PWI এর তালিকানুযায়ী ২০১৭ এর সেরা ১০ রেসলার কারা ছিলেন?
এ তালিকায় প্রথম স্থানে ছিলেন IWGP Champion Kazuchika Okada,
দ্বিতীয় হয়েছিলেন WWE Champion AJ Styles, তৃতীয় কেভিন ওয়েন্স, চতুর্থ ছিলেন রোমান রেইন্স এবং পঞ্চম হয়েছিলেন Kenny Omega!
এরপর তালিকায় আছেন যথাক্রমে শিন্সুকে নাকামুরা, সামোয়া জো, ডিন এম্বরোস, ববি রুড এবং দ্যা মিজ!
তালিকায় গত বছরের চেয়ে ৫৫ ধাপ এগিয়েছে নেভিল! সেরাদের তালিকায় এবার নেভিলকে ১১ তম ঘোষিত করেছে PWI ,
Randy Orton হয়েছিলেন ১৩ তম, Adam Cole হয়েছেন ১৪ তম এবং Bray Wyatt হয়েছেন ১৫ তম,
গত বছরের চেয়ে ৮ ধাপ নিচে নেমে সেথ রলিন্স হয়েছিলেন ১৬ তম, এবং জন সিনা ৯ ধাপ নিচে আছেন ১৯ তম অবস্থানে!
ব্রক লেজনার হয়েছিলেন ২৫ তম, ফিন ব্যালর ২৮ তম এবং গত বছরের চেয়ে ৩৬৭ ধাপ এগিয়ে Pete Dunne হয়েছেন ২৯ তম!
গত বছরের চেয়ে ১২৯ ধাপ এগিয়ে Braun Strowmen হয়েছেন ৩৪ তম!