Royal Rumble 2018 তে First Ever Women's Royal Rumble অনুষ্ঠিত হয়।
আর সেটার বিজয়ী : Asuka !
আর তাই সে Wrestlemania তে টাইটেল ম্যাচ পায়। তার কাছে তখন দুইটি অপশন ছিল :
1 Raw Women’s Championship
2 Sd Women's Championship
সে SmackDown এর চ্যাম্পিয়নশীপ টাকেই Choose করে।
Charlotte Flair এর মাধ্যমে এবারের Wrestlemania তে Asuka এর স্ট্রিক ব্রেক হয়।❕
তার বর্তমান ম্যাচ রেকর্ড ২৬৭-১ !!
যদিও রিউমর অনূযায়ী ম্যাচটায় Asuka এর জিতার কথা ছিল। এবং তার স্ট্রিক ব্রেক হবার কথা ছিল পরবর্তী Wrestlemania তে সেটাও আবার Ronda Rousey এর মাধ্যমে।
কিন্তু পরবর্তীতে Wwe তাদের প্লান চেঞ্জ করে আর Asuka এর স্ট্রিক তারা এবারের Wrestlemania তেই ব্রেক করায় Charlotte Flair এর মাধ্যমে।
Wwe এমনটা করায় এক দিক দিয়ে ভালোই করেছে। ভালো করেছে এইজন্যই যে Asuka এর এই Undefeated Streak এর জন্য তাকে অলরেডি একপ্রকার বোরিং লাগা শুরু হয়ে গিয়েছিল। তার ওপর তাকে যদি টানা পরবর্তী Wrestlemania পর্যন্ত এইভাবেই Undefeated রাখা হয়, তাহলে হয়তো এই Sd Women's Championship ম্যাচগুলোর প্রতি আকর্ষণটাই হারিয়ে যেত। কারণ তখন সবাই জানত যে Asuka 'ই জিতবে।
এমনটা আমরা অলরেডি Intercontinental Title আর Universal Title এর ক্ষেত্রে দেখেছি।
যদিও এখন The Miz আর চ্যাম্পিয়ন নেই, আর যার ফলে The Intercontinental Title টির প্রতি সবার আকর্ষণটাও অনেক বেড়ে গেছে।
• সে যাই হোক এখন মুল কথায় আসি, Asuka কে নিয়ে WWE এর বর্তমান কি প্লান করছে সে সম্পর্কে কোন ধারণা এখনোও পাওয়া যাচ্ছে না। তবে এটা হতে পারে যে Asuka এর সাথে খুব শীঘ্রই Ronda Rousey এর অথবা হতে পারে Nia Jax এর ফিউড শুরু হবে।
Asuka 🆚 Ronda Rousey
এক প্রকার ড্রিম ম্যাচ। এটা এখন হবার সম্ভাবনা খুব কম আর তাছাড়াও Ronda Rousey এর সাথে Stephanie McMahon এর ফিউড এখনোও বাকি আছে।
তাই Asuka এর সাথে Nia Jax এর ফিউড হবার সম্ভাবনাই বেশী। আর যদি Asuka কে অফিশিয়ালী SmackDown Live এ ড্রাফট করা হয়, তাহলে হয়তো Charlotte Flair এর সাথে তার ফিউডটি Continue হতে পারে।
আর বর্তমান পরিস্থিতি অনূযায়ী Asuka কে খুব শীঘ্রই টাইটেল দেওয়া হতে পারে।
😁😁আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, এবারে Royal Rumble এর বিজয়ী দুই জাপানী Shinsuke Nakamura আর Asuka দুইটাই তাদের Royal Rumble এর বিজয়টাকে কাজে লাগাতে পারে নি।
• লেখক : AJ Raaz