• The 25th Anniversary of Raw তে উপস্থিত থাকবেন Chris Jericho।
এখন তিনি NJPW তে রেসলিং করেন কিন্ত তিনি আবারো WWE তে আসবেন 25th Anniversary of Raw উপলক্ষে।
• গত RAW-তে Finn Balor এর উপর "Curb Stomp" মুভটি ব্যবহার করে Seth Rollins.
• WWE ঘোষণা করেছে, ২০১৮ সালের Hall of Fame এ যুক্ত হতে যাচ্ছে Goldberg.
• PW Insider এর মতে, সাবেক TNA সুপারস্টার EC3-কে কোম্পানিতে ফিরিয়ে আনতে আগ্রহী WWE.
• EC3 র পর এবার Impact Wrestling কে বিদায় জানালেন The Destroyer খ্যাত "Bobby Lashly". হয়তোবা তাকেও আমরা Royal Rumble এ Entry নিতে দেখতে পারি।
• আরেক জনপ্রিয় ইন্ডি রেস্লার-কে সাইন করল WWE...!!! 👏👌✌Ricochet বর্তমান সময়ের অনেক স্কিলফুল (হাই ফ্লাইয়ার স্পেশালিষ্ট) একজন রেস্লার আর ইন্ডি ব্যাকগ্রান্ডে তার অনেক জনপ্রিয়তা রয়েছে।
WWE কিছুক্ষণ আগে কনফার্ম করেছে, Trevor "Ricochet" Mann তাদের কোম্পানিতে সাইনন করেছে আর তাকে এ সপ্তাহে Orlando-তে অবস্থিত WWE Performance Center-এ তাকে দেখা গেছে।
• সাবেক WWE সুপারস্টার Austin Aries এখন ইন্ডিপেনডেন্ট সার্কিটে ৫টি World Champion.
◘ Impact Global Championship
◘ IPW:UK World Championship
◘ World Series Wrestling Heavyweight Championship
◘ Defiant Wrestling World Championship
◘ Impact Grand Championship
• পরের সপ্তাহতেই হবে RAW 25। এটা Royal Rumble এর আগে শেষ Raw।এই স্পেশাল Raw তে যেসব ম্যাচ আর লেজেন্ডরা কনফার্ম হয়েছেন তার তালিকাঃ
◘ Intercontinental Championship : Roman Reigns vs The Miz
◘ Legends : Stone Cold Steve Austin, D-Generation X(HHH, HBK, NOA, Pac), The Undertaker, John Cena, Chris Jericho, The Dudley Boys, The APA, The Bella Twins, Jerry Lawler, Jim Ross, Ric Flair, The Godfather, The Boogyman, The Outsiders, Ted Dibiase, John Laurenitus, Eric Bischoff, Teddy Long, Brooklyn Brawler, Sgt Slaughter, Brother Love, Gene Okerland, Kelly Kelly, Michelle McCool, Maria Kenellis, Torrie Wilson, Terri Runnel, Jacqueline।
এই হলো মোট ৩৬ লেজেন্ড এর তালিকা।
• Brian Cage গত পরশু Impact Wrestling এ যোগ দিয়েছেন। মূলত একের পর এক রেসলার Leave নেয়াতেই তার সাথে চুক্তি করেছে Impact Wrestling.
• আমরা সকলেই জানি যে Mark Henry Professional Wrestling কে বিদায় জানিয়েছেন। তবে তিনি WWE তে Producer হিসেবে অল্প কিছুদিন কাজ করবেন।
• আজকের Raw যারা দেখেছেন, তারা নিশ্চই একটা জিনিস দেখে অবাক হয়েছেন যে, Seth Rollins আবার Curb Stomp দিয়েছেন। এখন থেকে হয়তো Curb Stomp-কেই তিনি Finisher হিসেবে ব্যবহার করবেন। কিন্তু আসল কথা সেটা নয়। কারন রিউমর উঠেছে খুব শীঘ্রই Heel Turn করতে পারেন। রিউমর অনুযায়ী, Seth Rollins Jason Jordan অথবা কোনো Shield Member এর বিরুদ্ধে হিল টার্ন করতে পারেন।এখন দেখা যাক কি হয়।
• UFC Female Superstar Ronda Rousey এর সাথে WWE অফিসিয়ালি একটা চুক্তিতে সাইন করেছে।
তাহলে? Deal in done. Ronda is 100% baccckkkkk!!!
• Brock Lesner vs Roman Reigns For Universal Championship at Wrestlemania 34 : এই ম্যাচটি প্রায় ৯৯% নিশ্চিত। আমরা সকলেই এই রিউমরটা ইতিপূর্বে জেনেছি। Roman Royal Rumble বা Elimination Chamber ম্যাচ জিতবেন তাও নিশ্চিত। প্রায় সকল রিউমর ওয়েবসাইট-ই এই কথাই বলে। তবে এখন শোনা যাচ্ছে,Roman শুধু Lesner এর সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচই খেলবেন না বরং তিনি হতে চলেছেন New Universal Championship.এটাও নাকি প্রায় নিশ্চিত।
• রিউমর উঠেছে এবারের Royal Rumble এ সারপ্রাইজ রিটার্ন করতে পারে Bobby Lashley আর Ethan Carter 3। তবে অন্যান্য কিছু রিউমর বলছে Bobby Lashley Royal Rumble এ এন্টার না করলেও তিনি WWE তেই রিটার্ন করতে পারেন।
• Jason Jordan গত Raw তে হালকা ইনজুরিতে পড়েছেন। তবে তিনি সুস্থ হতে কত সময় লাগবে তা জানা যায়নি।
• HollywoodLife.com এর তথ্য মোতাবেক জানা যায় Paige নিজের ভিতর থেকে বিশ্বাস করতে পারছে না যে সে বর্তমানে রেসলিং করার জন্য উপযুক্ত না। তার বিশ্বাস সে একদিন আবারো রেসলিং রিং এর ভিতর আসবেন।
• Cageside Seats এর তথ্য অনুযায়ী জানা যায় Vince McMahon Mixed Tag Team ডিভিশনের ক্রিয়েটিভ হেড না, সব কিছু চলছে Writer Ryan Ward এর আদেশে।
• Bobby Lashly চলতি বছরের ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত Impact Wrestling এর সাথে চুক্তিতে যুক্ত আছেন, সেহেতু Royal Rumble ম্যাচে তার Surprise Return এত সম্ভবনা নেই বললেই চলে।
• সম্প্রতি জানা যায় Merk Henry গত সপ্তাহে রিটায়ার্ড করেন কিন্ত তিনি PWInsider কে বলেন তিনি গত বছরের অক্টোবর মাসেই রেসলিং রিং কে বিদায় জানান। তিনি আরোও বলেন যে তিনি Ric Flair এর মতো এমনকি ৭/৮ বার এর মতো রিটায়ার্ড করতে ইচ্ছুক অর্থাৎ সে আরো কয়েকবার রিং এর মাঝে আসতে আগ্রহী। 😃😃
• আগামী সপ্তাহে Raw 25th Anniversary Show তে Manhattan Center কে খুব আকর্ষণীয় ভাবে পরিপাটি করার ইচ্ছা WWE এর যেমনকি ১৯৯৩ সালের Raw Premiered Back এ হয়েছিল।
• WWE Official Website এর মাধ্যমে জানিয়ে দেয়া হয় Us Championship Tournament এর বিজয়ী অর্থাৎ এই সপ্তাহের SD Live এ যে বিজয়ী হবে সে Dolph Ziggler এর মুখোমুখি হবে আগামী সপ্তাহের SD তে, যেটা আগে হওয়ার কথা ছিল Royal Rumble PPV তে।
• Chris Jericho Officially Raw 25th Anniversary Show তে রিটার্ন করতে চলেছেন। 😃
• Seth Rollins ফাইনালি তার Finishing Move Curb Stomp ব্যবহার করেছেন, আজকে Raw তে Finn Balor কে প্রয়োগের দ্বারা সূচনা করে।
• Ronda Rousey ফাইনালি WWE এর সাথে Contract Sign করে কিন্ত কোনো সম্ভাবনা নেই যে তিনি Women Royal Rumble ম্যাচে এন্ট্রি করবেন, কিন্ত WM এ তার ম্যাচ থাকার প্রবল আশঙ্কা রয়েছে। 😍
• ১৫ জানুয়ারি : এই দিনে Smack Down Live এর Commissioner A.K.A আমাদের Vince দাদুর পুত্র Shane McMahon এর 48 তম জন্মদিন ছিল।
"The Money" খ্যাত এই Wrestler/GM/Commissioner 1970 সালের আজকের এই দিনে United States এর Maryland অঙ্গরাজ্যের Gaithersburg শহরে জন্মগ্রণ করেন। তার পুরো নাম Shane Brandon McMahon. তাকে McMahon পরিবারের Fourth Generation রেসলারও বলা হয়ে থাকে।
আমাদের সাইট এর পক্ষ থেকে তার জন্মদিনে রইলো অসংখ্য শুভেচ্ছা এবং শুভ হোক তার আগামীর পথচলা।
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Prokash Das Arjun।বিভিন্ন রেসলারদের জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন।