বর্তমানে WWE এর কাছে তাদের সর্বকালের সেরা রোস্টারটি আছে। WWE কে এখন ট্যালেন্টের বাগান বলা যায়। সারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যালেন্টেড রেসলাররা এখন WWE তে রেসলিং করছে। জাপান, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, ব্রাজিল, মেক্সিকো, চীন, ভারত, পাকিস্তান, সিরিয়াসহ আরও অনেক দেশের রেসলাররাই বর্তমানে WWE তে কাজ করছে।

আর WWE এর রোস্টারগুলো এখন এত জনবহুল হয়ে গিয়েছে যে, ৪টি ব্র্যান্ডের ৫টি ভিন্ন ডিভিশনের মোট ১৩টি চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ জন রেসলারের জায়গা থাকার পরেও অনেক রেসলাররাই নিজেকে সবার সামনে তুলে ধরার মত পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। তবে নতুন কিছু চ্যাম্পিয়নশিপ যুক্ত করার মাধ্যমে তাদেরকে সেই সুযোগটা দেওয়া যেতে পারে। সেইসাথে NXT এবং Smackdown এর সময়ও কিছুটা বাড়াতে হবে। ভবিষ্যতে যেসব টাইটেল WWE যুক্ত করা যেতে পারে সেগুলা হচ্ছে:-

ভবিষ্যতে যেসব চ্যাম্পিয়নশিপ অ্যাড করতে পারে WWE।


• WWE Royal Rumble 2018 তে Brock Lesnar vs. John Cena ম্যাচ হবে..!


• Wrestlemania তে Roman Reigns VS Brock Lasner এর ম্যাচ হতে পারে।


• Recently দেওয়া এক ইন্টারভিউ এ The Miz জানান যে, সে Daniel Bryan এর সাথে একটি ম্যাচ খেলতে চান।

বেশ কয়েকখানে শুনলাম শেন আর ড্যানিয়েল এর ম্যাচ হবে হয়তো। কিন্তু এখন দেখি মিজ টুইস্ট ঢালছে। এই থেকেই হোক কিংবা সেই থেকেই হোক, দুদিকেই কিন্তু Daniel Bryan এর রিং অ্যাকশনে ব্যাক করার ইঙ্গিত আসছে।


• WWE Network , Jinder Mahal কে নিয়ে WWE 365 এপিসোড করবে। এতে মহারাজার রাজত্ব ও WWE চ্যাম্পিয়নশিপ জেতার পেছনের কাহিনী তুলে ধরা হবে। উল্লেখ্য WWE 365 এর প্রথম এপিসোড ছিলো Kevin Owens কে নিয়ে।

সেই প্রোগ্রামে Kevin তার ক্যারিয়ারের আরোও বেশ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। "365" নামক এই শো টি স্ক্রিপ্টেড হলেও এই শো তে WWE এর ব্যাকস্টেজের বেশ অজানা সিক্রেট নিয়েও আলোচনা করা হয়।

• Sports Illustrated নিশ্চিত করেছে যে Finn Balor কে মেইন স্টার হিসেবে অপছন্দ Vince McMahon এর কিন্তু Balor এর "Demon King" গিমিকের বড় একজন ফ্যান Vince. তারা আরও বলেছে যে Finn Balor কে ভবিষ্যতে Dolph Ziggler এর অবস্থায় দেখা যেতে পারে।

Vince মনে করে Balor "Demon King" গিমিক ব্যাতীত নিতান্তই বোরিং যার ফলে সে দর্শকদের কাছে "Over" না। এদিকে রিপোর্টটি প্রকাশ হওয়ার পর Balor একটি টুইট করে যেখানে "Over" শব্দটি বড় অক্ষরে লিখা ছিল। 

WWE রেসলিং নিউজ, ২৪/১১/২০১৭


• Vince McMahon অনেক দিন আগে ব্যাকস্টেজের সবাইকে একটি কথা জানিয়ে দিয়েছেন। সেটা হলো যে, কোন রেসলার Brock Lesnar এর F5 এ কিক আউট করবে না WrestleMania 34 এর আগ পর্যন্ত।

তার মানে Roman Reigns এর মাধ্যমেই Brock হারবেন। কিন্তু এই পুশ একটু বেশি হলো না দুজনের?


• Wrestling Observer এর মতে, Finn Balor কে এখন পুশ দিতে আগ্রহী না Vince McMahon কারন Vince মনে করে Balor এখন আর দর্শকদের কাছে গ্রহণযোগ্য না। 

শোনা যাচ্ছে Royal Rumble-এ হতে যাওয়া Brock Lesnar vs. Finn Balor ম্যাচটির প্ল্যানও বাতিল করে দিয়েছে WWE.


• খুব শীঘ্রই Cruiserweight Division জয়েন করবেন Hideo Itami। Hideo Itami কিন্তু "Go To Sleep" ম্যান্যুভার এর আবিষ্কারক। তিনি এই ট্যুইটটি করেছেন- 



• Pro Wrestling Sheet রিপোর্ট করেছে যে, WWE একটি সাপ্তাহিক সিরিজ এপিসোড সম্প্রচারের উদ্দেশ্যে Facebook কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করছে। WWE প্ল্যান করছে তারা জানুয়ারি মাস থেকে Facebook Live এ একটি Show করবেন যার মূল আকর্ষণ থাকবে Mix Tag Team Match!

প্ল্যান অনুযায়ী WWE এই সিরিজটি January থেকে শুরু করতে চায়। এটি প্রতি মঙ্গলবার Smackdown Live এর পর Facebook এ সরাসরি সম্প্রচারিত হতে পারে যেখানে Raw এবং Smackdown এর রেস্লাররা নিজ নিজ ব্র‍্যান্ডের আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে রেস্লিং করবে।
এমনটা হলে খুব সম্ভবত 205 Live সরাসরি সম্প্রচারের পরিবর্তে রেকর্ড করে সম্প্রচার করা হবে...


• Cagesideseats এর প্রতিবেদন অনুযায়ী জানা যায় Survivor Series এরপর ব্যাকস্টেজে দেখা যায় লেসনার কিছুটা চোট পায় তার পা এ। আর তার কারণ হলো দর্শকরা যাতে বুঝে সে ম্যাচে সবার থেকে আলাদা অপোনেন্ট এর সাথে খেলেছে কিছুটা হলেও নাজেহাল হয়েছে।

• UK Division এর Superstar দের নিয়ে WWE খুব শীঘ্রয় একটি Movie এর পরিকল্পনা করছে।


• WWE একসাথে NXT থেকে Divas এবং Paige কে রিটার্ন এর মূল কারণ হলো Women Royal Rumble ম্যাচ কারণ এই ম্যাচে অনেক Divas এর প্রয়োজন হবে আর তাই ডিভা এখান থেকে নেয়া হবে।


• আজকের SmackDown Live-এ অভিষেক হয়েছে NXT'র Ruby Riot, Liv Morgan এবং Sarah Logan এর। ব্যাকস্টেজে Naomi ও Becky Lynch কে আক্রমণ করে তারা। So, Naomi & Becky Lynch এর সাথে NXT এর অন্য কোন সদস্য যোগ দিতে পারে।✌️


• রুমোরস মোতাবেক, Wrestlemania 34 এর জন্য ডেনিয়েল ব্রায়েন Vs শেন মিকম্যান ম্যাচের পরিকল্পনা করছে WWE Creative Panel।😐


Reigns Vs Balor For The IC Championship Match Happening Soon :

Reigns-Balor এর মধ্যে IC Championship ম্যাচ হবে আগামী জানুয়ারি মাসের ১৩ তারিখে। তবে তা কোনো সাপ্তাহিক শো তে না, পিপিভি তেও নাহ বরং ম্যাচটি অনুষ্টিত হবে একটি লাইভ ইভেন্টে!! টেক্সাসে অনুষ্টিত হওয়া সেই লাইভ ইভেন্টে Reigns তার টাইটেল ডিফেন্ড করবেন Finn Balor এর বিপক্ষে! এটি হতে যাচ্ছে তাদের মধ্যকার ৩য় ম্যাচ, এর আগে Raw তে হয়েছিল দুটি। যার একটি Balor ও অপরটি জিতেছিলেন Reigns! ১৩ তারিখের এই টাইটেল ডিফেন্সের সূত্র ধরে অনেকটাই ধারণা করা যাচ্ছে যে, কমপক্ষে আগামী Royal Rumble পর্যন্ত IC চ্যাম্প থাকতে পারেন Roman Reigns.. 😊


• অনেকের মতে, Author Of Pain খুব শীঘ্রই SmackDown Live এ ডেবিউট করতে পারে।🙂


Lita Has A "Cm Punk" Tattoo In Her Lips : হয়তবা অনেকেই এটা জানেন যে এক সময়ে Punk এর সাথে Lita এর প্রেমের সম্পর্ক ছিল! এবং সেই সুসময়ে Lita তার ঠোঁটে "Cm Punk" এর নামে ট্যাটু ও বানিয়েছিলেন।মজার বিষয় হল পরবর্তীতে তাদের ব্রেক-আপ হলেও এখনোও তার ঠোঁটে সেই ট্যাটু আছে.. 😊😊


• ২০১৭ সালে Raw Rooster এর মধ্যে এখন পর্যন্ত সর্বাধিক Main Eventer এর শীর্ষে নাম রয়েছে The Monster Among Man খ্যাত Braun Strowman এর।


• গতকাল Jeffrey Logan Sciullo (Elias Samson) এর 30 তম জন্মদিন ছিল। 1988 সালে গতকালের দিনে USA-র Pittsburgh, Pennsylvania তে জন্মগ্রহণ করেন। তিনি Shirley Doe ও Jeremy Ramirez এর কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত। বর্তমানে সে WWE এর Raw, Brand এ Elias নামে চুক্তিবদ্ধ আছে। আমাদের পরিবার এর পক্ষ থেকে তার জন্য অসংখ্য শুভকামনা।


PPV Schedule Of 2018 :

(i) ২৮ জানুয়ারি তারিখে অনুষ্টিত হবে আগামী বছরের রয়্যাল রাম্বল পিপিভি!! 

(ii) ২৫ ফেব্রুয়ারি তারিখে Elimination Chamber ও ১১ মার্চে অনুষ্টিত হবে Fastlane পিপিভি। এবার Elimination Chamber হবে Raw ব্রান্ডের ও Fastlane হবে SDLive ব্রান্ডের পিপিভি!

(iii) এপ্রিলের ৮ তারিখে অনুষ্টিত হবে Wrestlemania..

(iv) মে মাসের ৬ তারিখে Backlash ও ২৭ তারিখে হবে Payback। এবার Backlash হবে Raw ব্রান্ডের ও Payback হবে SDLive ব্রান্ডের!!

(v) আগামী বছরের MITB পিপিভি উভয়ের ব্রান্ড ভিত্তিক হবে। ২০১৮ সালের ১৭ই জুন এ অনুষ্টিত হওয়া সেই MITB পিপিভি তে Raw ও SD উভয় ব্রান্ডের রেসলার ই অংশগ্রহণ করবে। 

(vi) জুলাই ১৫ তারিখে অনুষ্টিত হবে Battleground...এটি Raw ব্রান্ডভিত্তিক পিপিভি হবে। 

(vii) আগস্ট মাসের ১৯ তারিখে অনুষ্টিত হবে Summerslam। 

(viii) সেপ্টেম্বর ১৬ তারিখে Extreme Rules ও ৩০ তারিখে হবে Hell In A Cell। উল্লেখ্য, Extreme Rules হবে Raw ব্রান্ডের ও HIAC হবে SDLive ব্রান্ডের! 

(ix) ২১ অক্টোবর তারিখে অনুষ্টিত হবে TLC...এটি Raw ব্রান্ডের পিপিভি! 

(x) নভেম্বর ১৮ তারিখে অনুষ্টিত হবে Survivor Series। 

(xi) ডিসেম্বর ১৬ তারিখে অনুষ্টিত হবে Clash Of Champions। এটি SDLive ব্রান্ডের পিপিভি! 

- এগুলো এখন পর্যন্ত কনফার্ম হওয়া পিপিভি লিস্ট! এই লিস্টে আরোও ২-১ টি পিপিভি এড করা হতে পারে! ✌
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Fam, Jahid Hossain, Asraf Shuvo, Jisan Ahmed।

অন্যান্য রেসলিং নিউজের জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং খবর, ২৩/১১/২০১৭


• সদ্য Intercontinental চ্যাম্পিয়নশিপ জয়ী Roman Reigns ম্যাচ শেষে ইন্টার্ভিউতে জানায়, খুব শীঘ্রই "Intercontinental চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ" শুরু হবে। উল্লেখ্য, The Miz কে হারিয়ে নতুন Intercontinental চ্যাম্পিয়ন হয়েছে Roman Reigns।


• আজ IC Championship জেতার মাধ্যমে Roman হয়ে গেলেন WWE এর ১৭তম Grandslam Champion + ২৮ তম Triple Crown Champion ✌ , এরই সাথে Ambrose এর পর Shield এর দ্বিতীয় সদস্য হিসেবে Grand Slam চ্যাম্পিয়ন হয়েছে Reigns।

উল্লেখ্য যে,Grandslam Champion = World Title + IC + US + Tag Title..

উপরে উল্লিখিত চ্যাম্পিয়নশিপ গুলো যারা জিততে পারবে কেবল তাদেরকে ই Grandslam ও Triple Crown চ্যাম্পিয়ন এর উপাধি দেয়া হয়!!


• Pwinsider এর তথ্যমতে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত The Miz কে আর WWE তে দেখা যাবে না কেন না সে তার মুভির কাজে ব্যস্ত থাকবেন। এজন্যই আজকে সে Ic টাইটে ল ড্রপ করে।


• আজকের RAW-তে রিটার্ন করেছে Paige এবং তার সাথে অভিষেক হয়েছে NXT'র Mandy Rose এবং Sonya Deville এর। RAW-তে Sasha Banks, Bayley, Mickie James কে আক্রমণ করে। পরে ব্যাকস্টেজে Alexa Bliss কেও আক্রমণ করে তারা। 


• আগামীকালকের Smackdown Live এ WWE Championship জন্য AJ Styles VS Jinder Mahal এর ম্যাচ ঘোষণা করা হয়েছে!


• Cageside Seats এর মতে, WWE Royal Rumble এর জন্যে Triple H vs Kurt Angle এবং Wrestlemania 34 এর জন্যে Triple H vs Braun Strowman প্ল্যান করছে।😍


• WWE একটি Live Eventএ ১৩জানুয়ারী Finn Balor vs Roman Reigns for The Intercontinental Championship ম্যাচ সেট করেছে। সুতরাং, এতো তাড়াতাড়ি Roman Reigns টাইটেল ড্রপ করবে না।😎


• NXT TakeOver : War Games এ অসাধারণ এক ম্যাচে Drew McIntyre কে হারিয়ে আমাদের নতুন NXT Champion হয়েছেন Andrade “Cien” Almas 👏👏👏.


• Drew McIntyre সম্ভবত ৬ মাসের জন্য out হয়ে যেতে পারেন। এই সপ্তাহে তার MRI করানো হবে। তারপর শিওরলি বলা যাবে। 😞

উল্লেখ্য আজ NXT War Games, ppv তে Almas এর সাথে ম্যাচে তিনি cuff muscle এর ইনজুরিতে পড়েন।😞


• AJ Styles এর প্রশংসা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে Paul Heyman যেখানেStyles কে Shawn Michaels, Ric Flair এর আপডেট ভার্সন বলেন Heyman এবং জানায় Styles এর প্রতি তার সম্মান বেড়ে গিয়েছে। "আপনি যদি একজন AJ Styles ফ্যান না হন, তাহলে আপনার WWE-ই দেখা উচিত নয়" -- WWE Survivor Series শেষে WWE এর ওয়েবসাইটকে দেয়া একটি ইন্টারভিউতে বললেন Paul Heyman।

পল হেইম্যানের মতে, Aj Styles এমন একজন রেসলার যার তুলনা সে নিজেই। সত্যি প্রশংসার দাবীদার একজন রেসলার। তিনি হলেন এ প্রজন্মের সুপারস্টার। অতীতে Shawn Michaels, Bret Hart, Ric Flair ছিল। অার এখন অাছে Aj Styles. শুধু তাই নয়, পল হেইম্যানের মতে Aj Styles হলেন Shawn Michaels, Bret Hart, Ric Flair এর মতো রেসলারদের অাপডেট ভার্সন। ✌👌👏


• সারভাইবর সিরিজ এর ব্যাকস্টেজে উপস্থিত ছিলেন রেসলিং লিজেন্ড, Deadman খ্যাত " The Undertaker".


• সারভাইবর সিরিজ অফ এয়ারে যাবার পর স্টেফিনি আসেন। ট্রিপল এইচ আর স্টেফিনি দশর্ক অভিনন্দন দিয়ে চলে যাবার সময় ইলেকট্রিক এডিং ওয়ালে এক্সিডেন্টলি বাড়ি খান। তবে সেটি হালকা বাড়ি ছিল।ূদ্রুতই এটা তিনি সামলে নেন।


আপনি জানেন কী? : এইবার এর Survivor Series এ প্রথমবারের মতো John Cena ও Randy Orton টিম আপ করেছিলো। এর আগে কোনো সারভাইবার সিরিজ ম্যাচ এ তাদের এক টিম এ দেখা যায় নি।


• গতকাল ২১ নভেম্বর, Nikki Bella ও Brie Bella'র ৩৩তম জন্মদিন ছিল। 
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU,** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **, Wrestling 360, Armaan Hussain Aymaan, আরিয়ান রেহান, Ariful Kader Sujon।
অন্যান্য রেসলিং নিউজ দেখার জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং নিউজ, ২২/১১/২০১৭

কেমন আছেন আমার সম্মানীয় রেসলিং ফ্যানস । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি লিখতে চলেছি 'The Undertaker' এর ফিনিশিং মুভ 'Tombstone Piledriver' এ যারা কিকআউট করেছেন তাদের সম্পর্কে । তো চলুন শুরু করি । 


The Undertaker মূলত ৩১ বছর ধরে প্রো রেসলিং জগৎ এবং ২৭ বছর ধরে 'WWE' তে কাজ করে যাচ্ছেন । এই ২৭ বছরে তিনি রেসলিং লেজেন্ডদের খাতায় নাম লিখিয়েছেন । আর আমাদের উপহার দিয়েছেন অসংখ্য সেরা ম্যাচ এবং কিছু অসাধারন মুহূর্ত + বিনোদন । আর তার কারনে হয়তোবা তার রিং স্টাইল , গিমিক , ফিনিশিং মুভস প্রভৃতি যাই বলেন না কেন তা এক কথায় অনবন্ত । আর তার ফিনিশিং মুভস 'Tombstone Piledriver' একটি লেজেন্ডারি মুভস । আজ পর্যন্ত টেকারের কোনো অপনেন্টই ৩ টা Tombstone এর বেশি হজম করতে পারেনি । শুধুমাত্র Kane , Shawn Michaels , Triple H ই ৩ টা Tombstone পর্যন্ত ম্যাচে সারভাইভ করেতে পেরেছে । এই ২৭ বছরে মাত্র ৯ জন রেসলার 'Tombstone Piledriver' এ কিকআউট করতে পেরেছে ! নিম্নে তাদের নামসহ বিস্তারিত তুলে ধরা হলো :

'Tombstone Piledriver' কিক আউট করেছেন যারা...


কিছুক্ষণ আগেই শেষ হল WWE এর এ বছরের সর্বশেষ মেজর পে-পার-ভিউ Survivor Series, যেখানে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ ছিল। এবং যেখানে দুই ব্র্যান্ড নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে-অপরের বিরুদ্ধে লড়াই করে। এ পোস্টে পে-পার-ভিউটির ম্যাচগুলার ফুল রেজাল্ট এবং এ নিয়ে আমার ব্যাক্তিগত মতামত প্রকাশ করা হবে। তাহলে শুরু করা যাক!


 •• "Pre Show" •• 

Survivor Series এর Pre Show কিক অফ হয় Peter Rosenberg, Rene Young, Jerry "The King" Lawler এবং Shawn Michaels দ্বারা। তারা Survivor Series এর ম্যাচ কার্ড নিয়ে আলোচনা করে।

Backstage এ Smack Down Live Womens Team কে দেখা যায়। তারা জয়ের জন্য বদ্ধপরিকর।

Charlotte এবং Alexa Bliss এর মধ্যে ছোট-খাটো তর্ক-বিতর্ক হয়। দুজনেই দাবি করে তারা আজ ম্যাচে Dominate করবে।


• "Matt Hardy" 🆚 "Elias" :

(Singles Match)

মোটামুটি মানের ম্যাচ বলা যায় এটিকে। Elias কে Push দেবার জন্যই যেন এই ম্যাচের আয়োজন। শেষে Matt Hardy কেও হারালো Elias। Drift Away হিট করে জয় পায় সে। 

♦ Winner : Elias

Backstage এ Interview চলাকালীন "The Miz" জানায় তার আর Baron Corbin এর ম্যাচটি হচ্ছে Real মেইন Event

Survivor Series ২০১৭ রেজাল্ট, ২০/১১/২০১৭


১) প্রো রেসলিংয়ের ম্যাচগুলোর একমাত্র অফিসিয়াল রেটিং প্রদানকারী, রেটিংগুরু সাথে একাধারে রেসলিং বিষয়ক গবেষক, লেখক, প্রভাষক এবং রেসলিং ইতিহাসবেত্তা আমেরিকান বংশোদ্ভূত, অধিবাসী ডেভ এলান ম্যাল্টজারের কথা বলছিলাম। বলছিলাম Wrestling Observer Newsletter এর কর্ণদ্বারের কথা। পুরো প্রো-রেসলিং দুনিয়ায়, প্রো-রেসলারদের মাঝে যার রয়েছে আলাদা এক বিশেষ সম্মান ও মর্যাদা। তার আরেক উপাধি হচ্ছে "The Most Accomplished Reporter In Sports Journalism"তিনি ১৯৭১ সাল তথা ৪৬ বছর ধরে রেসলিং নিয়ে লিখে যাচ্ছেন, গবেষণা করে চলেছেন। 

তবে তার প্রধান বিশেষত্ব, আকর্ষণ, যার কারণে রেসলিং ভুবনে তিনি জীবন্ত লিজেন্ড, সেটা হচ্ছে তিনি ওয়ার্ল্ড-ওয়াইড বিভিন্ন রেসলিং প্রমোশনের ম্যাচসমূহের অফিসিয়াল এবং স্টার(★) রেটিং প্রদান করেন। সাথে Mixed Martial Arts এর ও একজন ক্রিটিক, লেখক তিনি। প্রো-রেসলিং ম্যাচসমূহের স্টার(★) রেটিংয়ের ক্ষেত্রে তিনি মূলত পাঁচটি বিষয় বিবেচনায় আনেন। সেগুলো হল যথাক্রমে--

*স্টোরিটেলিং
*ইন-রিং এক্সিকিউটিং
*ম্যাচ সাইকোলজি
*ইনোভেশন ও
*টাইমিং

Dave Meltzer-কে জানেন কী আসলেই?


• ৫ বছর আগে আজকের দিনে Survivor Series এ Debut করেছিলেন Hounds Of Justice খ্যাত WWE এর ইতিহাসের অন্যতম ডেস্ট্রাক্টিভ স্ট্যাবল The Shield!! 

বাকীটা WWE এর ইতিহাসকেই নতুন করে লিখে তারা জানান দিচ্ছে প্রতিনিয়তইই...💜


• Cageside Seats এর রিপোর্ট অনুসারে আসন্ন Survivor Series-এর বেশিরভাগ ম্যাচ জিততে পারে RAW যেখানে Men's এলিমিনেশন ম্যাচ জয়ের সম্ভাবনা আছে SmackDown এর এবং Women's এলিমিনেশন ম্যাচ জয়ের সম্ভাবনা আছে RAW এর। 


• আজকের NXT Live Episode এর হাউস শো অনুষ্ঠিত হয় San Antonio শহরে। সেখানে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ টি ছিল Drew McIntyre বনাম 😊 Adam Cole এর মধ্যে এবং তা ছিল " NXT চ্যাম্পিয়নশিপ " এর জন্য।

ম্যাচ টি তে Special গেস্ট রেফারি হিসাবে ছিলেন WWE Hall of Famer 😍 Shawn Michaels.

ম্যাচ টি ভালো ছিল। ম্যাচে তুলনামূলক ভাবে দুই জন ডমিনেট করেন। ম্যাচে শেষের দিকে 😱 The Undisputed Era টিম এর মেম্বার Kyle O'Reilly ম্যাচ এ Interference করতে চাইলে রেফারি 💜 Shawn Michaels তার ফিনিসার মুভ Sweet Chin Music প্রয়োগ করেন তার উপর। ✌

তারপরে Drew McIntyre তার ফিনিসার মুভ প্রয়োগ করেন 😓 Adam Cole এর উপর এবং পিন ফল এর মাধ্যমে হারিয়ে টাইটেল রিটেন করেন।  ☝


• একবছর আগে (১৯ নভেম্বর, ২০১৬) আজকের এইদিনে NXT TakeOver: Toronto-তে Shinsuke Nakamura কে হারিয়ে প্রথম ব্যক্তি হিসেবে দ্বিতীয়বারের মত World NXT চ্যাম্পিয়নশিপ জিতেছিল Samoa Joe. 


জানেন কি John Cena একজন ইন্ডি রেসলার?? -

হ্যাঁ, ঠিক ই পড়েছেন। জন সিনা অরিজিনালী একজন ইন্ডি রেসলার।১৯৯৯ সালে তিনি তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন Ultimate Pro Wrestling নামক এক ইন্ডি রেসলিং কোম্পানীতে।সেখানে তিনি তিন বছর রেসলিং করেন এবং একবার ঐ ইন্ডি কোম্পানীর Heavyweight টাইটেল ও জিতেন।পরে তিনি WWE তে আসেন।


• আপনি কি জানেন এবারের সার্ভাইভর সিরিজের ট্র‍্যাডিশনাল 5 On 5 Raw Vs SD এর ম্যাচে সবচেয়ে তরুণ রেসলার কে? হ্যা ভাবছেন ফিন ব্যালর? 😛 মজার বিষয় হল, বয়স অনুযায়ী উভয় টিমের মধ্যে ব্রন স্ট্রোম্যান ই হচ্ছেন সবচেয়ে তরুণ রেসলার!! এটা সত্যিই বিস্ময়ের বিষয় যে ৩৪ বছর বয়সী ব্রন ই বাকি সবার চাইতে বয়সে ছোট.. 😃


• Survivor Series Fact : Survivor Series এ সবথেকে বেশি উইন রেট UnderTaker এর মোট ১৩ টা ম্যাচ Surviver Series এ জিতেছেন :) এবং Survivor Series এ সব থেকে বেশি হারার রেট Shawn Michaels এর মোট ১০ টি :(


• WWE Smackdown Live এর কমিশনার Shane McMahon কনফার্ম করলেন Natayla হবে সারভাইভর সিরিজের Smackdown woman traditional team এর পঞ্চম মেম্বার।
এরপর নাটায়লা সেনকে টুইট করে ধন্যবাদও জানায়।


• J&J Security র কথা মনে আছে...??? ইনিই হচ্ছে One half of J & J Security - Joey mercury

সে এখন ইন্ডি তে রেসলিং করছে এবং ওখানে সে চ্যাম্পিয়ন ও!!! 😲😲😲


• Randy Orton পরপর টানা ৩ বছর (২০০৩-২০০৫) Survivor Series-এর সোল সারভাইভার হয়েছে। লেজেন্ড The Ultimate Warrior-ও টানা ৩বার সোল সারভাইভার হয়েছিল। বাট অর্টন কয়েক বছর Survivor Series-এর Traditional Elimination Match মিস করলেও ২০০৮ আর ২০১৬ সালে Cody Rhodes & Bray Wyatt-এর অংশীভূত হয়েও সোল সারভাইভার হবার দরুন সর্বচ্চো ৫বার সোল সারভাইভার হওয়ার রেকর্ড এখন অর্টনের দখলে। কয়েক সপ্তাহ আগে Sami Zyan-কে হারানো মাধ্যমে SmackDown-এর হয়ে Elimination Match-এ খেলার যায়গা করে নিয়েছে অর্টন। 😊
এবারো তার এই ধারা ধরে রাখতে পারলে অসাধারণ একাটি রেকর্ডের মালিক হবে Randy Orton যার সম্মান অনেক বেশি। 👏👌✌
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Fahim Fam, Jahid Hossain, MD Romanuzzaman, Asraf Shuvo, Prokash Das Arjun
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ১৯/১১/২০১৭


• আপনারা হয়তো সকলেই জানেন যে WWE তে বেশ কয়েকটি পেপারভিউ অনুষ্ঠিত হলেও , তারা চারটি পেপারভিউ কে বেশি প্রাধান্য দেয় । আর সেই চারটি পেপারভিউ এর মধ্যে একটি হলো Survivor Series


• Survivor Series সর্বপ্রথম অনুষ্ঠিত হয় 1987 সালে । Richfield Coliseum এ অনুষ্ঠিত এই ইভেন্টে দর্শকসংখ্যা ছিল প্রায় 21000 জন । অবশ্যই এই পেপারভিউ এর মেন ইভেন্ট একটি Survivor Series Elimination ম্যাচ ছিল ।


• Survivor Series পেপারভিউ টি অন্য পেপারভিউ থেকে একটু আলাদা । অন্যান্য পেপারভিউগুলিতে সিঙ্গেল ম্যাচ কে প্রাধান্য বেশি দেয়া হলেও , এই পেপারভিউ এ ট্যাগ টিম বা ব্র্যান্ড আলাদা থাকাকালীন এক ব্রান্ডের রেলারের সাথে ওপর ব্রান্ডের রেসলারদের ম্যাচ কে বেশি প্রাধান্য দেওয়া হয় ।


• সিঙ্গেল এবং ট্যাগ টিম ম্যাচ মিলিয়ে Survivor Series পেপারভিউ-এ যিনি সবথেকে বেশি ম্যাচ খেলেছেন তিনি হলেন Undertaker , টেকার এই পেপারভিউতে 18 টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 13 টি ম্যাচে জয়লাভ এবং 5 টি ম্যাচে হেরেছে । 


• Survivor Series ট্যাগ টিম Elimination ম্যাচে যিনি সবথেকে বেশি অপনেন্টকে Eliminate করেছেন, তিনি হলেন Randy orton । তিনি Survivor Series এ খেলা তার সমস্ত Elimination ম্যাচ মিলিয়ে 14 জনকে এলিমিনেট করেছেন । 


• একটি Survivor Series ম্যাচে যিনি সবচেয়ে বেশি এলিমিনেট করার রেকর্ড ধরে রেখেছেন তিনি হলেন Roman Reigns । Royal Rumble এর মতো Survivor Series এও সবচেয়ে বেশি এলিমিনেট করার রেকর্ড ধরে রেখেছেন রোম্যান । তিনি 2013 সালের Elimination Tag Team ম্যাচে চারজনকে এলিমিনেট করেছেন ।


• Survivor Series এ ডেবিউ করেছেন বেশ কয়েকজন পপুলার রেসলার । তাদের মধ্যে অন্যতম হলো - Kurt Angle, Sting, The Rock এবং Undertaker । Survivor Series কে ডেবিউ ল্যান্ড বলা যেতে পারে । 😍


• 1991 সালের Survivor Series-এ Undertaker তার ক্যারিয়ারে প্রথম বারের জন্য WWF চ্যাম্পিয়ন হয়েছিল । এই পেপারভিউ এ Hulk ogan কে হারিয়ে প্রথমবারের মতো WWF চ্যাম্পিয়ন জয়লাভ করেন আন্ডারটেকার । 


• Survivor Series 2001 ছিল সর্বশেষ Survivor Series যা WWF নামে প্রকাশিত হয়, কারণ এর পরেই WWF এর নাম বদলে WWE রাখা হয় । এই নাম পরিবর্তনের মূল কারণ ছিল World Wildlife Fund ।


• JBL Survivor Series পেপারভিউ-এ একটি রেকর্ড ধরে রেখেছেন । তার রেকর্ডটি হলো তিনি এই পেপারভিউতে সবথেকে বেশি ওপেনিং ম্যাচে অংশগ্রহণ করেছেন । তিনি এই পেপারভিউএর পাঁচটি ওপেনিং ম্যাচে অংশগ্রহণ করেছেন ।


• CM Punk তার অন্যতম সেরা রেকর্ড, 434 দিন WWE চ্যাম্পিয়ন থাকার রেকর্ড শুরু করেন Survivor Series পেপারভিউ-এর মাধ্যমে । Del Rio কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর Punk এর 434 দিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ড শুরু হয় ।


• 2014 সালের Survivor Series পেপারভিউ এ, WWE এর পেপারভিউ ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী ডিভাস ম্যাচ অনুষ্ঠিত হয় । Brie Bella-এর সাহায্যের দ্বারা Nikki Bella , Aj Lee কে হারিয়ে ডিভাস চ্যাম্পিয়ন হয় । এই ম্যাচটি পেপারভিউ এর সবচেয়ে স্বল্পস্থায়ী ডিভাস ম্যাচ ছিল ।


• Survivor Series এর একজন সেরা Survivor হলো ভাইপার Randy Orton । বেশ কতগুলি Survivor Series ম্যাচ মিস করা সত্ত্বেও সে তার এই রেকর্ড ধরে রেখেছেন । তিনি অন্যদের চেয়ে বেশি সারভাইভ করেছেন Survivor Series ম্যাচে ।


>>> আগামী সোমবার Survivor Series দেখতে ভুলবেন না 😁। এবারের Survivor Series টি মজাদার হতেই চলেছে । আজ এই পর্যন্তই , ধন্যবাদ✌✌।
• লেখক ঃ Sumon SK

সারভাইবর সিরিজের ব্যাপারে কয়েকটি অজানা তথ্য।