CM Punk কে নিয়ে বর্তমানে আগ্রহের কমতি নেই কোনো রেসলিং ভক্তরই। সবাই তাকে একবারের জন্য হলেও দেখতে WWE এর ওই চারকোণা রিংয়ের মাঝখানে। কিন্তু সেটা আদৌ সম্ভবপর কিনা তা নিয়ে দোটানা থেকেই যায়। অনেকবার তার রিটার্নের রুমর উঠলেও সেগুলো শুধু রুমরই থেকে যায়। পরিণত হয় না বাস্তবে। কিন্তু তার পরেও হাল ছাড়বার নয় কোনো রেসলিং ফ্যান। তাদের বিশ্বাস একবারের জন্য হলেও Punk রিটার্ন করবেন WWE তে।

আজকে আমি এই পোস্টে তুলে ধরবো আসলে Punk কি আবার কখনো WWE তে ফিরে আসবেন নাকি পারি জমাবেন Mixed Martial Arts এ!

আসলে Punk যে WWE আর রিটার্ন করছেন না সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কেননা Punk যে Lawsuit করেছিলো WWE এর বিরুদ্ধে তা এখনো চলমান রয়েছে। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Punk এর রিটার্নের আশা করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুনা। যদিও আমার ব্যাক্তিগত ভাবেই এই বিষয়টাতে সন্দেহ ছিলো যে Punk হয়তোবা Rumble এ সারপ্রাইজ রিটার্ন করতে পারেন কিন্তু সেই সন্দেহটাও দূর হয়েগেছে একটা নিউজের মাধ্যমে।

নিউজটা হলো যে UFC প্রেসিডেন্ট Dana White আর একবার সুযোগ দিতে চান CM Punk কে! 
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন! একটি প্রেস সম্মেলনে UFC প্রেসিডেন্ট নিজেই একথা বলেছেন। তিনি চান যে CM Punk আবারো UFC তে রিটার্ন করুক। তিনি বলেছেন, 

"I like that guy. He's a good dude, He wants to give it another shot. I'm going to give it to him."

অর্থাৎ Dana White CM Punk এর UFC ভবিষ্যৎ সম্পর্কে বলেন, "আমি সেই লোক (CM Punk) কে পছন্দ করি,সে একজন ভালো শহরবাসী (এখাবে শহরবাসী বলতে কর্মক্ষেত্র এর দায়িত্বশীল বোঝানো হয়েছে)। সে আরো বেশি প্রতিযোগিতা চায়। সে আরেকটা সুযোগ চায়।আমি সেটা তাকে দিতে যাচ্ছি।"

হ্যাঁ, Punk আরেকবার চেষ্টা করতে চায় আর White নিজেই সে ব্যাপারে সম্মতিদান করেছেন। এতে এ বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে Punk খুব শীঘ্রই বা নিকট ভবিষ্যতে WWE এর চারকোণা রিংয়ে পা রাখছেন না! বরং তিনি হওতো খুব তাড়াতাড়িই UFC তে রিটার্ন করতে চলেছেন। :(

যদিও UFC তে CM Punk এর স্মৃতি খুব সুখকর তা কিন্তু নয়। বরং UFC তে Punk এর ডেব্যু টা হয়েছিলো খুব বাজে ভাবেই বলতে গেলে। তিনি UFC তে ২০১৪ সালের শেষ দিকে কন্ট্রাক্ট সাইন করেন এবং প্রাপ্ত ট্রেনিং নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে UFC 203 তে ডেব্যুট করেন। সেখানে প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন Mickey Gall.

ওই ম্যাচটিতে Punk খুব বাজে ভাবে প্রথম রাউন্ডেই সাবমিশনের মাধ্যমে হেরে যান। যার ফলে তখন White বলেছিলেন, Punk এর পরবর্তী ফাইট হয়তো UFC তে আর হয়ে উঠবে না। কিন্তু Dana White তার মন মানসিকতার যথেষ্ট পরিবর্তন ঘটিয়েছেন এবং তিনি চান যে Punk আরেকবার চেষ্টা করে দেখুক! বর্তমানে Punk এখন Milwaukee এর Roufusport MMA তে ট্রেনিংরত অবস্থায় আছেন। এমতাবস্থায় Punk হয়তো আবারো UFC তে পারি জমাবেন। যদিও তিনিই এখন পর্যন্ত UFC রোস্টারের এর সবথেকে inexperienced fighter!!
• লেখকঃ ‎Robinhood Anik‎ , WWE 360

CM Punk কি আবার UFC তে?


CM Punk কে নিয়ে বর্তমানে আগ্রহের কমতি নেই কোনো রেসলিং ভক্তরই। সবাই তাকে একবারের জন্য হলেও দেখতে WWE এর ওই চারকোণা রিংয়ের মাঝখানে। কিন্তু সেটা আদৌ সম্ভবপর কিনা তা নিয়ে দোটানা থেকেই যায়। অনেকবার তার রিটার্নের রুমর উঠলেও সেগুলো শুধু রুমরই থেকে যায়। পরিণত হয় না বাস্তবে। কিন্তু তার পরেও হাল ছাড়বার নয় কোনো রেসলিং ফ্যান। তাদের বিশ্বাস একবারের জন্য হলেও Punk রিটার্ন করবেন WWE তে।

আজকে আমি এই পোস্টে তুলে ধরবো আসলে Punk কি আবার কখনো WWE তে ফিরে আসবেন নাকি পারি জমাবেন Mixed Martial Arts এ!

আসলে Punk যে WWE আর রিটার্ন করছেন না সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কেননা Punk যে Lawsuit করেছিলো WWE এর বিরুদ্ধে তা এখনো চলমান রয়েছে। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Punk এর রিটার্নের আশা করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুনা। যদিও আমার ব্যাক্তিগত ভাবেই এই বিষয়টাতে সন্দেহ ছিলো যে Punk হয়তোবা Rumble এ সারপ্রাইজ রিটার্ন করতে পারেন কিন্তু সেই সন্দেহটাও দূর হয়েগেছে একটা নিউজের মাধ্যমে।

নিউজটা হলো যে UFC প্রেসিডেন্ট Dana White আর একবার সুযোগ দিতে চান CM Punk কে! 
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন! একটি প্রেস সম্মেলনে UFC প্রেসিডেন্ট নিজেই একথা বলেছেন। তিনি চান যে CM Punk আবারো UFC তে রিটার্ন করুক। তিনি বলেছেন, 

"I like that guy. He's a good dude, He wants to give it another shot. I'm going to give it to him."

অর্থাৎ Dana White CM Punk এর UFC ভবিষ্যৎ সম্পর্কে বলেন, "আমি সেই লোক (CM Punk) কে পছন্দ করি,সে একজন ভালো শহরবাসী (এখাবে শহরবাসী বলতে কর্মক্ষেত্র এর দায়িত্বশীল বোঝানো হয়েছে)। সে আরো বেশি প্রতিযোগিতা চায়। সে আরেকটা সুযোগ চায়।আমি সেটা তাকে দিতে যাচ্ছি।"

হ্যাঁ, Punk আরেকবার চেষ্টা করতে চায় আর White নিজেই সে ব্যাপারে সম্মতিদান করেছেন। এতে এ বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে Punk খুব শীঘ্রই বা নিকট ভবিষ্যতে WWE এর চারকোণা রিংয়ে পা রাখছেন না! বরং তিনি হওতো খুব তাড়াতাড়িই UFC তে রিটার্ন করতে চলেছেন। :(

যদিও UFC তে CM Punk এর স্মৃতি খুব সুখকর তা কিন্তু নয়। বরং UFC তে Punk এর ডেব্যু টা হয়েছিলো খুব বাজে ভাবেই বলতে গেলে। তিনি UFC তে ২০১৪ সালের শেষ দিকে কন্ট্রাক্ট সাইন করেন এবং প্রাপ্ত ট্রেনিং নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে UFC 203 তে ডেব্যুট করেন। সেখানে প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন Mickey Gall.

ওই ম্যাচটিতে Punk খুব বাজে ভাবে প্রথম রাউন্ডেই সাবমিশনের মাধ্যমে হেরে যান। যার ফলে তখন White বলেছিলেন, Punk এর পরবর্তী ফাইট হয়তো UFC তে আর হয়ে উঠবে না। কিন্তু Dana White তার মন মানসিকতার যথেষ্ট পরিবর্তন ঘটিয়েছেন এবং তিনি চান যে Punk আরেকবার চেষ্টা করে দেখুক! বর্তমানে Punk এখন Milwaukee এর Roufusport MMA তে ট্রেনিংরত অবস্থায় আছেন। এমতাবস্থায় Punk হয়তো আবারো UFC তে পারি জমাবেন। যদিও তিনিই এখন পর্যন্ত UFC রোস্টারের এর সবথেকে inexperienced fighter!!
• লেখকঃ ‎Robinhood Anik‎ , WWE 360