◘ Date:- April 9, Monday-[BD]

◘ Time:- 3:00am (Kick-Off Show), 5:00am (Live), 6:30pm (Repeat)-[BD]

Are You Ready For Grand Stage Of Them All??😍আর মাত্র তিনটা রাত কাটানো বাকি,,,,তারপর-ই সেটা,,😍যেটার জন্য আমরা এক বছর অধীর আগ্রহে বসে থাকি!এক বছর আমরা করে যায়,অনেক জল্পনা কল্পনা😊!ভাবতে থাকি,কোন কোন ম্যাচ সেট হবে?কারণ আর তিনদিন পর-ই -"WWE"র কোম্পানির সবচেয়ে বড় পিপিভি,,সকল রেসলিং ফ্যানদের জন্য তাদের জীবনের সবচেয়ে বড় অংশ😍!Because I'm Talking About-"Wrestlemania" Bayby💜!প্রতিবারের মত এবারো জল্পনা কল্পনা শেষের পথে,,কারণ সব ম্যাচ সেট হয়ে গিয়েছে-এবার -"Wrestlemania"র জন্য😊!এর মধ্যে বেশিরভাগ ম্যাচ-ই ড্রিম ম্যাচ!তো সেসব ম্যাচে কে জিততে পারে তা নিয়ে জল্পনা কল্পনা করলে-ই শেষ হয়ে যাবে এবারের মত জল্পনা কল্পনা😉।তো আমি আজ আপনাদের আমার সর্বচেষ্টা দিয়ে সেসব ম্যাচের প্রেডিকশন দিব😊!আগে-ই বলে রাখি এবারের "Wrestlemania"র বেশিরভাগ ম্যাচ-ই আনপ্রেডিক্ট্যাবল😊।তো শুরু করি,,-

 ♦ 1st Match ♦ 
( Women's Battle Royal )

• এবার-ই এই ধরণের ম্যাচ-"Wrestlemania"য় হতে যাচ্ছে!Battle Royal-এর আগে "Superstar"দের জন্য হয়ে থাকত,কিন্তু এই প্রথম-"Diva"দের জন্যও হচ্ছে।এই ম্যাচের রুলস কেমন তা নিশ্চয় আপনাদের আর বলতে হবে না।তবে তাও বলছি!ম্যাচে যতজন Diva উপস্থিত করবে,সকলে-ই একসাথে রিং য়ে উপস্থিত থেকে ম্যাচ স্টার্ট করবে।আর Ringএর বাহিরে পরে গেলে-ই ঘরে চলে যেতে হবে!আর তা অবশ্যই "Over The Top Rope"থেকে পরতে হবে।তো কয়জন এই ম্যাচে অংশগ্রহণ করবে তা নির্দিষ্ট করে এখনো বলে দেয়া হয় নি।তবে আমার মতে,১৫জন অংশগ্রহণ করতে পারে।তাই ম্যাচটি আনপ্রেডিক্ট্যবল!বিভিন্ন ওয়েবসাইটের মতে,"Sasha Banks"এই ম্যাচ জিততে পারে!কিন্তু আমরা ইদানিং দেখছি-"Sasha"আর "Baylay"র মধ্যে ফিউড হচ্ছে।তাই বুঝা যাচ্ছে,"Wrestlemania"র পরে তাদের ফিউড হতে পারে।তো "Wrestlemania"য় এমন হতে পারে যে তারা দুইজন দুইজনের জন্য এলিমিনেট হয়ে গেল।এভাবে তাদের ফিউড শুরু হতে পারে।তাছাড়া,এই ম্যাচে-Ruby Riott,Benky Lynch,Absolution,Naomi দের Diva রাও অংশগ্রহণ করবে!তো কখন কে জিতে যায় বলা সম্ভব না।যেহেতু এবারের-Royal Rumble-"Raw"Brand থেকে জিতেছে তাই এই Battle Royal-Sd Brand থেকে জিততে পারে!আবার এদিক দিয়ে Sasha অনেকদিন ধরে ভাল কোন পুশ পাচ্ছে না।তাই আমি মনে করি-তিনি-ই এই ম্যাচটি নিজের করে নিবে!

•• Prediction:-Sasha Banks Or Rubi Riott😊


 ♦ 2nd Match ♦ 
( Andre The Gaint Memorial Battle Royal )

• এটি হল ছেলেদের "Battle Royal"।তো রুলস আগের মত-ই।এই ম্যাচও আনপ্রেডিকট্যাবল।২০জনের মত সুপারস্টার অংশগ্রহণ করবে।তবে এই ম্যাচের জন্য কাউকে শক্তিশালী দেখানো হচ্ছে না।তাই বলা যাচ্ছে না কে জিততে পারে!আর প্রতিবার এই-"Andre The Gaint Memorial Battle Royal"ম্যাচটি আনপ্রেডিক্ট্যাবল Winner পাওয়া যায়।উদাহরণ হিসেবে-2016এর Winner:-Baron Corbin এবং 2017এর Winner:-Mojo Rawley!তাই এত গুলা সুপারস্টারের মধ্যে আমি কাকে বাছাই করব বলতে পারছি না।তবে কিছুদিন আগে নিউজ এসেছিল যে,Big Cass এখন পুরোপুরি সুস্থ।তাই তিনি হয়ত সার্প্রাইজ এন্ট্রি নিতে পারে।তবে তাকে বিজয়ী হিসেবে বাছাই করলে রিস্ক হয়ে যাবে।কারণ তিনি রিটার্ন নাও করতে পারে!আর তিনি রিটার্ন না করলে "Dolph Ziggler"এর জিতার সম্ভাবনা আছে বলে মনে করি।কারণ তিনি বেশ কয়েকদিন কোনো পুশ পাচ্ছে না।তাই তিনি হয়ত শকিংলি ম্যাচটি নিজের করে নিতে পারে।আর "Matt Hardy" বা "Bray Wyatt" এদের মধ্যে কেউ-ই জিতবে না।ফলে আমি এতগুলোর সুপারস্টারের ২জন কে বিজয়ী হবে বলে মনে করছি।রিউমর উঠেছে,Goldberg এই ম্যাচে অংশগ্রহণ করবে।যা আমার মতে,কোনো রকম সম্ভব না।

•• Prediction:-Big Cass 55% & Dolph Ziggler 45%😉


 ♦ 3rd Match ♦ 
◘ United States-ChampionShip Match From SD Brand: 

( Randy Orton© Vs. Rusev Vs. Bobby Roode Vs. Jinder Mahal )

• ভাই এই ম্যাচটিও আনপ্রেডিক্ট্যাবল!Randy মাত্র চ্যাম্পিওন হয়েছে।তাই সে এত তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হারাবে না।আবার এটা "Bobby Roode"এর প্রথম "Wrestlemania" তাই তাকে ম্যাচটি হারাবে না।আবার ইদানিং-"Rusev Day"অনেক Famous হয়ে উঠেছে!তাই "Wrestlemania"য় হয়ত Finally -"Rusev day" হতে পারে।আবার "Jinder Mahal"-"Wwe" চ্যাম্পিওন থেকে ফিউড শেষ করেছে।তাই সেও জিততে পারে।তো কাকে বাছাই করতাম?আন্তাজে ঢিল ছুড়া ছাড়া আর কোনো উপায় দেখছি না!আন্তাজে ঢিল টা-"Rusev"এর দিকে যাচ্ছে!কারণ আমি মনে করি-"Rusev" ম্যাচটি জিতে সবার সাথে -"Rusev Day" উদযাপন করবে।আর এভাবে "Wrestlemania"য় একটি ঐতিহাসিক মোমেন্টের সৃষ্টি হবে।

•• Prediction:-Rusev😃


 ♦ 4Th Match ♦ 
◘ Ic Championship Match From Raw Brand: 

( The Miz© Vs. Seth Rollins Vs. Finn Balor )

• এই ম্যাচে যদি, Miz জিতে তবে ইতিহাস তৈরি হবে।কারণ-তিনি হয়ে যাবেন-Longest Reigning Ic Champion!তো তার জিতার সম্ভাবনা আছে।আর এদিকে "Seth Rollins" গত বছর -"Triple H"কে হারিয়ে দেয়।অর্থাৎ তিনি রেসেল্মেনিয়ায় ভাল মোমেন্টামে আছে।তাই এবার হয়ত New Ic Champion হয়ে যেতে পারেন।আবার এদিকে এটা "Finn"এর First Wrestlemania ম্যাচ।তিন জনের-ই জিতার চান্স সমান।আর এটা যেহেতু,"Wrestlemania"!তাই "Finn" তার "Demon"রূপ নিয়ে খেলতে পারে।কিন্তু "Miz"তার সর্বশেষ -"Wrestlemania" মোমেন্ট পেয়েছে-"Wrestlemania 27" এরপর সে আর কোনো মোমেন্ট পায় নি।তাই আমি মনে করি-"Miz" জিতে যাবে এই ম্যাচ!

•• Prediction:-The Miz😏


 ♦ 5Th Match♣
◘ Raw-Tag Team Championship Match: 

( The Bar© Vs. Braun Stroman & Mysterious Partner )

• কিছুদিন আগে-"The Monster Among Man"-"Braun Stroman"-তার ChampionShip ম্যাচ খেলার -Opportunity অর্জন করেছিল-"Battle Royal"জিতার মাধ্যমে।কিন্তু তার কোনো পার্টনার ছিল না!তাই এই সোমবার-ই তিনি তার পার্টনার বাছাই করবেন।রিউমর অনুযায়ী তার পার্টনারের তালিকায় অনেকে-ই আছেন।যেমন:-Bray,Big Cass,Mysterio,Bobby LashLy etc।এর মধ্যে Mysterio হওয়ার সম্ভাবনা বেশি।।আশা করি সার্প্রাইজলি কেউ একজন হবে।আর সার্প্রাইজলি কেউ হলে-তাহলে "The Bar" হারতে চলেছে।আর যেহেতু এটা-Wrestlemania' তাই সার্প্রাইজলি কেউ একজন হওয়ার চান্স বেশি!তাছাড়া,The Bar চ্যাম্পিয়ন থাকায়-"র"এর টেগ টিম ডিভিশন এখন বোরিং লাগছে।তাই মনে হচ্ছে-"Wrestlemania"থেকে নতুন কিছু আরম্ভ হবে।

•• Prediction:-Braun & His Mysterious Partner😎


 ♦ 6th Match ♦ 
◘ SD-Tag Team ChampionShip Match: 

( The Usos© Vs. New Day Vs. Bludgeon Brothers )

• Unpredictable!অনেকে ভাবছে "Bludgeon Brothers" ম্যাচটা নিজের করে নিবে।কিন্তু কাজ টা এত সহজ নয়।একটা বিষয় ক্লিয়ার যে প্রথমে-New Day এবং Usos-Bludgeon Brothers দের Attack করবে!আর তাছাড়া Bludgeon Brothers -"WWE"ডেবুউ করেছে যে বেশিদিন হয় নায়।আর এটা তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ Opportunity! তাই আমি মনে করি তাদের জিতার সম্ভাবনা-৪০%।আবার "New Day"কে এই মুহূর্তে আর চ্যাম্পিয়ন করানো হবে।তা বোঝাই যাচ্ছে।আর "Usos" এত বছর কোম্পানিতে কাজ করেও এটা তাদের প্রথম "Wrestlemania"।তাই ম্যাচটা তারা-ই নিজের করে নিবে।আর এর মাধ্যমে তারা প্রথমবারের মত-"Wrestlemania" বিজয়ী হবে।

•• Prediction:-Usos😤


 ♦ 7th Match ♦ 
◘ Crusweight Championship Match: 

( Mustafa Ali Vs. Cendrick Alexender )

• দুইজন-ই তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়েছে।যেকোন একজন তো জিতবে-ই।দুইজনের Athletic Move সবথেকে বেশি।তাই বলা যাচ্ছে,আমরা অনেক সুন্দর সুন্দর Move দেখব।কিন্তু কে জিতবে?"Cendrick Alexander"!কারণ তিনি-অনেকদিন ধরে চ্যাম্পিয়নশিপ হওয়ার আভাস দেখিয়ে আসছে।আর -"Mustafa"কে এখন চ্যাম্পিয়নশিপ হিসেবে মানাবে না।

•• Prediction:-Cendrick Alexender😉


 ♦ 8th Match ♦ 
◘ Raw Women's Championship Match: 

( Alexa Bliss© Vs. Nia Jax )

• Nia Jax'তার প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।আর গত বছর-"Alexa" তার প্রথম ম্যাচ খেলেছিল।আর সেটা হেরেছিল।তাই এবার জিতার সম্ভাবনা সবদিক দিয়ে বেশি।কারণ-"এসডি" লাইভের চ্যাম্পিয়নশিপ কে জিতবে তা আমাদের জানা।তাই "Raw" Woman Title -Change হবে না।"Alexa"র সাথে Mickiও আছে।তাই তার সহযোগিতায় ম্যাচটা নিজের করে নিবে।

•• Prediction:-Alexa Bliss😍


 ♦ 9th Matches ♦ 
◘ SD-Women's Championship Match: 

( Charlotte Flair© Vs. Asuka )

• Title VS Streak-Match Bayby,,সেরা একটি ম্যাচ হবে।ড্রিম ম্যাচ!কিন্তু "Asuka"র "Half an 2Year"র "Undefeated Streak" যদি কেউ ভাংগার থাকে তাহলে সেটি -"Ronda Rousey"।তাই ম্যাচটি সেরা হলেও শেষে-"Asuka"য় জিতবে।

•• Prediction:-Asuka😃


 ♦ 10th Match ♦ 
( Shane & Daniel Vs. Kevin & Sami )

◘ If Sami & Kevin win,Then They Will be Rehired: 

• এই ম্যাচের মূল আকর্ষণ হল-"Daniel Bryan"!কারণ অনেক বছর পর তাকে রিং একশনে দেখা যাবে।আবার-"Shane"র সব ম্যাচে-ই আকর্ষণীয় কিছু একটা থাকে।তিনি এই বয়সেও আমাদের অনেক উত্তেজনামূলক ম্যাচ উপহার দিচ্ছে।তবে এগুলো ছাড়াও আরো একটি আকর্ষণীয় ব্যাপার আছে এই ম্যাচে!আর সেটি হল-যদি Kevin & Sami জিতে যায় তবে তারা আবার পুনরায় কোম্পানিতে ফিরে আসবে।নিঃসন্দেহে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ পাব।কিন্তু অনেক আগে থেকে-ই রিউমর বেরিয়েছিল যে-Sami & Kevin-"Wrestlemania"র পর "Raw" Brand এ চলে যাবে।আমি যদিও রিউমর বিশ্বাস করি না।কিন্তু এই রিউমর টা বাস্তবে রূপান্তর হওয়ার সম্ভাবনা ৯০%।-"Daniel" অনেকদিন পর রিং য়ে ব্যাক করছে।তাই তার টীমের হারার সম্ভাবনা খুব কম।তাই Kevin & Sami হেরে যাবে।আর এভাবে তারা "র"তে মুভ করবে।এই ম্যাচে একটি লাভজনক হবে।আর সেটা হল-"Shane"-"WWE"তে রিটার্ন করার পর তার প্রথম ম্যাচ জিতবে।

•• Prediction:-Shane & Daniel😘


 ♦ 11th Match ♦ 
◘ Mixed Tag Team Match From Raw Brand: 

( Kurt Angle & Ronda Rousey Vs. Triple H & Stepheni McMahon )

• বুঝায়,যাচ্ছে ভাল একটি ম্যাচ হবে।এই ম্যাচের আকর্ষণ অনেক কিছু।Kurt Angle,Triple H রয়েছে।তারা দুইজন Fight করলে তো সেরা হবে আবার-Stepheni & Ronda!সেরা হবে সেরা!যেহেতু,"Ronda Rousey"র ডেবুউ ম্যাচ।আর এই ম্যাচের মাধ্যমে "Ronda"তার "WWE" ক্যারিয়ার শুরু করবে।তাই তার হারার প্রশ্ন-ই উঠে না।ফলে বলা যায়,ম্যাচটি-"Ronda Rousey"জিতাবে।আর এর মাধ্যমে-"Triple H"হারবে না ঠিক কিন্তু তার টীম হেরে যাওয়ার কারণে-"Wrestlemania"য় সবথেকে বেশিবার হারার রেকর্ডের খাতায় তার নামটি আবার লিখাবে।

•• Prediction:-Ronda Rousey & Kurt Angle😚


 ♦ 12th Match ♦ 
◘ WWE-Championship Match: 

( Aj Styles© Vs. Shinsuke Nakamura )

• হাইভোল্টেজ ম্যাচ হবে।ড্রিম ম্যাচ Bayby,,,।আনপ্রেডিক্ট্যাবলও বটে।কারণ-"Nakamura"এসেছে মাত্র ১বছর হয়েছে।তাছাড়া-"Nakamura"প্রথম "Royal Rumble" ম্যাচ জিতেছে আর এবার প্রথম-"Wrestlemania"জিতে যাবে?এত পুশ কি দিবে?তাই ম্যাচটি আনপ্রেডিক্ট্যাবল হয়ে যাচ্ছে।আর তাছাড়া "Nakamura"কে এখন-"WWE"Champion মানাবে না।আবার যেহেতু,Aj Styles,এখন হালকা ইঞ্জুরিতে আছেন।তাই-"WWE" চাইবে সে যাতে দ্রুত চ্যাম্পিওন হারায় ফেলে।কারণ-"Aj Styles"যদি টাইটেল রিটেন করে তাহলে তাকে ভবিষ্যতে টাইটেল রিটেন করতে থাকতে হবে।

•• Prediction:-Shinsuke Nakamura😔


 ♦ 13th Match ♦ 
◘ Universal Championship Match: 

( Brock Lesnar© Vs. Roman Reigns® )

• 3 বছর আগে শুরু Unfinished Buisness-এবার Finish হবে।খুব উত্তেজনামূলক একটা ম্যাচ হচ্ছিল!কিন্তু পরিশেষে কেউ কাউকে হারাতে পারে নি।আবার অনেকে মনে করেন যে তিন বছর আগে শেষ মুভটা "Roman"-"Brock"কে মেরেছিল।যেটা ভুল ধারণা!তারা খেলা দেখে নি।শেষ মুভটা -"Brock"-"Roman"কে মেরেছিল।যাই হোক।এবারো আশা করি ভাল একটি ম্যাচ দেখতে পাব।যেহেতু,Brock-"Wrestlemania"র পর আবার পার্ট টাইমার হয়ে যাবে বা Ufcতে চলে যাবে তাই "WWE" চাইবে না সে টাইটেল রিটেন করুক।কারণ-"WWE"-এই বছরটা ১টা Fresh Year চাচ্ছে।অর্থাৎ,ফুল টাইমারের কাছে-ই যেন টাইটেল থাকে।তাই ম্যাচটা যেভাবে হোক Roman জিতে নিবে।Heymanএরএর সাহায্য ছাড়া জিতার সম্ভাবনা বেশি।কারণ-"Heyman"কখনো-ই Lesnarএর বিপরীতে যাবে না।এর আগেও অনেকবার রিউমর উঠেছে।কিন্তু কখনো বাস্তবে রূপ নেই নি।

•• Prediction:-Roman Reigns®


 ♦ 14Th Match ♦ 
→◘ DREAM-MATCH: ←

( Undertaker Vs. John Cena )

• এই ম্যাচ এখনো অফিসিয়ালি কনফার্ম হয় নি।যদি হয়, তাহলে সে প্রেক্ষাপটে বলা হচ্ছে।April 9'তারিখে দেখতে চলেছি-১৫ বছরের অপেক্ষায় থাকা Dream Match!আর সেটা নিশ্চয় আপনারা বুঝে গেছেন,আমি কোন ম্যাচের কথা বলছি!"The Undertaker" VS "John Cena"।এই ড্রিম ম্যাচ নিয়ে ফ্যানরা অনেক আগ্রহী।কি হতে চলেছে এই ম্যাচে?কে জিতবে এই ম্যাচে?এই পরিবেশের মধ্যে কিছু ফ্যান আছে যারা ম্যাচ-টি প্রেডিকট্যাবল করে ফেলেছে।তারা মনে করছে ম্যাচটি-"John Cena" জিতবে!আর তাদের যখন প্রশ্ন করা হয়-"কেন তাদের এই চিন্তাধারা?"তখন তারা বলে-এটা টেকারের শেষ ম্যাচ হবে তাই সে হারবে!আমার মতে,ম্যাচটি পুরা-ই Unpredictable!ম্যাচটার প্রেডিকশন কোনো মতে-ই সম্ভব না।একমাত্র কিছু বোকা দলের লোকেরা-ই বলবে যে-"John Cena"জিতবে!ম্যাচটি আনপ্রেডিক্ট্যাবল হওয়ার কিছু পয়েন্ট তুলে ধরা হল।

১) প্রথমত ম্যাচটি-"Undertaker"এর জন্য কোনো কিছু "On The Line"না।যারা ভাবছে-ম্যাচটি "Career VS Career" হবে তাদের বলছি-"তোমরা কি গাধা?"কারণ-২সপ্তাহ আগে -"John Cena" যখন "Undertaker"কে Challenge করে তখন সে টেকারকে কিছু অপমানজনক মন্তব্য করে এবং পরে টেকারকে চেলেঞ্জ জানায়।কিন্তু কিভাবে চেলেঞ্জ জানিয়েছে সেটা কি দেখেছিলেন?জন সিনা -টেকারকে তার জীবনের শেষ একটি ম্যাচ খেলার জন্য আবেদন জানায়!অর্থাৎ সিনা বলে-ই দিয়েছে-এই ম্যাচ কোনো কিছু "On the line" না।এটা শুধু টেকারকে আরো একটি ম্যাচ খেলতে বলছে।আর যেহেতু টেকারের Career-On The Line না,তাই টেকারের হার জিত নিয়ে কিছু যায় আসে না,আজ যদি ক্যারিয়ারের জন্য টেকার লড়াই করত তবে ধরে নিতাম-জন সিনা এই ম্যাচ জিতত।কারণ টেকার আর ম্যাচ খেলার জন্য সক্ষম না।তখন ক্রিয়েটিভরা সিনাকে জিতিয়ে দেয়ার সিদ্ধান্ত নিত।কিন্তু যেহেতু এই ঘটনা আর হচ্ছে না তাই কে জিতবে সেটি আনপ্রেডিক্ট্যাবল।কারণ জন সিনা প্রতি সপ্তাহে টেকারকে অপমানজনক কথা বলছে।

গত সপ্তাহে-"Undertaker"কে Coward বলে।ভুলে গেলে চলবে না-Undertaker তার WWE ক্যারিয়ারে কি করেছে!তাই এই কথাটি Undertaker এর জীবনে সবচেয়ে বড় ধাক্কা দেয়ার কথা।স্টোরি অনুযায়ী,আমরা এত বছর দেখে আসছি,Undertakerককে নিয়ে কেউ কিছু সামান্য বাজে মন্তব্য করলে-Undertaker তাকে খেয়ে ফেলে😛!আর সেদিকে জন সিনা -"Undertaker"কে Coward ডেকেছে,,তাই স্টোরিলাইন অনুযায়ী-টেকার এখন অনেক গরম!সিনাকেও খেয়ে ফেলবে।আর স্টোরিলাইন টাও এমন হবে যে টেকার জীবনববাজি রেখে ম্যাচটা জিতার চেষ্টা করবে!পরিশেষে বলব-এই ম্যাচটা "Undertaker" তার জীবনে শেষ ম্যাচ খেলার জন্য আসছে।তাই তাকে যে হারাতে-ই হবে এমন কোন কথা নায়।"Undertaker" জিতলেও রেসলিং থেকে বিদায় নিবে,,না জিতলেও বিদায় নিবে।

২) ভাই এটা-"Wrestlemania"!এই "Wrestlemania"র ইতিহাসে "Undertaker"কে হারাতে পেরেছে মাত্র দুইজন!"Undertaker"এই "Wrestlemania"য় তার জীবনবাজি রেখে ম্যাচ খেলত!সব কি ভুলে গিয়েছেন?একজন রেসলার তার জীবনের সেরাটা দিয়েও-"Undertaker"কে Wrestlemania'য় হারাতে পারত না।ইতিহাসে যে দুইজন হারিয়েছে তার কারণ তাদের এবারে ম্যাচটি ব্লকবাস্টার করার জন্য।এবার কি বলবেন-সিনাও ইতিহাসে ওই দুইজনের পাশে নাম লিখাবে?আর "Cena"যদি এবারের-"Wrestlemania"জিতে তাহলে "Undertaker"এর Wm তিনবার হারবে।তাহলে তখন সিনা আর টেকারের মধ্যে তফাৎ কি থাকিবে?"Undertaker" এত বছর-"Wrestlemania"য় কি দেখিয়ে এসেছে তখন তো সব গুলোর গুরুত্ব কমে যাবে!"WWE" ক্রিয়েটিভরা চাইবে,Undertakerএএর "Wrestlemania"-Winning Or Loosing Streak সব থেকে বেশি এগিয়ে থাকুক,,,আবার "John Cena"র জিতার সম্ভাবনা আছে।কারণ-যদি -"Undertaker"কে বুড়ো হিসেবে ধরা হয়।"John Cena"কি এই বুড়োর সাথেও পারবে না?এত-ই পচে গেছে সিনা?তাই বলা যায়,সিনারও জিতার সম্ভাবনা ৫০% Undertaker'র জিতার সম্ভাবনা ৫০%।তবে যেহেতু গত বছর,"Undertaker"-"Wrestlemania"য় হেরেছে তাই এবার তিনি-ই জিতবে।জীবনের শেষ ম্যাচটা জিতে নিবে।

•• Prediction:-Undertaker😍


বিদ্রঃ যারা অনলাইনে দেখবেন, তারা নিম্নে এপ থেকে বা ওয়েবসাইট থেকে স্ট্রিম করে দেখতে পারেন...

•• Mobdro (30.2 MB)

Per Minute Stream 10 MB (SD)

•• Live Net TV (13.32 MB)

Per Minute Stream 15 MB (HD)

•• Website -

Per Minute Stream 10 MB/15 MB (SD/HD)

• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য‎ 

WrestleMania 34 ম্যাচকার্ড এবং প্রেডিকশন।


◘ Date:- April 9, Monday-[BD]

◘ Time:- 3:00am (Kick-Off Show), 5:00am (Live), 6:30pm (Repeat)-[BD]

Are You Ready For Grand Stage Of Them All??😍আর মাত্র তিনটা রাত কাটানো বাকি,,,,তারপর-ই সেটা,,😍যেটার জন্য আমরা এক বছর অধীর আগ্রহে বসে থাকি!এক বছর আমরা করে যায়,অনেক জল্পনা কল্পনা😊!ভাবতে থাকি,কোন কোন ম্যাচ সেট হবে?কারণ আর তিনদিন পর-ই -"WWE"র কোম্পানির সবচেয়ে বড় পিপিভি,,সকল রেসলিং ফ্যানদের জন্য তাদের জীবনের সবচেয়ে বড় অংশ😍!Because I'm Talking About-"Wrestlemania" Bayby💜!প্রতিবারের মত এবারো জল্পনা কল্পনা শেষের পথে,,কারণ সব ম্যাচ সেট হয়ে গিয়েছে-এবার -"Wrestlemania"র জন্য😊!এর মধ্যে বেশিরভাগ ম্যাচ-ই ড্রিম ম্যাচ!তো সেসব ম্যাচে কে জিততে পারে তা নিয়ে জল্পনা কল্পনা করলে-ই শেষ হয়ে যাবে এবারের মত জল্পনা কল্পনা😉।তো আমি আজ আপনাদের আমার সর্বচেষ্টা দিয়ে সেসব ম্যাচের প্রেডিকশন দিব😊!আগে-ই বলে রাখি এবারের "Wrestlemania"র বেশিরভাগ ম্যাচ-ই আনপ্রেডিক্ট্যাবল😊।তো শুরু করি,,-

 ♦ 1st Match ♦ 
( Women's Battle Royal )

• এবার-ই এই ধরণের ম্যাচ-"Wrestlemania"য় হতে যাচ্ছে!Battle Royal-এর আগে "Superstar"দের জন্য হয়ে থাকত,কিন্তু এই প্রথম-"Diva"দের জন্যও হচ্ছে।এই ম্যাচের রুলস কেমন তা নিশ্চয় আপনাদের আর বলতে হবে না।তবে তাও বলছি!ম্যাচে যতজন Diva উপস্থিত করবে,সকলে-ই একসাথে রিং য়ে উপস্থিত থেকে ম্যাচ স্টার্ট করবে।আর Ringএর বাহিরে পরে গেলে-ই ঘরে চলে যেতে হবে!আর তা অবশ্যই "Over The Top Rope"থেকে পরতে হবে।তো কয়জন এই ম্যাচে অংশগ্রহণ করবে তা নির্দিষ্ট করে এখনো বলে দেয়া হয় নি।তবে আমার মতে,১৫জন অংশগ্রহণ করতে পারে।তাই ম্যাচটি আনপ্রেডিক্ট্যবল!বিভিন্ন ওয়েবসাইটের মতে,"Sasha Banks"এই ম্যাচ জিততে পারে!কিন্তু আমরা ইদানিং দেখছি-"Sasha"আর "Baylay"র মধ্যে ফিউড হচ্ছে।তাই বুঝা যাচ্ছে,"Wrestlemania"র পরে তাদের ফিউড হতে পারে।তো "Wrestlemania"য় এমন হতে পারে যে তারা দুইজন দুইজনের জন্য এলিমিনেট হয়ে গেল।এভাবে তাদের ফিউড শুরু হতে পারে।তাছাড়া,এই ম্যাচে-Ruby Riott,Benky Lynch,Absolution,Naomi দের Diva রাও অংশগ্রহণ করবে!তো কখন কে জিতে যায় বলা সম্ভব না।যেহেতু এবারের-Royal Rumble-"Raw"Brand থেকে জিতেছে তাই এই Battle Royal-Sd Brand থেকে জিততে পারে!আবার এদিক দিয়ে Sasha অনেকদিন ধরে ভাল কোন পুশ পাচ্ছে না।তাই আমি মনে করি-তিনি-ই এই ম্যাচটি নিজের করে নিবে!

•• Prediction:-Sasha Banks Or Rubi Riott😊


 ♦ 2nd Match ♦ 
( Andre The Gaint Memorial Battle Royal )

• এটি হল ছেলেদের "Battle Royal"।তো রুলস আগের মত-ই।এই ম্যাচও আনপ্রেডিকট্যাবল।২০জনের মত সুপারস্টার অংশগ্রহণ করবে।তবে এই ম্যাচের জন্য কাউকে শক্তিশালী দেখানো হচ্ছে না।তাই বলা যাচ্ছে না কে জিততে পারে!আর প্রতিবার এই-"Andre The Gaint Memorial Battle Royal"ম্যাচটি আনপ্রেডিক্ট্যাবল Winner পাওয়া যায়।উদাহরণ হিসেবে-2016এর Winner:-Baron Corbin এবং 2017এর Winner:-Mojo Rawley!তাই এত গুলা সুপারস্টারের মধ্যে আমি কাকে বাছাই করব বলতে পারছি না।তবে কিছুদিন আগে নিউজ এসেছিল যে,Big Cass এখন পুরোপুরি সুস্থ।তাই তিনি হয়ত সার্প্রাইজ এন্ট্রি নিতে পারে।তবে তাকে বিজয়ী হিসেবে বাছাই করলে রিস্ক হয়ে যাবে।কারণ তিনি রিটার্ন নাও করতে পারে!আর তিনি রিটার্ন না করলে "Dolph Ziggler"এর জিতার সম্ভাবনা আছে বলে মনে করি।কারণ তিনি বেশ কয়েকদিন কোনো পুশ পাচ্ছে না।তাই তিনি হয়ত শকিংলি ম্যাচটি নিজের করে নিতে পারে।আর "Matt Hardy" বা "Bray Wyatt" এদের মধ্যে কেউ-ই জিতবে না।ফলে আমি এতগুলোর সুপারস্টারের ২জন কে বিজয়ী হবে বলে মনে করছি।রিউমর উঠেছে,Goldberg এই ম্যাচে অংশগ্রহণ করবে।যা আমার মতে,কোনো রকম সম্ভব না।

•• Prediction:-Big Cass 55% & Dolph Ziggler 45%😉


 ♦ 3rd Match ♦ 
◘ United States-ChampionShip Match From SD Brand: 

( Randy Orton© Vs. Rusev Vs. Bobby Roode Vs. Jinder Mahal )

• ভাই এই ম্যাচটিও আনপ্রেডিক্ট্যাবল!Randy মাত্র চ্যাম্পিওন হয়েছে।তাই সে এত তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হারাবে না।আবার এটা "Bobby Roode"এর প্রথম "Wrestlemania" তাই তাকে ম্যাচটি হারাবে না।আবার ইদানিং-"Rusev Day"অনেক Famous হয়ে উঠেছে!তাই "Wrestlemania"য় হয়ত Finally -"Rusev day" হতে পারে।আবার "Jinder Mahal"-"Wwe" চ্যাম্পিওন থেকে ফিউড শেষ করেছে।তাই সেও জিততে পারে।তো কাকে বাছাই করতাম?আন্তাজে ঢিল ছুড়া ছাড়া আর কোনো উপায় দেখছি না!আন্তাজে ঢিল টা-"Rusev"এর দিকে যাচ্ছে!কারণ আমি মনে করি-"Rusev" ম্যাচটি জিতে সবার সাথে -"Rusev Day" উদযাপন করবে।আর এভাবে "Wrestlemania"য় একটি ঐতিহাসিক মোমেন্টের সৃষ্টি হবে।

•• Prediction:-Rusev😃


 ♦ 4Th Match ♦ 
◘ Ic Championship Match From Raw Brand: 

( The Miz© Vs. Seth Rollins Vs. Finn Balor )

• এই ম্যাচে যদি, Miz জিতে তবে ইতিহাস তৈরি হবে।কারণ-তিনি হয়ে যাবেন-Longest Reigning Ic Champion!তো তার জিতার সম্ভাবনা আছে।আর এদিকে "Seth Rollins" গত বছর -"Triple H"কে হারিয়ে দেয়।অর্থাৎ তিনি রেসেল্মেনিয়ায় ভাল মোমেন্টামে আছে।তাই এবার হয়ত New Ic Champion হয়ে যেতে পারেন।আবার এদিকে এটা "Finn"এর First Wrestlemania ম্যাচ।তিন জনের-ই জিতার চান্স সমান।আর এটা যেহেতু,"Wrestlemania"!তাই "Finn" তার "Demon"রূপ নিয়ে খেলতে পারে।কিন্তু "Miz"তার সর্বশেষ -"Wrestlemania" মোমেন্ট পেয়েছে-"Wrestlemania 27" এরপর সে আর কোনো মোমেন্ট পায় নি।তাই আমি মনে করি-"Miz" জিতে যাবে এই ম্যাচ!

•• Prediction:-The Miz😏


 ♦ 5Th Match♣
◘ Raw-Tag Team Championship Match: 

( The Bar© Vs. Braun Stroman & Mysterious Partner )

• কিছুদিন আগে-"The Monster Among Man"-"Braun Stroman"-তার ChampionShip ম্যাচ খেলার -Opportunity অর্জন করেছিল-"Battle Royal"জিতার মাধ্যমে।কিন্তু তার কোনো পার্টনার ছিল না!তাই এই সোমবার-ই তিনি তার পার্টনার বাছাই করবেন।রিউমর অনুযায়ী তার পার্টনারের তালিকায় অনেকে-ই আছেন।যেমন:-Bray,Big Cass,Mysterio,Bobby LashLy etc।এর মধ্যে Mysterio হওয়ার সম্ভাবনা বেশি।।আশা করি সার্প্রাইজলি কেউ একজন হবে।আর সার্প্রাইজলি কেউ হলে-তাহলে "The Bar" হারতে চলেছে।আর যেহেতু এটা-Wrestlemania' তাই সার্প্রাইজলি কেউ একজন হওয়ার চান্স বেশি!তাছাড়া,The Bar চ্যাম্পিয়ন থাকায়-"র"এর টেগ টিম ডিভিশন এখন বোরিং লাগছে।তাই মনে হচ্ছে-"Wrestlemania"থেকে নতুন কিছু আরম্ভ হবে।

•• Prediction:-Braun & His Mysterious Partner😎


 ♦ 6th Match ♦ 
◘ SD-Tag Team ChampionShip Match: 

( The Usos© Vs. New Day Vs. Bludgeon Brothers )

• Unpredictable!অনেকে ভাবছে "Bludgeon Brothers" ম্যাচটা নিজের করে নিবে।কিন্তু কাজ টা এত সহজ নয়।একটা বিষয় ক্লিয়ার যে প্রথমে-New Day এবং Usos-Bludgeon Brothers দের Attack করবে!আর তাছাড়া Bludgeon Brothers -"WWE"ডেবুউ করেছে যে বেশিদিন হয় নায়।আর এটা তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ Opportunity! তাই আমি মনে করি তাদের জিতার সম্ভাবনা-৪০%।আবার "New Day"কে এই মুহূর্তে আর চ্যাম্পিয়ন করানো হবে।তা বোঝাই যাচ্ছে।আর "Usos" এত বছর কোম্পানিতে কাজ করেও এটা তাদের প্রথম "Wrestlemania"।তাই ম্যাচটা তারা-ই নিজের করে নিবে।আর এর মাধ্যমে তারা প্রথমবারের মত-"Wrestlemania" বিজয়ী হবে।

•• Prediction:-Usos😤


 ♦ 7th Match ♦ 
◘ Crusweight Championship Match: 

( Mustafa Ali Vs. Cendrick Alexender )

• দুইজন-ই তাদের প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়েছে।যেকোন একজন তো জিতবে-ই।দুইজনের Athletic Move সবথেকে বেশি।তাই বলা যাচ্ছে,আমরা অনেক সুন্দর সুন্দর Move দেখব।কিন্তু কে জিতবে?"Cendrick Alexander"!কারণ তিনি-অনেকদিন ধরে চ্যাম্পিয়নশিপ হওয়ার আভাস দেখিয়ে আসছে।আর -"Mustafa"কে এখন চ্যাম্পিয়নশিপ হিসেবে মানাবে না।

•• Prediction:-Cendrick Alexender😉


 ♦ 8th Match ♦ 
◘ Raw Women's Championship Match: 

( Alexa Bliss© Vs. Nia Jax )

• Nia Jax'তার প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।আর গত বছর-"Alexa" তার প্রথম ম্যাচ খেলেছিল।আর সেটা হেরেছিল।তাই এবার জিতার সম্ভাবনা সবদিক দিয়ে বেশি।কারণ-"এসডি" লাইভের চ্যাম্পিয়নশিপ কে জিতবে তা আমাদের জানা।তাই "Raw" Woman Title -Change হবে না।"Alexa"র সাথে Mickiও আছে।তাই তার সহযোগিতায় ম্যাচটা নিজের করে নিবে।

•• Prediction:-Alexa Bliss😍


 ♦ 9th Matches ♦ 
◘ SD-Women's Championship Match: 

( Charlotte Flair© Vs. Asuka )

• Title VS Streak-Match Bayby,,সেরা একটি ম্যাচ হবে।ড্রিম ম্যাচ!কিন্তু "Asuka"র "Half an 2Year"র "Undefeated Streak" যদি কেউ ভাংগার থাকে তাহলে সেটি -"Ronda Rousey"।তাই ম্যাচটি সেরা হলেও শেষে-"Asuka"য় জিতবে।

•• Prediction:-Asuka😃


 ♦ 10th Match ♦ 
( Shane & Daniel Vs. Kevin & Sami )

◘ If Sami & Kevin win,Then They Will be Rehired: 

• এই ম্যাচের মূল আকর্ষণ হল-"Daniel Bryan"!কারণ অনেক বছর পর তাকে রিং একশনে দেখা যাবে।আবার-"Shane"র সব ম্যাচে-ই আকর্ষণীয় কিছু একটা থাকে।তিনি এই বয়সেও আমাদের অনেক উত্তেজনামূলক ম্যাচ উপহার দিচ্ছে।তবে এগুলো ছাড়াও আরো একটি আকর্ষণীয় ব্যাপার আছে এই ম্যাচে!আর সেটি হল-যদি Kevin & Sami জিতে যায় তবে তারা আবার পুনরায় কোম্পানিতে ফিরে আসবে।নিঃসন্দেহে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ পাব।কিন্তু অনেক আগে থেকে-ই রিউমর বেরিয়েছিল যে-Sami & Kevin-"Wrestlemania"র পর "Raw" Brand এ চলে যাবে।আমি যদিও রিউমর বিশ্বাস করি না।কিন্তু এই রিউমর টা বাস্তবে রূপান্তর হওয়ার সম্ভাবনা ৯০%।-"Daniel" অনেকদিন পর রিং য়ে ব্যাক করছে।তাই তার টীমের হারার সম্ভাবনা খুব কম।তাই Kevin & Sami হেরে যাবে।আর এভাবে তারা "র"তে মুভ করবে।এই ম্যাচে একটি লাভজনক হবে।আর সেটা হল-"Shane"-"WWE"তে রিটার্ন করার পর তার প্রথম ম্যাচ জিতবে।

•• Prediction:-Shane & Daniel😘


 ♦ 11th Match ♦ 
◘ Mixed Tag Team Match From Raw Brand: 

( Kurt Angle & Ronda Rousey Vs. Triple H & Stepheni McMahon )

• বুঝায়,যাচ্ছে ভাল একটি ম্যাচ হবে।এই ম্যাচের আকর্ষণ অনেক কিছু।Kurt Angle,Triple H রয়েছে।তারা দুইজন Fight করলে তো সেরা হবে আবার-Stepheni & Ronda!সেরা হবে সেরা!যেহেতু,"Ronda Rousey"র ডেবুউ ম্যাচ।আর এই ম্যাচের মাধ্যমে "Ronda"তার "WWE" ক্যারিয়ার শুরু করবে।তাই তার হারার প্রশ্ন-ই উঠে না।ফলে বলা যায়,ম্যাচটি-"Ronda Rousey"জিতাবে।আর এর মাধ্যমে-"Triple H"হারবে না ঠিক কিন্তু তার টীম হেরে যাওয়ার কারণে-"Wrestlemania"য় সবথেকে বেশিবার হারার রেকর্ডের খাতায় তার নামটি আবার লিখাবে।

•• Prediction:-Ronda Rousey & Kurt Angle😚


 ♦ 12th Match ♦ 
◘ WWE-Championship Match: 

( Aj Styles© Vs. Shinsuke Nakamura )

• হাইভোল্টেজ ম্যাচ হবে।ড্রিম ম্যাচ Bayby,,,।আনপ্রেডিক্ট্যাবলও বটে।কারণ-"Nakamura"এসেছে মাত্র ১বছর হয়েছে।তাছাড়া-"Nakamura"প্রথম "Royal Rumble" ম্যাচ জিতেছে আর এবার প্রথম-"Wrestlemania"জিতে যাবে?এত পুশ কি দিবে?তাই ম্যাচটি আনপ্রেডিক্ট্যাবল হয়ে যাচ্ছে।আর তাছাড়া "Nakamura"কে এখন-"WWE"Champion মানাবে না।আবার যেহেতু,Aj Styles,এখন হালকা ইঞ্জুরিতে আছেন।তাই-"WWE" চাইবে সে যাতে দ্রুত চ্যাম্পিওন হারায় ফেলে।কারণ-"Aj Styles"যদি টাইটেল রিটেন করে তাহলে তাকে ভবিষ্যতে টাইটেল রিটেন করতে থাকতে হবে।

•• Prediction:-Shinsuke Nakamura😔


 ♦ 13th Match ♦ 
◘ Universal Championship Match: 

( Brock Lesnar© Vs. Roman Reigns® )

• 3 বছর আগে শুরু Unfinished Buisness-এবার Finish হবে।খুব উত্তেজনামূলক একটা ম্যাচ হচ্ছিল!কিন্তু পরিশেষে কেউ কাউকে হারাতে পারে নি।আবার অনেকে মনে করেন যে তিন বছর আগে শেষ মুভটা "Roman"-"Brock"কে মেরেছিল।যেটা ভুল ধারণা!তারা খেলা দেখে নি।শেষ মুভটা -"Brock"-"Roman"কে মেরেছিল।যাই হোক।এবারো আশা করি ভাল একটি ম্যাচ দেখতে পাব।যেহেতু,Brock-"Wrestlemania"র পর আবার পার্ট টাইমার হয়ে যাবে বা Ufcতে চলে যাবে তাই "WWE" চাইবে না সে টাইটেল রিটেন করুক।কারণ-"WWE"-এই বছরটা ১টা Fresh Year চাচ্ছে।অর্থাৎ,ফুল টাইমারের কাছে-ই যেন টাইটেল থাকে।তাই ম্যাচটা যেভাবে হোক Roman জিতে নিবে।Heymanএরএর সাহায্য ছাড়া জিতার সম্ভাবনা বেশি।কারণ-"Heyman"কখনো-ই Lesnarএর বিপরীতে যাবে না।এর আগেও অনেকবার রিউমর উঠেছে।কিন্তু কখনো বাস্তবে রূপ নেই নি।

•• Prediction:-Roman Reigns®


 ♦ 14Th Match ♦ 
→◘ DREAM-MATCH: ←

( Undertaker Vs. John Cena )

• এই ম্যাচ এখনো অফিসিয়ালি কনফার্ম হয় নি।যদি হয়, তাহলে সে প্রেক্ষাপটে বলা হচ্ছে।April 9'তারিখে দেখতে চলেছি-১৫ বছরের অপেক্ষায় থাকা Dream Match!আর সেটা নিশ্চয় আপনারা বুঝে গেছেন,আমি কোন ম্যাচের কথা বলছি!"The Undertaker" VS "John Cena"।এই ড্রিম ম্যাচ নিয়ে ফ্যানরা অনেক আগ্রহী।কি হতে চলেছে এই ম্যাচে?কে জিতবে এই ম্যাচে?এই পরিবেশের মধ্যে কিছু ফ্যান আছে যারা ম্যাচ-টি প্রেডিকট্যাবল করে ফেলেছে।তারা মনে করছে ম্যাচটি-"John Cena" জিতবে!আর তাদের যখন প্রশ্ন করা হয়-"কেন তাদের এই চিন্তাধারা?"তখন তারা বলে-এটা টেকারের শেষ ম্যাচ হবে তাই সে হারবে!আমার মতে,ম্যাচটি পুরা-ই Unpredictable!ম্যাচটার প্রেডিকশন কোনো মতে-ই সম্ভব না।একমাত্র কিছু বোকা দলের লোকেরা-ই বলবে যে-"John Cena"জিতবে!ম্যাচটি আনপ্রেডিক্ট্যাবল হওয়ার কিছু পয়েন্ট তুলে ধরা হল।

১) প্রথমত ম্যাচটি-"Undertaker"এর জন্য কোনো কিছু "On The Line"না।যারা ভাবছে-ম্যাচটি "Career VS Career" হবে তাদের বলছি-"তোমরা কি গাধা?"কারণ-২সপ্তাহ আগে -"John Cena" যখন "Undertaker"কে Challenge করে তখন সে টেকারকে কিছু অপমানজনক মন্তব্য করে এবং পরে টেকারকে চেলেঞ্জ জানায়।কিন্তু কিভাবে চেলেঞ্জ জানিয়েছে সেটা কি দেখেছিলেন?জন সিনা -টেকারকে তার জীবনের শেষ একটি ম্যাচ খেলার জন্য আবেদন জানায়!অর্থাৎ সিনা বলে-ই দিয়েছে-এই ম্যাচ কোনো কিছু "On the line" না।এটা শুধু টেকারকে আরো একটি ম্যাচ খেলতে বলছে।আর যেহেতু টেকারের Career-On The Line না,তাই টেকারের হার জিত নিয়ে কিছু যায় আসে না,আজ যদি ক্যারিয়ারের জন্য টেকার লড়াই করত তবে ধরে নিতাম-জন সিনা এই ম্যাচ জিতত।কারণ টেকার আর ম্যাচ খেলার জন্য সক্ষম না।তখন ক্রিয়েটিভরা সিনাকে জিতিয়ে দেয়ার সিদ্ধান্ত নিত।কিন্তু যেহেতু এই ঘটনা আর হচ্ছে না তাই কে জিতবে সেটি আনপ্রেডিক্ট্যাবল।কারণ জন সিনা প্রতি সপ্তাহে টেকারকে অপমানজনক কথা বলছে।

গত সপ্তাহে-"Undertaker"কে Coward বলে।ভুলে গেলে চলবে না-Undertaker তার WWE ক্যারিয়ারে কি করেছে!তাই এই কথাটি Undertaker এর জীবনে সবচেয়ে বড় ধাক্কা দেয়ার কথা।স্টোরি অনুযায়ী,আমরা এত বছর দেখে আসছি,Undertakerককে নিয়ে কেউ কিছু সামান্য বাজে মন্তব্য করলে-Undertaker তাকে খেয়ে ফেলে😛!আর সেদিকে জন সিনা -"Undertaker"কে Coward ডেকেছে,,তাই স্টোরিলাইন অনুযায়ী-টেকার এখন অনেক গরম!সিনাকেও খেয়ে ফেলবে।আর স্টোরিলাইন টাও এমন হবে যে টেকার জীবনববাজি রেখে ম্যাচটা জিতার চেষ্টা করবে!পরিশেষে বলব-এই ম্যাচটা "Undertaker" তার জীবনে শেষ ম্যাচ খেলার জন্য আসছে।তাই তাকে যে হারাতে-ই হবে এমন কোন কথা নায়।"Undertaker" জিতলেও রেসলিং থেকে বিদায় নিবে,,না জিতলেও বিদায় নিবে।

২) ভাই এটা-"Wrestlemania"!এই "Wrestlemania"র ইতিহাসে "Undertaker"কে হারাতে পেরেছে মাত্র দুইজন!"Undertaker"এই "Wrestlemania"য় তার জীবনবাজি রেখে ম্যাচ খেলত!সব কি ভুলে গিয়েছেন?একজন রেসলার তার জীবনের সেরাটা দিয়েও-"Undertaker"কে Wrestlemania'য় হারাতে পারত না।ইতিহাসে যে দুইজন হারিয়েছে তার কারণ তাদের এবারে ম্যাচটি ব্লকবাস্টার করার জন্য।এবার কি বলবেন-সিনাও ইতিহাসে ওই দুইজনের পাশে নাম লিখাবে?আর "Cena"যদি এবারের-"Wrestlemania"জিতে তাহলে "Undertaker"এর Wm তিনবার হারবে।তাহলে তখন সিনা আর টেকারের মধ্যে তফাৎ কি থাকিবে?"Undertaker" এত বছর-"Wrestlemania"য় কি দেখিয়ে এসেছে তখন তো সব গুলোর গুরুত্ব কমে যাবে!"WWE" ক্রিয়েটিভরা চাইবে,Undertakerএএর "Wrestlemania"-Winning Or Loosing Streak সব থেকে বেশি এগিয়ে থাকুক,,,আবার "John Cena"র জিতার সম্ভাবনা আছে।কারণ-যদি -"Undertaker"কে বুড়ো হিসেবে ধরা হয়।"John Cena"কি এই বুড়োর সাথেও পারবে না?এত-ই পচে গেছে সিনা?তাই বলা যায়,সিনারও জিতার সম্ভাবনা ৫০% Undertaker'র জিতার সম্ভাবনা ৫০%।তবে যেহেতু গত বছর,"Undertaker"-"Wrestlemania"য় হেরেছে তাই এবার তিনি-ই জিতবে।জীবনের শেষ ম্যাচটা জিতে নিবে।

•• Prediction:-Undertaker😍


বিদ্রঃ যারা অনলাইনে দেখবেন, তারা নিম্নে এপ থেকে বা ওয়েবসাইট থেকে স্ট্রিম করে দেখতে পারেন...

•• Mobdro (30.2 MB)

Per Minute Stream 10 MB (SD)

•• Live Net TV (13.32 MB)

Per Minute Stream 15 MB (HD)

•• Website -

Per Minute Stream 10 MB/15 MB (SD/HD)

• লেখক ঃ ‎স্বাধীন লোধ তূর্য্য‎