কোনো সন্দেহ ছাড়াই Asuka একটি history তৈরী করে যখন সে প্রথম অনুষ্ঠিত হওয়া 30-woman Royal Rumble ম্যাচ জিতে যায়। কিন্তু তার পরপরই সেখানে Ronda Rousey চলে আসে। এই সাবেক UFC Bantamweight চ্যাম্পিয়ন আসার পর Wrestlemania sign টির দিকে পয়েন্ট করে। এর মানে কি হতে পারে?
সে পুরো তিন বছর ধরে Bantamweight চ্যাম্পিয়ন ছিল। কিন্তু WWE-র উচিত এই জিনিস সম্পূর্নভাবে avoid করা। কারণ আমাদের আরেকটি Brock Lesnar চাইনা। এই women's division এ আরেকটি Brock Lesnar এর কোনো দরকার নেই। Here’s why:
• The Women’s Division Is Not Large Enough :
বিগত কিছু বছরে Brock Lesnar যাদের বিপক্ষে খেলেছে সেগুলো ভাবা যাক। John Cena, Seth Rollins, Triple H, Roman Reigns, Randy Orton, The Undertaker, Dean Ambrose, Samoa Joe, Braun Strowman, AJ Styles, Goldberg, Big Show, CM Punk এবং আরো অনেকে। যার সংখ্যা পুরো Raw women’s division এর থেকেও বেশি। যদি Rousey এখন destruction এর পথ বেছে, তাহলে সে অনেক দ্রুতই opponent এর অভাবে পড়বে। এমনকি যদি সে Lesnar এর মত শিডিউলে কাজ করে (যদিও তার কনট্রাক্টের ধরন এখনও অজানা) এবং এক বছরে প্রায় ৫ টির মত ম্যাচ খেলে, তাহলেও তার opponent এর অভাব হবে।
Rousey কে হয়ত শুধু fight করতে দেখা যাবে Bayley, Sasha Banks, এবং Alexa Bliss এর সাথে বারবার।যার ফলে সবাই tired হবে যাবে একই জিনিস দেখতে দেখতে (উদাহরণ : Seth Rollins & Friend v. The Bar). তারা নিশ্চয়ই Alicia Fox অথবা Dana Brooke এর সাথে Rousey কে ফাইট করাবেনা। আমরা কি কখনও Curt Hawkins অথবা Heath Slater এর সাথে Lesnar এর ম্যাচ দেখেছি?
Obviously WWE তাকে সবসময় হারাবেনা, কিন্তু তাকে সম্পূর্ন নতুন লেভেলে দেখানোও ঠিক হবেনা। Rousey-র দ্বারা সব women দের squash হওয়া শুধু বোরিং-ই না, বরং এটা roster এর reputation কেও damage করবে। যদি Rousey শুধু show up করে এবং তাদের উপর অনেক destructive ভাবে থাকে, তাহলে তাদের এখানে অনেক ছোটো দেখানো হবে। Why should we root for Bayley or Sasha Banks if they get their asses handed to them by Ronda Rousey?
• Ronda Rousey Has Not Done Anything in WWE Yet :
এবারের Royal Rumble এ Rousey-র show up করার আগে তাকে দেখা গিয়েছিল Wrestlemania 31এ। যেখানে সে Stephanie McMahon এর সাথে একটু brawl করে।সে এমন কিছুই করেনি যার কারনে তাকে এত unstoppable দেখানো যায় রোস্টারের বাকিদের রেপুটেশন destroy না করে।
Brock Lesnar হারিয়েছিল The Undertaker কে। সে 21 – 0 এর streak ভাঙে। 21 years of history. এবং এই কারনেই সে এত dominant. যদি কেউ কোনো legend কে Wrestlemania তে হারায় তাহলে তাকে powerful হতে হবে। That’s how it works. তুমি একজন best কে হারাবে, এবং তার সব power absorb করে হয়ে যাবে নতুন best.
এই কারণেই Brock Lesnar অসংখ্য German suplex দিয়ে John Cena কে স্কোয়াশ করতে পারে। এই কারনে Brock Lesnar কোনো ম্যাচ থেকে stretched out হয়ে আবার দশ মিনিট পর ফিরে আসে এবং জিতে যায়।
Ronda Rousey এখন সর্বোচ্চ যা করতে পারে যার ফলে তার destruction নতুন লেভেলে যাবে তা হলো Asuka-র “unpinned and never tapped out” streak ভেঙে ফেলা, কিন্তু তারপরেও, সেটা Undertaker এর Wrestlemania streak এর legendary-র ধারে কাছেও নেই।
অনেকেই হয়ত ভুলে গেছে, Brock Lesnar didn’t just show up and kick everyone’s asses. No. তার প্রথম বছরে, সে John Cena এবং Triple H এর কাছে হেরেছিল। তার ম্যাচগুলোও অনেক competitive ছিল।
WWE-র সর্বাত্মক চেষ্টা করা উচিত Ronda Rousey কে Brock Lesnar এ টার্ন না করাতে। It’s not what they need.
• লেখিকা ঃ Maria Hussain