আবারো Drug জনিত ঝামেলায় পড়লেন The Big Dog "Roman Reigns"!
Bleacher Report এ প্রকাশিত খবর অনুসারে সম্প্রতি FBI এর এক Report এ বলা হয় Drug কেনার ক্ষেত্রে Roman এর নাম উপরের দিকে রয়েছে। আর এই কথাগুলো জানা যায় Richard Rodriquez নামের এক Drug Dealer এর কাছে।
FBI এর হাতে ধরা পড়ার পর Richard জানান তিনি একজন Drug Dealer এবং USA এর মায়ামি তে তিনি Drug সাপ্লাই করেন। তখন জিগ্যাসাবাদ কালে ক্রেতা হিসেবে তিনি বিভিন্ন বড় বড় ব্যক্তির সাথে Roman Reigns এর নামও বলেন।
Richard এর কথা অনুযায়ী, Drug কেনার ক্ষেত্রে Roman এর নাম প্রথম দিকে রয়েছে। FBI জানিয়েছে তারা খুব শীঘ্রই এই বিষয়ে তদন্ত করা শুরু করবে।
এইবার এই নিউজটাকে নিয়ে কিছু আলোচনা করা যাক...। আলোচনা না বলে ক্লিয়ারিফিকেশন বলা মনে হয় বেশীই যুক্তিযুক্ত হবে। আমি কেবল পয়েন্ট আকারে তা উল্লেখ করবো,যাতে লিখার পরিসর বড় না হয়। তো শুরু করা যাক, প্রথমে রোমানের পক্ষে বলা যাক-
পয়েন্টঃ ১) স্ট্রেরয়েড আর গাঁজা এক জিনিস না। স্ট্রেরয়েড এক ধরণের ড্রাগ যা শরীরে নেয়া হয় নিজেকে স্ট্রং দেখানোর জন্য,যৌন উত্তেজনা বাড়ানোর জন্য, অপরদিকে গাঁজা খেলে পাবলিক ঠিকমতো বাথরুমে বসে প্রকৃতির কার্য টা পর্যন্ত সম্পাদন করতে পারে না। তাই তফাৎ টা খেয়াল করবেন।
২) রিচার্ড রডরিগাজের যে রিপোর্ট টা দেয়া হয়েছে এটা সে সম্প্রতি বললেও এই ঘটনার সময়কাল হল এক বছর আগের। মানে এটা পুরনো বিষয়, নতুন না।
এবার রোমানের উপরে এই রিপোর্টের কারণে যে ড্যামেজ হতে পারে তা উল্লেখের পালা-
১) ঘটনা বিগত বছরের হলেও, রোমানের এই ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিপক্ষে এখনোও লিগ্যাল একশন নেয়া হতে পারে, হয়ত এর কারণে সে চৌদ্দশিকে ও গমন করিতে পারে!
২) ২০১৬ সালের লাস্টে WWE তাদের ওয়েলনেস পলিসির কারণে তাকে সাস্পেন্ড করেছিল, এর সাথে কিন্তু এই স্ট্রেরয়েড কান্ডের কোনো সম্পর্ক নেই। দু'টোই আলাদা আলাদা সারকামস্টেন্স।মানে দাঁড়ালো স্ট্রেরয়েড কেলেঙ্কারি যদি সত্য প্রমাণিত হয় তাহলে WWE সম্পূর্ণ নতুনভাবে তাকে ব্যাম্বু দিতে বাধ্য হবে। জরিমানা যে করবে সেটা সিউর থাকেন।
সাথে এই দুঃখের পীড়া এখন ই নিয়ে মন হালকা করতে থাকেন-ঘটিত কেলেঙ্কারির জন্য রোমান মশাইয়ের ফেস গিমিক, WWE র টপ গাই পজিশন ও হারাতে হতে পারে, এমনকি হতে পারে তাকে কোম্পানী থেকেই অর্ধচন্দ্র দিয়ে দেয়। কারণ এই পিজি এরায় WWE চাইবে না এক রোমানের জন্য তাদের বিজনেস পলিসি, খ্যাতিতে খরা নামুক।
রেসিস্ট ইস্যুতে WWE যেখানে তাদের এক সময়ের সোনার ডিম পাড়া হোগান মিয়াকে পর্যন্ত গলাধাক্কা দিয়েছে সেখানে এই মশাই কোন ছাড়! 🐸
অকে পয়েন্টগুলার এখানেই ইতি।
আমার ডিস্কাশনটি ফুরলো, নটে গাছটি মুড়লো, ধন্যবাদ।
• লেখক ঃ Abir Mahmud, Fahim Hammad