প্রি-শো তে কোনো ম্যাচ হয় নি। মেইন শো কিক অফ হয় ম্যাচ দিয়ে।
• Match 1
◘ HHH vs John Cena
ক্রাউড এর চিয়ার্স শোনা যায় শুরু থেকেই। চেইন রেসলিং (গুঁতাগুঁতি/টেস্ট অব শক্তি 😛) এর মাধ্যমেই শুরু হয় ম্যাচ। HHH Cena কে মকিং করতে থাকে। সত্যের পথিক মাইর খেলে ক্রাউড নিরব থাকে আর যখনি Cena মারে ক্রাউড চেঁচায় 😒। তখন HHH Pedigree হিট করতে ব্যার্থ হয় আর Cena ব্যার্থ হয় Five Knuckle Shuffle হিট করতে। তখন HHH হিট করে Five Knuckle Shuffle। পরে Cena Flying মুভ হিট করতে চাইলে তাকে Spinebuster হিট করে HHH। পরে Cena লক করে STF। HHH কাউন্টার করে হিট করে Spinebuster। তারপর সিনা হিট করে Five Knuckle Suffle আর AA। পিন করে এবং খুবই নিয়ার ফল। ক্রাউড এর চেহারা দেখার মোতো ছিল। পরে আবার Cena হিট করতে চায় AA কিন্তু HHH কাউন্টার করে হিট করে Pedigree এবং নিয়ার ফল। পরে আবার STF লক করে সিনা। HHH কাউন্টার করে CrossFace লক করে। Cena তা কাউন্টার করে AA হিট করে এবং হিট করে Slingshot আর আরেকটি AA হিট করে ম্যাচ জিতে নেয় সিনা।
♦ Winner : John Cena by Pinfall
Match এর পরে John Cena একটি প্রোমো কাটে সৌদিআরব এর Universe কে ধন্যবাদ জানিয়ে।
• Match 2
◘ Kalisto vs Cedric Alexander (Cruiserweight Title)
শুরু থেকেই ম্যাচ এ অনেক মুভস এর ব্যাবহার হয়। বেশ কিছু ফ্লাইং মুভস দেখা যায়। এক পর্যায়ে Sling DDT হিট করে Kalisto কিন্ত কিক আউট করে Cedric। ম্যাচ এর শেষ পর্যায় এ Lumbar Check হিট করে জিতে যায় Cedric Alexander
♦ Winner : Cedric Alexander via Pinfall & Still the champ
• Match 3
◘ Bray Wyatt & Matt Hardy vs The Bar। (Raw Tag Team Titles)
প্রথমে ডমিনেট করে টিম Hardy। তারা ডাবল টিমস ও হিট করে। তবে চুরামি করে ম্যাচ এর কনট্রোল নেয় Bar। এবং ডাবল টিমস হিট করতে থাকে তারা। মার খেতে থাকে Matt। এক পর্যায়ে Sheamus কে Side Effect হিট করে Bray কে ট্যাগ করে Matt। পরে The Bar Bray কে ডাবল টিমস হিট করে পিন করে। কিন্তু পিন ব্রেক করে Matt এবং Twist Of Fate হিট করে। তখন Cole অতিরিক্ত উত্তেজনায় Twist Of Fate কে Side Effect বলে ফেলে 😂। পরে Bray Matt কে Tag করে এবং Sister Abagail ও Twist Of Fate হিট করে ম্যাচ জিতে নেয় টিম Hardy
♦ Winners : Matt Hardy & Bray Wyatt via Pinfall & new champions
• Match 4
◘ Jeff Hardy vs Jinder Mahal (W/ Sunil Singh) (US Title)
বু এর মাধ্যমে রিং আসে Jinder। শুরুতে ডমিনেট করে Jeff কিন্তু ফাইট ব্যাক করে Jinder। পরে আবার ডমিনেট করতে থাকে Jeff Hardy। Twist Of Fate হিট করতে ব্যার্থ হয়। কিন্তু হিট করে Whisper In The Wind এবং কিক আউট করে Jinder। (এই মুভটি রিসিভ করতে খুব হাস্যকর ভাবে বচ করে Jinder) পরে Sunil ডিস্ট্রেক্ট করে Jeff কে তখন Khallas হিট করতে ব্যার্থ হয় Jinder তখন Twist Of Fate ও Swanton Bomb হিট করে ম্যাচ জিতে নেয় Jeff Hardy
♦ Winner : Jeff Hardy via Pinfall & still the champ
(এশার নামাজের বিরতি)
ইন্টারভিউ নেওয়া হয় Chris Jericho এর।
ইন্টারভিউ নেওয়া হিয় Daniel Bryan এর।
• Match 5
◘ The usos vs The Bludgeon Brothers (SD Tag Title)
Usos এর টাইটানট্রন এনিমেশন আসতে দেরি হয়ে যায় প্রায় ১২ সেকেন্ড।😛 পরে রিং এ আসে Bludgeon Brothers। শুরু থেকেই তারা ডমিনেট করে এবং ডাবল টিম মুভস ব্যাবহার করে। পরে ফাইট ব্যাক করে Usos এবং ডাবল টিমস হিট করে। কিন্তু আবার ও ডমিনেট করা শুরু করে Bludgeon Brothers এবং তাদের ফিনিশার হিট করে ম্যাচ জিতে যায়। আজ Naomi নেই বলে। 😞
♦ Winners : The Bludgeon Brothers via Pinfall & still the champ
• Match 6
◘ Seth Rollins vs Samoa Joe vs The Miz vs Finn Bálor (Leddar Match for IC Championship)
একে একে চিয়ার্স এর মাধ্যমে রিং এ আসে তারা। শুরু থেকেই মুভস এর ছড়াছড়ি। Miz বাইরে পড়ে থাকলে তাকে দুইটি Suicide Dive হিট করে Rollins। পরে Leddar নিয়ে Joe কে ডাবল টিমস হিট করে Miz-Rollins। তখন Finn সবার উপরে Suicide Dive হিট করে। কিন্তু Joe সবাইকে মেরে উঠার চেষ্টা করে কিন্তু তাকে Finn বাঁধা দেয়। এভাবেই প্রত্যেকের চেষ্টা চলতে থাকে কিছুক্ষণ। পরে Finn আর Rollins লেডার এর উপর উঠে একে অন্যকে মারতে থাকে। তখন Miz আর Joe মিলে তাদের ফেলে দেয় এবং Joe Miz কে মারে আর Seth ও Finn লেডার হিট করে রিং এর বাইরে ফেলে দেয়। তখন ফাইট ব্যাক করে Finn এবং Slingblade হিট করে Coup De Grace হিট করতে চায় তখন আসে Seth। Joe তখন সবাইকে Superplex হিট করে। পরে Miz লেডার এ তার ফিনিশার হিট করে Joe এর উপর। তখন সে উঠতে চাইলে তাকে বাঁধা দেয় Seth। পরে লেডার এর উপর Miz কে Coup De Grace হিট করে Finn। চ্যান্ট হয় This Is Awesome। তখন আবার Joe ডমিনেট করা শুরু করে। কিন্তু Joe কে ফেলে উঠতে চায় Finn কিন্তু (Wow) হঠাৎ Seth Springboard করে লেডার এ ঝাপ দিয়ে Finn এর চোখের পলকে Title নিয়ে মাটিতে পড়ে যায় Seth। এই মোমেন্টটি আপনার নিজের চোখে দেখা উচিৎ। Finn এর চোখের উপরে কিছুটা কেঁটে যায়।
♦ Winner : Seth Rollins & still the champ
৪ জন সৌদির রেসলার দের ইন্ট্রডিউস করা হয়। তখন এক ইরানি রেসলার (অনেক বু পায়া আসে রিং এ) তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে সে সৌদির এক রেসলার কে ধাক্কা দেয়। তখন তার চামচা তারে পিছন থেকে আঘাত করে। ( আপন মানুষকে বিশ্বাস করলে যা হয় আরকি) পরে তাদের কে ৪ জন মিলে আচ্ছা আড়ং ধোলাই দেয়।
• Match 7
◘ Shinsuke Nakamura vs AJ Styles (WWE Title)
চিয়ার্স এর মাধ্যমে রিং এ আসে Styles। এই ম্যাচ ঠিক প্রথম ম্যাচ এর মতো ধীরগতিতে Chain Wrestling এর মাধ্যমে শুরু হয়। এই গুঁতাগুঁতি র মধ্যে খুব জট পাকায় একে অন্যের সাথে। AJ র আক্রমণ এ বোঝা যায় Low Blow গুলার প্রতিশোধ তুলছে। পরে Nakamura ম্যাচ এর কন্ট্রোল নেয়। কিছু এপ্রোন মুভস হিট করে। কিন্তু ফাইট ব্যাক করে Styles। অনেক আক্রমণাত্মক দেখা যায় তাকে। বারবার পিন করতে থাকে সে। কিন্তু তখন ফাইট ব্যাক করে Nakamura আর Kinsashaa হিট করতে চাইলে তাকে রোল আপ করে AJ কিন্তু কিক আউট করলে তাকে Culf Crusher লক করে AJ।
পরে রোপ ব্রেক করে সে। তারপর কিছুক্ষণ ঘুসাঘুসি করে Armbar লক করে পরে AJ কাউন্টার করে Phenomenal Forearm হিট করতে চাইলে Nakamura সরে যায় এবং রেফারির উপর পরে AJ। এই সুযোগে আবার Low Blow মারে Nakamura। পরে সে Kinsashaa হিট করতে গেলে AJ তা কাউন্টার করে। Nakamura বাইরে পরে যায়। তখন AJ নিচে গেলে Double Countout হয় এবং ম্যাচ ড্র হয়।
♦ Result : Match Drawn & still champ AJ Styles
কাউন্ট আউট হয়ে AJ Nakamura কে মারতে থাকে। তাকে বেরিকেড এর মধ্যে দিয়ে মারে। এবং পরে একটি Phenomenal Forearm হিট করে । তারপর Title পোজ দিয়ে চলে যায় AJ Styles
• Match 8
◘ Rusev vs The Undertaker (Casket Match)
প্রথমে আসে Rusev। তারপর হিউজ চিয়ার্স এর মাধ্যমে রিং এ আসেন The UnderTaker। ম্যাচ এর শুরু থেকেই Rusev ভয় পেতে থাকে এবং রিং থেকে বাইরে চলে যায়। কিন্তু UnderTaker তার পেছনে গিয়ে তাকে আক্রমণ করেন। পরে ফাইটব্যাক করে Rusev কিন্তু তখন UnderTaker হিট করেন Old School। পরে তাকে বাইরে নিয়ে কিছুক্ষণ মারেন এবং এপ্রোন এ Leg Drop হিট করেন এবং তাকে Casket এ রাখেন কিন্তু English এর জন্য তা বন্ধ করতে পারে না। তখন UnderTaker English কে মারতে যায় এবং রিং আসলে তাকে Kick করে মারতে থাকে। পরে সে তার ফিনিশার লক করে Undertaker কে Casket এ ফেলতে চায় কিন্তু তিনি তার স্টাইলে উঠে বসেন। পরে Rusev কে একটি Chokeslam হিট করে তাকে Casket এ ফেলেন। কিন্তু এবার রিং এ এসে Undetaker কে English বাঁধা দেয়। তখন Taker তাকে একটি ChokeSlam ও Tombstone হিট করেন এবং Casket এ ফেলে Casket বন্ধ করে দেন। এবং ম্যাচ টি জিতে নেন।
♦ Winner : The Undertaker।
• Match 9
◘ Roman Reigns vs Brock Lesnar (Steel Cage for Universal Title)
অনেকদিন পর চিয়ার্স এর মাধ্যমে রিং এ আসে Roman Reigns আর Brock Lesnar। সেই খালি স্পেশাল চারটা মুভের খেলা। প্রথমেই Roman একটি Superman Punch হিট করতে চায় কিন্তু তাকে ক্যাচ করে চারটি Suplex মারে এবং 1 টি F-5 হিট করে। আবার F-5 হিট করতে চাইলে Roman কাউন্টার করে ৩ টি Superman Punch হিট করে। তখন Spear হিট করতে চাইলে Brock কাউন্টার করে এবং Roman কেইজ এর উপর দিয়ে যেতে চায়। কিন্তু Lesnar Roman কে আটকায় এবং সে নিজে যাবার চেষ্টা করে কিন্তু Roman আটকায় এবং ৩ টি Spear হিট করে দরজা দিয়ে যেতে চায় কিন্তু Paul Heyman এর জন্য সে যেতে পারে না। তখন Lesnar Roman কে ১টি F-5 হিট করে পিন করে। কিন্তু কিক আউট করে Reigns। পরে Roman Spear হিট করে পিন করে কিন্তু কিক আউট। পরে সে কিছু চেয়ার শট হিট করে এবং হিট করে Superman Punch। পরে Lesnar এপ্রোন এর উপর থাকলে তাকে Roman Through The Cage Spear হিট করে। এতে Brock এর বডি আগে ফ্লোর টাচ করে এবং সে ম্যাচ জিতে যায়।
♦ Winner : Brock Lesnar & still the champ
• Match 10
◘ Greatest Royal Rumble
Entry ১ Daniel Bryan এবং ২ Dolph Ziggler। ৩ এ আসে Sin Cara তাকে এলিমিনেট করে Ziggler। ৪ এ আসে Curtis Axel। এবং ৫ এ Mark Henry সে Axel কে এলিমিনেট করে। ৬ এ আসে Mike Kanelles এবং Henry তাকে এলিমিনেট করে। ৭ এ আসে Hiroki Sumi তাকে এলিমিনেট করে Henry এবং Henry কে এলিমিনেট করে Bryan আর Ziggler। ৮ এ আসে Viktor তাকে এলিমিনেট করে Bryan। ৯ এ আসে Kofi ১০ এ Tony Nese ১১ এ Dash Walder তাকে এলিমিনেট করে Tony এবং ১২ এ আসে Hornswoogle। ১৩ এ Primo। তখন রিং এ থাকে ৫ জন। ১৪ এ আসে Xavier Woods। এবং Kofi র সাথে টিম করে খেলতে থাকে। এবারো Kofi Xavier এর জন্য এলিমিনেট হওয়া থেকে বাঁচায়। তারা দুজনে Tony Nese কে এলিমিনেট করে। ১৫ এ আসে BO Dallas। ১৬ নম্বরে আসে Kurt Angle এবং তখন এলিমিনেট করে Dallas,Primo এবং Dolph কে। ১৭ এ আসে Skott Dowson।
১৮ এ আসে Goldust। ১৯ নম্বর এ আসে Konnor। ২০ নম্বর এ আসে Elias। সে এলিমিনেট করে Kofi,Xavier এবং Konnor কে। ২১ আসে Luke Gallows। Elias এলিমিনেট করে Kurt কে। ২২ এ আসে Rhyno। ২৩ এ আসে Drew Gulak। ২৪ এ আসে Tucker Knight। নম্বর ২৫ Bobby Roode। Dawson এলিমিনেট হয় নিজে নিজে। ২৬ এ আসে Fandango। ২৭ এ আসে Chad Gable। Here we go ২৮ এ আসল Rey Mysterio। এবং এলিমিনেট করে Gallows কে। ২৯ এ আসে Mojo এবং এলিমিনেট করে Fandango কে। ৩০ এ আসে Tyler Breeze। এবং তাকে এলিমিনেট করে Mojo। ৩১ এ আসে Big E। সে Tucker কে বাদ করে। ৩২ এ আসে Karl Anderson। ৩৩ এ আসে Apollo এবং Chad কে এলিমিনেট করে। ৩৪ এ আসে Roderick Strong এবং এলিমিনেট করে Rhyno কে। ৩৫ এ আসে Randy Orton। এবং Karl কে, Mojo ও Appolo কে এলিমিনেট করে। ৩৬ এ আসে Heath Slater। ৩৭ এ আসে Babatunde। ৩৮ এ আসে Baron Corbin। ৩৯ এ আসে Titus O'Neil।
তখন সে রিং এ ঢুকতে গিয়ে রিং এর নিচে পড়ে যায় 😂। ৪০ এ আসে Dan Matha। ৪১ এ আসে Monstar Among Man Stowman। সে Babatunde কে, Big E কে ও Dan Matha কে এলিমিনেট করে। ৪২ হলো Tye Dillenger। তাকে এবং Titus কে এলিমিনেট করে Braun। Rey কে Corbin, Corbin কে Randy ও Randy কে Elias এলিমিনেট করে। ৪৩ এ আসে Curt Hawkins। তাকে এলিমিনেট করে Braun। ৪৪ এ আসে Lashley। Elias কে এলিমিনেট করে Lashley। ৪৫ এ আসে Great Khali। Lashley ও Braun তাকে এলিমিনেট করে। ৪৬ এ আসে Kevin Owense। ৪৭ এ আসে Shane O Mac। ৪৮ এ আসে Benjamin। ৪৯ এ আসে Big Cass।
And ৫০ নাম্বার এ আসে The GOAT Chris Jericho। তখন এলিমিনেট হয় Benjamin Jericho র দ্বারা। Shane টপ রোপ এ উঠলে তাকে Table এর উপর ফেলে বাদ করে Braun। পরে সে এলিমিনেট করে Lashley, Jericho ও Kevin কে। এবং ১ ঘন্টা ১৬ মিনিট ধরে থাকা Daniel Bryan কে এলিমিনেট করে Big Cass। Final 2। Cass vs Braun।
এবং Cass কে এলিমিনেট করে Greatest Royal Rumble জিতে নেয় Braun Strowman। এবং জেতে একটি ট্রফি ও বেল্ট।
♦ Winner : Braun Strowman
[পড়ার জন্য ধন্যবাদ। পেজের সাথেই থাকবেন।]
• লেখক ঃ ** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা **
রেসলিং FAQ : WWE সম্পর্কিত সমস্ত অজানা বিষয় দেখতে এখানে ক্লিক করুন।