2018 সাল এর মধ্যে দিয়ে AJ Styles এক নতুন Record করে ঐ ৫জন রেসলারদের List-এ নাম লিখিয়েছেন যারা বছরের শুরুর সময় এবং শেষের সময় WWE Champion থেকেছে। এই Record-এ Styles কে ছাড়া আরো বিখ্যাত রেসলারদের নামও রয়েছে। আর তারা হলো:

San Sammartino, Bob Backlund, Hulk Hogan, John Cena, CM Punk।

AJ Styles প্রথমবার 11 January 2016 সালে Backlash-এ Dean Ambrose কে হারিয়ে New WWE Champion হন। আবার এই Title তিনি 2017-এর January মাসে Royal Rumble-এ John Cena-এর কাছে হেরে যান।

তারপর প্রায় ১০মাস পর নভেম্বর মাসের SD Live-এ Jinder Mahal কে হারিয়ে তিনি দ্বিতীয় বারের মতো WWE Champion হন। এসবের ভিতর দেখতে পাওয়া যায়, Styles বছরের প্রথম দিক দিয়েও Champion ছিলেন এবং শেষের দিক দিয়ে Champion রয়েছেন।


• ক'দিন আগের Toronto, Canada তে হওয়া এক লাইভ ইভেন্টে Roman vs Joe একটা ম্যাচ হয়। ম্যাচটিতে রিংসাইডে ব্রলিং এর সময় জো এর চোখের উপর বাজেভাবে আঘাত লাগে। ফলে, রক্ত ঝড়তেই থাকে। অফিশিয়াল তাকে জিজ্ঞাস করলে সে নির্দিধায় ম্যাচটি চালিয়ে যেতে বলে। কিন্তু, অফিশিয়াল রা তার কথা না মানার সিদ্ধান্ত নেয় এবং ম্যাচটি "Due To Blood" এর কারণ দেখিয়ে বন্ধ করে দেয়!!  🤐

Roman vs Braun ফিউড টিকে ১৭ সালের বেস্ট ফিউড ধরা হচ্ছে। এই Samoan vs Samoan ফিউড টিকে যদি ভালোভাবে ধরে রাখা যায়, তাহলে কেনই বা ১৮ সালের বেস্ট ফিউড হবে না? 🤔
আশা রাখা যায় যে ফিউড টি সফল হবে এবং আমাদের অনেক এন্টারটেইন করবে!!🤗


• WWE Tampa তে একটি লাইভ ইভেন্টে AJ Styles, Jinder Mahal and John Cena কে হারিয়ে নিজের WWE Titel রিটেইন করেন। এটি ছিল Triple Threat ম্যাচ।


•  রিসেন্টলি, একটি পডকাষ্টে (Keeping It 100 with Konnan podcast) Alberto Del Rio একটি ইন্টার্ভিউ দেয়। সেখানে, তিনি ২০১৪ সালে কেন WWE তাকে কোম্পানি থেকে কিক মারে,সেই বিষয়ে আলোকপাত করেন এবং কিভাবে তার প্রতি অবিচার করা হয়েছে সেই বিষয়েও অভিযোগ টানেন! 

 তিনি ২০১৪ সালের একটা ঘটনা বলেন, যেখানে WWE এর একজন কর্মীর সাথে তার ঝগড়া লেগে গিয়েছিল। ঝগড়া লাগার কারণ হিসাবে তিনি বলেন যে ওই কর্মী নাকি তাকে এবং তার দেশ কে নিয়ে একটা বাজে জোক মারে!

ঝগড়াঝাঁটি নিয়ে WWE এর কাছে অভিযোগ করা হলে Alberto বলেন, কিভাবে মেক্সিকো ও মেক্সিকান দের নিয়ে সেই কর্মী বাজে জোক মারেন। সবাই নিশ্চয় ইতিমধ্যে সেই জোকটা দেখতে চাচ্ছেন।। "This is why we have Mexicans to clean the plates" - কর্মীটা এভাবেই তাকে বলেছিলেন।


ট্রেইনিং রত অবস্থায় Daniel Bryan!!

তাকে আগামী Royal Rumble এ দেখার আশা কী করা যেতে পারে? যদি এমন হতো... ম্যাচ এর শেষের দিকে Daniel Bryan আসবেহ... তার কিছুক্ষণ পরেই Shane Mcmahon তাকে আদেশ করবে ম্যাচ থেকে বের হয়ে যেতে। আর তাদের মধ্যে হঠাৎ ব্রল শুরু হবে যা Daniel Bryan vs Shane Mcmahon এর WM ম্যাচ এর ফিউড এর সূত্রপাত ঘটাবে ✌


• এক সাক্ষাতকারে "The Monster Among Men" খ্যাত Braun Strowman জানিয়েছেন যে তিনি AJ Styles কে ফেস করতে ইচ্ছুক। তিনি আরো বলেন যে, তিনি রোস্টারের প্রায় সব বেস্ট রেসলারকে হারিয়েছে। কিন্তু সে এখন পর্যন্ত "The Phenomenal One" AJ Styles কে সিঙ্গেল ম্যাচে ফেস করে নি। তাই Styles এর সাথে সিঙ্গেল ম্যাচ চান তিনি। 😍😊


• Spandex Podcast কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাতকারে Braun Strowman,বলেছেন Tables,Ladders,And Chairs পিপিভি তে তার ম্যাচ এর সময় যখন তাকে ময়লা ফেলার ট্রাক এ ফেলা হয় তখন সে বেশ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলো। মনস্টার এমং মেন ও দেখা যায় যায় ভয় পায় তাহলে

• রিসেন্টলি RAW ব্র‍্যান্ডের এক লাইভ ইভেন্ট চলাকালীন কেইন এবং ব্রনের মাঝে একটি সেগমেন্ট চলছিল। যেখানে প্ল্যান অনুযায়ী, কেইন কে টেবিলের উপর পাওয়ার স্ল্যাম দেওয়ার আগেই তারা ব্রলে জড়িয়ে পরে। 

তারপর WWE এর অফিশিয়াল রা জানায় ব্রন স্ট্রম্যান অসুস্থ এবং সেজন্য তাকে কিছু দিনের জন্য RAW ব্র‍্যান্ড থেকে হলিডে ট্যুরে পাঠানো হয়েছে..!❗!


• Dolph Ziggler এর Wikipedia পেজ এর মতে সে বর্তমানে NJPW এর সাথে চুক্তিবদ্ধ। এটা কি আসলেই সত্য সেটা এখনো জানা যায় নি।


• Ring Of Honor (ROH) নতুন বছর উপলক্ষে তাদের টাইটেল গুলার লুক চেঞ্জ করেছেএবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।


• Dave Meltzer উল্লেখ করেছেন যে রয়াল রম্বলের আগে আশুকাকে Raw Women Champion হবে। তার মানে সে প্রথম ওমেন রয়াল রম্বল ম্যাচে অংশগ্রহণ করবে না।


• Royal Rumble-এ একজন পুরনো Wrestler প্রায় 99% এই তার Return ঘটাতে যাচ্ছে। জিহে আমি কথা বলতে চাচ্ছি Wade Barrett কে নিয়ে। সম্প্রতি তিনি তার Instagram Account-এ একটি Pic Updole দেন। যার পর তার মধ্যে একটি প্রশ্ন উঠে আসে। আর সেটি হলো, আপনার Pack কোথায় গেল? তার উত্তরে Wade জানায়, "চিন্তা করবেন না Rumble-এর আগেই Pack চলে আসবে"। 

যার মানে Barrett Royal Rumble-এ Return করতে যাচ্ছেন।

• সম্প্রতি Sami Zayn একটি Video-এর মাধ্যমে তার কিছু কথা তুলে ধরেন। তিনি Video টিতে জানান, "আমি 2017 তে কিছু করতে পারলাম না। কিন্তু এইবছর ঠিকেই করে দেখাব। Shane জানে আমি Champion হবার যোগ্যতা রাখি। কিন্তু তার সত্তেও সে Next Week Non Title ম্যাচ রেখেছে। আমি Next Week AJ কে হারাব এবং প্রমাণ করব আমি এই Real Champ।"

• কিছু Website থেকে জানা যাচ্ছে দিন দিন Rusev-এর Merchandise বেড়েই চলেছে। আর তার কারণ হলো Rusev Day। জিহে এই মাসে Rusev Day নামক অনেক T-shirt WWE থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। Heel হবার সত্তেও তার Merchandise যেভাবে বাড়ছে সেটি সত্যিই অসাধারণ। তাছাড়া গত সপ্তাহেও SD Live-এ Rusev Day Chant অনেক করা হয়।

• E-Bay এমন একটি Website Page, যার মধ্যে থেকে WWE Fans WWE যাবতীয় নানা সামগ্রী কিনতে পারে এবং বিক্রি করতে পারে। সম্প্রতি এই Website-এর একজন Member জানায় তার কাছে Sasha Banks-এর দুইটি চুল আছে। যেটি সে Sasha-এর T-Shirt থেকে পেয়েছিল। তাই সে এখন চুল গুলোকে E-Bay তে বিক্রি করতে চাচ্ছে।

• সম্প্রতি একজন WWE Fan Twitter-এ আমাদের প্রিয় পূর্ব Comedian James Ellsworth-এর মজা উড়িয়ে কিছু কথা বলে যা হয়তো মুটেও বলা ঠিক হয়নি। Fan-টি বলে, "আপনি কেমন Role Play করেন? আমার বাচ্চার কিছু দিন পর জন্মদিন। যার জন্য আমাকে একজন Joker দরকার। তাই আমি চাই আপনি সেখানে Joker-এর দায়িত্ব পালন করুন।"

এইসব কথার উত্তরে Ellsworth জানায়, "আমার কোনো Problem নেই। হয়তো-বা তোমার Wife-এর ও Problem হবে না। কারণ তার প্রকৃত পুরুষ দরকার।


• WWE এর আগামী PPV হলো Royal Rumble।😱 RR (Royal Rumble) একটি অন্যতম জনপ্রিয় পে-পার-ভিউও। এখন দেখে নিন Royal Rumble 2018 তে হতে চলা, Women's Battle Royal ম্যাচে কে কে Attend করতে পারেন --- (সম্পূর্ণ ধারণানুসারে) 😙😉

বিঃদ্রঃ কে কখন এন্ট্রি নিবে সে হিসেবে লিস্টটি সাজানো। 

(1) Asuka 😯
(2) Naomi😑
(3) Bayley😏
(4) Mandy Rose😏
(5) Sonya Deville😠
(6) Natalya😤
(7) Sasha Banks😌
(8) Liv Morgan😉
(9) Lana😒
(10) Sarah Logan😞
(11) Dana Brooke😝
(12) Carmella😋
(13) Alicia Fox 😶
(14) Tamina😕
(15) Billie Kay😩
(16) Peyton Royce😶
(17) Brie Bella😇
(18) Shayna Baszler😨
(19) Nikki Cross😉
(20) Mickie James😞
(21) Kairi Sane😣
(22) Paige😘
(23) Ruby Roitt😄
(24) Becky Lynch😍
(25) Trish Stratus😎
(26) Lita😄
(27) Nia Jax😌
(28) Nikki Bella😃
(29) Stephanie McMahon😃
(30) Ronda Rousey😄

এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট ও আমার মতামতের সংমিশ্রণে তৈরি। তাই অনেকের মতের সাথে এটি নাও মিলতে পারে। আপনার মতামত কমেন্টে জানান। সাথেই থাকুন। 😏😏


চলে আসলো 2⃣0⃣1⃣8⃣ সাল... চলুন দেখে আসি কি কি ঘটতে পারে এ বছরে ➡

◘  এ বছর রয়েল রাম্বল জিততে পারে SD Live এর কোন সুপারস্টার। জিগলার /নাকামুরা ইত্যাদি।তবে র রোস্টারকেও ফেলে দেয়া যায় না,যদিও চান্স কম।

◘ ইনজুরি কাটিয়ে ব্যাক করবেন ডিন এমব্রোস

◘ এবারের WM এর মেইন ইভেন্ট হতে পারে রোমান রেইঞ্জ আর ব্রক লেসনারের মাঝে।

◘ রেসলিং থেকে বিদায় নিতে পারেন দ্যা এনিম্যাল বাতিস্তা, ডিমোন কেইন,,,,, 😞

◘ রেসলিং লিজেন্ড আন্ডারটেকারকে আমরা এবছর হয়তোবা আরো একটি মেজর পিপিভিতে রেসলিং করতে দেখতে পাবো।

◘ ভেঙ্গে যেতে পারে জনপ্রিয় স্টেবল ট্যাগ টিম " নিউ ডে"।

◘ এ বছর ওমেন্স রয়েল রাম্বেল জিততে পারে র রোস্টারের কোন সুপারস্টার।

◘ ভালো পুশ পেতে পারেন সামোয়া জো, ব্রন স্ট্রম্যান।

◘ রিটার্ন করবেন " The Miz"

◘ রিং এ্যাকশনে ফিরতে পারেন ইয়েস চ্যান্টের জনক ড্যানিয়েল ব্রায়ান।

(এটা একান্ত আমার নিজের মতামত।অনেক সাথে নাও মিলতে পারে।)
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Shariar Abir, Neil Kay, Shafayad Tushar।
রেসলারদের জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন। 

WWE নিউজ আপডেট, ০৩/০১/২০১৮


2018 সাল এর মধ্যে দিয়ে AJ Styles এক নতুন Record করে ঐ ৫জন রেসলারদের List-এ নাম লিখিয়েছেন যারা বছরের শুরুর সময় এবং শেষের সময় WWE Champion থেকেছে। এই Record-এ Styles কে ছাড়া আরো বিখ্যাত রেসলারদের নামও রয়েছে। আর তারা হলো:

San Sammartino, Bob Backlund, Hulk Hogan, John Cena, CM Punk।

AJ Styles প্রথমবার 11 January 2016 সালে Backlash-এ Dean Ambrose কে হারিয়ে New WWE Champion হন। আবার এই Title তিনি 2017-এর January মাসে Royal Rumble-এ John Cena-এর কাছে হেরে যান।

তারপর প্রায় ১০মাস পর নভেম্বর মাসের SD Live-এ Jinder Mahal কে হারিয়ে তিনি দ্বিতীয় বারের মতো WWE Champion হন। এসবের ভিতর দেখতে পাওয়া যায়, Styles বছরের প্রথম দিক দিয়েও Champion ছিলেন এবং শেষের দিক দিয়ে Champion রয়েছেন।


• ক'দিন আগের Toronto, Canada তে হওয়া এক লাইভ ইভেন্টে Roman vs Joe একটা ম্যাচ হয়। ম্যাচটিতে রিংসাইডে ব্রলিং এর সময় জো এর চোখের উপর বাজেভাবে আঘাত লাগে। ফলে, রক্ত ঝড়তেই থাকে। অফিশিয়াল তাকে জিজ্ঞাস করলে সে নির্দিধায় ম্যাচটি চালিয়ে যেতে বলে। কিন্তু, অফিশিয়াল রা তার কথা না মানার সিদ্ধান্ত নেয় এবং ম্যাচটি "Due To Blood" এর কারণ দেখিয়ে বন্ধ করে দেয়!!  🤐

Roman vs Braun ফিউড টিকে ১৭ সালের বেস্ট ফিউড ধরা হচ্ছে। এই Samoan vs Samoan ফিউড টিকে যদি ভালোভাবে ধরে রাখা যায়, তাহলে কেনই বা ১৮ সালের বেস্ট ফিউড হবে না? 🤔
আশা রাখা যায় যে ফিউড টি সফল হবে এবং আমাদের অনেক এন্টারটেইন করবে!!🤗


• WWE Tampa তে একটি লাইভ ইভেন্টে AJ Styles, Jinder Mahal and John Cena কে হারিয়ে নিজের WWE Titel রিটেইন করেন। এটি ছিল Triple Threat ম্যাচ।


•  রিসেন্টলি, একটি পডকাষ্টে (Keeping It 100 with Konnan podcast) Alberto Del Rio একটি ইন্টার্ভিউ দেয়। সেখানে, তিনি ২০১৪ সালে কেন WWE তাকে কোম্পানি থেকে কিক মারে,সেই বিষয়ে আলোকপাত করেন এবং কিভাবে তার প্রতি অবিচার করা হয়েছে সেই বিষয়েও অভিযোগ টানেন! 

 তিনি ২০১৪ সালের একটা ঘটনা বলেন, যেখানে WWE এর একজন কর্মীর সাথে তার ঝগড়া লেগে গিয়েছিল। ঝগড়া লাগার কারণ হিসাবে তিনি বলেন যে ওই কর্মী নাকি তাকে এবং তার দেশ কে নিয়ে একটা বাজে জোক মারে!

ঝগড়াঝাঁটি নিয়ে WWE এর কাছে অভিযোগ করা হলে Alberto বলেন, কিভাবে মেক্সিকো ও মেক্সিকান দের নিয়ে সেই কর্মী বাজে জোক মারেন। সবাই নিশ্চয় ইতিমধ্যে সেই জোকটা দেখতে চাচ্ছেন।। "This is why we have Mexicans to clean the plates" - কর্মীটা এভাবেই তাকে বলেছিলেন।


ট্রেইনিং রত অবস্থায় Daniel Bryan!!

তাকে আগামী Royal Rumble এ দেখার আশা কী করা যেতে পারে? যদি এমন হতো... ম্যাচ এর শেষের দিকে Daniel Bryan আসবেহ... তার কিছুক্ষণ পরেই Shane Mcmahon তাকে আদেশ করবে ম্যাচ থেকে বের হয়ে যেতে। আর তাদের মধ্যে হঠাৎ ব্রল শুরু হবে যা Daniel Bryan vs Shane Mcmahon এর WM ম্যাচ এর ফিউড এর সূত্রপাত ঘটাবে ✌


• এক সাক্ষাতকারে "The Monster Among Men" খ্যাত Braun Strowman জানিয়েছেন যে তিনি AJ Styles কে ফেস করতে ইচ্ছুক। তিনি আরো বলেন যে, তিনি রোস্টারের প্রায় সব বেস্ট রেসলারকে হারিয়েছে। কিন্তু সে এখন পর্যন্ত "The Phenomenal One" AJ Styles কে সিঙ্গেল ম্যাচে ফেস করে নি। তাই Styles এর সাথে সিঙ্গেল ম্যাচ চান তিনি। 😍😊


• Spandex Podcast কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাতকারে Braun Strowman,বলেছেন Tables,Ladders,And Chairs পিপিভি তে তার ম্যাচ এর সময় যখন তাকে ময়লা ফেলার ট্রাক এ ফেলা হয় তখন সে বেশ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলো। মনস্টার এমং মেন ও দেখা যায় যায় ভয় পায় তাহলে

• রিসেন্টলি RAW ব্র‍্যান্ডের এক লাইভ ইভেন্ট চলাকালীন কেইন এবং ব্রনের মাঝে একটি সেগমেন্ট চলছিল। যেখানে প্ল্যান অনুযায়ী, কেইন কে টেবিলের উপর পাওয়ার স্ল্যাম দেওয়ার আগেই তারা ব্রলে জড়িয়ে পরে। 

তারপর WWE এর অফিশিয়াল রা জানায় ব্রন স্ট্রম্যান অসুস্থ এবং সেজন্য তাকে কিছু দিনের জন্য RAW ব্র‍্যান্ড থেকে হলিডে ট্যুরে পাঠানো হয়েছে..!❗!


• Dolph Ziggler এর Wikipedia পেজ এর মতে সে বর্তমানে NJPW এর সাথে চুক্তিবদ্ধ। এটা কি আসলেই সত্য সেটা এখনো জানা যায় নি।


• Ring Of Honor (ROH) নতুন বছর উপলক্ষে তাদের টাইটেল গুলার লুক চেঞ্জ করেছেএবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।


• Dave Meltzer উল্লেখ করেছেন যে রয়াল রম্বলের আগে আশুকাকে Raw Women Champion হবে। তার মানে সে প্রথম ওমেন রয়াল রম্বল ম্যাচে অংশগ্রহণ করবে না।


• Royal Rumble-এ একজন পুরনো Wrestler প্রায় 99% এই তার Return ঘটাতে যাচ্ছে। জিহে আমি কথা বলতে চাচ্ছি Wade Barrett কে নিয়ে। সম্প্রতি তিনি তার Instagram Account-এ একটি Pic Updole দেন। যার পর তার মধ্যে একটি প্রশ্ন উঠে আসে। আর সেটি হলো, আপনার Pack কোথায় গেল? তার উত্তরে Wade জানায়, "চিন্তা করবেন না Rumble-এর আগেই Pack চলে আসবে"। 

যার মানে Barrett Royal Rumble-এ Return করতে যাচ্ছেন।

• সম্প্রতি Sami Zayn একটি Video-এর মাধ্যমে তার কিছু কথা তুলে ধরেন। তিনি Video টিতে জানান, "আমি 2017 তে কিছু করতে পারলাম না। কিন্তু এইবছর ঠিকেই করে দেখাব। Shane জানে আমি Champion হবার যোগ্যতা রাখি। কিন্তু তার সত্তেও সে Next Week Non Title ম্যাচ রেখেছে। আমি Next Week AJ কে হারাব এবং প্রমাণ করব আমি এই Real Champ।"

• কিছু Website থেকে জানা যাচ্ছে দিন দিন Rusev-এর Merchandise বেড়েই চলেছে। আর তার কারণ হলো Rusev Day। জিহে এই মাসে Rusev Day নামক অনেক T-shirt WWE থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। Heel হবার সত্তেও তার Merchandise যেভাবে বাড়ছে সেটি সত্যিই অসাধারণ। তাছাড়া গত সপ্তাহেও SD Live-এ Rusev Day Chant অনেক করা হয়।

• E-Bay এমন একটি Website Page, যার মধ্যে থেকে WWE Fans WWE যাবতীয় নানা সামগ্রী কিনতে পারে এবং বিক্রি করতে পারে। সম্প্রতি এই Website-এর একজন Member জানায় তার কাছে Sasha Banks-এর দুইটি চুল আছে। যেটি সে Sasha-এর T-Shirt থেকে পেয়েছিল। তাই সে এখন চুল গুলোকে E-Bay তে বিক্রি করতে চাচ্ছে।

• সম্প্রতি একজন WWE Fan Twitter-এ আমাদের প্রিয় পূর্ব Comedian James Ellsworth-এর মজা উড়িয়ে কিছু কথা বলে যা হয়তো মুটেও বলা ঠিক হয়নি। Fan-টি বলে, "আপনি কেমন Role Play করেন? আমার বাচ্চার কিছু দিন পর জন্মদিন। যার জন্য আমাকে একজন Joker দরকার। তাই আমি চাই আপনি সেখানে Joker-এর দায়িত্ব পালন করুন।"

এইসব কথার উত্তরে Ellsworth জানায়, "আমার কোনো Problem নেই। হয়তো-বা তোমার Wife-এর ও Problem হবে না। কারণ তার প্রকৃত পুরুষ দরকার।


• WWE এর আগামী PPV হলো Royal Rumble।😱 RR (Royal Rumble) একটি অন্যতম জনপ্রিয় পে-পার-ভিউও। এখন দেখে নিন Royal Rumble 2018 তে হতে চলা, Women's Battle Royal ম্যাচে কে কে Attend করতে পারেন --- (সম্পূর্ণ ধারণানুসারে) 😙😉

বিঃদ্রঃ কে কখন এন্ট্রি নিবে সে হিসেবে লিস্টটি সাজানো। 

(1) Asuka 😯
(2) Naomi😑
(3) Bayley😏
(4) Mandy Rose😏
(5) Sonya Deville😠
(6) Natalya😤
(7) Sasha Banks😌
(8) Liv Morgan😉
(9) Lana😒
(10) Sarah Logan😞
(11) Dana Brooke😝
(12) Carmella😋
(13) Alicia Fox 😶
(14) Tamina😕
(15) Billie Kay😩
(16) Peyton Royce😶
(17) Brie Bella😇
(18) Shayna Baszler😨
(19) Nikki Cross😉
(20) Mickie James😞
(21) Kairi Sane😣
(22) Paige😘
(23) Ruby Roitt😄
(24) Becky Lynch😍
(25) Trish Stratus😎
(26) Lita😄
(27) Nia Jax😌
(28) Nikki Bella😃
(29) Stephanie McMahon😃
(30) Ronda Rousey😄

এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট ও আমার মতামতের সংমিশ্রণে তৈরি। তাই অনেকের মতের সাথে এটি নাও মিলতে পারে। আপনার মতামত কমেন্টে জানান। সাথেই থাকুন। 😏😏


চলে আসলো 2⃣0⃣1⃣8⃣ সাল... চলুন দেখে আসি কি কি ঘটতে পারে এ বছরে ➡

◘  এ বছর রয়েল রাম্বল জিততে পারে SD Live এর কোন সুপারস্টার। জিগলার /নাকামুরা ইত্যাদি।তবে র রোস্টারকেও ফেলে দেয়া যায় না,যদিও চান্স কম।

◘ ইনজুরি কাটিয়ে ব্যাক করবেন ডিন এমব্রোস

◘ এবারের WM এর মেইন ইভেন্ট হতে পারে রোমান রেইঞ্জ আর ব্রক লেসনারের মাঝে।

◘ রেসলিং থেকে বিদায় নিতে পারেন দ্যা এনিম্যাল বাতিস্তা, ডিমোন কেইন,,,,, 😞

◘ রেসলিং লিজেন্ড আন্ডারটেকারকে আমরা এবছর হয়তোবা আরো একটি মেজর পিপিভিতে রেসলিং করতে দেখতে পাবো।

◘ ভেঙ্গে যেতে পারে জনপ্রিয় স্টেবল ট্যাগ টিম " নিউ ডে"।

◘ এ বছর ওমেন্স রয়েল রাম্বেল জিততে পারে র রোস্টারের কোন সুপারস্টার।

◘ ভালো পুশ পেতে পারেন সামোয়া জো, ব্রন স্ট্রম্যান।

◘ রিটার্ন করবেন " The Miz"

◘ রিং এ্যাকশনে ফিরতে পারেন ইয়েস চ্যান্টের জনক ড্যানিয়েল ব্রায়ান।

(এটা একান্ত আমার নিজের মতামত।অনেক সাথে নাও মিলতে পারে।)
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Shariar Abir, Neil Kay, Shafayad Tushar।
রেসলারদের জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন।