Cena-কে চেনে না এমন প্রো-রেস্লিং ফ্যান মনে হয় না পাওয়া যাবে না। তার যেমন কোটি-কোটি ফ্যান আছে,তেমনি লক্ষ-লক্ষ হেটার আছে। তবে আপনাকে মানতেই হবে তার মাইক স্কিল এবং Dr. Of Thuganomics গিমিক সেরাদের সেরা। চলুন জেনে আসি এই গিমিক সৃষ্টির পিছনের কাহিনীটা→

Cena যেই সময় WWE-তে এসেছিল সেই সময় WWE-এর ছিল দারুণ সব নতুন-পুরানো রেস্লার। নিজের জন্য আলাদা পরিচয় এবং যায়গা সৃষ্টির করতে চেয়েছিলেন তিনি তবে যাই করতো না কেন সেটা অন্যদের মতো হয়ে যেতো।

এই গিমিকের সূচনা ঘটে WWE-এর একটি ইউরোপিয়ান টুরে। সাধারণত WWE ক্যারিয়ারের প্রথম দিকে Cena বাসের পিছনে একা-একা বসে থাকতো,কারোর সাথে তেমন কথা-বার্তা বলতো না। তো সেই টুর বাসে সময় কাটানোর জন্য Rikishi,Eddie,Rey Mysterio,Mark এবং আরো কিছু রেস্লার ফ্রি স্টাইল Rapping শুরু করেন। 

তারা একসময় Cena-কে Rap করার সুযোগ দেয় যেখানে Cena ফাটিয়ে দেয় ও অনেকের প্রশংসা পায়। সৌভাগ্য ক্রমে বাসে বসে থাকা একজন ক্রিয়েটিভ টিমের সদস্য Cena'র ট্যালেন্ট কে চিনতে পারেন এবং বাস থেকে নামার পর তাকে একলা পেয়ে জিজ্ঞেস করেন যে, তিনি টিভি শো-তে Raping করতে চায় কিনা? Cena তখন চিন্তা করে,তিনি সবার থেকে ব্যতিক্রম হতে চেয়েছিল এবং এটিই তাকে ব্যতিক্রম করবে। তাই তিনি, হ্যাঁ বলে দেন। ক্রিয়েটিভ টিমের সদস্য তখন তাকে জিজ্ঞেস করলেন যে, তিনি কি 'Cool' দেখতে চান,নাকি 'Weird' দেখতে চান? Cena জবাবে বলেন, তিনি অন্যদের থেকে আলাদা দেখতে চান যেন তিনি সবার নজরে আসে। এবং তার Outfit-এর অনুপ্রেরণা পায় একটা তরুণের কাছে থেকে যাকে তিনি দেখেছিলেন একটি সমুদ্র সৈকতে।

এভাবে সূচনাপাত ঘটে Dr Of Thuganomics গিমিকের।
• লেখক ঃ Abid Shahriar

জন সিনার Dr. of Thuganomics গিমিকের সূচনা।


• শুধু WWE বলাটা ভুল হবে, সকল প্রো-রেসলিং কোম্পানির এক অন্যতম অংশ হচ্ছে এই Tag Team Division । প্রো-রেসলিং ইতিহাসের প্রায় শুরু থেকেই এই Tag Team অংশটি জুড়ে আছে এবং আমাদের এক অন্য ভাবে বিনোদন দিয়ে যাচ্ছে । কিন্তু বর্তমান সময়ে অন্য সকল কোম্পানির তুলনায় WWE তাদের এই Division-টি আস্তে আস্তে এক বিরক্তিকর ডিভিশনে পরিনত করতে চলেছে ।

কোথায় সেই Attitude Era এবং Ruthless Era এর সেরা সেরা Tag Teams এবং Stables । যারা এরিনায় প্রবেশ করেই রিং কে মাতিয়ে রাখতো আর দর্শকরা উল্লাসে ফেটে চিল্লাতো আর কোথায় এখন New Era এর Comedyan সকল Tag Teams যারা এরিনায় আসলে হয়তো বাচ্চারা একটু হেসে উঠে কিন্তু বাকি সকলে প্রায় বিরক্ত হয়ে বসে থাকে ।


এমন অবস্থা কেন এই Division এর?

WWE এর কাছে কি তাহলে ভাল কিছু ট্যালেন্টেড Tag Team নাই? অবশ্যই আছে । এরিনাকে জমজমাট করে দর্শকদের ফাটিয়ে পরা সেই আগের উল্লাসকে ফিরিয়ে আনার মত যথেষ্ট ভাল Tag Team আছে কিন্তু তবুও এখন এটা ১টা Boring Division । আসলে এটার জন্য দায়ি হচ্ছে WWE এর ক্রিয়েটিভ প্যানেল । যারা আস্তে আস্তে এই Division এর উপর থেকে গুরুত্ব কমিয়ে দিচ্ছে এবং ঠিক এটাই কারণ এই Division-টাকে একটা Boring এ পরিণত করার ।

WWE ট্যাগ টিম ডিভিশনের পতন।


• Dave Meltzer এর মতে, Batista তার WWE রিটার্ন নিয়ে খুবই সিরিয়াস এবং সে তার WWE ক্যারিয়ার একজন ফুল-টাইমার রেসলার হিসেবে শেষ করতে চাইছে। প্রথমে Batista কে এবছরের হল ফ ফেমার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তা আর হচ্ছে না কারন Batista আবারও WWE-তে রিটার্ন করতে চাচ্ছে। 


• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে, WWE Horsewomen এবং UFC Horsewomen এর মধ্যকার ম্যাচের পরিকল্পনাটি বাতিল করেছে WWE. 


• গত সপ্তাহের 205 Live এ ম্যাচ শেষে Kalisto'র মুখে জলভর্তি বোতল ছুঁড়ে মারে উপস্থিত কোন এক দর্শক। বোতল মুখে মারার কারনে Kalisto'র মুখে সেলাই করতে হয়েছে। Kalisto'র স্ত্রী বিষয়টি ইনস্টাগ্রামে জানায়। 


• PWInsider এর রিপোর্ট অনুসারে আগামী কয়েক সপ্তাহ Dolph Ziggler কে Smackdown Live এ দেখা যাবে না, তবে সে লাইভ ইভেন্টগুলোতে কাজ করবে।

উল্লেখ্য, গতকাল Smackdown Live এ নিজের United States চ্যাম্পিয়নশিপ Vacant করে দেয় Ziggler.

WWE নিউজ আপডেট, ২৩/১২/২০১৭


• যেমনটি আমরা জানি, সম্প্রতি News প্রকাশ হয়েছে Dean Ambrose তার চলতি Injury এর কারণে দীর্ঘ ছয় মাস WWE থেকে বাহির থাকবেন। যেহেতু Mid Card এ Seth Rollins & Dean Ambrose Vs The Bar এর Feud ছিল Tag Team Championship এর জন্য। তার উপর নিউজ আসছে Ambrose এর Role Play হিসেবে WWE আরেকজন কে Choice করছে। 

শেষ খবর অনুসারে এখন থেকে Roman Reigns এবং Seth Rollins এর Partner হবে Jason Jordan। আবার এটাও নয় যে Jordan Shield এর সঙ্গে পুরপুরি যুক্ত হবে। Jordan শুধু Ambrose এর না আসা পর্যন্ত Shield এর সাথে থাকবে। তাছাড়া Seth এবং Dean কে একসাথে যত গুলো ম্যাচ খেলার ছিল তার মধ্যে, Dean এর জায়গায় Jordan থাকতে পারে।

এর সাথে Madison Squire এ যে Live Event টি হতে ছিল তার মধ্যে এখন, Seth & Jordan Vs The Bar ম্যাচ হবে। আমার মতে, Jordan WWE এর পক্ষ থেকে ভালো Replacement না। কেননা, সে Ambrose এর সঙ্গে Rivalry করার চেষ্টা করে ছিল Seth Vs Joe এর ম্যাচের মাধ্যমে। তারপর আবার Jordan vs Seth এর ম্যাচ হয়। যার কারণে Jordan কে এমন সময় Add করা ভালো Move হয়নি। 

The Shield এর নতুন মেম্বার কে হবে?


Royal Rumble, একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় পিপিভি এতে কোন সন্দেহ নেই। পছন্দ হোক বা না হোক, এই পিপিভির আউটকাম সবসময় সকিং - ই হয়। ইতিমধ্যে কর্তৃপক্ষ আসন্ন Royal Rumble এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং গত Raw তে এনাউন্স হয়ে গেছে আগামী Royal Rumble - এ প্রথমবারের Women's Battle Royal অনুষ্ঠিত হতে যাচ্ছে [Shocking Level Already Started]।

এইসব সকিং ব্যাপার - স্যাপার হতে অনেক মনোহর তথ্য এবং রেকর্ড আমাদের থেকে আড়াল হয়ে যায়। চলুন তার থেকে কিছু উজ্জ্বল তথ্য আর রেকর্ড সম্পর্কে জেনে নেয়া যাক :-

• সর্বপ্রথম Royal Rumble-টি অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে, যেটি ছিল 20 Man Battle Royal। পরের বছর থেকে এটি 30 Man হিসেবে পরিণত হয়। One Man Gang কে সর্বশেষ এলিমেনেটের মাধ্যমে ‘Hacksaw’ Jim Duggan প্রথম Royal Rumble বিজয়ী হয়েছিলেন। ম্যাচটি প্রায় ৩৩ মিনিট দীর্ঘ ছিল।

• পহেলা Royal Rumble ম্যাচে প্রথম এন্ট্রি নেন Bret ‘The Hitman’ Hart। তিনি প্রায় ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিলেন। পরিশেষে ১১ নাম্বারে এন্ট্রি নেয়া Don Muraco দ্বারা এলিমেনেট হন।

রয়্যাল রাম্বালের ব্যাপারে কয়েকটি অজানা তথ্য।


সাবমিশন মেশিন হিসেবে রেসলিং দুনিয়ায় সমাদৃত সামোয়া জো অনেকের পাশাপাশি আমারও ফেভারিট রেস্লারদের মধ্যে অন্যতম। ছোটবেলা থেকেই আমি হীল রেস্লারদের তুলনামূলক ভাবে ফেসদের চেয়ে একটু বেশি পছন্দ করতাম। এবং WWE দেখার পাশাপাশি TNA প্রোমোশনের স্বর্ণযুগ বলতে যেই সময়কে বোঝায় তখনকার রেসলিং দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সুবাদে তখনই সামোয়া জো আমার ফেভারিট রেস্লারদের তালিকায় চলে আসে। শারীরিক দিক দিয়ে একটু স্থূলকায় হলেও তার আছে অসাধারণ ইন রিং স্কিল। বর্তমানে মেইন রোস্টারের অন্যতম সেরা ইন রিং স্কিলধারী রেস্লার সে। ইন রিং স্কিলের পাশাপাশি ঈর্ষনীয় ব্যাডঅ্যাস মাইক স্কিল রয়েছে তার। একেবারে কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝায় সেসবের সবই তার আছে। এমনকি তার ব্রাজিলিয়ান জিও-জিতসু এবং জুডো এর ট্রেনিংও আছে! :)

সামোয়া জো তার রেসলিং ক্যারিয়ার সুপ্রতিষ্ঠিত করে Ring of Honor এ! সেখানে সে দীর্ঘ ২১ মাস ROH ওয়ার্ল্ড টাইটেল ধরে রাখার রেকর্ড গড়ে। এবং TNA তে ডেবিউ করার পর সে দীর্ঘ ১৯ মাস আনডিফিটেড ছিল। TNA ট্রিপল ক্রাউন এবং TNA গ্র‍্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও সে। এমনকি তার পুরো ক্যারিয়ারে সে তিন তিনটি ৫* ম্যাচে পারফর্ম করেছে যার রেটিং দিয়েছে বিশ্বখ্যাত রেসলিং বিশারদ এবং রেটিংদাতা ডেভ মেল্টজার। ম্যাচগুলোতে তার অপোনেন্ট ছিল সিএম। পাংক, জাপানিজ কিংবদন্তী কেন্টা কোবাশি এবং প্রো রেসলিংয়ের অন্যতম সেরা পারফর্মার এজে স্টাইলস ও ক্রিস্টোফার ড্যানিয়েলস। 

Samoa Joe এর WWE ক্যারিয়ার।


• WWE তাদের ওয়েবসাইটে জানিয়েছে ট্রাইসেপের ইনজুরিতে ভুগছে Dean Ambrose। গতকাল RAW-তেও তাকে হাতে প্রতিরক্ষামূলক গার্ড পড়ে থাকতে দেখা যায়, মূলত Ambrose এর ট্রাইসেপের পেশী ছিঁড়ে গিয়েছে। WWE আরও জানিয়েছে এই ইনজুরির জন্য আগামীবছর WrestleMania মিস করতে যাচ্ছে Ambrose। 


• আগামী বছর থেকে সীমিত শিডিউলে কাজ করবে Randy Orton। বিভিন্ন রিপোর্ট অনুসারে ২০১৮ এর পুরো ফেব্রুয়ারি ও মার্চ মাস রিঙের বাইরে থাকবে Orton। 


• WWE Superstar "John Cena" সম্প্রতি এক Interview তে জানিয়েছেন 5 Time Ballon D'Or বিজয়ী "Cristiano Ronaldo" হচ্ছেন তার Favourite Footballer

Cena বলেন যদি তাকে কোনো Footballer এর নাম বলতে বলা হয় তাহলে তিনি শুরু এবং শেষ দুটোই করবেন Cristiano Ronaldo র নাম দিয়ে। আর Cena এই কথা গুলো জানান Football Expert "Mark Lowrenson" কে BBC এর এক Interview তে।

এরপর Cena কথা বলেন Premier League নিয়ে এবং জানান Premier League এর কোনো ম্যাচই তিনি এখন পর্যন্ত Live দেখতে পারেন নি। এরপর Cena 2008 সালে একবার Tottenham Ground এ গিয়েছিলেন তার স্মৃতিচারণা করেন।


• গত Raw তে Raw এর কমিশনার Stephanie McMahon জানিয়ে দেন, যে WWE এর নেক্সট PPV RR এ 1st Ever Women's Battle Royal ম্যাচ হবে। এখন Prediction অনুযায়ী ম্যাচটি জিততে পারেন Asuka / Paige। 

Rumors মতে, Royal rumble এর Battle Royal ম্যাচে রিটার্ন করতে পারেন Bella Twins। তাছাড়া ম্যাচটিতে রিটার্ন করার সম্ভাবনা আছে Kharma রো (TNA's Awesome Kong)।

WWE রেসলিং খবর, ২১/১২/২০১৭


• তার অাসল নাম Patricia Anne Stratigeas। ১৯৭৬ সালের ১৮ই ডিসেম্বর তিনি কানাডায় জন্মগ্রহণ করেন। 

• প্রথমে মূলত একজন ম্যানেজার হওয়ার কথা ছিল তার। কখনো একজন ফুল টাইম ইন-রিং পারফর্মার হওয়ার কথা ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত কোম্পানীর প্রত্যাশা ভেঙ্গে তিনি সেভেন টাইম চ্যাম্পিয়ন হিসেবে Wwe তে নিজের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানেন।

• যদিও তিনি সব সময় রেসলিং ফ্যান ছিলেন, তবে তিনি একজন ডাক্তার হতে চেয়েছিলেন। তার ইচ্ছে ছিল ডাক্তারীকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়া। সে উদ্দেশ্যে তিনি জীববিজ্ঞান নিয়ে কানাডার তৃৃতীয় বৃহত্তম ইউনিভার্সিটি "York University"-তে ভর্তি হয়ে ছিলেন।

• WWF এর সাথে চুক্তি করার পরে তিনি Sully’s Gym এ ট্রেনিং নেন। তাকে ট্রেনিং করিয়েছেন কানাডার কিংবদন্তী রেসলার Ron Hutchinson, যার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন অনেক জগৎ বিখ্যাত রেসলার। যাদের মধ্যে অাছেন Edge, Christian, Gail Kim, Beth Phoenix সহ অারো অনেক রেসলার। 

• Trish Stratus হলেন রেসলিং জগতের অন্যতম যৌন অাবেদনময়ী নারী। ২০০৬ সালে তিনি তার মাধ্যমিক বিদ্যালয়ের সুইটহার্ট "Ron Fisico" কে বিয়ে করেন। বর্তমানে তিনি ২ সন্তানের জননী।

• WWE তে বৈদেশিক নারীদের মধ্যে Trish Stratus হলেন সবচেয়ে অালোচিত-সমালোচিত বিষয় বস্তু। শিকাগো শহরের Playboy নামক একটি ম্যাগাজিনে কাজ করার জন্য তাকে অফার করা হয়েছিল। "প্লেবয়" হল অামেরিকান মানুষের লাইফ স্টাইল এবং বিনোদনমূলক একটি ম্যাগাজিন। তারা বেশিরভাগ ক্ষেত্রে "সেক্সুয়াল রেভ্যুলুশন" নিয়ে কাজ করেন। 

• 'The Fan 590’ নামক কানাডার একটি রেডিও শো 'Live Audio Wrestling' এর মাধ্যমে প্রফেশনাল রেসলিং সম্পর্কে প্রথম তার বাস্তব অভিজ্ঞতা হয়। অনেক রেসলিং বিশেষজ্ঞ তাকে "Greatest Women's Champion Of All Time" বলে অাখ্যায়িত করেন। 

• অনেকে তাকে স্বপ্নের রাণীও বলে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি হিল হিসেবেই প্রসিদ্ধ। রেসলম্যানিয়ার ১৭তম অাসরে তিনি Wwe এর চেয়ারম্যান Vince McMahon এর মুখে থাপ্পর মেরেছিলেন। এর পর পরই তিনি অনেক বেশি ফ্যান ফেভারিট হয়ে যান। অল্প সময়ে তিনি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন।

• ২০০৮ সালে তিনি 'Stratusphere' নামক একটি "Yoga Studio" প্রতিষ্ঠা করেন যা ২০১৩ সালে "Best Yoga Studio" অ্যাওয়ার্ড পায়। এছাড়াও ২০১০ সালে তিনি Top Choice Awards Business Woman of the Year অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

• ২০১৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে তাকে "Hall Of Fame" এ ইন্ডাক্ট করা হয়। সেদিক দিয়ে তিনি হলেন কনিষ্ঠ হল অফ ফেমার। 

• Wrestling Illustrated এর স্বীকৃতি অনুযায়ী তিনি ২০০২ এবং ২০০৩ সালে ব্যাক টু ব্যাক Woman Of The Year অ্যাওয়ার্ড পান। এক বছরের ব্যবধানে ২০০৫-২০০৬ সালে তিনি পুণরায় একই অ্যাওয়ার্ড পান। পাশাপাশি Woman Of The Decade নির্বাচিত হন।

• বাস্তবে তিনি একজন দানবীর। তিনি অনেক দানশীল প্রতিষ্ঠান এবং সংগঠনের সদস্য। যাদের মধ্যে রয়েছে Ronald McDonald House, Special Olympics, Dreams Take Flight3 ইত্যাদি। রেসলিং ছাড়াও তিনি ‘Armed & Famous’ নামক একটি রিয়েলিটি শো'তে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। '‘Bounty Hunters" নামক একটি টিভি সিরিজেও তিনি কাজ করেছেন। এছাড়াও ২০১৫ সালে "Gridlocked" নামক কানাডার একটি অ্যাকশন-থ্রিলার মুভিতে অভিনয় করেছেন তিনি। যার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। 

• Lita এর সাথে রিংয়ে তার শত্রুতা থাকলেও বাস্তবে তারা একে অপরের খুব ভালো বন্ধু। 

• রেসলম্যানিয়ার ২৫তম অাসরের ‘Divalicious' ব্যাটল রয়েলের জন্য তাকে অফার করা হয়েছিল। কিন্তু তিনি এই অফার গ্রহণ করেন নি। তিনি বলেছিলেন অামি বাড়িতেই থাকতে চাই এবং একবারের জন্য অামি পরিবারের সাথে রেসলম্যানিয়া দেখতে চাই।

• তিনি একাধারে প্রফেশনাল রেসলার, মডেল, অভিনেত্রী, প্রকাশক, ডোনেটর, টিভি শো হস্টেজ এবং অভ্যর্থক ছিলেন।
• লেখক ঃ Ariful Kader‎

Trish Stratus এর কয়েকটি অজানা তথ্য।


Owen Hart ছিলো WWE এর অন্যতম একটি তারা, এটাই সেই Owen Hart যার Piledriver বচে Austin এর ক্যারিয়ার শেষ হয়েছিলো।মূল কথায় আসি, Owen Hart ছিলো একজন Professional wrestler, সে ১৯৮৩ সালে তার রেসলিং ক্যারিয়ার শুরু করে। তার মৃত্যু এখনো একটি "?"। তার মৃত্যু টি মার্ডার ছিলো না এক্সিডেন্ট সে টা এখনো জানা যায় নি। Kanas city, Missouri তে বুক করা হয়েছিলো WWF এর PPV Over The Edge যেখানে Owen এর একটি ম্যাচ ফিক্স করা হয়েছিলো The Godfather এর সাথে। তার নতুন ক্যারেক্টার "buffoonish superhero" এর জন্য তাকে নতুন ভাবে প্রকাশ করতে চেয়েছিলো WWF তাই তার এন্ট্রি টা ছিলো একটু বিশেষ ধরণের। 

Over The Edge PPV তে সে বিল্ডিং এর চূড়া থেকে দড়ি দিয়ে এন্ট্রি নেয় যেমন টা Shawn Michaels WM ১২ তে করেন, তারপর ৭৮ ফিট এর উচ্চতা থেকে সে রিং এর রোপ ও টার্নবাকল এর ওপর ল্যান্ড করে যারপর সে উঠে দাড়ায় কিন্তু মেডিকাল পর্যন্ত নিয়ে যেতে যেতে তার মৃত্যু ঘটে। এই এক্সিডেন্ট হওয়ার সময় ক্যামেরা ক্রাউড দের দিকে ঘুরিয়ে দেওয়া হয় ও তখনকার এরিনার লোক ছাড়া এই দুর্ঘটনা এখন পর্যন্ত কেউ দেখতে পারে নি। টিভি তে যে সরাসরি ব্রডকাস্ট করা হয় সেখানে Jim Ross এসে বলে এটা কোনো স্ক্রিপ্ট ছিলো না Owen খারাপ ভাবে আঘাত পেয়েছে। Owen কে Truman Medical Center Kansas এ ভর্তি করা হলেও সে তার আগেই মারা যায়। এরপরের রাতে তখনকার RAW is war কে পরিবর্তন করে তার মেমোরি তে RAW is Owen পালন করা হয়,RAW is Owen কিক-অফ হয় তার সম্মান এ ১০ টি বেল বাজিয়ে, অনেক রেসলার রা তার মেমোরি তে অনেক কিছু বলেন যা শুধু সৃতি হয়েই রয়ে যায়।

এখন দেখার বিষয় এটা যে এটা কি দূর্ঘটনা ছিলো না মার্ডার??

অনেকের মতে এটা মার্ডার ছিলো এবং অনেকেই বলেছে এর মধ্যে Vince Russo এর হাত আছে, এমনকি Roddy Piper TNA তে অন স্ক্রিনে Vince Russo কে বলে সে ই Owen এর মার্ডার করেছে কারণ এইসব তার স্ক্রিপ্ট ছিলো যার সাথে সাথে দর্শকরা ও Vince Russo কে ই দায়ী করেন। তবে WWF এর কোনো কর্ম কর্তা রা এখন ঠিক প্রকাশ করে নি এটার পেছনে মূল রহস্য কি তবে অনেকেই বলেছে সেই রাতে এরিনা তে Owen এর ছায়া অনেকেই দেখতে পেয়েছে। WWF বা Vince McMahon এটি কে শুধু একটি দূর্ঘটনা বলে চালিয়ে দিয়েছে ও অনেকের কাছে এখন ও অজানা আসলে কিভাবে হয়েছিলো Owen এর মৃত্যু। ২৩ মে, ১৯৯৯ সালে ৩৪ বছর বয়সে Owen মৃত্যুবরণ করেন।
• লেখক ঃ ‎Sabbir Safin Siam, Wrestling 360 ।

Owen Hart কি খুন হয়েছিলেন?


Boston, Massachusetts এ অনুষ্ঠিত WWE Clash of Champions ইভেন্টে 10,335 জন উপস্থিত ছিল [প্রায়], Commentary Team এ উপস্থিত ছিলেন Corey Graves, Byron Saxton ও Tom Phillips।


• United States Championship Triple Threat Match : Dolph Ziggler Vs. Baron Corbin(c) Vs. Bobby Roode

ম্যাচটি অত্যন্ত অসাধারণ ছিল কেননা ম্যাচটিতে ছিলেন One of the best ইন রিং পারফর্মার Dolph Ziggler, The Glorious Bobby Roode & Baron Corbin! প্রথমে Dolph & Roode Attack করে Corbin কে! তারা দুজনে তাকে রিং সাইডে মারতে থাকেন! এরপর করবিন কামব্যাক করেন ও অনেক সময় ধরে একাধারে ডমিনেট করে যান Ziggler & Corbin এর উপর! এরপর রুড কামব্যাক করেন ও করবিন কে রিং সাইডে ফেলে দেন! এরপর শুরু হয় জিগলার ও রুড এর ফাইট, প্রথমে জিগলার Famouser দেন রুড কে! এরপর আবার টপ রোপ থেকে সুপারপ্লেক্স দিতে গেলে করবিন রিংসাইড হতে রিং এ এসে Powerbomb-Superplex Monster Combination দেন!

এরপর দুইজনকে পিন ধরলে দুই কাউন্ট পায়। এরপর তাদের মধ্যে আবার ফাইট চলতে থাকে। জিগলার, রুডকে সুপার কিক দিতে গেলে সেটিকে কাউন্টার করে Spinebuster দেন রুড! এরপর করবিন রুডকে Deep Six দেন। এরপর করবিন কে রিংসাইডে ফেলে দিলে রুড, জিগলারকে Glorious DDT দেন তবে ২ কাউন্টের পর রুডকে রিংসাইড থেকে বের করে নেন করবিন! এরপর রিং এ এসে রুডকে End of Days হিট করতে গেলে পিছন থেকে জিগলার তার ফিনিশার Zigzag হিট করে ও করবিন কে পিন করেন! 1,2,3! And the new United States Champion Dolph Ziggler! ম্যাচ শেষে Dolph অনেক চিয়ার্স পান! পরিশেষে বলা যায় ম্যাচটি অত্যন্ত ভাল ছিল!

◘ Winner : New WWE United States Champion Dolph Ziggler!

WWE Clash of Champions ২০১৭ রেজাল্ট, ১৯/১২/২০১৭


WWE Clash of Champions এর মেইন ইভেন্টে Jinder Mahal কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে নিজের WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেছেন AJ Styles।

• Clash of Champions এর সবগুলা ম্যাচের মোট সময় ১:২০ এরও কম। অথচ পুরা শো এর দৈর্ঘ্য ৩ ঘন্টারও বেশি। রেসলিং কম ফালতু জিনিস বেশি হয়েছে আজকে।



• NXT থেকে অফিসিয়ালি বিদায় নিয়েছে Hideo Itami. আসছে মঙ্গলবার 205 Live-এ তার অভিষেক হতে যাচ্ছে।



Roman Reigns Update :

Wrestling Observer এর মতে, আগামী কয়েকটি লাইভ ইভেন্ট ও আগামী সপ্তাহের RAW তে অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকবেন WWE Intercontinental চ্যাম্পিয়ন Roman Reigns. তার পরিবর্তে লাইভ ইভেন্টে মেইন ইভেন্ট করার জন্য Samoa Joe কে রাখা হয়েছে Braun Strowman এর প্রতিপক্ষ হিসেবে। এছাড়া The Bar vs Shield(Dean&Seth) ম্যাচ ও লাইভ ইভেন্ট এর জন্য নির্ধারণ করা হয়েছে।



• কিছু কিছু বিশ্বস্ত Website এর তথ্যমতে, আগামীবছর Hall Of Fame Ceremony 2018 এর Headliner হতে যাচ্ছেন The Myth খ্যাত "Goldberg".

আর খুব সম্ভবত Goldberg এর সাথে HOF এ Induct হতে যাচ্ছেন -

◘ Ivory
◘ The Dudley Boyz
◘ Bam Bam Bigelow
◘ Kid Rock (Music Singer)



• Sportskeeda এর তথ্যমতে, WWE & Facebook Present Mixed Tag Team Match টুর্নামেন্ট টি শুরু হতে চলেছে। এবং সেই টুর্নামেন্টে Braun Strowman এর পার্টনার হতে পারেন Nia Jax। আপনাদের মতামত জানান এই সম্পর্কে।



• Sports Illustrated এর সাথে ১ interview তে The Big Show বলে যে সে রিটার্ন করার পর Finn Balor, Baron Corbin & AJ Styles এর সাথে ম্যাচ খেলতে যায়।

সে এটাও বলে যে রেসলিং থেকে রিটায়ার করার পর সে Commentary Team এ যোগ দিতে চায়।



WRESTLE KINGDOM 12 :

আসছে New Japan Pro-Wrestling প্রযোজিত প্রফেশনাল রেসলিং ইভেন্ট Wrestle Kingdom 12 in Tokyo Dome। ইভেন্টটি অনুষ্ঠিত হবে ৪ঠা জানুয়ারি, ২০১৮ তে জাপানের টোকিও শহরের Tokyo Dome-এ। এটি হবে ২৭তম January 4 Tokyo Dome Show, যেটা হলো NJPW-এর সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট এবং যেটাকে বলা হয় "the largest wrestling show in the world outside of the United States" ও "Japanese equivalent to the Super Bowl"।

Wrestle Kingdom 12-এর tagline হলো "Pro Wrestling Together! 1.4!!" এটির স্পন্সর হলো Bushimo।



• গতকাল ১৮ ডিসেম্বর, সাবেক WWE সুপারস্টার ও "Texas Rattlesnake" খ্যাত "Stone Cold" Steve Austin 'র ৫৩তম জন্মদিন ছিল।  আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।



• গতকাল দ্যা Whole Damn Show খ্যাত Rob Van Dam এর জন্মদিন ছিল। এছাড়াও Trish Stratus এর ও জন্মদিন ছিল। জন্মদিনে আমাদের পরিবার এর পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা।
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Jawad Chowdhury, Xohirul Badol, Siam Hossain।
এই ধরনের আরও নিউজের জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং খবর, ১৯/১২/২০১৭


প্রো-রেসলিং এর ইতিহাসের অন্যতম সেরা একটি কোম্পানি হচ্ছে NJPW বা New Japan Pro Wrestling ও WWE। কালের পরিক্রমায় অনেক রেস্লার NJPW থেকে WWE তে এসেছে এবং একটা লম্বা সময় WWE তে পারফর্ম করে তারা হয়েছে প্রো রেস্লিং এর ও WWE এর লিজেন্ড। এদের মাঝে আমরা অনেক কেই চিনি এবং জানি বেশ ভালো করে। আবার অনেক কেই আমরা জানি না যে, সে ও NJPW এর একজন সাবেক রেস্লার। আর আমার আজকের পোস্টের মূল উদ্দেশ্যই হচ্ছে এমন কিছু লিজেন্ড কে আপনাদের সামনে তুলে ধরা, যারা WWE তে পারফর্ম করে ক্ষ্যাতি অর্জন করলেও এরা একসময় NJPW তে ও পারফর্ম করেছে। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়া চলুন মূল কথায় আসা যাক।


• Bret Hart: 

Bret Hart কে আমরা অনেকেই প্রো রেসলিং এর ইতিহাসের অন্যতম সেরা রেস্লার মেনে থাকি। আর কেনই বা মানবো না? কি ছিলো না তার মাঝে গ্রেটেস্ট হবার জন্য। একদম ফুল প্যাকেজ ছিলো সে। ব্রিট মূলত WWE তেই তার জীবনের বেশিটা সময় পার করেছেন এবং ক্ষ্যাতি অর্জন করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না, তিনি ও NJPW তে পারফর্ম করেছিলেন। তিনি ১৯৮০ এর শুরুর দিকে সেখানে টাইগার মাস্ক 2 ও ১৯৮২ সালে টাইগার মাস্ক 1 এর সাথে ফাইট করেন।


• Brock Lesner:

WWE Universal চ্যাম্পিয়ন Brock Lesner। যেমন সাফল্য তিনি Pro Wrestling এ অর্জন করেছেন, ঠিক তেমনটাই MMA তে। দানবীয় এই রেসলার ২০০৪ সালে WWE থেকে চলে যাবার পর নিজেকে ফুটবলার বানাতে চেষ্টা চালায়। কিন্তু সেখান থেকে তিনি আবার ও ফিরে আসেন প্রো রেসলিং এর জগতে NJPW এর মাধ্যমে। লেসনার তার NJPW ক্যারিয়ারের প্রথম ম্যাচেই Pro Wrestling এর সব থেকে মুল্যবান এবং সম্মানিত টাইটেল IWGP Heavyweight Championship জয় করেন Kazuyuki Fujita ও Masahiro Chono কে হারিয়ে। এছাড়াও লেসনার বর্তমান WWE সুপারস্টার Shinsuke Nakamura এর বিরুদ্ধে সফল ভাবে তার টাইটেল ডিফেন্ড করেন।

WWE লেজেন্ড যারা NJPW তে খেলেছেন।


আজকের পোস্ট এর মূল বিষয় হল-আজকের এই যুগে WWE তে এখন কোন Brand সেরা বা কোন Brand এখন রাজত্ব চালাচ্ছে। তো শুরু করা যাক-

আমরা সকলে-ই জানি অনেক আগে থেকে-ই "WWE"তে অনেক Brand থাকলেও মূল Brand দুইটি। আর সেই দুইটি হল-১) Raw ও ২) SmackDown। 

সময়টা ১৯৯৩সাল..যখন প্রথম Raw শুরু হয়। অনেক আগে-ই থেকে এই শো তে অনেক কিছু হতে এসেছে। এর ঠিক ৬বছর পর ১৯৯৯সালের দিকে Smackdown শুরু হয়। SmackDown চালু হওয়ার পর Raw এর গুরুত্ব অনেকটা কমে গিয়েছে বললেই চলে। বেশিরভাগ সেরা সুপারস্টার SmackDown এ অবস্থিত ছিল। এককালে Undertaker, Batista, Edge, Mysterio দের মত সেরা সেরা সুপারস্টার রা SmackDown এ ছিল। তাই ভালো স্টোরিলাইন SmackDown এ হয়ত। তাই বলে Raw তে কিছু হতো তা না, Raw'র স্টোরিলাইনো ভাল ছিল। Raw'র টপ সুপারস্টাররা ছিল-John Cena, Triple H, Randy এরা। তাই আগে বেশিরভাগ রেসলিং ভক্তরা SmackDown এর ফ্যান ছিল। কিন্তু আজকে এই যুগেও বেশিরভাগ রেসলিং ভক্ত Smackdown এর ফ্যান!!কিন্তু কেন?হুম আমি সবই জানি। ওরা সবসময় চিৎকার চেচামেচি শুরু করে দেয় যখন SmackDown brand কে নিয়ে কিছু বলা হয়। যুক্তি তো দিতে-ই পারে না বরং আবল তাবল বকা শুরু করে দেয়। তাই তাদের কে নিয়ে-ই এই পোস্ট লিখতে হল। কারণ আমরা সকলে-ই জানি তারা অটিজম রোগে ভুগছে। ও তারা এখন আমাকে মনে মনে গালি দেয়া শুরু করে দিয়েছে হয়ত!অসুবিধা নাই, এখন আসল কথা বলব। কেন SmackDown এখন Raw থেকে বাজেই নয় বরং অনেক বাজে ?

Raw না SD - কে সেরা এই এরার?


এই মূহুর্তে আমরা ৪৫ দিন পিছনে রয়েছি WWE Universe-এর সবার ফেভারিট পে পার ভিউ Royal Rumble হতে ৷ এই পে পার ভিউ এর মূল আকর্ষণ থাকে 30 Man Countdown Battle Royel অর্থাৎ Royel Rumble ম্যাচ ৷ এটাই সময় Guessing শুরু করার যে কে হতে পারে ২০১৮ Royal Rumble Winner ৷ তাই আজ আমি আপনাদের নিকট তুলে ধরবো যে কে এই বছরের Royal rumble এ জয়ী হওয়ার যোগ্য হকদার এবং সবার শেষে আমি আমার নিজস্ব মতামত হতে এবং তৎকালিন রুমার অনুযায়ী RR Winner হওয়ার Race এর দিক দিয়ে কোন রেসলার এগিয়ে আছে তা জানাবো ৷

Winner করার জন্য WWE এর নিকট অনেক অপশন রয়েছে ৷ অপশন গুলো যদি তারা কাজে লাগায় তাহলে আমরা একটি অসাধারণ Royal Rumble এর পাশাপাশি একটি অসাধারণ Wrestlemania মেইন ইভেন্ট দেখতে পারবো ৷

Royal Rumble 2018 কে জিতবে?


"Wes Brisco" নামটি অনেকের কাছেই অপরিচিত, বিশেষ করে যারা TNA সম্পর্কে অবগত নয় তারা হয়তো কখনো তার নামও শোনেন নি। Wes Brisco হলেন একসময় TNA কাপিয়ে বেড়ানো Stable "Aces & Eights" এর সদস্য। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন "The Shield" এর Gimmick টি তাদের Aces & Eights থেকে Copy করা।

কিছুদিন আগে হওয়া "Pancakes & Powerslams" নামক Show এর 297 তম Episode এ তিনি উক্ত অভিযোগটি করেন। তার মতে Shield বর্তমানে যে Gimmick নিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে সেটি তাদের থেকে নেয়া।

Brisco জানান যখন তিনি Aces & Eights এর সাথে যুক্ত ছিলেন তখন তারা অর্থাৎ তিনি ও তার Team মেম্বাররা সকল কাজ একসাথে করতেন। একসঙ্গে Hangout করতেন, একসাথে কাজ করতেন। তারা সকল কাজ Seriously করতেন যেমনটা Shield করে বা করত।

তারপর Brisco বলেন Aces & Eights তাদের কাজকে সর্বদা Success করতে চাইতেন। এরপর তিনি জানান তাদের কাছে Aces & Eights এর Gimmick টি ছিলো একটা Baby র মতো। যেটাকে তারা খুব গুরুত্ব দিতেন।

তিনি জানান তারা সবসময় ভিন্ন কিছু করতে চাইতেন। যা Shield ও চাইতো। অার তিনি মনে করেন তাদের কারণেই Shield এর শুরু।

Brisco বলেন Aces & Eights ক্রাউডদের মধ্য দিয়ে আসতো যা বর্তমানে Shield করে। Aces & Eights ডমিনেটিং ছিলো যার প্রতিচ্ছবি Shield এর মধ্যে দেখা যায়। তারপর Brisco বলেন তারা Mask ব্যবহার করতো যেটা Shield ও করেছে। অর্থাৎ তার মতে তারা (Aces & Eights) যা যা করেছে Shield নাকি Same Exact Thing করেছে।

মোটকথা Brisco র অভিযোগ একটাই যে WWE তে অামরা যে Shield দেখতে পাচ্ছি তা তাদেরকে (Aces & Eights) দেখে তৈরি করা। WWE নাকি TNA কে দেখে Gimmick Copy করেছে।
• লেখক ঃ ‎Abir Mahmud‎ , WWE 360

"The Shield" এর গিমিক কি কপি?