• Wrestling Observer এর Bryan Alvarez জানিয়েছে জানুয়ারীর ২৩ তারিখে হতে যাওয়া RAW এর ২৫তম বর্ষপূর্তিতে The Undertaker কে Wrestlemania ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে পারে John Cena.


• Royal Rumble ম্যাচের দিন নিজের "Fozzy" ব্যান্ডের সাথে ট্যুরে থাকবেন Chris Jericho. সুতরাং Royal Rumble ম্যাচের তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। 


• Marine 6 এর শুটিং শেষ করে আগামীকালের Raw তেই রিটার্ন করছেন The Miz 👌👌 
ধারণা করা হচ্ছে, তিনি Roman Reigns এর কাছে নিজের IC Championship রিম্যাচ আদায় করবেন! যার ফলে আগামী Royal Rumble পিপিভি তে তাদের মধ্যে ম্যাচ হতে পারে ✌ এছাড়াও রিউমর আছে, ম্যাচে Samoa Joe কে ও এড করা হতে পারে 😊😊


• Finn Balor, Luke Gallows ও Karl Anderson কে এখন থেকে নিয়মিত টিম-আপ করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। খুব সম্ভবত তাদের নিয়ে নতুন একটি "Faction" গঠনের পরিকল্পনা করছে WWE.


• Cagesideseats এর মতে WWE এর বর্তমান প্লান হচ্ছে স্ম্যাকডাউনের কোন সুপারস্টার কে এই বছরের Rumble ম্যাচটি জেতানো!

তবে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি কে এই ম্যাচটির উইনার হবে। তবে, এইটা জেনে ভালো লাগলো যে Aj Styles💘 এ বছরের রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করতে চলেছে। 

পাশাপাশি, এইটাও একটা চিন্তার বিষয় এসে দাঁড়ায় যে কে হবে এজে স্টাইলস এর অপোন্যান্ট! কারণ, রেসেলমিনায়ার মত একটি শো এর মেইন ইভেন্ট - যেখানে এজে স্টাইলস হবে মেইন ইভেন্টার ও একই সাথে টাইটেল হোল্ডার। সো, তার প্রতিপক্ষ অবশ্যই তার সমান হওয়া চায়, জিন্দারের মতন না..!!!😟


• এবারের রয়াল রম্বল জিতার সবচেয়ে বেশি চান্স দেখা যাচ্ছে জন সিনার! অনেক ওয়েবসাইটের মতে, সিনাই এবারের রম্বল জিতবে এবং অন্যদিকে রেসেল্ম্যানিয়া পর্যন্ত এজে স্টাইলস তার WWE Championship রিটেইন করে যাবে..

এরপর রেসেল্ম্যানিয়াতে John Cena v/s AJ Styles হবে WWE Championship এর জন্য এবং দ্বিতীয়বারের মত এজে স্টাইলসকে হারিয়ে 17x WWE Champion হয়ে জেতে পারেন জন সিনা! <3


• NJPW Owner "Takaaki Kidani" Tokyo Sports কে একটি Interview দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে, সে বিভিন্ন EX-WWE রেসলারদের তার কম্পানিতে আনতে ইচ্ছুক। এতে তার যাই লাগুক, তা দিতে রাজি সে। I Mean যা দামই পড়ুক। 😏😄

• Sportskeeda এর তথ্যমতে, Dolph Ziggler একেবারে Royal Rumble এ রিটার্ন করতে পারেন। তিনি RR এ কোন ম্যাচে অংশগ্রহণ করবেন বা RR এ কি করবেন তা এখনো ক্লিয়ার না। SK & CSS এর তথ্যমতে, সে দুইভাবে RR এ ইন্টারফেয়ার করতে পারে। (১) Direct RR ম্যাচে এন্ট্রি নিতে পারে ও (২) US Title Tournament এর ফাইনালে এটাক করতে পারেন।

• Wrestling Observer একদম শিওরলি বলেছে যে, "The GOAT" Chris Jericho এই Royal Rumble এ 30 - Man Royal Rumble ম্যাচে সারপ্রাইজ এন্ট্রি নিবে।

• Dave Meltezer বলেছেন, Denial Bryan Royal Rumble এ হিল টার্ন করবেন। এবং সে টার্নটি করবেন Shane O' Mac এর উপর। আর এই বছরের সমাপ্তি পর্যন্ত Denial Bryan Smackdown Live এর GM থাকবেন এবং হিল থাকাবস্থায়ই লিভ নিবেন।

• John Cena Royal Rumble এর পর প্রায় সব Raw তেই উপস্থিত থাকবেন।

• WWE Official রা 205 Live এর জন্য GM (General Manager) খুঁজছেন। আপনার কি মনে হয় কে হতে পারে??


• Impact Wrestling হাস্যোজ্জ্বল রেসলার,Allie এর দিকে WWE এর চোখ পড়েছে। WWE ওমেন্স ডিভিশনে অনেক তারকা থাকলেও কোনো হাস্যোজ্জ্বল সুপারস্টার নাই। তাই এই অপূর্ণতা পূরনের জন্য WWE তাকে আনার চেষ্টা করছে।তবে Allie এর সাথে Impact Wrestling এর কন্ট্রাক্ট আরো একবছর বাকি আছে। তাছাড়া Impact Wrestling তাকে ছাড়তে রাজি নয়।

• গতকাল ফিন ব্যালর "দ্য ডেমন কিং" রয়াল রুম্বল ম্যাচ ও তার Universal Championship রিম্যাচ এর বিষয়ে মন্তব্য করেছেন।
তিনি যা লিখেছেন,
• গত Raw তে আমরা দেখেছি Finn Balor আর Gallows & Anderson একসাথে একটা সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ খেলেছে। যার ফলে অনেকেই ধারনা করছে ডিসট্রাক্টিভ "দ্য ক্লাব" আবার রিটার্ন করতে চলেছে।তবে সত্যিই WWE দ্য ক্লাবকে রিটার্ন করাতে চলেছে,এমনকি এজে স্টাইলসও তাদের সাথে যুক্ত হতে পারে। আর সেটা নাকি রয়াল রুম্বলেই!!! রুমর অনুযায়ী, Royal Rumble এ Aj Styles এর চ্যাম্পিয়নশিপ ড্রপ করার বেশ সম্ভাবনা আছে। তখন হয়তো তিনিও দ্য ক্লাবের সাথে যুক্ত হবেন।এখন দেখা যাক কি হয়।

• শোনা যাচ্ছে,The Shield এর মেম্বার Dean Ambrose এর ২৩ তারিখের Raw তে উপস্থিত থাকবেন।তাহলে তার ৭-৯ মাস রেসলিংয়ের বাইরে থাকার ঘটনাটা কি মিথ্যা? এখন তাই তো মনে হচ্ছে।

• গতকাল WWE এর এক লাইভ ইভেন্টে Roman Reigns,Seth Rollins আর Jason Jordan হারিয়েছে Samoa Joe আর The Bar কে।

• Chris Jericho সম্প্রতি বলেছেন যে,এবারের Wrestlemania তে তার ম্যাচ খেলার কোনো পরিকল্পনা নেই।

• Women's Rumble ম্যাচের জন্য যে কয়জন ওমেন নির্বাচিত হয়েছেন তার লিস্টঃ((Asuka, Naomi, Ruby Riott, Sasha Banks, Bayley, Paige, Mandy Rose, Sonya Deville,Natalya,Lana,Tamina Snuka, Carmella, Liv Morgan, Sarah Logan))।তাহলে ১৪ জন নিশ্চিত হয়েছে,এখনো ১৬ জন বাকি।দেখা যাক কালকের Raw আর পরশুর SD Live এ আরও কে কে যোগ দেয়।


• Marty Scurll নিজ টুইটারে mention করেছেন WK12 এ তার এন্ট্রেন্স এ তিনি যে wings ব্যাবহার করেছেন সেটি তৈরি করতে তাকে বেশ খাটতে হয়েছে, এটা তার জন্য difficult ছিল। তার Bullet Club সহযোগী Cody Rhodes নিজ টুইটারে একটি backstage photo আপলোড করেন যেখানে দেখা যায় Marty Scurll প্রায় সারাদিন ধরে তার fan দের জন্য ওই wings বানানোর কাজে ব্যাস্ত ছিলেন। 


• NXT TakeOver Philadelphia তে সারপ্রাইজ এন্ট্রি নিয়ে ড্যাবু করতে পারে প্রো রেস্লিং এর অন্যতম হট ফেভারিট রেস্লার Richochet.



• সর্বশেষ তথ্যমতে John Cena ও Roman Reigns এর পর নাকামুরার এবারের রয়েল রম্বল জেতার চান্স বেশি।

• WWE Cruiserweight চ্যাম্পিয়ন Enzo ফ্রাইডে এক লাইভ ইভেন্ট এ পারফর্ম করেছে এবং খুব সম্ভবত সে আগামী RAW তে তার টাইটেল আলেক্সান্ডার এর বিপক্ষে ডিফেন্ড করবে।

• RAW ২৫ বছর পূর্তি এপিসোডে SDLive থেকে WWE চ্যাম্পিয়ন AJ Styles ও The Viper Randy Orton উপস্থিত থাকবে।


৮ জানুয়ারি ২০০৬ :

১২ বছর আগে ২০০৬ সালের আজকের এই দিনে,Edge তার Money In The Bank... John Cena এর উপর ক্যাস ইন করে সফলভাবে WWE Champion হয়।



• এই মাসের (জানুয়ারি) ২২ তারিখে Brooklyn, NY at the Barclays Center এ যেই RAW টি অনুষ্ঠিত হবে, তা কোন সাধারণ শো এর মধ্যে পরে না। কারণ, সেদিন RAW এর ২৫ তম বছর পূর্ণ হতে চলেছে। বিগত ২৫ টা বছরের এই WWE তে কতটা ব্যাপক পরিবর্তন হয়েছে, তা একটু ইতিহাস ঘেটে দেখলেই চোখে পড়বে!! 🤗

তাই, ইতিহাসের স্বর্ণে মোড়া Undertaker, Shawn Michaels এর মত ক'জন কিংবদন্তি ও সেখানে উপস্থিত থাকবেন। আহা!! 💋

যাদের যাদের সেদিনের জন্য কনফার্ম করেছে WWE, তাদের নামের লিষ্ট টি নিচে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে! 😅

The Undertaker

Shawn Michaels 

Kevin Nash

John Cena 

Brock Lesnar

Jim Ross 

Jerry Lawler

X-Pac 

Roman Reigns

Seth Rollins 

Dean Ambrose

Asuka 

Braun Strowman

Alexa Bliss 

Samoa Joe

Sheamus 

Cesaro

Kane 

Kurt Angle

AJ Styles 

Randy Orton

Jinder Mahal 

• লেখক : WWE 360, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Ashraf Mahmud Oytizha, Xohirul Badol, Aamir Hamza Salman, Mahin Ahmed।

WWE নিউজ আপডেট, ০৯/০১/২০১৮


• Wrestling Observer এর Bryan Alvarez জানিয়েছে জানুয়ারীর ২৩ তারিখে হতে যাওয়া RAW এর ২৫তম বর্ষপূর্তিতে The Undertaker কে Wrestlemania ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে পারে John Cena.


• Royal Rumble ম্যাচের দিন নিজের "Fozzy" ব্যান্ডের সাথে ট্যুরে থাকবেন Chris Jericho. সুতরাং Royal Rumble ম্যাচের তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। 


• Marine 6 এর শুটিং শেষ করে আগামীকালের Raw তেই রিটার্ন করছেন The Miz 👌👌 
ধারণা করা হচ্ছে, তিনি Roman Reigns এর কাছে নিজের IC Championship রিম্যাচ আদায় করবেন! যার ফলে আগামী Royal Rumble পিপিভি তে তাদের মধ্যে ম্যাচ হতে পারে ✌ এছাড়াও রিউমর আছে, ম্যাচে Samoa Joe কে ও এড করা হতে পারে 😊😊


• Finn Balor, Luke Gallows ও Karl Anderson কে এখন থেকে নিয়মিত টিম-আপ করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। খুব সম্ভবত তাদের নিয়ে নতুন একটি "Faction" গঠনের পরিকল্পনা করছে WWE.


• Cagesideseats এর মতে WWE এর বর্তমান প্লান হচ্ছে স্ম্যাকডাউনের কোন সুপারস্টার কে এই বছরের Rumble ম্যাচটি জেতানো!

তবে, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি কে এই ম্যাচটির উইনার হবে। তবে, এইটা জেনে ভালো লাগলো যে Aj Styles💘 এ বছরের রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করতে চলেছে। 

পাশাপাশি, এইটাও একটা চিন্তার বিষয় এসে দাঁড়ায় যে কে হবে এজে স্টাইলস এর অপোন্যান্ট! কারণ, রেসেলমিনায়ার মত একটি শো এর মেইন ইভেন্ট - যেখানে এজে স্টাইলস হবে মেইন ইভেন্টার ও একই সাথে টাইটেল হোল্ডার। সো, তার প্রতিপক্ষ অবশ্যই তার সমান হওয়া চায়, জিন্দারের মতন না..!!!😟


• এবারের রয়াল রম্বল জিতার সবচেয়ে বেশি চান্স দেখা যাচ্ছে জন সিনার! অনেক ওয়েবসাইটের মতে, সিনাই এবারের রম্বল জিতবে এবং অন্যদিকে রেসেল্ম্যানিয়া পর্যন্ত এজে স্টাইলস তার WWE Championship রিটেইন করে যাবে..

এরপর রেসেল্ম্যানিয়াতে John Cena v/s AJ Styles হবে WWE Championship এর জন্য এবং দ্বিতীয়বারের মত এজে স্টাইলসকে হারিয়ে 17x WWE Champion হয়ে জেতে পারেন জন সিনা! <3


• NJPW Owner "Takaaki Kidani" Tokyo Sports কে একটি Interview দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে, সে বিভিন্ন EX-WWE রেসলারদের তার কম্পানিতে আনতে ইচ্ছুক। এতে তার যাই লাগুক, তা দিতে রাজি সে। I Mean যা দামই পড়ুক। 😏😄

• Sportskeeda এর তথ্যমতে, Dolph Ziggler একেবারে Royal Rumble এ রিটার্ন করতে পারেন। তিনি RR এ কোন ম্যাচে অংশগ্রহণ করবেন বা RR এ কি করবেন তা এখনো ক্লিয়ার না। SK & CSS এর তথ্যমতে, সে দুইভাবে RR এ ইন্টারফেয়ার করতে পারে। (১) Direct RR ম্যাচে এন্ট্রি নিতে পারে ও (২) US Title Tournament এর ফাইনালে এটাক করতে পারেন।

• Wrestling Observer একদম শিওরলি বলেছে যে, "The GOAT" Chris Jericho এই Royal Rumble এ 30 - Man Royal Rumble ম্যাচে সারপ্রাইজ এন্ট্রি নিবে।

• Dave Meltezer বলেছেন, Denial Bryan Royal Rumble এ হিল টার্ন করবেন। এবং সে টার্নটি করবেন Shane O' Mac এর উপর। আর এই বছরের সমাপ্তি পর্যন্ত Denial Bryan Smackdown Live এর GM থাকবেন এবং হিল থাকাবস্থায়ই লিভ নিবেন।

• John Cena Royal Rumble এর পর প্রায় সব Raw তেই উপস্থিত থাকবেন।

• WWE Official রা 205 Live এর জন্য GM (General Manager) খুঁজছেন। আপনার কি মনে হয় কে হতে পারে??


• Impact Wrestling হাস্যোজ্জ্বল রেসলার,Allie এর দিকে WWE এর চোখ পড়েছে। WWE ওমেন্স ডিভিশনে অনেক তারকা থাকলেও কোনো হাস্যোজ্জ্বল সুপারস্টার নাই। তাই এই অপূর্ণতা পূরনের জন্য WWE তাকে আনার চেষ্টা করছে।তবে Allie এর সাথে Impact Wrestling এর কন্ট্রাক্ট আরো একবছর বাকি আছে। তাছাড়া Impact Wrestling তাকে ছাড়তে রাজি নয়।

• গতকাল ফিন ব্যালর "দ্য ডেমন কিং" রয়াল রুম্বল ম্যাচ ও তার Universal Championship রিম্যাচ এর বিষয়ে মন্তব্য করেছেন।
তিনি যা লিখেছেন,
• গত Raw তে আমরা দেখেছি Finn Balor আর Gallows & Anderson একসাথে একটা সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ খেলেছে। যার ফলে অনেকেই ধারনা করছে ডিসট্রাক্টিভ "দ্য ক্লাব" আবার রিটার্ন করতে চলেছে।তবে সত্যিই WWE দ্য ক্লাবকে রিটার্ন করাতে চলেছে,এমনকি এজে স্টাইলসও তাদের সাথে যুক্ত হতে পারে। আর সেটা নাকি রয়াল রুম্বলেই!!! রুমর অনুযায়ী, Royal Rumble এ Aj Styles এর চ্যাম্পিয়নশিপ ড্রপ করার বেশ সম্ভাবনা আছে। তখন হয়তো তিনিও দ্য ক্লাবের সাথে যুক্ত হবেন।এখন দেখা যাক কি হয়।

• শোনা যাচ্ছে,The Shield এর মেম্বার Dean Ambrose এর ২৩ তারিখের Raw তে উপস্থিত থাকবেন।তাহলে তার ৭-৯ মাস রেসলিংয়ের বাইরে থাকার ঘটনাটা কি মিথ্যা? এখন তাই তো মনে হচ্ছে।

• গতকাল WWE এর এক লাইভ ইভেন্টে Roman Reigns,Seth Rollins আর Jason Jordan হারিয়েছে Samoa Joe আর The Bar কে।

• Chris Jericho সম্প্রতি বলেছেন যে,এবারের Wrestlemania তে তার ম্যাচ খেলার কোনো পরিকল্পনা নেই।

• Women's Rumble ম্যাচের জন্য যে কয়জন ওমেন নির্বাচিত হয়েছেন তার লিস্টঃ((Asuka, Naomi, Ruby Riott, Sasha Banks, Bayley, Paige, Mandy Rose, Sonya Deville,Natalya,Lana,Tamina Snuka, Carmella, Liv Morgan, Sarah Logan))।তাহলে ১৪ জন নিশ্চিত হয়েছে,এখনো ১৬ জন বাকি।দেখা যাক কালকের Raw আর পরশুর SD Live এ আরও কে কে যোগ দেয়।


• Marty Scurll নিজ টুইটারে mention করেছেন WK12 এ তার এন্ট্রেন্স এ তিনি যে wings ব্যাবহার করেছেন সেটি তৈরি করতে তাকে বেশ খাটতে হয়েছে, এটা তার জন্য difficult ছিল। তার Bullet Club সহযোগী Cody Rhodes নিজ টুইটারে একটি backstage photo আপলোড করেন যেখানে দেখা যায় Marty Scurll প্রায় সারাদিন ধরে তার fan দের জন্য ওই wings বানানোর কাজে ব্যাস্ত ছিলেন। 


• NXT TakeOver Philadelphia তে সারপ্রাইজ এন্ট্রি নিয়ে ড্যাবু করতে পারে প্রো রেস্লিং এর অন্যতম হট ফেভারিট রেস্লার Richochet.



• সর্বশেষ তথ্যমতে John Cena ও Roman Reigns এর পর নাকামুরার এবারের রয়েল রম্বল জেতার চান্স বেশি।

• WWE Cruiserweight চ্যাম্পিয়ন Enzo ফ্রাইডে এক লাইভ ইভেন্ট এ পারফর্ম করেছে এবং খুব সম্ভবত সে আগামী RAW তে তার টাইটেল আলেক্সান্ডার এর বিপক্ষে ডিফেন্ড করবে।

• RAW ২৫ বছর পূর্তি এপিসোডে SDLive থেকে WWE চ্যাম্পিয়ন AJ Styles ও The Viper Randy Orton উপস্থিত থাকবে।


৮ জানুয়ারি ২০০৬ :

১২ বছর আগে ২০০৬ সালের আজকের এই দিনে,Edge তার Money In The Bank... John Cena এর উপর ক্যাস ইন করে সফলভাবে WWE Champion হয়।



• এই মাসের (জানুয়ারি) ২২ তারিখে Brooklyn, NY at the Barclays Center এ যেই RAW টি অনুষ্ঠিত হবে, তা কোন সাধারণ শো এর মধ্যে পরে না। কারণ, সেদিন RAW এর ২৫ তম বছর পূর্ণ হতে চলেছে। বিগত ২৫ টা বছরের এই WWE তে কতটা ব্যাপক পরিবর্তন হয়েছে, তা একটু ইতিহাস ঘেটে দেখলেই চোখে পড়বে!! 🤗

তাই, ইতিহাসের স্বর্ণে মোড়া Undertaker, Shawn Michaels এর মত ক'জন কিংবদন্তি ও সেখানে উপস্থিত থাকবেন। আহা!! 💋

যাদের যাদের সেদিনের জন্য কনফার্ম করেছে WWE, তাদের নামের লিষ্ট টি নিচে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে! 😅

The Undertaker

Shawn Michaels 

Kevin Nash

John Cena 

Brock Lesnar

Jim Ross 

Jerry Lawler

X-Pac 

Roman Reigns

Seth Rollins 

Dean Ambrose

Asuka 

Braun Strowman

Alexa Bliss 

Samoa Joe

Sheamus 

Cesaro

Kane 

Kurt Angle

AJ Styles 

Randy Orton

Jinder Mahal 

• লেখক : WWE 360, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, Ashraf Mahmud Oytizha, Xohirul Badol, Aamir Hamza Salman, Mahin Ahmed।