বর্তমানে WWE এর কাছে তাদের সর্বকালের সেরা রোস্টারটি আছে। WWE কে এখন ট্যালেন্টের বাগান বলা যায়। সারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যালেন্টেড রেসলাররা এখন WWE তে রেসলিং করছে। জাপান, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, চীন, ভারত, পাকিস্তান, সিরিয়াসহ আরও অনেক দেশের রেসলাররাই বর্তমানে WWE তে কাজ করছে।
আর WWE এর রোস্টারগুলো এখন এত জনবহুল হয়ে গিয়েছে যে, ৪টি ব্র্যান্ডের ৫টি ভিন্ন ডিভিশনের মোট ১৩টি চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ জন রেসলারের জায়গা থাকার পরেও অনেক রেসলাররাই নিজেকে সবার সামনে তুলে ধরার মত পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। তবে নতুন কিছু চ্যাম্পিয়নশিপ যুক্ত করার মাধ্যমে তাদেরকে সেই সুযোগটা দেওয়া যেতে পারে। সেইসাথে NXT এবং Smackdown এর সময়ও কিছুটা বাড়াতে হবে। ভবিষ্যতে যেসব টাইটেল WWE যুক্ত করা যেতে পারে সেগুলা হচ্ছে:-