♦ Heart Breaking News ♦


TLC পিপিভি তে খেলবেন নাহ Roman ও Bray ! আগামী TLC পিপিভি তে দীর্ঘদিন পর WWE রিংয়ে রেসলিং করবেন Kurt Angle. তিনি 5 Vs 3 Handicap ম্যাচে Roman Reigns এর বদলে Seth ও Dean এর সাথে টিম-আপ করে ম্যাচ খেলবেন 😱

Balor Vs Sister Abigail/Bray এর ম্যাচটা হবে নাহ। এর বদলে TLC পিপিভি তে Finn Balor এর অপোনেন্ট হবেন The Phenomenal One "AJ Styles" 😱😱 This Is F****** Amazing 😍😍

[ Roman ও Bray, Mumps ভাইরাসে আক্রান্ত, তাই তারা খেলবে নাহ 😒 ] 

WWE.Com থেকে জানা গেছে যে, Kevin Owens SmackDown এর Live tour Of (Argentina and Chile) তে যাচ্ছেন না । তিনি কিছু Personal কারণে উপস্থিত থাকতে পারবেন না । শুধু তাই নয় , ইতোমধ্যে তিনি ছুটি নিয়ে তার বাড়িও পৌঁছে গেছেন।😐! কি শুরু করল সবাই!😑

আপনারা অনেকেই জানেন যে , TLC PPV তে Roman Reigns & Bray Wyatt অনুপস্থিত থাকবেন । তাদের জায়গায় আমরা দেখতে পাব Kurt Angle & Aj Styles কে । তবে তাদের কেউই ইঞ্জুরিতে পড়েন নি । মুলত তারা একটা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে কিছুটা অসুস্থ । আর একারণে হয়তোবা আমরা রোমান রেইন্স & ব্রে ওয়ায়েট কে আরো কিছুদিন টিভিপর্দায় নাও দেখতে পারি ! 😯

১ মাসের বিল্ডআপ, এত ঘুর-প্যাচের পর শেষপর্যন্ত আর হলো না The Shield এর এক হয়ে ম্যাচ খেলা। আগের ড্রেস, ফিনিশার, সিগনেচার Fist bump, থিম সং, এন্ট্রেন্স স্টাইল সবই দেখা গেল, কিন্তু আর ম্যাচ খেলা হলোনা তাদের। অল্পের জন্য মিস হয়ে গেল। :|

আর অন্যদিকে, Kurt Angle এর রিটার্নিং ম্যাচটাও কীভাবে নষ্ট করে ফেলল!!! কোন বিল্ডআপ, লজিক ছাড়াই তাকে ম্যাচের মধ্যে জোড় করে ঢুকিয়ে দিল, বাহ! 👏🏻 এর চেয়ে 2 on 5 হলেও ভাল হত। যেখানে একটা মিডকার্ডারের Raw বা Smackdown এ অনুষ্ঠিত হওয়া একটা ম্যাচও এক সপ্তাহ আগে সেট করে টিভিতে তার প্রচার করা হয়, সেখানে এরকম একজন লিজেন্ডের রিটার্নিং ম্যাচ তারা মাত্র তিনদিন আগে ঘোষণা দেয়, তাও টুইটারের মাধ্যমে। 😒🔫

এইসবের মধ্যে AJ vs. Finn ই একটু শান্তনা দিল। 😌 কোন বিল্ডআপ না থাকলেও তাদের ম্যাচটিই সবার মন কেড়ে নিতে যথেষ্ট।

তবে মজার বিষয় হচ্ছে, TLC তে তো Finn Balor এর অপোনেন্ট ছিল Sister Abigail, Bray Wyatt নয়! তাহলে Bray এর অসুস্থতার কারণে কেন এই ম্যাচটি হচ্ছে না? Sister Abigail থাকতে ও কেন Finn এর বিপক্ষে ম্যাচ খেলবেন AJ Styles? তাহলে কি Bray Wyatt অসুস্থ হওয়ায় Sister Abigail ও অসুস্থ হয়ে গেছে নাকি? 😂😂 (জাস্ট কিডিং)

তাহলে আমরা জানলাম, ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হবার কারণে রোমান রেইন্স, ব্রে ওয়ায়েট এবং বো ডালাস টিএলসি মিস করতে যাচ্ছেন। এখন অনেকেই প্রশ্ন করছেন যে, মেনিনজাইটিস কি? 


আমাদের মস্তিষ্কের আবরণী বা পর্দার নাম হল মেনিনজেস এবং এই মেনিনজেসের তীব্র প্রদাহকে বলা হয় মেনিনজাইটিস। মূলত জীবানুর সংক্রমণের কারণেই এ প্রদাহের সৃষ্টি। এই প্রদাহ মস্তিষ্কের খুব কাছাকাছি হওয়ায় মেনিনজাইটিসের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি অনেক বেশি। আর বিনা চিকিৎসায় মেনিনজাইটিসে মৃত্যুর হার শতকরা ৭০ ভাগেরও বেশি। বিশ্বে প্রতি মিনিটে ১ জন মানুষ মেনিনজাইটিসে আক্রান্ত হয়, আর প্রতি ২৪ ঘণ্টায় মারা যায় ১৩৭ জন।

মেনিনজাইটিসের হাত থেকে বেঁচে যাওয়া প্রতি ৫ জন রোগীর অন্তত ১ জনের চিরস্থায়ী অঙ্গহানি,মস্তিষ্কের সমস্যা, বধিরতা বা দৃষ্টি শক্তি হারানোর মত করুণ পরিণতি ভোগ করতে হয়। আর মেনিনজাইটিস এতটাই মারাত্মক যে, এই রোগের লক্ষণ প্রকাশের পর প্রতিকারের জন্য ২৪ ঘণ্টার চেয়েও কম সময় হাতে থাকে। 


আমাদের পেজ রোমান রেইন্স, বো ডালাস এবং ব্রে ওয়ায়েট - সবার দ্রুত সুস্থতা কামনা করছে। আপনারাও রেসলিংয়ের মত স্ক্রিপ্টভিত্তিক বিষয় নিয়ে রাগ, ঘৃণা পুষে না রেখে তাদের সুস্থতা কামনা করুন। 
• লেখক ঃ Aamir Hamza Salman Abraham Khan, Sabbir Rahman Leon, Ratul Islam Antor

বিস্তারিত:TLC তে খেলবেন নাহ Roman ও Bray!


• UFC Fighter Demetrious 'Mighty Mouse' Johnson বলেছেন যে , তার কাছে একটা Perfect Plan আছে To Beat Brock Lesnar In The Octagon😎

• এই সপ্তাহের SmackDown এ এজে স্টাইলস তার সেগমেন্টটিতে একটি ভুল কথা বলে ফেলেন। তিনি বলেন , জিন্ডার মহল এই SD Live Brand এর সব সুপারস্টারের বিপক্ষে জয়লাভ করলেও তার বিপক্ষে কখনো জয় পায় নি। তবে আমরা জানি যে বেশ কিছু দিন আগে এজে স্টাইলস SmackDown এ থাকাকালীন সময়েই একবার No1 Contender For The WWE Title হয়ে জিন্ডার মহলের বিপক্ষে ম্যাচ খেলেন এবং ওই ম্যাচে কেভিন ওয়েন্স এর Distraction এর দরুন তিনি ম্যাচটিতে হেরে যান। So, I Think এজে স্টাইলস Should Be Careful About This Things!😐

• গুজব উঠেছিল, Nia Jax WWE থেকে লিভ নিয়েছেন। তবে নিয়া জেক্স জানিয়েছেন যে কথাটি সত্য নয়।🙃


• আর এদিকে ফিন ব্যালর বলেছেন যে , "I Need To Face Brock Lesnar"! তাছাড়া ডেভ মেল্টজার ও জানিয়েছেন যে , আসন্ন Royal Rumble পিপিভিতে ফিন ব্যালর Vs ব্রক লেসনার ম্যাচ অনুষ্ঠিত হবে।😊

• Wrestling Observer- এর মতেও Royal Rumble 2018 PPV তে Finn Balor vs. Brock Lesner ম্যাচ হবে Universal Title এর জন্য।

• এক ইন্টার্ভিউতে HHH জানিয়েছেন যে , Wrestling Legend Michael ‘PS’ Hayes তার সিগনেচার মুভ "The Pedigree" এর নামকরণ করেন।🙂

• Ryback এর মতে, WWE এর Women's Fans দের Mental সমস্যা আছে!😂


• Wrestling Observer-এর মতে WWE কিছুটা অতিরিক্ত বুদ্ধি খাটিয়েছে Kane-এর Monday's Raw In Portland -এর রিটার্ন কে Hide এবং Surprise রাখার জন্য। Kane Nagging Injury-এর জন্য December,2016. থেকে রিংয়ের বাইরে ছিলেন।তখন তিনি Knox County,TN-এর Mayor-এর দায়িত্ব পালন করছিলেন। এবং তার Insurance Business চালাচ্ছিলেন Knoxville-এ থেকে।

• WWE এর Insiders And পার্ফরমাররা Confirm করেছেন যে Neville WWE থেকে পূরোপূরি চলে গেছে।😑

• আগামী NXT Takeover এ অনুষ্টিত হওয়া Adam Cole Vs Drew Mcintyre এর মধ্যকার NXT Championship ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে থাকবেন "$hawn Michaels"!😁


• PWInsider-এর মতে WWE ITV-এর সাথে কথা বলছে "WWE UK weekly show" Air করার জন্য। Show-টির নাম হবে "King of the Ring". 😎

• বর্তমানে বেশ কিছু WWE Superstar লিভ নেওয়ায় এখন অনেক সুপারস্টারই লিভ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।😞

• সম্প্রতি ভাইরাল মেনিনজাইটিসে ভুগছে Bray Wyatt এবং তার ভাই Bo Dallas. Dave Meltzer এর মতে, Bray এখনো অসুস্থ এবং TLC-তে তার ও Finn Balor এর মধ্যকার ম্যাচটি এখন আশংকায় আছে।

• অনেকের ধারণা , TLC পিপিভিতে The Hardy Boyz দের মাঝে ভাংগন দেখা দিতে পারে।🤕

• এই সপ্তাহে Raw এর ViewerShip গত সপ্তাহ থেকে কমে গেছে।🤔

• জানা গেছে Nia Jax এর Best Friend হল Alexa Bliss।🙄


• WWE এর Release কৃত Game 2k18 একটি Rating প্রকাশ করেছে। যা প্রকাশিত হয়েছে 2k18 Games এর Main রোস্টার Superstars দের কেন্দ্র করে। এবং সেখানে শীর্ষে রয়েছেন The Big Dog "Roman Reigns" শীর্ষে ওঠার এই পথে তিনি পিছনে ফেলেছেন Cena, Styles, Rollins ও Randy সহ বেশকিছু Superstars কে। তো চলুন WWE 2k18 এর প্রকাশিত কিছু Wrestler দের Top List ও তাদের Point বা Rating দেখে নেওয়া যাক→

  • Roman Reigns- 95
  • Brock Lesnar- 93
  • The Undertaker- 93
  • John Cena- 93
  • The Rock- 93
  • Goldberg- 92
  • Finn Balor- 92
  • Seth Rollins- 92
  • Stone Cold- 92
  • Daniel Bryan- 91
  • AJ Styles- 90
  • Randy Orton- 90
  • Shinsuke Nakamura- 89
  • Dean Ambrose- 88
  • Braun Strowman- 88
  • Jinder Mahal- 88
  • Samoa Joe- 88
  • Sheamus- 85
  • Sami Zayn- 84
  • Rusev- 84
• লেখক ঃ ‎Abraham Khan‎, Farhad Ahmed, Shuvrato Bhattacharjee, Abir Mahmud

WWE নিউজ আপডেট, ২১/১০/২০১৭


কিছুদিন আগে Dave Meltzer Wrestling Observer Newsletter এ জানিয়েছেন যে, Survivor Series এ WWE Universal Champion Brock Lesnar এবং WWE Champion Jinder Mahal এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে Brock Lesnar সম্প্রতি Kevin Owens এর সবচেয়ে বেশিদিন WWE Universal Champion থাকার রেকর্ডটি ভেঙেছেন। তিনি তার WWE Universal Title টি 200 দিনের বেশী রাখতে সক্ষম হয়েছেন।😎 যেখানে Kevin Owens এর কাছে টাইটেল টি ছিল 188 দিন।😊

অকল্পনীয় হলেও সত্য এই যে, Jinder Mahal কিছুদিনের মধ্যেই 150 দিন As A WWE Champion থাকার একটি রেকর্ড স্পর্শ করবেন। যার মাধ্যমে তিনি WWE Hall of Famers Edge and Eddie Guerrero কেও পেছনে ফেলবেন। তাছাড়া জিন্দার মাহাল হল 50 তম ব্যক্তি যিনি এই ঐতিহাসিক টাইটেল টি অর্জন করেন।

তবে ডেভ মেল্টজারের মতে, WWE এর ম্যানেজমেন্ট কমিটি ততটা আগ্রহী বা আন্তরিক নয় এই ম্যাচটি নিয়ে।

আমরা সবাই জানি যে WWE তে কখন কি হয় তা কেও জানে না। তবে যেহেতু ব্রক লেসনার সামোয়া জো, রোমান রেইন্স, গোল্ডবার্গ, ব্রান স্ট্রোম্যান এর মত সুপারস্টারদের বিপক্ষে বিজয়ী হয়েছে সেজন্য এই ম্যাচটিতে তাকে পিনফল বা সাবমিশনের মাধ্যমে হারানোর কোন যোক্তিকতা নেই। বরং তার এই ম্যাচে জয়লাভ করা অত্যাবশ্যক। But WWE তো আর আমাদের কথা শুনবে না। তারা তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য যেটা উচিত সেটাই করবে।

এখানে একটা ভাবার বিষয় হল যদি Title On The Line এ রেখে ম্যাচ হয় তাহলে একটা সমস্যা আছে। কারণ, যদি জিন্দার মাহাল জয়লাভ করে তাহলে Universal Title & WWE Title উভয়ই SmackDown এ চলে যাবে। যার ফলে Raw তে আবার নতুন কোন টাইটেল আনার প্রয়োজন হবে। ঠিক তেমনি আমরা যদি উল্টোভাবে চিন্তা করি তাহলেও সেই একই সমস্যা SmackDown এ তৈরি হবে।😐

So, এখানে অনেকটা Surety দিয়ে বলা যায় ম্যাচে কিছু উল্টো পাল্টা ঘটতে চলেছে। হয়তোবা কোন শকিং রিটার্নস, বা No Contest বা DQ এর মাধ্যমে শেষ হবে ম্যাচটি। তবে আমার মত যদি কেউ জয়লাভ করে এই ম্যাচে তবে সে হবে ব্রক লেসনার।🙂

Because, রুমোরস মোতাবেক, ব্রক লেসনার Wrestlemania 34 এ রোমান রেইন্স এর সাথে ম্যাচ খেলার পুর্বে Royal Rumble Pay Per View তে ফিন ব্যালর এর মুখোমুখি হবেন।🙄
• লেখক ঃ ‎Abraham Khan‎

Lesnar VS Jinder - ম্যাচের ব্যাপারে কিছু কথা।

আসুন এক নজরে এ সপ্তাহের আকর্ষণীয় সব নিউজ & রিউমার্স জেনে নেয়া যাক! -


• আগামী NXT Takeover San Antonio তে অনুষ্টিত হওয়া Adam Cole Vs Drew Mcintyre এর মধ্যকার NXT Championship ম্যাচে স্পেশাল গেস্ট রেফারি থাকবেন The Heartbreak Kid খ্যাত Shawn Michaels 😱👌👌 Excitement Overloaded... 😊😊


• Cageside Seats এর মতে WWE'র ক্রিয়েটিভ টিমের উপর নাখোশ Nia Jax এবং সে ইতিমধ্যে WWE ত্যাগ করার কথাও নাকি ভাবছে। Nia TLC-তে Asuka'র মুখোমুখি হত চেয়েছিল কিন্তু ক্রিয়েটিভ টিম তাকে গুরত্ব না দিয়ে Emma কে Asuka'র প্রতিপক্ষ বানায়। আসলে বর্তমানে এলিশিয়া ফক্স যেমন বুকিং পাচ্ছে সেটা নায়া জ্যাক্সের জন্য বরাদ্দ ছিল।

• এ সপ্তাহের RAW এর ভিউয়ার্স ছিল ২৬৮ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে প্রায় ০১৯ মিলিয়ন কম। গত সপ্তাহে RAW এর ভিউয়ার্স ছিল ২৮৭ মিলিয়ন। 

• এ সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ার্স ছিল ২৩২ মিলিয়ন যা গত সপ্তাহের চেয়ে প্রায় ০১৫ মিলিয়ন। গত সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ার্স ছিল ২৪৭ মিলিয়ন। (Poor number of Viewers for Both Brands)।

• গত দুই সপ্তাহ ধরে ব্রে ওয়ায়েট, বো ডালাস & রিং এনাউন্সার জোজো RAW মিস করছে। এর কারণ হিসেবে জানা গেছে, তারা ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে। RAW এর পিপিভি টিএলসিতে ব্রে ওয়ায়েট ফিন ব্যালরের বিপক্ষে পারফর্ম করতে পারবে কিনা এর কোনো শিওরিটি নেই।

• আর্থিক এবং ক্রিয়েটিভ ইস্যুকে কেন্দ্র করে আমাদের সাবেক WWE ক্রুজারওয়েট চ্যাম্পিয়ন নেভিল WWE থেকে লিভ নিয়েছে। তবে WWE এই বিষয়টা সর্বসম্মুখে স্বীকার করছে না। 

• জিন্দার মহল শোল্ডার ইঞ্জুরিতে ভুগতেছে এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে জিন্দার মহল ESPN কে দেয়া এক সাক্ষাতকারে নিশ্চিত করেছে যে, গুঞ্জনটি জাস্ট গুঞ্জনই। সে পুরোপুরিভাবে ফিট! এবং সারভাইভর সিরিজে ব্রক লেসনারের সুপ্লেক্স সিটিতে ভ্রমণের জন্য অপেক্ষমাণ আছেন। আশা করি, তিনি তার সুপ্লেক্স সিটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন :3

• নাকামুরা বনাম এজে স্টাইলস ম্যাচ রেসলম্যানিয়া ৩৪ এ অনুষ্ঠিত হতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে এজে স্টাইলস বলেন, "ম্যাচটি ভবিষ্যতে হবে কিনা জানি না। তবে সব ভক্তই ম্যাচটি দেখতে চাইবে। আর এর সাথে এজে স্টাইলস বনাম ববি রুড ম্যাচও ভক্তগণ দেখতে চাইবে বলে আমি মনে করি!"

এই দুটি ফিউডের জন্য WWE ইউনিভার্স অবশ্যই মুখিয়ে থাকবে। এবং ববি রুড বনাম এজে স্টাইলস ফিউড হলে ববি রুড বেশ ভাল একটি মোমেন্টাম অর্জন করতে পারবে :D


• টিএলসিতে দ্যা শিল্ড বনাম সিজারো, শেমাস, দ্যা মিজ, কেইন & ব্রন স্ট্রোম্যান ম্যাচ ঠিক করা হয়েছে। এবং তারা সেই আগের এন্ট্রান্স স্টাইলে ট্যাকটেক্যাল ভেস্ট পরিধান করেই এরিনায় প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে যেমনটা হয়েছে গত RAW তে। 

• শিল্ড রিইউনিয়ন বিষয়টা শর্ট টার্ম প্ল্যানিংয়ের বিষয়। অর্থাৎ খুব সম্ভবত বড়জোর সারভাইভর সিরিজ পর্যন্ত তারা একত্রে থাকবে। Bad News For Roman Empire's Supporters!

• আসন্ন সারভাইভর সিরিজ পিপিভির মেইন ইভেন্ট হিসেবে ব্রক লেসনার বনাম জিন্দার মহল ম্যাচটাকে ধরা হচ্ছে। বিশেষ করে, গত স্ম্যাকডাউনে জিন্দার মহলের লেসনারকে করা চ্যালেঞ্জের পর। তবে, এজে স্টাইলস কেন সেখানে ইন্টারাপ্ট করল বিষয়টা অজানাই রয়ে গেছে। ম্যাচটা কি কোনোভাবে ট্রিপল থ্রেট করার প্ল্যানিং করছে ক্রিয়েটিভ প্যানেল? নাকি নেহাতি টাইম পাস হচ্ছে? -_-

• কেইনকে খুব বেশি সময়ের জন্য রিটার্ন করানো হয়নি। সর্বোচ্চ এক-দুই পিপিভির জন্যে তাকে রিটার্ন করানো হয়েছে। আর সারভাইভর সিরিজ পিপিভির তো বেশি দেরি নেই। তাই সারভাইভর সিরিজে তাকে কেন্দ্র করে ম্যাসিভ কোনো প্ল্যান থাকতে পারে ক্রিয়েটিভ প্যানেলের। 

•• Rumor of The WEEK ••


• সবচেয়ে বড় যে রিউমারটা সম্প্রতি শোনা যাচ্ছে সেটি হল দ্যি আন্ডারটেকারের রিটার্ন। বিশেষ করে গত RAW তে কেইনের রিটার্নের পর এই রিউমারটা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। 

গুঞ্জন আছে, আসন্ন সারভাইভর সিরিজে দ্যা শিল্ডের বিপক্ষে টেকার & কেইন টিম আপ করতে পারে। আর এমনটি হলে তো সোনায় সোহাগা...।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। আর রিউমারগুলো বিভিন্ন সাইট থেকে সংগৃহীত, এমনটা হবেই এর কোনো শিওরিটি নেই। 
• লেখক ঃ Ratul Islam Antor (** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **),  Aamir Hamza Salman (1) , প্রো-রেসলিং ইউনিভার্স - PWU (2)

WWE নিউজ আপডেট, ২০/১০/২০১৭


• Heel Turn করতে পারে Randy Orton. Nakamura এর উপর করার সম্ভবনা রয়েছে। তাই তাদের বর্তমানে Team Up করা হচ্ছে। You don't know When Viper Will Strike👿👿 Be careful Nakamura...


• PWMania এর মতে, খুব শীঘ্রই হিল টার্ন করবে Dean Ambrose এবং তার হিল টার্নের মাধ্যমেই The Shield দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন হতে যাচ্ছে। শোনা যাচ্ছে Dean Ambrose এর এই হিল টার্নের পরই WrestleMania-তে Ambrose ও Seth Rollins ফিউডে জড়াবে।


• আজকের RAW-তে রিটার্ন করে "The Big Red Monster" Kane এবং Roman Reigns এর বিপক্ষে Braun Strowman কে জিততে সাহায্য করে। সেই সাথে The Miz-এর টিমের পঞ্চম সদস্য হিসেবে যুক্ত হলো Kane.


• Cageside Seats এর মতে, TLC-তে The Shield দর্শকদের মাঝখান দিয়ে তাদের পুরোনো থিম সং এর মাধ্যমে এরিনায় প্রবেশ করবে।


• বিভিন্ন সূত্রানুসারে এবছরের Survivor Series এ Jinder Mahal ও Brock Lesnar একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। Cageside Seats এর মতে, Survivor Series এর পরই Universal চ্যাম্পিয়নশিপের জন্য Brock Lesnar এর মুখোমুখি হবে Finn Balor.


• SportsKeeda.com কে দেয়া একটি সাক্ষাৎকারে WWE চ্যাম্পিয়ন Jinder Mahal জানায় তার বিশ্বাস সে (Jinder) CM Punk'র ৪৩৪ দিনের WWE চ্যাম্পিয়নশিপ ধরে রাখার রেকর্ডটি ভাঙতে পারবে। 

• Dave Meltzer এর মতে, এই বছরের Survivor Series এর জন্য Universal চ্যাম্পিয়ন Brock Lesnar এবং WWE চ্যাম্পিয়ন Jinder Mahal এর মধ্যকার একটি ম্যাচের পরিকল্পনা করছে WWE.

WWE নিউজ আপডেট, ১৯/১০/২০১৭

(১) Killer Rumor Of Today :



PWMania এর তথ্যমতে, খুব শীঘ্রই হীল টার্ন করতে পারেন Dean Ambrose.. 😱😱 কারণ রুমর অনুযায়ী, WWE চাচ্ছে আগামী ম্যানিয়া তে Dean Vs Seth এর মধ্যে ম্যাচ আয়োজন করতে। আর যেহেতু এর আগে Heel Seth Vs Face Dean এর ফিউড হয়েছে তাই এবার ঠিক উল্টো অর্থাৎ, Heel Dean Vs Face Seth এর মধ্যে ফিউডের প্ল্যানিং করতেছে WWE...

(২) WWE Signs First Ever Female Talent From India : 



Kavita Devi ই হচ্ছেন প্রথম ভারতীয় ফিম্যাল রেসলার যিনি WWE এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার কৃতিত্ব লাভ করেছেন। বয়স তার ৩৪, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এর মতন তার উচ্চতা ও ৫ ফুট ৯ ইঞ্চি। ভারতের হরিয়ানা রাজ্যে তার জন্ম। The Great Khali ছিলেন তার রেসলিং ট্রেইনার, এবং তার রেসলিং স্কুলেই Kavita Devi ট্রেইনিং করেছেন। 

তিনি তার প্রো-রেসলিং ডেবিউ করেন WWE এর Mae Young Classic টুর্নামেন্ট এর মাধ্যমে। টুর্নামেন্ট এ তিনি সালোয়ার-কামিজ পরিধান করেই রেসলিং করেছেন!! যদিও তিনি টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডেই হেরে গেছেন তবুও পেয়েছেন ফ্যান দের আকর্ষণ। ইউটিউবে তার ম্যাচ ভিউয়ার বর্তমানে প্রায় ৭.৯ মিলিয়ন এবং এটা বাড়তেই চলেছে। তার এই ম্যাচটি ই টুর্নামেন্ট এর সবচেয়ে বেশি ভিউয়ারশিপ প্রাপ্ত ম্যাচ। 

WWE টুকরো খবর, ১৯/১০/২০১৭


আপনার-আমার মতো ফ্যানদের ভোটাভুটির পর এই পিপিভি আবিষ্কার হয়। এই পিপিভিতেই কিছুটা 'Hard Core'র রেশ থাকে তাই অনেকেই তুমুল আগ্রহ নিয়ে দেখতে বসে এই পিপিভি। তবে দুঃখজনক ব্যাপার হলো, এবারের পিপিভির মেইন ইভেন্টটা ছাড়া বাকি ম্যাচের বিল্ডআপ ভাল হয়নি।
চলুন দেখে নেওয়া যাক ম্যাচকার্ড আর সেই সঙ্গে আমার প্রেডিকশন তো থাকছেই :) ।

• The Brian Kendrick & Jack Gallagher vs Cedric Alexander & Rich Swann (Tag Team Match)

এরকম ফিউডহীন ম্যাচ নিয়ে আর কী বলার আছে! তবুও প্রেডিকশন দেওয়ার আনুষ্ঠানিকতা বজায় রাখতেই হবে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে Brian Kendrick আর Jack Gallagher'ই জয় নিয়ে এরিনা ত্যাগ করবে।

♦ Pick : The Brian Kendrick & Jack Gallagher 

WWE TLC ২০১৭, ম্যাচ কার্ড ও পেডিকশন


টপিক দেখে কিছুটা শক খেয়েছেন? হ্যা শক খাওয়ার ই কথা! তো দুজন দুই কোম্পানি তে তাহলে যুদ্ধ লাগল কিকরে? হ্যা সেটাই বলছি...

আজ ROH(Ring Of Honor) এর "Global Wars" শো তে Cody Rhodes তার ROH টাইটেল রিটেইন করেছিলেন Kushida কে হারিয়ে। ম্যাচশেষে Cody মাইক হাতে নিয়ে প্রমো কাটা শুরু করেন এবং তিনি নিজেকে প্রো-রেসলিংয়ের "বিগেস্ট ড্র" অর্থাৎ তিনি নিজেকে প্রো-রেসলিংয়ের "সবচেয়ে বড় আকর্ষণ" হিসেবে উল্লেখ করেন 😂 এবং তিনি ঐসময় WWE সুপারস্টার Roman Reigns কে খোঁচা মেরে বলেন, "আমি ভাবতাম ঐ প্রতিরক্ষার পোশাক (Waistcoat এর মতন দেখতে রোমানের পরা বুকের শক্ত কোট) ড্রাগ টেস্টের ব্যার্থতাকে চাপা দেয়ার জন্য কিন্তু আসলে তা হিংসা কে লুকিয়ে রাখছে"!! 

উল্লেখ্য যে বেশ কয়েক মাসে আগে ও Reigns এর পরিহিত কোট নিয়ে সমালোচনা করেছিলেন Cody এবং বলেছিলেন এরকম শক্ত কোট পরে রেসলিং করাটা অনুচিত। আর তাই এবার Reigns এর কোট সহ ড্রাগ টেস্টে ব্যার্থতা কে নিয়ে ও খোঁচা মেরেছেন Cody..! তবে Reigns ও এর পাল্টা জবাব দিয়েছেন। টুইটারে এক ফ্যান Cody এর সেই প্রমোর লিংক Reigns কে সেন্ড করেছিলেন এবং তখন Reigns টুইট করেছেন, "এই লিংকে ক্লিক করে তা দেখার আমি কোনো প্রয়োজনবোধ করিনা। যদি সেই এরিনা ১ লাখ এর বেশি ক্রাউড ড্র করতে না পারে, তাহলে সে(Cody) বোকার মত কথা বলছে"!! 😁
অবশ্য এই টুইট টি তিনি Cody এর নিজেকে রেসলিংয়ের "সবচেয়ে বড় আকর্ষণ" বলে দাবি করার জন্যই করেছিলেন!! 

তাহলে, এই ছোটখাটো যুদ্ধ থেকে যে বিষয়গুলো বুঝা যাচ্ছে:- 

(১) এটা স্ক্রিপ্টেড হতে পারে। হীল হিট পাওয়ার জন্য হয়তবা Cody নিজেই নিজের ঢোল পিটাচ্ছেন! 

(২) যদি এটা স্ক্রিপ্টেড না হয়ে থাকে তাহলে Cody এটেনশন পাওয়ার জন্যই Roman কে নিয়ে খোঁচা মারছেন। কারণ এর আগেও ফ্যানদের এটেনশন পাওয়ার জন্য Del Rio সর্বদা WWE কে নিয়ে কটূক্তি করেছেন। হয়তবা Cody ও এটেনশন সিকিং এর জন্য বারবার Roman এর সমালোচনা করছেন 👎 কারণ "Roman Reigns" এর নামটাই ফ্যান দের এটেনশন পাওয়ার জন্য এনাফ!

(৩) Cody এর প্রমো স্ক্রিপ্টেড হওয়ার সম্ভাবনা ই বেশি। কারণ, বেশ কিছু দিন আগে একটি প্রেস কনফারেন্সে Roman কে Bullet Club ও Young Bucks কে WWE তে আনার প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি সোজা ভাষায় মানা করে দিয়েছিলেন এবং বলেছেন, Young Bucks ও Bullet Club এর মতন এন্টারটেইনার দের WWE তে আনার তেমন প্রয়োজনীয়তা নেই!! আর তাই হয়তবা Club ও Bucks দের নিয়ে এমন টা বলায় Roman কে অন স্ক্রিনে পরোক্ষভাবে সমালোচনা করেছেন Cody.. 😜

এখন দেখার বিষয় এই কথার যুদ্ধের অবসান কিভাবে হয়.. Let's Wait & Watch 

Cody - Roman এর যুদ্ধ ?


• এই সপ্তাহে Raw-তে আমরা দেখতে পায়, Asuka কে TLC তে Face করার জন্য একটি 5 Pack Challenge ম্যাচ রাখা হয়। কিন্তু এই ম্যাচটির Plan এরকম ছিল না, ম্যাচটির Plan-টি ছিল ম্যাচটি একটি Triple Threat ম্যাচ হবে। এই ম্যাচটিতে অংশগ্রহণ করতে চলেছিল Sasha, Emma & Nia Jax । আমরা হয়তো এই Change-এর কারনে Raw Women Division-এ নতুন কিছু দেখতে পারব।

• Wrestling Observer Newsletter এর তথ্য মতে, Jinder Mahal একটি Injury-তে ভুগছেন এবং তার সত্বেও Jinder Mahal Wrestling চালিয়ে যাচ্ছেন। WWE-এর সাংবাদিক Dave Meltzer জানিয়েছেন Jinder Mahal কাঁধের injury-তে রয়েছেন ।

• WWE My First Job Show-এর ধারা Becky Lynch জানিয়েছেন, তিনি খুব অল্প বয়সেই জীবিকা নির্বাহ করতেন। Becky Lynch-এর সর্বপ্রথম জীবিকা নির্বাহের মাধ্যম ছিল গাড়ি দুবার কাজ এবং তখন তার বয়স ছিল মাত্র আট বছর।

• Channel Guide Magazine-এর দ্বারা Alexa Bliss একটি Interviewe দেন। তিনি এই interview-এর মাধ্যমে তার এখনকার Opponent Micky James-এর অনেক তারিফ করেন।

• যেমনটি সবাই জানেন Rumor ছড়িয়েছে যে, Neville WWE থেকে Leave নিয়েছেন। যার বৃত্তিতে Dave Meltzer-ও জানান Neville WWE থেকে Left করেছে। কিন্তু WWE এই বিষয় নিয়ে কোনো মতামত প্রকাশ করছে না। নতুন Rumor অনুযায়ী জানা যাচ্ছে, ২৩ শে October Kalisto Vs Enzo Amore এর ম্যাচে interfere করবেন Neville ।



• Wrestling Observe এর তথ্য মতে, Shane Mcmahon এখন মোটামুটি ভালো আছেন এবং তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। Shane Mcmahon চেষ্টা করছেন, তিনি যেন আমাদের মধ্যে শিঘ্রই Back করতে পারেন।

• Ryback একটি Interview-এ বলেছে, WWE এমন সময়ে Shield কে Back করিয়ে অনেক ভালো কাজ করেছে। কেননা এই সময়টাই Shield এর Back করানোর সঠিক সময়।

• যেমনটি সবাই জানেন Aj Styles Hell In A Cell-এ তার Us Title হারিয়েছেন এবং এই সপ্তাহে Title Shoot পেয়েও কিছু করতে পারেননি। যার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি হয়তো এখন আর Us Champion হতে পারবেন না। তাই তার Next Opponent হতে পারে Jinder Mahal । 

• এই সপ্তাহে SD Live-এ আমরা দেখেছি Wyatt Family এর দুইজন পূর্ব Member Look Harper এবং Erick Rowan অনেক দিন পর একসাথে Team-up করে Back করেছেন। তাদের Team এর নাম হলো Bludgeon Brothers । এখন মূল কথা তাদের 1st Feud কাদের সাথে হবে? তাদের 1st Feud হতে পারে The New Day-এর সঙ্গে। 

• গতকাল WWE তাদের Official Youtube Channel-এ একটি Video প্রকাশ করেন। যার মধ্যে Carmella James Ellsworth কে আদেশ দেয়, সবসময় কুকুরের মতো কথা বলতে। James তা মেনে নেয় এবং কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে।

• সম্প্রতি জিন্দার মহল তার চ্যাম্পিয়নশিপ বেল্টের সাথে ভারতীয় ক্রিকেট লেজেন্ড সচিন তেন্ডুল্কারের এবং তার ছেলে অর্জুনের সাথে তোলা ছবি ট্যুইটারে পোস্ট করেছেন। 
• লেখক ঃ Taksinur Radi

WWE নিউজ আপডেট, ১৫/১০/২০১৭