২৫ জন বা তারও অধিক রেসলার যখন একসাথে রিং এ একে অপরের মুখোমুখি হয়, ব্রাদার VS ব্রাদার, পার্টনার VS পার্টনার, বন্ধু VS বন্ধু, প্রত্যেক মানুষই নিজের জয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যায় সেই রণক্ষেত্রর মাঠ অর্থাৎ রিং এ যে ম্যাচটি হয় সেটিই বহুল আলোচিত ম্যাচ Royal Rumble ম্যাচ।

So, প্রথমে একটি তালিকা দেয়া যাক যারা এইপর্যন্ত Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে জয়ী হয়। -

♦ 1988 সালে জয়ী হন Hacksaw Jim Duggan (#13)

♦ 1989 সালে জয়ী হন = Big John Studd (#27)

♦ 1990 সালে জয়ী হন = Hulk Hogan (#25)

♦ 1991 সালে জয়ী হন = Hulk Hogan (#24)

♦ 1992 সালে জয়ী হন = Ric Flair (#3)

♦ 1993 সালে জয়ী হন = Yokozuna (#27)

♦ 1994 সালে জয়ী হন = Lex Luger (#23) / Bret Hart (#27)

♦ 1995 সালে জয়ী হন = Shawn Michaels (#1)

♦ 1996 সালে জয়ী হন = Shawn Michaels (#18)

♦ 1997 সালে জয়ী হন = Steve Austin (#5)

♦ 1998 সালে জয়ী হন = Steve Austin (#24)

♦ 1999 সালে জয়ী হন = Vince McMahon (#2)

♦ 2000 সালে জয়ী হন = The Rock (#24)

♦ 2001 সালে জয়ী হন = Steve Austin (#27)

♦ 2002 সালে জয়ী হন = Triple H (#22)

♦ 2003 সালে জয়ী হন = Brock Lesnar (#29)

♦ 2004 সালে জয়ী হন = Chris Benoit (#1)

♦ 2005 সালে জয়ী হন = Batista (#28)

♦ 2006 সালে জয়ী হন = Rey Mysterio (#2)

♦ 2007 সালে জয়ী হন = Undertaker (#30)

♦ 2008 সালে জয়ী হন = John Cena (#30)

♦ 2009 সালে জয়ী হন = Randy Orton (#8)

♦ 2010 সালে জয়ী হন = Edge (#29)

♦ 2011 সালে জয়ী হন = Alberto Del Rio (#38)

♦ 2012 সালে জয়ী হন = Sheamus (#22)

♦ 2013 সালে জয়ী হন = John Cena (#19)

♦ 2014 সালে জয়ী হন = Batista (#28)

♦ 2015 সালে জয়ী হন = Roman Reigns (#19)

♦ 2016 সালে জয়ী হন = Triple H (#30)

♦ 2017 সালে জয়ী হন = Randy Orton (#23)

এরাই আজ পর্যন্ত Royal Rumble Match নিজেদের নাম লেখান।

এখন কিছু সাধারণ রেকর্ডস তুলে ধরা এই ম্যাচের

★ Steve Austin সবচেয়ে সর্বাধিক বার এই পিপিভি তে জয়ী হয়।

★ ৬ জন রেসলার আছে যারা ২ বার Royal Rumble Match জিতেছে তারা হলো - (Shawn Michaels, Hulk Hogan, John Cena, Batista, Triple H and Randy Orton)

★ নাম্বার #২৭ নাম্বার এন্ট্রি সবচেয়ে Lucky এই নাম্বারের রেসলার সবচেয়ে বেশি বার Rumble Match জিতেছে। এবং নাম্বার #২৪ ও #৩০ ও বহুবার খুব নিকটে চলে গিয়েছে জয়ী হবার।

★ Batastia ই একমাত্র রেসলার সে #২৮ নাম্বারে ই ২ বার এন্ট্রি করে জয়ী হয়।

★ ২০০৭ ও ২০০৮ সালে আশ্চর্যজনক হয়ে একই নাম্বার জিতে #৩০।

However, এখন বলি ১-১০, ১১-২০,২১-৩০ এর মধ্যে কোন ১০ এর ভিতরে কত নাম্বারে কতবার জিতেছে এই পর্যন্ত।

#১-১০ এর মধ্যে ৭ জন জিতে

#১১-২০ এর মধ্যে ৪ জন জিতে।

#২১-৩০ এর মধ্যে ২০ জন জিতে।

তাহলে দেখা যায় #২১-৩০( #৩৮ পর্যন্ত গুনে) এর মধ্যে ই সবচেয়ে বেশি রেসলার জয়ী হবার অর্জন আছে।

#২০ ই সবচেয়ে দুঃভাগ্য এন্ট্রি নাম্বার।


এখন আসা যাক Royal Rumble ম্যাচের প্রত্যেক বছরে কে সর্বাধিক অন্য রেসলারদেরকে Eliminate করেন। যার তালিকা :-

• 1988 তে সর্বাধিক Eliminate করেন = One Man Gang (6)

• 1989 তে সর্বাধিক Eliminate করেন = Hulk Hogan (9)

• 1990 তে সর্বাধিক Eliminate করেন = Ultimate Warrior (6)

• 1991 তে সর্বাধিক Eliminate করেন = Hulk Hogan (7)

• 1992 তে সর্বাধিক Eliminate করেন = Sid Justice (6)

• 1993 তে সর্বাধিক Eliminate করেন = Yokozuna (7)

• 1994 তে সর্বাধিক Eliminate করেন = Lex Luger + Diesel (7)

• 1995 তে সর্বাধিক Eliminate করেন = Shawn Michaels (8)

• 1996 তে সর্বাধিক Eliminate করেন = Shawn Michaels (8)

• 1997 তে সর্বাধিক Eliminate করেন = Steve Austin (10)

• 1998 তে সর্বাধিক Eliminate করেন = Steve Austin (7)

• 1999 তে সর্বাধিক Eliminate করেন = Steve Austin (8)

• 2000 তে সর্বাধিক Eliminate করেন = Rikishi (7)
2001 = Kane (11)

• 2002 তে সর্বাধিক Eliminate করেন = Undertaker + Steve Austin (7)

• 2003 তে সর্বাধিক Eliminate করেন = Chris Jericho (6)

• 2004 তে সর্বাধিক Eliminate করেন = Chris Benoit (6)

• 2005 তে সর্বাধিক Eliminate করেন = Batista + Edge (5)

• 2006 তে সর্বাধিক Eliminate করেন = Rey Mysterio (6)

• 2007 তে সর্বাধিক Eliminate করেন = The Great Khali (7)

• 2008 তে সর্বাধিক Eliminate করেন = Triple H (6)

• 2009 তে সর্বাধিক Eliminate করেন = Triple H + Big Show (6)

• 2010 তে সর্বাধিক Eliminate করেন = Shawn Michaels (6)

• 2011 তে সর্বাধিক Eliminate করেন = CM Punk + John Cena (7)

• 2012 তে সর্বাধিক Eliminate করেন = Cody Rhodes (5)

• 2013 তে সর্বাধিক Eliminate করেন = Ryback + Sheamus (5)

• 2014 তে সর্বাধিক Eliminate করেন = Roman Reigns (12)

• 2015 তে সর্বাধিক Eliminate করেন = Bray Wyatt + Roman Reigns + Rusev (6)

• 2016 তে সর্বাধিক Eliminate করেন = Roman Reigns + Braun Strowman + Brock Lesnar (4)

• 2017 তে সর্বাধিক Eliminate করেন = Braun Strowman (7)

সর্বমোট এলিমিনেট কারী হলো Kane( ৪৪ বা ৪৩) , এরপর Shawn Michels ( ৪১ বা ৩৯)

কিন্ত WWE Official ভাবে ঘোষণা দিয়েছে Shawn Michels সবচেয়ে এলিমিনেট করে তার এলিমিনেট সংখ্যা ৩৯।

আর এক ম্যাচে সর্বাধিক এলিমিনেট করে Roman Reigns ( 12), ২য় Kane ( 11)



এখন বলা যাক সময় এর কথা, যারা প্রতি বছর সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী ছিল তাদের তালিকা :-

◘ 1988 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bret Hart (00:25:42) - Entrant #1

◘ 1989 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Mr Perfect (00:27:58) - Entrant #4

◘ 1990 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Ted DiBiase (00:44:47) - Entrant #1

◘ 1991 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Rick Martel (00:52:
◘ 1992 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Ric Flair (00:59:26) - Entrant #3

◘ 1993 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bob Backlund (1:01:10) - Entrant #2

◘ 1994 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bam Bam Bigelow (00:30:12) - Entrant #15

◘ 1995 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Shawn Michaels (00:38:41) - Entrant #1

◘ 1996 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Hunter Hearst Helmsley (00:48:01) - Entrant #1

◘ 1997 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Stone Cold Steve Austin (00:45:07) - Entrant #5

◘ 1998 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = The Rock (00:51:32) - Entrant #4

◘ 1999 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Vince McMahon (00:56:38) - Entrant #2

◘ 2000 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Test (00:26:17) - Entrant #10

◘ 2001 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Kane (00:53:46) - Entrant #6

◘ 2002 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Stone Cold Steve Austin (00:26:46) - Entrant #19

◘ 2003 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Jericho (00:38:54) - Entrant #2

◘ 2004 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Benoit (1:01:30) - Entrant #1

◘ 2005 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Benoit (00:47:26) - Entrant #2

◘ 2006 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Rey Mysterio (1:02:12) - Entrant #2

◘ 2007 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Edge (00:44:02) - Entrant #5

◘ 2008 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Batista (00:37:42) - Entrant #8

◘ 2009 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Triple H (00:49:55) - Entrant #7

◘ 2010 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = John Cena (00:22:11) - Entrant #19

◘ 2011 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = CM Punk (00:35:21) - Entrant #1

◘ 2012 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = The Miz (00:45:39) - Entrant #1

◘ 2013 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Dolph Ziggler (00:49:47) - Entrant #1

◘ 2014 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = CM Punk (00:49:15) - Entrant #1

◘ 2015 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bray Wyatt (00:46:58) - Entrant #5

◘ 2016 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Roman Reigns (00:59:50) - Entrant #1

◘ ---2017 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Jericho (1:00:13) - Entrant #2

এরাই আজ পর্যন্ত যেসব Rumble ম্যাচ হয়েছে সেসব ম্যাচে দীর্ঘ সময় ধরে ছিলেন।



♠ আজ পর্যন্ত যতগুলো Royal Ruble ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সে ম্যাচের অংশগ্রহণকারী এর সবচেয়ে বেশি সময় ম্যাচে স্থায়ী ছিল তারা হলো :-

• Chris Jericho মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (4:56:12)

• Triple H মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:59:37)

• Shawn Michaels মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:42:30)

• Kane মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:38:46)

• Rey Mysterio মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:20:01)

• Cody Rhodes মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:08:30)

♠ আর শুধু একম্যাচ অর্থাৎ Single হিসেবে সর্বাধিক দীর্ঘস্থায়ী ছিলেন Rey Mysterio 
১ ঘন্টা ২ মিনিট ১২ সেকেন্ড, ২০০৬ সালে।

♠ সীঙ্গেল হিসেবে সবচেয়ে কম সময় থাকে সে হলো Santino Marella মাত্র ১০৯ সেকেন্ড স্থায়ী ছিল ২০০৯ এর Rumble ম্যাচে।

♠ সবচেয়ে বেশি নাম্বারের রেসলার যে এই ম্যাচে থাকে সেই নাম্বারটি হলো #৫  

♠ এখন পর্যন্ত যত Rumble ম্যাচ হয় টোটাল সময় যোগ করে হয় 22:39:15 ২২ ঘন্টা ৩৯ মিনিট ১৫ সেকেন্ড! 😲

♠ সবচেয়ে স্বল্প টাইমের Rumble Match হয় 2011 সালে ম্যাচের সময় ছিল 
২২ মিনিট ১১ সেকেন্ড।

সবচেয়ে বেশি টাইমের ম্যাচ হয় হয় 2006 সালে ১ ঘন্টা ২ মিনিট ১২ সেকেন্ড।

এই ছিল কিছু তথ্য Royal Rumble ম্যাচ বিষয়ে। 😃
• লেখক ঃ Mohsin Ahmed

WWE Royal Rumble ম্যাচ রেকর্ড।


২৫ জন বা তারও অধিক রেসলার যখন একসাথে রিং এ একে অপরের মুখোমুখি হয়, ব্রাদার VS ব্রাদার, পার্টনার VS পার্টনার, বন্ধু VS বন্ধু, প্রত্যেক মানুষই নিজের জয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যায় সেই রণক্ষেত্রর মাঠ অর্থাৎ রিং এ যে ম্যাচটি হয় সেটিই বহুল আলোচিত ম্যাচ Royal Rumble ম্যাচ।

So, প্রথমে একটি তালিকা দেয়া যাক যারা এইপর্যন্ত Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে জয়ী হয়। -

♦ 1988 সালে জয়ী হন Hacksaw Jim Duggan (#13)

♦ 1989 সালে জয়ী হন = Big John Studd (#27)

♦ 1990 সালে জয়ী হন = Hulk Hogan (#25)

♦ 1991 সালে জয়ী হন = Hulk Hogan (#24)

♦ 1992 সালে জয়ী হন = Ric Flair (#3)

♦ 1993 সালে জয়ী হন = Yokozuna (#27)

♦ 1994 সালে জয়ী হন = Lex Luger (#23) / Bret Hart (#27)

♦ 1995 সালে জয়ী হন = Shawn Michaels (#1)

♦ 1996 সালে জয়ী হন = Shawn Michaels (#18)

♦ 1997 সালে জয়ী হন = Steve Austin (#5)

♦ 1998 সালে জয়ী হন = Steve Austin (#24)

♦ 1999 সালে জয়ী হন = Vince McMahon (#2)

♦ 2000 সালে জয়ী হন = The Rock (#24)

♦ 2001 সালে জয়ী হন = Steve Austin (#27)

♦ 2002 সালে জয়ী হন = Triple H (#22)

♦ 2003 সালে জয়ী হন = Brock Lesnar (#29)

♦ 2004 সালে জয়ী হন = Chris Benoit (#1)

♦ 2005 সালে জয়ী হন = Batista (#28)

♦ 2006 সালে জয়ী হন = Rey Mysterio (#2)

♦ 2007 সালে জয়ী হন = Undertaker (#30)

♦ 2008 সালে জয়ী হন = John Cena (#30)

♦ 2009 সালে জয়ী হন = Randy Orton (#8)

♦ 2010 সালে জয়ী হন = Edge (#29)

♦ 2011 সালে জয়ী হন = Alberto Del Rio (#38)

♦ 2012 সালে জয়ী হন = Sheamus (#22)

♦ 2013 সালে জয়ী হন = John Cena (#19)

♦ 2014 সালে জয়ী হন = Batista (#28)

♦ 2015 সালে জয়ী হন = Roman Reigns (#19)

♦ 2016 সালে জয়ী হন = Triple H (#30)

♦ 2017 সালে জয়ী হন = Randy Orton (#23)

এরাই আজ পর্যন্ত Royal Rumble Match নিজেদের নাম লেখান।

এখন কিছু সাধারণ রেকর্ডস তুলে ধরা এই ম্যাচের

★ Steve Austin সবচেয়ে সর্বাধিক বার এই পিপিভি তে জয়ী হয়।

★ ৬ জন রেসলার আছে যারা ২ বার Royal Rumble Match জিতেছে তারা হলো - (Shawn Michaels, Hulk Hogan, John Cena, Batista, Triple H and Randy Orton)

★ নাম্বার #২৭ নাম্বার এন্ট্রি সবচেয়ে Lucky এই নাম্বারের রেসলার সবচেয়ে বেশি বার Rumble Match জিতেছে। এবং নাম্বার #২৪ ও #৩০ ও বহুবার খুব নিকটে চলে গিয়েছে জয়ী হবার।

★ Batastia ই একমাত্র রেসলার সে #২৮ নাম্বারে ই ২ বার এন্ট্রি করে জয়ী হয়।

★ ২০০৭ ও ২০০৮ সালে আশ্চর্যজনক হয়ে একই নাম্বার জিতে #৩০।

However, এখন বলি ১-১০, ১১-২০,২১-৩০ এর মধ্যে কোন ১০ এর ভিতরে কত নাম্বারে কতবার জিতেছে এই পর্যন্ত।

#১-১০ এর মধ্যে ৭ জন জিতে

#১১-২০ এর মধ্যে ৪ জন জিতে।

#২১-৩০ এর মধ্যে ২০ জন জিতে।

তাহলে দেখা যায় #২১-৩০( #৩৮ পর্যন্ত গুনে) এর মধ্যে ই সবচেয়ে বেশি রেসলার জয়ী হবার অর্জন আছে।

#২০ ই সবচেয়ে দুঃভাগ্য এন্ট্রি নাম্বার।


এখন আসা যাক Royal Rumble ম্যাচের প্রত্যেক বছরে কে সর্বাধিক অন্য রেসলারদেরকে Eliminate করেন। যার তালিকা :-

• 1988 তে সর্বাধিক Eliminate করেন = One Man Gang (6)

• 1989 তে সর্বাধিক Eliminate করেন = Hulk Hogan (9)

• 1990 তে সর্বাধিক Eliminate করেন = Ultimate Warrior (6)

• 1991 তে সর্বাধিক Eliminate করেন = Hulk Hogan (7)

• 1992 তে সর্বাধিক Eliminate করেন = Sid Justice (6)

• 1993 তে সর্বাধিক Eliminate করেন = Yokozuna (7)

• 1994 তে সর্বাধিক Eliminate করেন = Lex Luger + Diesel (7)

• 1995 তে সর্বাধিক Eliminate করেন = Shawn Michaels (8)

• 1996 তে সর্বাধিক Eliminate করেন = Shawn Michaels (8)

• 1997 তে সর্বাধিক Eliminate করেন = Steve Austin (10)

• 1998 তে সর্বাধিক Eliminate করেন = Steve Austin (7)

• 1999 তে সর্বাধিক Eliminate করেন = Steve Austin (8)

• 2000 তে সর্বাধিক Eliminate করেন = Rikishi (7)
2001 = Kane (11)

• 2002 তে সর্বাধিক Eliminate করেন = Undertaker + Steve Austin (7)

• 2003 তে সর্বাধিক Eliminate করেন = Chris Jericho (6)

• 2004 তে সর্বাধিক Eliminate করেন = Chris Benoit (6)

• 2005 তে সর্বাধিক Eliminate করেন = Batista + Edge (5)

• 2006 তে সর্বাধিক Eliminate করেন = Rey Mysterio (6)

• 2007 তে সর্বাধিক Eliminate করেন = The Great Khali (7)

• 2008 তে সর্বাধিক Eliminate করেন = Triple H (6)

• 2009 তে সর্বাধিক Eliminate করেন = Triple H + Big Show (6)

• 2010 তে সর্বাধিক Eliminate করেন = Shawn Michaels (6)

• 2011 তে সর্বাধিক Eliminate করেন = CM Punk + John Cena (7)

• 2012 তে সর্বাধিক Eliminate করেন = Cody Rhodes (5)

• 2013 তে সর্বাধিক Eliminate করেন = Ryback + Sheamus (5)

• 2014 তে সর্বাধিক Eliminate করেন = Roman Reigns (12)

• 2015 তে সর্বাধিক Eliminate করেন = Bray Wyatt + Roman Reigns + Rusev (6)

• 2016 তে সর্বাধিক Eliminate করেন = Roman Reigns + Braun Strowman + Brock Lesnar (4)

• 2017 তে সর্বাধিক Eliminate করেন = Braun Strowman (7)

সর্বমোট এলিমিনেট কারী হলো Kane( ৪৪ বা ৪৩) , এরপর Shawn Michels ( ৪১ বা ৩৯)

কিন্ত WWE Official ভাবে ঘোষণা দিয়েছে Shawn Michels সবচেয়ে এলিমিনেট করে তার এলিমিনেট সংখ্যা ৩৯।

আর এক ম্যাচে সর্বাধিক এলিমিনেট করে Roman Reigns ( 12), ২য় Kane ( 11)



এখন বলা যাক সময় এর কথা, যারা প্রতি বছর সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী ছিল তাদের তালিকা :-

◘ 1988 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bret Hart (00:25:42) - Entrant #1

◘ 1989 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Mr Perfect (00:27:58) - Entrant #4

◘ 1990 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Ted DiBiase (00:44:47) - Entrant #1

◘ 1991 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Rick Martel (00:52:
◘ 1992 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Ric Flair (00:59:26) - Entrant #3

◘ 1993 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bob Backlund (1:01:10) - Entrant #2

◘ 1994 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bam Bam Bigelow (00:30:12) - Entrant #15

◘ 1995 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Shawn Michaels (00:38:41) - Entrant #1

◘ 1996 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Hunter Hearst Helmsley (00:48:01) - Entrant #1

◘ 1997 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Stone Cold Steve Austin (00:45:07) - Entrant #5

◘ 1998 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = The Rock (00:51:32) - Entrant #4

◘ 1999 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Vince McMahon (00:56:38) - Entrant #2

◘ 2000 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Test (00:26:17) - Entrant #10

◘ 2001 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Kane (00:53:46) - Entrant #6

◘ 2002 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Stone Cold Steve Austin (00:26:46) - Entrant #19

◘ 2003 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Jericho (00:38:54) - Entrant #2

◘ 2004 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Benoit (1:01:30) - Entrant #1

◘ 2005 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Benoit (00:47:26) - Entrant #2

◘ 2006 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Rey Mysterio (1:02:12) - Entrant #2

◘ 2007 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Edge (00:44:02) - Entrant #5

◘ 2008 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Batista (00:37:42) - Entrant #8

◘ 2009 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Triple H (00:49:55) - Entrant #7

◘ 2010 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = John Cena (00:22:11) - Entrant #19

◘ 2011 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = CM Punk (00:35:21) - Entrant #1

◘ 2012 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = The Miz (00:45:39) - Entrant #1

◘ 2013 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Dolph Ziggler (00:49:47) - Entrant #1

◘ 2014 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = CM Punk (00:49:15) - Entrant #1

◘ 2015 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Bray Wyatt (00:46:58) - Entrant #5

◘ 2016 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Roman Reigns (00:59:50) - Entrant #1

◘ ---2017 সালে সর্বাধিক দীর্ঘস্থায়ী হয় = Chris Jericho (1:00:13) - Entrant #2

এরাই আজ পর্যন্ত যেসব Rumble ম্যাচ হয়েছে সেসব ম্যাচে দীর্ঘ সময় ধরে ছিলেন।



♠ আজ পর্যন্ত যতগুলো Royal Ruble ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সে ম্যাচের অংশগ্রহণকারী এর সবচেয়ে বেশি সময় ম্যাচে স্থায়ী ছিল তারা হলো :-

• Chris Jericho মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (4:56:12)

• Triple H মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:59:37)

• Shawn Michaels মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:42:30)

• Kane মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:38:46)

• Rey Mysterio মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:20:01)

• Cody Rhodes মোট Rumble ম্যাচে স্থায়ী ছিল (3:08:30)

♠ আর শুধু একম্যাচ অর্থাৎ Single হিসেবে সর্বাধিক দীর্ঘস্থায়ী ছিলেন Rey Mysterio 
১ ঘন্টা ২ মিনিট ১২ সেকেন্ড, ২০০৬ সালে।

♠ সীঙ্গেল হিসেবে সবচেয়ে কম সময় থাকে সে হলো Santino Marella মাত্র ১০৯ সেকেন্ড স্থায়ী ছিল ২০০৯ এর Rumble ম্যাচে।

♠ সবচেয়ে বেশি নাম্বারের রেসলার যে এই ম্যাচে থাকে সেই নাম্বারটি হলো #৫  

♠ এখন পর্যন্ত যত Rumble ম্যাচ হয় টোটাল সময় যোগ করে হয় 22:39:15 ২২ ঘন্টা ৩৯ মিনিট ১৫ সেকেন্ড! 😲

♠ সবচেয়ে স্বল্প টাইমের Rumble Match হয় 2011 সালে ম্যাচের সময় ছিল 
২২ মিনিট ১১ সেকেন্ড।

সবচেয়ে বেশি টাইমের ম্যাচ হয় হয় 2006 সালে ১ ঘন্টা ২ মিনিট ১২ সেকেন্ড।

এই ছিল কিছু তথ্য Royal Rumble ম্যাচ বিষয়ে। 😃
• লেখক ঃ Mohsin Ahmed