এখন সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কে হবে US Champ?তাহলে চলুন দেখে আসি কে হতে পারে নেক্সট চ্যাম্প।
কিছুদিন আগেই Dolph Ziggler US টাইটেল জিতেছিলেন কিন্ত সবাইকে অবাক করে দিয়ে তিনি টাইটেল পরিত্যাগ করেন। যার ফলে Smackdown Live এর জেনারেল ম্যানেজার Daniel Bryan একটি টুর্নামেন্ট আয়োজন করেন টাইটেলটির জন্য।এখন সেমিফাইনালে উঠেছেন Bobby Roode, Jinder Mahal, Xavier Woods & Mojo Rawley। এবার দেখা যাক কার সম্ভাবনা কতটুকু।
• Bobby Roode:এখনকার সময়ের অন্যতম সেরা রেসলার কিন্ত মেইন রোস্টারে আসার পর তেমন কোনো পুশই তাকে দেওয়া হয়নি এটাই পারফেক্ট সময় রুডকে টাইটেল পুশ দেওয়ার। টাইটেল পুশ পাওয়া এখন তার প্রাপ্য, যেকোনো ম্যাচ জমানোর এবিলিটি রয়েছে তার। আমার মতে রুডকেই নেক্সট চ্যাম্প করা উচিত এতে করে সে দারুণ মোমেন্টাম পাবে এবং সেটা তার ক্যারিয়ার+পারফরমেন্সে পজিটিভ প্রভাব ফেলবে।রুডকে চ্যাম্প করাটাই হবে বেস্ট ফর বিজনেস।
• Jinder Mahal: কিছুদিন আগেই Wwe Champion ছিলেন।টাইটেল ড্রপ করার পর এত তাড়াতাড়ি তাকে আবার টাইটেল পুশ দেওয়া হবে বলে মনে হয়না। তাকে আবার চ্যাম্প করলে টাইটেল টার মানই তার ফিনিশার খাল্লাসের মতো বোরিং হয়ে যাবে :3 তাকে চ্যাম্প করানোর মতো বোকামি অবশ্যই আবার করবেনা Wwe
• Xavier Woods: Wwe যদি আনপ্রেডিক্টেবল কিছু করতে চায় তাহলে তাকে চ্যাম্প করাতে পারে। মাইক স্কিল ইন রিং স্কিল কোনোটাই খারাপ না। Woods একজন এন্টারটেইনিং ক্যারেকটার তাকে চ্যাম্প করা হলে অবাক হওয়ার কিছু নেই অনেকদিন ধরেই কোম্পানিতে আছেন এইটুকু পুশ তাকে দিতেই পারে এতে কোনো সমস্যা নেই।
• Mojo Rawley:এই ব্যাক্তির পারফরমেন্স আমার একটুও ভালো লাগেনা তাকে কোন লজিকে Andre The Giant Memorial Battle Royal Winner করা হয়েছিলো সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না :/ তাকে চ্যাম্প করার কোনো মানেই আমি দেখি না। তাকে যে চ্যাম্প করা হবে না এই ব্যাপারে আমি নিশ্চিত কারণ তার মাইক স্কিল, ইন রিং স্কিল কোনোটাই ভাল না।
আমার ব্যক্তিগত ধারণা মতে Bobby Roode হবেন নেক্সট US Champ আর যদি আনপ্রেডিক্টেবল কিছু হলে Xavier Woods চ্যাম্প হবেন।
উপরের পুরোটাই আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বলা এটাই হবে তার গ্যারান্টি নেই। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ।
• লেখক ঃ Jahid Islam Numan
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!