◘ City - New Orleans
◘ Theme Song - "New Orleans" by Kid Rock
◘ TagLine - The Ultimate ShowDown
◘ Download - Click Here to Download.
•• KickOf Show ••
প্রি-শো শুরু হয় এবং New Orleans এ সবাইকে স্বাগতম জানায় Renee Young এবং প্রি-শা তে তার সাথে ছিল. JBL..David & Booker T। সেখানে তারা কিছু কথা বলে এবং পরে স্টেডিয়ামের বাইরের ভিউ দেখা যায়। কিচ্ছুক্ষণ পর John Cena কে দেখা যায়। সে ফ্যান্সদের মধ্যে বসে ছিল। মেইন ফিউড গুলোর প্রমো ভিডিও দেখানো হয়।
(Andre the Giant Memorial Battle Royal)
♦ 30 Man Top rope Elimination match :
ভালোই ম্যাচ ছিল। প্রি-শো এর প্রথম ম্যাচ ছিল এটা। ম্যাচের শেষের দিকে Woken Matt Hardy কে হেল্প করে Wyatt। সে রিটার্ন করে এবং তাকে হেল্প করে এবং Matt ম্যাচ জিতে। পরে Waytt. Matt কে Hug করে।
• Winner : Woken Matt Hardy
♦ Alexander vs. Mustafa Ali :
ভালো মানের একটা ম্যাচ হয়। ম্যাচে দুইজন অনেক হাই-ফ্লাইং মুভ ব্যবহার করে। এবং শেষের দিকে ম্যাচটি Alexander জিতে যায়।
• Winner : New CruiserWeight Champion "Alexander"
♦ Womens Battles Royal :
মোটামোটি ভালো মানের ম্যাচ ছিল। ম্যাচের শুরুর দিকে Raw & Sd এর ওমেন্স রা ডমিনেইট করলেও হঠাৎ করে NxT এবং Mae Young Classic এর Womens রা ডমিনেইট শুরু করে। কিন্তু শেষের দিকে Naomi ম্যাচটি জিতে যায়। ম্যাচের মধ্যে ছিল ইন্ডিউয়া এর Kabita Devi O😒
• Winner : Naomi
•• Main Show ••
রেসলম্যানিয়া ৩৪ এর মেইন শো - শুরু হয় সংগীত পরিবেশন এর মাধ্যমে। মেয়েবি ওইটা USA এর জাতীয় সংগীত ছিল। এরপর রেসলম্যানিয়া এর Theme সং "New Orleans" শুনানো হয়।
♦ The Miz© vs. Seth Rollins vs. Finn Balor :
OMG!! Seth Freaking Rollins এর অসাধারণ এন্ট্রি। মিজের এন্ট্রিও অনেক সুন্দর ছিল। 3D Effect এফ সাথে নতুন Gear ✌✌। OMG!Finn Balor কোনো Demon গিমিকে আসে নি। স্পেশাল এন্ট্রি তে ছিল Balor Club। 👌👌
ম্যাচের শুরুটা অসাধারণ ছিল। একজন আরেকজনকে Technique ব্যবহার করে পিন করছিলো। ফ্যান্সদের মধ্যে বসে John Cena ম্যাচটা Enjoy করছিলো। Seth. একসাথে Finn & Miz কে টপ রুপ থেকে Block Buster দেয়। ম্যাচের মধ্যে কাউন্টার নিউ মুভস ছিল। Seth. Finn কে সুপার কিক দেয়. Miz. Seth কে ডিডিটি.। Miz. Balor কে Figure Four Leg Lock ধরে। Seth টপ রুপ থেকে Frog Splash দেয়। Miz.. Seth।কে Skullcf Crushing Finalle দেয় Seth কিক আউট করে। Finn. Miz কে Croup De Grace দেয়। Seth 2 জন কে একসাথে Curb Stomp মারে এবং এরপর আবার Miz কে আরেকটা Curb Stomp। কাভার ১..২....৩ Tin..Tin.Tin.
• Winner : New Intercontinental Champion "Seth Rollins"
(SD Womens Championship)
♦ Charlotte© vs. Asuka :
ম্যাচের শুরুতেই Asuka. Charlotte এর উপর ডমিনেইট করতে থাকে। দুইজনের পারফরমেন্স দেখার মতো ছিল। অনেকগুলো ভালো মুভস..কাউন্টার এবং সাবমিসন মুভস দেখা যায়। Charlotte কে রিংয়ের স্টেপ থেকে Suplex দিয়ে নিচে ফেলে দেয় Asuka.। Top Rope থেকে Charlotte. Asuka কে Moonsault Hand Driver দেয়😱😱। Charlotte. Asuka কে Running Full Power Spear দেয়। কিন্তু ২ কাউন্ট পায়। Charlotte. Asuka কে Figure Eight Leg Lock ধরে এবং Asuka ট্যাপ আউট করে। Asuka এর Streak Break করে দেয় Charlotte 😱😱😱..ম্যাচ শেষে একজন আরেকজন কে Hug করে।
• Winner : Still Womens Champion "Charlotte Flair"
ম্যাচ শেষে Referee Cena কে কিছু বলে Cena দৌড়ে Backstage চলে যায় 😱😱 Maybe Undertaker is hereeeeeee
(Fatal Four Way US Championship Match)
♦ Rusev vs. Randy Orton© vs. Bobby Roode vs. Jinder Mahal :
ভালোমানের একটা ম্যাচ হয়। ম্যাচের শুরুতে Rusev ডমিনেইট করতে। ম্যাচের মধ্যে Randy এর Superplex একসাথে ৩টা RkO। ম্যাচের শেষের দিকে Rusev প্রায় সবাইকে Macckha Kick দিতে তাকে। Jinder. Rusev কে kallash দেয় পিন করে জিতে যায়।
• Winner : Jinder Mahal
(Mixed Match Match)
♦ Ronda Rouey & Kurt Angle vs. Triple H & Stephanie McMahon :
What The!!কি এন্ট্রান্স নিল Power Couple। সেই রকম এন্ট্রান্স হল...
ম্যাচ শুরুর আগে Stephanie. Ronda এর সাথে মাইন্ড গেম খেলে। Triple H & Angle শুরু করে ম্যাচ। রিংয়ের বাইরে Kurt কে HHH Steel Step এ মারে। HHH Ronda এর সাথে কথা বলে Stephanie. Kurt কে মারতে থাকে। Stephanie. Kurt কে মারে তখন HHH Kurt কে মারতে গেলে সে সরে যায় প্রায় Stephanie কে মেরে দিতো HHH...Ronda ট্যাগ পায়। Corner এ Rousey UFC স্টাইলের পাঞ্চ মারতে থাকে। একটার পর একটা মুভস দিতে থাকে। Ronda. Stephanie এর Arm এ ধরে Stephanie কাউন্টার করে। Stephanie DDT দেয়। Ronda. Stephanie কে ওর ফিনিসার দেয় কিন্তু HHH refree কে রিংয়ের বাইরে টেনে নেয়। পরে Rousey কেও। পরে Kurt আসে এবং Announced Table এর উপর ফাইট করে। Whatttt!!!HHH & Ronda now!! Ronda HHH কে Corner এ নিয়ে গিয়ে মারতে থাকে। Stephanie Ronda কে তাপ্পর মারে। Kurt & HHH... Kurt.HHH কে Belly-to-Belly Suplex দেয় এবং পরে German Suplex। Angle..HHH কে Angle Slam দেয় কিন্তু ২ কাউন্ট পায়। HHH.. Kurt কে Pidgree দেয় কিন্তু Ronda সেভ করে। HHH. Ronda কে Pidgree দিতে চায় কিন্তু সে কাউন্টার করে Arm Bar ধরে Stephanie Save করে। Ronda. Stephanie কে Arm Bar ধরে HHH কে Kurt. Angle Lock ধরে। Ronda আবার Arm Bar ধরে Stephanie ট্যাপ আউট করে।
• Winner : Ronda Rouey & Kurt Angle
(SD TagTeam Championship)
♦ The Usos© vs. New Day vs. Harper & Rowan :
মোটামোটি টাইপের ম্যাচ ছিল। ম্যাচের শুরুতে Uso আর Kofi মিলে তাদের রিংয়ে উঠতে দেয় না। পরে ওরা সবাইকে রিংয়ে বাইরে মারতে থাকে। Usos ফাইট ব্যাক করে এবং অনেকগুলো ভালো মুভস মারে। পরে New Day ও মারতে থাকে। শেষের দিকে Kofi কে Top Rope থেকে Sitting Powerbomb দিয়ে ম্যাচ জিতে Bludgeon Brothers
• Winner : The New TagTeam Champs "Bludgeon Brothers"
(John Cena vs. Undertaker??)
রিংয়ে আসে John Cena। এবং সে কাওকে ডাকে। রেফারি আসে এবং তাকে কিছু বলে এবং সে অনেকটা রেগে রিংয় ছেড়ে চলে যায়। লাইটস অফ হয় কিন্তু What Elias😒😭 সে রিংয়ে আসে কিন্তু Cena ফ্যান্সদের মধ্যে গিয়ে বসে পরে😭😭। Elias. Cena এবং ফ্যান্সদের নিয়ে খারাপ কথা বলে সে রিংয়ে আসে এবং Elias কে মারে।
Cena এন্ট্রান্স এরিয়া তে যায় তখন লাইটস অফ হয়ে যায় এবং অন হওয়ার সময় রিংয়ের মাঝখানে Undertaker এর সেই জেকেট..Lighting হয় এবং জেকেট গায়েব.. Undertaker এর Theme song বাঝে 😱😱 Finally He is Here 😊😊😊😊
♦ Undertaker vs. John Cena :
Match Started👏👏। What a Start by Undertaker। প্রথমে Punches তারপর Old School..Snake Holes... Big Boot 😱😱 Chokeslam মারতে গেলে Cena কাউন্টার করে। Five Knuckles Shuffle মারতে গেলে Undertaker বসে পরে এবং ChokeSlam...তারপরই Tombstone PileDriver😱😱 1...2...3...
• Winner : The Undertaker 😱😱
Hall of Fame Class of 2018 এর সাথে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়।
(TagTeam Match)
♦ Daniel Bryan & Shane McMahon vs. Kevin Owens & Sami Zayn
ম্যাচ অফিশিয়ালি শুরুর আগে KO & Zayn পিছন দিক দিয়ে দুইজন কে এট্যাক করে। Daniel কে Apron এ Powerbomb দেয়। মেডিকাল টিম Daniel কে চেক আপ করে। Shane একা দুইজনের সাথে ফাইট করে। Corner এ ওয়ান After ওয়ান Punches মারে। DDT ও। Kevin & Zayn ফাইট ব্যাক করে। দুইজন মিলে Shane কে মারতে থাকে। Zayn Hulluva kick মারতে গেলে Shane কাউন্টার করে। Shane. Zayn কে Coast to Coast দেয়। কাভার করে কিন্তু Kevin Break করে। Kevin. Shane কে Frog Splash দিয়ে পিন করলে Daniel ব্রেক করে। Daniel ট্যাগ পায়। তুফান আসে। একাই দুইজন কে মারে। Zayn কে টপ রুপ থেকে Drop Kick দেয়। পরে দুইজন কে Corner Drop kick দিতে থাকে। Zayn. Daniel কে Hulluva kick দেয় ২ কাউন্ট পায়। Kevin Pop-Up-Powerbomb দেয় কিন্তু আবার কিক আউট করে। Daniel. Zayn কে YES Kick দেয়। Daniel. Zayn কে Running Knee দেয় তার সাথে সাথে YES Lock এবং ট্যাপ আউট
• Winner : Daniel & Shane
(Raw Womens Championship)
♦ Alexa Bliss vs. Nia Jax :
নামেই চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কোনো চিয়ার্স অথবা কোনো রিএকশন ছিল না। ম্যাচের আগে Nia. Mickie কে মারে। পরে Alexa কে ধরে. Alexa ভালো পারফর্ম করে কিন্তু শেষের দিকে Top Rope থেকে Samoa Drop দিয়ে ম্যাচ জিতে Nia Jax
• Winner : New Raw Womens Champion "Nia Jax"
(WWE Championship)
♦ A.J Styles© vs. Nakamura :
Nakamura এর জন্য ছিল স্পেশাল এন্ট্রান্স। Styles এর জন্য তেমন কোনো স্পেশাল এন্ট্রান্স ছিল না।
অসাধারণ একটা ম্যাচ হয়। ম্যাচের শুরুতে Nakamura কিছুটা ডমিনেইট করলেও পরে Styles ডমিনেইট করে। একজন আরেকজনের প্রত্যেকটা মুভ কাউন্টার করে যাচ্ছে। ম্যাচের মধ্যে অনেক সুন্দর মুভস দেখা যায়। Nakamura মুভস মারতে গেলে Styles কাউন্টার করে Calf Crusher ধরে। কিন্তু SomeHow Nakamura কাউন্টার করে Submission ধরে। Nakamura তার পায়ে ব্যথা পায়। সে তার Knee দিয়ে Aj Styles কে মারতে গেলে Styles কাউন্টার করে এবং Phenomenal Forearm দেয়। কিন্তু ২ কাউন্ট পায়। 450 Splash দিতে গেলে Nakamura কাউন্টার করে পিন করে কিন্তু ২ কাউন্ট পায়। Nakamura. pele কিক দেয় এবং Nakamura. Styles এর পিছনে Kinshasa দেয় কিন্তু ২ কাউন্ট পায়। Nakamura. Kinshasa মারতে গেলে তা কাউন্টার করে Styles Clash দেয় এবং ম্যাচ জিতে যায়। ম্যাচের পর Nakamura heel turn করে। সে তাকে টাইটেল দেওয়ার মতো করে তাকে LowBlow দিয়ে দেয় এবং মারতে থাকে। এবং শেষের দিকে Kinshasa ও মারে।
• Winner : Still WWE Champion "A.J Styles"
(Raw TagTeam Championship)
♦ Braun Strowman & Child? vs. The Bar©
এইটা কি ছিল??Braun Strowman আসে এবং বলে যে তার Partner হবে এখানেরই কেও একজন এবং সে পুরো এরিনা ঘোরে একটা পিচ্ছি বাচ্চা কে নিয়ে আসে?? 😱 ম্যাচ শুরু Strowman কিছুটা মারে পরে The Bar. Strowman কে মারতে থাকে। NicholasChild) ট্যাগ পায়। কিন্তু কিচ্ছু করতে পারে না এবং Strowman রিংয়ে আসে Powerslam দেয় পিন করে ম্যাচ জিতে যায়।
• Winner : New Champion 'Braun & Nicholas
•• Main Event ••
(WWE UniverSal Championship)
♦ Roman Reigns vs. Brock Lesnar©
দুইজন এর জন্য তেমন কোনো স্পেশাল এন্ট্রান্স ছিল না 😒। দুইজন এর এন্ট্রান্স এ শুধু Pyro add হইছে।
ম্যাচের শুরুতে Lesnar Corner এ নিয়ে Shoulder Block মারতে থাকে। Reigns পাঞ্চ দিয়ে ফাইট ব্যাক করে। Lesnar ৩ টা Suplex দেয়। Roman. Super Man Punch দেয়। রিংয়ের বাইরে Brock. Reigns কে Belly-to-Belly Suplex দেয়। Belly-to-Belly মারে Announced Table এর উপর। রিংয়ে যায় দুইজন। Welcome to Suplex City!!কয়েকটা German Suplex..Belly-to-Belly Suplex মারে। Roman. Corner Step এ মারে Lesnar কে। এবং Speaaaarrrrrr দেয় Announced Table এর উপর। টেবিল ভাঙে না। রিংয়ে যাওয়ার পর SuperMan Punch তারপর ব্যাক টু ব্যাক Spear কিক-আউট। 😱 Roman আবার Spare মারতে গেলে High Knee দেয়। F-5 কাভার বাট কিক-আউট এট ২। Another F-5 But Still KickOut 😱😱। OMG!!!3rd F-5 one after One but still kickout 😰 omg!!4rd F-5 এখনকার টা Announced Table এ। German Suplex....5th F-5 ১...২...কিক-আউট 😒 অভার acting) 😒 Lesnar গ্লাবস খুলে পাঞ্চ মারতে থাকে।
Roman এর মাথা থেকে রক্ত বের হতে থাকে 😱 SPEAAAAAAAARRRRRRRRRR Back 2 Back বাট কিক-আউট। 6Th F-5 😱😱 Pin 1..2..3
Roman এর মাথা থেকে রক্ত বের হতে থাকে 😱 SPEAAAAAAAARRRRRRRRRR Back 2 Back বাট কিক-আউট। 6Th F-5 😱😱 Pin 1..2..3