সময়টা ১৫ বছরের আগের। যখন WWE'র টপ বেবিফেস হয়ে উঠে- The Champ- "John Cena"💘। কোম্পানির টপ সুপারস্টার ছিল আরেকজনও। নাম- The Undertaker💜!Undertaker- John Cena'র অনেক আগে থেকে- ই টপ সুপারস্টার ছিল। তার ছিল একটি- Wrestlemania'য় Undefeated Streak। একের একের পর এক Legend,Gaint,Icon- Failed হয়েছিল- Undertakerকে Wrestlemania'য় হারাতে😍। এভাবে করে শেষমেষ যখন স্ট্রিক- ২১- ০তে পৌছায় তখন- The Beast এসে এই স্ট্রিক ভেংগে দেয়😖। এরপর কিছু বছর পর- Roman Reignsও Undertakerকে Wrestlemania'য় হারিয়ে দেয়। 

কিন্তু মজার ব্যাপার কি জানেন? Undertaker তার ২৭বছর ক্যারিয়ারে- Wrestlemania'য় সব লিজেন্ড,জায়ান্ট,আইকন দের সাথে- Wrestlemania'য় ফেস করলেও তিনি কখনো- The Champ- John Cenaকে ফেস করে নি😲। John Cenaও তো একজন লিজেন্ড,একজন আইকন তাহলে তিনি কেন ফেস করেন নি?  ? ইতিহাসে শুধু দুইজন ব্যক্তি সক্ষম হয়েছেন- এই Undertakerকে Wrestlemaniaয় হারাতে- কিন্তু এর মধ্যে সিনা নেই। তাই,16 Time Champion- The Champ- "John Cena" [VS] The Phenom- "Undertaker"একটি নিসন্দেহে Dream Match!!John Cena টপ বেবি ফেস হওয়ার পর তাদের মধ্যে কোনো ম্যাচ হয় নি!এটা কি করে হয়?  😒

১৫ বছর ধরে অপেক্ষার এই Dream Match নিয়ে গত ৫বছর শুধু রিউমর বেরচ্ছে যে- "Wrestlemania"য় তাদের দুইজনের ম্যাচ হতে চলেছে😊। But Alas!সেটা কখনোই বাস্তবে রূপ নেই নি😫। এবারো প্রতি বছরের মত রিউমর বেরিয়েছিল যে,John Cena [VS] Undertaker- Wm 34এ হবে। OH My GoD!!!এবার কি তাহলে হচ্ছে?  ?  ? হুম হচ্ছে। 😍। 

• Why The Dream Match Is Happening :

এই সপ্তাহের "র" আশা করি সকলে- ই দেখেছেন। এই সপ্তাহের "র" ছিল- Wrestlemania Seasonএর First Week😊। নিয়ম অনুসারে,এই First Week- অনেকেগুলা Wm ম্যাচ অফিসিয়ালি সেট হয়। আর ঠিক এই সময়টাতে- ই John Cena- Challenge করে বসে- Undertakerকে!কি বুঝাচ্ছে?  Wm Season শুরু- Phenom VS Champএর ফিউড শুরু?  😍। আর এটা যে ড্রিম ম্যাচ সেটা নিশ্চয় চেলেনজ জানানোর পর ক্রাউড রিয়েকশন দেখলে সেটা আর বলার বাকি রাখে না😊। But Suddenly,"John Cena"কথা ঘুরিয়ে ফেলে!তিনি বলেন- এই ম্যাচটি হওয়া নাকি Impossible!তাহলে ক্রাউড দের এভাবে উত্তেজিত করার দরকার টা কি ছিল😒? 

তারপর Cena বলেন- তিনি এসডি লাইভে গিয়ে তার Road To Wrestlemania খুজবে। আর সে সফল হয়েছে। সে- Fastlaneএ Wwe Championship ম্যাচে অন্তর্ভুক্ত হয়েছে😃। কিন্তু,WWE হঠাৎ এমনটা কেন করল?  এর কারণ হল- Fastlane!আমরা অনেক আগে- ই থেকে জানতাম যে Cena কে Fastlane পিপিভিতে- WWE রেখেছে। তাই এখন যদি- Undertakerএর সাথে ফিউডে জড়িয়ে দেয় তাহলে Cena কি Fastlaneএ মূড়ি খাবে😒?  তাই- WWE এক ঢিলে দুই পাখি মেরেছে!Wmএর First Week "র"তে Undertakerএর সাথে ম্যাচ খেলা নিয়ে Hint দিয়েছে আর এরপরের এসডি তে Fastlaneএ নিজের জায়গাটা করে নিয়েছে😉। 

আর আমরা সকলে- ই জানি,Undertaker- এখনও রিটাইয়ারের ব্যাপারে অফিসিয়ালি কিছু বলে নি। আর এভাবে যদি কেই রিটাইয়ার নেই সেটা হবে ইতিহাসের সবচেয়ে বাজে রিটাইয়ারমেন্ট😒। আশা করি- "WWE"টেকারের সাথে এমনটা করবে না। গত বছর- Roman কে দিয়ে তাকে হারানোর মূল কারণটা ছিল- Roman VS Brockএর এবারের ম্যাচটি যেন- Blockbuster হয়। আর টেকার- 25th Anniversaryতে যে স্পিচ দিয়েছে- তাতে মনে হল- তিনি আরও একটি ম্যাচ খেলবে😱!আর কিছুদিন আগে টেকারের Wife- Instagrameএ একটি পিক আপলোড করে- সেখানে দেখা যায়- Undertaker- Trainning Roomএ Training করছে!এই বুড়া বয়সে Training করার মানে কি?  

আর এদিক দিয়ে- Cena যে Fastlaneএ হারতে চলেছে সেটা সকলের- ই জানা😊। কারণ তিনি যদি জিতে তিনি হয়ে যাবে- ১৭বারের মত চ্যাম্পিওন!তৈরি হয়ে যাবে- ইতিহাস!!যেটা কখন- ই সম্ভব না। তাই তিনি ক্লিনলি হেরে যাবে। আর এর পরের "র"তে তার Fail টা মেনে নিতে পারবে না। কারণ তিনি পাচ্ছেন না- কোন Road To Wrestlemania😞। আর ঠিক তখন- ই এরিনা অন্ধকার হয়ে উঠবে। বেল বেজে উঠবে। বাকি টা না হয়,,পরে- ই দেখলাম😊!আর এখন "র" বা "এসডি" ব্রেন্ডের কোনো সুপারস্টার নেই যে,Cena'র সাথে ফিউড করবে। আর নতুন রিউমর বেরিয়েছে যে, Rey Mysterio নাকি Cena'র সাথে ম্যাচ খেলবে!

আরে ভাই,Rey আগে কন্ট্রাক্ট সাইন করে নাকি দেখেন!আর করলেও তিনি কেন অকারণে Cena'র সাথে খেলবে😒। Cena কিন্তু Undertakerএর কথা তুলেছে- Mysterio'র কথা তুলে নি। আর ম্যাচ টি হলে হার জিত নিয়ে কিছু যায় আসবে না। তাই ম্যাচটি Time Waste ছাড়া কিছু হবে না। আর আমার মনে হয় না- "WWE" Wrestlemania'য় টাইম ওয়েস্টিং ম্যাচ সেট করবে😃। আর Undertakerএর সাথে হলে সেটি অবশ্যই Career On the line ম্যাচ হবে💜। 

মোট কথা, ফিউড শুরু না করার মূল কারম ছিল- Fastlaneএ Cenaকে রাখা। আর Fastlane এর পরে- ই রিয়েল Wm Storyline আরম্ভ হবে। তখন- Undertaker Vs Cena- Dream ফিউডও আরম্ভ হবে। 
• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য‎ 

টেকার Vs. সিনা - ড্রিমম্যাচটি হবে?


সময়টা ১৫ বছরের আগের। যখন WWE'র টপ বেবিফেস হয়ে উঠে- The Champ- "John Cena"💘। কোম্পানির টপ সুপারস্টার ছিল আরেকজনও। নাম- The Undertaker💜!Undertaker- John Cena'র অনেক আগে থেকে- ই টপ সুপারস্টার ছিল। তার ছিল একটি- Wrestlemania'য় Undefeated Streak। একের একের পর এক Legend,Gaint,Icon- Failed হয়েছিল- Undertakerকে Wrestlemania'য় হারাতে😍। এভাবে করে শেষমেষ যখন স্ট্রিক- ২১- ০তে পৌছায় তখন- The Beast এসে এই স্ট্রিক ভেংগে দেয়😖। এরপর কিছু বছর পর- Roman Reignsও Undertakerকে Wrestlemania'য় হারিয়ে দেয়। 

কিন্তু মজার ব্যাপার কি জানেন? Undertaker তার ২৭বছর ক্যারিয়ারে- Wrestlemania'য় সব লিজেন্ড,জায়ান্ট,আইকন দের সাথে- Wrestlemania'য় ফেস করলেও তিনি কখনো- The Champ- John Cenaকে ফেস করে নি😲। John Cenaও তো একজন লিজেন্ড,একজন আইকন তাহলে তিনি কেন ফেস করেন নি?  ? ইতিহাসে শুধু দুইজন ব্যক্তি সক্ষম হয়েছেন- এই Undertakerকে Wrestlemaniaয় হারাতে- কিন্তু এর মধ্যে সিনা নেই। তাই,16 Time Champion- The Champ- "John Cena" [VS] The Phenom- "Undertaker"একটি নিসন্দেহে Dream Match!!John Cena টপ বেবি ফেস হওয়ার পর তাদের মধ্যে কোনো ম্যাচ হয় নি!এটা কি করে হয়?  😒

১৫ বছর ধরে অপেক্ষার এই Dream Match নিয়ে গত ৫বছর শুধু রিউমর বেরচ্ছে যে- "Wrestlemania"য় তাদের দুইজনের ম্যাচ হতে চলেছে😊। But Alas!সেটা কখনোই বাস্তবে রূপ নেই নি😫। এবারো প্রতি বছরের মত রিউমর বেরিয়েছিল যে,John Cena [VS] Undertaker- Wm 34এ হবে। OH My GoD!!!এবার কি তাহলে হচ্ছে?  ?  ? হুম হচ্ছে। 😍। 

• Why The Dream Match Is Happening :

এই সপ্তাহের "র" আশা করি সকলে- ই দেখেছেন। এই সপ্তাহের "র" ছিল- Wrestlemania Seasonএর First Week😊। নিয়ম অনুসারে,এই First Week- অনেকেগুলা Wm ম্যাচ অফিসিয়ালি সেট হয়। আর ঠিক এই সময়টাতে- ই John Cena- Challenge করে বসে- Undertakerকে!কি বুঝাচ্ছে?  Wm Season শুরু- Phenom VS Champএর ফিউড শুরু?  😍। আর এটা যে ড্রিম ম্যাচ সেটা নিশ্চয় চেলেনজ জানানোর পর ক্রাউড রিয়েকশন দেখলে সেটা আর বলার বাকি রাখে না😊। But Suddenly,"John Cena"কথা ঘুরিয়ে ফেলে!তিনি বলেন- এই ম্যাচটি হওয়া নাকি Impossible!তাহলে ক্রাউড দের এভাবে উত্তেজিত করার দরকার টা কি ছিল😒? 

তারপর Cena বলেন- তিনি এসডি লাইভে গিয়ে তার Road To Wrestlemania খুজবে। আর সে সফল হয়েছে। সে- Fastlaneএ Wwe Championship ম্যাচে অন্তর্ভুক্ত হয়েছে😃। কিন্তু,WWE হঠাৎ এমনটা কেন করল?  এর কারণ হল- Fastlane!আমরা অনেক আগে- ই থেকে জানতাম যে Cena কে Fastlane পিপিভিতে- WWE রেখেছে। তাই এখন যদি- Undertakerএর সাথে ফিউডে জড়িয়ে দেয় তাহলে Cena কি Fastlaneএ মূড়ি খাবে😒?  তাই- WWE এক ঢিলে দুই পাখি মেরেছে!Wmএর First Week "র"তে Undertakerএর সাথে ম্যাচ খেলা নিয়ে Hint দিয়েছে আর এরপরের এসডি তে Fastlaneএ নিজের জায়গাটা করে নিয়েছে😉। 

আর আমরা সকলে- ই জানি,Undertaker- এখনও রিটাইয়ারের ব্যাপারে অফিসিয়ালি কিছু বলে নি। আর এভাবে যদি কেই রিটাইয়ার নেই সেটা হবে ইতিহাসের সবচেয়ে বাজে রিটাইয়ারমেন্ট😒। আশা করি- "WWE"টেকারের সাথে এমনটা করবে না। গত বছর- Roman কে দিয়ে তাকে হারানোর মূল কারণটা ছিল- Roman VS Brockএর এবারের ম্যাচটি যেন- Blockbuster হয়। আর টেকার- 25th Anniversaryতে যে স্পিচ দিয়েছে- তাতে মনে হল- তিনি আরও একটি ম্যাচ খেলবে😱!আর কিছুদিন আগে টেকারের Wife- Instagrameএ একটি পিক আপলোড করে- সেখানে দেখা যায়- Undertaker- Trainning Roomএ Training করছে!এই বুড়া বয়সে Training করার মানে কি?  

আর এদিক দিয়ে- Cena যে Fastlaneএ হারতে চলেছে সেটা সকলের- ই জানা😊। কারণ তিনি যদি জিতে তিনি হয়ে যাবে- ১৭বারের মত চ্যাম্পিওন!তৈরি হয়ে যাবে- ইতিহাস!!যেটা কখন- ই সম্ভব না। তাই তিনি ক্লিনলি হেরে যাবে। আর এর পরের "র"তে তার Fail টা মেনে নিতে পারবে না। কারণ তিনি পাচ্ছেন না- কোন Road To Wrestlemania😞। আর ঠিক তখন- ই এরিনা অন্ধকার হয়ে উঠবে। বেল বেজে উঠবে। বাকি টা না হয়,,পরে- ই দেখলাম😊!আর এখন "র" বা "এসডি" ব্রেন্ডের কোনো সুপারস্টার নেই যে,Cena'র সাথে ফিউড করবে। আর নতুন রিউমর বেরিয়েছে যে, Rey Mysterio নাকি Cena'র সাথে ম্যাচ খেলবে!

আরে ভাই,Rey আগে কন্ট্রাক্ট সাইন করে নাকি দেখেন!আর করলেও তিনি কেন অকারণে Cena'র সাথে খেলবে😒। Cena কিন্তু Undertakerএর কথা তুলেছে- Mysterio'র কথা তুলে নি। আর ম্যাচ টি হলে হার জিত নিয়ে কিছু যায় আসবে না। তাই ম্যাচটি Time Waste ছাড়া কিছু হবে না। আর আমার মনে হয় না- "WWE" Wrestlemania'য় টাইম ওয়েস্টিং ম্যাচ সেট করবে😃। আর Undertakerএর সাথে হলে সেটি অবশ্যই Career On the line ম্যাচ হবে💜। 

মোট কথা, ফিউড শুরু না করার মূল কারম ছিল- Fastlaneএ Cenaকে রাখা। আর Fastlane এর পরে- ই রিয়েল Wm Storyline আরম্ভ হবে। তখন- Undertaker Vs Cena- Dream ফিউডও আরম্ভ হবে। 
• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য‎