• আগামী ২৯ তারিখ হতে চলেছে এই বছরের-Royal Rumble। তাই ভাবলাম এই পিপিভি নিয়ে কিছু একটা লেখা যাক। আজ আমি-WWE'র ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম একটি Royal Rumble মোমেন্ট তুলে ধরব😊।
• জীবনে কিছু মুহূর্ত বা ঘটনা ঘটে থাকে যা আজীবন মনে থাক বা কখনো ভুলা যায় না💜। সেরকম-ই একটা মোমেন্ট আজ তুলে ধরব।
তো শুরু করি😉।
সময়টা ২০০৭ সাল। No Mercy পিপিভির আগের "র" তে একটি ব্যাক্তির সাথে Mr Kenny'র মধ্যে ম্যাচ হয়। সেই ম্যাচে সেই মানুষ বা সেই ব্যাক্তিটি তার Shoulderএ প্রচুর আঘাতপ্রাপ্ত হয়। তাও সে ম্যাচ ধরে রাখে এবং হারিয়ে ম্যাচটি জিতে যায়😲। কিন্তু ম্যাচ জিতার পর পিছন থেকে Randy Orton এসে তাকে RKO হিট করে। ব্যাক্তিটি ভালভাবে নিজের বডি ল্যান্ডিং করতে না পারায় তার Shoulder-এ চাপ খায়। কিন্তু Randy এরপরও স্টিল স্টেপ নিয়ে নিয়ে সেই শোল্ডারে আবার আঘাত প্রাপ্ত করে। এরপর Announce Table ক্লিন করে সেখানে RKO মেরে দেয়। আর ব্যাক্তিটি বডি ল্যান্ডিং ভুল করায় সে ব্যাথা শোল্ডারে আবার আঘাত পায়😖। তখন-ই তার ক্যারিয়ার রিস্কে পরে যায়।
আমি ২০০৬ থেকে রেসলিং য়ের বড় ভক্ত। আর তখনকার টপ সুপারস্টার সেই ব্যাক্তিটি ছিলা। আর পৃথিবীতে মনে হয় আমার মত বড় ফ্যান তার নেই। আমি তার Die Hard ফ্যান ছিলাম। তো এই ঘটনা-টি আমায় আতংকিত করে। শুধু আমাকে নয়,তার সকল ফ্যানকে😞।
এরপর ECW তে Mr McMahon এসে ঘোষণা করে দেয় যে সেই ব্যাক্তিটি ইঞ্জুরিতে ভুগছে এবং খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আর ১ বছরের আগে ফিরে আসা কোনো মতেই সম্ভব না। Mr McMahon আরও বলেন- সার্জারি সফল না হলে তিনি আর কখনই ফিরে আসতে পারবে না এবং তাকে রিটাইয়ার নিতে হবে😖।
4 months later………
২০০৮ সালের প্রতিবারের মত তখনও বছরের প্রথম পিপিভি-Royal Rumble দেখানো হচ্ছে। সকল রেসলিং ভক্তরা দেখছিল। আমি ও দেখছিলাম😊। ভাল-ই একটা রাম্বাল ম্যাচ হচ্ছিল। ২৯ জন রিং য়ে এন্ট্রি নিয়ে ফেলেছে। Triple H Hits Predigree On Umaga !No:30'র Countdown শুরু হয়ে গিয়েছে। ,,10 ,9 ,8 ,7 ,6 ,5 ,4 ,3 ,2 …,1 বেল বেজে উঠল 😊। মিউজিক হিট হল Jim Rose Commentary থেকে বলে উঠল-OH MY GOD!!WHAT IS THIS??!!!😱
Micheal Cole বলে উঠল-ARE YOU KIDDING ME!??!! IT IS NOT POSSIBLE!!
Jim Rose:-ITS JOHN CENA!!!!!!!😲
আমি চেয়ার থেকে উঠে পরি পুরো এরিনা Shock হয়ে গিয়েছিল রিং য়ে যারা ছিল তাদের সবার একশন থেমে গেছে,,রিং য়ের সব সুপারস্টাররা এমন ভাবে তাকিয়ে ছিল যেন,মাথার উপর আকাশের বাজ ভেংগে পরেছে!আর আমার কথা না-ই বললাম খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম বোধয় 😁। কারণ সে-ই ব্যাক্তিটি হচ্ছে John Cena 💜।
তিনি রিং য়ে এন্ট্রি নেয় এবং সামনে কে আছে তা জানার দরকার কি??যাকে সামনে পেয়েছে তাকে রিং য়ের বাহিরে ফেলে দিয়েছে। একসময় Triple H,Batista আর Cena ছিল। তিনজন-ই Face to Face to Face করে। তিনজন-ই তাদের অংগভংগটি দেখায়। এরিনাতে তখন Electric feel হচ্ছিল😉। তাদের কিছুক্ষণ খেলা হওয়ার পর Batista -Triple H দ্বারা এলিমিনেট হয়ে যায়। বাকি থাকে Cena আর Triple H। যুদ্ধ চলতে থাকে একসময় Triple H-Predigree মারতে চাইলে Cena কাউন্টার করে AA হিট করে। তবে সেটি রিং য়ে নয়!রিং য়ে বাইরে হিট করে। অর্থাৎ,John Cena wins the Royal Rumble!!!😃
Next Raw তে Cena এসে বলে-Royal Rumble ম্যাচটি শুরু হওয়ার এক ঘন্টা আগে ডিসিশন নিয়েছেন যে তিনি Royal Rumble এ রিটার্ন করবেন। তিনি Hospital Bedএ শুয়া অবস্থায় তিনি এই পরিকল্পনা করেন😲। তিনি আরো বলেন-তিনি ডাক্তার কে বলেছেন তিনি Madison Square Gardenএ যাচ্ছেন। অর্থাৎ,Royal Rumble Eventএ। ডাক্তার তাকে বাধা দিলে তিনি ডাক্তারকে বলেন তিনি যাচ্ছেন একটা চান্সের জন্য। আর তিনি সফল হয়েছেন😊💜।
• ২০১০ সালে,Edgeও ইঞ্জুরি থেকে রিটার্ন করে। তবে তার রিটার্ন টা তেমন ইম্পেক্ট ফেলতে পারেনি। কারণ তিনি ১০ মাসে রিটার্ন হয়ার কথা ছিল ল,কিন্তু তিনি রিটার্ন করেছেন ৯মাসে। তাই আজও সকল Royal Rumble প্রোমো তে সিনার টা দেখানো হয়। John Cena'র WWE'র প্রতি যে আবেগ আছে তা অন্য কোন সুওয়ারস্টারের নেই আর সেটা তিনি Year After Year প্রমাণ করে আসছেন😊💜♥।
• লেখক ঃ স্বাধীন লোধ তূর্য্য