অনেক অনেক অনেক দিন পর লিখতে বসেছি। রেসলিং আগের মতো দেখা হয় না ব্যাস্ততায়, সে যাইহোক, সরাসরি আলোচনায় চলে যাওয়াটাই ভালো।
রয়েল রাম্বল থেকেই একটা গুঞ্জন ছিলো আন্ডারটেকার রিটার্ন করবে এবং জন সিনার সাথে ম্যানিয়াতে ম্যাচ খেলবে। যদিও বা সেই আশাতে বরাবরেই গুরেবালি দিয়ে যাচ্ছিলো ভিন্স আর WWE তারপরও ভক্তরা সবাই চাইছিলো এক যুগের এই ড্রিম ম্যাচ টা হোক আর এই ম্যাচের মাধ্যমেই টেকার তার ক্যারিয়ারের ইতি টানুক। সব-ই ঠিকঠাক থাকত যদি ম্যাচ টা আজ থেকে ২-৪বছর আগে করা যেত কিন্তু কোন এক অশুভ কারণে ভিন্সের বারবার মত পালটানো,সিনার ইঞ্জুরিতে পড়া ইত্যাদি ম্যাচটা হওয়ার পথে কাটা দিয়ে আসছিলো। ২০১৭ সালের ম্যানিয়া তে ম্যাচ টা হওয়ার জোড় গুঞ্জন উঠেছিলো এবং সবকিছু ঠিকঠাক ই এগুচ্ছিলো কিন্তু শেষদিকে জন সিনার ইঞ্জুরি ম্যাচটার প্ল্যান আবারো ভেস্তে দেয়। এই বছরের শুরু থেকেই জোড় গুঞ্জন ছিলো অবশেষে হতে চলেছে এই ম্যাচ এবং একপর্যায়ে আজকে রেসল্ম্যানিয়া ৩৪ এ হয়েও গেছে,কিন্তু হুট করেই হয়ে গেছে সব। যেটা আসলে কেউ ই আশা করেনী সেটাই হয়ে গেলো। মানে আশা করেছে ঠিক ই কিন্তু আশার প্যাটার্নের সাথে এই ম্যাচের প্যার্টানের কোন মিল নেই।
২০১৭ সালে রয়েল রাম্বলে আন্ডারটেকার খেলবে বলে জানান,এতে সবাই ধরেই নিয়েছিলো অবশেষে সিনা বনাম টেকার ম্যাচটি হতে যাচ্ছে কিন্তু সিনার ইঞ্জুরিতে পড়ার পর রোমান রেইঞ্জের নামটাই উঠে এসেছিলো। ভিন্সও আশাবাদি ছিলো এই ম্যাচ নিয়ে ফিউড বিল্ডাপটাও ভালো ছিলো এবং ম্যাচও খুব একটা খারাপ হয়নি(টেকারের ফিজিক্স অনুযায়ী) আন্ডারটেকারের হারাটাও প্রেডিক্টেবল ছিলো কিন্তু ম্যাচ শেষে টেকারের কোট,হ্যাট,গ্লাভস রিং এ রেখে যাওয়াটা তার ইতি হিসেবেই সবাই ধরে নিয়েছিলো এবং সবাই সেই হিসেবে তাকে সংবর্ধনা দিয়ে,সম্মান দিয়ে বিদায় দিয়েছিলো, নামিদামি পেজ,ব্লগ এমনকি টিভিতেও নিউজে ছিলো আন্ডারটেকার রিটায়ার করেছেন।
২০১৮ তে এসে আবারো টেকারের রিটার্নের গুঞ্জন শোনা যায় কেননা ম্যানিয়া সিজন। ম্যানিয়া টেকার ছাড়া অসম্পুর্ণ। যদিও আমি পারসোনালি আর চাইনি টেকার ম্যাচ খেলুক। একপর্যায়ে সিনার ম্যানিয়া অপনেন্ট না পাওয়া,এপিসোডের পর এপিসোড এসে একই প্রমো কাটা,ম্যাচ হারা এসব দেখে ইঙ্গিত পেয়েছিলাম শেষমেষ টেকারের সাথে ম্যাচ হবে সিনার। কিন্তু ফিউড বিল্ডাপে দেরী করে ফেলেছে ক্রিয়েটিভরা,অতিরিক্ত সাস্পেন্স আর হাইপ তৈরী করতে গিয়ে ফিউড আর স্টোরিটেলিং এর বারোটা বাজিয়ে ফেলেছে তারা। যার কারণে ফিউডটি খুব একটা ইঞ্জয় করতে পারেনী কেউ। অবশেষে সিনা সিদ্ধান্ত নিলেন ম্যানিয়া তে তিনি দর্শক সিটে বসে ম্যানিয়া উপভোগ করবেন আর আন্ডারটেকারের রিস্পন্সের অপেক্ষায় থাকবেন। আজকে সিনা সেটাই করেছিলো এবং এক পর্যায়ে টেকার রিটার্ন করেন এবং স্কোয়াশ ম্যাচে সিনাকে হারান। সবাই অনেক খুশী টেকার রিটার্ন করাতে,ম্যাচ হওয়াতে কিন্ত অনেকেই অখুশী তাদের ম্যাচ টা ম্যাচের মত ম্যাচ না হওয়াতে কিংবা আমেরিকান ব্যাড এস রুপে টেকারের আগমন না দেখাতে। গুটিকয়েক প্রশ্ন আর তার উত্তর ক্লিয়ার করা যাক।
• কেন ই বা এই ফিউডের বিল্ডাপ এমন?
অতিরিক্ত সাস্পেন্স দেখাতে গিয়ে,থ্রিল দিতে গিয়ে ক্রিয়েটিভরা ফিউডের বিল্ডআপ ঠিকমত দিতে পারেন নি। সিনার রিটার্নের পর চ্যাম্পিয়ানশীপ ম্যাচে এড হওয়াটাও আমি চাইনি। ফাস্টলেনের পর যদিও সময় ছিলো কিন্তু অতিরিক্ত হাইপ আর সাস্পেন্স রাখতে গিয়েই ফিউডের এই হাল।
• আন্ডারটেকার কে আগে রিটার্ন করানো হয় নি কেন?
আন্ডারটেকার তার কোট,হ্যাট,গ্লাভস মোদ্দাকথা তার রিং গিয়ার ম্যানিয়াতে রেখে যান। ম্যানিয়ার সেই রিং গিয়ারটা খুব যত্নসহকারেই রাখা হয়েছে,অনেকটা কেইন যখন কর্পোরেট ছিলো আর তার ডিমন মাস্ক শোকেইস করে রাখা হয়েছিলো তেমন। সিনা টেকারকে(অবশ্যই ডেডম্যান টেকারকে) চ্যালেঞ্জ করেছিলো আর তাকে রিস্পন্স করতে বলেছিলো কিন্তু WWE এর লজিক অনুযায়ী টেকারের রিং গিয়ার তো ম্যানিয়াতে রেখে এসেছেন তাই তার শো আপ আবার ম্যানিয়াতে ম্যানিয়ার রিং গিয়ার পড়েই করতে পারবেন। যেটা আজকে দেখলাম আর উপলব্ধি করতে পারলাম। মুলত এই কারনে টেকার শো আপ করেনী র,স্মাকডাউনে আর ফিউডটিও একাই সিনার ক্যারি করতে হয়েছে।
• টেকারের আজকের রিটার্ন কতটুকু যৌক্তিক?
পারসোনালি আমি চাইনি ম্যাচটা হোক, ছোট খাটো একটা সেগ্মেন্ট হলেও ভালো হত কিন্তু কোম্পানীর ফেমাউস একজন রেস্লারের কল আউট এভাবে ঝুলে থাকবে তার কোন মানে হয় না। তাই চ্যালেঞ্জের একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিলো। সুতারাং আন্ডারটেকারের রিটার্ন যৌক্তিক ছিলো ম্যানিয়াতে।
• ম্যাচটা এতো স্বল্প দৈর্ঘ্যের কেন হল?
আন্ডারটেকার আসলো আর হুট করেই চ্যালেঞ্জ একচেপ্ট করলো আর ম্যাচ খেললো,জিতলো,চলে গেলো। নাহ, এই রকম ড্রিম ম্যাচ কেউ ই আশা করেনী। ম্যাচটাই স্কিলের শোডাউনের চাইতেও রিস্পেক্ট বিষয়টার এক্সপেক্টেশন বেশী ছিলো। সবাই চেয়েছিলো টেকার জিতুক আর সিনা রিস্পেক্ট দিক এভাবেই তাদের ম্যাচ টা শেষ হোক কিন্তু স্টোরি বিল্ড আপে রিস্পেক্ট নামক শব্দটা দেখানো হয়নি। সিনার ব্যাড এস কথাবার্তা আর টেকারের রিস্পন্স না করা,ম্যানিয়াতে হুট করে এসে সিনাকে বেধরক মার দিয়ে ম্যাচ জিতাটাই এর মূল কারণ ছিলো। অর্থ্যাৎ ফিউড বিল্ড আপ আর ম্যাচের স্টোরিটেলিং-ই এর মুল কারণ। ম্যাচে টেকারের এগ্রেসিভ লুকটা ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে তাদের মধ্যে রি-ম্যাচ হবে। সেটা হতে পারে বাকী ২টা মেজোর পে-পার-ভিউ তে বা হতে পারে নেক্সট রেসল্ম্যানিয়ায়। তবে আজকের ম্যাচ মোটেই ভালো লাগে নী। আর সিনার বুকিংটাও ভালো ছিলো না। এই ম্যাচ কম রেটিং পাবে।
আন্ডারটেকার কে আবারো দেখলাম এই খুশীর চাইতে স্কোয়াশ ম্যাচ আর ফিউডের জন্যই বেশী মন খারাপ হচ্ছে।আর ড্রিম ম্যাচের কোন ফিল ই পায় নি। আমার কাছে ২০১২ তে হওয়া End Of An Era ম্যাচটি ই টেকারের ফেয়ারওয়েল ম্যাচ,রিটায়ার ম্যাচ, বেস্ট ম্যাচ। এই বয়সে এসে ভালো ম্যাচ দেওয়াটা হয়ত সম্ভব না এরপরও আমাদের জন্য তার আসাটা আমাদের কাছে অনেক বেশী মূল্যবান। ভালো থাকুক মানুষটি। ❤
• লেখক ঃ Mohammad Shagor Islam