ফাইনালি তিন বছর পর পুরাতন *২৪ ঘন্টা রেস্লিং আড্ডা* গ্রুপটি ব্যাক করলো। বাংলাদেশের সর্বপ্রথম ও তৎকালীন সর্ববৃহৎ রেস্লিং গ্রুপ এই পুরাতন *২৪ ঘন্টা রেস্লিং আড্ডা*। BWC এর স্বর্ণযুগে অর্থাৎ ২০১৪ এর শুরুর দিকে এই গ্রুপে আগমন ঘটে আমার। অনেক কিছু জেনেছি এই গ্রুপের সিনিয়র এডমিনদের কাছ থেকে। মাঝেমধ্যে আমি ছোটখাটো পোস্ট করলেও বড়সড় পোস্ট কোনোদিন করা হয়নি। তাই আজকে প্রিয় গ্রুপ ফেরত পাবার উপলক্ষে এই বড় পোস্ট উৎসর্গ  করবো।

ঘটনা শুরু করতে হলে ফিরে যেতে হবে সেই RAW 1000 এপিসোডে। তখন WWE তে CM Punk এর রাজত্ব। টাইটেলটি ২৭০ দিন তার কোমরে শোভা পাচ্ছিল। আর এইদিকে Wrestlemania 28এ John Cenar সাথে জিতার ৩ মাস পর The Rock রিটার্ন করে ওইদিন রাতে এবং CM Punk কে Royal Rumble 2013 পিপিভিতে WWE টাইটেল ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ করে। ওইদিন রাতে CM Punk হিলটার্ন করে এবং The Rock কে এট্যাক করে GTS দেয়। তারপর শুরু হয় ঘটনা। Royal Rumble এর আগে The Rock রিটার্ন করে এবং CM Punk কে রক বটম দেয়। Royal Rumble এর আগের RAW তে The Rock CM Punk কে রিংয়ে ডাকে কিন্তু CM Punk ওইদিন The Rock এর সাথে মাইন্ড গেম খেলে😉। ঐদিন CM Punk গ্যালারির শেষ মাথায় বসে থাকে আর The Rock কে সারপ্রাইজ দেয়। তখন শিল্ড এসে The Rock কে এট্যাক করে এবং triple power bomb দেয়। ওইদিন রাতে Vince আবার CM Punk কে ওয়ার্ন করে দেয় যে যদি Royal Rumble এ CM Punk কে ম্যাচ জিতানোর জন্য Sheild যদি ইন্টারফেয়ার করে তাহলে CM Punk এর কাছ থেকে তার টাইটেল কেড়ে নেয়া হবে। 


• Royal Rumble match : The Rock (Great one) VS CM Punk (Best in the World) :

প্রথমে CM Punk রিংয়ে আসে তার ম্যানেজার পল হেইমেনের সাথে। তারপর আসে The Rock। ম্যাচ শুরু হয়। প্রথম দিকে The Rock ম্যাচ ডিফেন্ড করলেও কিছুখনের মধ্যে CM Punk ফাইট ব্যাক করে। তখন Rock Punk কে রক বটম দিতে গেলে Punk কভার করে। তারপর রিং এর বাইরে কিছুক্ষণ মারামারি হয়। পল হেইমেন তার চরিত্রগত রক কে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে😜। পাংক তখন রককে ব্যারিকেডের উপর Throw Back Suplex দেয়। তারপর রককে রিংয়ে এনে তাকে তার সাবমিশন মুভ দেয়। রক তা রিমুভ করে ফাইট ব্যাক করে। ম্যাচে দুইজনের পারফরম্যান্স ছিলো নজর কাড়ার মতো। বিশেষ করে CM Punk এর(যদিও আমি রকের ডাই হার্ড ফ্যান কিন্তু আমি পাংকেরও ফ্যান)। রক আবার পাংককে রক বটম দিতে গেলে পাংক তা কাউন্টার করে রককে Arm Breaker সাবমিশন ধরে। রক তা রিমুভ করে। পাংক আবার রককে GTS দিতে গেলে রক তা রিমুভ করে পাংককে তার সাবমিশন শার্পশুটার ধরে। রক তখন ম্যাচটি নিজের কন্ট্রোলে করে নেয়। CM Punk কে অ্যানাউন্স টেবিলের উপর রক বটম দিতে গেলে তা দেওয়ার আগেই টেবিল ভেঙে যায় এবং মুভটি বচ হয়। ফলে দুইজনেই ব্যাথা পায়। রক তখন পাংককে তার ফিনিশার পিপলস এলবো দিতে গেলে হঠাৎ লাইট অফ হয়ে যায়। তখন শিল্ড এসে রককে অ্যাটাক করে এবং অ্যানাউন্স টেবিলের উপর ত্রিপল পাওয়ার বোম্ব দেয়। পাংক তখন রককে রিংয়ে এনে পিন করে জিতে যায়। 

পাংক যখন তার টাইটেল রিটেইনের সেলিব্রেট করতে থাকে তখন ভিন্স মিকমেনের মিউজিক হিট হয় তখন ক্রাউডের চিয়ার্স ছিলো দেখার মতো। ভিন্স এসে পাংককে বলেঃপাংক তোমার সেলিব্রেটিংয়ের টাইম শেষ। আমি তোমাকে লাস্ট "র"তে ওয়ার্ন করেছিলাম যে তুমি যদি শিল্ডের সাহায্যে ম্যাচ জিতো তাহলে তোমার কাছ থেকে তোমার টাইটেল কেড়ে নেয়া হবে। তুমি টেকনিক্যালি শিল্ড এর সাহায্যে ম্যাচ জিতেছ আর ভেবেছ আমি এর ব্যাপারে জানতে পারবো না?দেখো সি এম পাংক এটা আমার ডিউটি,আমি এখানকার চেয়ারম্যান। তাই অফিশিয়ালি............ না,না,না। রক ভিন্সকে থামিয়ে দেয় আর বলে আজকে রাতের শেষ আমি যেভাবে চাই সেভাবেই হবে। পাংক থেকে টাইটেল তুমি নিবে না। আমিই নিবো। Restart the match now😎.ভিন্স তখন ম্যাচ রিস্টার্টের নির্দেশ দেয়। 

ম্যাচ আবার শুরু হলো। এইবার সিএম পাংক রক এর উপর তার ফিনিশার GTS প্রয়োগ করতে গেলে রক তা কাউন্টার করে পাংকের উপর তার ফিনিশার পিপলস এলবো দেয় এবং পিন করে জিতে যায়। এভাবে সিএম পাংকের ৪৩৪দিনের রাজত্ব শেষ হয় এবং ১০ বছর পর দ্যা রক আবার WWE Champion হন😎। 
• লেখক ঃ Fardiz Ahmed

(উল্লেখ্যঃ ২৪ ঘণ্টার পুরানো গ্রুপটির টাইমলাইন বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন গ্রুপটিই থাকছে আগের মতো, এবং এর সাথেই গ্রুপটি প্রথম HOF গ্রুপ হল, ধন্যবাদ সবাইকে।) 

ফিরে দেখা : CM Punk vs The Rock!


ফাইনালি তিন বছর পর পুরাতন *২৪ ঘন্টা রেস্লিং আড্ডা* গ্রুপটি ব্যাক করলো। বাংলাদেশের সর্বপ্রথম ও তৎকালীন সর্ববৃহৎ রেস্লিং গ্রুপ এই পুরাতন *২৪ ঘন্টা রেস্লিং আড্ডা*। BWC এর স্বর্ণযুগে অর্থাৎ ২০১৪ এর শুরুর দিকে এই গ্রুপে আগমন ঘটে আমার। অনেক কিছু জেনেছি এই গ্রুপের সিনিয়র এডমিনদের কাছ থেকে। মাঝেমধ্যে আমি ছোটখাটো পোস্ট করলেও বড়সড় পোস্ট কোনোদিন করা হয়নি। তাই আজকে প্রিয় গ্রুপ ফেরত পাবার উপলক্ষে এই বড় পোস্ট উৎসর্গ  করবো।

ঘটনা শুরু করতে হলে ফিরে যেতে হবে সেই RAW 1000 এপিসোডে। তখন WWE তে CM Punk এর রাজত্ব। টাইটেলটি ২৭০ দিন তার কোমরে শোভা পাচ্ছিল। আর এইদিকে Wrestlemania 28এ John Cenar সাথে জিতার ৩ মাস পর The Rock রিটার্ন করে ওইদিন রাতে এবং CM Punk কে Royal Rumble 2013 পিপিভিতে WWE টাইটেল ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ করে। ওইদিন রাতে CM Punk হিলটার্ন করে এবং The Rock কে এট্যাক করে GTS দেয়। তারপর শুরু হয় ঘটনা। Royal Rumble এর আগে The Rock রিটার্ন করে এবং CM Punk কে রক বটম দেয়। Royal Rumble এর আগের RAW তে The Rock CM Punk কে রিংয়ে ডাকে কিন্তু CM Punk ওইদিন The Rock এর সাথে মাইন্ড গেম খেলে😉। ঐদিন CM Punk গ্যালারির শেষ মাথায় বসে থাকে আর The Rock কে সারপ্রাইজ দেয়। তখন শিল্ড এসে The Rock কে এট্যাক করে এবং triple power bomb দেয়। ওইদিন রাতে Vince আবার CM Punk কে ওয়ার্ন করে দেয় যে যদি Royal Rumble এ CM Punk কে ম্যাচ জিতানোর জন্য Sheild যদি ইন্টারফেয়ার করে তাহলে CM Punk এর কাছ থেকে তার টাইটেল কেড়ে নেয়া হবে। 


• Royal Rumble match : The Rock (Great one) VS CM Punk (Best in the World) :

প্রথমে CM Punk রিংয়ে আসে তার ম্যানেজার পল হেইমেনের সাথে। তারপর আসে The Rock। ম্যাচ শুরু হয়। প্রথম দিকে The Rock ম্যাচ ডিফেন্ড করলেও কিছুখনের মধ্যে CM Punk ফাইট ব্যাক করে। তখন Rock Punk কে রক বটম দিতে গেলে Punk কভার করে। তারপর রিং এর বাইরে কিছুক্ষণ মারামারি হয়। পল হেইমেন তার চরিত্রগত রক কে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে😜। পাংক তখন রককে ব্যারিকেডের উপর Throw Back Suplex দেয়। তারপর রককে রিংয়ে এনে তাকে তার সাবমিশন মুভ দেয়। রক তা রিমুভ করে ফাইট ব্যাক করে। ম্যাচে দুইজনের পারফরম্যান্স ছিলো নজর কাড়ার মতো। বিশেষ করে CM Punk এর(যদিও আমি রকের ডাই হার্ড ফ্যান কিন্তু আমি পাংকেরও ফ্যান)। রক আবার পাংককে রক বটম দিতে গেলে পাংক তা কাউন্টার করে রককে Arm Breaker সাবমিশন ধরে। রক তা রিমুভ করে। পাংক আবার রককে GTS দিতে গেলে রক তা রিমুভ করে পাংককে তার সাবমিশন শার্পশুটার ধরে। রক তখন ম্যাচটি নিজের কন্ট্রোলে করে নেয়। CM Punk কে অ্যানাউন্স টেবিলের উপর রক বটম দিতে গেলে তা দেওয়ার আগেই টেবিল ভেঙে যায় এবং মুভটি বচ হয়। ফলে দুইজনেই ব্যাথা পায়। রক তখন পাংককে তার ফিনিশার পিপলস এলবো দিতে গেলে হঠাৎ লাইট অফ হয়ে যায়। তখন শিল্ড এসে রককে অ্যাটাক করে এবং অ্যানাউন্স টেবিলের উপর ত্রিপল পাওয়ার বোম্ব দেয়। পাংক তখন রককে রিংয়ে এনে পিন করে জিতে যায়। 

পাংক যখন তার টাইটেল রিটেইনের সেলিব্রেট করতে থাকে তখন ভিন্স মিকমেনের মিউজিক হিট হয় তখন ক্রাউডের চিয়ার্স ছিলো দেখার মতো। ভিন্স এসে পাংককে বলেঃপাংক তোমার সেলিব্রেটিংয়ের টাইম শেষ। আমি তোমাকে লাস্ট "র"তে ওয়ার্ন করেছিলাম যে তুমি যদি শিল্ডের সাহায্যে ম্যাচ জিতো তাহলে তোমার কাছ থেকে তোমার টাইটেল কেড়ে নেয়া হবে। তুমি টেকনিক্যালি শিল্ড এর সাহায্যে ম্যাচ জিতেছ আর ভেবেছ আমি এর ব্যাপারে জানতে পারবো না?দেখো সি এম পাংক এটা আমার ডিউটি,আমি এখানকার চেয়ারম্যান। তাই অফিশিয়ালি............ না,না,না। রক ভিন্সকে থামিয়ে দেয় আর বলে আজকে রাতের শেষ আমি যেভাবে চাই সেভাবেই হবে। পাংক থেকে টাইটেল তুমি নিবে না। আমিই নিবো। Restart the match now😎.ভিন্স তখন ম্যাচ রিস্টার্টের নির্দেশ দেয়। 

ম্যাচ আবার শুরু হলো। এইবার সিএম পাংক রক এর উপর তার ফিনিশার GTS প্রয়োগ করতে গেলে রক তা কাউন্টার করে পাংকের উপর তার ফিনিশার পিপলস এলবো দেয় এবং পিন করে জিতে যায়। এভাবে সিএম পাংকের ৪৩৪দিনের রাজত্ব শেষ হয় এবং ১০ বছর পর দ্যা রক আবার WWE Champion হন😎। 
• লেখক ঃ Fardiz Ahmed

(উল্লেখ্যঃ ২৪ ঘণ্টার পুরানো গ্রুপটির টাইমলাইন বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন গ্রুপটিই থাকছে আগের মতো, এবং এর সাথেই গ্রুপটি প্রথম HOF গ্রুপ হল, ধন্যবাদ সবাইকে।)