শুধু আনন্দ, উত্তেজনা কিংবা রাগের মধ্যেই WWE সীমাবদ্ধ নয়। বহুমুখী এই কোম্পানিতে ইমোশনেরও অভাব নেই। বিভিন্ন রেসলার টাইটেল জিতার পর কিংবা বড় কিছু অর্জন করার পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ে। অথছ তারা আগে থেকেই জানে তারা জিততে চলেছে। এসব ইমোশনাল মোমেন্টের অনেক স্থিরচিত্রও সাংবাদিক ক্লিক মেরে রেখেছে। যেসব পিক ফ্যানদের ইমোশনাল করতেও তেমন অসফল নয়। চলুন, সেসব অনন্য ক্লিকের উৎকৃষ্ট কিছু পিক (With Discuss) দেখে নেয়া যাক।


• The Future Is Now (1) → Seth Rollins এর ক্যারিয়ারের সেরা একটি মোমেন্ট হচ্ছে Wrestlemania 31 পিপিভিতে MITB ক্যাশ - ইন করার মাধ্যমে নতুন WWE চ্যাম্পিয়ন হওয়া। আর সেই সেরা মোমেন্টের পর, ব্যাকস্টেজে আরো একটি সেরা মুহুর্তে একত্রিত হয় Seth Rollins এবং Triple H। প্রথমত, First Ever NXT চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত করা। তারপরে শিল্ড ব্রেকের জন্য তাকেই সিলেক্ট করা (এটা Seth এর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল)। তৃতীয়ত, নিজেকে সেথের অপনেন্ট হিসেবে নির্বাচন করে পুষ দেয়া।

সাথে উক্ত পিকটির দ্বারা সহজেই বুঝা যায়, Seth Rollins Triple H এর কতটা প্রিয়পাত্র। 


• This Is Ours (2) → ক্যারিয়ারে প্রথম Universal চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিকভাবেই খোশ - মনে ব্যাকস্টেজে যায় Kevin Owens। কিন্তু সবার আগে 'তার অন - স্ক্রিনের সেরা রাইভাল Sami Zayn - ই' তাকে অভিনন্দন জানাতে ছুটে আসে। দেখা হওয়ার সাথে সাথে তারা আলিঙ্গনাবদ্ধ হয়ে ইমোশনাল হয় পড়ে। Kevin হয়ত মনে মনে বলছিল, এই টাইটেল শুধু আমার নয়, 'আমাদের উভয়ের'। কারণ রিয়েল লাইফে তাদের বন্ধুত্ব ততটাই ঘনিষ্ঠ ছিল।

তাছাড়া এই চিত্রটি 'রেসলারদের অন - স্ক্রিন আর অফ - স্ক্রিন সম্পর্কে' কতটা তফাৎ রয়েছে তার উত্তম দৃষ্টান্ত।


• An Emotional Embrace (3) → Wrestlemania 27 - এ এক অনন্য ম্যাচ উপহার দেয়ার পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ে Triple H এবং Undertaker।

হয়ত তাদের ক্যারিয়ারের উল্লেখযোগ্য এক অধ্যায় শেষ হওয়ার কারণে এমনটা হয়। Respect 💜


• Vince And His Greatest Creation (4) → Undertaker এর লিজেন্ডারি স্ট্রিক শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ Leaner Vs Taker ম্যাচ শুরু হওয়ার আগ মূহুর্তে Vince এবং Taker অসাধারণ এক কোলাকুলিতে আবদ্ধ হন, যা সত্যিই মনোমুগ্ধকর।

সম্ভবত Taker, এই অসাধারণ সৃষ্টির (স্ট্রিক) জন্য Vince - কে ধন্যবাদ দিতে গিয়েছিলেন।


• A Heavy Burden (5) → Undertaker কে রিটায়ার করানোর পর, ব্যাকস্টেজে চিন্তিত অবস্থায় ক্যামরাবদ্ধ হয় Roman Reigns। 

ESPN কে দিয়ে এক সাক্ষাতকারে সে বলে:-
"এটি ছিল (টেকারকে রিটায়ার করানো) তৃপ্তিদায়ক তিক্ত। ঠিক কোন কিছু হারানোর মতই অনুভূতি। যদি কেউ এই বিজনেসের (WWE) অংশ হয়, তাহলে সে জানবেই ওনি (টেকার) কতটা সম্মানের পাত্র। তিনি আমারও সম্মানের পাত্র। কিন্তু দিনশেষে সবাইকে সবার জীবিকানির্বাহ করতে হয়। একজন তরুণ - লোক হিসেবে, পরিবারের যোগানদাতা হিসেবে আমাকেও আমার জীবিকানির্বাহের জন্য ফাইট করতে হয়। এবং আজ রাতেও আমি তা'ই করেছি"

এই চিত্রেও যেন কথাগুলো স্পষ্টভাবে ফুটে উঠছে। Roman এর একটি জব আছে, সে তার জবই করেছে মাত্র। তার কথানুযায়ী, সে Taker এর মত লিজেন্ডকে রিটায়ার করানোর বোঝা বহন করে যাচ্ছে, যা সে করতে চায় নি। 


• Pure Smile (6) → জীবনের প্রথম WWE টাইটেল অর্জনের পর, ব্যাকস্টেজে Eddie Guerrero - কে হাসি মুখে দেখা যায়। সাথে Vince McMahon - ও অনেক প্রফুল্ল অবস্থায় ছিল।

No Way Out 2004 পিপিভিতে, Brock Lesnar কে হারিয়ে নতুন WWE চ্যাম্পিয়ন হয় Eddie Guerrero। যা দেখে প্রায় সম্পূর্ণ ইউনিভার্স আশ্চর্য হয়েছিল, কেননা ওই সময়টা Lesnar এর তান্ডবে প্রভাবিত ছিল WWE। আর সেই সময়েই তাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হন Eddie। 


• A Father - Son Embrace (7) → Undertaker এর সাথে প্রসিদ্ধ এক ম্যাচ শেষে, নিজের বাবার সাথে অতুলনীয় আলিঙ্গনে একত্রিত হয় Shane McMahon। (WM 32)

Shane এই ব্যাপারে বলে "আমি ম্যাচটির পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ি। কারণ সেখানে আমার সম্পূর্ণ ফ্যামিলি উপস্থিত ছিল। আর এই ম্যাচটি আমার বাবার যাদুকরী সৃষ্টির মধ্যে একটি"


• HeartBreak (8)→ রেসলিং বিশ্বকে বিদায় জানানোর আগে, ব্যাকস্টেজে কান্নায় ভেঙ্গে পড়েন Daniel Brayn। আর বিদায় জানিয়েও কাঁদিয়েছেন হাজারো ভক্তদের।

একটি পাখি তার ডানা ছাড়া যেমন, রেসলিং ছাড়া Brayn কে ঠিক তেমন বলাটা ভুল হবেনা। কারণ হিসেবে উল্লেখ করতে গেলে অনেক কিছুই উঠে আসবে। যেমন - ইতিহাসের সবচেয়ে বেশি "Best Technical Wrestler" খেতাব পাওয়ার রেকর্ড তার হাতেই। 2005 - 2013 সাল পর্যন্ত, লাগাতার ৯ বছর তিনি এই খেতাবের ধারাবাহিক বিজেতা ছিলেন। শুধু এতটুকুতেই শেষ নয়, 2006 - 2010 সাল পর্যন্ত "Most Outstanding Wrestler" সম্মাননাটাও নিজের করে রেখেছিলেন Daniel। যার ভাগিদারও এখনো পর্যন্ত কেউ হতে পারি। (Both Award Are Directed By Wrestling Observer Newsletter)
• লেখক ঃ Sarwar Bin Sayed. 

WWE এর ব্যাকস্টেজের কিছু ইমোশনাল ছবি।

শুধু আনন্দ, উত্তেজনা কিংবা রাগের মধ্যেই WWE সীমাবদ্ধ নয়। বহুমুখী এই কোম্পানিতে ইমোশনেরও অভাব নেই। বিভিন্ন রেসলার টাইটেল জিতার পর কিংবা বড় কিছু অর্জন করার পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ে। অথছ তারা আগে থেকেই জানে তারা জিততে চলেছে। এসব ইমোশনাল মোমেন্টের অনেক স্থিরচিত্রও সাংবাদিক ক্লিক মেরে রেখেছে। যেসব পিক ফ্যানদের ইমোশনাল করতেও তেমন অসফল নয়। চলুন, সেসব অনন্য ক্লিকের উৎকৃষ্ট কিছু পিক (With Discuss) দেখে নেয়া যাক।


• The Future Is Now (1) → Seth Rollins এর ক্যারিয়ারের সেরা একটি মোমেন্ট হচ্ছে Wrestlemania 31 পিপিভিতে MITB ক্যাশ - ইন করার মাধ্যমে নতুন WWE চ্যাম্পিয়ন হওয়া। আর সেই সেরা মোমেন্টের পর, ব্যাকস্টেজে আরো একটি সেরা মুহুর্তে একত্রিত হয় Seth Rollins এবং Triple H। প্রথমত, First Ever NXT চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত করা। তারপরে শিল্ড ব্রেকের জন্য তাকেই সিলেক্ট করা (এটা Seth এর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল)। তৃতীয়ত, নিজেকে সেথের অপনেন্ট হিসেবে নির্বাচন করে পুষ দেয়া।

সাথে উক্ত পিকটির দ্বারা সহজেই বুঝা যায়, Seth Rollins Triple H এর কতটা প্রিয়পাত্র। 


• This Is Ours (2) → ক্যারিয়ারে প্রথম Universal চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিকভাবেই খোশ - মনে ব্যাকস্টেজে যায় Kevin Owens। কিন্তু সবার আগে 'তার অন - স্ক্রিনের সেরা রাইভাল Sami Zayn - ই' তাকে অভিনন্দন জানাতে ছুটে আসে। দেখা হওয়ার সাথে সাথে তারা আলিঙ্গনাবদ্ধ হয়ে ইমোশনাল হয় পড়ে। Kevin হয়ত মনে মনে বলছিল, এই টাইটেল শুধু আমার নয়, 'আমাদের উভয়ের'। কারণ রিয়েল লাইফে তাদের বন্ধুত্ব ততটাই ঘনিষ্ঠ ছিল।

তাছাড়া এই চিত্রটি 'রেসলারদের অন - স্ক্রিন আর অফ - স্ক্রিন সম্পর্কে' কতটা তফাৎ রয়েছে তার উত্তম দৃষ্টান্ত।


• An Emotional Embrace (3) → Wrestlemania 27 - এ এক অনন্য ম্যাচ উপহার দেয়ার পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ে Triple H এবং Undertaker।

হয়ত তাদের ক্যারিয়ারের উল্লেখযোগ্য এক অধ্যায় শেষ হওয়ার কারণে এমনটা হয়। Respect 💜


• Vince And His Greatest Creation (4) → Undertaker এর লিজেন্ডারি স্ট্রিক শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ Leaner Vs Taker ম্যাচ শুরু হওয়ার আগ মূহুর্তে Vince এবং Taker অসাধারণ এক কোলাকুলিতে আবদ্ধ হন, যা সত্যিই মনোমুগ্ধকর।

সম্ভবত Taker, এই অসাধারণ সৃষ্টির (স্ট্রিক) জন্য Vince - কে ধন্যবাদ দিতে গিয়েছিলেন।


• A Heavy Burden (5) → Undertaker কে রিটায়ার করানোর পর, ব্যাকস্টেজে চিন্তিত অবস্থায় ক্যামরাবদ্ধ হয় Roman Reigns। 

ESPN কে দিয়ে এক সাক্ষাতকারে সে বলে:-
"এটি ছিল (টেকারকে রিটায়ার করানো) তৃপ্তিদায়ক তিক্ত। ঠিক কোন কিছু হারানোর মতই অনুভূতি। যদি কেউ এই বিজনেসের (WWE) অংশ হয়, তাহলে সে জানবেই ওনি (টেকার) কতটা সম্মানের পাত্র। তিনি আমারও সম্মানের পাত্র। কিন্তু দিনশেষে সবাইকে সবার জীবিকানির্বাহ করতে হয়। একজন তরুণ - লোক হিসেবে, পরিবারের যোগানদাতা হিসেবে আমাকেও আমার জীবিকানির্বাহের জন্য ফাইট করতে হয়। এবং আজ রাতেও আমি তা'ই করেছি"

এই চিত্রেও যেন কথাগুলো স্পষ্টভাবে ফুটে উঠছে। Roman এর একটি জব আছে, সে তার জবই করেছে মাত্র। তার কথানুযায়ী, সে Taker এর মত লিজেন্ডকে রিটায়ার করানোর বোঝা বহন করে যাচ্ছে, যা সে করতে চায় নি। 


• Pure Smile (6) → জীবনের প্রথম WWE টাইটেল অর্জনের পর, ব্যাকস্টেজে Eddie Guerrero - কে হাসি মুখে দেখা যায়। সাথে Vince McMahon - ও অনেক প্রফুল্ল অবস্থায় ছিল।

No Way Out 2004 পিপিভিতে, Brock Lesnar কে হারিয়ে নতুন WWE চ্যাম্পিয়ন হয় Eddie Guerrero। যা দেখে প্রায় সম্পূর্ণ ইউনিভার্স আশ্চর্য হয়েছিল, কেননা ওই সময়টা Lesnar এর তান্ডবে প্রভাবিত ছিল WWE। আর সেই সময়েই তাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হন Eddie। 


• A Father - Son Embrace (7) → Undertaker এর সাথে প্রসিদ্ধ এক ম্যাচ শেষে, নিজের বাবার সাথে অতুলনীয় আলিঙ্গনে একত্রিত হয় Shane McMahon। (WM 32)

Shane এই ব্যাপারে বলে "আমি ম্যাচটির পর ব্যাকস্টেজে ইমোশনাল হয়ে পড়ি। কারণ সেখানে আমার সম্পূর্ণ ফ্যামিলি উপস্থিত ছিল। আর এই ম্যাচটি আমার বাবার যাদুকরী সৃষ্টির মধ্যে একটি"


• HeartBreak (8)→ রেসলিং বিশ্বকে বিদায় জানানোর আগে, ব্যাকস্টেজে কান্নায় ভেঙ্গে পড়েন Daniel Brayn। আর বিদায় জানিয়েও কাঁদিয়েছেন হাজারো ভক্তদের।

একটি পাখি তার ডানা ছাড়া যেমন, রেসলিং ছাড়া Brayn কে ঠিক তেমন বলাটা ভুল হবেনা। কারণ হিসেবে উল্লেখ করতে গেলে অনেক কিছুই উঠে আসবে। যেমন - ইতিহাসের সবচেয়ে বেশি "Best Technical Wrestler" খেতাব পাওয়ার রেকর্ড তার হাতেই। 2005 - 2013 সাল পর্যন্ত, লাগাতার ৯ বছর তিনি এই খেতাবের ধারাবাহিক বিজেতা ছিলেন। শুধু এতটুকুতেই শেষ নয়, 2006 - 2010 সাল পর্যন্ত "Most Outstanding Wrestler" সম্মাননাটাও নিজের করে রেখেছিলেন Daniel। যার ভাগিদারও এখনো পর্যন্ত কেউ হতে পারি। (Both Award Are Directed By Wrestling Observer Newsletter)
• লেখক ঃ Sarwar Bin Sayed.