দীর্ঘ ৬ বছর একসঙ্গে থাকার পরে John Cena এবং Nikki Bella -দের তথাকথিত "গোল্ডেন কাপল" এর ব্রেক আপ ঘটলো। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে তারা বলেছে : "এই ডিসিশনটা নেওয়া মোটেই সোজা ছিল না কিন্তু আমাদের এখনও একে অপরের প্রতি ভালোবাসা এবং রেস্পেক্ট আছে। আমরা আশা করি যে আপনারা আমাদের জীবনের এই সময়ে আমাদেরকে একা থাকতে দেবেন।" এই খবর কনফার্ম করে নিক্কি এবং ব্রি এর অফিসিয়াল ট্যুইটার পেজে এই ট্যুইটটি করা হয়-
We love you all ❤️ N pic.twitter.com/ooACLFXeMv— Nikki & Brie (@BellaTwins) April 16, 2018
উল্লেখ্য, ৪০ বছর বয়সী সিনা ৩৪ বছর বয়সী নিক্কি বেলাকে রেসেলমেনিয়া ৩৩ এ বিয়ের প্রস্তাব দেয়। তারা ২০১২ থেকে ডেটিং করছিল। আগামী ৫ মে তাদের বিয়ে হবার কথা ছিল। এর আগেও সিনা নিক্কিকে তার স্ত্রী হিসাবে সম্বোধন করে বলেছিল "আমি বিয়ে করতে প্রস্তুত, আমি জানি যে আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে", কিন্তু ভবিষ্যতের কথা কি আর কেউ বলতে পারে ?
রেসেলমেনিয়া ৩৪ এর সময় এই জুটিকে শেষবার একসাথে দেখা যায়। এর আগেই সিনা এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছিল "সম্পর্ক রক্ষা করা কঠিন কাজ। মোটেও ভাববেন না ভালোবাসা সহজ কাজ। ভালোবাসা মধুর, কিন্তু ৫ বছর একসাথে থাকার পরে আমরা বুঝতে পেরেছি ভালোবাসা কঠিন কাজ।" এরপরে সিনা আরও বলে যে "সে অনেক ব্যস্ত থাকে, আমরা দুজনেই ব্যস্ত থাকি। ফলে অনেক সময় মাসের পর মাস আমাদের দেখা হয় না। কিন্তু যখন দেখা হয় সেটা হয় সবথেকে মধুর মুহূর্ত। আমার মনে হয় অন্তত আপাতত সেটাই আমাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে"
নিক্কির ক্যারিয়ারে ইফেক্ট : জন সিনার সাথে এই ব্রেকআপ হবার পরে অনেকেই মনে করছে নিক্কির WWE ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ। উল্লেখ্য, নিক্কি রেসলিং ছাড়াও অনেক ধরনের কাজ করে, যেমন রিয়ালিটি টিভি শো বা নিজস্ব কাপড়ের ব্যবসা। এর আগে নিক্কি 'Total Divas' এ অভিনয় করেছে এবং এখন 'Total Bellas' নামক শো এর প্রডিউসারও আছে, যেখানে জন সিনাকে অনেক বার দেখা গেছে। ২০১৫ সালে বেলার জীবনে অন্ধকার নামে, একটি গভীর নেক ইনজুরির ফলে সে ১০ মাসের জন্য রেস্লিং করতে পারেনি। এরপরে জন সিনার সাথে ব্রেক আপও তার ক্যারিয়ারে অত্যন্ত নেগেটিভ ভাবে ইফেক্ট করবে। উল্লেখ্য এর আগে Mickie James নামক ডিভাকে WWE ফায়ার করে দেই শুধুমাত্র সিনার ইমেজ রক্ষার্থে।
তবে বেলার জন্য আশার আলো হল সে "Dancing with the Stars" নামক শোতে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষদের কাছেও অনেক প্রতিষ্ঠা লাভ করে। তার বোনের সাথে মিলে সে "Birdiebee" নামক আন্ডারওয়্যার ব্রান্ড সফলভাবে শুরু করে। শেষবার তাকে রিংয়ে দেখা যায় ২০১৮ এর Royal Rumble পিপিভির ওমেন রাম্বাল ম্যাচে, যেখানে সে দ্বিতীয় স্থান লাভ করে। তার রেসলিং ক্যারিয়ার হয়তো এখানেই সমাপ্ত কিন্তু আশা করি রেসলিং এর বাইরেও সে সফল হয়ে উঠবে।
• লেখক ঃ রেসলিং বাংলা এক্সক্লুসিভ!