• সম্প্রতি একটি ইন্টার্ভিউতে "The Rock" এর বড় মেয়ে Simone Garcia Johnson জানিয়েছে কলেজ শেষ হওয়া মাত্রই সে রেসলিং বিজনেসে পদার্পণ করতে ইচ্ছুক।
• John Cena vs Roman Reigns এর মধ্যে মেইন ইভেন্টের জন্য একটি ম্যাচ বুকড করা হয়েছে।যেটা MSG তে Dec 26th এ আয়োজিত হবে।
এই বছর "No Mercy" পিপিভি তে মুখোমুখি হয়েছিল The Champ "John Cena" এবং The Big Dog "Roman Reigns". অসাধারণ একটি ম্যাচ হয়েছিল তাদের মধ্যে।
আর অনেকেই চাইবেন তাদের মধ্যে আবারো ম্যাচ হোক। আর এটিই হতে চলেছে। বলা যায় No Mercy র পর এটি তাদের Rematch.
• গত SD Live এ "Shield" যে Special T-Shirt গুলো পরিধান করেছিল সেগুলো নিলামে উঠেছে।সেখানে ৩ জনের মধ্যে recently হাইয়েস্ট বিড কার জানেন? - Roman Reings এর !
• সম্প্রতি WWE.Com এ Raw Superstar Braun Strowman কে জিজ্ঞাসা করা হয় সার্ভাইবার সিরিজে তার ড্রিম টিম এবং সেই টিমের পার্টনার সম্পর্কে।
Strowman তখন এর জবাবে সেই বাকি চারজন সদস্যের নাম উল্লেখ করেন। আর তারা হলেন, Roman Reigns, The Big Show, The Undertaker, And Bray Wyatt.
• Matt Hardy-র ট্রেডমার্ক Broken Gimmick এখন অফিসিয়ালি তার। যেটি ২০১৮ এর জানুয়ারি এর ১৮ তারিখ থেকে অফিসিয়ালি কার্যকর হবে। বলাবাহুল্য, Impact Wrestling ছাড়ার সময় Impact-র সাথে এই গিমিক নিয়া ঝামেলা শুরু হয়। যা নিয়ে আদালতে মামলা হয় এবং মামলা খেলেই Matt তার গিমিকটা জিতেন।
• Cageside Seats এর মতে, খুব শীঘ্রই হিল টার্ন করতে যাচ্ছে Jason Jordan.
• WWE PLANNING TRIPLE H VS. KURT ANGLE FOR WRESTLEMANIA 34? :
এই সপ্তাহের RAW তে দেখা যায়, Jason Jordan এর ইঞ্জুরি হয়েছে, যার ফলে তাকে 5 vs. 5 Survivor Series ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং Triple H নিজেকে তার replacement হিসেবে ঘোষনা করেন।
Bryan Alvarez এই বিষয়ে আজকে Wrestling Observer Live এ আলোচনা করেন এবং ধারনা করেন যে, WWE Triple H কে Survivor Series ম্যাচে এনেছে একটি ম্যাচ বিল্ড করার জন্য তার এবং Kurt Angle এর ভিতর। Alvarez বলেন ম্যাচটি হয়ত সামনের বছরের WrestleMania 34 এ হবে।
Alvarez যদিও এই টপিকে আর কোনো আপডেট দেয়নি, আমরা এই বিষয়ে আর কিছু জানার পর informed করতে থাকব। 😊
• সাবেক WWE সুপারস্টার James Ellsworth যেকোন ইন্ডি সার্কিটে তার প্রতি উপস্থিতি এর জন্য ১৫০০$ চাচ্ছে😂. তাছাড়া ট্রাভেল চার্জও উক্ত প্রমোশন এর বহন করতে হবে এবং অটোগ্রাফ সাইনিং এর ৫০% তাকে দিতে হবে 👏👏.
• PWInsider তাদের রিপোর্টে জানিয়েছে Triple H কে Raw'র Survivor Series টিমে অন্তর্ভুক্ত করা এবং Charlotte Flair কে Women’s চ্যাম্পিয়ন বানানোর সিদ্ধান্ত গত সপ্তাহে নেয়া হয়েছিল।
• নভেম্বরের ২৬ তারিখে হতে যাওয়া WWE Starrcade লাইভ ইভেন্টের জন্য সম্প্রতি ম্যাচকার্ড প্রকাশ করেছে WWE -
১. WWE চ্যাম্পিয়নশিপ "Steel Cage" ম্যাচঃ AJ Styles (c) vs. Jinder Mahal
২. SmackDown Women’s চ্যাম্পিয়নশিপ "Steel Cage" ম্যাচঃ Charlotte Flair (c) vs. Natalya
৩. SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপ "Fatal 4-Way" ম্যাচঃ The Usos (c) vs. The New Day vs. Shelton Benjamin & Chad Gable vs. Kevin Owens & Sami Zayn
৪. United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Baron Corbin (c) vs. Shinsuke Nakamura
৫. Grudge ম্যাচঃ Bobby Roode vs. Dolph Ziggler
৬. Dustin Rhodes (Goldust) vs. Dash Wilder
এছাড়া The Hardy Boyz, হল অফ ফেমার ও Starrcade লিজেন্ড Ricky “The Dragon” Steamboat এবং The Rock ‘n’ Roll Express-ও উপস্থিত থাকবে।
• NXT TakeOver: WarGames ম্যাচ কার্ড :
১. Triple Threat WarGames ম্যাচঃ The Authors of Pain ও Roderick Strong vs. The Undisputed Era vs. Sanity.
২. NXT চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Drew McIntyre (c) vs. Andrade Almas.
৩. NXT Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Ember Moon vs. Kairi Sane vs. Nikki Cross vs. Peyton Royce.
৪. Aleister Black vs. The Velveteen Dream.
৫. Kassius Ohno vs. Lars Sullivan.
৬. "প্রি-শো" United Kingdom চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Pete Dunne (c) vs. Johnny Gargano.
(( NXT TakeOver: WarGames অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ২০১৭ ))
• Los Angeles এর Staples Center পরের বছর Survivor Series হোস্ট করবে। একই সাথে NXT Takeover, Raw, and Smackdown ও এখানেই হবে।
• আর কিছুদিন পরেই Survivor Series, এটি এর অন্যতম একটি পিপিভি। তাই প্রতিবারে মতো এবারো সবার উন্মাদনা রয়েছে। কয়েকজন রেসলার তাদের ড্রিম টিমও বলেছে। তাদের মধ্যে কয়েকজনকে নিচে তুলে ধরা হলো:-
◘ Baron Corbin’s Dream Team for Survivor Series:-
(1) Baron Corbin
(2) Razor Ramon
(3) The Undertaker
(4) Bam Bam Bigelow
(5) The Big Boss Man
◘ Jinder Mahal’s Dream Team for Survivor Series:-
(1) Jinder Mahal
(2) The Iron Sheik
(3) Yokozuna
(4) Giant González
(5) Kamala
◘ Braun Strowman Dream Team for Survivor Series:-
(1) Braun Strowman
(2) Roman Reigns
(3) Big Show
(4) TheUndertaker
(5) Bray Wyatt
◘ Finn Bálor Dream Team for Survivor Series:-
(1)Finn Bálor
(2)AJ Styles
(3)Triple H
(4)Luke Gallows
(5)Karl Anderson
• The Revival জানিয়েছে তারা এ বছরের শেষে দিয়ে অথবা আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে রিং একশনে রিটার্ন করতে পারে।
• WWE former superstar 'Charlie Haas'কে ব্যাক করানোর জন্য তাঁর সাথে কথা বলছে WWE। তবে তাকে রেসলিং করানোর জন্য না। Shelton Benjamin এবং Chad Gable এর new tag team এর মধ্যে interact করানোর জন্য।✌️
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Xohirul Badol, Maria Hussain, আরিয়ান রেহান, Abraham Khan, Wrestling 360।অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন।