তাকে মারতে থাকে। Like Chair Shot   ! পরে তাদের হামলা শেষ হলে তারা তিনজন মিলে The Shield এর Signature দেয়। আর হয়তোবা এরই জের ধরে তৈরী হতে যাচ্ছে The Shield Reunion 😰😱😨

♦ INJURY UPDATE OF JEFF HARDY :


Wrestling Observer Radio সহ বিভিন্ন Web এর তথ্যমতে Jeff Hardy Shoulder Injury তে পড়েছেন।অবাক করা বিষয় হলো এই Injury টি হয়েছে Great Balls Of Fire এ হয়ে যাওয়া 30 Minute Iron Man Match Sheamus & Cesaro V/S Hardy Boyz ম্যাচটিতে।Wrestling Analyser Dave Meltzer এর মতে Jeff Hardy দুই মাস Shoulder Injury তে থেকেও অধিকাংশ RAW তে Attend করেছেন!Jeff Hardy এর Shoulder Injury এর Surgery এই সপ্তাহেই হবে বলে জানিয়েছেন!

♦ After Raw Went Off Air :


আজকে Raw এর মেইন ইভেন্টে কি হয়েছিল সবাই দেখেছেন! Neville এর কাছে মার খেতে দেখা গেছে Enzo Amore কে! কিন্তু এরপর কি হল মানে Raw Off Air এ জাওয়ার পর কি হল? 

Neville যখন এন্ট্রেন্স র‍্যাম্প ত্যাগ করে ব্যাকস্ট্যাজের দিকে যাচ্ছিল তখনই Braun Strowman এর মিউজিক হিট হয় এবং Strowman রিং এ এসে সাবলিলভাবে Enzo কে Powerslam দেয় এবং Braun এন্ট্রেন্স র‍্যাম্পে দাঁড়িয়ে থাকা সকল Cruiserweight এর রিং এ আসার জন্য ইশারা করে! [ Braun চলে যায় ]

এরপর সব Cruiserweight -রা খুব নিখুঁতভাবে Enzo এর উপর একের পর এক মুভ প্রয়োগ করতে থাকে 😂 এবং তখনকার সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা সকলেই জানি Mustafa Ali -র ফিনিশারটি একটি হাই ফ্লাইয়িং মুভ! Ali যখনই টপ রোপে উঠতে যাবে Enzo এর উপর তার ফিনিশারটি দেওয়ার জন্য ঠিক তখনই তাকে বাধা Drew Gulak!! কারণ Gulak এর গিমিক হচ্ছে 'No Flying Zone' তাই সে Ali কে Ali -র হাই ফ্লাইয়িং ফিনিশারটি দিতে বাধা দেয়। 


কিন্তু সবাই Gulak -র কাছে রিকুয়েস্ট করতে থাকে শুধু ১ বারের জন্যই ব্যবহার করা হবে হাই ফ্লাইয়িং মুভ! ক্রাউডরাও 'One,One' চ্যান্ট করতে থাকে। Gulak ও রাজি হয়ে যায়। এরপর Ali তার ফিনিশারটি Enzo -র প্রয়োগ করলে সবাই একে রিং ত্যাগ করে!
• লেখক (ক্রমানুসারে) : আরিয়ান রেহান‎, Taksinur Radi‎, MD Tanvir Islam‎, Tasfik Hasan‎, Mahin Ahmed

WWE টুকরো খবর, ২৭/০৯/২০১৭


♦ অনেক লম্বা একটা সময় অপেক্ষা করার পর আজকে শেষ হলো এবছরের 'No Mercy' PPV । প্রতি রেসলিং ভক্তদের এই PPV নিয়ে মনের মাঝে ছিল অনেক আশা-কল্পনা এবং অনেক এক্সসাইটিং কিছুর ১টা অপেক্ষা । অনেকে আবার এই PPV কে 'Mini-Mania' বলেও আখ্যা দিয়েছেন ।

চলুন তাহলে এবার একটু দেখে নেই রেসলিং ফ্যানদের কতটুকু মনের আশা পূরণ করতে পেরেছে এই 'No Mercy' PPV টি ।

• এবারের এই PPV তে 'Pre Show' তে ১টি ম্যাচ, এবং 'Main Show' তে ৭টি ম্যাচ সহ মোট ৮টি ম্যাচ আয়োজন করা হয় । যেখানে মোট ২১জন সুপারস্টার তাদের ম্যাচ খেলে । এই ২১ জন সুপারস্টারের মধ্য ১৬ জনে Male সুপারস্টার এবং ৫জন Women সুপারস্টার ছিল । এবার ম্যাচ গুলোর দিকে একটু চোখ দেই ।

♦ Apollo VS Elias :

• এটি ছিল আজকের PPV এর আয়োজন করা প্রথম ম্যাচ । ম্যাচটি নিয়ে দর্শকদের সেরকম চাহিদা না থাকলেও, ম্যাচটা মোটামোটি তুলনা মুলক ভালই ছিল ।
[যেহেতু এটা একটা 'Pre Show' সেই হিসেবে ম্যাচটা খারাপ ছিল তা বলা যাবে না]

ম্যাচ জয়ী : Elias ।
ম্যাচ সময় : ৮ মিনিট, ১০ সেকেন্ড ।

♦ Miz © VS Jordan :

• 'Main Show' এর আয়োজন করা প্রথম ম্যাচ এটি ।
[Intercontinental Championship Match]
দর্শকরা এই ম্যাচে কিছুটা চোখ দিয়ে রেখেছিলেন ক্রিয়েটিভ প্যানেলের উপর ।
[কেননা, Jordan কে হুট করে ট্যাগ টিম থেকে আলাদা করা, Jordan ক Kart এর পুত্র হিসেবে দেখিয়ে হুট করেন SD থেকে RAW তে আনা, এসব কিছু এটারই ইঙ্গিত দেয় যে Jordan ক্রিয়েটিভ প্যানেলের কাছ থেকে ১টা ভাল পুশ পেতে যাচ্ছে]

কিন্তু অবশেষে ম্যাচটা জিতে যায় Miz এবং সে তার টাইটেল রিটেইন করে । অনেকেই এটা ভাবছেন যে, যদি Jordan কে হারানোর ইচ্ছাই ছিল তাহলে এত নাটক কেন করা হল?

আসলে আমার মতে ক্রিয়েটিভ প্যানেল যা করেছে ভালই করেছে । একবারে টাইটেল না জিতিয়ে আস্তে আস্তে পুশ দিয়ে টাইটেল জিতানোটাই হবে Best । ক্রিয়েটিভ প্যানেল সেটাই করে যাচ্ছে । বর্তমানে Jordan এর বুকিং খুব ভাল ভাবেই করা হচ্ছে, হয়তো সামনে খুব তাড়াতাড়ি Jordan টাইটেল জয় করে মিড কার্ড ভাল ভাবে সামলাবে ।
[এই ম্যাচের বুকিং এবং ম্যাচের ফলাফল নিয়ে আমি খুশি]

ম্যাচ জয়ী : The Miz ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ১৩ সেকেন্ড ।

♦ Finn VS Bray :

• এই ম্যাচ নিয়ে দর্শকদের চাহিদা ছিল বলে মনে হয় না । কেননা চাহিদা তৈরি হওয়ার মত কোন কিছুই ছিল না এই ফিউডে ।
এই ম্যাচের ফলাফল নিয়ে আমি কিছুটা দ্বিমত ।
[কেননা, এই ফিউডের গত ম্যাচে Finn ক্লিয়ার ভাবে জিতে । সেই ক্ষেত্রে এই ম্যাচে Bray এর জিতা উচিত ছিল]

ম্যাচ জয়ী : Finn Balor ।
ম্যাচ সময় : ১১ মিনিট, ৪০ সেকেন্ড ।

♦ Seth © & Dean © VS Sheamus & Cesaro :
[Raw Tag Team Championship Match]

• এই ম্যাচ নিয়েও দর্শকদের সেরকম কোন চাহিদা ছিল না । কেননা সকলে এটা জানে যে গত PPV তে টাইটেল জিতেছে Seth & Dean । এই PPV তে তারা টাইটেল রিটেইন করবে স্বাভাবিক ব্যাপার । ম্যাচের ফলাফলটাও সেটাই হয়েছে । বাট, পুরো ম্যাচে ২ টিমের র্পাফম ছিল দেখার মত । অসাধারণ এই ম্যাচটা দশর্করা ভালই সার্পোট করেছে ২টিমকে । দর্শকরা এই ম্যাচে প্রায় সময় 'This Is Awsome' চ্যান্ট করেছে ।

[ম্যাচের এক পর্যায়ে Cesaro-র হয়তো দাঁত ভেঙ্গে যায়, যা খুবই দুঃখের ব্যাপার]
ভাল ছিল ম্যাচটা । আমি এই ম্যাচের ফলাফলে যথেষ্ট খুশি ।

ম্যাচ জয়ী : Seth & Dean ।
ম্যাচ সময় : ১৫ মিনিট, ৫৫ সেকেন্ড ।

♦ Alexa © VS Nia VS Beyley VS Sasha VS Emma :
[Raw Women Championship Match]

• আমার কাছে মোটেও ভাল লাগে নি ম্যাচটা । দর্শকরাও যথেষ্ট বোর ফিল করেছে এই ম্যাচে । 'Raw Women Revolution' এর যে অবস্থা তা দেখে বলাই যাচ্ছিলো যে ম্যাচটা Alexa জিতবে ।
ক্রিয়েটিভ প্যানেল চাইলেই এই ম্যাচটা আরো সুন্দর করতে পারতো ।

ম্যাচ জয়ী : Alexa ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ১৪ সেকেন্ড ।

♦ Roman VS John :

• এই PPV এর সবচেয়ে আর্কষণীয় ১টি ম্যাচ । ১ম বারের মত কোম্পানির এই টপ ২ ফেস একে অপরকে ১টি সিঙ্গেল ম্যাচে ফেস করেন । ম্যাচটা আসলেই এই PPV এর সবচেয়ে সেরা ম্যাচ । ম্যাচে কাউন্টার এবং প্রতি বার কিক আউটটা ছিল দেখার মত । এই ম্যাচে Cena তার দায়িত্ব পালন করেছে । অসাধারণ এই ম্যাচে Cena ক্লিন ভাবে হয়ে Roman কে ভাল একটি পুশ দিয়েছে ।
[ম্যাচ শেষে Roman & John এর একে অপরকে হাগ করা এবং John ম্যাচ শেষে Roman কে বিজয়ী হিসেবে দশর্কদের কাছে প্রেজেন্ট করাটা ছিল এই ম্যাচের চরম একটা মুহুত্ব ]
এই ম্যাচ রেজাল্ট নিয়ে আমি যথেষ্ট খুশি ।

ম্যাচ জয়ী : Roman ।
ম্যাচ সময় : ২২ মিনিট, ৪৫ সেকেন্ড ।


♦ Naville © VS Enzo :
[WWE Cruiserweight Championship Match]

• ম্যাচটা আমার কাছে সেরকম একটা ভাল লাগে নি । কেননা,
Cruiserweight Division এর ম্যাচ মানেই মজাদার কিছু, ট্যাকনিকাল মুভ ব্যবহার, ফ্লায়িং মুভের ব্যবহার ইত্যাদি কিছু দেখতে পাওয়া যায়, যা এই ম্যাচের মাঝে কিছুই দেখা যায় নি । কিন্তু ম্যাচের ফলাফলে আমি যথেষ্ট খুশি । কারণ, অবশেষে Enzo তার পুশের মুখ দেখতে পায় ।

ম্যাচ জয়ী : Enzo ।
ম্যাচ সময় : ১০ মিনিট, ৪৫ সেকেন্ড ।

Main Event Time

♦ Brock © VS Braun :
[RAW Universal Championship Match]

• আজকের PPV এর আরেকটি আকর্ষণীয় ম্যাচ । কিন্তু যতটা আশা করা হয়েছিল সেই রকম কিছুই ছিলনা এই ম্যাচে ।

Braun এর পক্ষ থেকে, 'Chockslam' & 'Running Powerslam' দেখতে পাওয়া যায় । অপর দিকে Brock এর পক্ষ থেকে, 'German Suplex' & 'F5' দেখতে পাওয়া যায় ।

এই ম্যাচে রেজাল্ট কি হবে সেটা কেউ আশা করে নি । সকলের আশা ছিল একটা দূর্দান্ত ম্যাচ । যেটা চাহিদা মত আমরা পাই নি, এজন্য এই ম্যাচ নিয়ে সেরকম একটা খুশি না ।

ম্যাচ জয়ী : Brock ।
ম্যাচ সময় : ৮ মিনিট, ৪৫ সেকেন্ড ।


♦ শেষ কিছু কথা : :

• আপনি মানেন আর না মানেন এবার 'No Mercy' PPV নিয়ে কোম্পানি যথেষ্ট সফল । কেননা, আপনি যদি 'No Mercy' PPV এর ইতিহাস ঘাটে দেখবেন এই পর্যন্ত এই PPV মোট ১২ বার আয়োজন করা হয়েছে । শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে এবং শুধু এই ১৯৯৯ সালেই এই PPV টি মোট ২বার আয়োজন করা হয় । বাকি বছর গুলোতে ১ বার করে । ১৯৯৯ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা ১০ বার আয়োজন করা হয় এই PPV এবং মাঝের ২০০৯-২০১৫ সাল পর্যন্ত এটা বাদ থাকে এবং গত বছর ২০১৬ থেকে আবারো এটা চালু হয় ।

এরই সাথে এই বছরে এই PPV টি তার ১২তম পর্ব আয়োজন করে । এবারের 'No Mercy' তে দর্শক উপস্থিতি ছিল ১৬,১০৬ । যেটা 'No Mercy' ইতিহাসে ৩য় সর্বচ্চ রের্কড । সর্বচ্চ দর্শক উপস্থিতিতে প্রথম ২টি স্থানে আছে ১৯৯৯ সালে আয়োজন করা 'No Mercy' এর প্রথম ২টি পর্ব । অর্থ্যাত ১৯৯৯ এর পর এই বছরেরটাই হচ্ছে 'No Mercy' এর সর্বচ্চ দর্শক রের্কড, সেই সূত্রে এটা বলাই যায় যে এবারের 'No Mercy' নিয়ে কোম্পানি অনেকটাই সফল ।

কিন্তু এখানে প্রশ্ন এটাই থাকে যে এবার 'No Mercy' নিয়ে দর্শক কতটা সফল? উপরের বিস্তারিত আলোচনা দ্বারা এটা ক্লিয়ার ভাবে বলা যায় যে, দশর্ক তাদের চাহিদা মত সম্পূর্ণ সফল হতে না পারলেও [৭৫%+] অবশ্যই সফল হয়েছে ।

বিঃদ্রঃ - উপরে আয়োজন করা সকল বক্তব্য আমার ব্যাক্তিগত চিন্তা । এজন্য সকল কথা যে সকলের সাথে মিলবে এটা সম্ভব না । এজন্য দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না!
• লেখকঃ Niloy Ahmed

রিভিউ : No Mercy ২০১৭


হেডলাইন দেখে কারো বুঝতে বাকি নেই যে এটি একটি বিশ্লেষণধর্মী পোস্ট। আর আজকের বিশ্লেষণের বিষয় হচ্ছে, সম্প্রতি হয়ে যাওয়া Raw Exclusive Pay Per View "NO MERCY" মেইন ইভেন্ট। এই পোস্টে উল্লেখ করব যে আসলেই কি আজকের মেইন ইভেন্টটি যথার্থ ছিলো নাকি নয়। আর না থাকলে কোনটি ছিলো আজকের জন্য যোগ্য মেইন ইভেন্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

No Mercy যার আভিধানিক অর্থ হচ্ছে "কোনো করুণা কিংবা ক্ষমা নেই"। অর্থাৎ বোঝাই যায়, যে পিপিভির সব ম্যাচগুলো অবশ্যই অনেক হাইভোল্টেজ সমৃদ্ধ। কিন্তু আজকে যে ম্যাচ গুলো হলো তার মধ্যে কয়েকটা ম্যাচ ছাড়া সবগুলোই হয়েছে Worst Match সেই বিষয়ে পরে আসছি আগে জেনে নিই No Mercy সম্পর্কে কিছু কথা। No Mercy পিপিভিটি প্রায় অনেকদিন পরে গতবছর আবার WWE তে রিটার্ন করেছিলো Smackdown Live এর হয়ে। কিন্তু এবার এই পিপিভিটি অনুষ্ঠিত হয়েছে RAW এর পিপিভি হিসেবে। তাহলে চলুন এবার মূল টপিকে যাই :-

আমরা সবাই জানি যে, আজকের রাতের মেইন ইভেন্ট ছিলো ♦Brock v/s Braun, For Universal Title Match♦…! কিন্তু আমার মতে এটির থেকে যোগ্য মেইন ইভেন্ট হবার দাবি রাখে ♦ Cena v/s Roman ♦ Match! এর কিছু কারণ নিম্নে তুলে ধরা হলো! :-

যেমন ধরুন, Cena v/s Roman ম্যাচে যেরকম ফ্যান রিয়েকশন ছিলো সেরকমটা ছিলো Main Event ম্যাচে। কিন্তু Cena v/s Roman ম্যাচ যেমনটা উপহার দিয়েছে, জীবনেও সেরকম কিছু উপহার দিতে পারে নি মেইন ইভেন্ট ম্যাচটি। কেননা, মাত্র ১ টা f5 হজম করার সাথে সাথেই Braun এর মতো জায়েন্ট কিক আউট করতে অক্ষম যেটি অবশ্যই সবথেকে বেশি বোরিং ছিলো। কিন্তু অপরদিকে, Cena'র ৩টা AA এবং একটা Super AA খাওয়ার পরেও কিক আউট করতে সক্ষম Reigns যেটি অবশ্যই একটি ম্যাচকে আকর্ষণীয় করতে সফল। আবার, যেরকম কিছু এক্সট্রিম মোমেন্ট ছিলো Cena v/s Roman ম্যাচে তা মেইন ইভেন্ট ম্যাচে ছিলো না। আর যা অবশ্যই ফ্যানরা মেইন ইভেন্টে আশা করে নি। তাছাড়া Cena v/s Roman ম্যাচের একেকটা মুভ প্রয়োগ করার সাথে সাথেই ফ্যানদের মুখে তাদের জয় জয়কার। কিন্তু মেইন ইভেন্ট ম্যাচে তা লক্ষনীয় ছিলো না। মেইন ইভেন্ট ম্যাচে দেখার মতো বিষয় একটাই ছিলো আর তা হচ্ছে তাদের দুজনের মনোভাব আর তাদের কিছু আচরণ যা Cena v/s Roman ম্যাচেও বিদ্যমান ছিলো।

এখন সকল আলোচনার প্রেক্ষিতে আমি বলতে চাই যে, উক্ত ম্যাচটির বদলে যদি Cena v/s Roman ম্যাচটি মেইন ইভেন্ট দেয়া হতো তাহলে ফ্যানরাসহ WWE ক্রিয়েটিভ প্যানেলও লাভবান হতো। কেননা একটা কথা আমাদের মানতেই হবে যে, এটি ছিলো আমাদের সবার ড্রিম ম্যাচ আর ড্রিম ম্যাচ কখনও মেইন ইভেন্ট ছাড়া তেমন ভালো হয় না। তাই আমার মতে এটি ছিলো তাদের চরম একটি ভূল।
• লেখকঃ MD Tanvir Islam

No Mercy এর যোগ্য মেইন ইভেন্ট কোনটি?


২০১৭ সালের এই No Mercy অনুষ্ঠিত হয় Staple Center, Los Angeles, California তে। 

Pre-Show তে Elias Samson হারায় Apollo Crews কে। 

Main Show : 


♦ The Miz (C) vs Jason Jordan

Main Show শুরু হয় Jason Jordan বনাম The Miz এর Intercontinental Championship Match এর দ্বারা। Miz এর Hometown বিধায় এখানে সে ভালোই পপ পায়। Match এর শুরুর দিকে Jason Jordan তার Charisma দেখায় এবং বেশ কয়েকটা German Suplex, Nothern Light Suplex, Belly to Back Suplex ইত্যাদি ব্যবহার করে। Match এর মাঝখান হতে Miz Momentum নিজের দিকে নিতে থাকে, Jason কে Ring এর বাইরে কিছুক্ষণ মারতে থাকে এবং Barricade এ Throw করে। Ring এ ঢুকার পর Jason আবারো Control নিতে থাকে বিভিন্ন ধরণের Suplex এর দ্বারা। আজকে যেন Suplex City সে-ই শুরু করে! Match এর শেষ দিকে BO Dallas interrupt করতে গেলে Jason Jordan তার দিকে ধাবিত হয়ে তাকে ফেলিয়ে দেয় ring এর ভিতরে। Referee বো ডালাস এর দিকে distracted হলে Curtis Axel একটা Cheap Shot দেয় এবং এই সুযোগে The Miz Skull Crushing Finale Hit করে Match টি জিতে নেয় এবং IC Title Retain করে। 

• Winner : The Miz

Match শেষে Jason Jordan এর interview নেয় Renee Young। তখন Jason Jordan বলে যে সে Rematch চাবে এবং Miz সম্পর্কে বলে, "He Does Suck"


♦ Bray Wyatt vs Finn Balor

Match টি শুরুর আগেই Bray Wyatt Finn Balor কে পিছন থেকে Assault করে এবং রিং এর বাইরে বেশ কিছু মেরে Commentary Table এর উপরে Yuranagi হিট করে, যার ফলে দেখে মনে হয় যে Finn injured হয়েছে । তাকে backstage এ নিয়ে যাওয়ার সময় Bray Wyatt Mic নিয়ে তাকে Provoke করে match টি খেলার জন্য। সব শেষে বলে, "You're not a demon, you're not even a man, you are just a coward"। যার ফলে Finn Provoked হয় এবং Match এ ফিরে আসে এবং কিছু Fast Paced Action দেখা যায়। সেটি সহজেই থেমে যায় এবং Bray ম্যাচ এর কন্ট্রোল নিতে থাকে। ম্যাচ এর মধ্যখানে Finn Balor Bray Wyatt কে Ring Apron এর Carpet/Matt এর মাঝে আটকিয়ে মারতে থাকে। এর কিছুক্ষন পর ব্রে রিং এর মধ্যে Sister Abigail দিতে গেলে Finn কাউন্টার করে Standing Double Foot Stomp হিট করে। ব্রে কিক আউট করার পর ম্যাচ এর কন্ট্রোল নেয়, হঠাত Finn Balor Comeback করে এবং Top Rope হতে Double Foot Stomp হিট করে ব্রে এর নেক এর পিছনে এবং ব্রে কিক আউট করে।
এরপর ব্রে Finn কে শুধু Throw করতে থাকে রিং এর এপার থেকে ওপারে :3 হঠাত ফিন আবারো Comeback করে এবং Low Dropkick মেরে Top Rope এ যায় এবং Coup De Grace হিট করে! এবার আর ব্রে কিক আউট করতে পারে নি। 

• Winner : Finn Balor

একটি Backstage interview নেয়া হয় Sheamus & Cesaro এর। 


♦ Seth Rollins & Dean Ambrose (C) vs Sheamus & Cesaro

ম্যাচটি শুরু হয় Dean Ambrose এবং Cesaro এর দ্বারা এবং বেশ কিছু Fast Paced Action দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরেই S&C(Sheamus & Cesaro) Match এর কন্ট্রোল নিতে থাকে। এক পর্যায়ে Cesaro কে Steel Post এ হিট করলে Cesaro এর অন্তত দুটো দাত ভেঙে যায়, সে তাও Match Continue করতে থাকে। এর মাঝে Dean Tag করে এবং Seth এর দ্বারা আবারো Fast Paced Action দেখা যায়। ম্যাচ এর শেষের পার্টে Seth Rollins কে Sheamus Brogue Kick মেরে রিঙের বাইরে ফেলে দেয় এবং S&C একটি Double Team Maneuver দেয় Dean কে কিন্তু সে কিক আউট করে। এরপরে S&C Dean কে তাদের Tag Team Finisher দেয়ার জন্য Sheamus White Noise Position এ যায় এবং Cesaro Top Rope এ যায়। এ মুহুর্তে সেথ ফিরে এসে সিজারোকে Hurricanranna দিতে গেলে Cesaro তাকে ধরে ফেলে এবং এ সময়ে Sheamus White Noise মারে Dean কে এবং সিজারো Top Rope হতে Seth Rollins কে ডিন এর উপর Powerbomb Hit করে! এবং কভার করে কিন্তু তাও ডিন কিকআউট করে!! ম্যাচের একদম শেষ মুহুর্তে Sheamus Dean Ambrose কে Brogue Kick দিতে নিলে Dean Ambrose Collapse করার এ্যাক্টিং করে এবং Dean Brogue Kick টা Counter করে রোল আপ পিন করলে Sheamus Kick out করে। এরপর সেথ রিঙে আসতে নিলে সিজারো তার দিকে যায় এবং Sheamus সেথকে Brogue Kick হিট করতে নিলো ভুলে Cesaro কে Brogue Kick হিট করে! এ সুযোগে Dean & Seth তাদের Tag team Finisher হিট করে এবং Three Count পেয়ে যায়। 

• Winner : Dean Ambrose & Seth Rollins

পরবর্তী ম্যাচ হলো Fatal 5 Way Match For The Raw Women's Championship



♦ Nia Jax vs Emma vs Sasha Banks vs Bayley vs Alexa Bliss (C)

ম্যাচের শুরুর দিকে Sasha & Bayley Team up করে রিং ক্লিয়ার করে এবং এর কিছুক্ষণ পরেই Nia Jax তার Dominance দেখাতে থাকে এবং, Alexa & Sasha কে একই সাথে তুলে নিয়ে Double Samoan Drop হিট করে! পরবর্তীতে ৪জন Women মিলিয়ে Nia Jax কে রিং এর বাইরে ফেলে! কিছু action চলে রিং এর বাইরে এবং কিছু ভিতরে। Nia Jax আবার রিং এপ্রনে উঠতে নিলে এমা রিং এ ঢুকতে বাধা দেয় এবং Emma & Bayley মিলে Nia কে এপ্রোন হতে ম্যাটে Powerbomb দিতে নিলেও পারে না তবে Sasha & Alexa Nia কে ড্রপকিক দেয়ার দ্বারা Powerbomb টা সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পর Sasha, Alexa কে Bank Statement এ লক করলে Bayley তা ব্রেক করে এবং Bayley, Alexa কে Belly to Bayley হিট করে পিন করলে Sasha তা ব্রেক করে! Nia Jax আবার রিঙে রিটার্ন করে Sasha কে Leg drop hit করে পিন করতে নিলে Emma তা ব্রেক করে এবং তখন Emma কে Corner Splash দেয় Nia। এরপর Nia Alexa কে হিট করতে নিলে Alexa সরে যায় এবং Nia Shoulder First হয় Steel Post এ। এ সুযোগে Alexa Bayley এর দ্বারা এমাকে Cheap Shot মেরে Bayley কে তার ফিনিশার Snap DDT hit করে পিন করে এবং তার টাইটেল রিটেইন করে। 

• Winner : Alexa Bliss

পরবর্তী Match হলো one of the most hyped, WrestleMania worthy match! 



♦ John Cena vs Roman Reigns

ম্যাচের শুরুতে সিনা রিং ছেড়ে লিভ নিতে যায়, তখন রেইংস পিছন থেকে এ্যাটাক করে তাকে রিংসাইডে ফেরত আনে এবং Cena Roman কে Steel steps এ Whip করে, তারপর রোমানও স্টিল স্টেপস এ সিনাকে Whip করে। Roman ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয়। কিছুক্ষণ পর সিনা Five Knuckle Shuffle দিতে গেলে Roman Reigns Samoan Drop দিয়ে তা কাউন্টার করে। এরপর সিনা আবার Five Knuckle Shuffle দেয় কিন্তৃ AA দিতে গেলে রোমান তা কাউন্টার করে। এর কিছুক্ষণ পর রোমান Superman Punch দিতে গেলে Cena তা কাউন্টার করে STF লক করে কিন্তু রোমান তা ব্রেত করে। হঠাত একটা Fast Paced Action এর দ্বারা সিনা রোমানকে ক্যাচ করে এবং AA হিট করে পিন করে কিন্তু রোমান কিকআউট করে। এরপরে সিনা তার Top Rope Leg Drop দিতে গেলে রোমান তা Powerbomb এ কাউন্টার করে। এরপর পরেই Superman Punch দিয়ে পিন করে কিন্তু সিনা কিকআউট করে। এরপর রোমান স্পিয়ার দিতে গেলে সিনা সরে যায় এবং রোমান Steel Post এ হিট খায়। এরপর রোমানকে কাধে নিয়ে সিনা টপ রোপ থেকে সুপার AA মারে! পিন করে বাট কিকআউট! এর কিছুক্ষণ পর সিনা বাহিরে গিয়ে announce table ক্লিয়ার করে এবং রোমানকে তুলে নেয় কিন্তু রোমান সিনাকে ধাক্কা দেয় এবং announce table এর মধ্যে স্পিয়ার হিট করে! এ কিছুক্ষণ পর রিং এর ভিতরে action ফিরে এবং রোমান Spear দিতে নিলে তা সিনা কাউন্টার করে AA হিট করে, কিন্তু পিন না করে আবার আরেকটা AA মেরে পিন করে বাট রোমান তাও কিকআউট করে! সিনা অবাক হয়ে থাকে এবং রোমান আস্তে আস্তে দাড়িয়ে হঠাত Superman Punch মেরে Spear দিয়ে পিন করে এবং Three Count পেয়ে যায়।

• Winner : Roman Reigns

ম্যাচ শেষে সিনা রোমানের হাত উঠিয়ে দেয় এবং পরবর্তীতে সিনা ক্রাউড হতে Standing Ovation পায় এবং Thank You Cena চ্যান্ট চলতে থাকে।

Next is the Cruiserweight Championship!



♦ Enzo Amore vs Neville 9(C)

তেমন কোনো interesting match নয়। এক পর্যায়ে Neville top rope থেকে Red Arrow দিতে গিয়েও না দিয়ে Second Rope থেকে দিতে যায় এবং মিস করে এবং enzo top rope হতে জাম্প করে নেভিল কে ধরে DDT দেয় বাট নেভিল কিকআউট করে। এরপর Enzo কে বাহিরে ফেলা হলে Enzo Cruiserweight title টা নিয়ে রিং এ ঢুকে যার ফলে referee distract হয় এবং রেফারি title টা সরাতে যায় এই মুহূর্তে Enzo একটা Low Blow দিয়ে পিন করে নেভিল করে এবং Three Count পেতে সক্ষম হয়। 

• Winner : New Cruiserweight Champ Enzo Amore


Main Event :

এখন সময় হলো Main Event এর! Universal Championship match! 



♦ Brock Lesnar (C) vs Brown Strowman

ম্যাচের শুরুতে লেসনার তার Takedown গুলো দিতে যায় কিন্তু Strowman তা ব্লক করে। এরপর ব্রক একটা জারমান সুপ্লেক্স দিতেই ব্রাউন দাঁড়িয়ে যায় এবং Chokeslam Hit করে! সাথে সাথেই একটা Running Powerslam দিয়ে পিন করে কিন্তু ব্রক কিকআউট করে। কিছুক্ষণ ব্রাউন ডমিনেট করার পরে ব্রক F5 দেয়ার চেষ্টা করলেও পুরোপুরি তুলো রাখতে পারে না। এর কিছুক্ষণ পরেই হঠাত করে ব্রক কিমুরা লক ইউস করে এবং ব্রাউন bottom rope ধরে তা ব্রেক করলো। পরপরই ব্রককে একটা Spinebuster hit করে ব্রাউন। তারপরে ব্রক Comeback করে এবং Suplex City এর ভ্রমণে নিয়ে যায় ব্রাউনকে। টানা ৫টি German Suplex মেরে F5 দিতে যায় কিন্তু ব্রাউন তা কাউন্টার করে Running Powerslam হিট করে! কিন্তু সে পিন করতে পারে না। এর কিছুক্ষণ পরে আরো একটা Powerslam hit করে দেরি করে Cover এ যায় এবং ব্রক কিকআউট করে। শেষের দিকে ব্রক ডিরেক্ট F5 এর জন্য সময় নিয়ে কাঁধে উঠায় এবং F5 hit করার পরপরই পিন করে এবং Three Count পেয়ে যায়। 

• Winner : Brock Lesnar

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। এতো বড় পোস্ট ফলে ভুল থাকতেই পারে। সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন :)
• লেখক ঃ Taskeen Alam Towfiq

WWE No Mercy 2017 রেজাল্ট, ২৫/০৯/২০১৭