• সম্প্রতি একটি ইন্টার্ভিউতে "The Rock" এর বড় মেয়ে Simone Garcia Johnson জানিয়েছে কলেজ শেষ হওয়া মাত্রই সে রেসলিং বিজনেসে পদার্পণ করতে ইচ্ছুক। 


• John Cena vs Roman Reigns এর মধ্যে মেইন ইভেন্টের জন্য একটি ম্যাচ বুকড করা হয়েছে।যেটা MSG তে Dec 26th এ আয়োজিত হবে।

এই বছর "No Mercy" পিপিভি তে মুখোমুখি হয়েছিল The Champ "John Cena" এবং The Big Dog "Roman Reigns". অসাধারণ একটি ম্যাচ হয়েছিল তাদের মধ্যে।

আর অনেকেই চাইবেন তাদের মধ্যে আবারো ম্যাচ হোক। আর এটিই হতে চলেছে। বলা যায় No Mercy র পর এটি তাদের Rematch.


• গত SD Live এ "Shield" যে Special T-Shirt গুলো পরিধান করেছিল সেগুলো নিলামে উঠেছে।সেখানে ৩ জনের মধ্যে recently হাইয়েস্ট বিড কার জানেন? - Roman Reings এর ! 


• সম্প্রতি WWE.Com এ Raw Superstar Braun Strowman কে জিজ্ঞাসা করা হয় সার্ভাইবার সিরিজে তার ড্রিম টিম এবং সেই টিমের পার্টনার সম্পর্কে। 

Strowman তখন এর জবাবে সেই বাকি চারজন সদস্যের নাম উল্লেখ করেন। আর তারা হলেন, Roman Reigns, The Big Show, The Undertaker, And Bray Wyatt.


• Matt Hardy-র ট্রেডমার্ক Broken Gimmick এখন অফিসিয়ালি তার। যেটি ২০১৮ এর জানুয়ারি এর ১৮ তারিখ থেকে অফিসিয়ালি কার্যকর হবে। বলাবাহুল্য, Impact Wrestling ছাড়ার সময় Impact-র সাথে এই গিমিক নিয়া ঝামেলা শুরু হয়। যা নিয়ে আদালতে মামলা হয় এবং মামলা খেলেই Matt তার গিমিকটা জিতেন।


• Cageside Seats এর মতে, খুব শীঘ্রই হিল টার্ন করতে যাচ্ছে Jason Jordan. 


WWE PLANNING TRIPLE H VS. KURT ANGLE FOR WRESTLEMANIA 34? :

এই সপ্তাহের RAW তে দেখা যায়, Jason Jordan এর ইঞ্জুরি হয়েছে, যার ফলে তাকে 5 vs. 5 Survivor Series ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং Triple H নিজেকে তার replacement হিসেবে ঘোষনা করেন।

Bryan Alvarez এই বিষয়ে আজকে Wrestling Observer Live এ আলোচনা করেন এবং ধারনা করেন যে, WWE Triple H কে Survivor Series ম্যাচে এনেছে একটি ম্যাচ বিল্ড করার জন্য তার এবং Kurt Angle এর ভিতর। Alvarez বলেন ম্যাচটি হয়ত সামনের বছরের WrestleMania 34 এ হবে।

Alvarez যদিও এই টপিকে আর কোনো আপডেট দেয়নি, আমরা এই বিষয়ে আর কিছু জানার পর informed করতে থাকব। 😊


• সাবেক WWE সুপারস্টার James Ellsworth যেকোন ইন্ডি সার্কিটে তার প্রতি উপস্থিতি এর জন্য ১৫০০$ চাচ্ছে😂. তাছাড়া ট্রাভেল চার্জও উক্ত প্রমোশন এর বহন করতে হবে এবং অটোগ্রাফ সাইনিং এর ৫০% তাকে দিতে হবে 👏👏.


• PWInsider তাদের রিপোর্টে জানিয়েছে Triple H কে Raw'র Survivor Series টিমে অন্তর্ভুক্ত করা এবং Charlotte Flair কে Women’s চ্যাম্পিয়ন বানানোর সিদ্ধান্ত গত সপ্তাহে নেয়া হয়েছিল। 


নভেম্বরের ২৬ তারিখে হতে যাওয়া WWE Starrcade লাইভ ইভেন্টের জন্য সম্প্রতি ম্যাচকার্ড প্রকাশ করেছে WWE -

১. WWE চ্যাম্পিয়নশিপ "Steel Cage" ম্যাচঃ AJ Styles (c) vs. Jinder Mahal
২. SmackDown Women’s চ্যাম্পিয়নশিপ "Steel Cage" ম্যাচঃ Charlotte Flair (c) vs. Natalya
৩. SmackDown Tag Team চ্যাম্পিয়নশিপ "Fatal 4-Way" ম্যাচঃ The Usos (c) vs. The New Day vs. Shelton Benjamin & Chad Gable vs. Kevin Owens & Sami Zayn
৪. United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Baron Corbin (c) vs. Shinsuke Nakamura
৫. Grudge ম্যাচঃ Bobby Roode vs. Dolph Ziggler
৬. Dustin Rhodes (Goldust) vs. Dash Wilder
এছাড়া The Hardy Boyz, হল অফ ফেমার ও Starrcade লিজেন্ড Ricky “The Dragon” Steamboat এবং The Rock ‘n’ Roll Express-ও উপস্থিত থাকবে। 


NXT TakeOver: WarGames ম্যাচ কার্ড  :

১. Triple Threat WarGames ম্যাচঃ The Authors of Pain ও Roderick Strong vs. The Undisputed Era vs. Sanity.
২. NXT চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Drew McIntyre (c) vs. Andrade Almas.
৩. NXT Women's চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Ember Moon vs. Kairi Sane vs. Nikki Cross vs. Peyton Royce.
৪. Aleister Black vs. The Velveteen Dream.
৫. Kassius Ohno vs. Lars Sullivan.
৬. "প্রি-শো" United Kingdom চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Pete Dunne (c) vs. Johnny Gargano.
(( NXT TakeOver: WarGames অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, ২০১৭ ))


• Los Angeles এর Staples Center পরের বছর Survivor Series হোস্ট করবে। একই সাথে NXT Takeover, Raw, and Smackdown ও এখানেই হবে।


• আর কিছুদিন পরেই Survivor Series, এটি এর অন্যতম একটি পিপিভি। তাই প্রতিবারে মতো এবারো সবার উন্মাদনা রয়েছে। কয়েকজন রেসলার তাদের ড্রিম টিমও বলেছে। তাদের মধ্যে কয়েকজনকে নিচে তুলে ধরা হলো:-

◘ Baron Corbin’s Dream Team for Survivor Series:-
(1) Baron Corbin
(2) Razor Ramon
(3) The Undertaker
(4) Bam Bam Bigelow
(5) The Big Boss Man

◘ Jinder Mahal’s Dream Team for Survivor Series:-
(1) Jinder Mahal
(2) The Iron Sheik
(3) Yokozuna
(4) Giant González
(5) Kamala

◘ Braun Strowman Dream Team for Survivor Series:-
(1) Braun Strowman
(2) Roman Reigns
(3) Big Show
(4) TheUndertaker
(5) Bray Wyatt

◘ Finn Bálor Dream Team for Survivor Series:-
(1)Finn Bálor
(2)AJ Styles
(3)Triple H
(4)Luke Gallows
(5)Karl Anderson


• The Revival জানিয়েছে তারা এ বছরের শেষে দিয়ে অথবা আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে রিং একশনে রিটার্ন করতে পারে।


• WWE former superstar 'Charlie Haas'কে ব্যাক করানোর জন্য তাঁর সাথে কথা বলছে WWE। তবে তাকে রেসলিং করানোর জন্য না। Shelton Benjamin এবং Chad Gable এর new tag team এর মধ্যে interact করানোর জন্য।✌️
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Xohirul Badol, Maria Hussain, আরিয়ান রেহান, Abraham Khan, Wrestling 360।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ১৮/১১/২০১৭


Survivor Series। WWE এর যে চারটি মেজর পে-পার-ভিউ আছে তার মধ্যে বছরের চতুর্থ এবং সর্বশেষ পে-পার-ভিউ এটি। Survivor Series মূলত এর Traditional Tag Team Elimination Match গুলোর জন্যই বিখ্যাত। এবারের Survivor Series এরকম দুটি ম্যাচ থাকছে। একটা মহিলাদের আরেকটা পুরুষদের। আজকে Men's Traditional Tag Team Elimination Match এ কোন দল জিততে পারে সে ব্যাপারে আলোচনা করা হবে।

এবারের Survivor Series এর ম্যাচকার্ডে বেশ কয়েকবারই পরিবর্তন আনা হয়েছে। এবং এবারের Raw আর Smackdown দুই টিমই খুবই স্ট্রং হয়েছে। Team Raw এ রয়েছে তিনজন ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন: Kurt Angle, Triple H ও Finn Balor। এবং রয়েছে দুইজন ডমিনেটিং মনস্টার: Braun Strowman ও Samoa Joe। অন্যদিকে Team Smackdown এ রয়েছে দুইজন ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন: Randy Orton ও John Cena। এছাড়াও রয়েছে তাদের ব্র্যান্ডের কমিশনার Shane Mcmahon এবং দুইজন ফর্মার NXT চ্যাম্পিয়ন: Shinsuke Nakamura ও Bobby Roode, যারা কিনা ইদানীং খুব ভালো ফর্মে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ম্যাচটা কত জমজমাট হবে। তাহলে দেখে নেওয়া যাক যে কোন ব্র্যান্ড এ ম্যাচটা জিততে পারে।

টিম Raw না টিম SMACKDOWN - কে জিতবে?


আসল নাম: Nakamura Shinsuke

জন্মদিন: February 24, 1980

জন্মস্থান: Mineyama, Kyoto, Japan

বাসস্থান: Orlando, Florida, U.S

উচ্চতা: 6 ft 2 in (1.88 m)

ওজন: 104 kg (229 lb)

সম্পত্তি: $3.6 million

ট্রেনারস: Inoki Dojo, Osamu Kido

অভিষেক: August 29, 2002

১৯৮০ সালের ২৪শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের বিখ্যাত রেস্লার Shinsuke Nakamura। নিজের ক্যারিয়ার এর সিংহ ভাগ জাপানে কাটানো জাপানীজ বংশোদ্ভূত এই নাকামুরা, ব্রক লেস্নার এবং কার্ট এংগেল এর মতোই এমন একজন রেস্লার যার বার্থ নেম বা আসল নামই তার রিং নেম হিসেবে ব্যবহৃত হয়।

Swag Samurai Shinsuke Nakamura, বর্তমান সেনশনের সবচেয়ে বিখ্যাত এবং সেরা রেস্লার দের মধ্যে একজন। তার ইন রিং এবিলিটি, ক্যারিজমা, গিমিক কিছুতেই কোনো কমতি নেই। WWE তে আসার পূর্ব থেকেই তিনি একজন 'ফ্যান ফ্যাভারিট' যার কারণে আসার পর পর থেকেই সকলে তার প্রতি পাগল। তিনি বাস্তব জীবনে যতোটা হাসি খুশি, রিং এ আসাকালীন যতোটা উন্মাদ রিং এ তার প্রতিপক্ষের জন্য ততোটাই ভয়ংকর।

তার টেক্নিক্যাল, মিক্স মার্শাল আর স্ট্রং স্টাইল এবিলিটি তাকে একজন অসাধারণ রেস্লারে তাকে গড়ে তুলেছে। তিনি 'King Of Strong Style' নামে খ্যাত। তিনি এত জনপ্রিয় যে তার বড় বড় প্রমোশন গুলো তাকে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত। জাপানে রেসলিং কে এথলেটিক ভাবেই পরিচিতি প্রদান করেন।

Shinsuke Nakamura : শিনসুকে নাকামুরা


• Roman Reigns vs HHH : হ্যা ঠিক ই শুনেছেন। কিছুক্ষণ আগে টুইটারে HHH জানান যে,আগামী ডিসেম্বর এর ৮তারিখে আবুধাবি তে এক লাইভ ইভেন্টে Roman vs HHH ম্যাচ হবে 😍। নীচে এই নিয়ে ট্রিপল এইচের করা ট্যুইটটি দেওয়া হল -



• পেইজের রিটার্ন না করার কারণ : WWE চেয়েছিল তার এ রির্টানকে হিডেন রাখতে,সারপ্রাইজ হিসেবে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে।

কিন্তু পেইজ টুইটারে এলিসা ফক্সের সাথে একটি এক্সাইটিং ছবি পোষ্ট করে সবাইকে অনেকটা নিশ্চিতভাবেই ইঙ্গিত দিয়ে দেন যে তিনি আবার ও WWE তে তার পুণঃআগমণ করতে চলেছেন। কিন্তু WWE র ক্রিয়েটিভ টিম এটাকে ভালো চোখে নেয় নি, তাই কালকের Raw এর ব্যাকস্টেজে উপস্থিত থাকলেও তারা পেইজকে লাইমলাইট দিয়ে রি-এন্টার করায় নি।


পেইজের রিটার্ন আপডেট : এই সপ্তাহের "এসডি"তে Charlotte -Natalya কে হারিয়ে নতুন Woman Champion হন।ফলে Chalotte এখন "Survivor Series"এ Raw Woman Champion-"Alexa Bliss"এর সাথে খেলবে।তাই মেয়েদের টীম "এসডি" একজন কমে যায়। তাই এই সোমবারে সার্লেটের জায়গায় আরেকজন খেলবে।

বিভিন্ন ওয়েবসাইট বলছে-সে হচ্ছে "Paige"!!আর এটি হওয়ার সম্ভবনা ৯৯%।WWE -Paige কে Raw তে আনে নি কারণ "র"এর Woman অনেক পাউয়ারফুল।তাই এসডির ঘাটতি পেইজ এসে পূরণ করে দিবে।


• The Young Bucks জানিয়েছে যে তারা CM Punk কে Bullet Club এ দেখতে চায়।  আমার মনে হয় Punk যদি wwe তে না আসে তাহলে Bullet club ই তার জন্য বেস্ট হবে।


• Survivor Series ২০১৭ ম্যাচ কার্ড ও সময়সূচী :

১. Team RAW - Men's (Kurt Angle, Triple H, Finn Balor, Samoa Joe ও Braun Strowman) vs. Team Smackdown Live (Shane McMahon, Randy Orton, John Cena, Bobby Roode ও Shinsuke Nakamura)
২. Team RAW - Women's (Alicia Fox, Nia Jax, Asuka, Sasha Banks ও Bayley) vs. Team Smackdown (Becky Lynch, "TBA", Naomi, Tamina ও Carmella)
৩. WWE চ্যাম্পিয়ন AJ Styles vs. Universal চ্যাম্পিয়ন Brock Lesnar
৪. The Shield vs. The New Day
৫. RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss vs. Smackdown Women's চ্যাম্পিয়ন Charlotte Flair.
৬. Intercontinental চ্যাম্পিয়ন The Miz vs. the United States চ্যাম্পিয়ন Baron Corbin.
৭. RAW Tag Team চ্যাম্পিয়ন্স The Bar vs. Smackdown Tag Team চ্যাম্পিয়ন্স The Usos.
৮. WWE Cruiserweight চ্যাম্পিয়নশিপঃ Enzo Amore (c) vs. Kalisto.


• WWE James Ellsworth কে রিলিজ করে দিয়েছে, তার সাথে করা ১বছরের চুক্তি শেষ। যাইহোক Ellsworth অন্ততপক্ষে এরকম একটা ফালতু স্টোরি থেকে মুক্তি পেলো। এরকম অপমান এর পর আমি মনে করি তার জন্য এটাই ভালো। এতদিন তার মূল্য ছিলো না এখন চলে যাওয়ার পর তাকে অনেক মিস করবো😞😞 যাইহোক আশাকরি সে তার জীবনের বাকি পথ গুলো ভালো ভাবে কাটাবে।


• আজ SmackDown Live-এ Natalya কে হারিয়ে নতুন SmackDown Women's চ্যাম্পিয়ন হয়েছে Charlotte Flair, Survivor Series এ Charlotte মুখোমুখি হবে RAW Women's চ্যাম্পিয়ন Alexa Bliss এর।


• Charlotte Flair এখন WWE এর একমাত্র Women রেসলার যে NXT Women's চ্যাম্পিয়নশিপ, Divas চ্যাম্পিয়নশিপ, RAW Women's চ্যাম্পিয়নশিপ এবং SmackDown Women's চ্যাম্পিয়নশিপ জিতেছে। 


• SmackDown Live-এর সুপারস্টারদের আক্রমণ করেছে RAW-এর সুপারস্টাররা এবং Shane Mcmahon কে Triple Powerbomb ও Angle Slam দিয়েছে Shield ও Kurt Angle।


• এই সপ্তাহে Survivor Series-এর আগে Raw তে WWE Fan-রা একটি অসাধারণ Surprise দেখতে পায়। সেটি হলো, এই সপ্তাহে Triple H WM-এর পর WWE-এ TV তে তার Return করেন এবং ঘোষনা করেন Jason Jordan-এর বদলে তিনি Men's Raw Team-এ থাকতে চলেছেন। Triple H এই নিয়ে তার Twitter Account-এ একটি Tweet করেন। তিনি Tweet-এ জানান, "এখন থেকে সব কিছু নতুন করে হবে।"


• সম্প্রতি Samoa Joe Triple H-এর Team Raw তে Join হওয়া নিয়ে তার প্রতিক্রিয়া সামনে রাখেন। তিনি বলেন, "আমি Jason Jordan কে Team Raw-এর সবচেয়ে দূর্বল Member ভেবেছিলাম, কিন্তু Triple H আসায় Team Raw এখন শক্ত হয়ে দাঁড়িয়েছে। তাই আমি অনেক খুশি যে এখন থেকে Game Start হবে।"


• Luke Harper আর Erick Rowan এর নতুন Tag Team The Bludgeon Brothers ডেব্যুট করতে চলেছে আগামী সপ্তাহের SmackDown live এ। 

গত কয়েক সপ্তাহ ধরেই Bludgeon Brothers কে SDL এ কিছু প্রোমো কাট করতে দেখা যায়। তারা তাদের এই নতুন লুক নিয়ে Survivor Series এর পরের SD তেই ডেব্যু করবেন। তারা ইতিমধ্যেই WWE এর কিছু লাইভ ইভেন্টেও পারফর্ম করেছেন।

উল্লেখ্য যে Luke Harper আর Erick Rowan July মাসের পর থেকে WWE এর সাপ্তাহিক কোনো ইভেন্টে দেখা যায়নি। দীর্ঘ্য সময় পর রিটার্ন করতে যাওয়া এই দুজনের জন্য WWE কেমন স্টোরিলাইনের প্লান করছে সেটাই এখন দেখার বিষয়। 


• এই ১৩ নভেম্বরের অর্থাৎ গত Monday Night Raw তে Paul Heyman এর প্রমো কাটিং এর সময় এক WWE ফ্যান তার গার্লফ্রেন্ডকে প্রপোস করে এবং মেয়েটি একসেপ্ট করায় এরিনার এক অংশ "she said yes" চ্যান্টে এরিনা মুখরিত করে তোলে।

Paul Heyman এর প্রমো কাটিংএ বাধা পেলেও সে এই চ্যান্টের কারন বুঝতে পারে না। তাই Brock Lesnar তাকে কি যেন বলে এবং সে বুঝতে পারার পর বলে, " সে হ্যা বলেছে, কারন সে তার জীবনে কখনো Brock Lesnar এর মতো কাউকে পায়নি। এমন উত্তরে পুরো এরিনা হেসে উঠে। বিষয়টি সত্যিই মজার ছিলো!
• লেখকঃ প্রো-রেসলিং ইউনিভার্স - PWU,  Xohirul Badol, Taksinur Radi, Wrestling 360, Hossain Bu
 অন্যান্য রেসলিং খবর দেখতে এখানে ক্লিক করুন।

WWE নিউজ আপডেট, ১৬/১১/২০১৭


ভারতের একটি লাইভ ইভেন্ট ক্যান্সেল : আজ আমরা কথা বলব WWE India Live Event কে নিয়ে। যেমনটি আমরা জানতাম, WWE India তে ৮ এবং ৯ তারিখ ডিসেম্বর মাসে দুইটি Live Event করতে চলেছিল। কিন্তু দুর্ভাগ্য ভাবে দুইটি থেকে একটি Live Event Cancel হয়ে গেছে। তাই এখন শুধু ৯ তারিখ একটি Super Live Event অনুষ্ঠিত হতে হবে।

Report অনুযায়ী জানা গেছে, Low টিকেট বিক্রি হওয়ার কারণে WWE এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন ম্যাচকার্ড নিম্নরূপ -
  1. Triple H vs Jinder Mahal
  2. The Shield vs Samoa Joe, Sheamus and Cesaro
  3. Braun Strowman vs Kane
  4. Finn Balor vs Bray Wyatt
  5. RAW Women’s Champion Alexa Bliss vs Sasha Banks
  6. Jason Jordan vs Elias
  7. Cruiserweight Champion Enzo Amore vs Kalisto
  8. Apollo Crews and Titus O’Neil vs Gallows and Anderson
  9. Jeet Rama and Kishan Rafter vs The Miztourage

• Jason Jordan এর পরিবর্তে Team RAW এর শেষ সদস্য হিসেবে যোগ দিলো Triple H। Jason Jordan কে Replace করে Survivors Series এর ৫ম ব্যক্তি হিসেবে থাকছেন Triple H, শেষে Jordan কে Pedigree দেয় HHHএবারের SS হবে One of greatest SS Of All Time।


• Vince McMahon Makes Late Changes to tonight’s WWE Monday Night Raw : - 

ভিন্স মিকম্যান সাধারণত ক্রিয়েটিভ স্টাফদের স্ক্রিপ্ট রিরাইট করতে বলেন না। তবে আজ তিনি তাদের অর্থাৎ ক্রিয়েটিভ স্টাফদের স্ক্রিপ্ট রিরাইট করতে বলেন । যেকারনে স্ক্রিপ্ট রাইটারদের স্ক্রিপ্ট রিরাইট করতে হয়। আর এর ফলে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। 

PWInside রিপোর্টের মতানুযায়ী, আজকের Six-Man Tag Team ম্যাচটির শিডিউল এভাবে করা হয়েছিল যে, Miz TV Segment চলাকালীন সময়ে শিল্ডের উপস্থিতি হবে এবং তখন ম্যাচটি এনাউন্স করা হবে। তবে তা না করে ম্যাচটি সম্পর্কে আগেই টুইটারে জানানো হয়।

তাছাড়া, এটি ছিল সার্ভাইবার সিরিজের আগে সর্বশেষ Raw। তাই প্রথমে প্লান করা হয়েছিল যে, ব্রক লেসনার এজে স্টাইলসের আকস্মিক জয়ে প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু, তা হয় নি। অর্থাৎ, এখানেও প্লান চেঞ্জ করা হয়।

আর সবথেকে অবাক করার বিষয়টি ছিল পেইজের রিটার্ন না হওয়া। যদিও পেইজ ব্যকস্টেজেই উপস্থিত ছিল এবং তাকেই Team Raw এর পঞ্চম মেম্বার বানানোর পরিকল্পনা ছিল। কিন্তু, ভিন্স মিকম্যানের কথায় পরিকল্পনাটিতে পরিবর্তন আনা হয় এবং পেইজের স্থানে বেইলীকে রিপ্লেস করা হয়।😐



• PWInsider এর তথ্যমতে, Neville এ মাসের শেষে আবার WWE তে রিটার্ন করতে পারেন।দুপহ্মের মধ্যে একটা positive discussions চলছে।



• আজকের RAW-তে রিটার্ন করে Roman Reigns এবং The New Day কে চ্যালেঞ্জ করে The Shield। New Day টুইটারে তা গ্রহণ করে। Survivor Series কে মুখোমুখি হতে যাচ্ছে The New Day এবং The Shield



• Happy 31st Birthday to the 2 time US Champion, 1 time NXT Tag Team Champion and 1 time Cruiserweight Champion Kalisto, ১৯৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন Kalisto। আজ তার ৩১ তম জন্মদিন।



• Paige কে Raw এর আগে arena in Atlanta তে এন্ট্রি করতে দেখা গিয়েছে। এখানেই আজকের Raw অন এয়ার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় পেইজ রিটার্ন করেননি।



• আজকের Raw এর মেইন ইভেন্টের শেষের দিকে ব্রন স্ট্রোম্যান রিং এ উঠে দাড়াতে সক্ষম হলেও কেইন ব্যর্থ হয়।✌️ । উল্লেখ, এটি টিভিতে প্রচারিত হয় নি। । কেন জানি মনে হচ্ছে, সার্ভাইবার সিরিজে ব্রন স্ট্রোম্যানকে এলিমেনেটেট করতে কেইনের ভুমিকা থাকতে পারে।



• গত সপ্তাহের SmackDown এ যে বড় টাইটেলটির হাতবদল করা হয় তা আসলে মুল প্লান ছিল না। যদিও কিছুদিন আগেই রুমোরস উঠেছিল যে, এজে স্টাইলস পুনরায় WWE Champion হবে। তবুও এরুপ হওয়াটি কিছুটা হলেও আকস্মিক ছিল। এর আগের সপ্তাহেই আমরা দেখতে পাই রুসেভ Vs এজে স্টাইলস ম্যাচের এডভার্টাইজিং। এক্ষেত্রে, হঠাৎ এক নতুন প্লান বানানো হয় এবং ম্যাচটি বাতিল হয়। আর এদিকে এজে স্টাইলস WWE Champion হয়ে যায়।✌️

ডেভ মেল্টজার Wrestling Observer Newsletter এ জানিয়েছিলেন যে, ঐ ম্যাচে এজে স্টাইলস জয়লাভ করে টিম এসডিতে জয়েন করবেন।

যেহেতু, কিছুদিন পরই তারা ইন্ডিয়া ট্যুরে যাচ্ছে তাই এটা গুরুত্বপুর্ন যেন জিন্দার মহল কিছুটা হলেও রিএকশন পায় দর্শকদের থেকে। তাদের চিন্তাধারায় ছিল যে, তারা যদি জিন্দার মহলকে কোনভাবে দুইবারের চ্যাম্পিয়ন করতে পারে তাহলে হয়তোবা তাদের উদ্দেশ্য কিছুটা হলেও সফল হবে। যার দরুন তার এই হার। যদি জিন্দার মহল ইন্ডিয়াতে আসার কিছুদিন আগেই আবার চ্যাম্পিয়ন হয় তাহলে ও হয়তো মানুষ তাকে ফেস বা হিল রিএকশন দিবে। এছাড়াও এক্ষেত্রে ভুমিকা রেখেছিলেন পল হেইম্যান। যার অনুরোধেই মুলত এজে স্টাইলস কে চ্যাম্পিয়ন করা হয়।

অর্থাৎ তারা এক ঢিলে দুই পাখি মেরেছে। একদিকে যেমন সার্ভাইবার সিরিজে তারা এক অসাধারণ ম্যাচ সেট করতে পেরেছে অন্যদিকে জিন্দার মহলের Two Times Champion হওয়ায় নিশ্চিত করতে পেরেছে Without Any Trouble!



• এবারের Survivor Series এর Traditional Men's Five on Five elimination ম্যাচ এ থাকবে 50 বারের WWE চ্যাম্পিয়ন্স। John Cena, 16 বারের, Triple H,14 বারের, Randy Orton, 13 বারের, Kurt Angle, 6 বারের, Finn Balor,1 বারের (Universal Title) WWE চ্যাম্পিয়ন।
মোট 16+14+13+6+1=50

• Direct_TV একটি Official Graphic বের করেছে Survivor Series এ The Shield এবং New Day কে Focus করে। 😍😍


• Observer এর মতে, WWE অাবারো চেষ্টা করছে "Hulk Hogan" কে Back করাতে। কিন্তু তা কোনো ম্যাচের জন্য নয়। RAW এর 25 Year Anniversary র জন্য তাকে Return করাতে চাচ্ছে WWE। 😀😀

• "Jason Jordan" জানিয়েছেন তিনিই John Cena কে Survivor Series এ Eliminate করবেন। 😂😁

• ইনজুরি থেকে মুক্তি পেলেন "Jay Uso"। England এর এক Live Event এ তাকে আবারো Wrestle করতে দেখা যায়। 😀😀

• এই WrestleMania তে হতে পারে বহু অাকাঙ্ক্ষিত সেই Four Horsewoman (v/s) Four Horsewoman ম্যাচ। ম্যাচটি এই Survivor Series এ হওয়ার কথা থাকলেও তা হয় নি। কারণ, WWE "Ronda Rousey" এবং তার সহযোগীদের ভালো ভাবে প্রস্তুত করতে চাচ্ছে। 😁😁

• "Curt Hawkins" এর হারের সংখ্যা 129 এ গিয়ে পৌছেছে। কবে যে এই রেকর্ড শেষ হবে! 😂🔫

• Banron Corbin জানিয়েছেন SS এ তার কাছে হারের পর Miz Housewife এ পরিণত হবে। 😂😂
• লেখকঃ Taksinur Radi, Sabbir Rahman Leon, Tasnim Wasith, আরিয়ান রেহান, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Wrestling 360, Abraham Khan। 
অন্যান্য নিউজ আপডেটের জন্য এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ১৫/১১/২০১৭


সামনেই আসছে বছরের অন্যতম বড় পিপিভি Survivor Series এবারের SS টা আগেরবারের থেকে অনেক আলাদা হবে এটা আগে থেকেই বোঝা গেছে। এবারের ম্যাচকার্ড গুলোও আগের বারের তুলনায় বেশ ভালো। 

প্রতিবারের মতো 5 on 5 traditional Raw vs SDL এর ম্যাচের পাশাপাশি এইবারেও কিছু অসাধারণ ম্যাচেস দেখতে পাবে রেসলিং ফ্যানরা। তবে যে ম্যাচটার জন্য কারোর আর অপেক্ষার বাধ মানে না সেটা হলো The Phenomenal One AJ Styles vs The Beast Brock Lesnar (champ vs champ non-title match) এই ম্যাচটা এবারের SS এর মূল আকর্ষণ। যদিও অন্যান্য ম্যাচকার্ডগুলোও অস্থির, কিন্তু সবার নজরই থাকবে এই ড্রিম ম্যাচটার ওপর।

ম্যাচটাকে ঘিরে কোনো রেসলিং ফ্যানেরই আগ্রহ আর উৎকন্ঠার কমতি নেই, আর আজকে আমি এই ম্যাচকে নিয়েই 5 টি ইন্টারেস্টিং পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এই ম্যাচটাকে নিয়ে 5 টি phenomenal stats জেনে আসা যাক। :)

Styles Vs Brock ম্যাচের ৫ টি অজানা তথ্য!


আজ থেকে ১২ বছর আগে, ২০০৫ সালের ১৩ই নভেম্বরে একজন রেসলিং কিংবদন্তির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। যে কিনা নিজের ক্যারিয়ারের সেরা সময় চলাকালীন সকলকে অবাক করে দিয়ে অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করে। তার নাম হচ্ছে Eddie Guerrero। তার মৃত্যুর কারণ নিয়ে আজও অনেকেই মনের মধ্যে অনেক ভুল ধারণা রাখে। অনেকেই মনে করে যে সে রিংয়ের মধ্যে হার্ট এট্যাক করে মারা যায়, কিন্তু সেটা একদম ভুল। নীচে এই ফেক ঘটনার ভিডিও দেওয়া হল -


আজ এ পোস্টে Eddie এর মৃত্যুর প্রকৃত কারণ এবং তার মৃত্যু উপলক্ষে পুরো রেসলিং ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়ার কথা আলোচনা করব। তাহলে শুরু করা যাক...

২০০৫ সালের ১৩ই নভেম্বরে Minneapolis এ নিজের হোটেল রূমে Eddie এর ভাগ্নে, Chavo তাকে অচেতন অবস্থায় খুজে পায়। ঘটনাস্থলে ডাক্তাররা আসলে তারা তাকে মৃত ঘোষণা করে। পরে জানা যায়, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে হার্ট এট্যাকের মাধ্যমে তার মৃত্যু ঘটে। Eddie এর স্ত্রী Vickie Guerrero, যে কিনা আগে Raw এর জেনারেল ম্যানেজার ছিল, সে জানায় যে পুরো সপ্তাহজুড়েই Eddie অসুখে ভুগছিল। তার মৃত্যুর ১৭ দিন পর Chavo জানায় যে, Eddie প্রতিদিন কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজের শারীরিক ফিটনেসকে আরো উন্নত করার চেষ্টা করছিল।

Eddie Guerrero এর অকাল মৃত্যুতে পুরো রেসলিং ইন্ডাস্ট্রি শোকাহত হয়। তার মৃত্যুর পরের Raw ও SmackDown শো দুটি তার সম্মানার্থে রাখা হয়, সে সপ্তাহের জন্য WWE এর সকল স্টোরিলাইন স্থগিত করা হয় এবং কোন রেসলারকেই জোরপূর্বক রেসলিং করতে বলা হয় না, যদিও অনেকে স্বেচ্ছায় ম্যাচ খেলে। তার মধ্যে Eddie এর ভাগ্নে, Chavo Guerrero ও ছিল, যে কিনা নিজের আংকেলের প্রতি সম্মান জানিয়ে তার ফিনিশিং মুভ Frog Splash ব্যাবহার করে ম্যাচটি জিতে। সে সপ্তাহের Raw শুরু হয় WWE এর তৎকালীন সকল রেসলার এবং কিছু কর্মচারীদের এন্ট্রেন্স এর স্থানে দাড়িয়ে থাকা অবস্থায়। সেখানে WWE এর মালিক Vince McMahon, Eddie এর ব্যাপারে একটা বক্তৃতা দেয়। তারপর সকলে নীরবতা পালন করে এবং ১০ বার বেল বাজে। এ পর্যন্ত অনেক কিংবদন্তী রেসলাররাই মারা গিয়েছে, কিন্তু খুব কম রেসলারই এরকম সম্মানে সম্মানিত হয়েছে।

শুধু WWE ই নয়, অন্যান্য ছোট-বড় রেসলিং প্রোমোশনগুলাও তার মৃত্যু উপলক্ষে তার প্রতি সম্মান প্রদর্শন করে। GFW (তৎকালীন TNA) তাদের পরবর্তী পে-পার-ভিউ, 'TNA Genesis' Eddie এর প্রতি উৎসর্গ করে। Ring of Honor তাদের পরবর্তী শো 'Night of Tribute' নামে নামকরণ করে। WWE এর তৎকালীন ডেভেলপমেন্টাল টেরিটরি Ohio Valley Wrestling (OVW) Eddie এর মৃত্যুর পরের টিভি টেপিংটিতে তাকে ট্রিবিউট জানায়। অনেক রেসলাররাই একটা আর্মব্যান্ড পরিধান করে, যার মধ্যে 'E.G.' লেখা ছিল। অন্যান্য রেসলাররা, যেমন: তার ভাগ্নে Chavo এবং তার বন্ধু Rey Mysterio ও Christian তাদের ম্যাচগুলোতে Eddie এর ফিনিশার Frog Splash ব্যাবহার করে তাকে ট্রিবিউট জানায়। Combat Zone Wrestling তাদের একটি শো তে ১০ বার বেল বাজিয়ে Eddie কে সম্মান জানায়। তখন একজন দর্শক তাতে বাজেভাবে বিঘ্ন ঘটালে তাকে এরিনা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। CM Punk এবং Rey Mysterio তাদের কয়েকটা ম্যাচ Eddie কে উৎসর্গ করে। The 3 Doors Down এর "Here Without You" এবং Johnny Cash এর গাওয়া Nine Inch Nails ব্যান্ডের "Hurt", এ গান দুটিও Eddie Guerrero কে উৎসর্গ করা হয়।

দেখতে দেখতে তার মৃত্যুর এক যুগ হয়ে গেল আজ। Eddie Guerrero হয়ত এখন সশরীরে সবার সাথে উপস্থিত নেই, কিন্তু রেসলিং বিজনেসের প্রতি তার সকল অবদান এবং রেসলিং রিংয়ের মধ্যে তার যত অসাধারণ এবং ইমোশনাল মুহূর্ত আছে, সেগুলাই তাকে তার সকল ফ্যানদের মনে অমর করে রাখবে। 😢
• লেখকঃ Sabbir Rahman Leon

Eddie Guerrero'র মৃত্যু কী রিংএর মধ্যে হয়েছিল?


• PWInsider এর রিপোর্ট অনুসারে এই সপ্তাহের Smackdown Live এ উপস্থিত হতে যাচ্ছে The Shield. শোনা যাচ্ছে এই শো'তে RAW-এর সুপারস্টাররাও আক্রমণ করবে Smackdown এর সুপারস্টারদের। 


• WWE'র ইন্ডিয়া ট্যুরে Jinder Mahal কে একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করেছে Triple H এবং Jinder Mahal ও তা গ্রহণ করেছে। শোনা যাচ্ছে Jinder কে সামনে আবারো WWE চ্যাম্পিয়ন বানানোর সম্ভাবনা কম। On December 9th 2017 In New Delhi, তিনি জিন্দার মহলের মুখোমুখি হবেন। নীচে ট্রিপল এইচের করা ট্যুইটটি দেওয়া হল-


• PWInsider রিপোর্ট করেছে যে, Paige কে এই সপ্তাহের WWE প্রোগ্রামিংয়ের জন্য শিডিউলড করা হয়েছে তার রিটার্ন করানোর জন্য। যেখানে প্রথমে প্ল্যান করা হয়েছিল যে Paige কে SmackDown Live ব্রান্ডে পাঠানো হবে, এখন দেখা যাচ্ছে সে Raw তেই থাকবে।

আরো কথা চলছে তাকে Survivor Series এ মেয়েদের Team Raw তে যোগ করার জন্য। যদিও Bayley vs. Mickie James vs. Dana Brooke ম্যাচ ঠিক করা হয়ে গেছে ফাইনার স্পটে কে থাকবে সেটা ঠিক করার জন্য, পসিবল যে Paige কে ম্যাচটিতে যোগ করে সেটাকে fatal 4-way করা হবে।

WWE নিউজ আপডেট, ১৩/১১/২০১৭


একজন রেসলার ও একজন ক্রিকেটারের মিল এক জায়গাতেই। সেটা হল প্রতিপক্ষকে বেদম প্রহার। ক্রিকেটের ক্ষেত্রে সেটা ব্যাট হাতে বলকে। রেসলিংয়ের ক্ষেত্রে এটা হয়ে যায় সরাসরি প্রতিপক্ষকে। আর রেসলিং ঠিক খেলাও নয়, ক্রীড়া বিনোদন। সেই জগতের একজন মহাতারকা আয়ারল্যান্ডের ফিন ব্যালর। ডাব্লিউডাব্লিউই সুপারস্টার। তিনি ক্রিকেট শিখতে চান এইসময়ের সেনসেশনাল ক্রিকেটার বিরাট কোহলির কাছে।

ভারতে আসবেন, আর ক্রিকেট নিয়ে উত্‍সাহ দেখাবেন না! সেও কি হয়? ক্রিকেটজ্বরে কাবু ডব্লিউডব্লিউই সুপারস্টার ফিন ব্যালোর। ভারত সফরে এসে তিনিও ক্রিকেটের খুঁটিনাটি শিখতে চান। ফিনের ইচ্ছা তাঁর ক্রিকেটগুরু হ বিরাট কোহলি! ৮ ও ৯ ডিসেম্বরে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দু'টি ডব্লিউডব্লিউই ম্যাচ হবে। এর আগেও ভারতের মাটিতে ডব্লিউডব্লিউই ম্যাচ হয়েছে, তবে ফিনের ভারত সফর এই প্রথম। ফিন ছাড়াও রিং-য়ে দেখা যাবে ভারতীয় তারকা জিন্দের মেহেল, দ্য শিল্ড, ব্রে ওয়াট এবং কেন-কে। ফিন বলেছেন, 'ভারতে গিয়ে তাজমহল দেখার ইচ্ছা আছে। বিরাট কোহলির সঙ্গে দেখা করতে চাই। ওঁর থেকে ক্রিকেটের টিপ্স নিতে চাইব।' 

৩৬ বছর বয়সী ব্যালর ক্রিকেট একদমই জানেন না। কিন্তু নিজ দেশ আয়ারল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে খেলাটি বুঝতে উদ্বুদ্ধ করেছে, 'আমার খেলাটি সম্পর্কে কোন ধারণাই নেই, কখনোই বেশি দেখা হয়নি। টিভিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা দেখেছিলাম। আমি জানি আয়ারল্যান্ড ইদানিং ভালো করছে। কিন্তু বিশেষ কিছু বুঝতে পারিনি। তবে দর্শকদের উন্মাদনা আমার ভাল লেগেছে। সেটা দেখেই খেলাটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি

গত ১৫ বছর ধরে জাপান ও আমেরিকায় আছি। এখানে খেলাটি উপভোগের তেমন সুযোগ নেই। তবে ভবিষ্যতে আয়ারল্যান্ড ও ভারতের খেলা দেখতে পারলে ভালো লাগবে।'

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, যা সবাই ডাব্লিউডাব্লিউই হিসেবে চেনে সেখানকার সাবেক ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ব্যালর। পেশার কারণেই আগ্রাসী এই আইরিশের পছন্দ কোহলির আক্রমণাত্মক মনোভাব, 'ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সাথে দেখা করতে আমার খুব ভাল লাগবে। আমার মনে হয় ও এমন আগ্রাসী। আমি একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। আর ও যদি আমাকে কিছু কৌশল শেখায় আর খেলার নিয়ম শিখিয়ে দেয় তাহলে তো ভালই হয়। তার সাথে কয়েক রাউন্ড খেলতে পারাটা মজার হবে।'

শেষ পর্যন্ত এমনটা ঘটে কি না তা কেবল বলতে পারে সময়।
• ক্রেডিটঃ dailyhunt, poriborton

কোহলির কাছে ক্রিকেট শিখবেন ফিন ব্যালর!


কদিন আগে বিখ্যাত রেসলিং ইতিহাসবেত্তা, প্রো-রেসলিং ক্রিটিক ডেভ মেল্টজার তার রেসলিং অবজারভার রেডিওতে WWE র বর্তমান একরকম টপ গায় রোমানকে নিয়ে উপরিউক্ত মন্তব্য করেন। 

ডেভের মতে এর মূল কারণ হল- রোমান কোম্পানীর টপ গায় হিসেবে ওয়ার্ল্ড-ওয়াইড ফ্যানদের এটেনশন সিক করতে ব্যর্থ হয়েছে। যথার্থ ফেয়ার থেকে তিনি এর পিছনের অন্যতম কারণ হিসেবে রোমানের বুকিংকে দায়ী করেন। সাথে বলেন-কিন্তু এই অবস্থা থেকে টার্নিং ব্যাকের ও কোনো সুযোগ নেই। 

রোমান সেই টপ গায় নয় যাকে আমরা চাই ?