(১) Wrestling Observer এর তথ্যমতে, সাবেক WWE ডিভা Kaitlyn আবারোও WWE তে রিটার্ন করতে পারেন। সম্প্রতি ফ্লোরিডার একটি ট্রেনিং সেন্টারে তিনি আবারোও প্রো-রেসলিং এর জন্য ট্রেনিং শুরু করেছেন।
উল্লেখ্য যে, Kaitlyn একজন মডেল, বডিবিল্ডার ও সাবেক প্রো-রেসলার। ২০১০ সালে তিনি WWE এর সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং ২০১৪ সালে WWE থেকে লিভ নেয়ার মাধ্যমে তিনি রিটায়ার করেছিলেন। WWE তে থাকাকালীন তিনি একবার Divas Championship ও জিতেছিলেন। সম্প্রতি তার রিটার্ন নিয়ে Observer,Whatculture সহ বেশ কিছু নামীদামী রেসলিং সাইটে গুঞ্জন চলতেছে। তাই বলা যায়, খুব শীগ্রই তিনি আবারোও WWE তে রিটার্ন করতে পারেন... 👌👌
(২) John Cena গতকাল Bostan শহরে অনুষ্ঠিত Inbound 2017 অনুষ্ঠানে চিফ স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানটি মূলত তিন দিন ধরে হবে এবং এতে অংশগ্রহণ করবে পৃথিবীর নামিদামি ২১০০০ হাজার বিজনেসম্যান এবং সেলস পারসোন ৷
রেসলিং বাদ দিয়ে এখন এগুলা শুরু করেছে John Cena 😒😒😒
(৩) সম্প্রতি WWE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোলের আয়োজন করে। উক্ত পোলে SDLive ব্রান্ডের আগামী পিপিভি Hell In A Cell এর সব ম্যাচ নিয়ে ভোটের আয়োজন করে। এবং ফ্যানরা তাদের পছন্দ অনুযায়ী যেই ম্যাচ দেখতে বেশি আগ্রহী সেই ম্যাচকে ই ভোট দেয়। এবং এই পোলে সর্বোচ্চ (৬০%) ভোট পায় Ko Vs Shane এর ম্যাচ। এক নজরে দেখা যাক ফ্যান রা কোন ম্যাচ কে কত পার্সেন্ট ভোট দিয়েছে:-
Owens Vs Shane = ৬০% ভোট
New Day Vs Usos = ১১% ভোট
Nakamura Vs Mahal = ৭% ভোট
Natalya Vs Charlotte = ৭% ভোট
Roode Vs Ziggler = ৭% ভোট
আর বাকি ৮% ভোট পায় অন্যান্য ম্যাচ গুলা ✌
এ পোল দেখে অনেকটাই ধারণা করা যায় যে, বেশিরভাগ ফ্যান রাই Styles Vs Corbin এর ম্যাচ নিয়ে ততটা আকর্ষিত নাহ 😞 তবে ফ্যানদের সর্বোচ্চ আকর্ষণ আছে Owens Vs Shane এর মধ্যকার "Hell In A Cell" ম্যাচে। আর নি:সন্দেহে এই ম্যাচটি ই পিপিভির সেরা ম্যাচ হবে। আমি চাই Owens Vs Shane এর ম্যাচটাই মেইন ইভেন্ট হোক 😊
(৪) Fact You May Don't Know About Reigns vs Cena Match at No Mercy :
No Mercy তে হওয়া Roman vs Cena ম্যাচটি নানা কারনে আলোচিত, সমালোচিত। ম্যাচটিতে এমন অনেক মোমেন্ট রয়েছে যেগুলো দেখে আমরা খুব উত্তেজিত হয়েছি, বিশেষ করে সেই মুহূর্তে যখন Cena, Roman কে ব্যাক টু ব্যাক Attitude Adjustment হিট করেও পিন করে ২ কাউন্ট পায়!
যাইহোক আমার টপিকে চলে আসি, কাহিনিটা হলো এই ম্যাচে আমরা যেমন অনেক উত্তেজনাকর মোমেন্ট দেখতে পেয়েছি, তেমনি কিছু সিক্রেট মোমেন্ট দেখতে পাইনি!
যেমনটা ছবিতে দেখতে পারছেন। Cena, Roman কে STF লক দেবার সময় তার বাম পা Roman এর পা এর থেকে সরিয়ে রাখে। যেটা আমরা টিভিতে কখনওই দেখতে পাইনি। দেখতে পাওয়ার কথাও নয়। কারণ এটা প্রো-রেসলিং।
STF লকের নিয়মানুযায়ী Cena কে তার বাম পা অবশ্যই Roman এর পায়ের ওপর রাখতে হতো। কিন্তু ম্যাচে তা ঘটেনি। Roman যাতে লক ব্রেক করতে পারে তার জন্য Cena আগেই হাল ছেড়ে দেয়।
ঘটনাটি আমরা টিভিতে দেখতে পাইনি ক্যামেরা পজিশন কারনে। কিন্তু ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইউটিউবে ব্যাপকহারে ছড়িয়ে পরেছে।
(৫) ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) কিংবদন্তী রিক ফ্লেয়ার এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এ পর্যন্ত অন্তত ১০ হাজার নারীকে তার শয্যাসঙ্গী করেছেন। তবে সাথে সাথে তিনি এটাও বলেছেন যে, এজন্য তিনি গর্বিত নন।
ক্রীড়া বিষয়ক চ্যানেল ইএসপিএন-এর ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের সম্পর্কে এ বিষ্ময়কর সত্য সবার সামনে উন্মোচন করেছেন ডব্লিউডব্লিউই’র এ হল অব ফেম।
রেসলিংয়ে ১৬ বারের এ বিশ্বচ্যাম্পিয়ন তার যৌনাঙ্গকে ‘স্পেস মাউন্টেনের’ সাশে তুলনা করে নারীদেরকে তাতে ‘চড়ার’ আহবান জানানোর জন্য বিখ্যাত। এর অাগে পিপল ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার যৌনাঙ্গ নিয়ে নারীদের যা বলেছি সেটি সত্যি, কিন্তু এখন ওসব মন্তব্যের জন্য আমার খারাপ লাগে।
যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে জন্ম নেওয়া এ রেসলারের ব্যক্তিগত জীবনে চারবার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন ওয়েন্ডি নামে নতুন একজনের সাথে প্রেমে মজেছেন বলেও জানিয়েছেন তিনি। ফ্লেয়ার বলেন, ওয়েন্ডির সাথে পরিচয় হওয়ার পর আর কোনো নারীর শয্যাসঙ্গী হননি তিনি।
(৬) Dave Meltzer's No Mercy Ratings :
PPV Attendance: 16,106 Fans ✌
• Elias Vs Apollo Crews
Match Length : 8:34
Rating: 2★
• The Miz Vs Jason Jordan
Match Length : 10:13
Rating: 2.75★
• Finn Balor Vs Bray Wyatt
Match Length : 11:32
Rating: 3.25★
• Seth & Dean Vs Sheamus & Cesaro
Match Length : 15:55
Rating: 4.25★
• Alexa Vs Sasha Vs Bayley Vs Nia Vs Emma
Match Length : 9:53
Rating: 3.50★
• Roman Reigns Vs John Cena
Match Length : 22:09
Rating: 4.25★
.• Enzo Amore Vs Neville
Match Length : 10:34
Rating: 1.75★
• Brock Lesnar Vs Braun Strowman
Match Length: 8:51
Rating: 2.25★ 😒😒
এই ছিল রেসলিং বিশারদ Dave Meltzer এর No Mercy পিপিভি রেটিং। আপনারা কি তার রেটিংয়ে সন্তুষ্ট? 😊
(৭) Michael Cole এই সপ্তাহের Monday Night Raw তে উপস্থিত থাকতে পারছেন না ৷ তার এই অনুপস্থিতির কারণ হলো তার ছেলের বিয়ে ৷ তার জায়গায় Raw তে লিড কমেন্টেটর হিসেবে থাকবেন Tom Phillips
-২০ বছরে এই নিয়ে দ্বিতীয় বার Michael Cole WWE এর কোন শো মিস করবেন ৷
এই সপ্তাহের Raw এর জন্য দুটি ম্যাচ সেট করা হয়েছে ৷ তা হলো:
(1) Seth Rollins vs. Braun Strowman
(2) Intercontinental Championship : Roman Reigns vs Miz
(৮) CM Punk Returning Update :
তিন বছর আগে Longest reigning WWE Champion CM Punk প্রো রেসলিং কে বিদায় জানায় এবং UFC তে জয়েন করে ৷ এই তিন বছরে Punk এটা প্রমাণ করে যে প্রো রেসলিং এর প্রতি তার আর কোনো ইন্টারেস্ট নেই ৷ কিন্তু তার ডাই হার্ড ফ্যানরা এখনও তাকে রিং এ দেখতে চাই ৷
- Wrestling Observer Radio এর লেটেস্ট এপিসোডে Dave Meltzer বলেন যে Cm punk প্রো রেসলিং এ ফিরতে পারে কিন্তু তা হতে পারে Ring of Honor or New Japan pro wrestling ৷ এই দুটি কোম্পানিতে Punk এর কিছু ফ্রেন্ড রয়েছে যারা তাকে আবার রিং এ দেখতে চাই এবং সেই কারণে punk কে তারা খুব রিকোয়েস্ট করছে কিন্তু Punk এর আপাতত রিং এ ব্যাক করার কোন প্লান নেই ৷ ডেভ মিল্টেজারের মতে তার একজন সোর্স ও Punk এর সাথে রিং এ ফেরা নিয়ে কথা বলেছেন এবং punk তাকে সরাসরি বলে দিয়েছে যে তার প্রো রেসলিং এর প্রতি আর কোন ইন্টারেষ্ট নেই ৷ সে এখন UFC তে তার ক্যারিয়ার গঠন নিয়ে ব্যাস্ত ৷
(৯) Former American President Abraham Lincoln Is The Real Inventor Of The Wrestling Move "Chokeslam" 😊
জনপ্রিয় রেসলিং মুভ "Chokeslam" এর আবিষ্কারক হচ্ছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট "Abraham Lincoln"! আর এই তথ্যের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে Abraham কে নিয়ে লিখা আমেরিকান লেখক Carl Sandburg এর বায়োগ্রাফি তে। সেই বায়োগ্রাফি তে উল্লেখ আছে, যুবক বয়সে Abraham যখন একটি রেসলিং ম্যাচ খেলতেছিলেন তখন তার অপোনেন্ট তার বুকে সজোরে আঘাত করে ফেলে।এবং এতে তিনি রেগে যান এবং ঐ ব্যাক্তিকে গলায় ধরে উপরে তোলেন এবং তারপর সজোরে ফেলে দেন। এবং ল্যান্ডিং এর সময় লোকটির পিঠ ভূমি স্পর্শ করে। (সাদাকালো পিক টা দেখেন)।
উল্লেখ্য যে Abraham তার যুবক বয়সে শখের বশে রেসলিং করতেন, তবে তিনি কোনো প্রো-রেসলার ছিলেন নাহ। কিন্তু Abraham যখন মুভটি ব্যাবহার করেছিলেন তখন রাগের বশে অজান্তে ই ব্যাবহার করেছিলেন,তখন এই মুভের কোনো নামই ছিলনা। তাহলে প্রশ্ন হচ্ছে কে এই মুভের নাম "Chokeslam" রাখলেন? উত্তর: Paul Heyman...!! হ্যা, Abraham এর সেই মুভ কেই মোডিফাই করেন Paul Heyman, এবং এর নাম দেন "Chokeslam" 👏👏 মূলত, Paul Heyman এর মাধ্যমেই মুভ টি প্রো-রেসলিং জগতে আসে। আর প্রো-রেসলিংয়ে এই মুভ টি প্রথম ব্যাবহার করেছিলেন 911 নামক একজন জায়ান্ট রেসলার। পরবর্তী তে এই Chokeslam মুভ কে জনপ্রিয় করে তুলেছিলেন The Undertaker ও Kane. তাই বলা যায়, Chokeslam মুভ টি আবিষ্কার করেছেন Abraham Lincoln, এবং এই মুভের নামকরণ করেছেন Paul Heyman.. 😊😊
(১০) Bully Ray Possibly Facing Retirement?😞
হ্যা ঠিকই শুনেছেন।Bully Ray, retire করতে পারেন।ROH এর গত PPV "Dishonor" এ নিজের ম্যাচে নিজেরই টিম পার্টনার Jay Briscoe তার মাথায় টেবিল ছুড়ে মারলে সে আঘাতে ভালই আহত হন Bully. তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি Bully Ray, Busted Open Radio কে দেয়া এক বার্তায় বলেছেন, ডাক্তার তাকে over excited হতে নিষেধ করেছেন এবং loud noises এড়িয়ে চলতে বলেছেন। Bully আরো বলেন তিনি তার ক্যারিয়ার continue করতে পারবেন কিনা সে ব্যাপারে তিনি নিজেও শিওর নন। তাকে তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হলে তিনি ঠিক এটাই বলেন "So much so that I'm not even sure my career should continue".😞
(১১) Triple H Return Update :
১৪ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন Triple H কে অামরা সবাই অনেক পছন্দ করি। তিনি সেই এটিটউড এরা থেকে রেসলিং করে অাসছেন। তাকে বলা হয় সর্বকালের সেরা WWE এর খলনায়ক। তার মাইক স্কিল WWE তে অন্যতম সেরা। রিং স্কিলে সে সবচেয়ে হার্ডকোর রেসলারদের মধ্যে একজন।
Wrestle Mania 33 এর পর থেকে তাকো অার WWE এর মেইন শো গুলোতে দেখা যায় নি। তবে সে NXT তে Comissioner হওয়ার সুবাদে সেখানে অনেকবার উপস্থিত ছিল। রেসলিং ফ্যানরা তাকে Raw কিংবা SmackDown তে দেখার জন্য অধীর অাগ্রহে অপেহ্মা করছে। সম্প্রতি Smack Down এর পরবর্তী Live Event এ Triple H কে যুক্ত করা হয়েছে। যা তার রিটার্নের সম্ভাবন অারো জোরদার করছে। Kevin Owens Vs Shane o Mac এর ম্যাচে Kevin কে এ্যাটাক করার মাধ্যমেই হয়ত তিনি রিটার্ন করবে। তারপর শুরু হতে পারে Kevin Owens ও Triple H এর ফিউড। যা স্থায়ী হতে পারে Wrestle Mania পর্যন্ত। তাই বলা যায় Triple H হয়তবা খুব শীঘ্রই SmackDown এ রিটার্ন করবে।
(১১) Triple H Return Update :
১৪ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন Triple H কে অামরা সবাই অনেক পছন্দ করি। তিনি সেই এটিটউড এরা থেকে রেসলিং করে অাসছেন। তাকে বলা হয় সর্বকালের সেরা WWE এর খলনায়ক। তার মাইক স্কিল WWE তে অন্যতম সেরা। রিং স্কিলে সে সবচেয়ে হার্ডকোর রেসলারদের মধ্যে একজন।
Wrestle Mania 33 এর পর থেকে তাকো অার WWE এর মেইন শো গুলোতে দেখা যায় নি। তবে সে NXT তে Comissioner হওয়ার সুবাদে সেখানে অনেকবার উপস্থিত ছিল। রেসলিং ফ্যানরা তাকে Raw কিংবা SmackDown তে দেখার জন্য অধীর অাগ্রহে অপেহ্মা করছে। সম্প্রতি Smack Down এর পরবর্তী Live Event এ Triple H কে যুক্ত করা হয়েছে। যা তার রিটার্নের সম্ভাবন অারো জোরদার করছে। Kevin Owens Vs Shane o Mac এর ম্যাচে Kevin কে এ্যাটাক করার মাধ্যমেই হয়ত তিনি রিটার্ন করবে। তারপর শুরু হতে পারে Kevin Owens ও Triple H এর ফিউড। যা স্থায়ী হতে পারে Wrestle Mania পর্যন্ত। তাই বলা যায় Triple H হয়তবা খুব শীঘ্রই SmackDown এ রিটার্ন করবে।
• লেখক ঃ Aamir Hamza Salman (১,৩,৬), Al Mobin Shanto, Anik Siddique, Md Nazrul, Al Mobin Shanto (৭,৮), আরিয়ান রেহান,শেষ করার আগে আমাদের পেজের সবাইকে জানায় বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা, আশা করি এই বছরেও আমাদের সবাইয়ের জীবন সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে কাটবে। ভালো থাকবেন। শুভরাত্রি।
Fahim Khan ।