• "Wrestlemania 33"…এই ইভেন্ট টা মনে পরলেই মন ভার হয়ে যায়। কারণ আমাদের সকলের অন্যতম প্রিয় সুপারস্টার-"Undertaker" রিটাইয়ার হয়ে গিয়েছিল। তিনি রিটাইয়ার আদেও হয়েছে কিনা তা এখনো জানা যায় নি। তবে এতটুকু সকলের জানা ছিল যে,তিনি Wrestlemania'য় Roman Reigns এর সাথে হারেন তবে তিনি রিটাইয়ার হবেন। আর তিনি Roman Reigns এর সাথে হেরে গিয়েছিলেন😞।
তবে আজকের পোস্ট কোনো "Wrestlemania"ইভেন্ট নিয়ে নয়,বরং Night After Wrestlemania নিয়ে। তো শুরু করি।
• Night After Wrestlemania মানে বোঝায়-Monday Night Raw After Wrestlemania…। Undertaker-Retire হওয়ার পর-অনেক রেসলিং ফ্যান দুক্ষে রেসলিং দেখা ছেড়ে দিয়েছিল। আবার অনেকে অনেক কষ্ট বয়ে রেসলিং দেখছিল। আর তারা-ই সেই "Raw"এর এরিনাতে উপস্থিত ছিল😊। অর্থাৎ,Raw After Wm 33এর কথা বলছি। তো সে "র"তে ঐতিহাসিক মোমেন্ট টি বলছি-
RAW শুরু হয়-গতদিন ঘটে যাওয়া Undertaker এবং Roman Reigns এর মধ্যকার ম্যাচটির ভিডিও প্যাকেজ দেখানো হয়। যেখানে টেকারের রিটাইয়ারের ঘটনাটি দেখানো হয়। ভিডিওটি দেখানো শেষ হলে-"র" শুরু হয়। Fans রা চিয়ার্স করছে-"UNDERTAKER"!! "UNDERTAKER "UNDERTAKER"!!… আমিও তখন ঘরে বসে বসে দেখছিলাম😉। টিভি থেকে একটা শব্দই শুনতে পারছিলাম!আর সেটা হল-