• Yes!Yes!Yes...! "Daniel Bryan"কিছু ডাক্তার দ্বারা মেডিকালি ক্লিয়ার্ড ঘোষিত হয়েছে। তিনি খুব শীঘ্রই রিং য়ে ব্যাক করতে যাচ্ছেন। কারণ মেডিকালি ক্লিয়ার নাকি সেটা "WWE" অফিসিয়ালরা চ্যাক করেছেন😊।
WWE-"Daniel Bryan"কে রিং একশনে ব্যাক করাতে চাচ্ছেন। আর "Daniel Bryan"ও রিংএকশনে রিটার্ন করতে ইচ্ছুক😍। তিনি টুইত করেছেন-"There was a time when WWE wouldn't let @RealKurtAngle compete."।
অর্থাৎ Kurt Angle ও একসময় মেডিকালি ক্লিয়ার্ড না হওয়ায় তাকে WWE-Ring একশনে রিটার্ন করান নি। তবে সে এখন রিং য়ে ব্যাক করেছেন। বুঝতেই পারছেন Daniel কি বুঝিয়েছে...😍There was a time when WWE wouldn't let @RealKurtAngle compete. Tonight he won a PPV main event in a TLC match 👏👏👏 #SoYourSayingTheresAChance— Daniel Bryan (@WWEDanielBryan) October 23, 2017
• Cm Punk Dana White এর সাথে এক সাক্ষাতকারে যাচ্ছেন UFC এর ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য :)
• এক সাম্প্রতিক ইন্টার্ভিউ তে WWE/TNA Hall of Famer, Kurt Angle, Dean Ambrose আর Seth Rollins এর সাথে টিম আপ করে The Miz, Miztourage, Kane, Braun Strowman এর বিপক্ষে ম্যাচ এ কমপিট করা নিয়ে মন্তব্য করেছেন।
তার ভাষ্যমতে, তিনি কখনো ভাবে নি যে তার রিটার্নিং ম্যাচ তিনি The Shield এর মতো পপুলার ফ্যাকশন এর অংশ হয়ে খেলবেন। তিনি The Shield এরও ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে The Shield, ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি স্ট্যাবল। তিনি The Shield এর ফ্যান ছিলেন যখন থেকে The Shield, NXT তে ছিলো। এমনকি তিনি এই স্ট্যবল টিকে "Legendary " বলে আখ্যায়িত করেছেন।