• অামরা দেখেছি যে Elimination Chamber পিপিভিতে Braun Strowman-কে অনেক বেশি বিধ্বংসী দেখানো হয়েছে। সে একাই ৫ জন রেসলারকে এলিমিনেট করেছে। তাকে এভাবে বিধ্বংসীরুপে দেখানোর প্ল্যানটি মূলত John Cena এর ছিল। তার কথাকে প্রাধাম্য দিয়ে ক্রিয়েটিভরা এমনটা করেছে। 🐸

• জন সিনা চেয়েছিল এলিমিনেশন চেম্বার ম্যাচটিতে সেথ রলিন্সকে জেতানো হোক, কিন্তু সেথ এই ম্যাচ জিতে ব্রক লেসনারকে হারাবে এটা মানানসই বলে মনে করে নি ক্রিয়েটিভ প্যানেল, যার কারণে স্যার রোমান রেইঞ্জকে ম্যাচটিতে জেতানো হয়েছে।  😒

• অামরা ইতোমধ্যে জেনেছি যে, Roman Reigns Vs Brock Lesnar ম্যাচটি রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট হিসেবে এক প্রকার নিশ্চিত করা হয়েছে। চলমান খবর অনুযায়ী এই ম্যাচ হেরে WWE ছেড়ে UFC তে পাড়ি জমাবে ব্রক লেসনার। গতকাল এ নিয়ে UFC এর প্রেসিডেন্টের সাথে অালোচনা করেছে ব্রক লেসনার। 🐷

• Ronda Rousey-কে Steve Austin এর ২য় ভার্সন বানাতে চায় WWE তাকে এন্টি হিরো টাইপের কোনো মিশ্র গিমিক দেওয়া হবে, যেটাতে সে শুধুমাত্র নিজের ইচ্ছে এবং নিজের ভালো মন্দকেই প্রাধাম্য দিবে। কে কি বলে তাতে কিচ্ছু এসে যায় না। অনেকটা এই টাইপের। 😳😵

• WWEShopCom এ টি-শার্ট বিক্রির দিক দিয়ে Rusev-কে টপকে গেলো Elias এতদিন ধরে Happy Rusev Day টি-শার্টটি শীর্ষ স্থান ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে সেটাকে টপকে শীর্ষ স্থান দখল করলো Walk With Elias টি-শার্ট।✌✌

• শেষ হয়ে গেলো এলিমিনেশন চেম্বার পিপিভি। তবে এই পিপিভিতে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। 7 Men's Elimination Chamber ম্যাচটি ইতিহাসের প্রথম কোনো চেম্বার ম্যাচ যেটি ৪০ মিনিট ১৫ সেকেন্ড অনুষ্ঠিত হয়েছে। এর অাগে কোনো চেম্বার ম্যাচ এতক্ষণ হয় নি। 😍

• অামরা হয়ত জানি যে, HHH এবং Hulk Hogan যথাক্রমে ৭ বার করে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করেছে, এখন অামাদের সবার প্রিয় ভিন্স দাদু Sir Roman Reigns-কে দিয়ে এই রেকর্ড ব্রেক করাতে ইচ্ছুক। যদি তা হয় তাহলে অন্তত অারো ৪ বছর তো স্যার মেইন ইভেন্টে থাকছেনই  👏👏👏

• খুব সম্ভবত এবারের রেসলম্যানিয়াতে Andre The Giant Memorial Battle Royal ম্যাচটি নাও হতে পারে। এর পরিবর্তে একটি Women's Battle Royal ম্যাচের প্ল্যান করছে ক্রিয়েটিভ প্যানেল। 😡😡

• অাজকের SDLive এর ব্যাকস্টেজে উপস্থিত ছিল Rey Mysterio মনে হয় স্বল্প সময়ের জন্য তাকে WWE তে দেখা যাবে। BTW, একটা জোক্স শুনবেন? 🐸 রেসলম্যানিয়াতে John Cena Vs Rey Mysterio ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। 😂🔫 জন সিনাকে নিয়ে যা শুরু করছে :V :V
• লেখক ঃ ‎Ariful Kader Ak

WWE টুকরো খবর, ০১/০৩/২০১৮


• অামরা দেখেছি যে Elimination Chamber পিপিভিতে Braun Strowman-কে অনেক বেশি বিধ্বংসী দেখানো হয়েছে। সে একাই ৫ জন রেসলারকে এলিমিনেট করেছে। তাকে এভাবে বিধ্বংসীরুপে দেখানোর প্ল্যানটি মূলত John Cena এর ছিল। তার কথাকে প্রাধাম্য দিয়ে ক্রিয়েটিভরা এমনটা করেছে। 🐸

• জন সিনা চেয়েছিল এলিমিনেশন চেম্বার ম্যাচটিতে সেথ রলিন্সকে জেতানো হোক, কিন্তু সেথ এই ম্যাচ জিতে ব্রক লেসনারকে হারাবে এটা মানানসই বলে মনে করে নি ক্রিয়েটিভ প্যানেল, যার কারণে স্যার রোমান রেইঞ্জকে ম্যাচটিতে জেতানো হয়েছে।  😒

• অামরা ইতোমধ্যে জেনেছি যে, Roman Reigns Vs Brock Lesnar ম্যাচটি রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট হিসেবে এক প্রকার নিশ্চিত করা হয়েছে। চলমান খবর অনুযায়ী এই ম্যাচ হেরে WWE ছেড়ে UFC তে পাড়ি জমাবে ব্রক লেসনার। গতকাল এ নিয়ে UFC এর প্রেসিডেন্টের সাথে অালোচনা করেছে ব্রক লেসনার। 🐷

• Ronda Rousey-কে Steve Austin এর ২য় ভার্সন বানাতে চায় WWE তাকে এন্টি হিরো টাইপের কোনো মিশ্র গিমিক দেওয়া হবে, যেটাতে সে শুধুমাত্র নিজের ইচ্ছে এবং নিজের ভালো মন্দকেই প্রাধাম্য দিবে। কে কি বলে তাতে কিচ্ছু এসে যায় না। অনেকটা এই টাইপের। 😳😵

• WWEShopCom এ টি-শার্ট বিক্রির দিক দিয়ে Rusev-কে টপকে গেলো Elias এতদিন ধরে Happy Rusev Day টি-শার্টটি শীর্ষ স্থান ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে সেটাকে টপকে শীর্ষ স্থান দখল করলো Walk With Elias টি-শার্ট।✌✌

• শেষ হয়ে গেলো এলিমিনেশন চেম্বার পিপিভি। তবে এই পিপিভিতে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। 7 Men's Elimination Chamber ম্যাচটি ইতিহাসের প্রথম কোনো চেম্বার ম্যাচ যেটি ৪০ মিনিট ১৫ সেকেন্ড অনুষ্ঠিত হয়েছে। এর অাগে কোনো চেম্বার ম্যাচ এতক্ষণ হয় নি। 😍

• অামরা হয়ত জানি যে, HHH এবং Hulk Hogan যথাক্রমে ৭ বার করে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করেছে, এখন অামাদের সবার প্রিয় ভিন্স দাদু Sir Roman Reigns-কে দিয়ে এই রেকর্ড ব্রেক করাতে ইচ্ছুক। যদি তা হয় তাহলে অন্তত অারো ৪ বছর তো স্যার মেইন ইভেন্টে থাকছেনই  👏👏👏

• খুব সম্ভবত এবারের রেসলম্যানিয়াতে Andre The Giant Memorial Battle Royal ম্যাচটি নাও হতে পারে। এর পরিবর্তে একটি Women's Battle Royal ম্যাচের প্ল্যান করছে ক্রিয়েটিভ প্যানেল। 😡😡

• অাজকের SDLive এর ব্যাকস্টেজে উপস্থিত ছিল Rey Mysterio মনে হয় স্বল্প সময়ের জন্য তাকে WWE তে দেখা যাবে। BTW, একটা জোক্স শুনবেন? 🐸 রেসলম্যানিয়াতে John Cena Vs Rey Mysterio ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। 😂🔫 জন সিনাকে নিয়ে যা শুরু করছে :V :V
• লেখক ঃ ‎Ariful Kader Ak