• যেমনটি আমরা কিছু সময় আগে আপনাদের জানিয়েছিলাম John Cena SD Live Exclusive P.P.V Fastlane-এ ম্যাচ খেলতে চলেছেন। আবার তার উপর আরো একটি News লিক হয়েছে, যে John Cena কে Raw Exclusive P.P.V Elimination Chamber-এ Add করা হয়েছে। আর তার বিরধী হতে চলেছে Woken Math। কিন্তু কেন তার উপর একটি পোস্ট শিঘ্রই করা হবে।

বি:দ্র: Elimination Chamber হতে চলেছে এবছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। আর Fastline হতে চলেছে মার্চ মাসের ১২ তারিখ।


• NJPW এর বার্ষিক পিপিভি "Wrestle Kingdom 12" তে উপস্থিত মোট দর্শক সংখ্যা ছিল প্রায় ৪৩,০০০ জন 😱✌ যা NJPW এর ইতিহাসে গত ১৫ বছরে ২য় সর্বোচ্চ দর্শক হওয়ার রেকর্ড 👍👍 যার মধ্যে প্রায় ৩-৪ হাজার দর্শক ছিল আমেরিকান....ক্রিস জেরিকোর কারণেই হয়তবা এত্ত আমেরিকানরা গিয়েছিল!! 

উল্লেখ্য যে, শুরুতে ৩০ হাজার দর্শকের প্ল্যান করলেও পরবর্তীতে যখন টিকিট বিক্রির পরিমাণ বেড়ে যায়...তখন NJPW ম্যানেজমেন্ট রা ইভেন্টের সিট আরোও বাড়িয়ে দেয় 😊😊

এছাড়াও উল্লেখ্য যে, ৪৩,০০০ এর মধ্যে মোট ৩৪,৯৯৫ জন দর্শক টিকিট কিনে শো দেখেছেন। আর বাকি ৮,০০৫ জন দর্শক ফ্রি তেই দেখার সুযোগ পেয়েছেন 👏👏


• গতকাল NJPW New Year Dash এ Tetsuya Naito কে আক্রমণ করেছে Chris Jericho. খুব সম্ভবত জাপানে আরেকটি ম্যাচ খেলতে যাচ্ছে Jericho. 

আজকে NJPW এর শো New Year Dash এর মেইন ইভেন্ট শেষে Tetsuya Naito গতকাল তার ম্যাচ নিয়ে প্রোমো কাটেন . কিন্তু তখনই তাকে পিছন থেকে এসে Attack করে Chris Jericho!!! . Los Ingobernables de Japan এর মেম্বার এসে তাদের আলাদা করে...


• ডেভ মেল্টযার এর মতে, খুব শীগ্রই SDLive জেনারেল ম্যানেজার Daniel Bryan হিল টার্ন করবে এবং লম্বা সময় WWE তে থাকবে। তার মানে ডেনিয়েল যে কোন সময় রিং একশনে ফিরবে ☺☺☺.


• Sami Zayn প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে 2018 শেষ হওয়ার আগেই তিনি একবার WWE চ্যাম্পিয়ন হবেন। রিসেন্টলি সে মেইন টাইটেল সিন এ এড হয়েছে এবং প্রথমবার এর মতো মেইন রোস্টার এর কোনো পিপিভিতে WWE টাইটেলের জন্য খেলার সুযোগ পাচ্ছেন। আপনি কী মনে করেন Sami Zayn তার প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রাখতে পারবে?


• The Game খ্যাত Triple H সম্প্রতি জানিয়েছেন WWE তে বর্তমানে সকল In Ring Performer দের মধ্যে Roman অন্যতম। তার মতে Roman একটি Unique পজিশনে আছে।

Triple H এর মতে, Roman যে বর্তমানে একটি Unique পজিশনে আছে তা তার (Roman এর) Fanbase দেখলেই বোঝা যায়। Roman এই অল্প কয়েক বছরে যে Fanbase বানিয়েছে তা সত্যিই Unbelievable.

Triple H এর ভাষায় WWE তে বর্তমানে Roman একজন Chosen One রেসলার। আর দর্শকদেরও আগ্রহ তার প্রতি বেশি। Triple H এর মতে, Roman বর্তমানে খুব উন্নতি করেছে। আর এজন্যই তিনি Roman কে One Of The Best In WWE মনে করেন। Triple H এর মত অনুযায়ী Roman WWE তে One Of The Most Skillful রেসলার এবং সেটা সকল ক্ষেত্রেই।


• বিভিন্ন Website-এর তথ্য মতে, WWE থেকে একটি Shocking News লিক হয়ে গিয়েছে। আর সেটি হলো Ronda Rousey Women's Royal Rumble-এ 30 নাম্বারে তার Debut WWE তে ঘটাতে যাচ্ছে। 😱😱


• Cageside Seats এর তথ্যমতে, আগামী Royal Rumble পিপিভি তেই Kevin Owens ও Sami Zayn এর ফ্রেন্ডশিপের অবসান ঘটতে পারে 😱😱 That Means KO Vs Sami At Wm 34... 👌👌 Best Friends, Bitter Enemies... 😃


• আগামী সেপ্টেম্বর মাসের ২৩ তারিখেই Daniel Bryan এর সাথে WWE এর কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে 😒😒 খুব সম্ভবত সে কন্ট্রাক্ট রিনিউ করবেনা...WWE হতে লিভ নিতে পারে 😫😫


• এ বছরের Royal Rumble এ ৩টি Unexpected এন্ট্রি হতে পারে..

Shane McMahon
Batista 
ও Roman Reigns!!


• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে খুব শীঘ্রই WWE এর সাথে চুক্তি করতে পারে Bobby Lashley. কারন কিছুদিনের মাঝেই Impact এর সাথে তার চুক্তি শেষ হতে যাচ্ছে। 


• সম্প্রতি হওয়া RAW তে Alexa Bliss কে হারায় Asuka. এবং The 434 এর ভাষ্যমতে, খুব তাড়াতাড়ি Alexa Bliss এর বিপক্ষে টাইটেল ম্যাচ পেতে চলেছে Asuka. যেখানে জিতে নতুন RAW Women's Champion হতে পারে ASUKA. 

এদিক দিয়ে দুটো লাভ হতে পারে WWE এর! প্রথমত, ASUKA এর Undefeated Streak অক্ষত থাকবে! পাশাপাশি যদি Bliss হয়ে যায় First Ever Women's Royal Rumble Winner তাহলে তো পুরো সোনায় সোহাগা 😊


• বিগত RAW তে আমাদের নাচুনি Cruiserweight চ্যাম্প এর অনুপস্থিতি তে টাইটেল ম্যাচটা সংঘটিত হতে পারেনি। 😟 কিন্তু, কেন Enzo Amore এত ইম্পরট্যান্ট একটা RAW তে অনুপস্থিত থাকলো ⁉😠

কারণ, তার শারীরিক অসুস্থতা। ক'দিন আগে Oooaaah Strowman থুক্কু Braun Strowman এর যে ফ্লু তে ধরছিল, ধারণা করা যাচ্ছে Enzo এর সেই একই ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইন্সটাগ্রামে Enzo হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিও আপলোড করেন।


• Baron Corbin তার টুইটার একাউন্টে টুইট করেছেন যে, তিনি এ বছরের রয়্যাল রাম্বল ম্যাচ জিতবেন ও রেসলম্যানিয়া তে মেইন ইভেন্ট করবেন! 😱😱 😃আপনাদের কি মনে হয় Corbin তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন?  ✌ 

[বি:দ্র]:- যে Cena এর জন্য তিনি MITB ব্রিফকেস ক্যাশ-ইন করতে ব্যার্থ হয়েছেন, সে Cena ই যদি তাকে এবার রয়্যাল রাম্বল ম্যাচ হতে এলিমিনেট করে দেয়.. 


• Jay White ঘোষণা দিয়েছেন যে তিনি " Chaos " এ যোগ দিচ্ছেন এবং তিনি আসছেন KennyOmega র IWGP United States Title টি কেড়ে নিতে।তিনি Okada কেও ওয়ার্নিং করে দিয়ে বলেন, একদিন তিনিও IWGP Heavyweight Title টি জিতবেন।


• সম্প্রীতি Wrestling Observer, WWE কে নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে তুলে ধরা হয়েছে ২০১৭ সালের WWE সুপারস্টারদের most matches, most wins, highest winning percentage, most defeats এবং worst winning percentage পরিসংখ্যান।

এই পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে WWE তে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন Jinder Mahal! আশ্চর্য করার মতো হলেও এটা বাস্তব যে ২০১৭ সালে Mahal এর থেকে কোনো সুপারস্টারই বেশি ম্যাচ খেলেননি। ওই বছর তিনি মোট ১৮৫ টি ম্যাচ খেলেছেন! :O

২০১৭ সালে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ জয়ের তালিকায় ১ম স্থানে রয়েছেন Dean Ambrosse। তিনি ওই বছর মোট ১৪৪ টি ম্যাচ জিতেছেন। Shinsuke Nakamura তার থেকে ১৩ টি ম্যাচ কম খেলে রয়েছেন ২য় স্থানে! তিনি জিতেছেন ১৩১ টি ম্যাচ। ১২৭ টি ম্যাচ জিতে এই তালিকার ৩য় স্থানটি নিজের নাম করে রেখেছেন Seth Rollins।

Asuka হলেন ২০১৭ সালের সবথেকে বেশি ম্যাচ winning percentage এর অধিকারিণী! তিনি ওই বছর একটি ম্যাচেও হারেননি তাই তার winning percentage 100আর Nikki Bela রয়েছেন এই তালিকার ২য়য় স্থানে, তার winning percentage 947 যদিও তিনি এবছর সম্পূর্ণ রেসলিং করেননি।

Natalya এর জন্য ২০১৭ ছিলো ভুলে যাবার মতো একটি বছর! যদিও তিনি এবছরেই হয়েছিলেন SD women's champion কিন্তু তবুও তিনি ওই বছরেরই সর্বাধিক ম্যাচ হারার তালিকায় রয়েছেন ১ম স্থানে! তিনি মোট ১৩১ ম্যাচ হেরেছিলেন ২০১৭ সালে। 

সর্বশেষ, Curt Hawkins এর কাছে রয়েছে ২০১৭ worst winning percentage এর খেতাবটি! তার percentage 000, এটা সবারই জানা যে Curt তার লাস্ট ১২০ টিরও অধিক ম্যাচ জিততে পারেননি। 

এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে ২০১৭ তে Asuka তার কোনো ম্যাচেই হারেননি আর Hawkins তার কোনো ম্যাচেই জিতেননি!

• Bayley সম্প্রীতি এক টুইটার বার্তায় WWE এর Mixed Macth Challenge শো কে নিয়ে Kurt Angle এর ওপর নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ তিনি Finn Balor এর ট্যাগ পার্টনার হবার জন্য campaign করতে ছিলেন কিন্তু সেখানে তার পরিবর্তে Sasha Banks কে Balor এর ট্যাগ পার্টনার হিসেবে নেয়া হয়।

• কিছুদিন আগে John Cena, Matt Hardy এর ব্রোকেন গিমিকের একটি ছবি তার ইন্সটাগ্রাম একাউন্টে আপলোড করেছিলেন। যার প্রতি রেস্পন্স করেন Matt Hardy আর রিপ্লাই হিসেবে তিনি বলেন,


• রেসলিং রিলেটেড ওয়েবসাইট wrestlinginccom একটি ব্লগ প্রকাশ করে যেখানে বলা হয় "There were several WWE Superstars that stayed up late to watch Wrestle Kingdom 12 as it aired live। Others plan on catching up on demand। Several members of the roster are fans of the product। Of course, many of them wanted to see the awesome Chris Jericho vs। Kenny Omega match" এর অর্থ হলো WWE রোস্টারের কিছু কিছু সুপারস্টাররা WK12 দেখার জন্য লাইভ টিউন করেছিলেন। কিন্তু সেখানে তাদের নামগুলো দেয়া হয়নি।

• WWE তাদের NXT ডিভিশনের সুপারস্টারদের জন্য একটি এওয়ার্ড শো আয়োজন করেছে যার নাম WWE NXT 2017 Year-End Awards, যেখানে ভোটের মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হবে। আর এর ফলাফল প্রকাশ করা হবে Royal Rumble pay-per-view এর আগের রাতে অর্থাৎ NXT Takeover: Philadelphia ppv তে।



• আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে NXT'র পরবর্তী পিপিভি "NXT TakeOver: Philadelphia") এক নজরে NXT TakeOver: Philadelphia এর ম্যাচ কার্ডঃ 

১) NXT চ্যাম্পিয়নশিপঃ Andrade "Cien" Almas (c) vs Johnny Gargano

২) NXT Tag Team চ্যাম্পিয়নশিপঃ The Undisputed Era (c) vs The Authors of Pain

৩) Extreme Rules ম্যাচঃ Aleister Black vs Adam Cole

৪) NXT Women's চ্যাম্পিয়নশিপঃ Ember Moon (c) vs Shayna Baszler



Mixed Match Challenge এ এখন পর্যন্ত যেই Tag Team-গুলো নিশ্চিত হয়েছেঃ 

১. Braun Strowman ও Alexa Bliss (RAW)
২. Bobby Roode ও Charlotte (SD)
৩. Finn Balor ও Sasha Banks (RAW)
৪. Rusev ও Lana (SD)



Raw and SD Viewership :

◘ Raw: এ সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.865 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 6% বেশি!উল্লেখ্য যে, গত সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.703 মিলিয়ন।এ সপ্তাহের ক্যাবল নেটওয়ার্কে Raw এর অবস্থান ছিল ১০ম স্থানে 👍 

◘ SDLive: এ সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.720 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 2.4% বেশি! উল্লেখ্য যে, গত সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.656 মিলিয়ন!! এ সপ্তাহের ক্যাবল নেটওয়ার্কে SDLive এর অবস্থান ছিল ৫ম স্থানে 👍
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Aamir Hamza Salman, Xohirul Badol, Fahim Fam, Ashraf Mahmud Oytizha, আরিয়ান রেহান।

WWE রেসলিং নিউজ, ০৭/০১/২০১৮


• যেমনটি আমরা কিছু সময় আগে আপনাদের জানিয়েছিলাম John Cena SD Live Exclusive P.P.V Fastlane-এ ম্যাচ খেলতে চলেছেন। আবার তার উপর আরো একটি News লিক হয়েছে, যে John Cena কে Raw Exclusive P.P.V Elimination Chamber-এ Add করা হয়েছে। আর তার বিরধী হতে চলেছে Woken Math। কিন্তু কেন তার উপর একটি পোস্ট শিঘ্রই করা হবে।

বি:দ্র: Elimination Chamber হতে চলেছে এবছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। আর Fastline হতে চলেছে মার্চ মাসের ১২ তারিখ।


• NJPW এর বার্ষিক পিপিভি "Wrestle Kingdom 12" তে উপস্থিত মোট দর্শক সংখ্যা ছিল প্রায় ৪৩,০০০ জন 😱✌ যা NJPW এর ইতিহাসে গত ১৫ বছরে ২য় সর্বোচ্চ দর্শক হওয়ার রেকর্ড 👍👍 যার মধ্যে প্রায় ৩-৪ হাজার দর্শক ছিল আমেরিকান....ক্রিস জেরিকোর কারণেই হয়তবা এত্ত আমেরিকানরা গিয়েছিল!! 

উল্লেখ্য যে, শুরুতে ৩০ হাজার দর্শকের প্ল্যান করলেও পরবর্তীতে যখন টিকিট বিক্রির পরিমাণ বেড়ে যায়...তখন NJPW ম্যানেজমেন্ট রা ইভেন্টের সিট আরোও বাড়িয়ে দেয় 😊😊

এছাড়াও উল্লেখ্য যে, ৪৩,০০০ এর মধ্যে মোট ৩৪,৯৯৫ জন দর্শক টিকিট কিনে শো দেখেছেন। আর বাকি ৮,০০৫ জন দর্শক ফ্রি তেই দেখার সুযোগ পেয়েছেন 👏👏


• গতকাল NJPW New Year Dash এ Tetsuya Naito কে আক্রমণ করেছে Chris Jericho. খুব সম্ভবত জাপানে আরেকটি ম্যাচ খেলতে যাচ্ছে Jericho. 

আজকে NJPW এর শো New Year Dash এর মেইন ইভেন্ট শেষে Tetsuya Naito গতকাল তার ম্যাচ নিয়ে প্রোমো কাটেন . কিন্তু তখনই তাকে পিছন থেকে এসে Attack করে Chris Jericho!!! . Los Ingobernables de Japan এর মেম্বার এসে তাদের আলাদা করে...


• ডেভ মেল্টযার এর মতে, খুব শীগ্রই SDLive জেনারেল ম্যানেজার Daniel Bryan হিল টার্ন করবে এবং লম্বা সময় WWE তে থাকবে। তার মানে ডেনিয়েল যে কোন সময় রিং একশনে ফিরবে ☺☺☺.


• Sami Zayn প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে 2018 শেষ হওয়ার আগেই তিনি একবার WWE চ্যাম্পিয়ন হবেন। রিসেন্টলি সে মেইন টাইটেল সিন এ এড হয়েছে এবং প্রথমবার এর মতো মেইন রোস্টার এর কোনো পিপিভিতে WWE টাইটেলের জন্য খেলার সুযোগ পাচ্ছেন। আপনি কী মনে করেন Sami Zayn তার প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রাখতে পারবে?


• The Game খ্যাত Triple H সম্প্রতি জানিয়েছেন WWE তে বর্তমানে সকল In Ring Performer দের মধ্যে Roman অন্যতম। তার মতে Roman একটি Unique পজিশনে আছে।

Triple H এর মতে, Roman যে বর্তমানে একটি Unique পজিশনে আছে তা তার (Roman এর) Fanbase দেখলেই বোঝা যায়। Roman এই অল্প কয়েক বছরে যে Fanbase বানিয়েছে তা সত্যিই Unbelievable.

Triple H এর ভাষায় WWE তে বর্তমানে Roman একজন Chosen One রেসলার। আর দর্শকদেরও আগ্রহ তার প্রতি বেশি। Triple H এর মতে, Roman বর্তমানে খুব উন্নতি করেছে। আর এজন্যই তিনি Roman কে One Of The Best In WWE মনে করেন। Triple H এর মত অনুযায়ী Roman WWE তে One Of The Most Skillful রেসলার এবং সেটা সকল ক্ষেত্রেই।


• বিভিন্ন Website-এর তথ্য মতে, WWE থেকে একটি Shocking News লিক হয়ে গিয়েছে। আর সেটি হলো Ronda Rousey Women's Royal Rumble-এ 30 নাম্বারে তার Debut WWE তে ঘটাতে যাচ্ছে। 😱😱


• Cageside Seats এর তথ্যমতে, আগামী Royal Rumble পিপিভি তেই Kevin Owens ও Sami Zayn এর ফ্রেন্ডশিপের অবসান ঘটতে পারে 😱😱 That Means KO Vs Sami At Wm 34... 👌👌 Best Friends, Bitter Enemies... 😃


• আগামী সেপ্টেম্বর মাসের ২৩ তারিখেই Daniel Bryan এর সাথে WWE এর কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে 😒😒 খুব সম্ভবত সে কন্ট্রাক্ট রিনিউ করবেনা...WWE হতে লিভ নিতে পারে 😫😫


• এ বছরের Royal Rumble এ ৩টি Unexpected এন্ট্রি হতে পারে..

Shane McMahon
Batista 
ও Roman Reigns!!


• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে খুব শীঘ্রই WWE এর সাথে চুক্তি করতে পারে Bobby Lashley. কারন কিছুদিনের মাঝেই Impact এর সাথে তার চুক্তি শেষ হতে যাচ্ছে। 


• সম্প্রতি হওয়া RAW তে Alexa Bliss কে হারায় Asuka. এবং The 434 এর ভাষ্যমতে, খুব তাড়াতাড়ি Alexa Bliss এর বিপক্ষে টাইটেল ম্যাচ পেতে চলেছে Asuka. যেখানে জিতে নতুন RAW Women's Champion হতে পারে ASUKA. 

এদিক দিয়ে দুটো লাভ হতে পারে WWE এর! প্রথমত, ASUKA এর Undefeated Streak অক্ষত থাকবে! পাশাপাশি যদি Bliss হয়ে যায় First Ever Women's Royal Rumble Winner তাহলে তো পুরো সোনায় সোহাগা 😊


• বিগত RAW তে আমাদের নাচুনি Cruiserweight চ্যাম্প এর অনুপস্থিতি তে টাইটেল ম্যাচটা সংঘটিত হতে পারেনি। 😟 কিন্তু, কেন Enzo Amore এত ইম্পরট্যান্ট একটা RAW তে অনুপস্থিত থাকলো ⁉😠

কারণ, তার শারীরিক অসুস্থতা। ক'দিন আগে Oooaaah Strowman থুক্কু Braun Strowman এর যে ফ্লু তে ধরছিল, ধারণা করা যাচ্ছে Enzo এর সেই একই ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইন্সটাগ্রামে Enzo হাসপাতাল থেকে বের হওয়ার একটি ভিডিও আপলোড করেন।


• Baron Corbin তার টুইটার একাউন্টে টুইট করেছেন যে, তিনি এ বছরের রয়্যাল রাম্বল ম্যাচ জিতবেন ও রেসলম্যানিয়া তে মেইন ইভেন্ট করবেন! 😱😱 😃আপনাদের কি মনে হয় Corbin তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন?  ✌ 

[বি:দ্র]:- যে Cena এর জন্য তিনি MITB ব্রিফকেস ক্যাশ-ইন করতে ব্যার্থ হয়েছেন, সে Cena ই যদি তাকে এবার রয়্যাল রাম্বল ম্যাচ হতে এলিমিনেট করে দেয়.. 


• Jay White ঘোষণা দিয়েছেন যে তিনি " Chaos " এ যোগ দিচ্ছেন এবং তিনি আসছেন KennyOmega র IWGP United States Title টি কেড়ে নিতে।তিনি Okada কেও ওয়ার্নিং করে দিয়ে বলেন, একদিন তিনিও IWGP Heavyweight Title টি জিতবেন।


• সম্প্রীতি Wrestling Observer, WWE কে নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে তুলে ধরা হয়েছে ২০১৭ সালের WWE সুপারস্টারদের most matches, most wins, highest winning percentage, most defeats এবং worst winning percentage পরিসংখ্যান।

এই পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে WWE তে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন Jinder Mahal! আশ্চর্য করার মতো হলেও এটা বাস্তব যে ২০১৭ সালে Mahal এর থেকে কোনো সুপারস্টারই বেশি ম্যাচ খেলেননি। ওই বছর তিনি মোট ১৮৫ টি ম্যাচ খেলেছেন! :O

২০১৭ সালে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ জয়ের তালিকায় ১ম স্থানে রয়েছেন Dean Ambrosse। তিনি ওই বছর মোট ১৪৪ টি ম্যাচ জিতেছেন। Shinsuke Nakamura তার থেকে ১৩ টি ম্যাচ কম খেলে রয়েছেন ২য় স্থানে! তিনি জিতেছেন ১৩১ টি ম্যাচ। ১২৭ টি ম্যাচ জিতে এই তালিকার ৩য় স্থানটি নিজের নাম করে রেখেছেন Seth Rollins।

Asuka হলেন ২০১৭ সালের সবথেকে বেশি ম্যাচ winning percentage এর অধিকারিণী! তিনি ওই বছর একটি ম্যাচেও হারেননি তাই তার winning percentage 100আর Nikki Bela রয়েছেন এই তালিকার ২য়য় স্থানে, তার winning percentage 947 যদিও তিনি এবছর সম্পূর্ণ রেসলিং করেননি।

Natalya এর জন্য ২০১৭ ছিলো ভুলে যাবার মতো একটি বছর! যদিও তিনি এবছরেই হয়েছিলেন SD women's champion কিন্তু তবুও তিনি ওই বছরেরই সর্বাধিক ম্যাচ হারার তালিকায় রয়েছেন ১ম স্থানে! তিনি মোট ১৩১ ম্যাচ হেরেছিলেন ২০১৭ সালে। 

সর্বশেষ, Curt Hawkins এর কাছে রয়েছে ২০১৭ worst winning percentage এর খেতাবটি! তার percentage 000, এটা সবারই জানা যে Curt তার লাস্ট ১২০ টিরও অধিক ম্যাচ জিততে পারেননি। 

এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে ২০১৭ তে Asuka তার কোনো ম্যাচেই হারেননি আর Hawkins তার কোনো ম্যাচেই জিতেননি!

• Bayley সম্প্রীতি এক টুইটার বার্তায় WWE এর Mixed Macth Challenge শো কে নিয়ে Kurt Angle এর ওপর নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ তিনি Finn Balor এর ট্যাগ পার্টনার হবার জন্য campaign করতে ছিলেন কিন্তু সেখানে তার পরিবর্তে Sasha Banks কে Balor এর ট্যাগ পার্টনার হিসেবে নেয়া হয়।

• কিছুদিন আগে John Cena, Matt Hardy এর ব্রোকেন গিমিকের একটি ছবি তার ইন্সটাগ্রাম একাউন্টে আপলোড করেছিলেন। যার প্রতি রেস্পন্স করেন Matt Hardy আর রিপ্লাই হিসেবে তিনি বলেন,


• রেসলিং রিলেটেড ওয়েবসাইট wrestlinginccom একটি ব্লগ প্রকাশ করে যেখানে বলা হয় "There were several WWE Superstars that stayed up late to watch Wrestle Kingdom 12 as it aired live। Others plan on catching up on demand। Several members of the roster are fans of the product। Of course, many of them wanted to see the awesome Chris Jericho vs। Kenny Omega match" এর অর্থ হলো WWE রোস্টারের কিছু কিছু সুপারস্টাররা WK12 দেখার জন্য লাইভ টিউন করেছিলেন। কিন্তু সেখানে তাদের নামগুলো দেয়া হয়নি।

• WWE তাদের NXT ডিভিশনের সুপারস্টারদের জন্য একটি এওয়ার্ড শো আয়োজন করেছে যার নাম WWE NXT 2017 Year-End Awards, যেখানে ভোটের মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হবে। আর এর ফলাফল প্রকাশ করা হবে Royal Rumble pay-per-view এর আগের রাতে অর্থাৎ NXT Takeover: Philadelphia ppv তে।



• আগামী ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে NXT'র পরবর্তী পিপিভি "NXT TakeOver: Philadelphia") এক নজরে NXT TakeOver: Philadelphia এর ম্যাচ কার্ডঃ 

১) NXT চ্যাম্পিয়নশিপঃ Andrade "Cien" Almas (c) vs Johnny Gargano

২) NXT Tag Team চ্যাম্পিয়নশিপঃ The Undisputed Era (c) vs The Authors of Pain

৩) Extreme Rules ম্যাচঃ Aleister Black vs Adam Cole

৪) NXT Women's চ্যাম্পিয়নশিপঃ Ember Moon (c) vs Shayna Baszler



Mixed Match Challenge এ এখন পর্যন্ত যেই Tag Team-গুলো নিশ্চিত হয়েছেঃ 

১. Braun Strowman ও Alexa Bliss (RAW)
২. Bobby Roode ও Charlotte (SD)
৩. Finn Balor ও Sasha Banks (RAW)
৪. Rusev ও Lana (SD)



Raw and SD Viewership :

◘ Raw: এ সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.865 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 6% বেশি!উল্লেখ্য যে, গত সপ্তাহের Raw এর গড় ভিউয়ারশিপ ছিল 2.703 মিলিয়ন।এ সপ্তাহের ক্যাবল নেটওয়ার্কে Raw এর অবস্থান ছিল ১০ম স্থানে 👍 

◘ SDLive: এ সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.720 মিলিয়ন, যা গত সপ্তাহের চাইতে 2.4% বেশি! উল্লেখ্য যে, গত সপ্তাহের SDLive এর গড় ভিউয়ারশিপ ছিল 2.656 মিলিয়ন!! এ সপ্তাহের ক্যাবল নেটওয়ার্কে SDLive এর অবস্থান ছিল ৫ম স্থানে 👍
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Aamir Hamza Salman, Xohirul Badol, Fahim Fam, Ashraf Mahmud Oytizha, আরিয়ান রেহান।