• যেমনটি আমরা কিছু সময় আগে আপনাদের জানিয়েছিলাম John Cena SD Live Exclusive P.P.V Fastlane-এ ম্যাচ খেলতে চলেছেন। আবার তার উপর আরো একটি News লিক হয়েছে, যে John Cena কে Raw Exclusive P.P.V Elimination Chamber-এ Add করা হয়েছে। আর তার বিরধী হতে চলেছে Woken Math। কিন্তু কেন তার উপর একটি পোস্ট শিঘ্রই করা হবে।
বি:দ্র: Elimination Chamber হতে চলেছে এবছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। আর Fastline হতে চলেছে মার্চ মাসের ১২ তারিখ।
• NJPW এর বার্ষিক পিপিভি "Wrestle Kingdom 12" তে উপস্থিত মোট দর্শক সংখ্যা ছিল প্রায় ৪৩,০০০ জন 😱✌ যা NJPW এর ইতিহাসে গত ১৫ বছরে ২য় সর্বোচ্চ দর্শক হওয়ার রেকর্ড 👍👍 যার মধ্যে প্রায় ৩-৪ হাজার দর্শক ছিল আমেরিকান....ক্রিস জেরিকোর কারণেই হয়তবা এত্ত আমেরিকানরা গিয়েছিল!!
উল্লেখ্য যে, শুরুতে ৩০ হাজার দর্শকের প্ল্যান করলেও পরবর্তীতে যখন টিকিট বিক্রির পরিমাণ বেড়ে যায়...তখন NJPW ম্যানেজমেন্ট রা ইভেন্টের সিট আরোও বাড়িয়ে দেয় 😊😊
এছাড়াও উল্লেখ্য যে, ৪৩,০০০ এর মধ্যে মোট ৩৪,৯৯৫ জন দর্শক টিকিট কিনে শো দেখেছেন। আর বাকি ৮,০০৫ জন দর্শক ফ্রি তেই দেখার সুযোগ পেয়েছেন 👏👏