২০১৭ সালের WWEর টপ ১০ জন "Highest Paid" রেসলারদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের Brock Lesnar । এই বছরে WWEর কাছ থেকে তিনি আয় করেছেন ১২ মিলিয়ন US ডলার । আর তিনি এই ১২ মিলিয়ন ডলার পেয়েছেন মাত্র ১৩টি ম্যাচ খেলে । অন্যদিকে Aj Styles সারাবছরের প্রতিটি শো-এ অসাধারণ ম্যাচ উপহার দিয়েও পেলেন ২৪ মিলিয়ন ডলার । আর Braun Strowman-এর নাম এই লিস্টে উল্লেখ নেয় । তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের টপ ১০ উচ্চ পেইড রেসলার -

1) Brock Lesnar –  $12 million USD for 13 matches

2) John Cena –  $10 million USD

3) Triple H –  $3.8 million USD

4) Roman Reigns –  $3.5 million USD

5) Dean Ambrose –  $2.7 million USD

6) AJ Styles –  $2.4 million USD

7) Shane McMahon –  $2.2 million USD

8) The Undertaker –  $2 million USD

9) Seth Rollins –  $2 million USD

10) Randy Orton –  $1.9 million USD

• এবার দেখে নেই ব্রক লেসনারের ব্যাপারে কিছু তথ্য :


Matches On Live Events :


লেসনার বছরের ১৩ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচ খেলেছেন লাইভ ইভেন্টে । আর লাইভ ইভেন্টের ম্যাচ যে খুব বেশি লম্বা হয়না তা আমাদের জানা । বছরের লাইভ ইভেন্টের যে ৬টি ম্যাচে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই ম্যাচগুলির প্রত্যেকটিতে তিনি জয়লাভ করেছেন । তার অপোনেন্ট গুলি ছিল-

◘ The Big Show (৩ বার )

◘ Samoa Joe ( ২ বার )

◘ Kevin Owens ( ১ বার )


Matches On Raw & PPV :


• বছরের প্রথম ম্যাচ খেলেছিলেন জানুয়ারী মাসের ২৯ তারিখ অর্থাৎ রয়েল রাম্বল পেপারভিউয়ে । এই পেপারভিউয়ের রাম্বল ম্যাচে তিনি টিকে ছিলেন মাত্র 4 মিনিট 30 সেকেন্ড এবং তারপরেই গোল্ডবার্গ তাকে এলিমিনেট করেন ।

• বছরের প্রথম পেপারভিউ রয়েল রাম্বলে ম্যাচ খেলার পর তিনি মার্চ মাসে RAWএ একটি ডার্ক ম্যাচ খেলেন BIg Show এর বিরুদ্ধে । সে ম্যাচটিতেও লেসনার জয়লাভ করেন ।

• তারপরের ম্যাচ খেলেছিলেন এপ্রিল মাসের ২ তারিখ অর্থাৎ রেসলম্যানিয়া পেপারভিউয়ে । এবং গোল্ডবার্গ কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল অর্জন করেন | ম্যাচের স্থায়িত্ব সময় ছিল - ৪ মিনিট ৪৭ সেকেন্ড । 👏

• রেসলম্যানিয়া পেপারভিউয়ের চ্যাম্পিয়ন হওয়ার পর অদৃশ্য হয়ে যাওয়া লেসনার তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নটি প্রথম ডিফেন্ড করেন Samoa Joe এর বিরুদ্ধে , রেসলম্যানিয়ার প্রায় দুমাস পর । Great Balls of Fire এ অনুষ্ঠিত এই ম্যাচটিও জয়লাভ করেন আমাদের লেসনার । ম্যাচের স্থায়িত্ব সময় - ৬ মিনিট ২৫ সেকেন্ড ।👌

• SummerSlam পেপারভিউয়ে Braun Strowman, Roman Reigns এবং Samoa Joe এর বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করেন লেসনার । এবং এই ম্যাচটিও পিনফল এর মাধ্যমে জয়লাভ করেন লেসনার । ম্যাচের স্থায়িত্ব সময়- ২০ মিনিট ৫৩ সেকেন্ড । ( দীর্ঘায়িত হওয়ার কারণ সকলের জানা 😂 )

• No Mercy পেপারভিউয়ে লেসনার তার টাইটেল ডিফেন্ড করেন Braun Strowman এর বিরুদ্ধে । সবাই ভেবেছিলো যে এবার হয়তো টাইটেল চেঞ্জ হবে, কিন্তু তা সম্ভব হয়নি । এই ম্যাচেও জয়লাভ করেন লেসনার । ম্যাচ স্থায়িত্ব সময় - ৯ মিনিট । 

• বছরের শেষ ম্যাচ খেলেন Survivor Series পেপারভিউয়ে । এজে স্টাইলস এর সাথে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন এই ম্যাচে জয়লাভ করেন লেসনার । ম্যাচ স্থায়িত্ব সময়- ১৫ মিনিট ১৯ সেকেন্ড । ( ধন্যবাদ এজে 👏)


যদি লেসনারের সমস্ত পেপারভিউ ম্যাচ এর সময়কালকে একত্রিত করা হয় তাহলে টোটাল হবে - 1 ঘন্টা ৫৪ সেকেন্ড । এবং বাকি ডার্ক ও লাইভ ইভেন্টে কতক্ষন করে ম্যাচ খেলেছে তা আমার জানা নেয় | তবে এই ম্যাচ অনুসারে তার বাকি ৭টি ম্যাচের সময়সীমা গড়ে ১০ মিনিট করে ধরা হলে , তার সমস্ত ম্যাচ মিলিয়ে তিনি ২০১৭ সালে রেসলিং করেছেন ২ ঘন্টা ১০ মিনিট এবং ৫৪ সেকেন্ড আর অর্জন করেছেন ১২ মিলিয়ন ডলার এবং ২০১৭ সালে রয়েল রাম্বল ম্যাচ ছাড়া সমস্ত ম্যাচ তিনি জয়লাভ করেছেন । 😒🐸👏
• লেখক ঃ ‎‎Sumon SK‎, Ratul Rudro‎

ব্রক লেসনার - সবচেয়ে বেশি ইনকাম করা রেসলার।


২০১৭ সালের WWEর টপ ১০ জন "Highest Paid" রেসলারদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের Brock Lesnar । এই বছরে WWEর কাছ থেকে তিনি আয় করেছেন ১২ মিলিয়ন US ডলার । আর তিনি এই ১২ মিলিয়ন ডলার পেয়েছেন মাত্র ১৩টি ম্যাচ খেলে । অন্যদিকে Aj Styles সারাবছরের প্রতিটি শো-এ অসাধারণ ম্যাচ উপহার দিয়েও পেলেন ২৪ মিলিয়ন ডলার । আর Braun Strowman-এর নাম এই লিস্টে উল্লেখ নেয় । তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের টপ ১০ উচ্চ পেইড রেসলার -

1) Brock Lesnar –  $12 million USD for 13 matches

2) John Cena –  $10 million USD

3) Triple H –  $3.8 million USD

4) Roman Reigns –  $3.5 million USD

5) Dean Ambrose –  $2.7 million USD

6) AJ Styles –  $2.4 million USD

7) Shane McMahon –  $2.2 million USD

8) The Undertaker –  $2 million USD

9) Seth Rollins –  $2 million USD

10) Randy Orton –  $1.9 million USD

• এবার দেখে নেই ব্রক লেসনারের ব্যাপারে কিছু তথ্য :


Matches On Live Events :


লেসনার বছরের ১৩ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচ খেলেছেন লাইভ ইভেন্টে । আর লাইভ ইভেন্টের ম্যাচ যে খুব বেশি লম্বা হয়না তা আমাদের জানা । বছরের লাইভ ইভেন্টের যে ৬টি ম্যাচে তিনি অংশগ্রহণ করেছিলেন সেই ম্যাচগুলির প্রত্যেকটিতে তিনি জয়লাভ করেছেন । তার অপোনেন্ট গুলি ছিল-

◘ The Big Show (৩ বার )

◘ Samoa Joe ( ২ বার )

◘ Kevin Owens ( ১ বার )


Matches On Raw & PPV :


• বছরের প্রথম ম্যাচ খেলেছিলেন জানুয়ারী মাসের ২৯ তারিখ অর্থাৎ রয়েল রাম্বল পেপারভিউয়ে । এই পেপারভিউয়ের রাম্বল ম্যাচে তিনি টিকে ছিলেন মাত্র 4 মিনিট 30 সেকেন্ড এবং তারপরেই গোল্ডবার্গ তাকে এলিমিনেট করেন ।

• বছরের প্রথম পেপারভিউ রয়েল রাম্বলে ম্যাচ খেলার পর তিনি মার্চ মাসে RAWএ একটি ডার্ক ম্যাচ খেলেন BIg Show এর বিরুদ্ধে । সে ম্যাচটিতেও লেসনার জয়লাভ করেন ।

• তারপরের ম্যাচ খেলেছিলেন এপ্রিল মাসের ২ তারিখ অর্থাৎ রেসলম্যানিয়া পেপারভিউয়ে । এবং গোল্ডবার্গ কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল অর্জন করেন | ম্যাচের স্থায়িত্ব সময় ছিল - ৪ মিনিট ৪৭ সেকেন্ড । 👏

• রেসলম্যানিয়া পেপারভিউয়ের চ্যাম্পিয়ন হওয়ার পর অদৃশ্য হয়ে যাওয়া লেসনার তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নটি প্রথম ডিফেন্ড করেন Samoa Joe এর বিরুদ্ধে , রেসলম্যানিয়ার প্রায় দুমাস পর । Great Balls of Fire এ অনুষ্ঠিত এই ম্যাচটিও জয়লাভ করেন আমাদের লেসনার । ম্যাচের স্থায়িত্ব সময় - ৬ মিনিট ২৫ সেকেন্ড ।👌

• SummerSlam পেপারভিউয়ে Braun Strowman, Roman Reigns এবং Samoa Joe এর বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করেন লেসনার । এবং এই ম্যাচটিও পিনফল এর মাধ্যমে জয়লাভ করেন লেসনার । ম্যাচের স্থায়িত্ব সময়- ২০ মিনিট ৫৩ সেকেন্ড । ( দীর্ঘায়িত হওয়ার কারণ সকলের জানা 😂 )

• No Mercy পেপারভিউয়ে লেসনার তার টাইটেল ডিফেন্ড করেন Braun Strowman এর বিরুদ্ধে । সবাই ভেবেছিলো যে এবার হয়তো টাইটেল চেঞ্জ হবে, কিন্তু তা সম্ভব হয়নি । এই ম্যাচেও জয়লাভ করেন লেসনার । ম্যাচ স্থায়িত্ব সময় - ৯ মিনিট । 

• বছরের শেষ ম্যাচ খেলেন Survivor Series পেপারভিউয়ে । এজে স্টাইলস এর সাথে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন এই ম্যাচে জয়লাভ করেন লেসনার । ম্যাচ স্থায়িত্ব সময়- ১৫ মিনিট ১৯ সেকেন্ড । ( ধন্যবাদ এজে 👏)


যদি লেসনারের সমস্ত পেপারভিউ ম্যাচ এর সময়কালকে একত্রিত করা হয় তাহলে টোটাল হবে - 1 ঘন্টা ৫৪ সেকেন্ড । এবং বাকি ডার্ক ও লাইভ ইভেন্টে কতক্ষন করে ম্যাচ খেলেছে তা আমার জানা নেয় | তবে এই ম্যাচ অনুসারে তার বাকি ৭টি ম্যাচের সময়সীমা গড়ে ১০ মিনিট করে ধরা হলে , তার সমস্ত ম্যাচ মিলিয়ে তিনি ২০১৭ সালে রেসলিং করেছেন ২ ঘন্টা ১০ মিনিট এবং ৫৪ সেকেন্ড আর অর্জন করেছেন ১২ মিলিয়ন ডলার এবং ২০১৭ সালে রয়েল রাম্বল ম্যাচ ছাড়া সমস্ত ম্যাচ তিনি জয়লাভ করেছেন । 😒🐸👏
• লেখক ঃ ‎‎Sumon SK‎, Ratul Rudro‎