• Cena Vs Reigns 2 :
আগামী ক্রিসমাসের Raw তে রিটার্ন করছেন John Cena..আবার একই দিনে IC Championship এর জন্য ওপেন চ্যালেঞ্জ দিবেন চ্যাম্প Roman Reigns!!
ধারণা করা হচ্ছে, সেই Raw তে Reigns এর ওপেন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে রিটার্ন করবে Cena..এবং তাদের মধ্যে IC Championship ম্যাচ অনুষ্টিত হবে ✌ ক্রিসমাসে এই ম্যাচ সেট করার কারণ হচ্ছে - ঐদিন ছুটির দিন! তাই মানুষ ঐদিন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, মুভি দেখবে...আর তাই সেদিন WWE এর ভিউয়ারশিপ কম হওয়ার প্রবল সম্ভাবনা আছে! এর আগেও প্রায় প্রতিটা ক্রিসমাসেই ভিউয়ারশিপ তুলনামূলক ভাবে কম হয়েছে! আর তাই সেদিন দর্শকদের WWE দেখার প্রতি আকর্ষিত করার জন্যই Cena Vs Reigns এর হাই-ভোল্টেজ ম্যাচ সেট করার প্ল্যানিং করছে WWE.. 👌👌
এবং, ক্রিসমাসের Raw এর পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তারিখে MSG তে একটি লাইভ ইভেন্ট অনুষ্টিত হবে! সেই লাইভ ইভেন্টে ও Cena Vs Reigns ম্যাচ হবে IC Championship এর জন্য 👍
• Cageside Seats এর মতে, Clash of Champions এ যেকোন একটি চ্যাম্পিয়নশিপের হাতবদল হওয়ার সম্ভবনা রয়েছে। তাদের রিপোর্ট অনুসারে United States চ্যাম্পিয়নশিপ হাতবদল হওয়ার সম্ভবনাই সবচেয়ে বেশি।