• আমারা যারা নিয়মিত NXT দেখি বা খোঁজখবর রাখি, তারাই এই নামের সাথে পরিচিত। Tom Budgen বা Aliester Black হচ্ছে একজন ডাচ রেস্লার ও WWE এর Development শাখা NXT এর একজন চুক্তিবদ্ধ রেসলার। WWE তে Aliester Black নামে খেলার আগে সে ইন্ডিপেনডেন্ট সার্কিটে Tommy End নামে খেলেছে দীর্ঘ সময়। তার চরিত্র(গিমিক) বা চেহারা আপনার পছন্দ না ও হতে পারে, কিন্তু এই কথা আপনার স্বিকার করতেই হবে যে সে একজন অসাধারণ টেলেন্টেড রেসলার। যার প্রমাণ স্বরূপ আপনি সর্বশেষ NXT TakeOver এ Aliester Black vs Valveteen Dream ম্যাচটি দেখতে পারেন। যা কি না তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচ হিসেবে দর্শক ও রেসলিং বিশেষজ্ঞ কর্তৃক বিবেচিত হচ্ছে।
• এছাড়া ও Black vs Itami, Chris Hero vs Black, Zack Sabre jr vs Black, Young bucks & Roderick Strong vs Marty Scurll, Aliester Black & Zack Sabre jr ম্যাচগুলো হচ্ছে তার খেলা কিছু উল্লেখযোগ্য টপ রেটেড ম্যাচ।
• ব্ল্যাক একজন MMA এক্সপার্ট। তার বয়স যখন ৯-১৫ তখন সে এগুলা আয়ত্ব করে এবং কিক বক্সিং ও পেঞ্চেক সিলাট এ সে খুব অভিজ্ঞ, যার কিছুটা ঝলক আমরা মাঝে মাঝে তার ম্যাচে দেখতে পাই। তার ফিনিশিং মুভ Black Mass বর্তমানে অন্যতম সেরা ও আকর্ষণীয় একটি ফিনিশিং মুভস। ২০০২-২০১৬ অর্থাৎ দীর্ঘ ১৪ বছর ইন্ডিপেনডেন্ট সার্কিটে রেসলিং করার পর ২০১৬ সালের ৩ই নভেম্বর সে NXT ড্যাবু করে এই বলে যে, সে NXT কে জ্বালাতে এসেছে।
• NXT তে ড্যাবুর আগে সে CZW, PWG ও BJPW(Big Japan Pro Wrestling) এর মত বড় বড় কোম্পানিতে পারফর্ম করেছে। ক্যারিয়ারে বেশকিছু টাইটেল জিতে সে এখন NXT তে Adam Cole এর সাথে ফিউডে যুক্ত হয়েছে। যা কিনা অনেক প্রো রেসলিং ফ্যান দের ড্রিম ম্যাচে পরিণত হয়েছে। এবং খুব সম্ভবত আগামী NXT TakeOver এ এই ম্যাচটি হবে।
• ব্ল্যাক তার সম্পূর্ণ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৭৭ টি ম্যাচ খেলেছে, যার মাঝে সে জিতেছে ৪০২টি ম্যাচে(৫৯৪%) এবং হেরেছে ২৫৮ ম্যাচে(৩৮১%)। বাকি ১৭ টি ম্যাচ(২৫%) ড্র হিসেবে বিবেচিত। তবে ২০১৭ সাল ই হচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা সময়কাল। কারন ২০১৭ তে সে ৯৮ টি ম্যাচ খেলে ৯ হারের বিপরীতে ৮৯ টি ম্যাচেই জয় লাভ করে। অর্থাৎ ৯০৮% ম্যাচেই জয়।
• খুব অল্পসময়েই সে NXT তথা WWE তে বেশ বড় একটি ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছে। যার অন্যতম প্রধান কারন তার ডার্ক গিমিক ও অসাধারণ রিং স্কিল। আর তার এন্ট্রান্স মিউজিক ও রাজকীয় এন্ট্রি এমনেতেই সবার মন জয় করে নেয়। যার প্রমান তার এন্ট্রান্স মিউজিক বাজার পর দর্শক দের উল্লাস। WWE তাকে বর্তমানে যেভাবে বুকিং দিচ্ছে, তা দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে যে তার মাঝে WWE হিরার সন্ধান পেয়েছে। অর্থাৎ তারা Aliester Black কে ঘিরে বেশ বড়সড় প্ল্যানিং করছে। এবং তা ই যদি হয়, তাহলে এলিস্টার ব্ল্যাক ই হতে চলেছে ফিউচার অফ WWE...!
• লেখক ঃ Xohirul Badol