গতকাল Saudi Arabia তে প্রথমবারের মতো Greatest Royal Rumble অনুষ্ঠিত হয়
সম্প্রতি শেষ হয়ে গেলো WWE 'এর অন্যতম সেরা একটি ইভেন্ট "Greatest Royal Rumble Show". যেটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় (রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)। সেখানে সবথেকে উত্তেজনাকর ম্যাচ ছিলো "50 Man's Royal Rumble Match". ম্যাচটি অত্যন্ত ভালো ছিলো এবং তারই পাশাপাশি এই ম্যাচটির মাধ্যমে আজ ব্রেক হয়ে গেলো দুইটি রেকর্ড 😮 -
• "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার রেকর্ডটি গড়েছিলো Rey Mysterio. সে ২০০৬ সালের "Royal Rumble" ম্যাচে এই রেকর্ড করে, তার টিকে থাকার সময়কাল ছিলো ১ ঘন্টা ০২ মিনিট ১২ সেকেন্ড! যেটি আজ ব্রেক করে দিলো "Daniel Bryan", নতুন রেকর্ড অনুযায়ী এখন কোনো "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার সময়কাল হচ্ছে ১ ঘন্টা ১৬ মিনিট ১৪ সেকেন্ড! 😮
• ২০১৪ সালে ১২ জনকে Eliminate 'করে সবথেকে বেশি Elimination 'এর রেকর্ড গড়েছিলো "Roman Reigns". যেটি আজ ব্রেক হয় "Braun Strowman" এর দ্বারা। উল্লেখ্য যে, "Braun" আজ সবমিলিয়ে মোট ১৩ টি Elimination 'করে! 😇
তবে, গতকালের সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল Roman Reigns 🆚 Brock Lesnar :
সম্প্রতি শেষ হয়ে গেলো WWE 'এর অন্যতম সেরা একটি ইভেন্ট "Greatest Royal Rumble Show". যেটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় (রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)। সেখানে সবথেকে উত্তেজনাকর ম্যাচ ছিলো "50 Man's Royal Rumble Match". ম্যাচটি অত্যন্ত ভালো ছিলো এবং তারই পাশাপাশি এই ম্যাচটির মাধ্যমে আজ ব্রেক হয়ে গেলো দুইটি রেকর্ড 😮 -
• "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার রেকর্ডটি গড়েছিলো Rey Mysterio. সে ২০০৬ সালের "Royal Rumble" ম্যাচে এই রেকর্ড করে, তার টিকে থাকার সময়কাল ছিলো ১ ঘন্টা ০২ মিনিট ১২ সেকেন্ড! যেটি আজ ব্রেক করে দিলো "Daniel Bryan", নতুন রেকর্ড অনুযায়ী এখন কোনো "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার সময়কাল হচ্ছে ১ ঘন্টা ১৬ মিনিট ১৪ সেকেন্ড! 😮
• ২০১৪ সালে ১২ জনকে Eliminate 'করে সবথেকে বেশি Elimination 'এর রেকর্ড গড়েছিলো "Roman Reigns". যেটি আজ ব্রেক হয় "Braun Strowman" এর দ্বারা। উল্লেখ্য যে, "Braun" আজ সবমিলিয়ে মোট ১৩ টি Elimination 'করে! 😇
তবে, গতকালের সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল Roman Reigns 🆚 Brock Lesnar :
এই ম্যাচটি, আর ম্যাচটির ফলাফল নিয়ে বর্তমানে আমরা সবাই অখুশী। ম্যাচটাতে যদিও Roman Reigns জিতেছে বলা চলে । কারণ পিকটাতে ভালোভাবে লক্ষ করলে আপনারা দেখতে পাবেন যে Roman Reigns এর পা মাটিতে পড়ে আছে। আর যেখানে Brock Lesnar কেজের উপরেই শুয়ে আছে। এখন স্টিল কেজ ম্যাচের নিয়মানুযায়ী Roman Reigns ম্যাচটায় জিতেছে, কিন্তু কেজের একাংশ ভেংগে জাওয়ায় রেফারীরা ম্যাচটিকে বাতিল ঘোষনা করেন আর Brock Lesnar কে স্টিল চ্যাম্পিয়ন ঘোষনা করেন।
এখন মূল কোথায় আসি গতকালের ম্যাচটায় যে Roman Reigns কে চ্যাম্পিয়ন করা হবে না সেটা আমি এর আগেই বলেছি। কিন্তু হ্যাঁ Roman Reigns কে চ্যাম্পিয়ন করা হবে এবং সেটা এই বছরের মধ্যেই করা হবে। . যেহেতু গতকালের ম্যাচটিতে রুলস অনুযায়ী Roman Reigns বিজয়ী, তাই সামনে Raw তে তাকে আবারোও Brock Lesnar এর মুখোমুখি হবার জন্য ঘোষনা দেওয়া হতে পারে। আবার যেহেতু সামনে WWE Backlash অনুষ্ঠিত হতে যাচ্ছে আর যেখানে Samoa Joe Vs Roman Reigns ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখন এমনটিও হতে পারে যে ম্যাচটিতে যে জিতবে সেই Brock Lesnar এর মুখোমুখি হবে। আর এভাবেই Roman Reigns কে Brock Lesnar এর মুখোমুখি হবার জন্য আরেকটি সূযোগ দেওয়া হতে পারে।
আবার যেহেতু Backlash এর পরবর্তী পিপিভি খুব সম্ভবত Money in the Bank So এবারের Money in the Bank এ আমরা Roman Reigns vs Brock Lesnar ম্যাচটি আবারোও দেখতে পারি। আর ততোদিনে Cm Punk এর ৪৩৪ দিন চ্যাম্পিয়নশিপ রাখার রেকর্ডটিও Brock Lesnar ব্রেক করবে। আর এর পরে আমি Brock Lesnar কে চ্যাম্পিয়ন রাখার আর কোন কারণ দেখছিনা।
আবার যেহেতু Money in the Bank তাই অন্যকেউ কেশ-ইন করার ভয়তো আছেই। আর যদি Roman Reigns VS Brock Lesnar ম্যচটি আর না হয়, তাহলে যেহেতু Roman Reigns বাদে দ্যা সিল্ডের প্রত্যেকেই Money in the Bank Briefcase জিতেছে, তাই এবারের Money in the Bank Briefcase টি Roman Reigns জিততে পারে আর সে কেশ-ইন করে New Universal Champion হতে পারে। . সেটা যাই হোক Money in the Bank এর পরে সম্ভবত Brock Lesnar কে আর চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাওয়া যাবে না।
• লেখক ঃ AJ Raaz, Shah Tanvir Islam Shuvo ।