• Bayley :
আমরা অনেকেই জানি একজন সাধারন রেসলিং ফ্যান কিভাবে WWE তে Join করল। যাই হোক Bayley এর কাছে WWE গেইমের এক বিশাল কালেকশন আছে।
তাছাড়াও তাকে UpUp_DwnDwn ইউটিউব চ্যানেলে নানা গেইম খেলতে দেখা যায়। যাইহোক বেইলি মূলত ক্লাসিক WWE এর ফ্যান। সে প্রথম Nintendo & Sega Console এ গেইম খেলতেন। তিনি একজন ক্লাসিক গেইম ফ্যান।
তাই WWE তাদের গেইমের Advertisement এর জন্যে তাকে রাখে। 😍😍😍
• Cesaro :
সিজারোকে ও আমরা UpUp_DwnDwn চ্যানেলের মাধ্যমেই দেখি। তিনি সেখানে Fifa,Call of Duty, Clash Royale, WWE এর নানা গেইম খেলেন। কিন্তু,তিনি একজন ক্লাসিক গেমার। তার ফেভারেট গেইম WWE: NO MERCY 2000 যা Nintendo 64 তে রিলিজ হয়েছিলো। 😎😎
• Xavier Wood Aka. Austin Creed :
UpUp_DwnDwn চ্যানেলের মালিক Wood নিজে একজন প্রো গেমার। তিনি নানা গেস্ট ডেকে তাদের চ্যালেঞ্জ জানায়। তার ফেভারেট সিরিজ হচ্ছেঃCall of Duty, Fifa, NBA, WWE। তার গেইমিং নেইম Austin Creed.তার চ্যানেলের গেস্টদের মধ্যে অন্যতম Roman,Seth, Aj Styels, Big E, Kofi Kingstone etc. যাই হোক তার ফেভারেট গেইম WWE NO MERCY 2002.😍😍😍
• Seth Rollins :
WWE 2K18 এএর কভার স্টার সেথ রোলিন্স একজন গেমার। তাকে Cod, GTA, Fifa, WWE খেলতে দেখা যায়। তার ফেভারেট গেইম WWE গেইম হচ্ছে SmackDown Here Comes The Pain, No Mercy Etc.😍
• Randy Orton :
WWE 12 কভার স্টার The Viper গেইম খেলতে খুব ভালোবাসেন। তিনি তার ছেলে_মেয়ের সাথে Mortal Kombat & Guiter Hero সিরিজের গেইম খেলতে ভালোবাসেন। 😍😍😍
• AJ Styles :
তিনি Travel করার সময় গেইম খেলেন। তার একটি X_Box আছে,যা তিনি Travel করার সময় তার সাথে নিয়ে যান। তার Coc,C.R etc অনলাইন গেইম খেলেন। তাছাড়াও Counter Strike, Cod,WWE etc. গেইম খেলেন।
তিনি WWE No Mercy 2002 game টি ১০ বারের বেশি কিনেছেন। কারন,তিনি বার বার এই গেইম হাড়িয়ে ফেলেন। 😂😂😂😂....তাছাড়া,তিনি Virtual Pro Wrestling 2 গেইমটি এখনো খেলেন।
• Booker T :
Booker T তারর ছেলের সাথে নানা গেইমে বেট ধরেন। তার ফেরারেট গেইম WcW Monday Night Nitro(Playstation1)...😍
• Kane :
Glenn Jacob কে শুধু রাজনীতি আর কুস্তি নিয়েই ব্যাস্ত থাকতে দেখা যায়। তাছাড়া তার একটি চ্যারিটিও আছে। কিন্তু, তিনি অবসর টাইমে গেইম খেলতে খুব ভালোবাসেন। তিনি Sports ক্যাটাগরিরর গেইম খেলতে পছন্দ করেন। তার ফেভারেট গেইম NBA, FIFA, WWE etc খেলেন।
তাকে দিয়ে WWE বিভিন্ন গেইমের Advertisement করায়। 😎😎
• John Cena :
WWE 2K15 এর কভার স্টার John Cena খুব সিক্রেটলি গেইম খেলেন। তার বাসায় একটি গেইমিং রুম আছে,যেটা দেখতে অনেকটা BatCave এর মতো। শোনা যায় এই বান্দা Pc তে গেইম খেলে Comfortable .. 😍😍😍
• লেখক ঃ Tajrian Al Tahrim