• আমরা জেনেছিলাম Survivor Series এর জন্য John Cena কে এড করা হচ্ছিল! কিন্তু WWE এখন আর John Cena কে Survivor Series এর জন্য এডভার্টাইসমেন্ট করছে নাহ! John Cena পরিবর্তে WWE Brock Lesnar কে এড করছে 😒

• নতুন করে রুমোর শোনা যাচ্ছে যে, Hell In A Cell এ Sami Zayn Kevin Owens vs Shane McMahon এর মধ্যকার ম্যাচে বাধা দিবেন এবং হিল টার্ন করবেন। পরিবর্তীতে Sami Zayn & Kevin Owens Tag Team গঠন করবে!

• William Regal ঘোষণা দিয়েছেন, NXT Takeover Houston এর মেইন ইভেন্ট হবে The Undisputed Era vs sAniTy vs Authors Of Pain & Roderic Strong in War Games 🔥

• NXT Takeover Houston এ, Drew McIntyre তার NXT Championship ডিফেন্ড করবেন Andrade Cien Almas এর বিপক্ষে। 


• আজ থেকে ২০ বছর আগে, এইদিনেই Kane তৎকালীন WWF এ ডেবিউ করেছিলেন! 🔥


NXT Takeover: WarGames আপডেট ম্যাচকার্ড :
  1. War Games ম্যাচঃ The Undisputed Era (Adam Cole, Kyle O'Reilly, Bobby Fish) vs. Roderick Strong & The Authors of Pain vs. NXT Tag Team চ্যাম্পিয়ন্স SAnitY
  2. NXT চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Drew McIntyre (c) vs. Andrade "Cien" Almas 
  3. Vacant NXT Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Kairi Sane vs. Ember Moon vs. Peyton Royce vs. Nikki Cross 
  4. Aleister Black vs. The Velveteen Dream 
  5. Lars Sullivan vs. Kassius Ohno 
(NXT Takeover: WarGames অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর , ২০১৭)



• যেমনটি আমি আমার আগের পোস্ট গুলোতে বলেছিলাম Daniel Bryan 2018-এ রিং Action-এ Come Back করতে পারেন। কিন্তু WWE তে Come Back করবেন না হয়তো, হতে পারে অন্য কোনো Wrestling Promotion-এ। সম্প্রতি Daniel Bryan এর একটি Interview নেওয়া হয়, যার মধ্যে তাকে তার চুল বড় করা নিয়ে প্রশ্ন করা হয়। তারপর Bryan বলে, আমি আমার চুল বড় রেখেছি কারণ আমি যেন মেক্সিকান স্টারে গিয়ে হেয়ার Vs হেয়ার ম্যাচ খেলতে পারি। Bryan এর এসব কথার মাধ্যমে বোঝা যাচ্ছে, সে Lucha Underground অথবা NJPW তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার মতে, Bryan যা চিন্তা করছেন তা সম্পূর্ণ সঠিক।

• আমরা জানি Samoa Joe তার Injury-এর কারণে এখন পর্যন্ত রেসলিং থেকে দূরে আছেন । News অনুযায়ী Samoa Joe ২-৩ সপ্তাহের মধ্যে Back করতে পারেন। তাছাড়া তিনি Great Balls Of Fire-এ তার সাথে ঘটা একটি Unknown Fact সম্পর্কে Update দিয়েছেন। আর তা হলো, তিনি Great Balls Of Fire-এ যখন Brock Lesnar এর সাথে ম্যাচ খেলছিলেন তখন তার শ্বাস নেওয়ার শক্তি মাত্র ৬০% ছিল। তো এখন চিন্তা করেন এই অবস্থা নিয়ে তিনি কিভাবে BrocK Lesnar এর সাথে Top Fight আমাদের উপহার দিয়েছিলেন। সত্যিই তাকে সালাম করা দরকার।


• কিছুদিন আগে Social Media-তে একটা Campaign শুরু হয় #WhyNotDevin নামের ৷ Campaign টি শুরু হয় Devin Suau নামের এক ছেলের জন্য ৷ ছেলেটি pediatric cancer এ ভুগছিলেন এবং ডাক্তারদের ভাষ্য মতে সে মাত্র ১৬ মাস বাঁচবে ৷ তার কিছু ইচ্ছার মধ্যে একটি ছিল John Cean-এর সাথে দেখা করার। যার কারনে Social Media তে এই Campaign শুরু হয় ৷ গত সপ্তাহে John Cena তার ইচ্ছা পূরণ করার জন্য তার সাথে এবং ছেলেটির বন্ধুদের সাথে দেখা করতে যায় ৷ Respect For Cena 😎


• Shane ও Kevin ম্যাচের ব্যাপারে Bryan Alvarez বলেছেন : P.P.V এর মধ্যে Hell In A Cell কে সবচেয়ে ভয়ঙ্কর P.P.V মানা হয়, যেহেতু Shane ও Kevin সিদ্ধান্ত নিয়েই ফেলেছে একজন আরেক জনকে হারিয়েই ছাড়বে তাহলে চিন্তা করেন এই P.P.V তে তাদের ম্যাচ কেমন হতে পারে। সবাই জানে Shane Mcmahon নিশ্চয়ই এই ম্যাচে Kevin এর উপর ডাইভ মারবে, কিন্তু Kevin Owens Fashion-এ তার উপর Attack করবে। Shane প্রত্যেক ম্যাচেই ডাইভ মারেন কারণ তিনি তা পছন্দ করেন, যদিও তাতে Risk হয়।


সম্প্রতি Shane McMahon Helicopter এর Accident থেকে অনেক কষ্ট করে বেঁচে উঠেছেন, তার সত্ত্বেও তিনি আবার Risk নিতে চলেছেন । যদি এই ম্যাচে তার কোনো Injury হয় তাহলে সে হয়তো আর রেসলিং করতে পারবেন না। এই ম্যাচটি In Side Hell In A Cell-এ হবার সত্ত্বেও Falls Count Anywhere ম্যাচ হতে চলেছে, তাই Shane Mcmahon যেকোনো জায়গা থেকে লাফ দিতে পারবেন। তো এখন অপেক্ষায় থাকতে হবে সেই সময়টা কখন আসে।
• লেখকঃ ‎Mahin Ahmed‎, ‎Taksinur Radi‎, ‎Al Mobin Shanto, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

WWE নিউজ আপডেট, ০৬/১০/২০১৭


John Cena, The Rock, Steve Austin দের আগে, Vince Mcmahon এর সোনার ডিম পারা হাঁস বলতে Hulk Hogan ই ছিল। যে তার কোম্পানিটিকে সারা বিশ্বে এত জনপ্রিয় করে তুলেছে, এবং WWE (তৎকালীন WWF) কে লক্ষ লক্ষ নতুন ফ্যান দিয়েছে। এবং তার সময়ে খুবই কম মানুষ জানত যে রেসলিং স্ক্রিপ্টেড। তাই তাকে যত পুশই দেয়া হত না কেন আর সে যত বাজে রেসলারই ছিল না কেন, তার জন্য স্টেডিয়াম ভর্তি ফ্যানরা গলা ফাটিয়ে চিয়ার করত।

তবে সে অন স্ক্রিনে যত ভালো মানুষই হোক না কেন, তার সময়কার বাচ্চারা তাকে দেখে যত অনুপ্রাণিতই হোক না কেন, তা বাস্তবতা বদলে দেয় না। 

Hulk Hogan এর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে। যার মধ্যে মিথ্যা বলা, বর্ণবাদী আচরণ করা, বেকুবের মত কথাবার্তা বলা অন্যতম। আরেকটা কথা, যেটা না জানালেই নয় সেটা হচ্ছে Hulk Hogan একটা ভিডিওতে একটি খারাপ শব্দ বলার কারণে WWE তাকে ব্ল্যাকলিস্টেড করে রেখেছে। অর্থাৎ WWE তার সমস্ত রেকর্ড মুছে ফেলেছে। আর তাকে তার তৎকালীন রোল থেকেও বহিষ্কার করা হয়েছে।

যে কিনা এককালে WWE এর টপ বেবিফেস ছিল, সে এখন সেই কোম্পানির ব্ল্যাকলিস্টে! বিভিন্ন সময় Hulk এরকম বেকুবের মতো অনেক কথা বলেছে, যার মধ্যে তার বলা এরকম ৫টি বিবৃতি নিয়ে এ পোস্টে বলা হবে।

হাল্ক হোগানের বলা ৫ টি বোমামি কথা।

• The Shield Reunite Update :


The Shield এই নামের সঙ্গে সব রেসলিং ফ্যানই পরিচিত। ২০১২ সালে Survivor Series এ Debut করে WWE এর ইতিহাসের সবচেয়ে ভয়ানক দলগুলোর একটি The Shield। Seth Rollins এর Heel Turn এর মাধ্যমে এই Team ভেঙ্গে যায়। তার পরবর্তীতে বিভিন্ন সময় Shield এর ছোটখাট Reunion হয়েছে যেমন Survivor Series 2016 এ। কিন্তু সব WWE Fan এর অাশা এই অালোচিত দল অাবার ব্যাক করবে। বিভিন্ন সময় বিভিন্ন রুমর ছড়িয়েছিল Shield এর Reunion করবে কিন্তু তা হয়ে উঠে নি। কিন্তু এবার WWE সত্যিই চাইছে Shield এর Reunion। এই সপ্তাহের Raw তে Miz, Sheamus ও Cesaro মিলে Roman কে চরম ধোলাই দেয়। Cesaro ও Sheamus কে এই ফিউডে যুক্ত করার কারন হল এই ফিউড যাতে প্রতিদ্বন্ধিতাপূর্ন হয়। তারা Roman কে অাক্রমনের পর Shield এর মত পোজ দেয়। যা থেকে বোঝা যায় WWE হয়ত খুব শীঘ্রই Shield vs Cesaro, Sheamus ও Miz ম্যাচটি করতে চাচ্ছে। অাবার এই সপ্তাহের Raw এর শেষ অংশে Roman Reign, Seth Rollins, Dean Ambrose কে একসাথে দেখা যায়। সবকিছু ঠিক থাকলে অাগামী Raw তেই অামরা বহু প্রতীহ্মিত Shield এর Reunion দেখতে পারব। 

• Plan Changed for The Shield :


WWE তাদের প্ল্যানে পরিবর্তন এনেছে। প্রথমে WWE TLC-তে The Miztourage এর সাথে The Shield এর মুখোমুখি হওয়ার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে The Miz এবং The Bar কে Shield এর প্রতিপক্ষ হিসেবে রাখছে WWE.

Shield কে একত্র করার মূল কারন হচ্ছে TLC এর টিকেট বিক্রি এবং Roman Reigns কে ব্যস্ত রাখা যতদিন না পর্যন্ত সে Universal চ্যাম্পিয়নশিপ ফিউডে যুক্ত হয়। এছাড়া WWE মনে করে Shield এর সাহায্য নিয়ে Reigns দর্শক থেকে বেবিফেস রি-অ্যাকশন পাবে। 

• Triple H landed in India :


India তে হতে যাওয়া লাইভ ইভেন্টের প্রমোশনের জন্য WWE এর পূর্ব Champion এবং Company এর COO Triple H India তে পা রেখে ফেলেছেন। Jinder Mahal এর জনপ্রিয়তার মধ্য দিয়ে WWE এখন তাদের Business India তে আরো উৎপত্তি করতে চায়। যার কারণে WWE প্রতি বছর একটি করে Live Event India তে করবার চেষ্টা করছে। আর এই জন্যেই Triple H গতকাল India তে পা রেখেছেন। Triple H এখন Mumbai-এ অবস্থান করছেন এবং এসব বিষয় নিয়ে Triple H তার Twitter Account-এ Twitt-ও করেছেন। তিনি ভারতে নামার পরে প্রথম ট্যুইটে বলেছেন "ভারতে শেষবার আসা বেশ কিছু দিন হয়ে গেল... সঙ্গে সঙ্গে মনে পরে গেল কেন এটিকে আমি ভালোবাসি। উষ্ণ সংবর্ধনার জন্য WWEIndia কে ধন্যবাদ।" (বিস্তারিত খবর)

• Jinder Mahal's Entrance Music Was Composed & Sung By A Pakistani Rapper :


বর্তমান WWE Champion, Jinder Mahal এর এন্ট্রান্স মিউজিক বানিয়েছেন Ali Kaz নামক এক পাকিস্তানি গায়ক। সম্প্রতি The Express Tribune কে দেয়া সাক্ষাতকারে এই বিষয় টি প্রকাশ করেছেন Ali Kaz! ঐ সাক্ষাতকারে তিনি উল্লেখ করেছেন যে, WWE এর সুরকার Jim Johnston তাকে একটি মেইল পাঠিয়েছিলেন এবং Jinder Mahal এর জন্য একটি এন্ট্রান্স মিউজিক বানানোর প্রস্তাব দিয়েছিলেন এবং সময় দিয়েছিলেন মাত্র ৩ দিন! Kaz আরোও বলেন তিনি তখন Jinder Mahal বা Jim Johnston কে চিনতেন নাহ 😂 মেইল পাওয়ার পর তিনি এই দুজন কে নিয়ে সার্চ করেন এবং পরবর্তী তে তিনি উপলব্ধি করেন যে এটা তার জন্য অনেক বড় একটা প্রজেক্ট। 

তখন তিনি মাত্র ৩ ঘন্টায় গানটির কথা লিখেন এবং এর পরের দিনই গান গেয়ে তা রেকর্ড করে রাখেন ✌ WWE এর সাথে কাজ করার ব্যাপারে তিনি বলেন, "প্রথম পাকিস্তানি হিসেবে আমি WWE তে এন্ট্রান্স মিউজিক বানানোর সুযোগ পেয়েছি যা আমাকে প্রচুর আত্মবিশ্বাস ও মর্যাদা দিয়েছে। এছাড়াও, পাকিস্তানি হিপ-হপ মিউজিক কে অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার আশা রাখেন ৩১ বছর বয়সী Ali Kaz.... সেই সাক্ষাতকারে Jinder Mahal এর প্রচুর প্রশংসা ও করেছেন Ali Kaz.

বিষয় টা সত্যিই মজার! ভারত-পাকিস্তানের মধ্যে দা-কুমড়া সম্পর্ক হলেও WWE তে একজন ভারতীয় বংশোদ্ভূত রেসলারের এন্ট্রান্স মিউজিক তৈরি করেছেন একজন পাকিস্তানি গায়ক... 

• After SD & Raw went off air :


আজ #SmackDownLive off air এ যাবার পর একটি 6 man tag team (dark match) ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে Randy Orton, AJ Styles এবং Shinsuke Nakamura ফেস করেন Russev, Jinder Mahal আর Baron Corbin কে। ম্যাচে Russev কে একটি RKO হিট করে দলের হয়ে জয় তুলে নেন Randy Orton. 

অন্যদিকে, আগের Raw এর Off Air-এ Bray Wyatt Finn Balor কে ম্যাচের জন্য Challenge করেন। Finn Balor খুব সহজেই Challenge Accept করে নেয় এবং ম্যাচে জয় লাভ করেন।

• WWE Hell in a Cell ২০১৭ ম্যাচকার্ড :


-Falls Count Anywhere Hell in a Cell ম্যাচঃ Kevin Owens vs. Shane McMahon

-WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Jinder Mahal (c) vs. Shinsuke Nakamura

-SmackDown Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Natalya (c) vs. Charlotte Flair

-SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপ "Hell in a Cell" ম্যাচঃ The New Day (c) vs. The Usos

-United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ AJ Styles (c) vs. Baron Corbin

-Bobby Roode vs. Dolph Ziggler

-Randy Orton vs. Rusev

প্রিশোঃ Chad Gable ও Shelton Benjamin vs. The Hype Bros

(Hell in a Cell অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর, ২০১৭ তারিখ)

• About Sister Abigail Character and Kevin Owens :


Pro Wrestling Sheet এর মতে, Sister Abigail চরিত্রের জন্য কোন মেয়েকে আনা হবে না। মূলত, Bray Wyatt এরই আরেকটি চরিত্র হবে "Sister Abigail" যেখানে Bray ওই চরিত্রে এবং নতুন পোশাকে রেসলিং করবে ঠিক যেমন Finn Balor ও তার "Demon King" চরিত্রটি। খুব সম্ভবত TLC-তেই অভিষেক হবে Bray এর "Sister Abigail" চরিত্রটির।


Cageside Seats এর মতে, Hell in a Cell এর পর RAW-তে চলে যেতে পারে Kevin Owens. ইতোমধ্যে RAW-এর বিভিন্ন হাউজ শো-এর জন্য তার নাম ঘোষণা করা হয়েছে।
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Khan‎, Aamir Hamza Salman, Anik Siddique‎, Taksinur Radi‎। 

WWE টুকরো খবর, ০৫/১০/২০১৭


India তে হতে যাওয়া লাইভ ইভেন্টের প্রমোশনের জন্য WWE এর পূর্ব Champion এবং Company এর COO Triple H India তে পা রেখে ফেলেছেন। Jinder Mahal এর জনপ্রিয়তার মধ্য দিয়ে WWE এখন তাদের Business India তে আরো উৎপত্তি করতে চায়। যার কারণে WWE প্রতি বছর একটি করে Live Event India তে করবার চেষ্টা করছে। আর এই জন্যেই Triple H গতকাল India তে পা রেখেছেন। Triple H এখন Mumbai-এ অবস্থান করছেন এবং এসব বিষয় নিয়ে Triple H তার Twitter Account-এ Twitt-ও করেছেন। 

তিনি ভারতে নামার পরে প্রথম ট্যুইটে বলেছেন "ভারতে শেষবার আসা বেশ কিছু দিন হয়ে গেল... সঙ্গে সঙ্গে মনে পরে গেল কেন এটিকে আমি ভালোবাসি। উষ্ণ সংবর্ধনার জন্য WWEIndia কে ধন্যবাদ।" 


এরপরে তিনি আরও ট্যুইট করেছেন : "মুম্বাইয়ে ল্যান্ড করলাম এবং উষ্ণ অভিবাদন পেলাম। একটা সুন্দর দেশ এবং বিস্ময়কর সংস্কৃতি, আমি আসার জন্য উত্তেজিত।"
এর আগে WWE ২০১৬ সালে জানুয়ারি মাসে India তে Live Event গঠিত করেছিল, যেটি WWE  এর কাছে অনেক লাভজনক হয়েছিল।

WWE এইবার ৭ ও ৮ তারিখ ডিসেম্বর মাসে live Event করতে যাচ্ছে। এই Live Event-টি Indira Gandhi Indoor Stadium-এ অনুষ্ঠিত হতে চলেছে এবং এই Stadium-এ প্রায় ১৪ হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে।  এই দুটি শো শুধুমাত্র Raw brand এর জন্য হবে কিন্তু এই দুটি শো এর জন্য WWE Champion Jinder Mahal কে বুক করা হয়েছে। 

এই দুটি শো এর জন্য এখন পর্যন্ত বুক করা হয়েছে Roman Reigns, Braun Strowman, Finn Balor, Alexa Bliss, Dean Ambrose, Seth Rollins, Sasha Banks, The Miz এবং Bayley । News অনুযায়ি, Jinder Mahal কে এই Event-এ বুক করা হবে এবং তার Opponent হবে Finn Balor । 
• লেখকঃ Taksinur Radi, Al Mobin Shanto । 

ভারতে লাইভ ইভেন্ট, ট্রিপল এইচের আগমন।

(১) One Last Match Of Daniel Bryan?



অনেকটা বাধ্য হয়েই ক্যারিয়ারের মাঝে রিটায়ার্মেন্ট নিতে হয় Daniel Brayn কে। কিন্তু, আদৌ কি তার আরেকটা ম্যাচ খেলার পরিকল্পনা আছে? 

তাহলে, এক্ষেত্রে হ্যাবোধক উত্তর ই দিচ্ছে বিভিন্ন ওয়েব সাইট এর তথ্য। এর আরেক লক্ষণ হিসাবে দেখানো যায় যে, তিনি তার চুল আগের মত বড় রাখছেন। মূলত, সামনে তিনি আরেকটি ম্যাচ খেলতে চাচ্ছেন। সেইজন্য আবারো চুল-দাড়ি রাখতে দেখা যাচ্ছে তাকে..! 

এদিকে Kurt Angle এর ক্ষেত্রেও এরকমই রুমর ছড়িয়েছে যে তিনি আরেকটি শেষ ম্যাচ খেলতে চান, যেখান থেকে তিনি গড়ে উঠেছিলেন। Kurt Angle এর রুমর এর জোড় বেশি পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন সাইটের দেওয়া তথ্য মতে।

তাহলে, যদি RAW এর GM এবং SD Live এর GM এর মধ্যে যদি কোন ফিউড হয়, অর্থাৎ, Kurt Angle vs Daniel Brayn একটি শেষ ম্যাচ হওয়ার প্রবণতা থাকে, তাহলে তা হতে চলেছে WWE এর সবচাইতে বড় এবং ভালো সিদ্ধান্তের মধ্যে একটা..!

এই রকম "BEST" ধাচের ম্যাচ সাধারণত Wrestlemania তে একেবারে যথাযথভাবে মানায়। তাই অপেক্ষার কাটা WM পর্যন্ত সেট করে রাখা হল..!

(২) Jinder Mahal will stay as WWE Champion :



এই সপ্তাহের "Friday’s edition of Wrestling Observer Live" Bryan Alvarez বর্তমান WWE Champion Jinder Mahal এবং তার টাইটেল ড্রপ সম্পর্কে কথা বলেন।

সেখানে তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত এবারো Shinsuke Nakamura এর কাছে HIAC তে Jinder Mahal কে দিয়ে টাইটেল ড্রপ করানো হবে না। 

মূল কারণ হিসাবে ধারণা করা হচ্ছে, সামনে India তে WWE এর একটা লাইভ ট্যুর করা হবে এবং WWE এর অফিশিয়াল রা চায়ছেন সে পর্যন্ত Jinder চ্যাম্পিয়ন থাকুক!

শোনা যাচ্ছে Wrestlemania 34 পর্যন্ত Jinder Mahal কে WWE চ্যাম্পিয়ন রাখার পরিকল্পনা করছে WWE. কিন্তু যদি Hell in a Cell এ Shinsuke Nakamura'র কাছে চ্যাম্পিয়নশিপ হারায়ও তাহলে ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য লাইভ ইভেন্টে পুনরায় চ্যাম্পিয়নশিপ জিতে নিতে পারে Jinder Mahal.

তা বাদে, আরো সাইটের তথ্যমতে, John Cena রিটার্ন করার পর Jinder Mahal এর সাথে WWE Championship ফিউডে যুক্ত হবেন।  এসব, কারণেই তাকে দিয়ে টাইটেল ড্রপ করানো হবে না..!

(৩) Vince Wants To Keep Roman & Lesnar Strong Ahead Of WM 34 :



আমাদের সুপরিচিত Universal Champion " Brock Lesnar " এবং The Big Dog " Roman Reigns " এর মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে Wrestlemania 34 এর মেইন ইভেন্টে।

এবং সম্প্রতি আমরা No Mercy তে দেখলাম Reigns & Lesnar উভয় দুজনই No Mercy তে জয় পায়। সেখানে Reigns হারিয়েছে Cena কে এবং নিজেকে কোম্পানির Top Guy হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে & Lesnar হারিয়েছে এক বিশাল দেহি দানব Strowman কে মাত্র একটি Furry 5 বা F5 এর মাধ্যমে।

এবার পোস্টের হেডলাইন প্রসঙ্গে আসি। সম্প্রতি Cagesideseats তাদের ওয়েবসাইটে Observer এর একটি পোস্ট বিশ্লেষণ করেছে যে WWE CEO Vince McMahon চাচ্ছে Roman & Lesnar কে বেশি শক্তিশালী দেখিয়ে WM 34 এর মেইন ইভেন্ট যাতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় এবং দর্শকদের মনে এক অন্যরকম উত্তেজনা থাকে।

এবং তারা আরও উল্লেখ করে McMahon চাচ্ছেন Lesnar তার বিপক্ষ রেসলার এর একাধিক Finisher হিট করার পরও Kick Out করতে সক্ষম হয় এবং চান লেসনার তার Finisher -F5 মাত্র একবার হিট করেই ম্যাচ জিততে পারে।

এবং চান Roman Reigns কে আরো ভয়ংকর একটি রূপ দিতে। এর শুরু হতে পারে The Miz & Miztourage দের বিপক্ষে। এবং বলে রাখা ভাল আসন্ন Raw তে Roman VS Miz ম্যাচ সেট করা হয়েছে For The Intercontinental Championship!

(৪) Fan Gets Kicked By Superstar At NXT Live Event



Tampa, Florida তে হওয়া এই শুক্রবারের NXT লাইভ ইভেন্টে এক সুযোগসন্ধানী ফ্যান দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর ভালো একটা সুযোগ পায় রিং এ ঢোকার। এই সুযোগ হাতছাড়া করতে চায়ছিল না সে! 

কিন্তু, তখন "Adam Cole, Bobby Fish, and Kyle O’Reilly vs. Heavy Machinery and Kassius Ohno" - ম্যাচটি চলছিল। এদিকে, ওই সুযোগসন্ধানী ফ্যান ও এই দুর্লভ মুহূর্ত টা একদম ই মিস করতে চায়ছিল না। তাই রেফারির চোখে ফাকি দিয়ে তাকে ধরে ফেলার আগেই সে রিং এ উঠে যায়। যার ফলে তার মুখে খেতে হয় O’Reilly এর দেওয়া এক জবরদস্ত কিক। ◑﹏◐

যদিও, তার সম্পূর্ণ প্রমাণ পাওয়া যায় নাই। তবে, অধিকাংশ ফ্যান ই এই নিউজ টা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে প্রকাশ করেন...!!! 👊

(৫) Randy Orton Vs Rusev Last Man Standing Match :



SK এর তথ্য মতো Hell In A Cell-এ Randy Orton Vs Rusev এর ম্যাচে একটি স্টিপুলেশন যুক্ত হতে পারে। আর এই স্টিপুলেশন হলো Last Man Standing Match ।

সম্প্রতি কাধের Injury থেকে বের হয়ে WWE তে Return করার পর Rusev কে টানা দুইটি P.P.V তে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। Rusev WWE Battleground-এ John Cena এর সাথে পরাজয় হয় তারপর Summerslam-এ Randy এর সাথে কিছু সেকেন্ডেই পরাজয় হয়।

প্রো রেসলিং এর বিখ্যাত একজন সাংবাদিক বলেছেন, Japan-এর এক House Show তে কিছু দিন আগে Randy ও Rusev এর মধ্যে একটি Last Man Standing Match হয়েছিল। এমন সময়ে নিউজ বাহির হচ্ছে, WWE চিন্তা করছে Hell In A Cell-এ তাদের ম্যাচটিতে Last Man Standing Match স্টিপুলেশন যুক্ত করতে।

আমার মতে এটা যদি না করা হয় তাহলে, Randy Vs Rusev ম্যাচটি বরিং হয়ে উঠবে । WWE হয়তো Upcoming SD Live-এ এই স্টিপুলেশনকে Randy Vs Rusev এর ম্যাচে যুক্ত করবে। আপনাদের যদি না জানা থাকে, তাহলে আমি আপনাদের বলে দিতে চাই Hell In A Cell P.P.V টি বাংলাদেশ তারিখ ০৯/১০/১৭ অনুষ্ঠিত হবে। 

(৬) Wade Barrett as General Manager :



সম্প্রতি Whatculture Pro Wrestling থেকে Adam Plumpy, Adam Pachitti, Jack King সহ ৪ জন বিদায় নিয়েছিল । তন্মধ্যে Adam Pachitti WCPW এর GM ছিল বিধায় GM ভ্যাকেন্ট থাকায় Stu Bennet(Wade/King Barrett)-কে WCPW এর General Manager ঘোষণা করা হয়েছে।

(৭) Brock defeated Sheamus at live event :



আজ Raw এর একটি House Shows তে Brock Lesnar হারিয়েছে Sheamus কে এবং তার Universal Title retain করেছে। 

ম্যাচ শেষে Cesaro Interfere করতে চেষ্টা করে, যার কারণে Brock Lesnar Cesaro কে F5 হিট করে। 

(৮) Contract Expiration Dates Revealed for Several Superstars :



• Ringsidenews এর তথ্য মতে কিছু WWE সুপারস্টারের কন্ট্রাক্টের মেয়াদ শেষ হবার সময় প্রকাশ হয়েছে। তারা হচ্ছেনঃ- 

★ Brock Lesnar
★ Big Show
★ Daniel Bryan
★ Paige
★ Mauro Ranallo

• Brock Lesnar এর কন্ট্রাক্ট শেষ হবে Wrestlemania 34 এর কিছুদিন পরে।

• Big Show এবং Daniel Bryan উভয়ের কন্ট্রাক্ট শেষ হবে সামনের বছরে।
Big Show এর কন্ট্রাক্ট শেষ হবে ফেব্রুয়ারি মাসে এবং Daniel Bryan এর কন্ট্রাক্ট শেষ হবে সেপ্টেম্বর মাসে।

Big Show এর কন্ট্রাক্ট শেষ হবার পর সে ব্যকস্টেজে কাজ করতে পারে WWE এর জন্য। আর Daniel Bryan আবার ইন্ডি সার্কিটে ফিরে যেতে পারেন।

• Paige এবং Mauro Ranallo এর কন্ট্রাক্ট শেষ হবে ২০১৯ সালে। Paige এর কন্ট্রাক্ট শেষ হবে ফেব্রুয়ারি মাসে কিন্তু Mauro Ranallo এর কন্ট্রাক্ট ঠিক কবে বা কোন মাসে শেষ হবে সেটা জানা যায় নি!


(৯) Stephanie McMahon Returning To WWE :



গত এপ্রিলে রেসেলমেনিয়া ৩৩ এ HHH vs Seth Rollins ম্যাচ চলাকালীন সময় দূর্ঘটনাবসত রিং সাইডে HHH কর্তৃক ধাক্কা খেয়ে টেবিলের উপর গিয়ে পরে Stephanie McMahon। এরপর বেশ কয়েক মাস তাকে আর দেখা যায় নি RAW অথবা SDLive এ। কিন্তু গত সেপ্টেম্বর এর ১২ তারিখে SDLive এ ঘটে যাওয়া ভিন্স ও কেভিন ওয়েন্স এর সেগমেন্ট এর শেষে তাকে হঠাৎ করে খুবি রাগান্বিত ভাবে আসতে দেখা যায়।

তার এই হঠাৎ SDLive এ আগমনের ফলে অনেকেই ভাবছেন তিনি Kevin Owens vs Shane McMahon স্টোরিলাইন এর অংশ হবেন। কিন্তু তার রিটার্ন এর সম্ভাবনা সব থেকে বেশি RAW তে। CagesideSeatscom এর মতে তিনি সম্প্রতি সময়ে RAW এর ভিউয়ারশীপ কমে যাওয়ায় RAW তে রিটার্ন করবেন এবং RAW GM Kurt Angle এর স্টোরিলাইনের সাথে যুক্ত হবেন।

তাছাড়া গত মে মাসে দুবাইতে এক সাক্ষাৎকারে Stephanie বলেন যে, তিনি কার্ট এর সাথে কাজ করতে ইচ্ছুক। তার ভাষ্যমতে "আমি আর অপেক্ষা করতে পারছিনা কার্ট এর সাথে কাজ করার জন্য। সে খুবি মজার একজন লোক।" যখন তাকে তার রিটার্নিং সম্পর্কে জিজ্ঞাস করা হয়, তখন তিনি বলেন "আমি সত্যি ই জানি না, আমি কবে রিটার্ন করবো" 

তবে যদি স্টেফেনি SDLive এ রিটার্ন করে তাহলে তিনি মনে হয় শেন এর রিপ্লেসমেন্ট হিসেবেই আসবেন। অর্থাৎ SD এর কমিশনার। সে ক্ষেত্রে Shane McMahon কে Kevin Owens এর সাথে অবশ্যই হারানো হবে। আর তা যদি না হয়, তাহলে স্টেফিনি তার আগের পদেই থেকে RAW তে রিটার্ন করবেন।

(১০)  Breezango Tease Possible Title Shot After Hell In A Cell :



আগামী সপ্তাহে ই Breezango রিটার্ন করবে SD Live এ তাদের "The Fashion Police" এর দ্বিতীয় সিজন নিয়ে। কিন্তু, বেশ সময় ধরেই তারা তাদের পপুলারিটি ধরে রাখলেও কোন টাইটেল শট পাচ্ছে না। এজন্যই এবার রিটার্ন করার পর তাদের একটা টাইটেল শট দেওয়া হতে পারে!! 

রিসেন্টলি Tyler Breeze এবং Fandango, "Dual Shockers" এ দেওয়া এক সাক্ষাৎকার এ নানা বিষয় আলোকপাত করেন। সেখানে তারা কীভাবে টিম আপ করল, তাদের মধ্যে কেমন রিলেশন সহ আরো অনেক বিষয় নিয়ে কথা বলেন।

ইতিমধ্যেই, তাদের করা "The Fashion Police" বেশ সফলতা কামিয়েছে। যার ফলে তারা স্পটলাইটে এসেছে বলে মনে করে এবং এজন্যই তারা চায় যে, তারা এটলিস্ট একটা টাইটেল শট পাক। 

The Usos & The New Days এর মধ্যকার ফিউড বেশ অনেকদিন ধরেই চলছে। এখন এর সমাপ্তি ও দেখতে চায় সকলে। তাই আগামী HIAC এর ঠিক পরেই Breezango দের জন্য একেবারে পার্ফেক্ট সময় টাইটেল ফিউডে জড়ানো!! 
• লেখক ঃ ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  ** (১, ২, ৪, ৮, ৯, ১০), ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme (৩, ৬), ‎Taksinur Radi‎ (৫, ৭) ।

WWE টুকরো খবর, ০২/১০/২০১৭


প্রো-রেসলিং আর মিক্সড মার্শাল আর্ট দুটোই ভিন্ন ব্যাপার! WWE তে অনেক রেসলার ছিল বা আছেন যারা প্রো রেসলিং এর পাশাপাশি কিছু সময় বা দীর্ঘকালের জন্য MMA Fighting করেন! আজ তাদেরই লিস্ট তুলে ধরব আপনাদের সামনেঃ

• Alberto Del Rio :


MMA Record : 9 Wins, 5 Losses

Alberto Del Rio বা Alberto El Patron যাকে কিনা সবাই একজন খ্যাত প্রো রেসলার হিসেবে চিনে তিনি আসলে একজন দীর্ঘসময়ের জন্য MMA ফাইটার ছিলেন! তিনি 2001-2010 সাল পর্যন্ত MMA Fighting করেন ও ১৪ টি অফিসিয়াল ম্যাচ খেলেন যেখানে ২ টি ম্যাচে নকআউটের মাধ্যমে জয়লাভ করেন আর ৭ টি ম্যাচে সাবমিশনের মাধ্যমে জয়লাভ করেন! তিনি তার শেষ ফাইট করেন Yamamoto Hanshi এর সাথে তবে তিনি গেরে গিয়েছিলেন! Mexico তে একটি MMA Promotion আছে যার নাম Combate Americas যেখানে বর্তমানে প্রেসিডেন্ট আছেন এই Alberto Del Rio!

• Batista :

MMA Record : 1 Win, O Losses

Batista তথা WWE এর চিরপরিচিত এক অন্যতম পাওয়ারহাউজ রেসলার যাকে সবাই একনামে ভাল একজন প্রো রেসলার ও পপুলার হলিউড Actor হিসেবে চিনে! সে ২০১২ সালে CES এর একটি MMA ইভেন্টে একটি ম্যাচ খেলে যেখানে Vince Lucero কে প্রথম রাউন্ডেই TKO এর মাধ্যমে হারান! এরপর তিনি আর কখনো MMA Fighting করেন নি।

• CM Punk :

MMA Record : O Wins, 1 Loss

২০১৪ সালে WWE থেকে Fired হবার পরপরই তিনি UFC নামক নামকরা MMA কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। তিনি সেখানে প্রায় দুই বছর যাবত ট্রেইনিং করে ২০১৬ সালে UFC 203 নামক বড় পেই পার ভিউ ইভেন্টের মেইন ইভেন্টে Micky Gall এর বিপক্ষে MMA Debut ঘটান! তবে Young and Powerfull Gall এর কাছে পাঙ্ক প্রথম রাউন্ডেই সাবমিশনের মাধ্যমে হারতে রাজি হন! এরপর এখনো এক বছরের মত হয়ে গেল তবে তাকে আর MMA Fighting এ দেখা যায় নি। আশা করি শীঘ্রই সে একটি MMA Match খেলবে! উল্লেখ্য সে UFC 203 এ ম্যাচ খেলার জন্য মোট অর্থ পেয়েছিল $500,000! কারণ তার জন্য সেদিন PPV Ticket Buyer অনেক বেড়ে গিয়েছিল তবে এই ম্যাচটি হারার পর অনেক প্রো রেসলিং ও MMA Fan রা তাকে নিয়ে Social Media তে অনেক মজা করে, Troll করে!

• Bobby Lashley :


MMA Record : 15 Wins, 2 Losses

যদি প্রো রেসলিং সেরা স্পিয়ার দেওয়ার তালিকা তৈরী করা হয় তাতে এই Lashley এর নাম অবশ্যই থাকবে। এবং এই ল্যাশলি কে প্রায় সবাই ই চিনে কারণ সে WWE ও TNA তে রেসলিং করেছে ও সেসকল প্রমোশনে সে অনেক টাইটেল জিতেছেন! তবে MMA Fighting এর দিক দিয়েও এই ল্যাশলি অনেক সফল একজন ফাইটার! সে ২০০৮ সালে MMA তে জয়েন করে! ভবিষ্যতে হয়তো তাকে আরো কিছু ম্যাচে আমরা দেখতে পারি তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে।

• Ken Shamrock :


MMA Record : 28 Wins, 17 Losses, 2 Draws

এই ব্যাক্তিটি ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত WWE তে ছিলেন। ১৯৯৮ সালের King Of The Ring জিতেন তিনি, হয়েছিলেন Intercontinental Champion, Tag Team Champion With Big Bossman! Shamrock এর লেজেন্ডারি ক্যারিয়া রয়েছে MMA Fighting এ! এবং তার এই লেজেন্ডারি MMA Career এর জন্য তাকে UFC এর Hall Of Fame এর প্রথম সারিতে ইন্ডাক্ট করা হয়! 

• Shinsuke Nakamura • 


MMA Record : 3 Wins, 1 Loss, 1 No Contest

একবিংশ শতাব্দীর সেরা প্রো রেসলারকে এ লিস্টে দেখাটা অনেকটা অবাক করার মত! এই King Of Strong Style খ্যাত ব্যাক্তিটিও এককালে MMA এর দুনিয়ায় গমন করেছিলেন! তিনি ২০০২-২০০৪ সাল পর্যন্ত তার MMA Career সচল ছিল! এরপর সে জাপানের বিখ্যাত প্রো রেসলিং কোম্পানি NJPW তে Join করে! এরপর তো জানেন ই, সেখানে সে উচ্চমাপের রেসলিং ক্যারিয়ার তৈরী করেন ও World এ নিজের যোগ্যতার পরিচয় দেন! এরপর NXT তে NXT Champion হন! এরপর এ বছর Main Roster এ ডেবিউ করার পর বর্তমানে তিনি WWE Championship এর ফিউডে রয়েছেন! আশা করি তিনি ভবিষ্যতে WWE Champion হবেন! 

• Dan Severn :

MMA Record : 101 Wins, 19 Losses, 7 Draws

এই ব্যাক্তিটিও WWF এ ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত ছিলেন! তিনি প্রো রেসলিং এ বেশি কিছু অর্জন করতে না পারলেও তার MMA ক্যারিয়ারটি একটি Legendary Career! তার ১০০ MMA Fighting এ Win রেকোর্ড আছে! তিনি ১৯৯৪ সালে তার MMA Career শুরু করেছিলেন! বর্তমানে তিনি একজন UFC Hall Of Famer দের মধ্যে একজন!

• Brock Lesnar :


5 Wins, 3 Losses, 1 No Contest

WWE এর Beast Incernate হিসেবে পরিচিত এই ব্যক্তিটি! বর্তমানে WWE Universal Champion! সে MMA Fighting এও একজন Beast এর মতন ফাইটিং করেন! সে Former UFC Heavyweight Champion For A Long Time Reigning! সে UFC Legends Like Randy Couture এবং Frank Mir কে হারান! সে তার শেষ MMA তথা UFC Match খেলেন UFC এর PPV, UFC 200 এ! তার অপনেন্ট ছিলেন Mark Hunt! তিনি সে ম্যাচে জয় পেলেও পরে তার ম্যাচটিকে No Contest হিসেবে ঘোষণা করা হয়। ভবিষ্যতে হয়তো তাকে আবার UFC তে ফাইট করতে দেখা যাবে তবে তা সময়ের ব্যাপার মাত্র! 

এছাড়াও MMA Career ছিল বর্তমানে ক্রুজারওয়েট ডিভিশনে থাকা Jack Gallagher এর, Mitch(Spirit Squad এর একজন), Rezar(The Authors Of Pain এর একজন)! 

আজ এতুটুকুই! আশা করি সবার ভাল লাগবে! ধন্যবাদ সবাইকে! 
• লেখক ঃ Ahnaf Ahsan

MMA তে খেলা কিছু WWE সুপারস্টার ও তাদের রেকর্ড!


WWE এর মেইন রোস্টারের আরেকজন আন্ডাররেটেড রেসলারের নাম হচ্ছে Apollo Crews WWE তে বর্তমানে যে কয়জন কালো চামড়ার রেসলার আছে তাদের মধ্যে সে অন্যতম। কিন্তু গত বছরের Wrestlemania এর পরের Raw তে ডেবিউয়ের পর থেকে তাকে ঠিকভাবে ব্যাবহার করা হচ্ছেনা!

ডেবিউয়ের প্রথম দিকে দর্শকরা তার প্রতি আগ্রহী ছিল। কিন্তু বাজে বুকিংয়ের ফলে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে। আর এখন তো তাকে দিয়ে নিয়মিত জবিংও করা হচ্ছে না। 😞 মাঝেমধ্যে Main Event নামক শোতে দেখা যায়, তাছাড়া Raw তে তো বলতে গেলে দেখাই যায় না।

Apollo এর ভাল রিং স্কিল আছে। সে এমন একজন হেভিওয়েট যে কিনা পাওয়ার লিফটিং মুভও এক্সিকিউট করতে পারে, আবার ক্রুজারওয়েটদের মত গতিশীল এবং হাই ফ্লাইং মুভও এক্সিকিউট করতে পারে। তাছাড়াও তার মধ্যে একটা বেবিফেস ভাব আছে। আর তার একটা ভাল থিম সংও আছে, যেটা দর্শকদের মন জয় করতে অত্যাবশ্যকীয়।

সুপারস্টার রিভিউ : APOLLO CREWS