• PWInsider এর রিপোর্ট অনুসারে, Paige এর WWE ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে। তাদের মতে, গত সপ্তাহে Paige কে এই বিষয়ে অবহিত করে WWE.
উল্লেখ্য গত মাসে Sasha Banks এর একটি Kick এর দ্বারা ইনজুরিতে পড়ে Paige. ধারণা করা হচ্ছে WWE সুপারস্টার Edge যে ইনজুরির কারনে রিটায়ার করেছিল, Paige ও একই ধরণের ইনজুরিতে ভুগছে।
ইঞ্জুরি ঘটার ভিডিওটি নীচে দেওয়া হল-
• Dave Meltzer জানিয়েছেন The Hall Of Pain Mark Henry সম্পূর্ণ ভাবে In Ring Action থেকে লিভ নিয়েছেন :')
• পায়ের ইনজুরির জন্য Royal Rumble মিস করতে যাচ্ছে Samoa Joe. WWE'র সিনিয়র ফিজিশিয়ান Dr. Chris Amann বিষয়টি নিশ্চিত করেছে।
• Impact Wrestling কে Goodbye জানালেন Ethan Carter A.K.A EC3. আজ Impact Wrestling তাকে Release করে দেয়। আশা করি তাকে আমরা Royal Rumble এ দেখতে পারব।
• সম্প্রতি Impact Wrestling tapings এ former world champion Eddie Edwards, মারাত্মকভাবে injury তে পড়েছেন।তার ম্যাচটি ছিল Sami Callihan এর সাথে।
Callihan, Edwards এর head এ চেয়ার দিয়ে বাড়ি দেয়াতে Edwards এর massive blood loss হয়। Edwards কে দ্রুত hospital এ নেয়া হয়।
• সম্প্রতি Roman, Seth সহ WWE এর রেসলার রা Martin Luther King Jr. day উপলহ্মে তার সম্মানে National Civil Rights Museum ভিজিট করেছেন।
• Kurt 'Wrestling Machine' Angle এর মতে সর্বকালের সেরা প্রফেশনাল রেসলার কে? সে হচ্ছে, Shawn Michaels :) ফেসবুক এ এক প্রশ্নোত্তর পর্বে সে এ কথা উল্লেখ করে। সে আরও বলে, স্কুল জীবনে সে ছিলো সিরিয়াস ও লজ্জাশীল।
• আমরা সকলেই জানি যা, এবার ই প্রথম বারের মত WWE ফিমেল রেস্লারদের জন্য রয়েল রম্বল আয়োজন করবে। যেখানে মূল রোস্ট্রার থেকে ১৯ জন ফিমেল রেস্লার অংশগ্রহণ করবে। বাকিরা NXT ও স্পেশাল সারপ্রাইজ এন্ট্রি হবে। তবে Wrestling Observer Newsletter এর মতে, এবার NXT থেকে ৯জন ফিমেল রেস্লার অংশগ্রহণ করবে রয়েল রম্বলে। আর যদি Paige রয়েল রম্বলে এন্ট্রি নেয়ার জন্য ক্লিয়ারেন্স না পায় তাহলে ৩টি সারপ্রাইজ এন্ট্রি হবে। আর তারা হবে Rounda Rousey, Molly Holly ও Michelle McCool. এছাড়া Nikki Bella ও আসার সম্ভাবনা খুব বেশি।
• Royal Rumble 2018 তে Stephanie Mcmahon In Ring Return করতে পারে।সে Wrestlemania 34 এ Ronda Rousey এর সাথে ম্যাচ খেলতে পারে।উল্লেখ্য যে,Wrestlemania 31 এ Stephanie & HHH কে The Rock & Ronda Rousey এটাক করেছিল।
• Paige এর ইঞ্জুরিটা অনেক গুরুতর হওয়ার কারণে সে খুব শীঘ্রই Retired করবে।সে আর কোন দিন রেসলিং করতে পারবে না।
• Mark Henry অফিশিয়াল ভাবে Retired করেছে।
• Women's Tag Team Title আনা হতে পারে।কারণ Royal Rumble এর পরে ২ ব্র্যান্ডে অনেক ওমেন রেস্লার হবে।এতজন কি একটি টাইটেল এর জন্য খেলবে নাকি??
এর জন্য খুব শীঘ্রই Women's Tag Team Title আনা হতে পারে।
• আর মাত্র ২ দিন পর মানে ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে WWE Mixed Match Challenge...
Mixed Match Challenge এর Winner Team হতে পারে Mizasuka 😎😎
• Royal Rumble 2018 এর জন্য Enzo Amore © Vs Cedric Alexander (Cruiserweight Championship) সেট করা হয়েছে।
• Next Smackdown Live এর জন্য ২ টি ম্যাচ সেট করা হয়েছে।
১.Jinder Mahal Vs Xavier Woods (US Tournament Semi-Final)
২.The Riott Squad Vs Becky Lynch,Charlotte Flair Vs Naomi
• EC3 Impact Wrestling থেকে লিভ নিয়েছেন 👌✌
তিনি খুব শীঘ্রই WWE তে আসতে পারেন।
• Curt Hawkins এর Lossing Streak 0-155 হয়ে গেছে 😰😭
• Jeff Hardy Wrestlemania এর আগেই রিটার্ন করতে পারেন।তিনি খুব সম্ভবত Wrestlemania তে তার পার্টনার Woken Matt Hardy এর সাথে ম্যাচ খেলতে পারেন।
• আমাদের সবার জানা আছে যে Kenny Omega'র কন্ট্রাক্ট NJPW এর সাথে শেষ আর অনেকেই আশা রেখেছে যে Kenny এখন WWE তে আসবে কিন্তু সেটা এখন আর সম্ভব না কারণ Kenny NJPW এর সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করেছে পরের এক বছরের জন্য যার মানে ২০১৯ এর জানুয়ারি মাসে Kenny'র কন্ট্রাক্ট NJPW এর সাথে শেষ হবে। জানুয়ারির আগে তাকে WWE তে দেখা এখন প্রায় অসম্ভব।
• Wrestling Observer এর তথ্য মতে,এবারের Wrestlemania তে দুইটি Main Event থাকবে।
(১)Brock Lesner VS Roman Reigns
(২)The Undertaker VS John Cena
((তাহলে এটা হলে তো অসাধারণ হবে,যা বলার অপেক্ষা রাখে না।))
• ২৫ বছর আগে Raw তে এই দিনে, প্রথম Monday Night RAW এপিসোডের কিছু সুপার ম্যাচঃ
◘ Yokozuna vs Koko B Ware
◘ The Steiner Brothers vs The Executioners
◘ WWF Intercontinental Championship: Shawn Michaels vs Max Moon
◘ Undertaker vs Damian Demento
◘ এই Raw আরও ছিলেন Bobby Heenan।
• Kenny Omega New Japan Pro Wrestling NJPW এর সাথে কনট্রাক্ট নবায়ন কিরেছেন।তিনি NJPW এর সাথে জানুয়ারি ৩১,২০১৯ সাল পর্যন্ত থাকবেন।
• Gabe Sapolsky announce করেছে সে NXT তে পরামর্শক হিসেবে Contract Signing করবেন। Gabe খুব ভালো Pro Wrestling Promoter আর Creative Writter হিসেবে পরিচিত।
• Rey Mysterio যে Royal Rumble এ এন্টার করবেন, তা আমরা প্রায় নিশ্চিত ছিলাম। কিন্তু রুমর উঠেছে,Rey Mysterio কে নিতে উঠে পড়ে লেগেছে Impact Wrestling। তাকে নেয়ার জন্য তারা বিভিন্ন লোভও দেখাচ্ছে।এখন দেখা যাক তিনি কোথায় যান।
• Goldberg এর ভক্তদের জন্য খারাপ খবর। কারন Goldberg নাকি WrestleMania 34 এ Hall of Famer হিসেবে ঘোষণা হবেন,বিভিন্ন রুমর সেই কথাই বলছে।
• WWE Mixed Match Challenge এর পুরো সূচি ঘোষণা করেছে,যা ১২ সপ্তাহ ধরে চলবে।ছবিতে দেখে নিন,কোন দল কোন দলের বিরুদ্ধে লড়বে।
• Impact Wrestling ঘোষণা করেছে যে, তারা Brian Cage এর সাথে কনট্রাক্ট সাইন করেছে। ছবিতে first look দেখুন।
• Pro Wrestling Illustrated এই বছর AJ Styles কে “Wrestler of the Year” নির্বাচিত করেছে। গত বছরও তারা AJ Styles কেই নির্বাচিত করেছিল। এর ফলে সে join করেছে Dusty Rhodes, Ric Flair, Steve Austin, John Cena এবং CM Punk এর সাথে পরপর দুইবার PWI Wrestler of the Year হওয়ার জন্য। Styles ভোট পেয়েছেন ৩৮%, ২য় স্থানে থাকা Kazuchika Okada পেয়েছেন ২১% ভোট, ৩য় স্থানে থাকা Kenny Omega পেয়েছেন ১১%, এবং ৪র্থ স্থানে থাকা Cody Rhodes পেয়েছেন ৯% ভোট।
• Pro Wrestling Illustrated Year End Awards for 2017 :
প্রতিবারের মত এবার ও PWI তাদের পক্ষথেকে গত বছর এর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রেস্লার এর তালিকা প্রকাশ করেছেন।
◘ Wrestler of the Year: AJ Styles
◘ Female Wrestler of the Year: Asuka
◘ Tag Team of the Year: The Young Bucks
◘ Match of the Year: Kenny Omega vs
Kazuchika Okada 2
◘ Feud of the Year: Kenny Omega vs
Kazuchika Okada
◘ Rookie of the Year: Otis Drozovic
◘ Most Improved Wrestler of the Year:
Jinder Mahal
◘ Most Inspirational Wrestler of the Year:
Christopher Daniels
◘ Most Popular Wrestler of the Year: AJ
Styles
◘ Most Hated Wrestler of the Year: Jinder
Mahal
◘ Comeback of the Year: The Hardys
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE 360, Xohirul Badol, Maria Hussain, FaHim AhMed।রেসলারদের জীবনী দেখার জন্য এখানে ক্লিক করুন।