Hello Frnds... আজকের পোস্ট টা গিমিক, ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ নিয়ে। এখনো অনেকে এই ৩ টা টারম এর সাথে পুরোপুরি পরিচিত না। লম্বা পোস্ট তবে টপিকটা গুরুত্বপূর্ণ বিধায় আশা করি ধৈর্য সহকারে পুরোটা পড়বেন & ইনশাআল্লাহ কনফিউশন দূর হবে। শুরু করা যাক।
♦ গিমিক :
প্রোফেশনাল রেসলিং টারম এ গিমিক হচ্ছে উপ ক্যারেক্টার মানে ক্যারেক্টারের ও আরো কত রকমের যে ক্যারেক্টার প্লে করে সেটাই গিমিক। যেমন- আন্ডারটেকার নামে WWE ক্যারিয়ার শুরু করলেও ডেডম্যান নামক ভৌতিক গিমিক প্লে করে। পরবরতীতে সে আমেরিকান ব্যাডএস নামক গুন্ডা ক্যারেক্টার প্লে করে।
আবার, জন সিনা Doctor of Thugonomics নামক যে র্যাপারের ক্যারেক্টার প্লে করেছিল ওইটা তার একটা গিমিক। আবার সে বর্তমান এ Leader of Cenation নামক যে হিরো টাইপের ক্যারেক্টার প্লে করছে ওইটাও তার একটা গিমিক। অর্থাৎ, একই ব্যক্তি জন সিনা Leader of Cenation & Doctor of Thugonomics ২ টা গিমিক প্লে করেছিল। অর্থাৎ ক্যারেক্টার ই ক্যারেক্টার প্লে করছে। এখানে এই ২ টা হচ্ছে গিমিক। মানে সিনা হচ্ছে ক্যারেক্টার আর ওই ২ টা হচ্ছে গিমিক বা উপক্যারেক্টার।
গিমিক বিভিন্ন ধরণের হতে পারে যেমন -
1) Masked Gimick:
এই মাস্কড গিমিক আবার মেক্সিকান লুচা কালচারের ও হয় আবার জাপানিজ এনিম কালচারের ও হয়। মেক্সিকান কালচারের উদাহরণ রে মিস্টেরিও, সিনকারা, ক্যালিস্টো, ড্রাগো, লিন্সে ডোরাডো জাপানিজ এনিম কালচারের উদাহরণ জাশিন থান্ডার লাইগার, টাইগার মাস্ক।
2) Rich/Millionaire/Businessmen Gimick:
এ গিমিকটা হচ্ছে এমন একটা গিমিক যা অনেক ধনী হবে & সবসময় তা দেখিয়ে বেড়াবে। যেমন- টেড ডিবিয়াসি, জেবিএল, আলবার্তো ডেল রিও
3) Sports entertainment Persona: Gimick:
এ গিমিকটা হচ্ছে এমন একটা গিমিক যার রেসলিং ছাড়াও স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থাকবে যেমন- কারট এংগেল (অলিম্পিক গোল্ড মেডালিস্ট), ব্রক লেজনার (UFC/MMA ফাইটার), মারক হেনরি (বডি বিল্ডার), রুসেভ(রাশিয়ান গোল্ডমেডালিস্ট)
4) Spiritual or Non living/living Ghost Gimick:
এ গিমিকটা হচ্ছে মূলত সব ভৌতিক living non living গিমিক। যেমন- আন্ডারটেকারের ঈ ডেডম্যান গিমিক যার এন্ট্রি হতো কফিনে করে, স্টিং, গাংগ্রেল, ভাইপাইরো, কেইন, ফিন ব্যালরের ডিমন কিং পারসোনা
5) Giant/Moster Gimick:
এ গিমিক হচ্ছে বড়সড় উচ্চ শরীর ওলা মানবীয় দানবের গিমিক। যেমন- বিগশো, গ্রেট কালী
6) Rockstar Gimick:
এ গিমিক হচ্ছে গায়ক, মিউজিসিয়ান গিমিক। যেমন- হিথ স্লেটার, এজ, ক্রিস জেরিকো, জেফ জেরেট, ইলায়াস স্যামসন
7) Royal Gimick:
এ গিমিক হচ্ছে রাজকীয় চরিত্রের গিমিক যেমন- জেরি কিং লল্যার, কিং বুকার, কিং শেমাস, কিং ব্যারেট।
8) Maniac/Psychopath Gimick:
এ গিমিক হচ্ছে পাগলাটে গিমিক। যেমন- ডিন এমব্রোস এর লুন্যাটিক ফ্রিঞ্জ গিমিক, মিক ফোলির ম্যানকাইন্ড গিমিক, স্টিং এর জোকার গিমিক, ব্রে ওয়ায়েট (New face of fear) সহ পুরা ওয়ায়েট ফ্যামিলির গিমিক, ব্রোকেন ম্যাট & ব্রাদার নিরো
9) SuperHero Gimick:
এ গিমিক হচ্ছে কমিক বুক বা বাচ্চাদের প্রিয় সুপারহিরো চরিত্র যারা অপরাধের বিরুদ্ধে। এদের ক্যারেক্টার টাইপ সবসময় বেবিফেস। যেমন- গ্রেগরি হেল্মস এর হ্যারিকেন গিনিক, রোমানের ভাই রোজির গিমিক হচ্ছে হ্যারিকেন এর সাইডকিক সুপারহিরো গিমিক।
10) Family Dynasty/Heritage Gimick:
এ গিমিক টার বিশেষত্ব হল যে এই গিমিক টা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর গিমিক। যেমন- ব্রেট হারট, নেড হারট, স্টু হারট, ব্রিটিশ বুলডগ, ডেভি বয় স্মিথ, টাইসন কিড, নাটালিয়া নেঢারট এরা হারট ফ্যামিলির সদস্য। এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড & হারট নামটাই এদের গিমিকের চিহ্ন বা ব্রান্ড। আবার, উসো, রোমান, রক, সিকা, স্নুকা, নায়া জ্যাক্স, তামিনা স্নুকা, রিকিশি এরা সবাই সামোয়ান হেরিটেজের রেস্লার & এদের সামোয়ান ব্যাকগ্রাউন্ড টা তাদের রেসলিং গিমিকগুলায় বৈপরীত্য তৈরি করে অন্য রেস্লার দের চেয়ে। ওরটন ফ্যামিলির রেন্ডি অরটন, বব ওরটন, বব অরটন সিনিয়র, ব্যারি অরটন ম্যাকমাহন ফ্যামিলির শেন, স্টেফানি, ভিন্স, ভিন্স সিনিয়র এদের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য।
11) Badass/Villen Gimick:
এ গিমিক হচ্ছে ড্যামকেয়ার, কাউকে পরোয়া করেনা টাইপের ক্রিমিনাল, ইগোসেন্ট্রিক গিমিক। যেমন -- স্টিভ অস্টিনের স্টোনকোল্ড, স্কট হলের রেজর র্যামন, আন্ডারটেকার এর আমেরিকান ব্যাডএস, ব্যারন করবিন দ্যা লন উলফ, ডিন এম্ব্রোস এর লুন্যাটিক ফ্রিঞ্জটাও এটায় পড়ে। ব্রাউন স্ট্রোমান কেও এটায় অন্তর্ভুক্ত করা যায়।
এ গিমিকের ইন্টারেস্টিং ফ্যাক্ট হল এই গিমিক হিল, ফেস, এন্টি হলেও কন্সিসট্যান্সি বা একই থাকাটা। যেমন- স্টোনকোল্ড ভিন্সের আসবাব ভাংগলে সে ফ্যানদের নিকট ফেস & জন সিনার টা ভাংগলে সে হিল অথচ কমন ফ্যাক্ট এইটা যে আর যাই হোক তার ধংসলীলা থেকে হিল ফেস কারোই রেহাই নাই।
গিমিকটা একেক স্টোরিলাইন এ একেক পারস্পেক্টিভ বা দৃষ্টিকোণ থেকে ভিন্ন হলেও মূল ক্যারেক্টার কন্সিসট্যান্সি চেঞ্জ হয় না। কাজ হিলদের মত হলেও ফ্যানরা বেবিফেস এর মত চিয়ার দেয়।
(যদিও বর্তমানে প্রফেশনাল রেস্লিং এ হিল ফেস টুইনারের ক্যারেক্টারের কায়ফাবে ইন্টারনেটের কারণে তেমন কেউই মানেনা। তবুও প্রো রেস্লিং এর ভাষায় এগুলোই হল মেইন ক্যারেক্টার। ফ্যানরাও এখন আর আগের মত নিয়ম মেনে চিয়ার করে না। )
♦ ক্যারেক্টার :
প্রোফেশনাল রেসলিং এ ক্যারেক্টার হল রেসলিং করা ব্যক্তিটির একক চরিত্র। একজন মানুষ প্রোফেশনাল রেসলিং যে নামেই শুরু করুক না কেন ওই প্রো রেসলার টিই একজন ক্যারেক্টার বা চরিত্র। যেমন- উইলিয়াম ক্যালাওয়ে। সে প্রোফেশনাল রেস্লার বিধায় সে এককভাবে একটি ক্যারেক্টার।
এখন আসি ক্যারেক্টার টাইপ নিয়ে। এতক্ষণ তো গিমিক ক্যারেক্টার নিয়ে বললাম। এখন বলবো ধরণটা।
♦ ক্যারেক্টার টাইপ ঃ
ক্যারেক্টার টাইপ হল ক্যারেকটার এর ধরণ। ক্যারেক্টার কি হিল, ফেস না এন্টি হিরো তার বৈপরীত্য টাই ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপের ধরণ :
১। ফেস :
ফেস হচ্ছে পজিটিভ ক্যারেক্টার। এরা ছল চাতুরির আশ্রয় নিয়ে ম্যাচ জিতবে না, এরা ফ্যানদের অনেক গুরুত্ব দিয়ে প্রোমো কাটবে, ফ্যানদের জবাব শুনার জন্য মাঝেমাঝে মাইক উচিয়ে ধরবে। ফেস এর ও প্রকারভেদ আছে।
• টপ বেবি ফেস -
প্রত্যেক কোম্পানির এমন একজন মেইন ফেস বা ফেসদের নেতা আছে যাকে ঘিরে কোম্পানির যাবতীয় প্লান। তাকে সব কিছুতে হাইলাইট করা। তাকে মেইন ইভেন্টে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। টাইটেল ম্যাচ, ক্লিন ভিক্টোরি, বিভিন্ন পিপিভির মেইন ইভেন্ট খেলার সুযোগ ইত্যাদি বেশি দেওয়া হয়। বেবিফেস হতে হলে কিছু কোম্পানির নির্দিষ্ট কিছু শর্ত থাকে। যেমন- স্টিং, হাল্ক হোগান, রক, জন সিনা, রোমান রেইন্স
• নরমাল ফেস -
এরা বেবিফেসদের মত এত সুযোগ পাবে না। এদের সুযোগ রোস্টারের বাকি ফেসদের সমান। ট্যালেন্টভেদে হয়তো পুশ কমবেশি দেওয়া হবে কিন্তু বেবিফেস এর চেয়ে বেশি না। যেমন- ক্রিস জেরিকো, রে মিস্টেরিও, ডেনিয়েল ব্রায়ান।
২। হিল
হিল হল প্রো রেস্লিং এর খল চরিত্র। এদের দমন ই ফেসদের কাজ। এরা সাধারণত ফ্যানদের গুরুত্ব দেয় না। ফ্যানদের ট্রাশটক করে। ব্যাকস্টেজে অনেকসময় সুযোগ বুঝে এটাক করে, চোরামি করে, রেফারিকে ফাকি দিয়ে ম্যাচ জিতে, ফেসদের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টারফিয়ার করে থাকে।
• ব্লাডি হিল -
এরকম হিল দের খলনায়কি ফ্যানদের অনেকসময় রাগিয়ে দেয় যেটা নরমাল হিল ও করতে পারে না। এরা নরমাল হিলদের চেয়েও অতিরিক্ত ইন্টারফিয়ার করে, অনেকসময় সুন্দর মূহূরতো নষ্ট করে থাকে, এদের ম্যাচে অধিক ছলচাতুরী থাকে। রিসেন্টলি সোশাল মিডিয়া থাকায় এরা টুইটে ও কড়া জবাব দিয়ে থাকে। এরিনায় ম্যাচে অনেকসময় বাচ্চা ফ্যানদের ও মনোক্ষুন্ন করে থাকে। যেমন- রেন্ডি অরটন, এজ, কেভিন ওয়েন্স
• ভীতু হিল -
এরকম হিল ভিলেন হলেও এরা ফেস টু ফেস কিছু করার সাহস পায় না। এরা ব্যাকস্টেজ এও এটাক করলে অগোচর এ করে থাকে। এরা হঠাত মাইর খেলে পালিয়ে যায়। প্রোমো কাটলেও ফ্যানদের & ফেসদের খোচায়। যেমন- মিজ, কার্টিস এক্সেল, বো ড্যালাস
• ডমিনেট হিল -
এরকম হিলরা ইন্টারফিয়ার করেই ক্ষান্ত হয় না এরা অত্যাধিক মাইর দিয়ে থাকে। এরা ব্যাকস্টেজ এ এটাক করলেও সামনে থেকে করে থাকে। আর এরা এটাক এর সময় পাল্টা আক্রমণ এর শিকার হলেও ফাইট ব্যাক করে। এরা ম্যাচেও অপনেন্ট দের মারাত্মকভাবে আহত করে থাকে। ম্যাচ জিতার পরেও অপনেন্ট দের মাইর দিয়ে আহত করে। এদের মুভসেট ডেঞ্জারাস মুভেও ভরপুর। এরা সেগমেন্ট কাটলে অনেকসময় ফেসদের ও ব্রলের আহবান জানায়। & এদের সেগমেন্ট এও প্রচুর ব্রল হয়। এরা আবার অন্য হিলদের কাছ থেকে জোট বাধার অফার পেলেও গ্রহণ করে না। যেমন- সামোয়া জো, ব্রক লেজনার, কেইন, আন্ডারটেকার।
৩। এন্টি হিরো :
এরা হিল ফেস ২ টার ই সংমিশ্রণ। এদের কাজ মূলত হীলদের মত তবে চিয়ার নরমাল যেকোন ফেস এর চেয়ে বেশি কিংবা সমান, কিংবা বেবিফেস এর সমান বা বেশি। কোনো হিল ম্যাচে ইন্টারফিয়ার করলে এদেরকে ঠেকিয়ে থাকে কিংবা ইন্টারফিয়ার করে হযবরল অবস্থা করলে বা ফেসকে এক নাগাড়ে মারলে এরা ইন্টারফিয়ার করে সেভ করে অনেকসময় ফেসদের মত কাজ করে। এদের প্রোমোগুলোও দারুণ হয়। আর কারো সাথে ফিউড চললে তারাই সেরা এন্টারটেইনগুলা করে থাকে।
যেমন- স্টোন কোল্ড, আন্ডারটেকার, রক, সিএম পাংক ( ও হিল হলেও ক্যারিয়ারের একটা সময় সে এন্টিহিরোর ভূমিকায় ছিল & পাইপবোম্ব নামক প্রোমোগুলো তাকে এন্টিহিরোতে রূপ দিয়েছিল & এক্টিভিটি হিলদের মত হওয়া সত্ত্বেও ও বেবিফেসদের সমান চিয়ার/পপ পেয়েছিল যার প্রভাব ইন্ডি রেসলিং মুভমেন্ট এ ভূমিকা ফেলছিলো।)
এতক্ষণ লম্বা বিবরণ দিয়ে বুঝালাম এবার একটা উদাহরণ দিয়ে বুঝাই। আন্ডারটেকার হচ্ছে একজন ক্যারেক্টার। তার প্লে করা ডেডম্যান, আমেরিকান ব্যাডএস উপচরিত্রগুলো হচ্ছে গিমিক।
মনে রাখবেন গিমিক ও একধরণ এর ক্যারেক্টার তবে যেহেতু এটি ১ ব্যক্তি দ্বারাই প্লে করা হয় বাস্তবে এর অস্তিত্ব নাই তাই এটা উপচরিত্র বা গিমিক। ক্যারেক্টার আর গিমিকের মূল পার্থক্য ক্যারেক্টার বাস্তবিক & গিমিকটা হচ্ছে নাটকে অভিনেতার দ্বারা অভিনয় করা চরিত্রের মত। এর বাস্তব এক্সিসটেন্স বা অস্তিত্ব নেই।
আর আন্ডারটেকার যেহেতু হিলদের মত কাজ কারবার করলেও প্রচুর পপ পেতো তাই সে এন্টিহিরো বটে।
আশা করি বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত। কোনো পোস্ট এর চাহিদা থাকলে কমেন্ট এ বলতে পারেন। Thank u all & have a Nice day।
• লেখক ঃ Sazzad Al Wahed