WM33 এর পর থেকে বর্তমান রেসলিং অতোটা দেখা হয় না। RAW বা SmackDown পুরো শো দেখা হয় খুবই কদাচিৎ, বেশির ভাগ সময়ই Youtube-এ হাইলাইটস দেখি শুধু। অবশ্য লাস্ট দুই সপ্তাহ আবার দেখা শুরু করেছি। রাম্বল সিজনের স্টোরিলাইন সবসময়ই এক্সাইটিং লাগে আমার কাছে।

যাই হোক, গত দুই সপ্তাহে US টাইটেলের স্টোরিলাইনটা বেশ অদ্ভুত লাগলো আমার কাছে। আসলে টাইটেলের থেকে বেশি অদ্ভুত লেগেছে জিগলারের স্টোরিলাইনটা। জিগলারকে নিয়ে আসলে ধোঁয়াশার কোনো শেষ সীমা নাই। এই শোনা যায় তার কন্ট্রাক্ট শেষ, সে কোম্পানি লিভ করবে। গতবছরও এমন শুনেছিলাম। তখনই IC টাইটেল জিতলো। এবছরও একই অবস্থা, এবারও US টাইটেল জিতলো। জানিনা তার সাথে রুমরগুলোর অবস্থা এমন কেন। তার ব্যাপারে রুমরগুলো বেশিরভাগই দেখি উল্টো হয়। 

যাই হোক, গতবারের থেকে এবারেরটা বেশি আকর্ষণীয় লাগছে আমার। কারণ, তার বিগত কয়েক মাসের আচরণ। অদ্ভুত এক গিমিক। একেকবার একেকজনের স্টাইলে এন্ট্রি নিয়ে ফ্যানদের রোস্ট করেছে। আসলেই, সে কিন্তু এই উদ্ভট গিমিকে কোনো রেসলারের বিপক্ষে লাগেনি, লেগেছে ফ্যানদের বিরুদ্ধে। Dolph vs WWE Universe ফিউড। অবশ্য এটার কারণও আছে বলে মনে হয়। পরবর্তীতে বলছি সেটা নিয়ে।

ফিউডটা এখনো চলছে। সবাই সপ্তাহদুয়েক আগে তার টাইটেল বেল্ট রিং-এ রেখে যাওয়াটাই মনে রেখেছে বা ওটা নিয়েই কথা বলছে - কিন্তু রাখার আগে সে কী বলেছিলো তা অনেকেই খেয়াল করেনি বা মনে রাখেনি। এমনকী, WWEও ওটাকে তেমন একটা গুরুত্ব দিয়ে দেখাচ্ছে না।

টাইটেল রাখার আগে সে ফ্যানদের নিয়েই তীর্যক কথা বলছিলো, এবং শেষে বলেছিলো - সে রিং-এ যতো পারফর্মই করুক, কিংবা যতো এন্টারটেইনই করুক না কেন ফ্যানরা তার সব কীর্তি ভুলে যায়। কেউই মনে রাখে না। তাই সে এবার এমন কিছু করবে, যেটাকে ফ্যানরা সবসময়ই স্মরণ করে রাখবে। 
আর এরপর টাইটেল এভাবে রেখে যাওয়াটা তো মনেহয় সহজেই ভুলে যাওয়ার মতো কিছু না। ফ্যানরা তার আগের কীর্তির কিছু মনে না রাখলেও, এভাবে টাইটেল রেখে চলে যাওয়া নিয়েই ভাবছে দুই সপ্তাহ ধরে। ইউটিউবে রিসেন্ট ভিডিওগুলোর কমেন্টে ডলফ টপিকটাই বেশি আসছে।

ডলফের ঐ প্রমোর সাথে গত সপ্তাহে ব্রায়ানের প্রমোর একটা বাক্যও কানে আটকালো। ব্রায়ান বলেছে, ডলফ নাকি ইচ্ছাকৃতভাবে টাইটেল ভ্যাকেন্ট করে দিয়েছে। তাই এখন নতুন চ্যাম্পিয়ন নির্ণয়ের জন্য একটা টুর্নামেন্ট হবে। 

হ্যাঁ, সাধারণভাবে ভাবলে ব্রায়ানের বক্তব্যের অর্থ এটাই। তবে, ব্রায়ান কিন্তু বাক্যটা শুরু করেছিলো 'I think' বা 'I assume' জাতীয় কিছু দিয়ে। আসলে এই শব্দ যুগলের বিশেষ কোনো অর্থ হয় না। ইংরেজরা তাদের বাক্যের শুরুতে প্রায়ই এটা বলে। তবে, WWEতে সাধারণ বলে কিছু নাই। তারা বেশির ভাগ ফিউড শুরুর আগেই ছোটো ছোটো ক্লু দিয়ে দেয়। সেই ব্রায়ানের কথার মানে দাঁড়ায় সে ব্যাপারটায় নিশ্চিত না। তবে ডলফের কাজটা দেখে তার মনে হয়েছে যে সে টাইটেল ভ্যাকেন্ট করে দিয়েছে। তাই, কর্তৃপক্ষ হিসেবে সে টাইটেল এভাবে খালি না রেখে নতুন চ্যাম্পিয়ন ক্রাউন করার জন্য টুর্নামেন্টের আয়োজন করেছে।কর্তৃপক্ষ তার দায়িত্ব সে ঠিকভাবেই পালন করছে। 

টুর্নামেন্টের যে লাইন আপ দিলো - তাতে আমার মনে হচ্ছে রয়েল রাম্বলে US টাইটেলের জন্য ববি রুড বনাম জিন্দার মহল ম্যাচ হবে। কারণ, ববি রুডের পরের ম্যাচ হবে জ্যাক রাইডার অথবা মোজো রাউলির কারো সাথে। এদের সাথে যে রুড হারবে না তা নিশ্চিতই বলা যায়। আর জিন্দার খেলবে জ্যাভিয়ের উডস বা এইডেন ইংলিশের সাথে। সদ্যই সাবেক হওয়া ওয়ার্ল্ড চ্যাম্প যে মিডকার্ডের ট্যাগ ডিভিশনের কারো কাছে হারবে না এটাও নিশ্চিত। তাছাড়া রুসেভ ডে বা নিউ ডে'র ইন্টারাপশন তো থাকবেই।

তো, রাম্বলে ম্যাচ হবে Jinder vs Roode। এই ম্যাচটাতে রুড পরিষ্কার ফেভারিট। তবে আমার মনে হয় জিতবে মহারাজা সাহেব। সিং ভাইয়ারা তো আছেই, সাথে ভারতীয় একজন ইউএস চ্যাম্প হয়ে আমেরিকানদের রোস্টও করতে পারবে প্রচুর। যেহেতু হিল রেসলার, এটার চান্স অনেক বেশি। রুসেভও করেছে কাজটা। কেভিন ওয়েন্সও করেছে অল্প বিস্তরভাবে।

টাইটেল জিতে জিন্দার বলতে থাকবে যে, আমেরিকাতে US টাইটেল জেতার মতো যোগ্য কোনো রেসলার নাই, আমেরিকানরা তাদের সম্মান রক্ষা করতে জানে না, ভারতই সেরা, ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা। ফ্যানরা বু দিতে থাকবে, জিন্দার ঐদিকে ভিলেনীয়ভাবে হাসতে হাসতে আরো ব্লা ব্লা করতে যাবে, ঠিক তখনই। ঠিক তখনই নতুন একটা মিউজিক বেজে উঠবে এরিনায়। মিউজিক না চিনে জিন্দার কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকবে এন্ট্রেন্স র‍্যাম্পের দিকে আর তখনই নতুন ডিজাইনের US টাইটেল র‍্যাম্পে হাজির হবে ডলফ জিগলার। এসে কিছু না বলে শুধু টাইটেলটা উঁচিয়ে পোজ দিবে একটা


যাই হোক, এখন লজিকগুলো বলি আস্তে আস্তে। জিগলারের ফ্যানদের প্রতি বিক্ষুব্ধ হওয়ার একটা কারণ ফ্যানদের কারণেই জিগলারের এমন অবস্থা। আমার এমনটাই মনে হয়। হ্যাঁ, নিশ্চিতভাবেই জিগলার যথেষ্ট ফ্যান ফেভারিট, সে পুশ না পেলে ফ্যানরা এটা নিয়ে আক্ষেপ করে, সে টাইটেল জিতলে তাকে চিয়ারও করে। কিন্তু, চিয়ারগুলো ওয়ানটাইম অনলি থিং'র মতো। 

পরের এক-দুই সপ্তাহের মধ্যেই দেখা যায় ফ্যানরা জিগলারকে আর পাত্তা দেয় না। নেগেটিভ-পজিটিভ কোনো ধরণের রিয়েকশনই দেয় না। এই তো গত বছরই বহুকাল পর ওয়ার্ল্ড টাইটেল ফিউডে আনার পর ফ্যানদের অনেকেই তা মেনে নেয়নি। যেখানে সে এই সুযোগটা পাওয়ার আগ পর্যন্তও ফ্যানরা তাকে সুযোগ না দেওয়ার জন্য WWE'র সমালোচনা করছিলো, সেখানে পুশটা দেওয়ার সাথে সাথেই পুশ দেওয়ার জন্য সমালোচনা শুরু। ক্রাউডও জিগলারকে ঠিকভাবে মেনে নেয়নি। যার জন্য খুব দ্রুতই তাকে ফিউড থেকে সরিয়ে মিডকার্ডে পাঠিয়ে দেওয়া হয়। 

ওটা হতে পারতো জিগলারের ক্যারিয়ারের পুনরুত্থান, কিন্তু ফ্যানরা ওটা দিয়েই তার ক্যারিয়ার শেষ করে দিয়েছিলো প্রায়। সত্যি বলতে এরপর জিগলার টাইটেল জিতলেও আর ঐ মোমেন্টামটা পায়নি। এমনকী, মিজের সাথে একটা চমৎকার ম্যাচ উপহার দেওয়ার পরও ওটা কেউ তেমন মনে রাখেনি। ফ্যানদের প্রতি তার ক্ষোভ থাকাটা অস্বাভাবিক না, তবে সেটা তো আর নিশ্চয় সরাসরি প্রকাশ করবে না। তাই, WWE ওটাকেই তার গিমিক বানিয়ে দিয়েছে। সত্যি বলতে, গিমিকটা কিন্তু খারাপ না, যেভাবে সময় নিয়ে এটাকে তৈরি করছে - তাতে এটা লম্বা সময় মনে থাকবে। এই কারণেই টাইটেল জেতার একদিন পরই জিগলার সেটা রিং-এ ফেলে রেখে চলে যায় - যেন এটা সবাই মনে রাখে।

এছাড়াও কোথায় যেনো দেখেছিলাম - WWE US টাইটেলের ডিজাইন বদলাবে। নতুন আদলে সাজাবে টাইটেলটা। জিগলারের আচমকা রিটার্নের মাধ্যমে টাইটেল রিভিল করাটা সবচেয়ে পারফেক্ট। তাছাড়া, জিগলার WWE অরিজিনালদের একজন। আর WWE সবসময়ই নিজেদের প্রোডাক্টদের বেশি কদর করে। উদাহরণ হিসেবে মিজের কথা বলা যায়। WWE তে ডেবিউয়ের প্রায় প্রতিবছরই একবার করে হলেও টাইটেল রেইন ছিলো তার। জিগলারও বেশ লয়্যাল কোম্পানির প্রতি। সে অতোটা কমপ্লেনও করে না কিছু নিয়ে। তাই, তাকে যে এভাবে ইনসাল্টিং ভাবে রিলিজ করবে তা ধরে নেওয়াই যায়।

আর টেকনিক্যালি এখনো ডলফই US চ্যাম্প। সে কিন্তু টাইটেল লিভ করেনি। ড্যানিয়েল ব্রায়ান শুধু ধরে নিয়েছে যে সে টাইটেল ভ্যাকেন্ট করে দিয়েছে। নিশ্চিত কিছু না। তাছাড়া, WWE'র নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নকে প্রতি ৩০ দিনে ন্যূনতম একবার করে হলেও টাইটেল ডিফেন্স করা লাগে (ব্রক ছাড়া)। এজন্যেই তাদের পিপিভিগুলোও একমাসের ব্যবধানে হয়। মাঝেমধ্যে Royal Rumble ও WM পিপিভির আগে ব্যবধানটা একমাসের থেকে কিছুটা বেশি হয়। সেই হিসেবে টেকনিক্যালি জিগলার কিন্তু রাম্বল পর্যন্ত চ্যাম্পিয়নই থাকবে, টাইটেল ডিফেন্স না করলেও।

এছাড়াও সে রিটার্ন করলে বিশাল একটা চিয়ার পাবে। নতুন ডিজাইনের টাইটেলের জন্য চিয়ারটা আরো বাড়বে। সেই সাথে রিটার্নটা যদি রিং'এ ইউএস বিদ্বেষী প্রোমোকাটের সময় - তাহলে চিয়ারের মাত্রাটা আরো বহুগুণ বেড়ে যাবে। নিশ্চিতভাবেই, WWE তাদের অরিজিনাল প্রোডাক্টকে এই লাউডেস্ট চিয়ারটা দিতে চাইবে।

এরপর হিল জিন্দারের সাথে ফিউডে হয়তো অ্যান্টিহিরো জিগলারকে দেখা যাবে। যে একই সাথে ফ্যানদেরকে হেটও করবে, আবার ইউএস টাইটেল ও ইউএসের প্রতি সম্মানও দেখাবে।

এটা শুধুই আমার কল্পিত স্টোরিলাইন। এমন কিছু হলে সেটা আকর্ষণীয় কিছুই হবে। এটা যে হবে তার কোনো সম্ভাবনা নেই। জিগলারের স্টোরিলাইনটা ভালো লাগায় একটু লিখতে মন চাইলো।
• লেখক ঃ রাফায়েত রাতুল

US টাইটেল ফিউড এবং ডলফ জিগলার।


WM33 এর পর থেকে বর্তমান রেসলিং অতোটা দেখা হয় না। RAW বা SmackDown পুরো শো দেখা হয় খুবই কদাচিৎ, বেশির ভাগ সময়ই Youtube-এ হাইলাইটস দেখি শুধু। অবশ্য লাস্ট দুই সপ্তাহ আবার দেখা শুরু করেছি। রাম্বল সিজনের স্টোরিলাইন সবসময়ই এক্সাইটিং লাগে আমার কাছে।

যাই হোক, গত দুই সপ্তাহে US টাইটেলের স্টোরিলাইনটা বেশ অদ্ভুত লাগলো আমার কাছে। আসলে টাইটেলের থেকে বেশি অদ্ভুত লেগেছে জিগলারের স্টোরিলাইনটা। জিগলারকে নিয়ে আসলে ধোঁয়াশার কোনো শেষ সীমা নাই। এই শোনা যায় তার কন্ট্রাক্ট শেষ, সে কোম্পানি লিভ করবে। গতবছরও এমন শুনেছিলাম। তখনই IC টাইটেল জিতলো। এবছরও একই অবস্থা, এবারও US টাইটেল জিতলো। জানিনা তার সাথে রুমরগুলোর অবস্থা এমন কেন। তার ব্যাপারে রুমরগুলো বেশিরভাগই দেখি উল্টো হয়। 

যাই হোক, গতবারের থেকে এবারেরটা বেশি আকর্ষণীয় লাগছে আমার। কারণ, তার বিগত কয়েক মাসের আচরণ। অদ্ভুত এক গিমিক। একেকবার একেকজনের স্টাইলে এন্ট্রি নিয়ে ফ্যানদের রোস্ট করেছে। আসলেই, সে কিন্তু এই উদ্ভট গিমিকে কোনো রেসলারের বিপক্ষে লাগেনি, লেগেছে ফ্যানদের বিরুদ্ধে। Dolph vs WWE Universe ফিউড। অবশ্য এটার কারণও আছে বলে মনে হয়। পরবর্তীতে বলছি সেটা নিয়ে।

ফিউডটা এখনো চলছে। সবাই সপ্তাহদুয়েক আগে তার টাইটেল বেল্ট রিং-এ রেখে যাওয়াটাই মনে রেখেছে বা ওটা নিয়েই কথা বলছে - কিন্তু রাখার আগে সে কী বলেছিলো তা অনেকেই খেয়াল করেনি বা মনে রাখেনি। এমনকী, WWEও ওটাকে তেমন একটা গুরুত্ব দিয়ে দেখাচ্ছে না।

টাইটেল রাখার আগে সে ফ্যানদের নিয়েই তীর্যক কথা বলছিলো, এবং শেষে বলেছিলো - সে রিং-এ যতো পারফর্মই করুক, কিংবা যতো এন্টারটেইনই করুক না কেন ফ্যানরা তার সব কীর্তি ভুলে যায়। কেউই মনে রাখে না। তাই সে এবার এমন কিছু করবে, যেটাকে ফ্যানরা সবসময়ই স্মরণ করে রাখবে। 
আর এরপর টাইটেল এভাবে রেখে যাওয়াটা তো মনেহয় সহজেই ভুলে যাওয়ার মতো কিছু না। ফ্যানরা তার আগের কীর্তির কিছু মনে না রাখলেও, এভাবে টাইটেল রেখে চলে যাওয়া নিয়েই ভাবছে দুই সপ্তাহ ধরে। ইউটিউবে রিসেন্ট ভিডিওগুলোর কমেন্টে ডলফ টপিকটাই বেশি আসছে।

ডলফের ঐ প্রমোর সাথে গত সপ্তাহে ব্রায়ানের প্রমোর একটা বাক্যও কানে আটকালো। ব্রায়ান বলেছে, ডলফ নাকি ইচ্ছাকৃতভাবে টাইটেল ভ্যাকেন্ট করে দিয়েছে। তাই এখন নতুন চ্যাম্পিয়ন নির্ণয়ের জন্য একটা টুর্নামেন্ট হবে। 

হ্যাঁ, সাধারণভাবে ভাবলে ব্রায়ানের বক্তব্যের অর্থ এটাই। তবে, ব্রায়ান কিন্তু বাক্যটা শুরু করেছিলো 'I think' বা 'I assume' জাতীয় কিছু দিয়ে। আসলে এই শব্দ যুগলের বিশেষ কোনো অর্থ হয় না। ইংরেজরা তাদের বাক্যের শুরুতে প্রায়ই এটা বলে। তবে, WWEতে সাধারণ বলে কিছু নাই। তারা বেশির ভাগ ফিউড শুরুর আগেই ছোটো ছোটো ক্লু দিয়ে দেয়। সেই ব্রায়ানের কথার মানে দাঁড়ায় সে ব্যাপারটায় নিশ্চিত না। তবে ডলফের কাজটা দেখে তার মনে হয়েছে যে সে টাইটেল ভ্যাকেন্ট করে দিয়েছে। তাই, কর্তৃপক্ষ হিসেবে সে টাইটেল এভাবে খালি না রেখে নতুন চ্যাম্পিয়ন ক্রাউন করার জন্য টুর্নামেন্টের আয়োজন করেছে।কর্তৃপক্ষ তার দায়িত্ব সে ঠিকভাবেই পালন করছে। 

টুর্নামেন্টের যে লাইন আপ দিলো - তাতে আমার মনে হচ্ছে রয়েল রাম্বলে US টাইটেলের জন্য ববি রুড বনাম জিন্দার মহল ম্যাচ হবে। কারণ, ববি রুডের পরের ম্যাচ হবে জ্যাক রাইডার অথবা মোজো রাউলির কারো সাথে। এদের সাথে যে রুড হারবে না তা নিশ্চিতই বলা যায়। আর জিন্দার খেলবে জ্যাভিয়ের উডস বা এইডেন ইংলিশের সাথে। সদ্যই সাবেক হওয়া ওয়ার্ল্ড চ্যাম্প যে মিডকার্ডের ট্যাগ ডিভিশনের কারো কাছে হারবে না এটাও নিশ্চিত। তাছাড়া রুসেভ ডে বা নিউ ডে'র ইন্টারাপশন তো থাকবেই।

তো, রাম্বলে ম্যাচ হবে Jinder vs Roode। এই ম্যাচটাতে রুড পরিষ্কার ফেভারিট। তবে আমার মনে হয় জিতবে মহারাজা সাহেব। সিং ভাইয়ারা তো আছেই, সাথে ভারতীয় একজন ইউএস চ্যাম্প হয়ে আমেরিকানদের রোস্টও করতে পারবে প্রচুর। যেহেতু হিল রেসলার, এটার চান্স অনেক বেশি। রুসেভও করেছে কাজটা। কেভিন ওয়েন্সও করেছে অল্প বিস্তরভাবে।

টাইটেল জিতে জিন্দার বলতে থাকবে যে, আমেরিকাতে US টাইটেল জেতার মতো যোগ্য কোনো রেসলার নাই, আমেরিকানরা তাদের সম্মান রক্ষা করতে জানে না, ভারতই সেরা, ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা। ফ্যানরা বু দিতে থাকবে, জিন্দার ঐদিকে ভিলেনীয়ভাবে হাসতে হাসতে আরো ব্লা ব্লা করতে যাবে, ঠিক তখনই। ঠিক তখনই নতুন একটা মিউজিক বেজে উঠবে এরিনায়। মিউজিক না চিনে জিন্দার কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকবে এন্ট্রেন্স র‍্যাম্পের দিকে আর তখনই নতুন ডিজাইনের US টাইটেল র‍্যাম্পে হাজির হবে ডলফ জিগলার। এসে কিছু না বলে শুধু টাইটেলটা উঁচিয়ে পোজ দিবে একটা


যাই হোক, এখন লজিকগুলো বলি আস্তে আস্তে। জিগলারের ফ্যানদের প্রতি বিক্ষুব্ধ হওয়ার একটা কারণ ফ্যানদের কারণেই জিগলারের এমন অবস্থা। আমার এমনটাই মনে হয়। হ্যাঁ, নিশ্চিতভাবেই জিগলার যথেষ্ট ফ্যান ফেভারিট, সে পুশ না পেলে ফ্যানরা এটা নিয়ে আক্ষেপ করে, সে টাইটেল জিতলে তাকে চিয়ারও করে। কিন্তু, চিয়ারগুলো ওয়ানটাইম অনলি থিং'র মতো। 

পরের এক-দুই সপ্তাহের মধ্যেই দেখা যায় ফ্যানরা জিগলারকে আর পাত্তা দেয় না। নেগেটিভ-পজিটিভ কোনো ধরণের রিয়েকশনই দেয় না। এই তো গত বছরই বহুকাল পর ওয়ার্ল্ড টাইটেল ফিউডে আনার পর ফ্যানদের অনেকেই তা মেনে নেয়নি। যেখানে সে এই সুযোগটা পাওয়ার আগ পর্যন্তও ফ্যানরা তাকে সুযোগ না দেওয়ার জন্য WWE'র সমালোচনা করছিলো, সেখানে পুশটা দেওয়ার সাথে সাথেই পুশ দেওয়ার জন্য সমালোচনা শুরু। ক্রাউডও জিগলারকে ঠিকভাবে মেনে নেয়নি। যার জন্য খুব দ্রুতই তাকে ফিউড থেকে সরিয়ে মিডকার্ডে পাঠিয়ে দেওয়া হয়। 

ওটা হতে পারতো জিগলারের ক্যারিয়ারের পুনরুত্থান, কিন্তু ফ্যানরা ওটা দিয়েই তার ক্যারিয়ার শেষ করে দিয়েছিলো প্রায়। সত্যি বলতে এরপর জিগলার টাইটেল জিতলেও আর ঐ মোমেন্টামটা পায়নি। এমনকী, মিজের সাথে একটা চমৎকার ম্যাচ উপহার দেওয়ার পরও ওটা কেউ তেমন মনে রাখেনি। ফ্যানদের প্রতি তার ক্ষোভ থাকাটা অস্বাভাবিক না, তবে সেটা তো আর নিশ্চয় সরাসরি প্রকাশ করবে না। তাই, WWE ওটাকেই তার গিমিক বানিয়ে দিয়েছে। সত্যি বলতে, গিমিকটা কিন্তু খারাপ না, যেভাবে সময় নিয়ে এটাকে তৈরি করছে - তাতে এটা লম্বা সময় মনে থাকবে। এই কারণেই টাইটেল জেতার একদিন পরই জিগলার সেটা রিং-এ ফেলে রেখে চলে যায় - যেন এটা সবাই মনে রাখে।

এছাড়াও কোথায় যেনো দেখেছিলাম - WWE US টাইটেলের ডিজাইন বদলাবে। নতুন আদলে সাজাবে টাইটেলটা। জিগলারের আচমকা রিটার্নের মাধ্যমে টাইটেল রিভিল করাটা সবচেয়ে পারফেক্ট। তাছাড়া, জিগলার WWE অরিজিনালদের একজন। আর WWE সবসময়ই নিজেদের প্রোডাক্টদের বেশি কদর করে। উদাহরণ হিসেবে মিজের কথা বলা যায়। WWE তে ডেবিউয়ের প্রায় প্রতিবছরই একবার করে হলেও টাইটেল রেইন ছিলো তার। জিগলারও বেশ লয়্যাল কোম্পানির প্রতি। সে অতোটা কমপ্লেনও করে না কিছু নিয়ে। তাই, তাকে যে এভাবে ইনসাল্টিং ভাবে রিলিজ করবে তা ধরে নেওয়াই যায়।

আর টেকনিক্যালি এখনো ডলফই US চ্যাম্প। সে কিন্তু টাইটেল লিভ করেনি। ড্যানিয়েল ব্রায়ান শুধু ধরে নিয়েছে যে সে টাইটেল ভ্যাকেন্ট করে দিয়েছে। নিশ্চিত কিছু না। তাছাড়া, WWE'র নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নকে প্রতি ৩০ দিনে ন্যূনতম একবার করে হলেও টাইটেল ডিফেন্স করা লাগে (ব্রক ছাড়া)। এজন্যেই তাদের পিপিভিগুলোও একমাসের ব্যবধানে হয়। মাঝেমধ্যে Royal Rumble ও WM পিপিভির আগে ব্যবধানটা একমাসের থেকে কিছুটা বেশি হয়। সেই হিসেবে টেকনিক্যালি জিগলার কিন্তু রাম্বল পর্যন্ত চ্যাম্পিয়নই থাকবে, টাইটেল ডিফেন্স না করলেও।

এছাড়াও সে রিটার্ন করলে বিশাল একটা চিয়ার পাবে। নতুন ডিজাইনের টাইটেলের জন্য চিয়ারটা আরো বাড়বে। সেই সাথে রিটার্নটা যদি রিং'এ ইউএস বিদ্বেষী প্রোমোকাটের সময় - তাহলে চিয়ারের মাত্রাটা আরো বহুগুণ বেড়ে যাবে। নিশ্চিতভাবেই, WWE তাদের অরিজিনাল প্রোডাক্টকে এই লাউডেস্ট চিয়ারটা দিতে চাইবে।

এরপর হিল জিন্দারের সাথে ফিউডে হয়তো অ্যান্টিহিরো জিগলারকে দেখা যাবে। যে একই সাথে ফ্যানদেরকে হেটও করবে, আবার ইউএস টাইটেল ও ইউএসের প্রতি সম্মানও দেখাবে।

এটা শুধুই আমার কল্পিত স্টোরিলাইন। এমন কিছু হলে সেটা আকর্ষণীয় কিছুই হবে। এটা যে হবে তার কোনো সম্ভাবনা নেই। জিগলারের স্টোরিলাইনটা ভালো লাগায় একটু লিখতে মন চাইলো।
• লেখক ঃ রাফায়েত রাতুল