আমি এই পোস্টে WWE এর আসন্ন পিপিভি "Royal Rumble" এর কিছু সারপ্রাইজ এন্ট্রান্স এর বিষয়ে মতামত দিব।আমার এই মতামত আমি বিভিন্ন ওয়েবসাইটের রুমরের উপর ভিত্তি করে দিব।তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
• Kharma : খারমা,বিশাল দেহি এই ফিমেল সুপারস্টার যে women's rumble ম্যাচে সারপ্রাইজ এন্টার করবেন তা প্রায় নিশ্চিত।কারন আপনারা হয়তো জানেন,WWE রিসেন্টলি তার সাথে চুক্তি করেছে।
• Lita : প্রথমবারের মতো ওমেন্স রয়াল রুম্বল ম্যাচ হবে,আর আগের দিনের ডিভাস সুপারস্টাররা থাকবেন না তা কি হয়? WWE যেসব ডিভাস সুপারস্টারদের ওমেন্স রুম্বল ম্যাচে এন্টার করাতে পারে,তার মধ্যে অন্যতম হলো লিতা।
• Trish : WWE বেশ আগের ডিভাস সুপারস্টারদের রয়াল রুম্বলে এন্টার করানোর চেষ্টা চালাচ্ছে,তন্মধ্যে অন্যতম হলো ট্রিশ।লিতার মতো তিনিও ওমেন্স রুম্বল ম্যাচে এন্টার করবেন,বিভিন্ন রুমর সেই কথাই বলছে।
• Ronda Rousey : বেশ কিছু ওয়েবসাইট এর মতে UFC তারকা রন্ডা রাউজি নাকি এবার রয়াল রুম্বলে এন্টার করবেন।দেখা যাক কি হয়,হলে ঝাক্কাস হবে😎।ওমেন্স রুম্বল ম্যাচে তার জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
• Rey Mysterio : অনেক জল্পনা-কল্পনার পর এবার মনে হয় রে মিস্টেরিও রয়াল রুম্বলে এন্টার করবেন। এটা প্রায় নিশ্চিত😊😊😊।
উল্লেখ্য,WWE নতুন বছর তার সাথে একটা চুক্তি করেছে।
• "The Animal" Batista : তিনি যে রয়াল রুম্বল ম্যাচে এন্টার করবেন তা তো ৯৯% নিশ্চিত,তারপরেও না হওয়ার আগে তো কিছুই বলা যায় না।তবে রুমর অনুযায়ী,তিনি শুধু রয়াল রুম্বলে এন্টারই করবেন না,বেশ কিছুদিন ফুল টাইম রেসলার হিসেবেও থাকবেন।😊
• Daniel Bryan : শোনা যাচ্ছে, WWE ক্রিয়েটিভ প্যানেল নাকি ডেনিয়েল ব্রায়ানকে রয়াল রুম্বল ম্যাচে এন্টার করানোর চিন্তা করছে।যার দ্বারা নাকি সূচনা হবে শেন ম্যাকমেহন আর ডেনিয়েল ব্রায়ান এর ফিউড।বলা হচ্ছে ব্রায়ান নাকি শেন ম্যাকম্যাহন কে রুম্বল ম্যাচে এলিমিনেট করবেন।
• Kurt Angle : একটা রুমর শোনা যাচ্ছে যে,কার্ট এংগেল রয়াল রুম্বলে এন্টার করবেন এবং দ্য বারের দুই মেম্বারকে এলিমিনেট করবেন।যার ফলে রেসলমেনিয়ায় আমরা নাকি দেখতে পাবঃ এঙ্গেল & জরডান বনাম দ্য বার এর মধ্যকার র টেগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ।
• Bad News Barret : বেশ কিছুদিন যাবত রেসলিং এর বাইরে আছেন তিনি।রুমর উঠেছে Royal Rumble এ রিটার্ন করতে যাচ্ছেন তিনি।রুম্বল ম্যাচে তিনি সারপ্রাইজলি এন্টার করবেন।
• Roman Reigns : শুনেই অবাক হয়ে গেলেন তো? "রোমান তো রয়াল রুম্বলে এন্টার করতেই পারে,এতে সারপ্রাইজের কি আছে।"এমন প্রশ্ন মনে জাগতেই পারে।
কিন্তু বন্ধু ভিন্স দাদু এখনও বেচে আছে,মাথায় আছে সে কথা?😁 বেশিরভাগ ওয়েবসাইটে জোড় রুমর উঠেছে, রোমান আবার রুম্বল ম্যাচে ৩০ নম্বরে এন্টার করবেন এবং রুম্বল ম্যাচ জিতবেন।শুধু তাই নয়, তিনি রেসলমেনিয়ায় ব্রককে হারিয়ে নতুন ইউনিভারসাল চ্যাম্পিয়ন হবেন ; তাছাড়া তিনি WWE 2K19 ভিডিও গেমের পোস্টার হবেন।
এর যথেষ্ট কারনও দেখিয়েছে ওয়েবসাইটগুলো। ওয়েবসাইটগুলোর মতে, এবারের রয়াল রুম্বলে আনপ্রেডিক্টেবল হবে। আর অনেক সারপ্রাইজ থাকবে সেখানে। আর রোমানকে জিতিয়েই নাকি সারপ্রাইজটা দিতে চায় ভিন্স ম্যাকমেহন। রোমান যে WWE 2K19 এর পোস্টার হবেন তাও নাকি প্রায় নিশ্চিত।এখন দেখা যাক কি হয়।কিছুই বলার নাই।
((বিঃদ্রঃউপরের প্রেডিকশনগুলো আমার নিজস্ব কোনো মতামত নয়।বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পোস্টটি সাজিয়েছি। এটা হতেও পারে আবার নাও হতে পারে।আর হ্যা,আমি এই পেইজের নতুন এডিটর।আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করাই আমার লক্ষ্য।আশা করি আমি আপনাদের সহায়তা পাব।))
• লেখক ঃ Ab Md Green