সবার আগেই বলে রাখি এটি একটি বিশ্লেষণধর্মী পোস্ট, তো এটা পুরো পড়ার জন্যে অবশ্যই কিছু সময় লাগবে তাই যদি কেউ পড়তে চান তাহলে দয়া করে পুরোটুকু পড়বেন 👌। যদি একলাইন পড়ে, অন্যলাইন পড়েন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে A To Z 'প্রায় সবকিছুই উল্লেখ করা আছে! 😇

সম্প্রতি শেষ হয়ে গেলো The Grandest Stage Of Them All WRESTLEMANIA। মূলত, আমরা সবাই একটা Pay Per View 'শেষ হওয়ার পরে আরেকটা Pay Per View 'এর অপেক্ষা করি! কিন্তু এবার পুরো আলাদা চিত্র। কারণ এখন আমরা সবাই অপেক্ষা করে আছি একটি লাইভ ইভেন্টের, যেটি অনুষ্ঠিত হবে Saudi Arabia 'তে! এটিকে শুধু লাইভ ইভেন্ট বললে আমাদের ভুল হবে, কারণ এটিকে আমরা একটি P.P.V। 'হিসেবেও ধরতে পারি! Because First Time In WWE History 50 Men Royal Rumble Match 'অনুষ্ঠিত হবে এখানে 😱। পাশাপাশি থাকবে আরো ৭টা টাইটেল ম্যাচ! তাহলে বুঝতেই পারছেন কেমন হতে চলেছে এই ইভেন্টটি! 😊

তবে আজ আমি এই সকল বিষয়ে আলোচনা করতে আসি নি, কারণ অনেকেই আমার পোস্টের হেডলাইন দেখে বুঝে গেছে যে কোন বিষয়ে আলোচনা করব! তাও বলছি, আমি আজ আপনাদের সাথে আলোচনা করব এই শো এর একটি হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যেখানে একে অপরের মুখোমুখি হবে The Beast & The Big Dog। তাদের ম্যাচটি হবে Universal Heavyweight Championship 'এর জন্যে! এখানে আলোচনা করব এই ম্যাচের যাবতীয় বিষয় নিয়ে, পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করবে এই ম্যাচ নিয়ে আমার প্রেডিকশন! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

প্রথমেই বলে রাখি এবারে এই ম্যাচটি কোনো ভাবেই একটি সাধারণ One On One Match 'নয়, এবারে তাদের ম্যাচের স্টিপুলেশন হচ্ছে Steel Cage Match Anything Goes Inside The Cage 😘। তো বুঝতেই পারছেন কেমন হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে! যদি সাধারণ একটি One On One Match 'যেটি এবারের WrestleMania 'অনুষ্ঠিত হয় এতো নজরকাড়া হতে পারে, তাহলে তো এই ম্যাচের কোনো তুলনাই করা চলে না! যাইহোক, এক কথায় এই ম্যাচটি হবে এই শো এর সেরা একটি ম্যাচ তা বলা বাহুল্য!

যদি সবাই তাদের ফিউড সম্বন্ধে জানতে চান তাহলে চলে যেতে হবে কিছু বছর আগের দিনগুলোতে! ২০১৫ সালের Royal Rumble Match 'জিতে 1st Time WrestleMania Main Event 'করার জন্য প্রস্তুত ছিলো Roman Reigns। যেখানে তার প্রতিপক্ষ ছিলো Brock Lesnar। ম্যাচে তাদের দুজনের কেউই জিততে পারে নি কারণ তখনকার Mr। MITB Seth Rollins 'ম্যাচে নিজের কন্ট্রাক্ট ক্যাশ ইন করে ম্যাচটি জিতে নেয়! তারপর WWE 'থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলো Lesnar। তারপরে তাদের ফিউড আবার শুরু হলো গত বছরের Summer Slam 'এ। যদিও তখন ফিউডটি One On One 'ছিলো না!

Then, তাদের ফিউড গড়ায় The Grandest Stage Of Them All 'এর আসরে। তার আগে Elimination Chamber 'এ ম্যাচ জিতে এই ম্যাচটি অর্জন করেছিলো Reigns। যেখানে সবাই জানতো New Universal Champion 'হতে যাচ্ছে Roman। But 'সবাইকে চমকে দেয় Vince McMahon এবং Brock 'এর দ্বারা টাইটেল রিটেইন করায়! তারপরেই এখন তাদের রিম্যাচ পুনরায় হতে চলেছে King Abdullah Stadium 'এ। তাহলে চলুন এখন মেইন আলোচনায় আসা যাক! চলুন জেনে নেই কেনো সবাইকে চমকে দিয়ে Brock 'এর দ্বারা টাইটেল রিটেইন করানো হয়েছিলো :-

• POSSIBLY REASON WHY VINCE McMAHON CHANGED HIS PLAN 

জানা যায়, WrestleMania 'শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই Universal Title Match 'নিয়ে নিজের Plan 'টি বাতিল করে দেয় Vincent Kennedy McMahon। তার কারণটি ছিলো ক্রাউড রিয়েকশন! Roman Reigns নিজে 'তার [Vince] মনের মতো ক্রাউডদের নিজের দিকে আনতে পারে নি, যার কারণে তাকে ফেস করতে হয় অনেক Boo 'এর 😔। আর এই কারণটিই ছিলো এই ম্যাচ প্ল্যান চেঞ্জের মূল হাতিয়ার। তাছাড়াও আরো একটি কারণ আছে সেটি হলো Brock Lesnar's Contract Renew 😮। কিন্তু সবাই জেনেছে যে, Brock 'নিজের কন্ট্রাক্ট রিনিউ করেছে কিন্তু কতদিনের জন্যে এটা এখনও কেউ জানে না আর এটাকে এখনও Revealed 'ও করে নি WWE। মূলত এগুলোই ছিলো ওই ম্যাচ রেজাল্ট চেঞ্জের মূল বিষয়টি! 

আরো একটি কথা বলে রাখি হয়তো এটিই Reigns & Brock 'এর মাঝের শেষ ম্যাচ হবে 😭, কারণ কিছুদিন আগে আমি Social Media 'র কোনো একটি জায়াগাতে লেখা দেখেছিলাম Brock vs Reigns Last Time। এখন এটা কতটুকু সংগতিপূর্ণ সেটা এখনই আমি জোর গলায় বলতে পারছি না! 😇
যাইহোক চলুন তাহলে এবার আলোচনা করি উক্ত ম্যাচের প্রেডিকশন নিয়ে, আমার মতে জানিয়ে দেই কে এই ম্যাচ জেতার জন্য বেশি মুখিয়ে আছে আর কেনো?

• BROCK LESNAR :- প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে আমাদের মাঝে Universal Champion 'হয়ে আছে The Beast। তাই সবাক ভেবেছিলো এবারের WrestleMania 'তেই হয়তো সে টাইটেল ড্রপ করবে কিন্তু সেগুড়ে বালি 😂, Still Universal Champion Brock। যাইহোক, সবাই ভাবছে নিজের কন্ট্রাক্ট রিনিউ করেছে বলে এবার টাইটেল ড্রপ করে নি সে! তাছাড়াও কিছু কিছু সাইটের মতে তার দ্বারা CM Punk 'এর ৪৩৪ দিনের টাইটেল রেইনের রেকর্ডটি ভাঙা হবে, এখন শুধু তারাই জানে কোনটি হবে! এবারের Greatest Royal Rumble Show 'তে নিজের টাইটেল আবারো রিটেইন করতে পারে Brock 😯। 

কারণ হিসেবে বলা আছে ম্যাচে এন্টারফেয়ার কর‍তে পারে Samoa Joe। কিন্তু এটার পসিবিলিটি এখন প্রায় নেই বললেই চলে Because He Is On SDL 😂। তো আরেকটি কথা যেটি রয়েই যায় তা হলো তার Contract। মূলত এর জন্যই এখনও চ্যাম্পিয়ন আছে সে, কারণ যদি সবার কাছে তার কন্ট্রাক্ট Reveal 'হয়ে যায় তাহলে সবাই বুঝে যাবে যে, সে কবে তার টাইটেল হারাবে, এ কারণেই তার কন্ট্রাক্ট এখনও Revealed 'হয় নি! অন্যদিক দিয়ে যদি সত্যিই তার মাধ্যমে Punk 'এর রেকর্ড ব্রেক করানো হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় আসন্ন ম্যাচটি জিততে চলেছে সে! এখন শুধু দেখার পালা! ☺

• Winning Possibility : 50% :-)

• ROMAN REIGNS :- তার সম্বন্ধে তেমন কিছু বলার নেই, শুধু বলব সেও এই ম্যাচটি জিততে পারে! যদি একটু উপরে ফিরে যাই তাহলে বলা যায় WrestleMania 'তে Reigns 'এর দ্বারা টাইটেলটি জেতানো হয় নি তার মূল কারণটি ছিল ক্রাউড রিয়েকশন! আসলে আমেরিকাতে Roman Reigns 'বু এর শিকার হয় এটি সঠিক কিন্তু ভুললে চলবে না যে এবারের ইভেন্টটি আমেরিকায় না সৌদিতে! যেটি অবস্থিত এশিয়া মহাদেশে এবং এই এশিয়া মাহদেশের কিছু দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আরব, জাপান ইত্যাদি এসব দেশে Roman Reigns 'এর Fan Base 'টি অন্যদের তুলনায় একটু বেশি তাই এখানে যে সে প্রচুর চিয়ার্স পাবে তা অনায়াসেই বলা যায় ☺.

আর হয়তো এর বাজে ব্যবহার টি করবে না Vince McMahon। যদি Reigns 'এর দ্বারা এখানে টাইটেল জেতানো হয় তাহলে একদিকে যেমন সে ভালো চিয়ার্স পাবে পাশাপাশি WWE 'ইউনিভার্স পাবে একজন ফুল টাইমার চ্যাম্পিয়ন। তবে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো, Championship 'জিতে তাকে আবার আমেরিকাতেই ফিরতে হবে তাই এদিকেও নজর দেয়া আবশ্যক! তবে এর থেকেও তার জেতার সবথেকে বড় & বিশ্বস্ত Clue 'টি আমি কয়েকদিন আগে পেয়েছিলাম তাদের নিজেদের ওয়েবসাইট থেকেই! 

Clue 'টি :- কয়েকদিন আগে WWE 'নিজেদের ওয়েবসাইটে একটি Pool Open 'করে যার হেডিং ছিলো "If Reigns Win The Universal Title Then Who'll Face Him?"

যেখানে সবথেকে বেশি ভোট পেয়েছিলো Braun Strowman এবং তারপরের অবস্থানে ছিলো Finn Balor। যদি এদিক থেকে দেখি তাহলে বলা যায়, WWE নিজেরাই ট্রাই করছে তার নতুন চ্যালেঞ্জার খোঁজার Reigns 'এর জন্যে তাও Universal Champions 'হিসেবে 😮। তবে বলা বাহুল্য যে, WWE 'এর সব Pool 'সঠিক হয় না কারণ এর আগে আমরা দেখেছিলাম তারা একটি Pool Create 'করে এটা জানার জন্য যে কাকে সবাই Rumble 'বিজয়ী হিসেবে দেখতে চায়? যেখানে সবথেকে বেশি ভোট পেয়েছিলো Finn Balor, কিন্তু এটা করা হয় নি! তাই তাদের Pool 'গুলোতে সবসময় বিশ্বাস করা ঠিক হবে না আমাদের 😂। তাছাড়াও Beating Ods, Spoilers, Observer 'তারাও Reigns 'কে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখার জন্যে বলেছে! 😇

• Winning Possibility : 50% :-)

শেষ করার আগে আরেকটি বিষয় আপনাদের জানাবো যে অনেকেই Notice 'করেছে আমি বলেছি তাদের মাঝে এবারই শেষ ম্যাচ হতে পারে এটি বলার কারণ, যদি Roman Reigns New Champion 'হয় তাহলে লিভ নেবে Brock। অন্যদিকে, যদি Brock 'জিতে তাহলে সে নতুন কারো সাথে ফিউডে ঢুকবে এদিক থেকে যার নাম সবার সামনে সে হলো The Dominator Bobby Lashly। 😉


আজ এখানেই শেষ করছি, এতোক্ষন ধৈর্য্য নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ <3
উক্ত পোস্ট সম্বন্ধে নিজের মতামত জানাতে ভুলবেন না! কমেন্ট সেকশনে শেয়ার করুন আপনার নিজস্ব মতামত, আমাকে জানিয়ে দিন আপনারা কি পছন্দ করবেন? নতুন চ্যাম্পিয়ন নাকি Brock 'এর সাথে নতুন কারো ফিউড 😕 এবং হ্যাঁ, সবসময় আমাদের সাথেই থাকবেন..! 😌

ALWAYS STAY CONNECTED :-)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo

প্রিভিউ : Roman Vs. Brock, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ।


সবার আগেই বলে রাখি এটি একটি বিশ্লেষণধর্মী পোস্ট, তো এটা পুরো পড়ার জন্যে অবশ্যই কিছু সময় লাগবে তাই যদি কেউ পড়তে চান তাহলে দয়া করে পুরোটুকু পড়বেন 👌। যদি একলাইন পড়ে, অন্যলাইন পড়েন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে A To Z 'প্রায় সবকিছুই উল্লেখ করা আছে! 😇

সম্প্রতি শেষ হয়ে গেলো The Grandest Stage Of Them All WRESTLEMANIA। মূলত, আমরা সবাই একটা Pay Per View 'শেষ হওয়ার পরে আরেকটা Pay Per View 'এর অপেক্ষা করি! কিন্তু এবার পুরো আলাদা চিত্র। কারণ এখন আমরা সবাই অপেক্ষা করে আছি একটি লাইভ ইভেন্টের, যেটি অনুষ্ঠিত হবে Saudi Arabia 'তে! এটিকে শুধু লাইভ ইভেন্ট বললে আমাদের ভুল হবে, কারণ এটিকে আমরা একটি P.P.V। 'হিসেবেও ধরতে পারি! Because First Time In WWE History 50 Men Royal Rumble Match 'অনুষ্ঠিত হবে এখানে 😱। পাশাপাশি থাকবে আরো ৭টা টাইটেল ম্যাচ! তাহলে বুঝতেই পারছেন কেমন হতে চলেছে এই ইভেন্টটি! 😊

তবে আজ আমি এই সকল বিষয়ে আলোচনা করতে আসি নি, কারণ অনেকেই আমার পোস্টের হেডলাইন দেখে বুঝে গেছে যে কোন বিষয়ে আলোচনা করব! তাও বলছি, আমি আজ আপনাদের সাথে আলোচনা করব এই শো এর একটি হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যেখানে একে অপরের মুখোমুখি হবে The Beast & The Big Dog। তাদের ম্যাচটি হবে Universal Heavyweight Championship 'এর জন্যে! এখানে আলোচনা করব এই ম্যাচের যাবতীয় বিষয় নিয়ে, পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করবে এই ম্যাচ নিয়ে আমার প্রেডিকশন! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

প্রথমেই বলে রাখি এবারে এই ম্যাচটি কোনো ভাবেই একটি সাধারণ One On One Match 'নয়, এবারে তাদের ম্যাচের স্টিপুলেশন হচ্ছে Steel Cage Match Anything Goes Inside The Cage 😘। তো বুঝতেই পারছেন কেমন হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে! যদি সাধারণ একটি One On One Match 'যেটি এবারের WrestleMania 'অনুষ্ঠিত হয় এতো নজরকাড়া হতে পারে, তাহলে তো এই ম্যাচের কোনো তুলনাই করা চলে না! যাইহোক, এক কথায় এই ম্যাচটি হবে এই শো এর সেরা একটি ম্যাচ তা বলা বাহুল্য!

যদি সবাই তাদের ফিউড সম্বন্ধে জানতে চান তাহলে চলে যেতে হবে কিছু বছর আগের দিনগুলোতে! ২০১৫ সালের Royal Rumble Match 'জিতে 1st Time WrestleMania Main Event 'করার জন্য প্রস্তুত ছিলো Roman Reigns। যেখানে তার প্রতিপক্ষ ছিলো Brock Lesnar। ম্যাচে তাদের দুজনের কেউই জিততে পারে নি কারণ তখনকার Mr। MITB Seth Rollins 'ম্যাচে নিজের কন্ট্রাক্ট ক্যাশ ইন করে ম্যাচটি জিতে নেয়! তারপর WWE 'থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলো Lesnar। তারপরে তাদের ফিউড আবার শুরু হলো গত বছরের Summer Slam 'এ। যদিও তখন ফিউডটি One On One 'ছিলো না!

Then, তাদের ফিউড গড়ায় The Grandest Stage Of Them All 'এর আসরে। তার আগে Elimination Chamber 'এ ম্যাচ জিতে এই ম্যাচটি অর্জন করেছিলো Reigns। যেখানে সবাই জানতো New Universal Champion 'হতে যাচ্ছে Roman। But 'সবাইকে চমকে দেয় Vince McMahon এবং Brock 'এর দ্বারা টাইটেল রিটেইন করায়! তারপরেই এখন তাদের রিম্যাচ পুনরায় হতে চলেছে King Abdullah Stadium 'এ। তাহলে চলুন এখন মেইন আলোচনায় আসা যাক! চলুন জেনে নেই কেনো সবাইকে চমকে দিয়ে Brock 'এর দ্বারা টাইটেল রিটেইন করানো হয়েছিলো :-

• POSSIBLY REASON WHY VINCE McMAHON CHANGED HIS PLAN 

জানা যায়, WrestleMania 'শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই Universal Title Match 'নিয়ে নিজের Plan 'টি বাতিল করে দেয় Vincent Kennedy McMahon। তার কারণটি ছিলো ক্রাউড রিয়েকশন! Roman Reigns নিজে 'তার [Vince] মনের মতো ক্রাউডদের নিজের দিকে আনতে পারে নি, যার কারণে তাকে ফেস করতে হয় অনেক Boo 'এর 😔। আর এই কারণটিই ছিলো এই ম্যাচ প্ল্যান চেঞ্জের মূল হাতিয়ার। তাছাড়াও আরো একটি কারণ আছে সেটি হলো Brock Lesnar's Contract Renew 😮। কিন্তু সবাই জেনেছে যে, Brock 'নিজের কন্ট্রাক্ট রিনিউ করেছে কিন্তু কতদিনের জন্যে এটা এখনও কেউ জানে না আর এটাকে এখনও Revealed 'ও করে নি WWE। মূলত এগুলোই ছিলো ওই ম্যাচ রেজাল্ট চেঞ্জের মূল বিষয়টি! 

আরো একটি কথা বলে রাখি হয়তো এটিই Reigns & Brock 'এর মাঝের শেষ ম্যাচ হবে 😭, কারণ কিছুদিন আগে আমি Social Media 'র কোনো একটি জায়াগাতে লেখা দেখেছিলাম Brock vs Reigns Last Time। এখন এটা কতটুকু সংগতিপূর্ণ সেটা এখনই আমি জোর গলায় বলতে পারছি না! 😇
যাইহোক চলুন তাহলে এবার আলোচনা করি উক্ত ম্যাচের প্রেডিকশন নিয়ে, আমার মতে জানিয়ে দেই কে এই ম্যাচ জেতার জন্য বেশি মুখিয়ে আছে আর কেনো?

• BROCK LESNAR :- প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে আমাদের মাঝে Universal Champion 'হয়ে আছে The Beast। তাই সবাক ভেবেছিলো এবারের WrestleMania 'তেই হয়তো সে টাইটেল ড্রপ করবে কিন্তু সেগুড়ে বালি 😂, Still Universal Champion Brock। যাইহোক, সবাই ভাবছে নিজের কন্ট্রাক্ট রিনিউ করেছে বলে এবার টাইটেল ড্রপ করে নি সে! তাছাড়াও কিছু কিছু সাইটের মতে তার দ্বারা CM Punk 'এর ৪৩৪ দিনের টাইটেল রেইনের রেকর্ডটি ভাঙা হবে, এখন শুধু তারাই জানে কোনটি হবে! এবারের Greatest Royal Rumble Show 'তে নিজের টাইটেল আবারো রিটেইন করতে পারে Brock 😯। 

কারণ হিসেবে বলা আছে ম্যাচে এন্টারফেয়ার কর‍তে পারে Samoa Joe। কিন্তু এটার পসিবিলিটি এখন প্রায় নেই বললেই চলে Because He Is On SDL 😂। তো আরেকটি কথা যেটি রয়েই যায় তা হলো তার Contract। মূলত এর জন্যই এখনও চ্যাম্পিয়ন আছে সে, কারণ যদি সবার কাছে তার কন্ট্রাক্ট Reveal 'হয়ে যায় তাহলে সবাই বুঝে যাবে যে, সে কবে তার টাইটেল হারাবে, এ কারণেই তার কন্ট্রাক্ট এখনও Revealed 'হয় নি! অন্যদিক দিয়ে যদি সত্যিই তার মাধ্যমে Punk 'এর রেকর্ড ব্রেক করানো হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় আসন্ন ম্যাচটি জিততে চলেছে সে! এখন শুধু দেখার পালা! ☺

• Winning Possibility : 50% :-)

• ROMAN REIGNS :- তার সম্বন্ধে তেমন কিছু বলার নেই, শুধু বলব সেও এই ম্যাচটি জিততে পারে! যদি একটু উপরে ফিরে যাই তাহলে বলা যায় WrestleMania 'তে Reigns 'এর দ্বারা টাইটেলটি জেতানো হয় নি তার মূল কারণটি ছিল ক্রাউড রিয়েকশন! আসলে আমেরিকাতে Roman Reigns 'বু এর শিকার হয় এটি সঠিক কিন্তু ভুললে চলবে না যে এবারের ইভেন্টটি আমেরিকায় না সৌদিতে! যেটি অবস্থিত এশিয়া মহাদেশে এবং এই এশিয়া মাহদেশের কিছু দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আরব, জাপান ইত্যাদি এসব দেশে Roman Reigns 'এর Fan Base 'টি অন্যদের তুলনায় একটু বেশি তাই এখানে যে সে প্রচুর চিয়ার্স পাবে তা অনায়াসেই বলা যায় ☺.

আর হয়তো এর বাজে ব্যবহার টি করবে না Vince McMahon। যদি Reigns 'এর দ্বারা এখানে টাইটেল জেতানো হয় তাহলে একদিকে যেমন সে ভালো চিয়ার্স পাবে পাশাপাশি WWE 'ইউনিভার্স পাবে একজন ফুল টাইমার চ্যাম্পিয়ন। তবে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো, Championship 'জিতে তাকে আবার আমেরিকাতেই ফিরতে হবে তাই এদিকেও নজর দেয়া আবশ্যক! তবে এর থেকেও তার জেতার সবথেকে বড় & বিশ্বস্ত Clue 'টি আমি কয়েকদিন আগে পেয়েছিলাম তাদের নিজেদের ওয়েবসাইট থেকেই! 

Clue 'টি :- কয়েকদিন আগে WWE 'নিজেদের ওয়েবসাইটে একটি Pool Open 'করে যার হেডিং ছিলো "If Reigns Win The Universal Title Then Who'll Face Him?"

যেখানে সবথেকে বেশি ভোট পেয়েছিলো Braun Strowman এবং তারপরের অবস্থানে ছিলো Finn Balor। যদি এদিক থেকে দেখি তাহলে বলা যায়, WWE নিজেরাই ট্রাই করছে তার নতুন চ্যালেঞ্জার খোঁজার Reigns 'এর জন্যে তাও Universal Champions 'হিসেবে 😮। তবে বলা বাহুল্য যে, WWE 'এর সব Pool 'সঠিক হয় না কারণ এর আগে আমরা দেখেছিলাম তারা একটি Pool Create 'করে এটা জানার জন্য যে কাকে সবাই Rumble 'বিজয়ী হিসেবে দেখতে চায়? যেখানে সবথেকে বেশি ভোট পেয়েছিলো Finn Balor, কিন্তু এটা করা হয় নি! তাই তাদের Pool 'গুলোতে সবসময় বিশ্বাস করা ঠিক হবে না আমাদের 😂। তাছাড়াও Beating Ods, Spoilers, Observer 'তারাও Reigns 'কে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখার জন্যে বলেছে! 😇

• Winning Possibility : 50% :-)

শেষ করার আগে আরেকটি বিষয় আপনাদের জানাবো যে অনেকেই Notice 'করেছে আমি বলেছি তাদের মাঝে এবারই শেষ ম্যাচ হতে পারে এটি বলার কারণ, যদি Roman Reigns New Champion 'হয় তাহলে লিভ নেবে Brock। অন্যদিকে, যদি Brock 'জিতে তাহলে সে নতুন কারো সাথে ফিউডে ঢুকবে এদিক থেকে যার নাম সবার সামনে সে হলো The Dominator Bobby Lashly। 😉


আজ এখানেই শেষ করছি, এতোক্ষন ধৈর্য্য নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ <3
উক্ত পোস্ট সম্বন্ধে নিজের মতামত জানাতে ভুলবেন না! কমেন্ট সেকশনে শেয়ার করুন আপনার নিজস্ব মতামত, আমাকে জানিয়ে দিন আপনারা কি পছন্দ করবেন? নতুন চ্যাম্পিয়ন নাকি Brock 'এর সাথে নতুন কারো ফিউড 😕 এবং হ্যাঁ, সবসময় আমাদের সাথেই থাকবেন..! 😌

ALWAYS STAY CONNECTED :-)
• লেখক ঃ ‎Shah Tanvir Islam Shuvo