আজকের এই পোস্ট Edge এর সম্পর্কে কিছু জানা অজানা বিষয় নিয়ে! গত পোস্টে আমি বলেছিলাম কেন edge কে king of spear বলা হয়! ♦Attitude Era র অন্যতম একজন Heel রেসলার Edge :-)! ১৯৯৬ সালে WWE তে debut করে Edge! Pg era এর অনেক ফ্যানই হয়তো তাকে চেনেন না অবার অনেকে চেনেন কিন্তু তার ম্যাচ দেখেন নি! আসুন দেখে নেই Rated R Superstar Edge সম্পর্কে জানা অজানা তথ্য!
১। Edge WWE এর History তে এমন একজন রেসলার যে Heel হয়ে ও face দের চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন! Edge একজন সুযোগ সন্ধানী রেসলার! সে সব সময় সুযোগের সৎ ব্যবহার করতো৷😕 তাই তাকে বলাহয় "The Ultimate Opportunist"!
২। Edge কখনো তার বাবা কে দেখেন নি এমন কি কোনো ছবি ও দেখেন নি! O o
৩। কিছু Website এর তথ্য অনুযায়ী Edge তার জীবনে ১৬ বছর বয়সে একবার ধুমপান করেছে!
৪। Edge Sexton Hardcastle নামে Canada এর Independent Circuits এ রেসলিং করেছেন!
৫। WWE diva Lita Edge এর ২য় বউ! ২০০১ সালে Edge Alanah Morley কে বিয়ে করে এবং ২০০৪ সালে তাদের devorce হয় :-p
৬। Edge WWE এর History তে একমাত্র রেসলার যে একই সাথে WWE UNited State championship এবং Wwe intercontinental championship জিতেছেন! 😊
৭। WRESTLEMANIA 24 এর আগে Edge কখনো WRESTLEMANIA তে হারে নি! 2008 সালে WRESTLEMANIA 24 এ The Undertaker Edge এর Streak ভাঙেন! 😥
৮। Edge 2001 সালে King Of The Ring Tournament জেতেন! :-)
৯। WWE এর ইতিহাসে Edge সর্বপ্রথম TLC ম্যাচ খেলেন! ২০০৬ এর আগে edge কখনো TLC তে কোনো ম্যাচ হারে নি! ২০০৬ সালের TLC তে John CENA তাকে হারিয়ে তার TLC তে Undefended থাকার Streak ভাঙেন! 😱
১০। Edge WRESTLEMANIA ২২ এ তার লাইফের First এবং Last Bloody Match খেলেছেন! ম্যাচটি ছিল Hardcore Legend Mick foley এর সাথে! এই ম্যাচে জলন্ত টেবিলের উপর Mick Foley কে Spear দিয়ে পিন করে Edge ম্যাচটি জিতে যায়!
১১। Edge সর্বপ্রথম The Undertaker কে TLC তে হারিয়েছেন! 😂
১২। আর কিছু দিন পর Money In the bank PPV! WWE এর history তে Edge সর্বপ্রথম Money In the bank বিজয়ী! New Year's Revolution এ John Cena এর উপর Cash In করে John CENA কে হারিয়ে তার জীবনে প্রথম বারের মতো WWE Champion হয় এই Rated R superstar!:-p!
১৩। Edge WWE তে একমাত্র রেসলার যে একই রাতে ২ টি Elimination Chamber ম্যাচ খেলেছেন! এটি ছিল ২০০৯ সালের Elimination Chamber! :-)
১৪। Edge ২০১০ সালের Royal Rumble বিজয়ী! ২৯ number এ Enter করে সিনা কে Eliminate করে Royal Rumble বিজয়ী হয়!
১৫। Edge তার জীবনের শেষ ম্যাচ খেলেছেন WRESTLEMANIA ২৭ এ! ম্যাচটি ছিল Alberto Del Rio এর সাথে! ম্যাচে Edge Del Rio কে হারিয়ে তার World Heavyweight Title Retain করে! 😊World Heavyweight champion থাকা অবস্থায় Edge ২০১১ সালে WRESTLEMANIA এর পরের Raw তে injury এর কারনে রেসলিং থেকে রিটায়ার করেন!
১৬। Edge WWE তে মোট ৩১বার Champion হয়েছেন! ৷ এটি WWE এর ইতিহাসে সবচেয়ে বেশীবার Champion হওয়ার Record যেটা আজ পর্যন্ত কেউ ভাঙ্গতে পারেনি! :-)
১৭। Edge সবচেয়ে কম বয়সে মাত্র ৩৮ বছর বয়সে ২০১২ সালে WWE Hall of Fame হয়! EDGE Youngest Hall Of Fame! 😃
১৮। Edge তার জীবনে একবার বিড়ি খেয়েছিলেন মানে ধুমপান করেছিলেন ১৬ বছর বয়সে।।! ;-)
আশা করি আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন! আপনারা সহযোগিতা করলে আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারব! :-) ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন!
• লেখক ঃ Abid Siddique