• আমাদের Brock Lesnar WWE এবং Ultimate Fighting Club (UFC) এর সাথে নতুন চুক্তি করেছেন! নতুন চুক্তি অনুযায়ী তিনি UFC এবং WWE তে উভয় জায়গায় Perform করতে পারবেন💜। উল্লেখ্য, গত UFC 230 এ ম্যাচ জেতার পর Daniel Cormier ব্রককে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন ব্রক যেনো এখানে এসে তার বিরুদ্ধে লড়াই করে, সেটাই হয়তো সত্যি হতে চলেছে।
• WrestleVotes এর রিপোর্ট অনুসারে, Drew McIntyre কে পুশ দেয়া শুরু করেছে WWE এবং ২০১৯ সালে তাকে নিয়ে বড় ধরণের প্ল্যান রয়েছে। মূলত, Roman Reigns এর পরিবর্তে কোম্পানির টপ ফেস হিসেবে এখন McIntyre কে নিয়ে পরিকল্পনা করছে তারা। সম্প্রতি এক সাক্ষাতকারে Drew McIntyre জানান, WWE তে তার পরবর্তী টার্গেট হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জেতা 👌👌