বেশ কিছু সপ্তাহ ধরেই অন স্ক্রিনে জন সিনা বহুভাবে চেষ্টা করছে আন্ডারটেকারকে কনভিন্স করানোর জন্য, যাতে করে টেকার, সিনার চ্যালেঞ্জটা এক্সেপ্ট করে এবং রেসলম্যানিয়া ৩৪ এ দ্যি আন্ডারটেকার-জন সিনা ম্যাচটি অনুষ্ঠিত হয়। কিন্তু বরাবরি টেকার এক্ষেত্রে নিশ্চুপ হয়ে আছে, কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না তার। অভিয়াস্লি, এর দায়ভার টেকারের ঘাড়ে নয় বরঞ্চ বর্তাবে ভিন্স ম্যাকম্যাহোন ও ক্রিয়েটিভ প্যানেলের ঘাড়ে। আফটার অল, সবকিছুই এখানে স্ক্রিপ্টেড! :)
কিন্তু টেকারের না আসার পেছনের যুক্তিসংগত কোনো কারণ বহু সাইট ঘেটেও আমি জানতে অক্ষম হয়েছি। তবে ব্যক্তিগতভাবে আমি যে কারণটা আন্দাজ করেছি সেটা নিয়েই এই পোস্টটি শত ব্যস্ততার মধ্যেও লিখতে বসেছি।
আমার যা মনে হচ্ছে, টেকার-সিনা ম্যাচটিকে রেসলম্যানিয়া ৩৪ এর মেইন ইভেন্টে স্থান না দেবার জিদ থেকেই বোধহয় ভিন্স, টেকারকে দিয়ে কোনো প্রকার রেসপন্স করাচ্ছে না। বিষয়টাকে ডিপলি ভেবে দেখুন। :)
দ্যা আন্ডারটেকার হল রেস্লিং বিজনেসের সবচেয়ে বড় মহারথী। এবং জন সিনা হল WWE এর ইতিহাসের অন্যতম সেরা ও সফল একজন বেবীফেইস। তো তাদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ, তাও আবার সকলের ড্রিম ম্যাচ, সেটা রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে না দেয়ার কোনো যুক্তিসংগত উপায় আছে কী? না, অবশ্যই নাই। তার উপরে সেটা যদি হয় অন্যতম শ্রেষ্ঠ রেস্লার দ্যি আন্ডারটেকারের শেষ অর্থাৎ বিদায়ী ম্যাচ, তাহলে দ্বিতীয় কোনো প্রশ্ন ব্যতীতই ম্যাচটি মেইন ইভেন্টে হবার কথা। গত রেসলম্যানিয়ায় রোমান-টেকার ম্যাচটিও তো সেইম লজিকে মেইন ইভেন্টে জায়গা করে নিয়েছিল। :)
কিন্তু এবারে বোধহয় টেকারকে মেইন ইভেন্ট করতে দিতে চাচ্ছে না ভিন্স। এটা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না যে, ভিন্সের প্রচন্ড রকমের রোমানপ্রীতি আছে। তাই, ধারণা করা হচ্ছে ইউনিভার্সাল টাইটেলের জন্য অনুষ্ঠিতব্য ব্রক লেজনার-রোমান রেইন্স ম্যাচটিই মেইন ইভেন্টে স্থান পাবে। অন্ততপক্ষে রিউমার এবং WWE এর সাম্প্রতিক কর্মকান্ড সেটাই ইঙ্গিত করছে। -_-
রেসলম্যানিয়ায় টেকার-সিনা ম্যাচ হবে কিনা সেটাই কনফার্ম করছে না WWE! এর মাধ্যমে তারা এমন অবস্থার সৃষ্টি করেছে যে, অনেকে এমন ধারণা শুরু করেছে, অন্ততপক্ষে কিক অফ শো তে স্থান পেলেও যেন টেকার-সিনা ম্যাচটা হয়। এর মাধ্যমে ব্রক-রোমান ম্যাচটাও মেইন ইভেন্টে দিতে পারবে এবং টেকার-সিনা ম্যাচটা কিক অফে দিলেও তাদের কোনো প্রবলেম হবে না। কারণ, ওই যে ধোঁয়াশা।
টেকার কি আসবে, নাকি আসবে না - এমন জঘন্য পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা এমনভাবে উপস্থাপন করতেছে ফিউডটাকে যেন, মেইন ইভেন্টে না দিলেও কেউ প্রশ্ন তুলতে না পারে। যেখানে ম্যাচ হবে কিনা তারই শিওরিটি ছিল না সেখানে ম্যাচটি যে অনুষ্ঠিত হচ্ছে এই তো ঢের, আবার মেইন ইভেন্ট দুচাও তোমরা? - ব্যাপারটা এখন এমন অবস্থা হয়ে গেছে। লেইম চিন্তাভাবনা!!! 😞😞
• লেখক ঃ Ratul Islam Antor
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!