Cena Vs Reigns 2 :

আগামী ক্রিসমাসের Raw তে রিটার্ন করছেন John Cena..আবার একই দিনে IC Championship এর জন্য ওপেন চ্যালেঞ্জ দিবেন চ্যাম্প Roman Reigns!! 

ধারণা করা হচ্ছে, সেই Raw তে Reigns এর ওপেন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে রিটার্ন করবে Cena..এবং তাদের মধ্যে IC Championship ম্যাচ অনুষ্টিত হবে ✌ ক্রিসমাসে এই ম্যাচ সেট করার কারণ হচ্ছে - ঐদিন ছুটির দিন! তাই মানুষ ঐদিন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, মুভি দেখবে...আর তাই সেদিন WWE এর ভিউয়ারশিপ কম হওয়ার প্রবল সম্ভাবনা আছে! এর আগেও প্রায় প্রতিটা ক্রিসমাসেই ভিউয়ারশিপ তুলনামূলক ভাবে কম হয়েছে! আর তাই সেদিন দর্শকদের WWE দেখার প্রতি আকর্ষিত করার জন্যই Cena Vs Reigns এর হাই-ভোল্টেজ ম্যাচ সেট করার প্ল্যানিং করছে WWE.. 👌👌

এবং, ক্রিসমাসের Raw এর পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তারিখে MSG তে একটি লাইভ ইভেন্ট অনুষ্টিত হবে! সেই লাইভ ইভেন্টে ও Cena Vs Reigns ম্যাচ হবে IC Championship এর জন্য 👍


• Cageside Seats এর মতে, Clash of Champions এ যেকোন একটি চ্যাম্পিয়নশিপের হাতবদল হওয়ার সম্ভবনা রয়েছে। তাদের রিপোর্ট অনুসারে United States চ্যাম্পিয়নশিপ হাতবদল হওয়ার সম্ভবনাই সবচেয়ে বেশি।

WWE নিউজ আপডেট, ১৬/১২/২০১৭


২০ বছর আগে WWE তে 'The Demon' Kane ডেবিউ করে। এখন যদি পেছনে ফিরে তার সম্পূর্ণ WWE ক্যারিয়ারের দিকে তাকানো হয়, তবে দেখা যাবে যে সে বেশ ভালোই একটা সময় কাটিয়েছে WWE তে, যদিও সেটা আরও ভাল হওয়া উচিত ছিল। এই ২০ বছরে সে বেশ কিছু টাইটেল জিতে, যার মধ্যে কয়েকটি ওয়ার্ল্ড টাইটেলও আছে, এবং সেই সাথে সে অনেকগুলো রেকর্ডেরও সৃষ্টি করে। The Big Red Machine এর WWE তে গড়া এরকম ৫টি রেকর্ডের কথাই এখানে বলা হবে। 


৫) WWE তে KANE সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে।

আপনারা শুনলে অবাক হবেন যে, এ পর্যন্ত Kane, WWE তে ১৬০০টিরও বেশি ম্যাচ খেলেছে। মানে প্রতিবছর গড়ে ৮০টিরও বেশি ম্যাচ। আর তার পেছনে ২য় স্থানে যে রেসলারটি আছে সে হচ্ছে The Big Show। সে ১৪০০টিরও বেশি ম্যাচ খেলেছে, Kane এর চেয়ে ২০০ বা তারও কম! আর John Cena এই লিস্টের তৃতীয় স্থানে আছে প্রায় ১৩০০টি ম্যাচ নিয়ে। আর Kane এর অন-স্ক্রিন ভাই, The Undertaker মোট ৭৯৩ টি ম্যাচ খেলেছে, যা Kane এর অর্ধেকেরও কম! সে হিসেবে আপনারা বলতে পারেন যে, WWE তে Kane তার সময়কার সবচেয়ে পরিশ্রমী রেসলার ছিল। কিন্তু তার পরিবর্তে সে খুব কমই পেয়েছে।

WWE তে Kane এর ৫ টি রেকর্ড !

২০১৭ প্রায় শেষ হতে চললো। এই ২০১৭ তে আমরা WWE তে অনেক কিছুই দেখতে পেয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক এন্টারটেইনিং এবং মনে রাখার মতো মুহুর্ত পেয়েছি আমরা। আর আমার আজকের আলোচনায় থাকছে ২০১৭ তে "WWE" এর সেরা ৫ টি স্মরণীয় মুহূর্ত। চলুন শুরু করা যাক।

••৫••

"Return Of The Hardy Boyz" :- এই বছরের সেরা স্মরণীয় মোমেন্ট গুলোর মধ্যে "Hardy Boyz" দের রিটার্ন ছিল অন্যতম। প্রায় ৮ বছর পর এই বছর এর "Wrestlemania" তে "Hardy" ভ্রাতা রা ফিরে আসে। "Wrestlemania" তে তাদের রিটার্ন এবং হতে যাওয়া ত্রিপল থ্রেট ট্যাগ টীম চ্যাম্পিয়নশিপ ম্যাচ এ তাদের অংশ নেওয়া পুরোটাই ছিল আনপ্রেডিক্টেবল। আর উক্ত ম্যাচ এ তারা জয় লাভ করে ৮ বছর পর WWE তে তাদের ফিরে আসাটা স্মরণীয় করে রাখে।

••৪••

"First Women's MITB Match" :- ২০১৬ তে আমরা দেখেছিলাম প্রথম উইমেন্স "Hell In A Cell" ম্যাচ। আর ২০১৭ তে এসে আমরা সাক্ষী হয়েছি ফার্স্ট ইভার উইমেন্স "Money In The Bank" ম্যাচ। "Charlotte, Natalya,Tamina,Becky & Carmella" এই ৫ জনের অংশগ্রহণে ইতিহাস এর প্রথম উইমেন্স "Money In The Bank" ম্যাচ অনুষ্ঠিত হয়। আর বস "James Ellaworth" এর মাধ্যমে "Carmella" হয়ে যায় প্রথম উইমেন্স "Money In The Bank" উইনার। 😂

তাই, ২০১৭ সালের স্মরণীয় মোমেন্ট গুলোর মধ্যে এটা ৪ নাম্বারে থাকছে।

••৩••

"Kurt Angle In Ring Action" :- প্রায় ১১ বছর পর ২০১৭ তে WWE তে পুনরায় ফিরে আসেন "The Olympic Gold Medalist" খ্যাত "Kurt Angle"। এবার তিনি "Raw" এর জেনারেল ম্যানেজার হিসেবে "WWE" তে আসেন। ফিরে আসার পর তাকে রিং একশন এ দেখার জন্য আমাদের কে বেশিদিন অপেক্ষা করতে হয় নি। একদম আনপ্রেডিক্টেবল ভাবেই এইবছর এর "TLC" পিপিভি তে তিনি রিং একশন এ ব্যাক করেন আর সেটা হলো "The Shield" এর মেম্বার হিসেবে। 😎

"Roman Reigns" এর অসুস্থতাজনিত কারণে "Kurt" "TLC" পিপিভি তে "Dean Ambrose" এবং "Seth Rollins" এর সাথে ট্যাগ টীম ম্যাচ এ অংশ নিয়ে ইন-রিং একশন এ ফিরে আসে। আর সবাই যেটা আশা করেছিল,তার অনেক আগেই তাকে রিং একশন এ পেয়ে যায়। আর তাই ২০১৭ এর সেরা স্মরণীয় মোমেন্ট গুলোর মধ্যে এটি ৩ নাম্বারে থাকছে।

••২••

"John Cena's 16x WWE Championship" :- বছরের শুরুতেই আমরা এই মুহূর্তটির সাক্ষী হই। ২০১৪ তে John Cena তার ১৫ তম ওয়ার্ল্ড টাইটেল জিতেন। তারপর থেকেই সবাই অধির আগ্রহে অপেক্ষা করতে থাকে তার ১৬তম ওয়ার্ল্ড টাইটেল জয়ের। এর পর ২০১৫ তে "Seth Rollins" এর সাথে এবং ২০১৬ তে "Aj" এবং "Dean Ambrose" এর সাথে টাইটেল ম্যাচ খেলার সুযোগ পেলে ও সেখানে তিনি ব্যার্থ হন। এই বছরের "Royal Rumble" এ তিনি "Aj Styles" কে আবার WWE Championship এর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং "Aj" তা এক্সেপ্ট করে। তারপর "Royal Rumble" তারা অসাধারণ এক ম্যাচ এর উপহার দেয় আমাদেরকে। বছর সেরা এই ম্যাচটিতে "Aj Styles'' কে ফাইনালি হারিয়ে "John Cena" তার ১৬তম ওয়ার্ল্ড টাইটেল জিতে নেন এবং "Ric Flair" এর রেকর্ড এ ভাগ বসান। 😆

••১••

"Roman Reigns Defeated The Undertaker" :- কেউ যদি প্রশ্ন করে, ২০১৭ তে "WWE" তে ঘটে যাওয়া সবচেয়ে তিক্ত ঘটনা কোনটি? তাহলে যে কোন রেস্লিং ফ্যান ই বলবে "Wrestlemania" তে "Roman Reigns" এর কাছে রেস্লিং গড "The Undertaker" এর পরাজয় টি। এই ম্যাচ এর সূত্রপাত "Royal Rumble" এ "Roman" এর মাধ্যমে "Undertaker" এর ইলিমেশন এর মাধ্যমে। আর তারপর "Wrestlemania" তে এসে আমাদের কে সাক্ষী হতে হয় "Wresltemania" ইতিহাস এর সবচেয়ে বড় তিক্ত অভিজ্ঞতার। ম্যাচ এর শেষে দিকে এক প্রকার একপেশে ভাবে "Roman Reigns" হারিয়ে দেয় "Deadman" কে। আর এই ম্যাচ এর শেষ এ, "Deadman" এর সেই দৃশ্য টা তো কেউই ভুলতে পারবে না,তাই ২০১৭ সেরা ৫ স্মরণীয় মোমেন্ট গুলোর মধ্যে এটি ১ নাম্বারে থাকছে এবং সেটা তিক্ত স্মরণীয় মোমেন্ট হিসেবে।
• লেখক ঃ ‎Ratul Rudro, *~২৪ ঘন্টা রেসলিং আড্ডা~*

২০১৭ এর সেরা ৫ স্মরণীয় মুহূর্ত।


Daniel Bryan এর কথা শুনলেই ২০১২ এর পরের রেসলিং জগৎটাকে মনে পরে সবার। কেনই বা পরবে না তখনকার সেরা মাইক স্কিল ও রিং স্কিলের মধ্যে তার নামটি যে স্বর্ণঅক্ষরে লেখা। কিন্তু তখন খারাপ লাগতো যখন তার মতো একজন ট্যালেন্টেড রেসলার The Shield এর যে কারো হাতে কিংবা অন্য কোনো রেসলার যার কিনা তার ছায়া পাড়াবার মতোও সামর্থ্য নেই তার হাতে চরম মার খেত। যদিও আমি একজন Roman ফ্যান। কিন্তু তাও মানতে হতো কারণ আপনারা জানেনেই... :)

আপনাদের জানিয়ে দিতে চাই যে, YES CHANT এর উদ্ভাবক ও সে নিজেই। আর সে তাদের মধ্যে একজন যারা WWE ইতিহাসে Grand Slam Champion নামে খ্যাত। কারণ বরাবরের মতো সেও জিতেছে WWE এর অন্তর্ভুক্ত সকল মেজর টাইটেল। আর WWE তে তার কৃতিত্বও কম নয় কারণ ২০১৩-১৪ সালে Cena, HHH, Randy'র পাশাপাশি সেও ছিলো কোম্পানীর একজন সফল রেসলার।

Daniel Bryan নিজের WWE ক্যারিয়ারে দুইবার সিরিয়াসভাবে ইঞ্জুরডও হয় কিন্তু একবার রিকভারি করে ফিরে আসলেও পরের বার আর ফ্যানদের মাঝে একজন রেসলার হিসেবে ফিরে আসতে পারে নি, কিন্তু হ্যা এসেছে একজন General Manager হিসেবে কারণ সে বর্তমান WWE SmackDown Live GM 😊

Daniel Bryan v/s Shane McMahon, রেসেলমেনিয়া ৩৪!


• Brock Lesner's Next In Royal Rumble :

আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে,আমাদের "Brock Lesner" পরের বছর "Royal Rumble"পিপিভিতে টাইটেল ডিফেন্ড করতে যাচ্ছেন। আর এই ব্যাপারটা গতকাল "র" তেই এনাউন্স হয়ে গিয়েছে। 

যাই হোক,গতকাল "র" তে Braun Stroman V/S Kane ম্যাচ হয়েছিল। যেখানে Kurt Angle এনাউন্স করেছিল যে ম্যাচটি যে জিতবে সে Royal Rumble-এ Brock এর সাথে Universal Title এর জন্য খেলবে। কিন্তু ম্যাচটি Double-Count Out এর মাধ্যমে শেষ হয়। ফলে Lesner এর অপনেন্ট এখনো ঠিক হয় নি। 

কিন্তু বর্তমানে WWE PLAN করছে যে Royal Rumble এ Triple Threat Match আয়োজন করতে। আর সেই ম্যাচটি Brock Vs Kane Vs Stroman। আর এটিই এখন ভিন্স দাদুর প্ল্যান। তবে আমাদের ভিন্স দাদু যেকোনো মূহুর্তে আবার তার প্ল্যান পরিবর্তন করতে পারে। 


• Steve Austin Praised about Roman vs Cesaro :

আজকের RAW তে আমরা দেখি যে, WWE IC চ্যাম্পিয়ন Roman Reigns vs WWE Tag Team চ্যাম্পিয়ন Cesaro ম্যাচ হয় Intercontinental টাইটেল এর জন্য। বলাবাহুল্য যে এই ম্যাচটি বেশ ভালো ছিলো এবং ম্যাচটিতে সিজারোকে স্পেয়ার মারার মাধ্যমে রোমান জয়লাভ করে। 

কিন্তু ম্যাচ শেষে সাবেক WWE সুপারস্টার Steve Austin তাদের প্রশংসা করে টুইটারে এক টুইটের মাধ্যমে। 

তাছাড়া রোমান এক টুইটের মাধ্যমে সিজারোকে ধন্যবাদ দেয় এত সুন্দর ম্যাচ উপহার দেয়ার জন্য।

• PW Insider তাদের রিপোর্টে জানিয়েছে, সাবেক TNA স্টার Rockstar Spud আগামী সপ্তাহ থেকে WWE-তে তার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে।  


• Clash of Champions এ Randy Orton ও Shinsuke Nakamura vs. Kevin Owens ও Sami Zayn ম্যাচে স্পেশাল গেস্ট রেফারী হিসাবে থাকবে Shane McMahon ও Daniel Bryan.

এই ম্যাচে Owens ও Sami হেরে গেলে তাদের WWE বহিস্কার করা হবে। 


• Dave Meltzer জানিয়েছে Royal Rumble এ Braun Strowman এবং Kane এর বিপক্ষে Universal চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে Brock Lesnar. Kane কে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার মূল কারন হচ্ছে যাতে Kane কে পিন করে Lesnar ম্যাচ জিততে পারে।  কারন Vince McMahon চায় না Strowman কে দ্বিতীয়বারের মতো পিন করে Brock ম্যাচ জিতুক।  


• খুব শীঘ্রই Watchman এর একটা টিভি সিরিজ আসতে চলেছে আর রুমর শুনা যাচ্ছে যে এতে ড. ম্যানহ্যাটন এর রোল প্লে করবে John Cena. কিছুদিন ধরে সিনা তার সোশ্যাল অ্যাকাউন্টে এ বিষয় নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে আসছে। ☺☺


• কয়েক সপ্তাহ আগে WWE Facebook Live এ যেই রেসলিং শো করতে চেয়েছিল সেটা একটা Mixed Tag Match Challenge হবে। অর্থাৎ এক টিমে একজন মহিলা ও একজন পুরুষ থাকবে। এভাবে তারা রেসলিং করবে। মহিলা-পুরুষ একে-অপরের বিপক্ষে খেলতে পারবে না।

আপনার এরকম একটা ড্রিম টিমের নাম বলেন যেখানে একজন পুরুষ আর একজন মহিলা রেসলার থাকবে। আমরটা:- Braun Strowman আর Nia Jax 


• সম্প্রতি Chasing Glory With Lilian Garcia এ Paige জানায়, ইন্টারনেটে তার আপত্তিকর ছবি এবং ভিডিও প্রকাশ পাওয়ার পর সে আত্মহত্যার পরিকল্পনা করেছিল। 

Paige কে সম্প্রতি Lilian Garcia's এর ইন্টারভিউ তে দেখা যায়। ইন্টারভিউ টি প্রায় ৯০ মিনিটের ও উপরে ছিল। তাকে প্রশ্ন করা হয় তিনি কেমন বোধ করেছেন যখন তার সেক্স ভিডিও + পিক লিক হয়েছে। তখন তিনি বলেন তিনি খুব কষ্ট পেয়েছেন। এগুলা বার হউয়ার পর তিনি নানা রকম আতংকে ছিলেন। তার পরিবার বন্ধুরা আত্মীয় রা তাকে ফোনে টেক্সট + ইমেইল করে লজ্জা দিয়েছিলেন।


• Times Of India র Recently এক Interview তে WWE Superstar এবং Intercontinental Champion "Roman Reigns" কে প্রশ্ন করা হয় Shield Brothers দের মধ্যে কে বেশি তার আপন? "Dean Ambrose" নাকি "Seth Rollins"?

তখন Roman এক কথায় উত্তর দেন যে Ambrose কে তিনি তার প্রকৃত বন্ধু মনে করেন।  তখন তাকে আবারো Question করা হয় যে তিনি Ambrose কে কেন নিজের আপনজন মনে করেন এবং Seth কে কেনো নয়? প্রতিউত্তরে Roman যা বলেছিল তা ছিল সত্যই অদ্ভুত এবং মজাদার!-

অবশ্যই Ambrose কে আমি আমার কাছের মানুষের মধ্যে একজন মনে করি।  এতে কোনো সন্দেহ নেই।  কারণ, Ambrose তো আর আমাকে Chair দিয়ে মারে নি!


• Dainik Jagran এর মতে WWE অতি তাড়াতাড়ি India তে ১টা wrestling academy খুলতে পারে। রেসলার হবার ইচ্ছা আছে যার যার এখনই রেডি হন। :p


ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রতি দুর্বল জিন্দার মহল :

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জিন্দার। এ সময় তিনি জানান, উঠতি বয়সে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমে পড়েছিলেন তিনি। জিন্দার মহল বলেন, ‘আমি উঠতি বয়সে ঐশ্বরিয়ার প্রতি অনেক দুর্বল ছিলাম। আমি তার তাল (১৯৯৯) সিনেমাটি দেখতাম এবং এখনো প্রায়ই দেখি। জুনিয়র বচ্চন (অভিষেক বচ্চন) অনেক ভাগ্যবান একজন ব্যক্তি।’

রেসলিং রিংয়ে সঙ্গী হিসেবে বলিউডের কাউকে বেছে নিতে হলে অক্ষয় কুমারকে চান তিনি। ‘বলিউডের নায়করাও সব অসাধারণ। হৃতিক রোশান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং সালমান খানের শারীরিক গড়ন অনেক সুন্দর এবং আমি তাদের সম্মান করি। যদি কখনো তাদের কাউকে এক ম্যাচে সঙ্গী হিসেবে নিতে হয় তা হলে অক্ষয়কে বেছে নিব, কারণ তিনি অনেক ফিট এবং তার মার্শাল আর্ট জানা আছে। রিংয়ের মধ্যে তিনি অনেক ভালো করবেন’ -বলেন এই রেসলার 😃 


• PWMania এর তথ্যমতে Lince Dorado কে কয়েক সপ্তাহ আগে প্রায় রিলিজ করে দেওয়া হয়েছিল। কারণ তার বিরুদ্ধে ১জন creative staff member অভিযোগ করেছিল যে storyline এর ব্যাপারে Lince এর দেওয়া কিছু আইডিয়া সে রিজেক্ট করার কারণে সে তাকে হুমকি দেয়। 😂


WWE 2K18 খেলার পর কয়েকজন রেসলারের রেটিং নিয়ে Rusev এর মতামত:

"আমার রেটিং ৮৪? ১ বছর ধরে অপরাজিত একজন স্টার কিভাবে ৮৪ রেটিং পায়? আমি ট্যাংকে চড়ে Wrestlemania তে John Cena এর বিপক্ষে ম্যাচ খেলেছি।" 👍

"Sami Zayn এর আমার চেয়ে বেশি রেটিং পেয়েছে। যে কিনা নিজের পেটের লোম রেজর দিয়ে পরিষ্কার করে তার আমার থেকে বেশি রেটিং পাওয়া উচিত না।" 😂

"Shane McMahon আর আমার রেটিং সমান, কেন? সে বছরে শুধুমাত্র ১২বার রেসলিং করে" 😀

"Enzo এর রেটিং ৭৪?? তার যোগ্যতা অনুযায়ী ৭৪ অনেক। এমনিতেও তার কখনো রেসলিং করা উচিত না।" 😆

"Aiden English এর রেটিং মাত্র ৭৫? Rusev Day এর সমর্থনের জন্য তার রেটিং অন্তত ৮৫ থাকা উচিত।" 👏



• Noam Dar knee injury তে ভুগছে। এটা ঠিক হতে কয়েক সপ্তাহ লাগবে।


• Chris Jericho কনফারেন্সে এসে বলেন সে Kenny Omega কে হারিয়ে দিবেন Wrestle Kingdom 12 তে এবং এটিই হবে kenny এর শেষ ম্যাচ। _ Holy Shit 😲 তারপর Kenny Omega Jericho কে এট্যাক করেন।


NJPW Wrestle Kingdom 12 Matchcard :

January 4 2018 তে হবে #NJPW-এর বছরের সবচেয়ে বড় এই Pay-per-view-টি এবং সেটি হবে Tokyo Dome-এ at Tokyo Japan

◘ IWGP Heavyweight Championship:
- Kazuchika Okada© vs Tetsuya Naito

◘ IWGP United States Championship:
- Kenny Omega© vs Chris Jericho

◘ IWGP Intercontinental Championship:
- Hiroshi Tanahashi© vs Jay White

◘ IWGP Tag Team Championship:
- Killer Elite Squad© (Davey Boy Smith Jr & Lance Archer) vs NEVER Openweight Six-Man Tag Team Champions Los Ingobernables de Japon (Evil & Sanada)

◘ IWGP Junior Heavyweight Championship:
(fatal four way match)
- Marty Scurll© vs Hiromu Takahashi vs Kushida vs Will Osprea

◘ IWGP Junior Heavyweight Tag Team Championship:
Roppongi 3K© (Sho & Yoh) vs Young Bucks (Matt Jackson & Nick Jackson)

◘ ROH World Championship:
Cody Rhodes© vs Kota Ibushi
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Siam Hossain, ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **।
অন্যান্য নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ১৪/১২/২০১৭


WWE বর্তমানে দুই নৌকো তে পা দিয়ে চলছে। একদিকে তাদের দরকার ভালো রেসলিং, অপরদিকে এন্টারটেইনমেন্ট। এর ফলে তারা কোনো দিকেই ভালো ভাবে মনোযোগ দিতে পারছে না। এটিটিউড এরা তে WWE, তাদের শো গুলোকে এন্টারটেইনমেন্ট বা আনন্দদায়ক করতে চেয়েছিলো এবং এজন্য বেশ সফল হয়েছিল। রুথলেস এগ্রেশন এরা তে তারা আবার রিঙ এ রেসলিং এর দিকে বেশি মনোযোগ দেয়। WWE এর মোটামুটি সিংহভাগ হার্ডকোর, ব্রুটাল রেসলিং, এক্সট্রিম মান্যুভারস, এক্সট্রিম মোমেন্ট আমরা এই তেই দেখতে পেয়েছিলাম। এতে এন্টারটেইনমেন্ট ছিলো তবে প্রধান ফোকাস ছিলো ইন-রিঙ কেমিস্ট্রি, এবিলিটি,পারফরমেন্স এর ওপর।

বর্তমানে রিয়ালিটি এরা / নিউ এরা তে WWE দু দিক তথা রেসলিং ও এন্টারটেইনমেন্ট এর প্রতি মনোযোগ দিয়েছে। যার ফলে কোনোএকটি ও যেন সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। বর্তমানের সেগমেন্ট গুলো যেন নিরস, মুভ গুলো তে যেন বৈচিত্রতা নেই। বৈচিত্র্যহীন অনুষ্ঠান দেখতে দেখতে সবাই যেন আস্তে আস্তে বিরক্তি অনুভব করছে।

New Japan Pro Wrestling কে দেখুন! বস্তুত, তারা এন্টারটেইনমেন্ট এর প্রতি কোনো দাম ই দেয় না। এতে করে কী তাদের দর্শক কমে গিয়েছে? উঁহু, তারা প্রতিবছর ধীরে ধীরে গ্লোবাল মার্কেট এ নিজেদের স্থান দখল করছে, হয়ত এজন্যই গতবছরের থেকে এ বছর তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট "Wrestle Kingdom" এর টিকিট বিক্রি প্রায় 20% বেড়ে গিয়েছে। আপনি ROH কে দেখুন , CZW দেখুন, Lucha Underground দেখুন। সবাই কেবল একটি দিক ওর উপর ই ফোকাস করছে, কেউ কেউ রেসলিং এর ওপর, কেউ এন্টারটেইনমেন্ট এর ওপর। আর WWE দু- নৌকো তে পা দিতে গিয়েছে বছর বছর রেটিং হারাচ্ছে। এটিটিউড এরা তে WWE এর গড় রেটিং চার এর নিচে যাবে কেউ ভাবতে ই পারে নি। আর এখন 2.1 হচ্ছে WWE-এর গড় রেটিং। WWE তো তাদের সর্বকালের সেরা এক ট্যালেন্টেড রোস্টার পেয়েছে, তবুও কেন রেটিং এত কম? এর পেছনে কারণ বলতে গেলে সেই একটি-ই, দু-নৌকো তে পা দিয়ে চলা।

• লেখক ঃ ‎Tasnim Wasith‎ 

WWE এর লো রেটিং এর কারণ...

আমরা সকলেই জানি এবং মানি,এই পৃথিবীতে কোন কিছুই পার্ফেক্ট নয়। আপনি যতই ছলা কলা-কৌশল করে পার্ফেক্ট হতে চান না কেনো, সম্পূর্ন ভাবে আপনি কখনোই পার্ফেক্ট হতে পারবেন না। তো এক্ষেত্রে আমাদের প্রিয় WWE ই বা বাদ পড়বে কেনো? দর্শক দের চাহিদার সাথে অমিল কিংবা কোম্পানির জন্য হুমকি স্বরুপ এমন অনেক কাজ ই আমাদের প্রিয় ভিন্স এবং WWE এর দ্বাড়া হয়েছে। যার ফলে তাদের বিশাল ফ্যানবেস সবথেকে বড় প্রো-রেসলিং কোম্পানি টি কেই ইম্পার্ফেশনিস্ট এর তকমা লাগিয়ে দিয়েছে। আজ আমার আলোচনার মূল বিষয় এই সম্পর্কেই। তাদের কিছু কিছু ডিসিশন গুলো এতটাই হরিবল ছিল যার জন্য এখন পর্যন্ত তাদের রিগ্রেট করতে হয়।


• "Announcing The Rock As The No.1 Contender Outta Nowhere On Raw 1000 Episode" :

অনেকে এর সাথে হয়ত সহমত না ও হতে পারেন। কিন্তু ইস্যু টা কে ক্রিটিক্যালি ঘাটলে তারাও সহমত ধারন করতে পারেন। এক্ষেত্রে সবথেকে বেশী কাজে দিবে উক্ত সিদ্ধান্তটির পরবর্তী সময়কালে কিরূপ প্রভাব পড়েছিল সে বিষয় গুলো বিবেচনার উপড়।

সময়টা ২০১২ এর ২৩ জুলাই। "মানডে নাইট র" এর ১০০০ তম এপিসোড ধুম ধামের সাথে পালিত হচ্ছে। সার্প্রাইজের পর সার্প্রাইজ। সকলেই বেজায় খুশি। তখন চলছিল CM Punk এর রাজত্ব। ডিফেন্ডিং চ্যাম্প হিসেবে মেইন ইভেন্ট তার ই করার কথা ছিল। সেই এপিসোডেই পাঙ্ক এবং ড্যানিয়েল ব্রায়ান এর সাথে এক সেগমেন্ট এ রক ইন্টারাপ্ট করেন এবং WWE ইউনিভার্স কে উদ্দেশ্য করে বলেন, "যে আগামী রয়্যাল রাম্বল(২০১৩) এর সময়কালে ডিফেন্ডিং চ্যাম্প থাকবে তাকে আমার বিপক্ষে সেই পিপিভিতেই তার টাইটেল ডিফেন্ড করতে হবে"। এতে ডিরেক্টলি কাওকে নির্দেশ না করা হলেও হার্ডকোর ফ্যান রা আচ করে ফেলে কি হতে চলেছিল। এই বিষয়ে সবার শিওরিটি আরও বিরাট আকার ধারন করে যখন সেই রাতেই রক কে পাঙ্ক আক্রমনের মাধ্যমে হীল টার্ন করেন। পাঙ্কের পাইপবম্বের থেকে অনেকেই জেনে থাকবেন যে, দি রক কে পার্সোনালি অপছন্দ করতেন পাঙ্ক।

WWE এর করা কিছু ঐতিহাসিক ভুল!


বর্তমানে স্ম্যাকডাউন লাইভের দুই আলোচিত রেসলার হল স্যামি যেইন এবং কেভিন ওয়েন্স। সময়টা বেশ পুরোন না যখন স্যামি এবং কেভিন একে অপরের বিরুদ্ধ্যে অনেক অসাধারণ ম্যাচ উপহার দিয়েছেন। NXT র সময় ধরে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বারবার ফিউড হয়েছে। কিন্তু কয়েকমাস আগে Hell In A Cell পিপিভিতে শেন ম্যাকমাহন এবং কেভিন ওয়েন্সের ম্যাচ চলাকালীন, এক পর্যায়ে শেন Cell এর উপর থেকে কেভিনের উপর Elbow Drop দিতে যায়! তখনই স্যামি এসে কেভিনকে সেফ করে এবং কেভিনকে ম্যাচটি জিতিয়ে দেয় এবং স্যামি হিল টার্ন করে 😱

এরপর স্যামি এবং কেভিনের নতুন করে পথচলা শুরু হয়! এবার হয়ত স্যামি পুশ পাবে, সবাইতো তাইই ভেবেছিল। কিন্তু তা আর হল না :/ !! Survivor Series এর প্রি শো তে ম্যাচ খেলেছিল স্যামি এবং কেভিন! এখন আবার Clash Of Champions পিপিভিতে র‍্যান্ডি অর্টন এবং শিনসুকে নাকামুরার মুখোমুখি হতে চলেছেন কেভিন এবং স্যামি! ম্যাচে দুইটি শর্ত রয়েছে, ম্যাচের গেস্ট রেফারি থাকবে শেন ম্যাকমাহন, আর স্যামি এবং কেভিন যদি ম্যাচ হারে তাহলে তাদেরকে WWE থেকে বের করে দেওয়া হবে।

Sami Zayn & Kevin Owens এর ভবিষ্যৎ!


• Christmas edition of Raw-তে ব্যাক করতে পারেন John Cena. সম্প্রতি তাকে এডভারটাইস করা হচ্ছে সে RAW-এর জন্য।


• স্পোর্টস্কিডা রেস্লিংকে দেয়া এক সাক্ষাতকারে জিন্দার মহল বলেছে যে, বর্তমান সময়ের সেরা মেল প্রো রেস্লার হল এজে স্টাইলস এবং সেরা ফিমেল প্রো রেস্লার শার্লট ফ্লেয়ার!

অবশ্য আমিও সেটাই মনে করি, অন্ততপক্ষে কমপ্লিট প্যাকেজ বিবেচনায় তারাই সেরা। যেমন ভাল তাদের মাইক স্কিল, তেমনি ভাল তাদের ইন রিং স্কিল! কুদুস টু জিন্দার, সত্যটা অনায়াসে স্বীকার করার জন্য।


• NJPW World Tag League এ আজ উপস্থিত হয় Chris Jericho এবং Codebreaker দেয় Kenny Omega কে। এরপর Omega কে আক্রমণ করে রক্তাক্ত করে।

শেষে Omega কে এবং রিঙ এনাউন্সার Halliburton Cowboy কেও Codebreaker দেয় Jericho. 


• Bray Wyatt vs. "Woken" Matt Hardy ম্যাচটির জন্য "The Wyatt Family Compound" ফিরিয়ে আনছে WWE.

এর আগে "The Wyatt Family Compound" এ মুখোমুখি হয়েছিল The Wyatt Family এবং The New Day.


• WWE cruiserweight superstar, Rich Swann (আসল নাম Richard Swann) কে বহিষ্কার করেছে WWE । প্রায় 12 ঘন্টা আগে তাকে বহিষ্কার করা হয়। Rich Swann কে তার আগে এরেস্ট করা হয়েছিলো "Domestic Violence"," Battery", "Kidnapping" এর জন্য। এক্ষেত্রে ভিকটিম বা আক্রান্ত ব্যক্তি হচ্ছে তার স্বীয় স্ত্রী। এ ঘটনা রটে যাওয়ার পর পরই তাকে বহিষ্কার করেছে WWE। 


• গুজব উঠেছে যে ক্রুজারওয়েট ডিভিশনে ডেবিউয়ের পরপরই Hideo Itami একটা বড় পুশ পেতে পারে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে Rich Swann এর পরিবর্তে Cruiserweight Championship এর No. 1 Contenders ম্যাচে তাকে অ্যাড করা হতে পারে। ✌️


• সাম্প্রতিক এক ইন্টারভিউতে Wade Barrett তার 'Bad News' গিমিকটি ছাড়ার কারণটি উল্লেখ করে। সে বলে, "আমাকে নির্দিষ্টভাবে এই কারণটি দেখানো হয়েছিল যে, আমাকে আমার ক্যাচফ্রেস ‘I’m afraid I’ve got some bad news’ টি আর ব্যাবহার করতে দেওয়া হবে না। কারণ আমি তখন একজন হিল ছিলাম কিন্তু দর্শকরা আমাকে চিয়ার করত।"

"আমি ব্যাক্তিগতভাবে এ যুক্তিটার সাথে একমত না। আমার মতে তারা যদি আমাকে চিয়ার করে, তাহলে তাই হোক। আমি আগে কখনো বেবিফেস ক্যারেক্টার প্লে করিনি। কিন্তু এ সিদ্ধান্তটি আমার ক্ষমতার ঊর্ধ্বে ছিল কিন্তু সেটা কোন ব্যাপার ছিল না। তারপরেও আমি Bad News Barrett ছিলাম কিন্তু আমি কোন প্রোমো কাট করে কোন খারাপ খবর দিতাম না। তো আমি ভাবতে থাকি, কোন খারাপ খবর না দেওয়ার পরেও কেন আমাকে Bad News Barrett বলা হয়? সেটাই আমার ক্যারেক্টার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়।"


• গতকাল ১১ ডিসেম্বর, সাবেক WWE ও বর্তমান Lucha Underground সুপারস্টার Rey Mysterio'র ৪৩তম জন্মদিন ছিল। তিনি মেক্সিকান প্রমোশন AAA ও Lucha Underground এর বর্তমানে রেগুলার রেসলিং করছেন। ধারণা করা হচ্ছে তিনি আগামী রয়্যাল রাম্বলে সারপ্রাইজ এন্ট্রি করতে পারেন! যদি এরকম হয় তাহলে সেটা নিশ্চই প্রো-রেস্লিং লাভারদের জন্য এক অসাধারণ মূহুর্ত হবে! অনেকদিন পর আবারোও তার রেসলিং জাদু দেখবে গোটা রেসলিং বিশ্ব!! 


WWE Clash of Champions আপডেট ম্যাচকার্ড

(অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর, ২০১৭)

১. WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ AJ Styles (c) vs. Jinder Mahal.

২. Women's চ্যাম্পিয়নশিপ Lumberjill ম্যাচঃ Charlotte Flair (c) vs. Natalya.

৩. United States চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Baron Corbin (c) vs. Bobby Rodde vs. Dolph Ziggler.

৪. Tag Team চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ The Usos (c) vs. The New Day vs. Shelton Benjamin ও Chad Gable vs. Rusev ও Aiden English

৫. Tag Team ম্যাচঃ Randy Orton ও Shinsuke Nakamura vs. Kevin Owens ও Sami Zayn

(গেস্ট রেফারীঃ Shane McMahon; Owens ও Sami হারলে তাদের বহিস্কার করা হবে।)


"Top 5 Draft Rumor যেগুলা ২০১৮ তে হওয়ার সম্ভাবনা রয়েছে" :

◘ "Jindar Mahal" 'Raw' তে ড্রাফট হতে পারে এবং "Vince" মনে করেন যে, "Jinder" 'Raw' তে আরো বড় কিছু অর্জন করবে। 😛

◘ "Brawn Stowman" কে "SD Live" এ ড্রাফট করা হবে। যদিও সে এখন পর্যন্ত "Universal Title" জিতে নি কিন্তু "Vince"চাচ্ছেন তাকে "WWE Champ" বানানোর জন্য। ☺

◘ "Jeff Hardy" ২০১৮ এর এপ্রিল এর কাছাকাছি সময়ে ব্যাক করবে। ক্রিয়েটিভ প্যানেল তাকে "SD Live" এ ড্রাফট করার চিন্তাভাবনা করছে কিন্তু "Matt Hardy" 'Raw' তেই থাকবে। 😷

◘ "Roman Reigns" কে গত এপ্রিল এ "SD Live" এ মুভ করানোর কথা ছিল কিন্তু পরে এই সিদ্ধান্ত বাতিল হয়। কিন্তু "WWE'' এইবার তাকে "SD Live" এ ড্রাফট করার প্লানিং করছে। আর এটা হলে "The Shield" আবার ভাঙ্গত্তে যাচ্ছে।  😞

◘ বর্তমানে "SD Live" এ বলতে গেলে "AJ Styles" এর ই আধিপত্য চলছে। কিন্তু "Vince" তাকে "Raw" তে ট্রান্সফার করতে চাচ্ছে। 😒

• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Ratul Islam Antor, Siam Hossain।
সমস্ত নিউজ আপডেট দেখতে এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ১২/১২/২০১৭

◘ 'Royal Roumble' অবশ্যই 'WWE' এর একটি exciting PPV । এই PPV তে অনেক রেসলারই কিছু Unseen মোমেন্ট উপহার দিয়েছেন । তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রেসলার হলেন ' Kofi Kingston ' । আজ Kofi কে নিয়েই কিছু লিখার চেষ্টা করেছি । তো চলুন শুরু করি ! 

◘ বর্তমানে 'WWE' এর Most Popular Tag Team গুলোর মধ্যে 'The New Day' অন্যতম একটি tag team । আর এই New day এর অন্যতম টিম পার্টনার হলেন 'Kofi Kingston' । যাকে ছাড়া New Day অকল্পনীয় । এই Kofi টানা ৫ Royal Rumble PPV তে অসাধারণ মোমেন্ট উপহার দিয়েছেন যেমন :

• ২০১২ : সাল ২০১২, এবং এটি ছিল Royal Rumble এর ২৫ তম PPV ! সেই বছরের 'Royal Rumble' এ ঠিক প্রতিবছরের মতোই প্রত্যকে রেসলারই একে অপরকে ইলিমিনেট করতে ব্যাস্ত । কিন্তু একজন রেসলার সবার দৃষ্টি কাড়লেন , তিনি হলেন Kofi Kingston ! Miz Kofi কে টপ রোপ থেকে ক্লোজ লাইন দিলে Kofi টপ রোপ ধরে বসেন আর রিংয়ে ব্যাক করতে চান কিন্তু Miz Kofi এর হাত রোপ থেকে ছাড়িয়ে দেন ! তারপর-

Royal Rumble এবং Kofi Kingston!

রেসলিং ইতিহাসের অন্যতম একটি স্টিপুলেশন হলো Cage match, Cage একটি ম্যাচ কে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে, Cage হলো Pro Wrestling এর অনেক পুরাতন ও পপুলার স্টিপুলেশন। পুর্বের Cage রড দিয়ে তৈরি হতো তারপর এটির বিবর্তন ঘটার পর এখন জালি ও দস্তা দিয়ে Cage তৈরি করা হয়। এসব বাদে অনেকসময় বিভিন্ন Cage বাশঁ ও কাঠ দিয়ে তৈরি করা হয়।এছাড়া Cage ম্যাচ দেখার জন্য ও অনেক উত্তেজনা থাকে So now I presenting top 5 cage match in wrestling history ✌



• 5) Punjabi Prison Match :

Punjabi prison match এর আবিষ্কারক হচ্ছে Great Khali, Punjabi prison ম্যাচে সর্বপ্রথম অংশ নেয় Undertaker ও Big Show আর ২য় ম্যাচে অংশ নেয় The Great Khali ও Batista। এই ম্যাচে ২ টি Cage থাকে ও উভয় Cage ই বাশঁ দিয়ে তৈরি, প্রথম Cage থাকে রিং এর সাথে জোড়ালো যার উচ্চতা ১৬ ফুট তারপর একটু স্পেস ও আরেকটি Cage যার উচ্চতা ২০ ফুট। প্রথম Cage এ থাকে ৪ টি দরজা যেটি খোলা হয় ১ মিনিটের জন্য এরকম করে ৪ টি দরজা খোলা হয় ১ মিনিট করে আর একটি খোলা হয়ে গেলে ২য় বার আর খোলা হয় না। ম্যাচ জিততে হলে ২ টি Cage থেকে বের হতে হবে। এখানে কোনো DQ নেই। সর্বপ্রথম ম্যাচে Undertaker প্রথম Cage এর বাহির থেকে Big Show'র ওপর Cross body হিট করলে দরজা ভেঙ্গে যায় যারপর Undertaker Big Show'র থেকে কিছুটা দুরে থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয় আর ২য় ম্যাচে Batista উভয় Cage কে escape করে জয় তুলে নেয়। ৩য় ম্যাচে মুখোমুখি হয় Jinder ও Randy যেখানে Great Khali ডিস্ট্র‍্যাক্ট করায় Jinder জিতে যায়।

রেসলিং ইতিহাসের সেরা ৫ Cage ম্যাচ।


আমরা সকলেই জানি যে, আজ WWE এর একটি লাইভ শো অনুষ্ঠিত হল ভারতে। শো টি শুরু হয়েছিল বিকাল ৫ টাই দিল্লির IGI Stadium এ। প্রায় ১ বছর পর ইন্ডিয়াতে লাইভ ইভেন্ট হচ্ছে... মোটামাটি ফুল ক্রাউড ছিলো। তবে পুরো টিকিট বিক্রি হয়নি, ৮০% টিকিটই শুধু বিক্রি হয়েছে।

যেমনটা আমরা জানি যে, WWE তাদের লাইভ ইভেন্ট কোন টিভি চ্যানেলে সরাসরিভাবে বা রিপিট প্রচার করে না। আর এবার ও তাই হচ্ছে। এবার ও এই লাইভ ইভেন্ট কোন টিভি বা ওয়েবসাইট এ লাইভ দেখা যাবে না। এমনকি WWE Network এ ও না। তবে এই ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এর ভিডিও WWE তাদের অফিশিয়াল টুইটার ও ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করবে।

এরকম একটি ভিডিও পোস্ট করেছে ভারুন ধাওয়ান, যে দ্যা রকের বিশাল ফ্যান হিসাবে পরিচিত-

♦ কি কি ম্যাচ হতে চলেছে এই লাইভ ইভেন্টে চলুন দেখে আসি -


◘ Triple H vs Jinder Mahal

◘ The Shield: Roman Reigns, Seth Rollins and Dean Ambrose vs. Samoa Joe and RAW Tag Team Champions Cesaro and Sheamus

◘ Braun Strowman vs. Kane

◘ Finn Balor vs Bray Wyatt

◘ RAW Women's Champion Alexa Bliss vs. Sasha Banks

◘ Jason Jordan vs Elias

◘ WWE Cruiserweight Champion Enzo Amore vs. Kalisto

◘ Apollo Crews and Titus O'Neil vs Gallows and Anderson

◘ Jeet Rama and Kishan Rafter vs The Miztourage (Bo Dallas, Curtis Axel)


♦ এবার দেখবো লাইভ ইভেন্টের রেজাল্ট, অর্থাৎ কে কাকে হারিয়েছে -



• Finn Balor হারিয়েছেন Bray Wyatt কে।

• Alexa bliss হারিয়েছেন Sasha Banks কে।

• Jason Jordan হারিয়েছেন Elias কে।

• Jeet & Kishan হারিয়েছেন Miztourage কে।


• Roman Reigns Wins it for the Shield at IGI Stadium as they defeat the trio of Sheamus, Cesaro and Samoa Joe.

• Enzo Amore Defeated Kalisto

• Braun Strowman Defeated Kane By Dq

WWE'র ইডিয়া ট্যুরে Jinder Mahal কে হারিয়েছে Triple H!!

ম্যাচের শুরুতে ২ জনই প্রচুর পপের মাধ্যমে রিংয়ে আসেন।
এরিনাতে Stephanie!!! চ্যান্ট হয়। 
ম্যাচে Jinder H-কে Figure 4 দেন, কিন্তু H কিকআউট করেন।
H আবার Jinder-কে Pedigree দিয়ে বসেন কিন্তু Jinder ও কিকআউট করেন 😱.
তারপর Jinder তার সিগন্যাচার মুভ Khalas হিট করেন H-কে।
কিন্তু প্রথম রেসলার হিসাবে Khalas থেকে কিকআউট করেন H.

আর Finally উত্তেযণাপূর্ণ ম্যাচে ২য় বারের মতো Jinder-কে Pedigree হিট করেন H … And!!!.. 1..2..3!!!

ম্যাচে দুইজনই প্রচুর পপ পান, প্রায় আধ ঘন্টা যাবত চলা এই ম্যাচে Jinder এর চেয়ে বেশি চিয়ার পেয়েছে Triple H। ম্যাচশেষে Triple H প্রমো কাট করেন, তিনি ক্রাউডদের এবং Mahal-এর প্রশংসা করেন। এবং ক্রাউডদের ধন্যবাদ জানান। 

তারপর Mahal & Singh Brothers দের সাথে নাচেন এবং Mahal H-কে ধন্যবাদ এবং রেসপেক্ট প্রদর্শন করেন। এবং শেষে Samir Singh-রে Pedigree দিয়ে যান😂. তারপর Jinder ধন্যাবাদ জানায় ক্রাউডদের এবং ইন্ডিয়াকে তাকে সাপোর্ট করার জন্য। সে প্রমিস করে নেক্সট টাইম যখন সে ইন্ডিয়াতে আসবে তখন সে WWE Champion হয়ে আসবে 😒😂😜। তারপর সবাইরে স্যালুট করে চলে রিং ত্যাগ করেন Mahal.

ম্যাচ শেষে Jinder এর প্রশংসা করে Triple H এবং Singh Brother ও Jinder এর সাথে ইন্ডিয়ান "Bhangra" ড্যান্সও করে সে কিন্তু নাচ শেষে Sunil Singh কে Pedigree-ও দেয়। নাচের দৃশ্যটি নীচে দেওয়া হল -


ট্রিপল এইচ ইভেন্ট শেষ হবার আগে যে প্রমো কাটলেন -



♦ WWE ইন্ডিয়া ট্যুর ২০১৭ এর বিশেষ কিছু ছবি দেওয়া হল -











 • লেখক ঃ Xohirul Badol, ARj Ashfac Rafsanjany, রেসলিং বাংলা।

WWW ইন্ডিয়া ট্যুর ২০১৭ রেজাল্ট, ০৯/১২/২০১৭