ফেব্রুয়ারি ২৬, ২০১৮ তে Las Vegas, NV তে অনুষ্ঠিত Elimination Chamber পিপিভিতে 15,126 জন উপস্থিত ছিল।
•• Kick Off Show ••
Elimination Chamber এর প্রথম ম্যাচে প্রি-শোতে একটি ম্যাচ হয়।
• The Club vs. The Miztouraze
মোটামুটি ম্যাচ যাকে বলে। যেখানে The Club ফিনিশার দিয়ে The Miztouraze কে হারায়
৹ Winner: The Club (Luke Gallows & Karl Anderson)
8:50 মিনিট [2★]
•• Main Show Starts ••
Commentary Team এ থাকেন Michael Cole, Jonathan Coachman এবং Corey Graves
• Match : 1
RAW Women's Championship
Elimination Chamber Match
Alexa Bliss (c) বনাম, Bayley বনাম, Mickie James বনাম, Mandy Rose বনাম, Sonya Deville বনাম, Sasha Banks
ম্যাচ দারুণ হয়েছে, Pod এ ছিল Alexa Bliss, Sasha Banks, Mickie James এবং Mandy Rose রিংয়ে থাকে Sonya Deville ও Bayley পরে : 3 এ আসে Mandy Rose এভাবে যথাক্রমে আসে : 4 Sasha Banks, : 5 Mickie James এবং : 6 Alexa Bliss Sasha এলিমিনেট করে Mandy কে Bank Statement এর মাধ্যমে এবং পরে Mickie এলিমিনেট করে Sonya কে Thesz Press এর মাধ্যমে। কিছুক্ষণ পরেই Bayley এলিমিনেট করে Mickie James কে Bayley to Belly এর মাধ্যমে। পরে Alexa Bliss রোল আপের মাধ্যমে এলিমিনেট করে Bayley কে। পরে Sasha Banks কে এলিমিনেট করে Draping DDT এর মাধ্যমে এবং টাইটেল রিটেইন করে ১ম বারের Women's Elimination Chamber Match জিতে Alexa Bliss
৹ Winner - Alexa Bliss via Pinfall
29:35 মিনিট [4★]
•• ম্যাচ শেষে Alexa Bliss একটি Emotional প্রোমো কাটেন
• Match : 2
RAW Tag Team Championship
The Bar (c) বনাম, Titus Worldwide
আশানুরূপ ভালো হয়নি। দর্শকদের Reaction দেখেই বোঝা যায় ম্যাচের অবস্থা। Cesaro ও Sheamus ডাবল টিম হয়ে Apollo কে White Noise হিট করে Pinfall এর মাধ্যমে টাইটেল রিটেইন করে The Bar
৹ Winner - The Bar via Pinfall
10:46 মিনিট [2★]
• Match : 3
Asuka বনাম, Nia Jax
ম্যাচ তেমন ভালো হয়নি। আরো ভালো করা যেত। ম্যাচের শেষে Cradle Her এর মাধ্যমে Pinfall এ জয় পায় Asuka
৹ Winner - Asuka via Pinfall
8:14 মিনিট [225★]
•• ম্যাচ শেষে Asuka কে Attack করে Nia Jax এবং Barricade এর উপর Spear দেয়
• Match : 4
WOKEN Matt Hardy বনাম, Bray Wyatt
এ ম্যাচ এত বাজে হবে আশা করা হয়নি। কিন্তু একটু ব্যতিক্রম হয় দর্শকরা চ্যান্ট করে এই ম্যাচে Rusev Day! Rusev Day! এটা ভালো ছিল। Bray কে Twist of Fate হিট করে Pinfall এর মাধ্যমে জিতে WOKEN Matt Hardy
৹ Winner - WOKEN Matt Hardy via Pinfall
10:07 মিনিট [1★]
• Ronda Rousey Contract Signing :
বেশ ভালো হয়েছে সেগমেন্ট। রিংয়ে আসে Kurt Angle, Triple H ও Stephanie McMahon কন্ট্রাক্ট সাইন করার সময় Kurt এ HHH কথা বলে। কিন্তু পরে তাদের ভিতর সব কথা ফাঁস করে দেন Kurt আপন মানুষকে বিশ্বাস করলে যা হয় আরকি। পরে Triple H এ টেবিলের উপর Body Slam হিট করে Ronda Rousey, পরে Ronda কে থাপ্পড় মারে Stephanie কিন্তু Ronda কিছু করার আগেই সেখান থেকে চলে যায় Stephanie
•• Main Event ••
• Match : 5
Elimination Chamber Match
Winner Faces Brock Lesnar at WrestleMania 34
John Cena বনাম, Braun Strowman বনাম, Elias বনাম, The Miz বনাম, Finn Balor বনাম, Seth Rollins বনাম, Roman Reigns
ম্যাচ মোটামুটি হয়েছে। কিন্তু একই জিনিস করায় বেশ খারাপ লাগে। ম্যাচ প্রেডিক্টেবল ছিল। কিন্তু বুকিং খারাপ। রিংয়ে থাকে The Miz, Seth Rollins ও Finn Balor Pod এ থাকে Elias, Braun Strowman, Roman Reigns ও John Cena : 4 এ আসে John Cena, পরে আসে যথাক্রমে : 5 Roman Reigns, : 6 Braun Strowman এবং : 7 Elias কিন্তু এলিমিনেট গুলো সব বাজে হয়েছে। Braun Strowman ৫ জনকে একাই এলিমিনেট করে একই মুভ এবং একবার ব্যবহার করে। প্রথম এ The Miz কে Running Powerslam হিট করে। তারপর একের পর একে Running Powerslam করে হিট করে এলিমিনেট করে। যথাক্রমে The Miz, Elias, John Cena, Finn Balor এবং Seth Rollins কে। শেষে Braun Strowman ও Roman Reigns থাকে। বেশ কয়েকটি Superman Punch এবং দুটি Spear হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী হয়ে Elimination Chamber Match জিতেন Roman Reigns এবং চলে যান WrestleMania 34 এর Main Event এ
৹ Winner - Roman Reigns via Pinfall
40:04 মিনিট [3★]
•• ম্যাচ শেষে Roman কে Attack কে Braun Strowman এবং বেশ ভালোই ছিল
•• Overall PPV - 56/10 ••
[[একটি কারণ থাকাবশত আমাদের রেজাল্ট দাতা আজ ব্যস্ত ছিল, তাই বেশ দেরি হয়ে গেছে।। আমরা দুঃখিত]]
• লেখক ঃ Fahim Fam