আমাদের কি সেই দিনটির কথা মনে আছে! যেদিন Seth Rollins নিজের WWE মেইন রোস্টার ডেবিউ ঘটায়। আজ থেকে ৫ বছর আগে ২০১২ সালে Survivor Series এ The Shield এর হয়ে ডেবিউ করে সে! তারপর হতেই তার ফিনিশার হিসেবে আমরা একটি Move দেখতে পাই যেটি Curb Stomp নামে পরিচিতি পায়! কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, এই Move টি WWE হতে ব্যান করা হয়েছিলো প্রায় ২ বছর আগে! তার কারণটি ছিলো নিম্নরূপ :-

প্রায় ২ বছর আগে Curb Stomp Move টি ব্যান করা হয়েছিলো! আমরা প্রায় সময়ই দেখতে পাই যে, টিভিতে একটি অ্যাড দেখানো হয় যেখানে লেখা থাকে DON'T TRY THIS AT HOME, SCHOOL OR ANYWHERE। হ্যাঁ, এর জন্যই এটি ব্যান করা হয়েছিলো! কয়েকজন Guardians একদিন Vince McMahon কে এসে বলে যে, এই Move টি তাদের বাচ্চারা প্রায় সময়ই ব্যবহার করে থাকে! এবং যদি স্কুলে এটা ব্যবহার করে তাহলে বড় কোনো ক্ষতি হওয়ার আশংকা থাকে! Then, সবকিছুর ভিত্তিতেই এই Move টি WWE হতে ব্যান করা হয়! 

কিন্তু সম্প্রতি হওয়া RAW তে Seth Rollins পুনরায় তার এই Move টি Use করে! এবং সবথেকে অবাক করা বিষয় হলো যখন এটি ব্যবহার করা হয় তখন Commentators 'রা বলে উঠেছিলো Blackout! হ্যাঁ, এটিই আমার আজকের টপিক! আপনাদের মাঝে তুলে ধরব কেনো এটি পুনরায় ফিরিয়ে আনা হলো! & কেনোই বা নাম Change করা হলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-
প্রথমেই আসি Name Change এর বিষয়টাতে! যদিও আমরা সবাই জানি এই Move টি WWE তে Curb Stomp নামে খ্যাতি পায়! কিন্তু এটা এই Move এর সঠিক নাম নয়! Blackout 'ই হচ্ছে এই Move টির সঠিক & আসল নাম! কেননা Seth Rollins নিজে ইন্ডি সার্কিটে এই Move টি কে Blackout নামেই ইউস করেছে! তাই এই Move টিকে পুনরায় তার আসল নাম ফিরিয়ে দেয়া হয়েছে এবং আমার মতে এটি তাদের একটি সঠিক সিদ্ধান্ত ছিলো! 😊

এখন আসি, পুনরায় Finishing Move হিসেবে এটিকে Use করার ব্যাপারে! সকলেই জানি Finishing Move টি এমন হবে যেটা একবার Use করলেই Knock Out হয়ে যাবে বা হওয়ার খুব কাছে চলে যাবে! Curb Stomp Move টি Use করলে Face সরাসরি আঘাতপ্রাপ্ত হয় যেটি হতে Kick Out করা খুবই কষ্টসাধ্য! তাই একটি Finishing Move হিসেবে এটি Use করা যথার্থ।

WrestleMania 33 এরপর হতে Rollins Pedigree Move টি ব্যবহার করে নি! এবং নিজের পরবর্তী Finisher হিসেবে Knee কে সিলেক্ট করে যেটি একটি Signature Move হিসেবেই বেশি পরিচিত! তাই আমার মতে, Seth কে নিজের Finisher Move টি ফিরিয়ে দেয়াটা হয়েছে পুরো সোনায় সোহাগা!

এখন আসি মূল বিষয়ে, অনেকে ভাবতে পারে যে, এই Move টি কি Seth Rollins বরাবরের মতোই Use করবে নাকি এক রাতের জন্যই Use করা হয়েছে? এখন এটা ক্লিয়ার করে দেই আপনাদের মাঝে!

গত RAW শেষ হওয়ার সাথে সাথেই Seth Rollins নিজের Twitter Account এ একটি Tweet করে যেখানে উল্লেখ ছিলো :-

" WELCOME BACK, MY OLD FRIENDS " 😊

So, সব ক্লিয়ার হয়েই গেলো! এখন থেকে Seth Rollins নিজের Finisher Move হিসেবে পুনরায় তার আগের Move 'টিই Use করবে তবে আগের নামে নয় কারণ এখন থেকে এটির নাম হলো BLACKOUT। ✌✌

উক্ত টপিক সম্বন্ধে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না! Seth Rollins নিজের পুরাতন Finisher Move ফিরে পাওয়ায় এবং Move 'টির নতুন নাম সম্বন্ধে আপনার ব্যক্তিগত অভিমত জানাতে ভুলবেন না 👏 এবং সবসময় আমাদের সাথেই থাকুন 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo

আবার CURB STOMP কেন? BLACKOUT?


আমাদের কি সেই দিনটির কথা মনে আছে! যেদিন Seth Rollins নিজের WWE মেইন রোস্টার ডেবিউ ঘটায়। আজ থেকে ৫ বছর আগে ২০১২ সালে Survivor Series এ The Shield এর হয়ে ডেবিউ করে সে! তারপর হতেই তার ফিনিশার হিসেবে আমরা একটি Move দেখতে পাই যেটি Curb Stomp নামে পরিচিতি পায়! কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, এই Move টি WWE হতে ব্যান করা হয়েছিলো প্রায় ২ বছর আগে! তার কারণটি ছিলো নিম্নরূপ :-

প্রায় ২ বছর আগে Curb Stomp Move টি ব্যান করা হয়েছিলো! আমরা প্রায় সময়ই দেখতে পাই যে, টিভিতে একটি অ্যাড দেখানো হয় যেখানে লেখা থাকে DON'T TRY THIS AT HOME, SCHOOL OR ANYWHERE। হ্যাঁ, এর জন্যই এটি ব্যান করা হয়েছিলো! কয়েকজন Guardians একদিন Vince McMahon কে এসে বলে যে, এই Move টি তাদের বাচ্চারা প্রায় সময়ই ব্যবহার করে থাকে! এবং যদি স্কুলে এটা ব্যবহার করে তাহলে বড় কোনো ক্ষতি হওয়ার আশংকা থাকে! Then, সবকিছুর ভিত্তিতেই এই Move টি WWE হতে ব্যান করা হয়! 

কিন্তু সম্প্রতি হওয়া RAW তে Seth Rollins পুনরায় তার এই Move টি Use করে! এবং সবথেকে অবাক করা বিষয় হলো যখন এটি ব্যবহার করা হয় তখন Commentators 'রা বলে উঠেছিলো Blackout! হ্যাঁ, এটিই আমার আজকের টপিক! আপনাদের মাঝে তুলে ধরব কেনো এটি পুনরায় ফিরিয়ে আনা হলো! & কেনোই বা নাম Change করা হলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-
প্রথমেই আসি Name Change এর বিষয়টাতে! যদিও আমরা সবাই জানি এই Move টি WWE তে Curb Stomp নামে খ্যাতি পায়! কিন্তু এটা এই Move এর সঠিক নাম নয়! Blackout 'ই হচ্ছে এই Move টির সঠিক & আসল নাম! কেননা Seth Rollins নিজে ইন্ডি সার্কিটে এই Move টি কে Blackout নামেই ইউস করেছে! তাই এই Move টিকে পুনরায় তার আসল নাম ফিরিয়ে দেয়া হয়েছে এবং আমার মতে এটি তাদের একটি সঠিক সিদ্ধান্ত ছিলো! 😊

এখন আসি, পুনরায় Finishing Move হিসেবে এটিকে Use করার ব্যাপারে! সকলেই জানি Finishing Move টি এমন হবে যেটা একবার Use করলেই Knock Out হয়ে যাবে বা হওয়ার খুব কাছে চলে যাবে! Curb Stomp Move টি Use করলে Face সরাসরি আঘাতপ্রাপ্ত হয় যেটি হতে Kick Out করা খুবই কষ্টসাধ্য! তাই একটি Finishing Move হিসেবে এটি Use করা যথার্থ।

WrestleMania 33 এরপর হতে Rollins Pedigree Move টি ব্যবহার করে নি! এবং নিজের পরবর্তী Finisher হিসেবে Knee কে সিলেক্ট করে যেটি একটি Signature Move হিসেবেই বেশি পরিচিত! তাই আমার মতে, Seth কে নিজের Finisher Move টি ফিরিয়ে দেয়াটা হয়েছে পুরো সোনায় সোহাগা!

এখন আসি মূল বিষয়ে, অনেকে ভাবতে পারে যে, এই Move টি কি Seth Rollins বরাবরের মতোই Use করবে নাকি এক রাতের জন্যই Use করা হয়েছে? এখন এটা ক্লিয়ার করে দেই আপনাদের মাঝে!

গত RAW শেষ হওয়ার সাথে সাথেই Seth Rollins নিজের Twitter Account এ একটি Tweet করে যেখানে উল্লেখ ছিলো :-

" WELCOME BACK, MY OLD FRIENDS " 😊

So, সব ক্লিয়ার হয়েই গেলো! এখন থেকে Seth Rollins নিজের Finisher Move হিসেবে পুনরায় তার আগের Move 'টিই Use করবে তবে আগের নামে নয় কারণ এখন থেকে এটির নাম হলো BLACKOUT। ✌✌

উক্ত টপিক সম্বন্ধে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না! Seth Rollins নিজের পুরাতন Finisher Move ফিরে পাওয়ায় এবং Move 'টির নতুন নাম সম্বন্ধে আপনার ব্যক্তিগত অভিমত জানাতে ভুলবেন না 👏 এবং সবসময় আমাদের সাথেই থাকুন 😊

ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo