২০১৫ সালের সার্ভাইভর সিরিজের মেইন ইভেন্টে প্রথমবারের মতন WWE তে একে অপরের মুখোমুখি হয়েছিলেন Dean Ambrose ও Roman Reigns. টিম শিল্ডের অনস্ক্রিন ভ্রাতাদ্বয়ের মধ্যে এটি ই ছিল প্রথম ও এ পর্যন্ত একমাত্র রেসলিং ম্যাচ। সে বছরের সার্ভাইভর সিরিজ পিপিভির মেইন ইভেন্ট ম্যাচটি ছিল WWE Championship এর জন্য। উল্লেখ্য তখন সেথ রলিন্স ইঞ্জুরি তে পড়ায় WWE Championship টাইটেল ভ্যাকেট ছিল। আর তাই নিউ চ্যাম্পিয়ন পাওয়ার জন্য একটি টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। সেই টুর্নামেন্ট এর সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচটি অনুষ্টিত হয়েছিল সার্ভাইভর সিরিজে। পিপিভি তে ট্র‍্যাডিশনাল 5 On 5 ম্যাচ ম্যাচ ছিল না আর তাই পিপিভির মূল আকর্ষণ ই ছিল WWE Championship টুর্নামেন্ট এর ম্যাচগুলো। টুর্নামেন্ট এর সেমিফাইনাল ম্যাচে Alberto কে হারিয়ে Roman Reigns, ও Kevin Owens কে হারিয়ে Dean Ambrose ফাইনালে পৌছেন। অবশ্য এটা ফ্যান রা অনেক আগে থেকেই জানত যে ফাইনালে Reigns Vs Ambrose এর ম্যাচটি ই হবে!! আর তাই পিপিভির আগে তাদের দুজনের মধ্যকার ম্যাচ নিয়ে রেস্লিং প্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা কাজ করছিল..

ফিরে দেখা : ২০১৫ সারভাইবর সিরিজ।


Survivor Series WWE এর অন্যতম একটি পিপিভি। Big Four পিপিভি গুলোর মধ্যে Suvivor Series অন্যতম! এই Survivor Series এর মাধ্যমেই WWE তে পা রেখেছিল The Undertaker, The Rock রা! এই Survivor Series এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হচ্ছে 'Traditional 5 on 5 Elimination Match'। বছরে এই একটিবার Raw এবং Smackdown এর সুপারস্টাররা একে অপরের মুখোমুখি হয়ে থাকে। আর ১০ দিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে Survivor Series এর ৩১ম আসর! 

আর এই বছরের Survivor Series এর মূল আকর্ষণ Kurt Angle! Kurt Angle Raw এর হয়ে 5 on 5 Traditional Elimination এ অংশগ্রহণ করবে এবং Raw এর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। তাছাড়া অপর পাশে Smackdown Live এর হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন Shane McMahon! আজকে আপনাদের মাঝে এই বছরের Survivor Series এর '5 on 5 Traditional Man Vs Man' ম্যাচটি নিয়ে আলোচনা করবো। তো চলুন কথা না বাড়িয়ে এই আকর্ষণীয় ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক।

প্রিভিউঃ Traditional Survivor Series Elimination Match


 আগামী সপ্তাহের RAW-তে উপস্থিত থাকবে Universal চ্যাম্পিয়ন Brock Lesnar



• Roman Reigns এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং তিনি সামনের Raw তে রিটার্ন করবেন! উল্লেখ্য যে, Mump Virus এ আক্রান্ত হয়ে তিনি TLC মিস করেন এবং ২ সপ্তাহ তিনি Raw তে ছিলেন না |



 আজ থেকে ঠিক ২০ বছর আগে Survivor Series এ প্রো রেসলিংয়ের ইতিহাসের অন্যতম বিতর্কিত একটি ঘটনা ঘটে, যেটিকে "Montreal Screwjob" বলা হয়। এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন



 John Cena Vs Samoa Joe ম্যাচটি Officially সেট করা হয়েছে For WWE's MSG Show in December!😱



• Wrestling Observer এর তথ্যমতে, Survivor Series এ Team Raw এর একজন রেসলার Heel Turn করবে। আর সেই রেসলার হলেন Jason Jordan। Dave Meltzer এর মতে, WWE প্লান করছে Jordan কে হিল টার্ন করানোর। আর এই হিল টার্নের কারণে 5 on 5 Match হেরে যেতে পারে Team Raw। Jason Jordan হিল টার্ন করবে এবং তার কারণে Kurt Angle Raw এর GM পদ থেকে বাতিল হবেন।

পরে Raw তে Stephanie McMahon জানাবেন, Jason Jordan কখনোই Kurt Angle এর ছেলে ছিল না। এটা Stephanie McMahon এবং Triple H এর সাজানো একটি ষড়যন্ত্র। এর ফলে Kurt Angle Vs Triple H (With Stephanie McMahon) ফিউড শুরু হবে। আর এর ফল সবাই জানেন কি হবে।

Wrestlemania Match - Kurt Angle. vs Triple H
Oh Yeahh!!! It's True!!!! It's Damn True!!!

WWE নিউজ আপডেট, ১০/১১/২০১৭

আসল নাম

Christopher Keith Irvine

জন্মদিন

৯ নভেম্বর, ১৯৭০

জন্মস্থান

Manhasset, New York, US

বাসস্থান

Odessa, Florida, US

উচ্চতা

৬ ফুট (১.৮৩ মি)

ওজন

১০৩ কেজি (২২৭ পাউন্ড)

ট্রেনারস

Ed Langley, Stu Hart

অভিষেক

২ অক্টোবর, ১৯৯০


বর্তমানে একটা কথা প্রায়ই শুনা যায় সেটা হলো "G.O.A.T", যার মিনিং হলো "Greatest Of All Time", মানে সর্বোৎকৃষ্ট। তো যাকে তাকে তো আর অলটাইম গ্রেটেস্ট বলা যায় না, সেই লিস্টে গুটি কয়েক রেসলারদের মধ্যে একজনকে হিসেবে ধরতেই হয়, তিনি হলেন- "The Best In The World", "The Savior Of WWE", "The Lionheart", "The Living Legend", "Y২J" Aka "Chris Jericho"।

তিনি সবকিছুতেই গ্রেট, তা আপনি মাইক স্কিলে বলেন আর রিং স্কিলে, তিনি সবসময় তার পারফর্ম্যান্সে তা দেখিয়ে গেছেন। তার মাইক স্কিলে "One Of The Great" হিসেবে ধরা হয় তাকে। তার আছে অসাধারণ ট্যালেন্ট, যা দিয়ে যেকোনো ফিউড/ম্যাচ বা স্টোরিলাইন মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তোলার ক্ষমতা রাখেন। Money In The Bank ম্যাচটি তার মাথার বুদ্ধি থেকেই করা হয়েছিল, যদিও তিনি নিজে কোনদিন এটার বিজয়ি হতে পারেননি।

তিনিই সেই যে, তার অসাধারণ স্কিল/ট্যালেন্ট দিয়ে, সেই এটিটিউড ইরা থেকে আমাদের এন্টারটেইন করে যাচ্ছেন। হীল, ফেইস ২ ক্যারেক্টারেই তিনি সফল রেসলার। যদিও হীল হিসেবেই, তিনি একটু বেশী সফল, তাকে One Of The Greatest Heel In WWE, হিসেবে ধরা হয়। WWE- এর সর্বকালের সেরাদের নিয়ে যদি লিস্ট করা হয়, তবে The Best In The World What He Does -খ্যাত এই মানুষটার নাম অবশ্যই নিতে হবে।

CHRIS JERICHO : ক্রিস জেরিকো


Who is Chris Jericho? That is the question) অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর মানুষ এখনো খুঁজছে। যেমন,আমরা কারা? আমাদের অস্তিত্ব এর কারণ কি? এলিয়েন কি আছে? ইত্যাদি-ইত্যাদি। এই প্রশ্ন গুলোর মদ্ধে"Who is Chris Jericho?" যুক্ত করা অযুক্তিক কিছু না। কারন-

১) সে একজন প্রফেশনাল রেস্লার যার আছে ২৬ বছরের প্রোফেশনাল রেস্লিং এর অভিজ্ঞতা। 

২) তার মুভসেট-এর সংখ্যা ১০০৪। না,ভুল দেখেন নাই। He owns freaking 1004 moves, Believe it or not, বিশ্বাস না করলে গুগুল মহাশয় তো আছেই। 

৩) তার প্রমো গুলো এক কথায় প্লাটিনাম। এক সময় অনেকেই শুধু মাত্র RAW দেখতো শুধু মাত্র তার প্রমো দেখার জন্য। 

৪) সে একজন Grand Slam Champion এবং সর্বপ্রথম Undisputed Champion। 

৫) যখন কোন রেস্লার লেজেন্ড এর কাতারে চলে যায় তখন তারা আর পিছনে তাকায় না। নতুন রেস্লারদের পুশ দেওয়ার জন্যও কেউ আসে না। আসলেও এক টা শো এর জন্য বা একটা ম্যাচ এর জন্য। কিন্তু এই ৪৬ বছরের ভেটেরনার এখন WWE তে আছেন শুধু একটা কারনেই। এই ব্যক্তি return করার পর থেকেই তার ক্যারিয়ার অন্যদের পুশ দেওয়ার জন্য ঠিক করেছেন। আপনি জেরিকোরর মতো কোন লেজেন্ড কে দিয়ে Fandango এর মতো রেস্লার এর দ্বারা Wrestlemania তে হারাতে পারবেন না। Almost 90% ফিউড হারাতে পারবেন না। Almost সব ম্যাচ হারাতে পারবেন না। Almost প্রতিটি এপিসোড তাকে হার মেনে পড়ে থাকাতে পারবেন না। 

৬) আপনি যেহুতু Social Media ব্যবহার করেন সেহুতু আপনি Jericho এর সাথে অন্য রেস্লার দের ছবি দেখে থাকবেন। আপনি যখন একজন লেজেন্ড তখন আপনার ভিতরে একটা আলাদা রকম একটা ইগো কাজ করে। ওতো দূরে যাওয়ার দরকার নেই আপনার ক্লাস-এর প্রথম রোলের ছেলেটির সাথে ক্লাসের লাস্ট বয় এর বন্ধুত বা ঠিক রকম ভাবে কথা বলতে দেখতে পারবেন না। আবার, WWE তে এখনো সব রেস্লারের মধ্যে ভালো সম্পর্ক নেই। খারাপ সম্পর্ক না থাকলেও ভালো সম্পর্ক অনেক জনের সাথেই নেই। কিন্তু জেরিকো সেইদিকে "A great guy to hangout with"। তার বলতে গেলে সবার সাথেই ভালো সম্পর্ক(Sin Cara বাদে)। তাদের সাথে সে ঘুরে বেড়ায়,তাদের সাথে পার্টি করে। দেখলে মনে হয় না একজন লেজেন্ড এর সাথে একজন সাধারন রেস্লার। দেখলে মনে হয় তারা co-worker। In a word, Jericho is an egoless highly adapted guy

৭) সে আমেরিকা থেকে শুরু করে কানাডা, মেক্সিকো, জাপানের বিভিন্ন রেস্লিং প্রমোশনে কাজ করেছেন। 

৮) তার প্রো রেস্লিং এবং current affairs knowledge অনেক। 

৯) তার নিজের একটা রক ব্যান্ড আছে, নাম Fozzy। তার ব্যান্ডের নতুন গান, 'Judas ' দারুন হিট করেছে। Youtube-এ ১ কোটি বারেরও বেশি বার তার গানের ভিডিওটি দেখা হয়েছে। 

১০) তার নিজের একটা পোডকাস্ট ( অডিও টক শো) আছে। যেখানে অনেক বড় বড় রেস্লার থেকে শুরু করে অনেক বড় বড় তারকা-রা এসেছেন। তার পোডকাস্ট এর নাম, Talk is Jericho। এগুলোর এপিসোড খুব সহজেই Youtube এ পেয়ে যাবেন। 

১১) সে অনেক রেস্লারকে তাদের retirement এ এবং অসুস্থের সময় অর্থ ও সাহস দিয়েছেন। 

১২) সে তার face/heel গিমিক ভালো ভাবে পালন করেন On screen এ এবং Off screen এ। যেমন,জেরিকো ফেস থাকলে টুইটারে ফ্যানস দের ভালো রিটুইট করে। আর হিল থাকলে খারাপ রিটুইট করে। আর এইটাই করা উচিৎ বলে আমি মনে করি। 

১৩) এই পিজি এরা তেও তার মধ্যে একটা এটিটিউড এরার ভাব আছে। 

১৪) একটা catch phrase সপ্তাহের পর সপ্তাহ শুনলে বিরক্তি এসে যায়। যেমন, I am not a bad guy, I am not a good guy, I am jus... থাক, আর ব্লক খাওয়ার ইচ্ছা নাই। কিন্তু জেরিকোর একটা catch phrase সময়ের পর সময় চলে যাচ্ছে তাও কোন বোরিং ভাব নেই। এবং ফ্যানরা এখনো এটা এনজয় করে। 

১৫) তিনি একজন ফ্যাশন আইকোন। 

১৬) খেয়াল করে দেখবেন অনেক রেস্লার রাই তাকে নানা ভাবে কপি করে। এবং, মিজ কে তো Jericho version 2 ও বলা যেতে পারে। Jericho wannabes all the way

১৭) He is highly charismatic এবং একজন সাফল্যপূর্ণ TV host, TV anchor, actor etc

১৮) Cena যখন WWE তে ডেবিউ করেন তখন Vince তাকে নিয়ে তেমন কিছু ভাবেননি। তাকে jobber বানানোর প্লান ছিল Vince-এর। কিন্তু, Vince কে Jericho-ই প্রথম বলে Cena'র ভিতরের পটেনশিয়ালিটির কথা। 

১৯) তিনি এই বছরের Royal Rumble ম্যাচে ৬১ মিনিট ধরে টিকে ছিলে। ইতিহাসে তার আগে আর কেউ এত সময় ধরে Royal Rumble ম্যাচে টিকে ছিল না। তিনি পরে নিজেকে 'The 61 minute man' হিসাবে দাবি করেন

২০) You want more? Ha, you want more you stupid idiot. You want more? You know what happens to people when they want more? Ha, you know what happens?... Stupid viewer, you just made the list!


Happy 47th birthday to the G.O.A.T. Chris Jericho

তার জন্মদিনে জেরিকো এই পোস্টটি করেছেন- 

• লেখক ঃ Abid Shahriar

আজকে ক্রিস জেরিকোর ৪৭ তম জন্মদিন।


• আজ SmackDown Live-এ Jinder Mahal কে হারিয়ে দ্বিতীয়বারের মতো WWE চ্যাম্পিয়ন হয়েছে AJ Styles, ২০০৩ সালের পর দীর্ঘ ১৪ বছর পর Smackdown Live এ কেউ একজন WWE Championship জিতল! আর সে হল Aj Styles ❤, দীর্ঘ ১৭০ দিন টাইটেল ধরে রাখার পর মানচেস্টারে অনুষ্টিত হওয়া আজকের SDLive শো তে জিন্দার মাহাল তার টাইটেল হারান। টাইটেল হারানোর পর ক্ষোভে Singh Brothers দের ব্যাপক মারধর করেন তিনি।

Survivor Series এ Universal চ্যাম্পিয়ন Brock Lesnar এর মুখোমুখি হবে WWE চ্যাম্পিয়ন হয়েছে AJ Styles

বিঃদ্রঃ SmackDown অনেকক্ষণ আগেই রেকর্ড করা হয়ে গেছে! আর হ্যা অবশ্যইই, Survivor Series-এর আগে আবার Jinder-কে WWE Championship জিতানোও হতে পারে। (রিউমার) 😹


• Smackdown Live এর ৫ম এবং শেষ মেম্বার হতে চলেছেন John Cena!!!!! কিছুক্ষণ আগে তা Shane McMahon তার টুইটার একাউন্টে কনফার্ম করেছেন-

এখন অনেকটুকুই মনে হচ্ছে Smackdown Live এর দলটি শক্তিশালী! কারণ এই দলে ৩ জন অভিজ্ঞ রেসলার রয়েছেন Shane McMahon, Randy Orton, John Cena. Randy Orton তো WWE তে Survivor Series এ সবচেয়ে বেশিবার Soul Survivor হয়েছেন। Raw তে বলতে গেলে Kurt Angle ছাড়া কোন অভিজ্ঞ রেসলার নেই! Braun Strowman এর এটি দ্বিতীয় Survivor Series ট্রেডিশনাল ম্যাচ কিন্তু Samoa Joe,Finn Balor,Jason Jordan এর প্রথম!

• Becky Lynch vs. James Ellsworth (Woman vs Man) :


আজকে SDlive এ এই Inter Gender ম্যাচ হয়েছে। Ellsworth এসে কিছু করতে গেলে Becky তাকে DisArmHer লক করে কিন্তু দ্রুত বের হয়ে যায় Ellsworth. Becky Lynch এখন তার সঙ্গে একটু ফান করে। Helicopter Spin হিট করে Becky, তখন Ellsworth কে রিং দিয়ে বের করে দেয়। রিংয়ে ঢুকে Kung Fu Pose দেয় Ellsworth, আবার রিং থেকে বের হয়ে যায় Ellsworth. ম্যাচ শেষে Becky এর কাছে ক্ষমা চায় Ellsworth উল্টো Becky তার ফিনিশার DisArmHer লক করে এবং Submission এর মাধ্যমে ম্যাচ জিতল Becky Lynch। ম্যাচের ভিডিও নীচে দেওয়া হল -





• Two Title Matches Announced for Survivor Series :


Survivor Series এর পূর্বে শেষ SmackDown এর জন্য WWE দুটি টাইটেল ম্যাচ এবং একটি ট্যাগ টিম ম্যাচ এনাউন্সড করেছেন তাদের ওয়েব সাইটে ৷
➡ SmackDown Women's Championship: Natalya vs Charlotte Flair
➡ WWE United States Championship : Baron Corbin vs Sin Cara
➡ Tag Team Match : Kevin Owens and Sami Zayn vs. The New Day



• আজ WWE সুপারস্টার "Y2J" Chris Jericho'র ৪৭তম জন্মদিন। তাকে নিয়ে স্পেশাল পোস্ট থাকছে আমাদের সাইটে।



• গতকাল NJPW সুপারস্টার ও IWGP Heavyweight চ্যাম্পিয়ন Kazuchika Okada'র ৩০তম জন্মদিন ছিল। 



• Cageside Seats এর মতে, আগামী সপ্তাহের RAW-তে আবারো SmackDown এর সুপারস্টাররা আক্রমণ চালাবে এবং তার পরের দিন SmackDown কে আক্রমণ করবে RAW এর সুপারস্টাররা।



• রুসেভের মতে, আজ SmackDown এ তার ম্যাচে হারের মুল কারন হল Shane McMahon। শুধু তাই নয় তিনি এও বলেন যে সার্ভাইবার সিরিজে Shane McMahon এর স্থানে তাকে Replace করা উচিত।😎


• NXT Star Johnny Gargano Challenge জানিয়েছেন WWE United Kingdom Champion Pete Dunne কে NXT Takeover (War Games) এ।



• Stephen Amell ....The Green Arrow আসছেন ROH এ।



• "Birmingham UK"- হতে যাওয়া লাইভ ইভেন্টে প্রায় ১১ বছর পর ম্যাচ খেলতে চলেছেন Kurt Angle ৷ কিন্তু তার প্রতিপক্ষ কে হতে চলেছে তা এখনও জানা যায় নি ৷
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Abraham Khan, Sadman Ahmed, আল মোবিন শান্ত, আমির হামজা সালমান।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ০৯/১১/২০১৭


সারভাইভার সিরিজ হল WWE এর মেজর চারটি পিপিভির মধ্যে একটি। এটি সেই পিপিভিগুলোর একটি যেখানে RAW & SDLive এর সুপারস্টাররা একত্রে একই রিংয়ে পারফর্ম করে। সবচেয়ে বড় কথা হল একই রিংয়ে দুই ব্র‍্যান্ডের সুপারস্টাররা নিজেদের ব্র‍্যান্ডকে সেরা প্রমাণের উদ্দেশ্যে পারফর্ম করা সারভাইভার সিরিজ ছাড়া অন্য কোনো পিপিভিতে দেখা মেলা ভার। তাই বরাবরি এই পিপিভির প্রতি দর্শকদের অন্যরকম একটা আকর্ষণ কাজ করে 😁

সারভাইভার সিরিজ দরজায় কড়া নাড়ছে এমতাবস্থায় দ্যা শিল্ডের অন্যতম পাওয়ারহাউজ রোমান রেইন্স অসুস্থতার জন্য গত কয়েকটি RAW মিস করেছে এবং খুব সম্ভবত এই অসুস্থতার জন্যই তাকে নিয়ে ক্রিয়েটিভ প্যানেলের প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, ফলশ্রুতিতে এখন পর্যন্ত সারভাইভার সিরিজে তার জন্যে কোনো ম্যাচই কনফার্ম/ঘোষণা করা হয়নি। 

যেখানে এমনও গুঞ্জন শোনা যাচ্ছিল যে, রোমান রেইন্সকে Team RAW এর ক্যাপ্টেন করা হতে পারে সেখানে Team RAW তে তো তার জায়গা হয়-ই নি বরঞ্চ আরো বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সে! একেই বলে ভাগ্যের মারপ্যাঁচ। 

সারভাইভার সিরিজে SHIELD নিয়ে প্লানিং।


আপনারা অনেকেই জানেন যে Shawn Michaels কে Mr. Wrestlemania নিকনেমেও ডাকা হয়। তেমনি কখনো Mr. Survivor Series নিকনেমটি যদি কাউকে দেওয়া হয় তাহলে সেই নিকনেমটা পাওয়ার দাবীদারদের মধ্যে যে সবচেয়ে এগিয়ে থাকবে সে হচ্ছে Randy Orton এই পে-পার-ভিউটিতে তার অর্জনসমূহের সাথে আর কারও অর্জনের তুলনা হয় না। আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক:

• Traditional Survivor Series Tag Team Elimination ম্যাচগুলাতে Randy Orton এর সবচেয়ে বেশি এলিমিনেশনের রেকর্ড আছে। এ পর্যন্ত সে মোট ১৪ জনকে এলিমিনেট করেছে।

• ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিন বছর Randy Orton, Traditional Survivor Series Tag Team Elimination ম্যাচগুলাতে Sole Survivor হিসেবে ছিল। WWE এর ইতিহাসে এরকমটি আর কখনো হয়নি। 

• এ পর্যন্ত সে যে কয়টি ম্যাচ জিতেছে, সেগুলোর একটিতেও তাকে কেউ এলিমিনেট করতে পারে নি। যেগুলোতে এলিমিনেট করতে পেরেছে, সেগুলোতে তার টিম হেরে গিয়েছিল। অর্থাৎ Randy কে এলিমিনেট করতে পারা মানে তাদের টিমকে হারিয়ে দেওয়া।

• Randy Orton এ পর্যন্ত ৮টি Traditional Survivor Series Tag Team Elimination ম্যাচ খেলেছে। এর মধ্যে সে ৫টিতে জিতেছে এবং ৩টিতে হেরেছে।

• শুধুমাত্র Traditional ম্যাচগুলোই নয়, Survivor Series এ হওয়া প্রতিটি World Championship ম্যাচেও সে তার টাইটেলটি সফলভাবে রিটেইন করতে পেরেছে। ২০০৭ এ Shawn Michaels, ২০১০ এ Wade Barrett এবং ২০১৩ এ Big Show এর বিপক্ষে সে তার টাইটেলটি সফলভাবে রিটেইন করে।

• এ পর্যন্ত Randy Orton মোট ১১বার Survivor Series এ পারফর্ম করেছে। যার মধ্যে প্রতিটি সিংগেলস ম্যাচেই সে অপরাজিত ছিল এবং প্রতিটি সিংগেলস ম্যাচই World Championship ম্যাচ ছিল। এ পে-পার-ভিউটিতে তার হার-জিতের রেকর্ড ৮-৩। অর্থাৎ ৮বার জয়, ৩বার পরাজয়।

তো এই ছিল Randy Orton এর Survivor Series পে-পার-ভিউটিতে মোট রেকর্ড। উপরোক্ত তথ্যগুলোকে বিবেচনায় নিলে তাকে Mr Survivor Series বলা যেতেই পারে। আর সেই সাথে Team Raw এরও সতর্ক হয়ে যাওয়া উচিত। কারণ Team Smackdown এর Randy Orton আছে 😎
• লেখক ঃ Sabbir Rahman Leon

Mr. Survivor Series : র‍্যান্ডি অরটন !


• PWInsider জানিয়েছে WWE'র ইউরোপিয়ান ট্যুর চলাকালীন SmackDown ব্র্যান্ডের হয়ে রিটার্ন করতে পারে Paige. আগামীলাককের SmackDown ও ইউরোপে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আগামীকাল তাকে SmackDown এ দেখাও যেতে পারে।

তাকে গত সপ্তাহ গুলোতে WWE-র পারফরমেন্স সেন্টারে দেখা গেছে। অন্যদিকে Paige-এর হোমগ্রাউন্ড হলো UK..!!! সো অনেকটা সম্ভাবনা আছে কালকে রিটার্ন করার 😍☺✌



• বিভিন্ন ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে আসন্ন Survivor Series-এ পুনর্মিলন হতে পারে The Shield এর। শোনা যাচ্ছে আগামী সপ্তাহের RAW-তেই রিটার্ন করতে পারে Roman Reigns এবং Survivor Series এ New Day এর মুখোমুখি হতে পারে The Shield.



• Jason Jordan কে Survivor Series-এ Team RAW এর সর্বশেষ সদস্য হিসেবে ঘোষণা করেছে Kurt Angle. দলের বাকি সদস্যরা হলো Kurt Angle নিজে, Samoa Joe, Finn Balor, এবং Braun Strowman.


• New Era এর প্রথম Intergender ম্যাচে আগামীকাল Smackdown Live-এ Becky Lynch এর মুখোমুখি হতে যাচ্ছে James Ellsworth. 

গতকাল Carmella এবং Becky - এর টুইটার ফাইটের পর Carmella বলেন যে James Ellsworth এই সপ্তাহে Becky র সাথে ফাইট করবে ৷ সবাই রেডি হয়ে যান একুশ শতাব্দির সবচেয়ে বড় ড্রিম ম্যাচ Becky vs James 😈 ৷ এই সপ্তাহে Smackdown Live এ হতে চলেছে এই ম্যাচটি 😎😎

WWE-তে শেষবার ২০১২ সালে Intergender ম্যাচে Lita এর মুখোমুখি হয়েছিল Heath Slater. 
অনেক মাস ধরে হওয়া টুইটার ফাইটের পর অবশেষে হতে চলেছে আমাদের সবার ড্রিম ম্যাচ Becky Lynch vs James Ellosworth 😍😍 ৷


• Killer Rumor Of Today :


আগামী সারভাইভর সিরিজে অনুষ্টিত হওয়া Lesnar Vs Mahal এর ম্যাচে স্পেশাল গেস্ট রেফারী থাকবেন John Cena. এটা বলতে গেলে পুরাতন নিউজ! তবে এই ম্যাচে Cena কে স্পেশাল রেফারী হিসেবে রাখার পেছনে ও একটা স্পেশাল কারণ আছে। রুমর অনুযায়ী, এই ম্যাচের মাধ্যমেই Mahal এর সাথে Cena এর ফিউড শুরু হবে। যেহেতু Cena ফ্রি এজেন্ট তাই তিনি উভয় রোস্টারেই ম্যাচ খেলতে পারবেন। আর তাই ধারণা করা হচ্ছে Survivor Series এর পর Cena, SDLive রোস্টারে রিটার্ন করবেন। আর SDLive এ তার সাথে Jinder Mahal এর ফিউড হওয়ার প্রবল সম্ভাবনা আছে। মূলত এ কারণেই Cena কে ঐ ম্যাচে স্পেশাল গেস্ট রেফারী হিসেবে নিযুক্ত করার প্ল্যান করেছে WWE.. 👌👌



• আজকের RAW-তে অভিষেক হয়েছে United Kingdom চ্যাম্পিয়ন Pete Dunne এর যেখানে সে হারায় Cruiserweight চ্যাম্পিয়ন Enzo কে।



• আজকের RAW-তে Seth Rollins ও Dean Ambrose কে হারিয়ে নতুন RAW Tag Team চ্যাম্পিয়ন্স হয়েছে Cesaro ও Sheamus. Survivor Series এ Cesaro ও Sheamus মুখোমুখি হবে Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos এর। 


• WWE Is Now Heel Wrestlers Yard :


Fact: বর্তমান WWE মেইন রোস্টারের মোট ৯ টি চ্যাম্পিয়নশিপ টাইটেলের সব চ্যাম্পিয়ন রাই হীল রেসলার!! অর্থাৎ, সবকটা চ্যাম্পিয়নশিপ ই হীল দের দখলে ✌ অবশ্য এটা নতুন কিছু না, কারণ এর আগেও বেশ কয়েকবার হীলরা উভয় রোস্টারের সবগুলো টাইটেল হোল্ড করেছে। মূলত চ্যাম্পিয়ন হিসেবে হীল রাই বেস্ট। একজন হীল রেসলারের কাছে চ্যাম্পিয়নশিপ থাকলে ফিউড জমে। অপরদিকে, দর্শক রা প্রায় সবসময় ই ফেইস রেসলারদের টাইটেলের জন্য তাড়া করা দেখতে ভালবাসে। একজন ফেইস রেসলার টাইটেল নিয়ে বেশিদিন চ্যাম্প থাকুক, এটা দর্শক রা খুব একটা পছন্দ করেনা। আর তাই তো WWE তে ফেইস দের চ্যাম্পিয়নশিপ রেইন স্বল্পস্থায়ী হয়, অপরদিকে হীলদের ক্ষেত্রে তা খুবই দীর্ঘস্থায়ী হয়!! ✌



• WWE UK Division কে আগামীকাল 205Live ইনভাইট করা হয়েছে, আগামীকাল 205 Live এ UK সুপারস্টাররাও উপস্থিত থাকবেন! হয়তো এটি সার্ভাইভার সিরিজে UK Division VS Cruiserweight Division এর একটি ‌ম্যাচের ইঙ্গিত দিচ্ছে !



• Former WWE Intercontinental Champion Santino কে Impact Bound For Glory এর ব্যাকস্টেজে দেখা গিয়েছে।


• Survivor Series আপডেট ম্যাচ কার্ড :


১. Team RAW - Men's (Kurt Angle, Finn Balor, Jason Jordan, Samoa Joe ও Braun Strowman) vs. Team Smackdown Live (Shane McMahon, Randy Orton, Bobby Roode, "TBA" ও Shinsuke Nakamura)

২. Team RAW - Women's (Alicia Fox, Nia Jax, Asuka, Sasha Banks ও "TBA" ) vs. Team Smackdown (Becky Lynch, Charlotte Flair, Naomi, Tamina ও Carmella)

৩. WWE চ্যাম্পিয়ন Jinder Mahal/AJ Styles vs. Universal চ্যাম্পিয়ন Brock Lesnar (স্পেশাল গেস্ট রেফারী John Cena)

৪. WWE RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss vs. WWE Smackdown Women's চ্যাম্পিয়ন Natalya.

৫. WWE Intercontinental champion The Miz vs. the WWE United States champion Baron Corbin.

৬. RAW Tag Team চ্যাম্পিয়ন্স Sheamus & Cesaro vs. Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos.

৭. WWE Cruiserweight চ্যাম্পিয়নশিপঃ Enzo Amore (c) vs. Kalisto.
• লেখক ঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, আরিয়ান রেহান, আমির হামজা সালমান, Armaan Hussain Aymaan, Prokash Das Arjun।

WWE এর সমস্ত লেটেস্ট নিউজ  দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ০৮/১১/২০১৭

Wrestlemania 34-এ খেলতে পারে Undertaker !!! 😲😱😫


হটেস্ট রিউমারস অফ ডা মান্থ...!!! Cageside Seats-এর তথ্যমতে, Wrestlemania 34-এ Unfertaker-কে আবারো একটা ম্যাচ খেলার প্লান করছে WWE তবে তা এখনো জাস্ট রিউমার। জানুয়ারিতে Raw-এর ২৫ তম বার্ষিকীতেই তা বলা যাবে তিনি খেলবেন কি খেলবেন নাহ!!! 😎

Wrestle Kingdom 12-তে Chris Jericho খেলবে Kenny Omega-র বিপক্ষে ঃ


Yesss! Yesss! Yesss!!! আপনি ঠিকি পড়েছেন..!!!😎

রিসেন্টলি Power Struggle ইভেন্টে Kenny Omega তার IWGP United States Championship সফলাভবে ডিফেন্ড করে Baretta-এর বিপক্ষে! ম্যাচ শেষে Omega অপেক্ষা করে কে তার নেক্সট প্রতিপক্ষ হবে তা জানার জন্য। বাট কেউ আসে নাহ! তখন সে চলে জেতে নিলেই, লাইট অফ কাউন্টডাউন শুরু হয়! মিস্ট্রেরিয়াস ভাবেই বিগ স্ক্রিনে চলে আসে Chris Jericho...!!!! 😲😱😫

Jericho একটি প্রমো করে যেখানে সে জানায় অনেকেই নিজেকে "Best in the World" হিসাবে দাবি করে যেমন Edge অ্যান্ড CM Punk. বাট কেউইই কিন্তু এখন আর নেই। কারণ Jericho is the best...!!! 😎 সে এই বিজনেসের "Alpha" আর সে তা আবারো প্রুফ করতে চায় Omega-কে ৪ জানুয়ারি Wrestle Kingdom 12-এ চেলেঞ্জ করার মাধ্যমে। Omega-কে উল্লসিত দেখা যায় আর সে তার চেলেঞ্জ এক্সেপ্ট করে।

রুমর অনুযায়ী গত আগস্ট মাসে জেরিকোর সাথে কন্ট্রাক্ট করে NJPW, আর সেই কন্ট্রাক্ট ই বাস্তবায়িত হয়ে নভেম্বর মাসে!! তবে জেরিকোর সাথে শুধু একটি ম্যাচের ই চুক্তি করেছে NJPW। 👌👌 এটা অবশ্য Njpw তে Jericho'র ডেবিউ নয়, সে এখানে আগে Super Liger, The Lion Heart হিসেবে রেসলিং করে গিয়েছে।

Demon Kane Vs Beast Lesnar At Royal Rumble 2018 For The Universal Title? 😱😱


আগামী রয়্যাল রাম্বল পিপিভি তে Lesnar Vs Balor এর মধ্যকার ম্যাচের প্ল্যানিং থাকলে ও এবার সেই প্ল্যান এর বাস্তবায়ন খানিকটা প্রশ্নবিদ্ধ। কারণ রুমর অনুযায়ী Lesnar এর পরবর্তী প্রতিপক্ষ হতে পারেন The Demon Kane! আর এর ইংগিত ২ সপ্তাহ পূর্বে অনুষ্টিত হওয়া Raw তেই দিয়েছে WWE. সেই Raw তে Finn Balor কে হারিয়েছিলেন Kane.. আর তাই ধারণা করা হচ্ছে Lesnar এর পরবর্তী চ্যালেঞ্জার হতে পারেন Kane.. ✌

উল্লেখ্য যে WWE তথা Vince McMahon, এই Balor Vs Lesnar ম্যাচ নিয়ে খুব একটা আশাবাদী নন।আর এর কারণ, তাদের মধ্যকার হিউজ সাইজ ডিফারেন্স! আর তাই তো এই ম্যাচ হওয়ার সম্ভাবনা ও অনেক কম।


• PWInsider.com এর মতে, Survivor Series এর আগে Roman Reigns এর রিটার্ন কিছুটা অনিশ্চিত। তাই যদি Survivor Series এর আগে Reigns সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে Jason Jordan তার স্থানে RAW-এর দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

গতকাল Insane Championship Wrestling show নামের একটি ইন্ডি কোম্পানিতে Triple H সারপ্রাইজলি এন্ট্রি নেই ৷ 


তার সাথে ছিল WWE UK Champion Pete Dunne ৷ Triple H রিং এ উঠে মাইক হাতে WWE এর বাইরের প্রমোশন গুলোর উদ্দেশ্যে কথা বলেন :

প্রতি রাতে এরকম অনেক শো তে,এরকম অনেক জায়গায় অনেক টেলেন্ট রেসলিং করে এবং এরকম অনেক ছোট খাটো রেসলিং প্রমোশন তৈরি হয় ICW (Insane Championship Wrestling) এর মতো ৷ এরকম শো থেকেই ফিউচার বড় বড় সুপারস্টাররা যাত্রা শুরু করে ৷ এরকম শো এর মাধ্যমেই এসব টেলেন্টরা WWE তে আসার সুযোগ পাই ৷ তাই Triple H উপস্থিত থাকা দর্শকদের WWE এর বাইরের এসব প্রমোশনদেরকেও ফলো করতে বলেন ৷


• Dave Meltzer আজকের Wrestling Observer Radio তে উল্লেখ করেন যে, সামনের Clash of Champions পিপিভির মেইন ইভেন্ট প্ল্যানে দেখা যাবে Jinder Mahal তার WWE Championship ডিফেন্ড করছে AJ Styles এর বিপক্ষে।

যেহেতু company একটি last minute প্ল্যান চেঞ্জ করে এবং ম্যাচটি এই সপ্তাহের SmackDown Live এ হবার ঘোষনা করে, এইটা পসিবল যে সেই প্ল্যান হয়ত পরিবর্তন হয়েছে। যদিও Meltzer স্পষ্টভাবে প্রকাশ করেনি যে ম্যাচটি হবে কিনা, we will keep you updated.😊

Spain এর মাদ্রিদে অনুষ্টিত হওয়া আজকের লাইভ ইভেন্টে ইঞ্জুরড হয়েছেন Sin Cara!! 


Baron Corbin ও Sami Zayn এর বিপক্ষে একটি ট্রিপল থ্রেট ম্যাচ চলাকালীন সময়েই তিনি রিংসাইডের ফ্লোরে খুবই বাজেভাবে ল্যান্ডিং করেন। এতে তিনি পায়ে প্রচুর চোট পান ও তখন ব্যাথায় কাতরাতে থাকেন। যার ফলে ম্যাচটি তখন ই বন্ধ করে দেয়া হয়!! তার ইঞ্জুরির গভীরতা কতটুকু তা এখনোও জানা যায়নি। এবং এছাড়াও Naomi Lana এর নকল চুল ছিড়ে ফেলেছে। 


• Survivor Series এর আগেই রিটার্ন করতে পারেন Paige। রুমর অনুযায়ী তিনি Raw এর ওমেন্স টিমে যোগদান করে SDLive এর বিপক্ষে 5 On 5 ম্যাচে অংশগ্রহণ করবেন।


• আজকেই অনুষ্টিত হল Impact প্রমোশনের সর্ববৃহৎ/বার্ষিক পিপিভি Bound For Glory। এই পিপিভি তে রিটার্ন করেছেন Alberto Del Rio, এবং পিপিভির মেইন ইভেন্ট ম্যাচে ইন্টারফেয়ার করেছেন। Impact Global Championship টাইটেলের জন্য মেইন ইভেন্ট ম্যাচে মুখোমুখি হয়েছিলেন চ্যাম্প Eli Drake ও চ্যালেঞ্জার Johny Mundo(যাকে আমরা WWE তে John Morrison নামেই চিনতাম)। সেই ম্যাচে Mundo কে চেয়ার শট মেরে ইন্টারফেয়ার করেন Alberto। এবং এই সুযোগে ম্যাচটি জিতে যান Drake ও তার টাইটেল রিটেইন করেন!!


• Bound For Glory পিপিভি তে নিজের রিটায়ারম্যান্ট ম্যাচ খেললেন সাবেক WWE ডিভা ও Impact এর প্রথম সারির ফিম্যাল রেস্লার Gail Kim!! আর তার রিটায়ারম্যান্ট ম্যাচে তিনি ক্যারিয়ারে ৭ম বারের মতন জিতে যান Impact Women's Championship টাইটেল টি!!

এছাড়াও এই পিপিভি তে ডেবিউ করেছেন Jimmy Jacobs ও Sami Callihan এর মত ইন্ডি তারকারা।


• আগামী রেসলম্যানিয়া ৩৪ এর পরে রিটার্ন করতে পারেন Big Cass। উল্লেখ্য যে, হাটুর ইঞ্জুরির জন্য বেশ কয়েক মাস ধরেই রিংয়ের বাইরে আছেন তিনি। বর্তমানে তার রিহ্যাব চলছে।


• Cody Rhodes Vs Kota Ibushi(For ROH World Title) ম্যাচ ঠিক করা হয়েছে Wrestle Kingdom 12 এর জন্য।


• ছুটির আমেজে আছেন এখন Mark William Callaway তথা The Undertaker 😍😍😍😍 Texas এর Subway First Food shop থেকে বের হওয়ার পর ফ্রিল্যান্সারদের তোলা Undertaker এর ছবি 😊😊

• রুসেভ..!!! মাস্কা মাস্কা মাস্কা!!! 😍☺✌


Rusev আজকে/গতকাল তার প্রিয় ফুটবল ক্লাব Real Madrid-এর জার্সি গায়ে Santiago Bernabeu পরিদর্শন করেছে।


The Shield Reveal Who Is Like A Fourth Member Of Their Group :


WWE Network-এ "Table For 3" নামের শো এর লেটেস্ট এপিসোডে Dean Ambrose, Seth Rollins, and Roman Reigns কে প্রশ্ন করা হয় যে যদি শিল্ডে কখনও চতুর্থ মেম্বার আনা হয় তাহলে তারা কাকে সেই জায়গায় দেখতে চাই ৷ উত্তরে তারা Joey Mercury এর নাম বলেন ৷ শিল্ড গঠনের মূল মাথা গুলোর মধ্যে একটি ছিল Joey Mercury এবং শিল্ড গঠনের পর এখন পর্যন্ত তাদের সাথে Joey Mercury রয়েছে ৷ শিল্ড টিমকে এই জায়গায নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি ৷

Joey Mercury সবসময় শিল্ডকে গাইড করতো এবং তাদের মোটিভেট করতো যার কারণে শিল্ড আজ সবার নিকট ফেভারিট টিমে পরিনত হয়েছে৷ বিশেষ করে Seth Rollins এর ক্যারিয়ারের সফলতার পিছনে তার হাত বেশি রয়েছে ৷ শিল্ড ব্রেকের পর J&J SECURITY হয়ে Joey Mercury সবসময় Seth এর পাশে ছিল ৷

তাই কখনও যদি শিল্ডে চতুর্থ কোনো মেম্বার আসে তাহলে তা Joey Mercury হবে ৷

• Nikki Bella Wants To Reach The Level Of John Cena & The Rock.. 😱😂 


সম্প্রতি Rolling Stone কে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানান Nikki Bella! তিনি Rock, Cena দের মতন ই প্রো-রেসলিংয়ের পাশাপাশি অভিনয় জগতে ও সফল হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। রেসলিংয়ের পাশাপাশি সিনেমায় অভিনয় করার সিদ্বান্ত নিয়েছেন তিনি। আর এক্ষেত্রে তিনি প্রথম ফিম্যাল প্রো-রেসলার হিসেবে Rock, Cena দের লেভেলে পৌছার অভিলাষ করেছেন। অর্থাৎ, খুব শীঘ্রই বড়পর্দায় Nikki কে অভিনয় করতে দেখতে পাবে তার ভক্তরা.. ✌ উল্লেখ্য, ২০১৮ সালে WWE তে রিটার্ন করবেন Nikki.. 😊

• Jericho is going to break Aj Styles' record? ✌ 


প্রো-রেসলিং ইতিহাসে AJ Styles ই একমাত্র রেসলার যিনি একই বছর Wrestle Kingdom ও Wrestlemania উভয় পিপিভি তেই অংশগ্রহণ করেছেন।

NJPW এর বার্ষিক/সর্ববৃহৎ পিপিভি হচ্ছে Wrestle Kingdom, অপরদিকে WWE এর বার্ষিক/সর্ববৃহৎ পিপিভি হচ্ছে Wrestemania!! ২০১৬ সালে প্রো-রেসলিংয়ের এই দুই শীর্ষ প্রমোশনের উভয় বার্ষিক ইভেন্টেই অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছিলেন The Phenomenal One খ্যাত AJ Styles. এ পর্যন্ত তিনি ই প্রথম ও একমাত্র রেসলার যে এই কৃতিত্বের দাবিদার 👌

তবে, Styles এর এই রেকর্ডের পাশে খুব শীঘ্রই নাম লেখাতে চলেছেন Chris Jericho!! কারণ আগামী বছরের Wrestle Kingdom পিপিভি তে তিনি Kenny Omega এর বিপক্ষে ম্যাচ খেলবেন। আর যদি তিনি আগামী বছরের Wrestlemania তে ও পারফর্ম করেন তাহলে তিনি প্রো-রেসলিং ইতিহাসের ২য় ব্যাক্তি হিসেবে Wrestle Kingdom ও Wrestlemania তে পারফর্ম করার গৌরব অর্জন করবেন!!

তাহলে Y2J কি পারবেন P1 এর পাশে নিজের নাম লিখাতে?? Let's See.... 😊


আজকে এই পর্যন্তই থাক, আবার সমস্ত লেটেস্ট নিউজ ও রিউমর নিয়ে হাজির হবো অন্য দিন, শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।

অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।
• লেখকঃ আমির হামজা সালমান, আল মোবিন শান্ত, ARj Ashfac Rafsanjany, Raisul Islam Rifat, Prokash Das Arjun, Maria Hussain, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

WWE নিউজ আপডেট, ০৭/১১/২০১৭