আজকের পোস্টের বিষয় One Of The Best Wrestler In The World এবং বর্তমান WWE Universal Champion Brock Lesnar এর সম্বন্ধে।
এই পোস্টে তার কিছু Unknown & Known Facts থাকবে।
Brock Lesnar নাম প্রতিটা রেসলার এর জন্যই এক আতংকের নাম,ইতিহাসের গ্রেটেস্ট রেসলারদের মধ্যে অন্যতম একজন লেসনার।
এখন বলা যাক তার ক্যারিয়ারের কিছু সাধারণ অজানা তথ্যসমূহ -
• Brock Lesnar Debut করে ২০০০ সালে। তৎকালীন সময় থেকেই সে ছিল দক্ষতাসম্পন্ন এক সুযোগ্য হেভিওয়েট রেসলার এবং সে সুবাদে তাকে সাইন করানোর জন্য WWE,WCW,NJPE প্রতিটা কোম্পানি অফার করে এবং তিনি $250,000 ডলারের বিনিময়ে WWE তে জয়েন করে। 😱👌
• তিনিই ইতিহাসের Longest Reigning WWE Universal Champion.
• 2001 সালে অতিরিক্ত স্টেরয়েড[ড্রাগ] গ্রহণের অভিযোগে Brockকে গ্রেফতার করা হয়। WWE এর ডেভলপমেন্টাল ক্যাম্প OVWতে ট্রেইনিং চলাকালীন তাঁর পাশবিক ও অস্বাভাবিক বডির প্রতি সকলের সন্দেহের উদ্রেক হয় যার ফলস্বরূপ গ্রেফতার হন তিনি। পরে অবশ্য 4মাস পর মুক্তি পান তিনি। টেস্টে প্রমাণিত হয় তিনি লিগ্যাল গ্রোথ্ হরমোন ব্যবহার করেন।
• OVW তে থাকাকালীন সময় তার ফিনিশার ছিল তার বর্তমান Signature Move " Shooting Star Preess"। পরে তার ফিনিশার দেওয়া হয় F5
• WWE-তে তার Debut হয় ২০০২ সালের মার্চে। WWEএর মেইন রোস্টারে ডেবিউটের পর Brock তাঁর প্রথম অফিসিয়াল ম্যাচে KO এ জিতেন। 2002 এর BackLash PPV তে এই ম্যাচে তিনি Jeff Hardy এর মুখোমুখি হন এবং powerbomb দিয়ে KnockOut এ হারান।
• 2002 এর "Unforgiven" PPV ছিল সর্বপ্রথম PPVযেখানে এই ২ মহামানব মুখোমুখি হন যেটা ছিল WWE Title এর জন্য। ম্যাচটিতে Brock এর কাছে ক্লিনলি হারতে অস্বীকার করেন Undertaker. 😒😒, ম্যাচটি ডাবল ডিসকোয়ালিফিকেশনে বাতিল হয় এবং তার পরের মাসেই "No Mercy" PPV এ Hell In The Cell রিম্যাচে মুখোমুখি হয়ে রক্ত নিয়ে খেলা করেন এই দুই মহামানব।
• Unforgiven 2002 এর এই ঘটনার জন্য Takerকে forgive করেননি Brock এবং তারপরে 2015 এর Summerslam PPV এর আগ পর্যন্ত কোনো PPV তে Brock কে Singles Matchএ হারাতে পারেননি Undertaker।
• Brock এর কমন অপোনেন্ট হল Big Show.Brock ও Big Show মোট 59বার মুখোমুখি হয়েছেন যেখানে, Brock জিতেছেন 39টি ম্যাচ, Show জিতেছেন 6টি ম্যাচ, ড্র হয়েছে 4টি ম্যাচ এবং বাকী 10টি ম্যাচ "others" সেকশানে লিস্ট করা আছে।
• Brock Lesnar ও Kurt Angle একবার রিয়েল ফাইট করেছিলেন। Kurt Angle এর অলিম্পিক গোল্ড মেডেলকে উপেক্ষা করলে Angle, Brock কে চ্যালেন্জ করে বসেন এবং Brock তা একসেপ্ট করেন। ম্যাচটা WWE স্টাফদের সামনে প্রাইভেটভাবে অনুষ্ঠিত হয়। ম্যাচে কে জিতেছিল তা আজও অনিশ্চিত কারণ উভয়েই মিডিয়ায় নিজেকে জয়ী বলে দাবী করেছেন। তবে অধিকাংশ ডাটাবেইজ বলে যে Lesnarই জিতেছিলেন। 👏👏👌
• কলেজ লাইফ এ WWE Superstar Shelton Benjamin তার মেন্টর ছিলেন।
• তিনিই ইতিহাসের একমাত্র মানব যিনি NCAA, UFC এবং WWE চ্যাম্পিয়নশীপ উইনার।
• Brock চিল্লাতে খুব ভালোবাসেন। তাঁর ম্যাচ চলাকালীন অথবা রাগান্বিত সেগমেন্টে তাঁকে প্রায়ই চিৎকার করতে দেখা যায়।
• Brock Lesnar এমন একজন ব্যক্তি যিনি নিজেকে Amateur Wrestling, Pro Wrestling ও MMA এর উচ্চতর লেভেলে নিয়ে গেছেন। তার জীবনে আছে প্রচুর চড়াই-উত্রাই।এসব ঘটনা নিয়ে তিনি একটি অটোবায়োগ্রাফি রিলিজ করেছেন যার টাইটেল ছিলো- "Death Clutch: My Story of Determination, Domination and Survival".বইটির কো রাইটার হলেন Paul Heyman.
• Brock Lesnar vs Kurt Angle ইতিহাসের প্রথম ম্যাচ যেটায় তারা আসল নাম রিংয় নাম হিসেবে রেখে রেসলমেনিয়ার মেইন ইভেন্ট খেলেছেন।
• Brock Lesnar ২০০১ সালে WWE Debut করেন. প্রথম ম্যাচেই প্রতিপক্ষ Jeff Hardy-র কোমর ভেঙ্গে দেন।
• তিনি প্রথম রেসলার যিনি Hulk Hogan কে ট্যাপ আউট এবং KO মাধ্যমে হারান।
• তার ফিনিশার F5 এর পুরো রুপ Fury 5.
• Brock Lesnar কে WWE তে Paul Heyman আনেন এবং শুরু থেকেই তিনি তার ম্যানেজার ।
• তিনি ২০০৩ রয়েল রাম্বল উইনার এবং ৪ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
• তিনি একবার King of The Ring জিতেন। যা সবচেয়ে কম বছর খেলা কিং অব দা রিং চ্যাম্পিয়ন হন।
• Summerslam ২০০২ এ মাত্র ২৫ বছর বয়সে The Rock কে হারিয়ে WWE ইতিহাসের সর্বকণিষ্ঠ চ্যাম্পিয়ন হন।
• Survivor Series ২০০৩ এ প্রথম সাবমিশনে ট্যাপ আউট করেন (via Crippler Crossface)।
• তিনি ছিলেন অন্যতম ব্রুটাল রেসলার, এই পর্যন্ত তিনি দুইবার Triple H এর হাত, একবার Shawn Micheal আর হাত ভেঙ্গেছেন। Hardcore Holly এর ঘাড় ভেঙ্গেছে। তাছাড়া আরো কিছু রেসলার কে ইঞ্জুরেড করেছেন।
• তিনি ইতিহাসের বিরল রেসলার যিনি ৩০০+ ওজন নিয়েও Shooting Star Press,Moon Sault ইত্যাদি বিপদজনক মুভ ইউজ করতেন।
• ২০০৩ তিনি প্রথম Face টার্ন করেন। এটিই ছিল তার একমাত্র ফেস টার্ন।
• ২০০২ সালে SmackDown একবার তিনি Big Show কে টপ রোপ থেকে সুপ্লেক্স দিয়ে রিং ভেঙ্গে ফেলেছিলেন!
• ২০০৪ সালের পর যখন তিনি WWE ছাড়েন, কারন হিসাবে তিনি বলে ছিলেন যে তিনি প্রতিযোগিতামুলক চরিত্রের অধিকারী, তিনি এত কমবয়সে স্ক্রিপ্ট ম্যাচে জড়াবেন না।
• লেসনার WWE এর সাথে নতুন চুক্তিতে বলেছিলেন, তিনি প্রচন্ড মানসিক যুদ্ধ করেই UFC ছেড়েছেন, তিনি বলেছেন তার শরীর এখনো ফাইট করতে চায়, কিন্তু তার কোথায় যেন একটা মন উঠে গেছে... তিনি বলেছেন, আমি UFC থেকে নতুন আর কি পাব? আমি সব কয়েকটা বিভাগ থেকেই চ্যাম্প হয়েছি...!
• Brock Lesnar vs Undertaker (No Mercy ২০০২ :Hell in a Cell) হলো ইতিহাসের #১ ব্লাডি ম্যাচ।
• তিনি UFC তে ডমিনেট করা এথলেট এবং চ্যাম্পিয়ন ছিলেন।
• Wrestlemania XXX এ তিনি The Undertaker এর ২১ বছরের স্ট্রিক ভেঙ্গে ইতিহাসের সেরা OMG মোমেন্ট ঘটান।
এই ছিল তার সম্বন্ধে কিছু Facts 😊😐😐
বি.দ্র. - তথ্য গুলো নেট থেকে সংগ্রহীত। 😊
আশা করি সকলে Enjoy করেছেন এবং ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। 😊✌
• লেখক ঃ Mohsin Ahmed