কুস্তি ও রেসলিং বা রেসলিং ও কুস্তি ; যেটাই বলুন না কেন দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। আবার ঠিকমত হিসেব করলে দুটি কিন্তু একই ব্যাপার 😊 
ঠিক যেমনটা ৩+১=৪ আর ২+২=৪ 😃

একটিকে ইংরেজিতে বলে এমেচার রেসলিং ও অপরটিকে বলে প্রো-রেসলিং বা প্রফেশনাল রেসলিং 😊

রেসলিং এর আদি ভিত্তি যদি খুঁজতে যাই আমরা তাহলে সেখানে পাবো বহু কথা আর বহু ইতিহাস। যা অল্প কথার ফুলঝুরিতে ও এক দুদিনে ফুঁটিয়ে তোলাটা সম্ভব হবে না। আর কেউ কেউ তা সম্ভব করে দেখালেও আপনারা তা না বুঝে হয়ে যাবেন বোকা 😂 আর সম্ভব হবে না বিধায় সেসব দিকে না এগিয়ে অল্প কথায় যতটা সম্ভব তার অল্প অল্প ব্যাখ্যা করে আপনাদেরকে অল্প অল্প করে জানাতেই এই পোস্ট লিখতে বসা 😁😁

তো প্রথমেই আসি রেসলিং কী এই বিষয়ে। 
- মূলত রেসলিং হচ্ছে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, যার ভেতরে হাতাহাতি, মারামারি বা গ্র্যাপলিং টাইপের টেকনিকগুলো আছে। যেমনঃ Clinch fighting, throws, takedowns, joint locks, pins সহ ইত্যাদি। এই খেলাটি নাটুকে চিত্তবিনোদন (এন্টারটেইনমেন্ট) বা খাঁটি প্রতিযোগিতামূলক (রিয়েল ককম্পিটিশন) হয়ে থাকে। 

একটি রেসলিং ম্যাচ দুই বা ততোধিক প্রতিযোগীর মাঝে হয়ে থাকে। এখানে বিস্তৃতভাবে কিছু কায়দাকানুন রয়েছে। যেখানে ভিন্নভাবে নিয়ম-কানুনগুলো ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী, ঐতিহাসিক ও মর্ডান রীতির সাথে মিশ্রণ করে।  আর রেসলিং এর এই টেকনিকগুলোকে মার্শাল আর্টস, মিলিটারি হ্যান্ড-ট্যু-হ্যান্ড কমবেট সিস্টেম একত্রে ব্যবহার করে থাকে। 

• রেসলিং কতটা পুরাতন?

- রেসলিং রিপ্রেজেন্ট করে কমব্যাটের সবচেয়ে প্রাচীন ধারাটিকে। কেননা, রেসলিং এর শিকড় খুঁজতে গেলে টাইমট্রাভেল করে আজ থেকে ১৫ হাজার বছর পিছনে ফ্রান্সের কেভ ড্রইং (গুহা চিত্র) এর দিকে তাঁকাতে হবে আমাদেরকে। ব্যাবিলিয়ন এবং ইজিপ্টিয়ান সভ্যতায় এখনকার রেসলিং এ ব্যবহৃত অনেক মুভস ও হোল্ড এর ছবি দেখতে পাওয়া যায় 😱😱

আবার ভারতীয় উপকথা রামায়ণ ও মহাভারতে মার্শাল আর্টসহ রেসলিং এর কথাও বলা হয়েছে...। এ থেকেই বুঝা যায় যে রেসলিং নামক আর্টটি কতটা প্রাচীন 😊😊 

• রেসলিং এর প্রচার ও প্রসারঃ

- মধ্যযুগে (যা কিনা ছিলো fifth century থেকে fifteenth century পর্যন্ত) মূলত রেসলিং এর প্রচার ও প্রসার ব্যাপক আকারে ঘটতে থাকে বিভিন্ন দেশগুলোতে । যার মাঝে আছে France, Japan এবং England এর মত দেশগুলি।

আর বিভিন্ন রাজপরিবারেও রেসলিং এর চর্চা চলতে থাকে তখন থেকেই। রাজারা তাদের ও তাদের প্রিয়তমা বিবিদের চিত্তবিনোদনের জন্য রেসলিং ম্যাচের আয়োজন করতেন এবং নিজেরা তাদের ও তাদের বিবিদের চিত্ত বিনোদিত করে থাকতেন এর মাধ্যমে 😒😒

তখনকার রেসলিং ছিলো শক্তিমত্তার পরীক্ষা। বিজয়ীদের জন্য থাকতো স্বর্ণমুদ্রা আর হেরে গেলে থাকতো শিরঃচ্ছেদের মত ভয়াবহ শাস্তি 😒😒

• রেসলিং এর ব্যাপকতাঃ 

- সর্বপ্রথম organized National Wrestling Tournament হয় New York City তে 1888 সালে। আর 1904 সাল থেকে এই রেসলিংটি Olympic Game এর একটি অংশ হয়ে প্রত্যেকটি Olympic Game Event কে রিপ্রেজেন্ট করা শুরু করে 🤼 (যা কিনা আজ পর্যন্ত আছে)

এরপর অলিম্পিকে রেসলিং এর কদর দেখে জ্ঞানী ও গুনীগন রেসলিংটিকে স্পোর্টস এ রূপদান করে International Governing Body তৈরী করে 1912 সালে এবং যার নাম দেয়া হয় United World Wrestling (UWW) 

আর যা কিনা পরে হয়ে ওঠে International Federation of Associated Wrestling Styles (FILA) এই প্রতিষ্ঠানটি রেসলিং এর বিভিন্ন লিপিবদ্ধকৃত স্টাইলগুলো নিয়ে কাজ করতো বলে জানা গিয়েছে।
আর পরে এরই সাথে 1912 সালেই সর্বপ্রথম NCAA Wrestling Championships অনুষ্ঠিত হয়। যা হয়েছিলো Ames, Iowa তে। 

• রেসলিং এর আদি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে ভোর হয়ে যাবে, কাক ডেকে উঠবে কা-কা করে আর সূর্যিমামা জেগে গিয়ে আমাদেরকে তার হটনেস ছড়াতে থাকবে 😆

কেননা এর মাঝে আছে বেশ কিছু উপকথা, রূপকথা। আছে নিয়ম কানুন নিয়ে গুচ্ছভরা রাজকথা। আছে সাম্বো-র কথা, আছে ফ্লোক স্টাইলে কথা। আছে কলেজিয়েট স্টাইলের কথা, আছে প্রফেশনাল রেসলিং এর কথা। আছে আবার মার্শাল আর্টের কথা, আছে এমেচার রেসলিং এর কথা আর আর্ম রেসলিং এর কথা। 

কাহিনীটা এইখানেই শেষ হয়ে গেলে পারতো। কিন্তু শেষ হইয়াও হইলো না শেষের মত করে আরো আছে সুমো, ক্যাচ, ইন্ডিয়ানা, গ্র্যাপ্লিং, পাংকরাশন, ফ্রি স্টাইল, আকুয়াথলন বা আন্ডার ওয়াটার রেসলিং এর কথা 🙄

সবটা নিয়ে কথা বলা এখন সম্ভবপর না 😢
পরে সেসব নিয়ে আলাপ হলেও হতে পারে 🤗

• লেখকের মতামতঃ

- রেসলিং এর বিস্তৃতি অনেক আদিকাল থেকেই হয়ে আসছে। সময়ের সাথে সাথে এর কোন কোন রূপ হয়েছে বিকৃত আবার কোন কোনটি গেছে একেবারেই অতল জলে হারিয়ে। পরিবর্তনের এই যুগে তা-তা-ধিন-তা করে কেউবা করেছে নিয়মটাকেই ঘষামাজা করে পরিবর্তন।

আদি রেসলিং এর আসল ফর্ম হয়েছে লুপ্ত না হয় হয়েছে গুপ্ত। এদিকে আমার পেয়েছে ঘুমতো। আর তাই আদি রেসলিং এর কথা এখানেই শেষ করছি আজকের মত 😊
টা-টা 😊
• লেখক ঃ ARj Ashfac Rafsanjany

রেসলিং এর আদিকথা : ART of Wrestling


কুস্তি ও রেসলিং বা রেসলিং ও কুস্তি ; যেটাই বলুন না কেন দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। আবার ঠিকমত হিসেব করলে দুটি কিন্তু একই ব্যাপার 😊 
ঠিক যেমনটা ৩+১=৪ আর ২+২=৪ 😃

একটিকে ইংরেজিতে বলে এমেচার রেসলিং ও অপরটিকে বলে প্রো-রেসলিং বা প্রফেশনাল রেসলিং 😊

রেসলিং এর আদি ভিত্তি যদি খুঁজতে যাই আমরা তাহলে সেখানে পাবো বহু কথা আর বহু ইতিহাস। যা অল্প কথার ফুলঝুরিতে ও এক দুদিনে ফুঁটিয়ে তোলাটা সম্ভব হবে না। আর কেউ কেউ তা সম্ভব করে দেখালেও আপনারা তা না বুঝে হয়ে যাবেন বোকা 😂 আর সম্ভব হবে না বিধায় সেসব দিকে না এগিয়ে অল্প কথায় যতটা সম্ভব তার অল্প অল্প ব্যাখ্যা করে আপনাদেরকে অল্প অল্প করে জানাতেই এই পোস্ট লিখতে বসা 😁😁

তো প্রথমেই আসি রেসলিং কী এই বিষয়ে। 
- মূলত রেসলিং হচ্ছে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, যার ভেতরে হাতাহাতি, মারামারি বা গ্র্যাপলিং টাইপের টেকনিকগুলো আছে। যেমনঃ Clinch fighting, throws, takedowns, joint locks, pins সহ ইত্যাদি। এই খেলাটি নাটুকে চিত্তবিনোদন (এন্টারটেইনমেন্ট) বা খাঁটি প্রতিযোগিতামূলক (রিয়েল ককম্পিটিশন) হয়ে থাকে। 

একটি রেসলিং ম্যাচ দুই বা ততোধিক প্রতিযোগীর মাঝে হয়ে থাকে। এখানে বিস্তৃতভাবে কিছু কায়দাকানুন রয়েছে। যেখানে ভিন্নভাবে নিয়ম-কানুনগুলো ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী, ঐতিহাসিক ও মর্ডান রীতির সাথে মিশ্রণ করে।  আর রেসলিং এর এই টেকনিকগুলোকে মার্শাল আর্টস, মিলিটারি হ্যান্ড-ট্যু-হ্যান্ড কমবেট সিস্টেম একত্রে ব্যবহার করে থাকে। 

• রেসলিং কতটা পুরাতন?

- রেসলিং রিপ্রেজেন্ট করে কমব্যাটের সবচেয়ে প্রাচীন ধারাটিকে। কেননা, রেসলিং এর শিকড় খুঁজতে গেলে টাইমট্রাভেল করে আজ থেকে ১৫ হাজার বছর পিছনে ফ্রান্সের কেভ ড্রইং (গুহা চিত্র) এর দিকে তাঁকাতে হবে আমাদেরকে। ব্যাবিলিয়ন এবং ইজিপ্টিয়ান সভ্যতায় এখনকার রেসলিং এ ব্যবহৃত অনেক মুভস ও হোল্ড এর ছবি দেখতে পাওয়া যায় 😱😱

আবার ভারতীয় উপকথা রামায়ণ ও মহাভারতে মার্শাল আর্টসহ রেসলিং এর কথাও বলা হয়েছে...। এ থেকেই বুঝা যায় যে রেসলিং নামক আর্টটি কতটা প্রাচীন 😊😊 

• রেসলিং এর প্রচার ও প্রসারঃ

- মধ্যযুগে (যা কিনা ছিলো fifth century থেকে fifteenth century পর্যন্ত) মূলত রেসলিং এর প্রচার ও প্রসার ব্যাপক আকারে ঘটতে থাকে বিভিন্ন দেশগুলোতে । যার মাঝে আছে France, Japan এবং England এর মত দেশগুলি।

আর বিভিন্ন রাজপরিবারেও রেসলিং এর চর্চা চলতে থাকে তখন থেকেই। রাজারা তাদের ও তাদের প্রিয়তমা বিবিদের চিত্তবিনোদনের জন্য রেসলিং ম্যাচের আয়োজন করতেন এবং নিজেরা তাদের ও তাদের বিবিদের চিত্ত বিনোদিত করে থাকতেন এর মাধ্যমে 😒😒

তখনকার রেসলিং ছিলো শক্তিমত্তার পরীক্ষা। বিজয়ীদের জন্য থাকতো স্বর্ণমুদ্রা আর হেরে গেলে থাকতো শিরঃচ্ছেদের মত ভয়াবহ শাস্তি 😒😒

• রেসলিং এর ব্যাপকতাঃ 

- সর্বপ্রথম organized National Wrestling Tournament হয় New York City তে 1888 সালে। আর 1904 সাল থেকে এই রেসলিংটি Olympic Game এর একটি অংশ হয়ে প্রত্যেকটি Olympic Game Event কে রিপ্রেজেন্ট করা শুরু করে 🤼 (যা কিনা আজ পর্যন্ত আছে)

এরপর অলিম্পিকে রেসলিং এর কদর দেখে জ্ঞানী ও গুনীগন রেসলিংটিকে স্পোর্টস এ রূপদান করে International Governing Body তৈরী করে 1912 সালে এবং যার নাম দেয়া হয় United World Wrestling (UWW) 

আর যা কিনা পরে হয়ে ওঠে International Federation of Associated Wrestling Styles (FILA) এই প্রতিষ্ঠানটি রেসলিং এর বিভিন্ন লিপিবদ্ধকৃত স্টাইলগুলো নিয়ে কাজ করতো বলে জানা গিয়েছে।
আর পরে এরই সাথে 1912 সালেই সর্বপ্রথম NCAA Wrestling Championships অনুষ্ঠিত হয়। যা হয়েছিলো Ames, Iowa তে। 

• রেসলিং এর আদি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে ভোর হয়ে যাবে, কাক ডেকে উঠবে কা-কা করে আর সূর্যিমামা জেগে গিয়ে আমাদেরকে তার হটনেস ছড়াতে থাকবে 😆

কেননা এর মাঝে আছে বেশ কিছু উপকথা, রূপকথা। আছে নিয়ম কানুন নিয়ে গুচ্ছভরা রাজকথা। আছে সাম্বো-র কথা, আছে ফ্লোক স্টাইলে কথা। আছে কলেজিয়েট স্টাইলের কথা, আছে প্রফেশনাল রেসলিং এর কথা। আছে আবার মার্শাল আর্টের কথা, আছে এমেচার রেসলিং এর কথা আর আর্ম রেসলিং এর কথা। 

কাহিনীটা এইখানেই শেষ হয়ে গেলে পারতো। কিন্তু শেষ হইয়াও হইলো না শেষের মত করে আরো আছে সুমো, ক্যাচ, ইন্ডিয়ানা, গ্র্যাপ্লিং, পাংকরাশন, ফ্রি স্টাইল, আকুয়াথলন বা আন্ডার ওয়াটার রেসলিং এর কথা 🙄

সবটা নিয়ে কথা বলা এখন সম্ভবপর না 😢
পরে সেসব নিয়ে আলাপ হলেও হতে পারে 🤗

• লেখকের মতামতঃ

- রেসলিং এর বিস্তৃতি অনেক আদিকাল থেকেই হয়ে আসছে। সময়ের সাথে সাথে এর কোন কোন রূপ হয়েছে বিকৃত আবার কোন কোনটি গেছে একেবারেই অতল জলে হারিয়ে। পরিবর্তনের এই যুগে তা-তা-ধিন-তা করে কেউবা করেছে নিয়মটাকেই ঘষামাজা করে পরিবর্তন।

আদি রেসলিং এর আসল ফর্ম হয়েছে লুপ্ত না হয় হয়েছে গুপ্ত। এদিকে আমার পেয়েছে ঘুমতো। আর তাই আদি রেসলিং এর কথা এখানেই শেষ করছি আজকের মত 😊
টা-টা 😊
• লেখক ঃ ARj Ashfac Rafsanjany