আপনি কি জানেন?

PWI এর তালিকানুযায়ী ২০১৭ এর সেরা ১০ রেসলার কারা ছিলেন?

এ তালিকায় প্রথম স্থানে ছিলেন IWGP Champion Kazuchika Okada, 

দ্বিতীয় হয়েছিলেন WWE Champion AJ Styles, তৃতীয় কেভিন ওয়েন্স, চতুর্থ ছিলেন রোমান রেইন্স এবং পঞ্চম হয়েছিলেন Kenny Omega!

এরপর তালিকায় আছেন যথাক্রমে শিন্সুকে নাকামুরা, সামোয়া জো, ডিন এম্বরোস, ববি রুড এবং দ্যা মিজ!

তালিকায় গত বছরের চেয়ে ৫৫ ধাপ এগিয়েছে নেভিল! সেরাদের তালিকায় এবার নেভিলকে ১১ তম ঘোষিত করেছে PWI ,

Randy Orton হয়েছিলেন ১৩ তম, Adam Cole হয়েছেন ১৪ তম এবং Bray Wyatt হয়েছেন ১৫ তম,

গত বছরের চেয়ে ৮ ধাপ নিচে নেমে সেথ রলিন্স হয়েছিলেন ১৬ তম, এবং জন সিনা ৯ ধাপ নিচে আছেন ১৯ তম অবস্থানে!

ব্রক লেজনার হয়েছিলেন ২৫ তম, ফিন ব্যালর ২৮ তম এবং গত বছরের চেয়ে ৩৬৭ ধাপ এগিয়ে Pete Dunne হয়েছেন ২৯ তম!

গত বছরের চেয়ে ১২৯ ধাপ এগিয়ে Braun Strowmen হয়েছেন ৩৪ তম!

PWI রাঙ্কিং ২০১৭ এর সেরা ১০০ রেসলার!


আশাকরি সবাই বেশ ভালোই আছেন। আর থাকবেন ই বা না কেনো? কিছুদিন আগে মাত্র AJ Styles চ্যাম্পিয়ন হয়েছে, NXT Take Over ও বেশ ভালো হয়েছে। কার্ট, HHH ও রিং একশনে ফিরেছে। তাছাড়া রুমর অনুযায়ী ডেনিয়েল ও রয়েল রম্বলে ফিরতে চলেছে। আবার এদিক দিয়ে ক্রিশ জেরিকো vs কেনি ওমেগা ম্যাচ হতে চলেছে আগামী মাসে। তাই বলাচলে বেশ ভালো সময় ই রেস্লিং প্রেমীরা অতিবাহিত করছে বর্তমানে।

• তবে এত ভালো সময় ও ভালো ভালো নিউজের ভিরে বর্তমানে সবথেকে বেশি যে ব্যাক্তিকে নিয়ে আলোচনা বা ট্রল করা হচ্ছে, সে হচ্ছে Roman Reigns। যার কারন গত সপ্তাহের RAW শুরুর আগে WWE Network এ কোরি গ্রাভস কে দেয়া এক ১৫ মিনিটের সাক্ষাৎকারের একটি অংশ। যেখানে সে(রোমান) নিজেকে Best in-ring পারফর্মার বলে দাবি করে। আর এখান থেকেই শুরু হয় আলোচনা। আর হবেই না কেনো? যেখানে AJ Styles, Okada, Omega, Finn Balor এর মত রেসলাররা আছে, সেখানে রোমান এমন দাবি করলে তো হট্টোগোল শুরু হবেই।

তবে উক্ত কথার প্রমান স্বরূপ রোমান তার ফলোয়ারদের বলে যে, তার গত ৩ বছরের ম্যাচ গুলো দেখতে। তো তার এবং বর্তমান সময়ের যারা এই বেস্ট রিং পারফর্মার এর দাবিদার তাদের সকলের ই ম্যাচ গুলা নিয়ে চলুন আলোচনা করা যাক।

Roman Reigns কি আসলেই সবাইয়ের সেরা?


• সম্প্রতি এক ইন্টার্ভিউতে "স্টিং" জানান যে, তিনি তার Life এ একটা শেষ Match খেলতে চান Against "The Undertaker"।


• Dave Metlzer এর রিপোর্ট অনুসারে, WWE বর্তমানে Asuka vs. Ronda Rousey ম্যাচের পরিকল্পনা করছে।

• According to USA Today- Ronda Rousey তার প্রো-রেসলিং ক্যারিয়ারের ট্রেনিং এর শেষ পর্যায়ে আছেন। আশা করা যায়... খুব শীঘ্রই তাকে অনস্ক্রিনে দেখা যাবে WWE-এর রিংয়ে ফাইট করতে।

বর্তমানে তিনি পার্ফরম্যান্স সেন্টারে আছেন... সেখানে তিনি অনেক ট্রেইনার থেকে ট্রেনিং নিচ্ছেন... এমনকি Natalya- কে দেখা গেছে তাকে ট্রেনিং দিতে।✌😊


• আজকের দিনে 13 বছর আগে RAW তে সর্বপ্রথম Womens main event দেখা যায়। এ ম্যাচ এ Lita জয়লাভ করে এবং WWE womens championship টাইটেল জিতে যায়।


• Cageside Seats এর মতে, Shane McMahon কে হিল বানানোর পরিকল্পনা করছে WWE. Kevin Owens ও Sami Zayn এর সাথে Shane এর বর্তমান ফিউডটি সেদিকেই ইঙ্গিত করছে।

অন্যদিকে Daniel Bryan কে ডাক্তাররা রিঙে ফেরা অনুমতি দিয়েছে। শোনা যাচ্ছে WrestleMania 34-এ Shane vs. Bryan এর পরিকল্পনা করা হচ্ছে। এখন শুধু Bryan কে WWE'র ডাক্তাররা মেডিক্যালি ক্লিয়ার করলেই এই ম্যাচ দেখা যাবে।

WWE নিউজ আপডেট, ০৮/১২/২০১৭


WWE একটি এন্টারটেইনমেন্ট শো, যেখানে আমাদের এন্টারটেইন করার জন্য থাকে হাজারো ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে কতকগুলো ব্যবস্থা আমাদের এতোই ভালো লাগে যে কখনও আমরা এই শো দেখতে ভুলি না কিন্তু মাঝে মাঝে কিছু বাজে বুকিং আমাদের মনকে বিষণ্ণ করে। যার ফলে আমরা এই শো এর বদনাম করে থাকি আসলে এটা উচিত নয় আমাদের সবার উচিত এই শো কে তার যোগ্য সম্মান দেয়া।

উক্ত এন্টারটেইনমেন্ট শো এর সাপ্তাহিক টিভি টেপিং ইভেন্ট দুইটি। যথাঃ RAW & SmackDown Live। আর প্রতিটি মাসেই আমাদের জন্য বরাদ্দ থাকে একটি পিপিভি। ইভেন্ট। কিন্তু সকল পিপিভি। ইভেন্টই মেজর ইভেন্ট নয়। WWE তে বর্তমানে ৪ টি মেজর পিপিভি। ইভেন্ট আছে। যথাঃ Royal Rumble, WrestleMania, Summer Slam & Survivor Series। এর মধ্যে সবথেকে সেরা পিপিভি। ইভেন্ট হলো WRESTLEMANIA যেটি প্রতিবছরই হয়ে থাকে। আর আজকে আমার লেখার টপিকটি হলো আসন্ন WrestleMania 34 এর মেইন ইভেন্ট সম্পর্কে। 😊

ইতিমধ্যেই WWE এর এই সেরা পিপিভি। ইভেন্টের ৩৩ টি আসর হয়ে গেছে। আর আসছে ২০১৮ সালের ৯ই এপ্রিল New Orleans এ হতে চলেছে এর ৩৪তম আসর। প্রতি বছরের মতো আগামী বছরেও এই WrestleMania নিয়ে থাকবে সবার অনেক চিন্তা-ভাবনা। তাই নিজের রিটার্নিং পোস্ট হিসেবে এরকম ইভেন্টেরই একটা মেইন ইভেন্ট ম্যাচের পোস্টকে বেঁছে নিলাম। আর কথা বাড়াতে চাই না, তাহলে চলুন শুরু করা যাক :-

Roman Reigns vs Brock Lesnar, রেসেলমেনিয়া ৩৪!



২০১৭ সালটি Roman এর ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বলময় সাল ছিল। কারণ এই ২০১৭ তে তিনি হারিয়েছেন WWE এর দুই লিজেন্ড John Cena & Undertaker কে! তাছাড়াও পুরো সাল জুড়ে তার অসাধারণ একটি ফিউড ছিল Braun Strowman এর সাথে! তো দেখে নেওয়া যাক এই বছরের তার PPV Calender,


• Royal Rumble 2017 - বছরের প্রথম পিপিভি ছিল এবং উক্ত পিপিভিতে Universal Championship এর Roman, Kevin এর কাছে হেড়ে যান। পরবর্তীতে পিপিভির মেইন ইভেন্টে Royal Rumble ম্যাচে তিনি ৩০ নম্বরে এন্ট্রি কিন্তু অই ম্যাচটিতে রানার্স আপ হন এবং অই ম্যাচটি Randy Orton জিতে যায়! #RR17 - Lost

 Fastlane 2017 - Raw ব্র‍্যান্ডের প্রথম পিপিভি এবং এই পিপিভিতে Braun Strowman এবং Roman Reigns একে অপরের মুখোমুখি হন এবং Braun কে সরাসরি পিনফলের মাধ্যমে ক্লিনলি হারিয়ে দেন Roman Reigns! #Fastlane17 - Won

 Wrestlemania 33 (2017) - এই পিপিভির ফলাফল নিশ্চই কারো অজানা নয় 😞 !! Undertaker কে হারানোর মাধ্যমে WWE কে নিজের ইয়ার্ডে পরিণত করেন Roman Reigns এবং এরই মাধ্যমে Undertaker এর ক্যারিয়ায়ের অবসান ঘটে! #WM33 - Won

 Payback 2017 - Braun Strowman এর সাথে দ্বিতীয় ম্যাচ ছিল Roman এর। কিন্তু এবার ফলাফল ভিন্ন ছিল। Braun Strowman Roman Reigns কে খুব বাজেভাবে হারিয়েছিল উক্ত পিপিভিতে! #Payback17 - Lost

 Extreme Rules 2017 - উল্লেখ্য পিপিভির মেইন ইভেন্ট ছিল একটি Fatal 5 Way ম্যাচ এবং পিপিভির বিজয়ীর সাথে Brock Lesnar এর ম্যাচ হত Great Balls Of Fire PPV তে! উল্লেখ্য Fatal 5 Way ম্যাচটিকে Samoa Joe হারায় Bray Wyatt, Seth Rollins, Finn Balor এবং Roman Reigns কে! #ER17 - Lost

 Great Balls Of Fire - উক্ত পিপিভিতে আবারো Roman ফেস করেন Braun এর এবং গতবারের মত এবারো Braun জয় লাভ করেন। ম্যাচটি 'এম্বুলেন্স ম্যাচ' ছিল! #GBOF - Lost

 Summerslam 2017 - Fatal 4 Way ম্যাচ ছিল Universal Championship এর জন্য এবং ম্যাচটিতে Roman কেই পিন করে Brock তার টাইটেল রিটেইন করেন। #SS17 - Lost

 No Mercy 2017 - আরেকটি বড় জয় ছিল Roman Reigns এর জন্য। তিনি এই ম্যাচে John Cena কে হারিয়েছিলেন এবং নিজেকে কোম্পানির টপ গাই করে তুলেছিলেন। #NoMercy17 - Won ✌

 Survivor Series 2017 - অনেক জল্পনাকল্পনার পর ফাইনালি Shield রিটার্ন করে এবং Survivor Series এ তারা New Day কে হারায়! #SS17 - Won

এই ছিল Roman Reigns এর ২০১৭ এর পিপিভিতে জয়/হারের রেকর্ড!! এখন রুমোর মোতাবেক ২০১৮ সালের প্রথম তিনটি পিপিভিতে কি হতে Roman Reigns এর সাথে তা দেখে নেয়া যাক,

 Royal Rumble 2018 - এই পিপিভিতে Roman তার Intercontinental Championship টি Samoa Joe এর কাছে হেরে যেতে পারেন। #RR18 - Lost

 Elimination Chamber 2018 - এই পিপিভিতে Roman Reigns Universal Championship এর জন্য No 1 Contender হয়ে যেতে পারেন এবং Wrestlemania তে সে Brock কে ফেস করবেন। #EC18 - Won

 Wrestlemania 34 (2018) - এবং ফাইনালি আবারো Roman Brock কে ফেস করবেন WM তে। আর এবার Roman Brock কে হারিয়ে প্রথমবারের মতন Universal Champion হয়ে যাবেন! #WM34 - Won👌
• লেখক ঃ Mahin Ahmed

Roman Reigns PPV ক্যালেন্ডার ২০১৭-১৮


২০১৮ সালে যে ম্যাচটি NJPW এর সবচেয়ে আলোচিত ম্যাচ হবে, সেটি হচ্ছে ঐ কোম্পানীর বৃহত্তম ইভেন্ট Wrestle Kingdom 12 এ হওয়া Chris Jericho vs। Kenny Omega ম্যাচটি। ইতিমধ্যেই ঐ ম্যাচটা নিয়ে এত হইচই শুরু হয়ে গিয়েছে যে, ঐ একই পিপিভির মেইন ইভেন্টে হওয়া Tetsuya Naito vs। Kazuchika Okada (IWGP Heavyweight Championship) ম্যাচটা নিয়ে কেউই কোন কথা বলছে না। যদিও ঐ ম্যাচটাও নিঃসন্দেহে ভালই হবে। কিন্তু তারপরেও 'The GOAT' Chris Jericho এর জনপ্রিয়তার সামনে এ ম্যাচটার কোন পাত্তাই নেই!

একজন প্রো রেসলারের কাজের অন্যতম একটি অংশ হচ্ছে নিজের দিকে দর্শকদের অ্যাটেনশন ধরে রাখা। কী মনে হয় কীজন্য John Cena, The Rock, The Undertaker রা আজ এত সফল? কীজন্যইবা WWE, Roman Reigns কে এত পুশ দিচ্ছে কিন্তু Dolph Ziggler এর মত ট্যালেন্টেড রেসলারদের পুশ দিচ্ছে না? কারণ তারা নিজেদের দিকে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে, তা নেগেটিভভাবেই হোক না কেন। বিগত বছরগুলোতে অনেক ট্যালেন্টেড রেসলাররা আসলেও তাদের অনেকেই নিজের দিকে বেশিদিন সকলের আকর্ষণ ধরে রাখতে পারে নি। তাই তারা পুশও পায় নি। অবশ্য সব দোষ যে তাদের, এমনটাও ঠিক না, ক্রিয়েটিভেরও দোষ আছে।

দীর্ঘদিন দর্শকদের অ্যাটেনশন ধরে রাখতে পারা এরকম একজন রেসলার হচ্ছে Chris Jericho। যে কিনা নিজের ক্যারিয়ারের শেষের দিকে এসেও দর্শকদের এন্টারটেইন করে যাচ্ছে। WWE তাকে পুশ মেশিন হিসেবে ব্যাবহার করলেও সে Goldust, Big Show দের মত সাইডে সরাতে পারেনি। নিজ যোগ্যতায়ই সে নিজেকে স্পটলাইটে ধরে রাখতে পেরেছে, যা খুব কম রেসলাররাই পারে। কখনো লম্বা চুল রেখে, কখনো চুলে ঝুটি বেঁধে, কখনো চুল ছোট করে, কখনো একটা লিস্ট, স্কার্ফ, জ্যাকেট এনে, এভাবে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে সে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছে বলেই কেউই তাকে দেখে বোরিং অনুভব করে না। আর ৪৭ বছর বয়সেও তাকে রেসলিং করতে দেখলে মনে হবে যেন একজন ৩০ বছর বয়সী যুবক রেসলিং করছে। বলতে গেলে, Chris Jericho যেন timeless!

এবার আসি Kenny Omega এর প্রসঙ্গে। বর্তমানে যে অল্প কয়জন রেসলার WWE এর সাহায্য ছাড়াই সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, তাদের মধ্যে Kenny Omega অন্যতম। বর্তমান সময়কার সেরা ইন রিং পারফর্মারদের তালিকায় তাকে রাখা হয়। আর বর্তমানে রেসলিং ফ্যানদের আলোচনার এক অন্যতম বিষয়ও সে।

বেশ কিছুদিন ধরেই টুইটারে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই অনেকে এই ম্যাচটার পূর্বাভাস পেয়ে গিয়েছিল। কিন্তু কেউ কোনদিন স্বপ্নেও ভাবতে পারে নি যে এই ম্যাচটা NJPW এর গ্র্যান্ডেস্ট স্টেজ, Wrestle Kingdom এ হবে। আর Chris Jericho এর প্রতিচ্ছবিও যেভাবে হঠাৎ করে NJPW এর এক এপিসোডে বড় স্ক্রিনে ভেসে ওঠে, তাতে সকলের এক্সাইটমেন্ট আরো সহস্রগুণ বেড়ে যায়। কারণ কেউ কোনদিনও ভাবতে পারে নি যে Jericho, NJPW তে কাজ করবে। যদিও সেখানে এটা তার প্রথম ম্যাচ না। WWE বাদে অন্যান্য কোম্পানীর রেসলিং দেখা স্মার্টনেস হবার অনেক আগে থেকেই Jericho সেখানে রেসলিং করত। এবং অনেক বছর পর নিজের পূর্বের বাড়িতে সে ফিরে এসেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখনকার একজন টপ স্টারের প্রতি চ্যালেন্জ ছুড়ে দিল।

এবার আসি ম্যাচটির প্রসঙ্গে, ম্যাচটির একদিকে আছে ৩৪ বছর বয়সী 'The Cleaner' Kenny Omega, যাকে কিনা বর্তমান যুগের সেরা রেসলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি এখন নিজের ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছে। আর ২০১৭ সালটাও তার খুব ভালই কেটেছে। এবং অন্যদিকে আছে ৪৭ বছর বয়সী 'The GOAT' Chris Jericho, যে কিনা সর্বকালের সেরা রেসলারদের একজন। নিজের ক্যারিয়ারের সেরা সময় অনেক পেছনে ফেলে আসলেও Jericho এর এখনো নিজ যোগ্যতায় একটা ভাল ম্যাচ খেলার মত ক্ষমতা আছে। তাই যারা মনে করে যে পুরা ম্যাচটিকে Kenny Omega নিজেই ক্যারি করবে, তারা ভুল। WWE তেই এ বয়সে Jericho কত ভাল ভাল ম্যাচ দিয়েছে, আর NJPW তে তো তার কোন মুভ ব্যান করা থাকবে না, ম্যাচের সময়েরও কোন লিমিটেশন থাকবে না। তাদেরকে ৪০-৬০ মিনিট সময় দিলে ম্যাচটা তথাকথিত ৬* কোয়ালিটির ম্যাচ না হলেও এমন একটা দেখার মত ম্যাচ হবে যেটা নিয়ে বছরের পর বছর ধরে অনেক ফ্যানরা কথা বলবে।

আর এ ম্যাচটা দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। কারণ Kenny Omega কে এ যুগের সেরা রেসলারদের একজন ধরা হয়, আর Chris Jericho সম্পূর্ণ ভিন্ন এক যুগের সেরা রেসলারদের একজন ছিল। তাই একদিকে যেমন Jericho এটা প্রমাণ করতে পারবে যে কেন সে সর্বকালের সেরা রেসলারদের একজন, এবং এ যুগের সেরা রেসলারদের সাথেও সে সমান তালে চলতে পারে, তেমনি Kenny ও Jericho এর মত একজন উচ্চ লেভেলের মেগাস্টারের সাথে ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করতে পারবে। তাছাড়া ১৯৯৯ সালের পর এ প্রথমবার WWE এর বাইরে Jericho কোন ম্যাচ খেলছে। কিন্তু সব মিলিয়ে এতে Kenny আর NJPW এরই লাভ। Jericho এর পপুলারিটির সুবাদে NJPW এর প্রতি আরও দর্শকদের চোখ পড়বে এবং তারা এটা বুঝবে যে WWE এর বাইরেও প্রো রেসলিংয়ের এক বিশাল জগৎ আছে। ফলে NJPW এর জনপ্রিয়তাও বাড়বে।

কিন্তু যত যাই হোক না কেন, ভবিষ্যতে এ ম্যাচটা NJPW এর ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। ভালো বিল্ডআপ পেলে এ ম্যাচটি WWE এর Hulk Hogan vs। The Rock এর ম্যাচের মত গ্রেটনেস অর্জন করতে পারবে। ভিন্ন দুই যুগের টপ রেসলাররা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য একে-অপরের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে, শুনলেই কত রোমাঞ্চকর মনে হয়! আপনার শুধুমাত্র WWE ভালো লাগতেই পারে, এবং আপনি WWE বাদে অন্য কোন রেসলিং প্রমোশন ফলো না করতেই পারেন, কিন্তু একজন WWE ফ্যান হিসেবে, Chris Jericho এর ফ্যান হিসেবে এ ম্যাচটা দেখার জন্য আহ্বান রইল। ৪ জানুয়ারি ২০১৮; তারিখটা মনে রাখবেন। কারণ ঐদিন NJPW তে ইতিহাস সৃষ্টি করা হবে। 
• লেখক ঃ Sabbir Rahman Leon‎

কেনি ওমেগা Vs ক্রিস জেরিকো ম্যাচের কিছু কথা।


• Dwayne The Rock Johnson গড়লেন তার ৫ম Guinness World Record :

এর আগেও The Rock রেকর্ড করেছেন, কিন্তু এটা একটু ব্যতিক্রম!! সম্প্রতি Dwayne Johnson এর প্রোডাকশন কোম্পানি Seven Bucks Digital Studios তৈরি করে 3,006 টি Cereal Box দিয়ে Dominoes আকারে। যার মাধ্যমে সব বাক্স এক লাইনে রেখে এবং সবগুলোকে ফেলে দেয় এক ধাক্কায়। যা হয়ে উঠে নতুন এক রেকর্ড! 

এর আগের রেকর্ড ছিল 2,686 বাক্সের The Rock তার টুইটারে জানান তার অসাধারণ অর্জনের কথা -


• সম্প্রতি Singh Brothers-এর Member Samir Singh তার জীবণের একটি গুরুত্ব Story WWE Fans দের সামনে রাখেন। তিনি একটি ভিডিও প্রকাশ করেন। যার মধ্যে তিনি Bollywood Star Akshay Kumar কে লক্ষ্য করে অনেক গুলো কথা জানান।

Samir Singh ভিডিও টিতে বলেন: "আমি প্রায় ৫ বছর ধরে WWE-এর জন্য Trial ম্যাচ খেলতে চলেছিলাম। তারপর আমার কাছে একটি সময় আসে, যখন আমি Triple H-এর সঙ্গে দেখা করতে পারি। কিন্তু আমার এই কাজে তিনি একটুও খুশি ছিলেন না। যার কারণে HHH আমাকে পরামর্শ দেন Bollywood-এ যেতে। আমি যেখানে যায়, কিন্তু কারো দেখা পায় না। মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ চায়, তাও কেউ আমাকে কাজ দিতে রাজি হয় নি। তখন আমার দেখা Akshay Sir-এর সাথে হয়। তিনি আমাকে তার Movie Brothers-এ নেন। তারপর আমি তাকে আমার Story জানায় এবং তিনি আমাকে বলেন, আমার জায়গা WWE-এর মধ্যেই। তার এই কথা শুনে আমি WWE তে আবার আসি এবং Main Roster-এ আমার জায়গা বানায়। তাই Akshay Sir Thanks A Lot ।

WWE নিউজ আপডেট, ০৬/১২/২০১৭


আপনি যদি একজন প্রো রেস্লিং ভক্ত হন তাহলে রিক ফ্লেয়ার-কে চেনা আপনার জন্য আবশ্যক। আমি লিজেন্ডারি রেস্লার রিক ফ্লেয়ারের কথা বলছি, সাম্প্রতিক সময়ে টেলিভিশনে দেখানো লুচ্চা বুড়ার কথা বলছি না যিনি কিনা তার মেয়ের বয়সী ফিমেল রেস্লারদের সাথে চুমোচুমি করেন। 

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি সবচেয়ে বড় রেস্লিং প্রোমোশন WWF/E এর বাইরে কাটিয়েছেন। তবুও যতটুকু সময় তিনি WWE তে কাটিয়েছেন, নিজের কারিজমা দেখিয়েছেন। বাস্তব জীবনে তার ক্যারাক্টার খানিকটা ঢিলা টাইপের হলেও প্রোফেশনাল রেস্লিংয়ে তিনি WCW, AJPW, NJPW, TNA, ROH, NWA, WWF/E - এর মত বড় বড় প্রোমোশনে রেস্লিং করেছেন এবং 'দ্যা ফোর হর্সম্যান', 'দ্যা এভ্যুলিউশন' এর মত লিজেন্ডারি স্টেবলের মেম্বারও ছিলেন। 

৮০'র দশকের অন্যতম সেরা আমেরিকান প্রো রেস্লার হিসেবে তার বেশ সুনাম রয়েছে এবং গ্রেটেস্ট প্রো রেস্লার অফ অল টাইম হিসেবে রেস্লিং সেক্টরে তিনি সুপরিচিত। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি অনেক পিপিভি এবং শোয়ের-ই মেইন ইভেন্ট করেছেন। অর্জনের ঝুলিটাও তার মোটেও কম নয়। PWI তাকে রেকর্ডসংখ্যক ৬ বার 'রেস্লার অফ দ্যা ইয়ার' এবং WON তাকে রেকর্ডসংখ্যক ৮ বার 'রেস্লার অফ দ্যা ইয়ার' ঘোষণা করেছে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কিনা দুইবার WWE হল ফেমার হবার গৌরব অর্জন করেছেন, একবার একক ক্যারিয়ারের জন্য এবং আরেকবার দ্যা ফোর হর্সম্যানের মেম্বার হিসেবে। 

দ্যা নেচার বয় রিক ফ্লেয়ারের ব্যাপারে জেনে নিন।


WWE এর বড় চারটি পে-পার-ভিউ ইভেন্ট এর মধ্যে রয়েল রাম্বল একটি। অন্য তিনটি হচ্ছে যথাক্রমে "রেসেলমানিয়া,সামারস্লাম এবং সারভাইভর সিরিজ"। প্রত্যেক বছর জানুয়ারী মাসে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম ১৯৮৮ সালে এই ইভেন্ট প্রথম অনুষ্ঠিত হয়। "Pat Patterson" এই পে-পার-ভিউ ইভেন্ট টির প্রণেতা। মূলত, ৩০ জন রেস্লার এর অংশগ্রহণে যে ব্যাটল রয়েল ম্যাচটি হয়,তার উপর ভিত্তি করেই এই ইভেন্ট এর নাম দেওয়া হয়েছে ''রয়েল রাম্বল"। আর এই রয়েল রাম্বল ইভেন্ট এর বিভিন্ন রেকর্ডসমূহ নিয়েই আজ আমরা আলোকপাত করবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। 😊

• প্রথমে থাকছে শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক বছরের সকল রাম্বল উইনারদের নাম এবং তাদের এন্ট্রি নাম্বার।

Royal Rumble এর রেকর্ডসমূহ।


• John Cena-এর উপর একটি Company মামলা করেছে। এই Company-টির নাম হলো Ford এবং এটি অনেক নাম করা একটি Company। Ford হলো একটি অটো Mobil Company। তার থেকে John Cena একটি Car কিনেছিলেন এবং সেটি অনেক Rare ছিল।

Car-টি দাম প্রায় ৫ লাখ ডলার। এইরকম Car সুধু ভাগ্য উপরেই পাওয়া যায়। যার মধ্যে একটি নাম John Cena-র ও রয়েছে। Cena-এর উপর Sued করার কারণ ছিল, তিনি গাড়ি টি কিনতেই বিক্রি করে দেন। গাড়ির Contract-এ লেখা ছিল কিনার পর John Cena-র কম থেকে ২ বছর গাড়ি টি তার কাছে রাখতে হবে।

এইসবের উত্তরে John Cena বলেন, "গাড়িটি আমি বিক্রি করেছি কারণ, আমার কিছু বিল প্রে করার ছিল।"


• Brock Lesnar Return Date Announced :

আমরা The Beast খ্যাত "Brock Lesnar"কে শেষ "Survivor Series"এ দেখেছিলাম।যেখানে তিনি "Aj Styles"এর সাথে একটি অসাধারণ ম্যাচ খেলেন।এরপর তিনি অফ টিভি তে রয়েছে।

Wrestling Observer এর তথ্যমতে জানা গিয়েছে-"WWE"-"Brock Lesnar"কে ডিসেম্বর মাস অর্থাৎ এই মাসের ১৯তারিখ শিডিউলে রেখেছে।তিনি "Royal Rumble" পিপিভিতে থাকছেন যে সেটা পুরোপুরি কনফার্ম।তবে তিনি টাইটেল ডিফেন্ড করবেন নাকি তা সিউর না।এই নিয়ে অনেক কনফিউস সৃষ্টি হয়েছে।তবে বিভিন ওয়েবসাইট দাবি করছে,Brock ১৯তারিখ রিটার্ন করার পর সব ক্লিন হয়ে যাবে।

WWE নিউজ আপডেট, ০৪/১২/২০১৭


প্রত্যেক বছর WWE আমাদের অনেক কিছু দেওয়ার চেষ্টা করে আর এদের মধ্যে কিছু ফ্লপ আর কিছু ফ্যানদের মনে চিরন্তন থেকে যায়। রিসেন্টলি WWE তাদের ফ্যানদের বিনোদন দিতে আগেকার মতো সফল না হলেও এর মধ্যেও তারা বেশ ভালো কিছু জিনিস দেখাতে সফল হয়েছে যা WWE কে নিয়ে মানুষের আকর্ষণ এখনো ভালোই ধরে রেখেছে। আজকে পোষ্ট হবে সেই ৫টা স্ক্রিপ্ট, সিদ্ধান্ত, শো নিয়ে যা আমার কাছে WWE এর recent timeline(2014-2017) এ সেরা বলে মনে হয়েছে(কোন টপ র‍্যাংকিং না)।

রিসেন্ট সময়ে যেসব কাজ সঠিক করেছে WWE।