• যেমনটি আমরা কিছু সময় আগে আপনাদের জানিয়েছিলাম John Cena SD Live Exclusive P.P.V Fastlane-এ ম্যাচ খেলতে চলেছেন। আবার তার উপর আরো একটি News লিক হয়েছে, যে John Cena কে Raw Exclusive P.P.V Elimination Chamber-এ Add করা হয়েছে। আর তার বিরধী হতে চলেছে Woken Math। কিন্তু কেন তার উপর একটি পোস্ট শিঘ্রই করা হবে।

বি:দ্র: Elimination Chamber হতে চলেছে এবছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। আর Fastline হতে চলেছে মার্চ মাসের ১২ তারিখ।


• NJPW এর বার্ষিক পিপিভি "Wrestle Kingdom 12" তে উপস্থিত মোট দর্শক সংখ্যা ছিল প্রায় ৪৩,০০০ জন 😱✌ যা NJPW এর ইতিহাসে গত ১৫ বছরে ২য় সর্বোচ্চ দর্শক হওয়ার রেকর্ড 👍👍 যার মধ্যে প্রায় ৩-৪ হাজার দর্শক ছিল আমেরিকান....ক্রিস জেরিকোর কারণেই হয়তবা এত্ত আমেরিকানরা গিয়েছিল!! 

উল্লেখ্য যে, শুরুতে ৩০ হাজার দর্শকের প্ল্যান করলেও পরবর্তীতে যখন টিকিট বিক্রির পরিমাণ বেড়ে যায়...তখন NJPW ম্যানেজমেন্ট রা ইভেন্টের সিট আরোও বাড়িয়ে দেয় 😊😊

এছাড়াও উল্লেখ্য যে, ৪৩,০০০ এর মধ্যে মোট ৩৪,৯৯৫ জন দর্শক টিকিট কিনে শো দেখেছেন। আর বাকি ৮,০০৫ জন দর্শক ফ্রি তেই দেখার সুযোগ পেয়েছেন 👏👏

WWE রেসলিং নিউজ, ০৭/০১/২০১৮


• আগামী ২৯ তারিখ হতে চলেছে এই বছরের-Royal Rumble। তাই ভাবলাম এই পিপিভি নিয়ে কিছু একটা লেখা যাক। আজ আমি-WWE'র ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম একটি Royal Rumble মোমেন্ট তুলে ধরব😊। 

• জীবনে কিছু মুহূর্ত বা ঘটনা ঘটে থাকে যা আজীবন মনে থাক বা কখনো ভুলা যায় না💜। সেরকম-ই একটা মোমেন্ট আজ তুলে ধরব। 
তো শুরু করি😉। 

সময়টা ২০০৭ সাল। No Mercy পিপিভির আগের "র" তে একটি ব্যাক্তির সাথে Mr Kenny'র মধ্যে ম্যাচ হয়। সেই ম্যাচে সেই মানুষ বা সেই ব্যাক্তিটি তার Shoulderএ প্রচুর আঘাতপ্রাপ্ত হয়। তাও সে ম্যাচ ধরে রাখে এবং হারিয়ে ম্যাচটি জিতে যায়😲। কিন্তু ম্যাচ জিতার পর পিছন থেকে Randy Orton এসে তাকে RKO হিট করে। ব্যাক্তিটি ভালভাবে নিজের বডি ল্যান্ডিং করতে না পারায় তার Shoulder-এ চাপ খায়। কিন্তু Randy এরপরও স্টিল স্টেপ নিয়ে নিয়ে সেই শোল্ডারে আবার আঘাত প্রাপ্ত করে। এরপর Announce Table ক্লিন করে সেখানে RKO মেরে দেয়। আর ব্যাক্তিটি বডি ল্যান্ডিং ভুল করায় সে ব্যাথা শোল্ডারে আবার আঘাত পায়😖। তখন-ই তার ক্যারিয়ার রিস্কে পরে যায়। 

ইতিহাসের সেরা রয়্যাল রাম্বাল মুহূর্ত!


কিছুক্ষণ আগেই শেষ হলো NJPW এর বছরের সবথেকে বড় PPV, Wrestling Kingdom এর ১২তম আসর। জানুয়ারি ৪, ২০১৮ Tokyo Dome, Tokyo, Japan এ অনুষ্ঠিত এই শোতে 34,995 জন উপস্থিত ছিল। এটিকে NJPW এর Wrestlemania ভার্সন বলা হয়। আর কেনো বলা সেটা বোঝা যায় এর ম্যাচকার্ড আর গ্রাফিক্স দেখলেই। তো যাইহোক, এ বছরের এই ইভেন্টটির রেজাল্টসগুলো দেখে নেয়া যাক,

• PreShow :


ইভেন্টটির প্রি শো ছিলো একটি ব্যাটেল রয়েল ম্যাচ যেখানে সর্বশেষ Chesseburger কে এলিমিনেট করার মাধ্যমে জয় তুলে নেন Masahito Kakihara। ম্যাচ শেষে Kakihara একটি প্রোমো কাট করেন।


• MainShow :


♦ Young Bucks (Matt & Nick Jackson) vs 3K (SHO & YOH) ©

[For The IWGP Junior Heavyweight Tag Team Championship]

ম্যাচটিতে Nick, YOH এর ওপর sharpshooter প্রেস করে ট্যাপ আউটের মাধ্যমে দলের পক্ষে জয় তুলে নেন। ম্যাচটা ভালো হয়েছে, দারুণ কিছু মুভের দেখা মিলেছে। যেমন বলতে গেলে Moonsault, বেশ কিছু Superkick, Suplex ইত্যাদি। ম্যাচের শেষ পর্যায়ে Yoh কে Nick হিট করে Meltzer Driver এবং শেষে Sharpshooter লক করে Submission এর মাধ্যমে ম্যাচ জিতে এবং ৭ম বারের মত IWGP Jr Heavyweight Tag Team Champion হয় The Young Bucks

আর এর ফলে Young Bucks হয়ে যায় নতুন IWGP Junior Heavyweight Tag Team Champions

♠ Winner - The Young Bucks via Submission
• Time & Rating : 19:00 min [3.75★]

NJPW রেসলিং কিংডম ১২ রেজাল্ট, ০৫/০১/২০১৮

শুধু আনন্দ, উত্তেজনা কিংবা রাগের মধ্যেই WWE সীমাবদ্ধ নয়। বহুমুখী এই কোম্পানিতে ইমোশনেরও অভাব নেই। বিভিন্ন রেসলার টাইটেল জিতার পর কিংবা বড় কিছু অর্জন করার পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ে। অথছ তারা আগে থেকেই জানে তারা জিততে চলেছে। এসব ইমোশনাল মোমেন্টের অনেক স্থিরচিত্রও সাংবাদিক ক্লিক মেরে রেখেছে। যেসব পিক ফ্যানদের ইমোশনাল করতেও তেমন অসফল নয়। চলুন, সেসব অনন্য ক্লিকের উৎকৃষ্ট কিছু পিক (With Discuss) দেখে নেয়া যাক।


• The Future Is Now (1) → Seth Rollins এর ক্যারিয়ারের সেরা একটি মোমেন্ট হচ্ছে Wrestlemania 31 পিপিভিতে MITB ক্যাশ - ইন করার মাধ্যমে নতুন WWE চ্যাম্পিয়ন হওয়া। আর সেই সেরা মোমেন্টের পর, ব্যাকস্টেজে আরো একটি সেরা মুহুর্তে একত্রিত হয় Seth Rollins এবং Triple H। প্রথমত, First Ever NXT চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত করা। তারপরে শিল্ড ব্রেকের জন্য তাকেই সিলেক্ট করা (এটা Seth এর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল)। তৃতীয়ত, নিজেকে সেথের অপনেন্ট হিসেবে নির্বাচন করে পুষ দেয়া।

সাথে উক্ত পিকটির দ্বারা সহজেই বুঝা যায়, Seth Rollins Triple H এর কতটা প্রিয়পাত্র। 

WWE এর ব্যাকস্টেজের কিছু ইমোশনাল ছবি।


• আমারা যারা নিয়মিত NXT দেখি বা খোঁজখবর রাখি, তারাই এই নামের সাথে পরিচিত। Tom Budgen বা Aliester Black হচ্ছে একজন ডাচ রেস্লার ও WWE এর Development শাখা NXT এর একজন চুক্তিবদ্ধ রেসলার। WWE তে Aliester Black নামে খেলার আগে সে ইন্ডিপেনডেন্ট সার্কিটে Tommy End নামে খেলেছে দীর্ঘ সময়। তার চরিত্র(গিমিক) বা চেহারা আপনার পছন্দ না ও হতে পারে, কিন্তু এই কথা আপনার স্বিকার করতেই হবে যে সে একজন অসাধারণ টেলেন্টেড রেসলার। যার প্রমাণ স্বরূপ আপনি সর্বশেষ NXT TakeOver এ Aliester Black vs Valveteen Dream ম্যাচটি দেখতে পারেন। যা কি না তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচ হিসেবে দর্শক ও রেসলিং বিশেষজ্ঞ কর্তৃক বিবেচিত হচ্ছে।

•  এছাড়া ও Black vs Itami, Chris Hero vs Black, Zack Sabre jr vs Black, Young bucks & Roderick Strong vs Marty Scurll, Aliester Black & Zack Sabre jr ম্যাচগুলো হচ্ছে তার খেলা কিছু উল্লেখযোগ্য টপ রেটেড ম্যাচ। 

Aliester Black : WWE এর ভবিষ্যৎ।


2018 সাল এর মধ্যে দিয়ে AJ Styles এক নতুন Record করে ঐ ৫জন রেসলারদের List-এ নাম লিখিয়েছেন যারা বছরের শুরুর সময় এবং শেষের সময় WWE Champion থেকেছে। এই Record-এ Styles কে ছাড়া আরো বিখ্যাত রেসলারদের নামও রয়েছে। আর তারা হলো:

San Sammartino, Bob Backlund, Hulk Hogan, John Cena, CM Punk।

AJ Styles প্রথমবার 11 January 2016 সালে Backlash-এ Dean Ambrose কে হারিয়ে New WWE Champion হন। আবার এই Title তিনি 2017-এর January মাসে Royal Rumble-এ John Cena-এর কাছে হেরে যান।

তারপর প্রায় ১০মাস পর নভেম্বর মাসের SD Live-এ Jinder Mahal কে হারিয়ে তিনি দ্বিতীয় বারের মতো WWE Champion হন। এসবের ভিতর দেখতে পাওয়া যায়, Styles বছরের প্রথম দিক দিয়েও Champion ছিলেন এবং শেষের দিক দিয়ে Champion রয়েছেন।


• ক'দিন আগের Toronto, Canada তে হওয়া এক লাইভ ইভেন্টে Roman vs Joe একটা ম্যাচ হয়। ম্যাচটিতে রিংসাইডে ব্রলিং এর সময় জো এর চোখের উপর বাজেভাবে আঘাত লাগে। ফলে, রক্ত ঝড়তেই থাকে। অফিশিয়াল তাকে জিজ্ঞাস করলে সে নির্দিধায় ম্যাচটি চালিয়ে যেতে বলে। কিন্তু, অফিশিয়াল রা তার কথা না মানার সিদ্ধান্ত নেয় এবং ম্যাচটি "Due To Blood" এর কারণ দেখিয়ে বন্ধ করে দেয়!!  🤐

Roman vs Braun ফিউড টিকে ১৭ সালের বেস্ট ফিউড ধরা হচ্ছে। এই Samoan vs Samoan ফিউড টিকে যদি ভালোভাবে ধরে রাখা যায়, তাহলে কেনই বা ১৮ সালের বেস্ট ফিউড হবে না? 🤔
আশা রাখা যায় যে ফিউড টি সফল হবে এবং আমাদের অনেক এন্টারটেইন করবে!!🤗

WWE নিউজ আপডেট, ০৩/০১/২০১৮


২০১৭ সালের WWEর টপ ১০ জন "Highest Paid" রেসলারদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের Brock Lesnar । এই বছরে WWEর কাছ থেকে তিনি আয় করেছেন ১২ মিলিয়ন US ডলার । আর তিনি এই ১২ মিলিয়ন ডলার পেয়েছেন মাত্র ১৩টি ম্যাচ খেলে । অন্যদিকে Aj Styles সারাবছরের প্রতিটি শো-এ অসাধারণ ম্যাচ উপহার দিয়েও পেলেন ২৪ মিলিয়ন ডলার । আর Braun Strowman-এর নাম এই লিস্টে উল্লেখ নেয় । তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের টপ ১০ উচ্চ পেইড রেসলার -

1) Brock Lesnar –  $12 million USD for 13 matches

2) John Cena –  $10 million USD

3) Triple H –  $3.8 million USD

4) Roman Reigns –  $3.5 million USD

5) Dean Ambrose –  $2.7 million USD

6) AJ Styles –  $2.4 million USD

7) Shane McMahon –  $2.2 million USD

8) The Undertaker –  $2 million USD

9) Seth Rollins –  $2 million USD

10) Randy Orton –  $1.9 million USD

• এবার দেখে নেই ব্রক লেসনারের ব্যাপারে কিছু তথ্য :

ব্রক লেসনার - সবচেয়ে বেশি ইনকাম করা রেসলার।


WM33 এর পর থেকে বর্তমান রেসলিং অতোটা দেখা হয় না। RAW বা SmackDown পুরো শো দেখা হয় খুবই কদাচিৎ, বেশির ভাগ সময়ই Youtube-এ হাইলাইটস দেখি শুধু। অবশ্য লাস্ট দুই সপ্তাহ আবার দেখা শুরু করেছি। রাম্বল সিজনের স্টোরিলাইন সবসময়ই এক্সাইটিং লাগে আমার কাছে।

যাই হোক, গত দুই সপ্তাহে US টাইটেলের স্টোরিলাইনটা বেশ অদ্ভুত লাগলো আমার কাছে। আসলে টাইটেলের থেকে বেশি অদ্ভুত লেগেছে জিগলারের স্টোরিলাইনটা। জিগলারকে নিয়ে আসলে ধোঁয়াশার কোনো শেষ সীমা নাই। এই শোনা যায় তার কন্ট্রাক্ট শেষ, সে কোম্পানি লিভ করবে। গতবছরও এমন শুনেছিলাম। তখনই IC টাইটেল জিতলো। এবছরও একই অবস্থা, এবারও US টাইটেল জিতলো। জানিনা তার সাথে রুমরগুলোর অবস্থা এমন কেন। তার ব্যাপারে রুমরগুলো বেশিরভাগই দেখি উল্টো হয়। 

যাই হোক, গতবারের থেকে এবারেরটা বেশি আকর্ষণীয় লাগছে আমার। কারণ, তার বিগত কয়েক মাসের আচরণ। অদ্ভুত এক গিমিক। একেকবার একেকজনের স্টাইলে এন্ট্রি নিয়ে ফ্যানদের রোস্ট করেছে। আসলেই, সে কিন্তু এই উদ্ভট গিমিকে কোনো রেসলারের বিপক্ষে লাগেনি, লেগেছে ফ্যানদের বিরুদ্ধে। Dolph vs WWE Universe ফিউড। অবশ্য এটার কারণও আছে বলে মনে হয়। পরবর্তীতে বলছি সেটা নিয়ে।

US টাইটেল ফিউড এবং ডলফ জিগলার।


• জন সিনার জন্য বড় প্লান :

John Cena এর রেসলম্যানিয়া অপোনেন্ট কে হবে...এই নিয়ে প্রো-রেসলিং দুনিয়ায় বেশ কিছুদিন ধরেই রিউমর চলছে! রিউমর এর তালিকায় Styles, Strowman দের নাম উঠছে! তবে Dave Meltzer এর তথ্যমতে,WWE, Cena কে নিয়ে রেসলম্যানিয়া তে বড়সড় প্ল্যান করে রেখেছে...অর্থাৎ রেসলম্যানিয়া তে Cena এর অপোনেন্ট হতে পারেন কোনো বড়মানের তারকা!! এক্ষেত্রে Meltzer এর মতে যে ৪ জন Cena এর রেসলম্যানিয়া অপোনেন্ট হতে পারেনঃ-

◘ Batista
 Hulk Hogan
 Goldberg
 Undertaker 😱

এছাড়াও Meltzer ধারণা করেছেন, আগামী ২২শে জানুয়ারি তে অনুষ্ঠিত হতে যাওয়া Raw এর ২৫তম বার্ষিকী তে একটা বড়মানের ফিউড এর সূত্রপাত হতে পারে 👍 

উল্লেখ্য যে, Raw এর বার্ষিকী তে গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন Undertaker, Shawn Michaels, Kevin Nash, Scott Hall...এছাড়াও উপস্থিত থাকতে পারেন Goldberg, Hogan দের মত রাঘব বোয়াল রাও.. 👏👏


• WWE ২০১৭ সালের শীর্ষ "YouTube Disliked" ভিডিও প্রকাশ করেছে। এই লিস্টে সবার শীর্ষে অবস্থান করছে WrestleMania 33-এর পরের RAW-তে হওয়া Roman Reigns এর "This is My Yard Now" সেগমেন্টটি। (বিস্তারিত দেখুন)

WWE রেসলিং নিউজ, ৩১/১২/২০১৭


দেখতে দেখতে ২০১৭ সাল প্রায় শেষের দিকে। পেছনে ফিরে তাকালে দেখা যাবে, এ বছর WWE তে বেশ কিছু রেসলারেরই উত্থান হয়েছে। এদের অনেকেই নিজেকে ইম্প্রুভ করতে পেরেছে, আবার অনেকেই আগের মতই আছে। তো চলুন দেখা যাক কারা নিজেদেরকে সবচেয়ে বেশি ইম্প্রুভ করতে পেরেছে:


• BREEZANGO

ইম্প্রুভ করার মানে তাদের রিং স্কিলই যে শুধু ইম্প্রুভ হয়েছে, এমনটা না। তাদের রিং স্কিল আগেই ভাল ছিল, কিন্তু এ বছর তারা ফ্যানদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে পেরেছে। আর এজন্য তাদের “Fashion Files” সিরিজটি আর সেগমেন্টগুলা অনেক কাজে দিয়েছে। তাদের গঠনের উদ্দেশ্য ছিল "Golden Truth" নামের একটা ব্যার্থ ট্যাগ টিমের জন্ম দেওয়া আর জবিং করা, আর আজ তাদের অনেকেই ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখতে চায়। তাদের জনপ্রিয়তা এরকমই থাকলে হয়ত তারা একসময় Smackdown Tag Team Champions ও হয়ে যাবে।


• AIDEN ENGLISH 

নিজের ফর্মার ট্যাগ টিম পার্টনার Simon Gotch এর রিলিজের পর মনে হচ্ছিল খুব শীঘ্রই Aiden English ও হয়তো রিলিজ পাবে, অথবা জবার হয়ে থাকবে। কিন্তু সে সেই ধারণাকে ভুল প্রমাণ করে সে নিজের "opera singer" গিমিকটি ফিরিয়ে আনে এবং পরবর্তীতে সে Rusev এর সাথে টিম আপ করলে যেন তার ক্যারিয়ারে আবার প্রাণ ফিরে আসে! আর এখন সে আর Rusev SmackDown এ সবচেয়ে বেশি রিয়্যাকশন পায়। নিজেকে দর্শকদের মাঝে এভাবে জনপ্রিয় করে তোলার জন্যই Aiden কে এই লিস্টে রাখা হয়েছে।

২০১৭ এর সবচেয়ে ইম্প্রুভড WWE স্টারসমূহ।