জানুয়ারি ২৯, ২০১৮ তে Philadelphia, PA তে অনুষ্ঠিত Royal Rumble ২০১৮ তে 17,629 জন উপস্থিত ছিল। আজকের শোতে Commentary Team এ থাকেন Corey Graves, Tom Phillips, Michael Cole, Booker T ও Byron Saxton।
•• KICK OFF SHOW MATCHES ••
• The Revival v/s The Club :
সবাইকে অবাক করে ম্যাচে জয় তুলে নেয় The Revival
♦ Winner : The Revival
• Kalisto, Lince Dorado & Gran Metalik v/s TJP, Jack Galagher & Drew Gulak :
ম্যাচে আধিপত্য বিস্তার করে সকল Luchador। এমনকি ম্যাচের রেজাল্ট টাও নিজেদের পক্ষে নিয়ে আসে এই তিনজন।
♦ Winner : Kalisto, Lince Dorado & Gran Metalik
• Bobby Roode© v/s Mojo Rawley, For United States Championship :
Bobby Roode এর Open Challenge Accept করে Mojo Rawley। তবে ম্যাচে নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে পারে নি! নিজের টাইটেল সফলভাবে রিটেইন করে The Glorious
♦ Winner : Bobby Roode (Still United States Champion)
•• MAIN SHOW MATCHES ••
• AJ Styles© v/s Sami Zayn & Kevin Owens, For WWE Championship In A Handicap Match :
ম্যাচে সবাই সমানতালে লড়তে থাকে, কিন্তু AJ কে একটু বেশিই Aggressive দেখা যাচ্ছিলো! ভালো পারফর্ম করে Sami Zayn। শেষে, নিজের টাইটেল নিজের কাছেই রাখে The Phenomenal One।
অত্যন্ত ভালো মানের ম্যাচ হয়েছে, খুবই ভালো লেগেছে। অসাধারণ কিছু মুভের দেখা মিলল। বেশ পারফরম্যান্স ছিল প্রত্যেকের। ম্যাচে AJ তেমন ডমিনেট করতে অসক্ষম হয়। তারপরও ম্যাচ ভালো করে তুলতে সময় লাগেনি। ম্যাচের শেষের দিকে Tag অবস্থায় ছিল বা Legal ছিল Sami কিন্তু AJ কে Attack করতে আসে Kevin এবং চেষ্টা করে Pop Up to Powerbomb দেওয়ার কিন্তু AJ তা কাউন্টার করে Roll Up করে Pinfall এর মাধ্যমে টাইটেল রিটেইন করে AJ Styles
♦ Winner : AJ Styles (Still WWE Champion)
• The Usos© v/s Gable & Benjamin, For WWE SD Live Tag Team Championship :
ম্যাচটির রুলস বাকি ম্যাচগুলোর থেকে একটু আলাদা ছিলো! তবে তাতে কোনো ধরনের সমস্যা হয় নি কারো! টানা ২টি Pin Fall করে ম্যাচে নিজেদের প্রমাণ করে The Usos এবং টাইটেল রিটেইন করে!
♦ Winner : The Usos (Still WWE SD Live Tag Team Champions)
• 30 Man's Royal Rumble Match :
ম্যাচ শুরু হওয়ার আগে Jerry Lawler কমেন্ট্রি করতে আসেন। #1 is RUSEV এবং #2 is Finn Balor
ভালো চলে প্রথম দিক। #3,#4,#5 এ আসে যথাক্রমে Rhyno, Baron Corbin ও Heath Slater.. ম্যাচ তখনও জমেনি। #6 এ আসে ভালো পপ এর মাধ্যমে Elias. Holy Crap!! #7 is NXT Champion Andrade Cien Almas!! তারপর আস্তে আস্তে বাকিরা। ম্যাচ জমতে শুরু করে। #10 এ Tye এর আসার কথা থাকলেও ব্যাকস্টেজে তাকে Attack করে Kemi!! পরে তার বদলে আসে Sami Zayn. #14 তে আসে Shinsuke Nakamura. #20 তে আসে John Cena. তারপর #21 এ The Hurricane!! Holy Crap!! #23 is Adam Cole BAY BAY!!! পরে #24 এ আসেন Randy Orton. #27 এ WHAT THE HELL!!! It's Rey Mysterio!!!! রিটার্ন করেন তিনি। #28 এ আসে Roman Reigns.. #30 তে আসে Dolph Ziggler!! সবাই এসে পড়েছে। শেষ 6 জন ছিল Nakamura, Balor, Roman, Cena, Randy ও Mysterio. এবং এবারের Iron Man হলেন Finn Balor (54 মিনিট ছিলেন)।
মোটামুটি ভালো মানের একটি ম্যাচ ছিলো। শেষ চারে টিকে থাকে Balor, Cena, Reigns & Nakamura। ম্যাচে সবথেকে ভালো পারফর্ম করে Finn Balor। Surprise Entry নেয় Rey Mysterio & Dolph Ziggler। শেষমেশ টিকে ছিলো Reigns & Nakamura। দুজনেই ভালো মুভস ইউস করে! শেষে, Roman Reigns কে Top Rope হতে ফেলে দিয়ে নিজের ক্যারিয়ারের First Ever Royal Rumble Match জিতে নেয় The Artist।
♦ Winner : Shinsuke Nakamura
পরে ম্যাচ শেষে জানতে পারলাম Shinsuke Nakamura, WrestleMania 34 এ AJ Styles এর WWE Championship চাচ্ছেন, That's Mean AJ Styles© vs Nakamura At WrestleMania THIS IS AWESOME 👏
• Seth Rollins & Jason Jordan© v/s The Bar :
উক্ত পিপিভি। 'র সবথেকে আকর্ষণীয় এবং নজরকাড়া ম্যাচ ছিলো এটি! তবে নিজেদের রক্ষা করতে পারে নি Rollins & Jordan। The Bar নিজেদের ক্যারিয়ারের Four Time WWE RAW Tag Champs হয়!
ম্যাচ তেমন ভালো হয়নি। কিন্তু Rollins এর রিং গিয়ার দারুণ হয়েছে। ম্যাচের শেষে Seth কে Brogue Kick হিট করে Pinfall এর মাধ্যমে নতুন এবং 4x RAW Tag Team Champion হয় The Bar
♦ Winner : The Bar
• Brock Lesnar© v/s KANE v/s Braun Strowman, For WWE Universal Championship :
Royal Rumble এর সবথেকে হাইভোল্টেজ ম্যাচ ছিলো এটি! এক কথায় পুরো অসাধারণ তবে এন্ডিংটা আরো ভালো হতে পারতো! যাই হোক, ম্যাচে সবাই ভালো পারফর্ম করে এবং নিজেদের ডমিনেটিং ভাব বজায় রাখে! নিজের টাইটেল সফলভাবেই রিটেইন করে The Beast
একবারে বাজে ম্যাচ। ম্যাচ দেখলে বুঝায় দর্শকদের এই ম্যাচের প্রতি কতটা অনিহা। টেবিল ভাঙা, Announce Table ভাঙা, ছোট খাটো চেয়ার শট। এই ছাড়া তেমন কিছুই ছিল না। শেষে একটা F5 হিট করে Pinfall এর মাধ্যমে জিতে টাইটেল রিটেইন করে Brock Lesnar
♦ Winner : Brock Lesnar (Still WWE Universal Champion)
• 30 Women's Royal Rumble Match :
First Ever Royal Rumble ম্যাচের পাশাপাশি এটি ছিলো এই শো এর মেইন ইভেন্ট ম্যাচ! অত্যন্ত ভালো মানের একটি ম্যাচ ছিলো! ম্যাচে অনেক WWE Hall Of Fame Return করে! তাদের মধ্যে উল্লেখ্য Lita, Kelly Kelly, Jacqueline, Phonix & Trish Stratus। আরো Return করে The Bella Twins।
ম্যাচ শুরু হওয়ার আগে Stephanie McMahon আসে কমেন্ট্রি করতে। বেশ অনেকে এসেছেন। রিটার্ন ও NXT থেকে যারা এসেছেন। তারা হলেন #5 what the hell!! Its Lita!!. পরে #6 এ আসেন NXT থেকে Kairi Sane!! #9 এ আসেন Torrie Wilson!! #12 তে Holly Molly!! #14 তে Michelle McCool. #16 is Vickie Guerrero. #19 is Kelly Kelly!! #21 Jacqueline! #23 is Holy Crap!! NXT Women's Champion Ember Moon!!! #24 is Beth Phoenix!!! #25 is Asuka & 27 is Nikki Bella এবং 28 এ Brie Bella এবং সবশেষে #30 এ Trish Stratus!!!! পরে ভালো চলে।
ম্যাচের শেষ পর্যায়ে টিকে ছিলো Brie Bella, Nikki Bella, Sasha Banks & Asuka। Sasha Banks কে Eliminate করে Bella Twins। Ow Boy 😱, Nikki Eliminate Brie। পরে Nikki Bella কে Eliminate করে First Ever Women's Royal Rumble Match জিতে নেয় ASUKA।
♦ Winner : ASUKA
ম্যাচ শেষে, Charlotte Flair & Alexa Bliss এসে তার পাশে দাঁড়ায় ও Congo জানায়! Wait A Minute, Rounda Is Here। সবাইকে চমকিয়ে দিয়ে WWE এর সঙ্গে সাইন করে Rounda Rousey আসে, এসে WrestleMania Board এর দিকে ইশারা করে এবং Asuka 'র সাথে হাত মেলাতে চাইলে সে মেলায় না এবং পরে গিয়ে Stephanie McMahon এর সাথে হাত মিলিয়ে চলে যায়!
এভাবেই শেষ হয় Royal Rumble পিপিভি..
•• ওভারঅল রেটিং : 7.5/10
SORRY FOR LATE GUYS 😞
উক্ত Pay Per View সম্পর্কে নিজের মতামত জানাতে ভুলবেন না এবং সবসময় আমাদের সাথেই থাকুন! 😊
ALWAYS STAY CONNECTED :)
• লেখক ঃ Shah Tanvir Islam Shuvo, Fahim Fam