১) ভিন্স মিকম্যানের সাথে ব্রকের ঝামেলা, স্ক্রিপ্ট ভেঙ্গেছিলেন কি? :


ইতিমধ্যে হয়তো সবারই জানা Brock Lesnar এবং WWE CEO স্বয়ং Vince McMahon এর মধ্যে কিছুটা মনিমালিন্যতা হয়েছে। এবং এও শোনা যায় একপর্যায় Brock রেগে গিয়ে Universal Title টি দেয়ালে ছুরে ফেলে দেয়।

এ নিয়ে PW Torch এর একটি প্রতিবেদনে প্রকাশ করে তাদের এই দ্বন্দের সৃষ্টির কারন কি। তাদের মতে Roman কে রক্তাক্ত করার পূর্বে কোনো পরিকল্পনা ছিলনা ক্রিয়েটিভ প্যানেলের, কিন্ত Brock নিজে Roman কে তার ইচ্ছায় রক্তাক্ত অবস্থা করে। আরোও জানা যায় Lesnar যে F5 দ্বারা German Announce Table টি বিধ্বংস করে সেটিও প্ল্যান অনুযায়ী না, ধারাভাষ্যকারদের কোনো আইডিয়াই ছিলনা যে তাদের টেবিলটি ব্যবহৃত হবে। 

PW Torch'র প্রতিবেদক Wade Killer এর ভাষ্যমতে যদিও লেসনার আবারও নতুনে চুক্তিবদ্ধ হয় WWE'র সাথে তবে সেটা অতি স্বল্প সময়ের জন্য। মেবি লেসনার কে Greatest Royal Rumble ইভেন্টের পর তাকে আর দেখা যাবেনা WWE'র পর্দায়, তবে সেটা কতদিনের জন্য সেটা উল্লেখ করা হয়নি। Rumor মোতাবেক Brock উক্ত ইভেন্টে Roman এর কাছে পরাজিত হয়ে কোম্পানির সাথে পৃথক হয়ে UFC তে Re-Sign করে আরো কিছু ম্যাচ উপহার দিবে UFC এর মঞ্চে। 

Wrestlemania এ Brock যে টাইটেল রিটেইন করে এই প্ল্যানটি তাদের ম্যাচের মাত্র এক ঘন্টা আগে স্বয়ং Vince McMahon কতৃক পরিবর্তন হয়, আর প্ল্যান চেঞ্জের মূল কারন Roman ভিন্সের আশাজনক Reaction পেতে ব্যর্থ হয়। আপাতত Brock Lesnar কে কোনো Raw এর জন্য নিযুক্ত করা হয়নি, তিনি একেবারে Greatest Royal Rumble Show তে পারফর্ম করবেন।

রেসেলম্যানিয়ায় ব্রক ৬টা এফ ৫ হিট করেছে। আর পিন করে হারিয়েছে রোমানকে। কিন্তু ব্রক এই বুকিংয়ে বিরক্ত। কারণ রোমানের চেয়ে বড় পাওয়ারহাউজ সবাইকে একটা এফ৫ দিয়ে হারিয়েছে। কিন্তু রোমানের বেলা ৬টা!!! যা তার রেপুটেশন খারাপ করে। UFC এর ডানা হোয়াইট জানিয়েছে, Brock Lesner এখন WWE আর UFC দুই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। তাই তার লিভ নেওয়ার প্রশ্ন জাগে না। ম্যাচশেষে ব্রককে ব্যাকস্টেজে অনেকক্ষণ দেখা যায়, যা আগে কখনো যায়নি।


২) Braun Strowman এর সাথে ছেলেটি কে? :


রেসেলম্যানিয়ার আনপ্রেডিক্টেবল ম্যাচগুলোর একটা ছিলো 'The Bar' V/s Braun Strowman & ? । মূল ম্যাচটি ০৪ মিনিট স্থায়ী থাকলেও ব্রণের পার্টনার সম্পর্কে আমাদের সকলেরই নানা চিন্তাভাবনা ছিলো । কেই বলেছিলো 'Big Cass' , 'Big Show' , 'Rey Mysterio' ইত্যাদি । কিন্তু এসব সব প্রেডিকশনকে ভুল প্রমান করে দিয়ে ব্রন ৭৮১৩৩ জন মানুষের মধ্য দিয়ে একটি বালককে নিজের পার্টনার হিসেবে পছন্দ করে । যারা রেসেলম্যানিয়া দেখেছেন তার জানেন যে বালকটিকে 'Nicholas' নামে চিনলেও তার পরিচয় সম্পর্কে আমরা কেউই হয়তোবা কিছুই জানিনা । তবে আপনাদেরকে বলি যে , কে এই বালক ?

তার আগে জেনে আসি বাচ্চাটি রিংয়ের মধ্যে স্বাভাবিক ছিলো কেন? অর্থাৎ একজন প্রফেশনাল বা প্রাপ্ত বয়স্ক ছাড়া যে কোনো শিশুই রিং এ একা ঘাবড়ে যেতে পারে এটা স্বাভাবিক একটা ব্যাপারই। কিন্তু না, বাচ্চাটি রিং এ একা ছিলোনা। তাকে রিং এ সাপোর্ট দিচ্ছিলো তার বাবা WWE Official "John Cone", ওই ম্যাচেরই রেফারী ছিলো।

অর্থাৎ এই বালক হলো WWE Official একজন রেফারীর পুত্র, বর্তমানে আমাদের নতুন RAW Tag Team Champions.. ! রেফারীর নাম 'John Cone' । সে অনেক ম্যাচেই এ পর্যন্ত রেফারি হিসেবে কাজ করেছেন ! তিনি ২০১৩ থেকে এই পর্যন্ত প্রায় ০৫ বছর ধরে 'WWE' রিংয়ে অফিশিয়াল হিসেবে কাজ করেছেন । এখন দেখা যাক ব্রণ এবং তার নতুন পার্টনার কতদিন 'র' ট্যাগ টিম হিসেবে থাকতে পারে ! 


৩) মনে আছে এই ওয়াএট ফ্যামিলি এর কথা?


এই টিমটিকে চিনেনা এমন WWE ফ্যান খুব কম আছে বা নেই বললেই চলে। এই টিম এ চারজন সদস্য ছিল। যারা হলো (Bray Wyatt), (Braun Strowman), (Luke Harper), (Erick Rowan) এদের লিডার ছিল Bray Wyatt. বছর খানেক আগে এটির সমাপ্তি ঘটে। এই টিম এর এক এক জন নিজেদের মত করে আলাদা হয়ে যায়।

যেমন বর্তমানে আমরা যে Braun Strowman কে দেখছি তার পপুলারিটি খুবই কম ছিল তখন। আলদা এখন আবার Braun সিংগেল ডিভিশন আসে। আবার ট্যাগটিম ডিভিশন এ এসে পড়ে। কিন্তু তার কোনো ভালো ট্যাগটিম পার্টনার পাওয়া যায়নি এই WM34 এর আগে। Erick Rowan এবং Luke Harper নিজেদের একটি টিম তৈরি করে। এর নাম তারা দিয়েছে Bludgeon Brothers.

The Wyatt Family এর প্রত্যেকেই WM34 এ অবস্থান করে। এদের মধ্যে শুধু তাদের লিডার Bray Wyatt ছাড়া বাকি সবাই WM34 এ একটি করে ম্যাচ পায়। তারা সবাই ট্যাগটিম চ্যাম্পিয়নশিপ জিতার জন্য ম্যাচ পায়। The Bludgeon Brothers WM34 এ একটি ট্রিপল থ্রেট ট্যাগটিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলে।

Braun Strowman WM34 এ তার পার্টনার কে তা ঘোষনা করে। অন্যদিকে Bray Wyatt অবস্থান করে Andre The Giant 30 Man Battle Royal ম্যাচটিতে। সেখানে Bray Wyatt শেষের দিকে এসে Matt Hardy কে জিতিয়ে দেয়। অন্যদিকে The Wyatt Family এর বাকি তিন জন তাদের ট্যাগটিম চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিতে যায় এবং নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়।


৪)  আজ Monday Night Raw-তে : 


◘ The Authors Of Pain NXT থেকে মেইন রোস্টার এ ডেভিউ করেন😮

◘ Samoa Joe রিটার্ন করেন। এবং Roman কে Backlash এ একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে।

◘ Impact Wrestling এর Bobby Lashly (The Spear Master)😍😍 আজ রিটার্ন করেন Raw তে

◘ আজকে Raw তে NXT থেকে মেইন রোস্টার এ ডেভিউ করেন Ember Moon..😈

◘ আগামী সপ্তাহের Raw, SD তে Superstar Shake-Up অনুষ্ঠিত হবে।😎

◘ Paige তার রিটায়ারমেন্ট ঘোষনা করেন

◘ Upcoming Greatest Royal Rumble PPV তে ২ টি ম্যাচ ঘোষনা করা হয়-
1- Roman vs. Brock (Steel Cage Match)
(UV Championship)
2- Braun Strowman & Nicholas vs. The Bar (Raw Tag Championship)

◘ Seth Rollins এর প্রোমোতে Miz, Balor উভয়েই আসেন, এবং তারা তাদের রিম্যাচ চান।
এবং Backlash এ 'Miz vs. Rollins' হবে for the Intercontinental Championship...

◘ তাদের সেগমেন্ট চলাকালীন Jeff Hardy রিটার্ন করেন😎


৫) কয়েকটি লেটেস্ট নিউজ এবং রিউমর ঃ


• Brock Lesnar তার Universal Title টি Wrestlemania তে ডিফেন্ড করার কারণে তাকে আবার রিসাইন করেছে WWE , তার কন্ট্রাক মূলত Wrestlemania এর দিনেই শেষ হয়ে গিয়েছিল। আর তার টাইটেল ডিফেন্ড করার মূল কারন হলো Wwe তাদের একটি নতুন Pay Per View চালু করতে যাচ্ছে যার নাম Greatest Royal Rumble মূলত এই পিপিভিটাকে জমজমাট করার জন্য Brock Lesnar কে WrestleMania তে জিতানো হয়েছে আর তার কন্ট্রাক রিসাইন করিয়েছে WWE এবং Greatest Royal Rumble এ ম্যাচ সেট করা হয়েছে : Roman Reigns 🆚 Brock Lesnar (c) [Steel Cage Match]।

• GREATEST ROYAL RUMBLE এ আরোও একটি ম্যাচ সেট করা হয়েছে, Jhon Cena 🆚 Triple H 

• PWstream এর তথ্যমতে, WrestleMania 35 এর মেইন ইভেন্ট হতে যাচ্ছে Ronda Rousey 🆚 Charlotte Flair এই ম্যাচটি। আর ম্যাচটি যদি মেইন ইভেন্ট হয়, তাহলে এটাই হবে ৩০ বছরে প্রথম কোন নারীদের মেইন ইভেন্ট Wrestlemania তে। ।

• Cageside Seats এর রিপোর্ট অনুসারে Asuka vs. Ronda Rousey প্ল্যান থেকে সরে এসেছে WWE. তারা বর্তমানে আগামীবছরের WrestleMania'র জন্য Charlotte Flair vs. Ronda Rousey ম্যাচটির পরিকল্পনা করছে।

• রিউমর অনুযায়ী নতুন Intercontinental Champion হতে যাচ্ছে Jeff Hardy সম্ভবত Greatest Royal Rumble এ Jeff Hardy 🆚 Seth Rollins 🆚 Finn Bàlor 🆚 The Miz অর্থাৎ Fatal 4 Way ম্যাচ হবার সম্ভাবনা আছে। আবার ম্যাচটি লেডার ম্যাচও হতে পারে।

• আবার আরেকটি রিউমর শোনা যাচ্ছে যে নতুন Raw Tag Team Champions হতে যাচ্ছে Matt Hardy and Bray Wyatt 

• লেখক ঃ ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -wrestling altyme, WWE 360।

WWE টুকরো খবর, ১১/০৪/২০১৮

১) ভিন্স মিকম্যানের সাথে ব্রকের ঝামেলা, স্ক্রিপ্ট ভেঙ্গেছিলেন কি? :


ইতিমধ্যে হয়তো সবারই জানা Brock Lesnar এবং WWE CEO স্বয়ং Vince McMahon এর মধ্যে কিছুটা মনিমালিন্যতা হয়েছে। এবং এও শোনা যায় একপর্যায় Brock রেগে গিয়ে Universal Title টি দেয়ালে ছুরে ফেলে দেয়।

এ নিয়ে PW Torch এর একটি প্রতিবেদনে প্রকাশ করে তাদের এই দ্বন্দের সৃষ্টির কারন কি। তাদের মতে Roman কে রক্তাক্ত করার পূর্বে কোনো পরিকল্পনা ছিলনা ক্রিয়েটিভ প্যানেলের, কিন্ত Brock নিজে Roman কে তার ইচ্ছায় রক্তাক্ত অবস্থা করে। আরোও জানা যায় Lesnar যে F5 দ্বারা German Announce Table টি বিধ্বংস করে সেটিও প্ল্যান অনুযায়ী না, ধারাভাষ্যকারদের কোনো আইডিয়াই ছিলনা যে তাদের টেবিলটি ব্যবহৃত হবে। 

PW Torch'র প্রতিবেদক Wade Killer এর ভাষ্যমতে যদিও লেসনার আবারও নতুনে চুক্তিবদ্ধ হয় WWE'র সাথে তবে সেটা অতি স্বল্প সময়ের জন্য। মেবি লেসনার কে Greatest Royal Rumble ইভেন্টের পর তাকে আর দেখা যাবেনা WWE'র পর্দায়, তবে সেটা কতদিনের জন্য সেটা উল্লেখ করা হয়নি। Rumor মোতাবেক Brock উক্ত ইভেন্টে Roman এর কাছে পরাজিত হয়ে কোম্পানির সাথে পৃথক হয়ে UFC তে Re-Sign করে আরো কিছু ম্যাচ উপহার দিবে UFC এর মঞ্চে। 

Wrestlemania এ Brock যে টাইটেল রিটেইন করে এই প্ল্যানটি তাদের ম্যাচের মাত্র এক ঘন্টা আগে স্বয়ং Vince McMahon কতৃক পরিবর্তন হয়, আর প্ল্যান চেঞ্জের মূল কারন Roman ভিন্সের আশাজনক Reaction পেতে ব্যর্থ হয়। আপাতত Brock Lesnar কে কোনো Raw এর জন্য নিযুক্ত করা হয়নি, তিনি একেবারে Greatest Royal Rumble Show তে পারফর্ম করবেন।

রেসেলম্যানিয়ায় ব্রক ৬টা এফ ৫ হিট করেছে। আর পিন করে হারিয়েছে রোমানকে। কিন্তু ব্রক এই বুকিংয়ে বিরক্ত। কারণ রোমানের চেয়ে বড় পাওয়ারহাউজ সবাইকে একটা এফ৫ দিয়ে হারিয়েছে। কিন্তু রোমানের বেলা ৬টা!!! যা তার রেপুটেশন খারাপ করে। UFC এর ডানা হোয়াইট জানিয়েছে, Brock Lesner এখন WWE আর UFC দুই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। তাই তার লিভ নেওয়ার প্রশ্ন জাগে না। ম্যাচশেষে ব্রককে ব্যাকস্টেজে অনেকক্ষণ দেখা যায়, যা আগে কখনো যায়নি।


২) Braun Strowman এর সাথে ছেলেটি কে? :


রেসেলম্যানিয়ার আনপ্রেডিক্টেবল ম্যাচগুলোর একটা ছিলো 'The Bar' V/s Braun Strowman & ? । মূল ম্যাচটি ০৪ মিনিট স্থায়ী থাকলেও ব্রণের পার্টনার সম্পর্কে আমাদের সকলেরই নানা চিন্তাভাবনা ছিলো । কেই বলেছিলো 'Big Cass' , 'Big Show' , 'Rey Mysterio' ইত্যাদি । কিন্তু এসব সব প্রেডিকশনকে ভুল প্রমান করে দিয়ে ব্রন ৭৮১৩৩ জন মানুষের মধ্য দিয়ে একটি বালককে নিজের পার্টনার হিসেবে পছন্দ করে । যারা রেসেলম্যানিয়া দেখেছেন তার জানেন যে বালকটিকে 'Nicholas' নামে চিনলেও তার পরিচয় সম্পর্কে আমরা কেউই হয়তোবা কিছুই জানিনা । তবে আপনাদেরকে বলি যে , কে এই বালক ?

তার আগে জেনে আসি বাচ্চাটি রিংয়ের মধ্যে স্বাভাবিক ছিলো কেন? অর্থাৎ একজন প্রফেশনাল বা প্রাপ্ত বয়স্ক ছাড়া যে কোনো শিশুই রিং এ একা ঘাবড়ে যেতে পারে এটা স্বাভাবিক একটা ব্যাপারই। কিন্তু না, বাচ্চাটি রিং এ একা ছিলোনা। তাকে রিং এ সাপোর্ট দিচ্ছিলো তার বাবা WWE Official "John Cone", ওই ম্যাচেরই রেফারী ছিলো।

অর্থাৎ এই বালক হলো WWE Official একজন রেফারীর পুত্র, বর্তমানে আমাদের নতুন RAW Tag Team Champions.. ! রেফারীর নাম 'John Cone' । সে অনেক ম্যাচেই এ পর্যন্ত রেফারি হিসেবে কাজ করেছেন ! তিনি ২০১৩ থেকে এই পর্যন্ত প্রায় ০৫ বছর ধরে 'WWE' রিংয়ে অফিশিয়াল হিসেবে কাজ করেছেন । এখন দেখা যাক ব্রণ এবং তার নতুন পার্টনার কতদিন 'র' ট্যাগ টিম হিসেবে থাকতে পারে ! 


৩) মনে আছে এই ওয়াএট ফ্যামিলি এর কথা?


এই টিমটিকে চিনেনা এমন WWE ফ্যান খুব কম আছে বা নেই বললেই চলে। এই টিম এ চারজন সদস্য ছিল। যারা হলো (Bray Wyatt), (Braun Strowman), (Luke Harper), (Erick Rowan) এদের লিডার ছিল Bray Wyatt. বছর খানেক আগে এটির সমাপ্তি ঘটে। এই টিম এর এক এক জন নিজেদের মত করে আলাদা হয়ে যায়।

যেমন বর্তমানে আমরা যে Braun Strowman কে দেখছি তার পপুলারিটি খুবই কম ছিল তখন। আলদা এখন আবার Braun সিংগেল ডিভিশন আসে। আবার ট্যাগটিম ডিভিশন এ এসে পড়ে। কিন্তু তার কোনো ভালো ট্যাগটিম পার্টনার পাওয়া যায়নি এই WM34 এর আগে। Erick Rowan এবং Luke Harper নিজেদের একটি টিম তৈরি করে। এর নাম তারা দিয়েছে Bludgeon Brothers.

The Wyatt Family এর প্রত্যেকেই WM34 এ অবস্থান করে। এদের মধ্যে শুধু তাদের লিডার Bray Wyatt ছাড়া বাকি সবাই WM34 এ একটি করে ম্যাচ পায়। তারা সবাই ট্যাগটিম চ্যাম্পিয়নশিপ জিতার জন্য ম্যাচ পায়। The Bludgeon Brothers WM34 এ একটি ট্রিপল থ্রেট ট্যাগটিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলে।

Braun Strowman WM34 এ তার পার্টনার কে তা ঘোষনা করে। অন্যদিকে Bray Wyatt অবস্থান করে Andre The Giant 30 Man Battle Royal ম্যাচটিতে। সেখানে Bray Wyatt শেষের দিকে এসে Matt Hardy কে জিতিয়ে দেয়। অন্যদিকে The Wyatt Family এর বাকি তিন জন তাদের ট্যাগটিম চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিতে যায় এবং নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়।


৪)  আজ Monday Night Raw-তে : 


◘ The Authors Of Pain NXT থেকে মেইন রোস্টার এ ডেভিউ করেন😮

◘ Samoa Joe রিটার্ন করেন। এবং Roman কে Backlash এ একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে।

◘ Impact Wrestling এর Bobby Lashly (The Spear Master)😍😍 আজ রিটার্ন করেন Raw তে

◘ আজকে Raw তে NXT থেকে মেইন রোস্টার এ ডেভিউ করেন Ember Moon..😈

◘ আগামী সপ্তাহের Raw, SD তে Superstar Shake-Up অনুষ্ঠিত হবে।😎

◘ Paige তার রিটায়ারমেন্ট ঘোষনা করেন

◘ Upcoming Greatest Royal Rumble PPV তে ২ টি ম্যাচ ঘোষনা করা হয়-
1- Roman vs. Brock (Steel Cage Match)
(UV Championship)
2- Braun Strowman & Nicholas vs. The Bar (Raw Tag Championship)

◘ Seth Rollins এর প্রোমোতে Miz, Balor উভয়েই আসেন, এবং তারা তাদের রিম্যাচ চান।
এবং Backlash এ 'Miz vs. Rollins' হবে for the Intercontinental Championship...

◘ তাদের সেগমেন্ট চলাকালীন Jeff Hardy রিটার্ন করেন😎


৫) কয়েকটি লেটেস্ট নিউজ এবং রিউমর ঃ


• Brock Lesnar তার Universal Title টি Wrestlemania তে ডিফেন্ড করার কারণে তাকে আবার রিসাইন করেছে WWE , তার কন্ট্রাক মূলত Wrestlemania এর দিনেই শেষ হয়ে গিয়েছিল। আর তার টাইটেল ডিফেন্ড করার মূল কারন হলো Wwe তাদের একটি নতুন Pay Per View চালু করতে যাচ্ছে যার নাম Greatest Royal Rumble মূলত এই পিপিভিটাকে জমজমাট করার জন্য Brock Lesnar কে WrestleMania তে জিতানো হয়েছে আর তার কন্ট্রাক রিসাইন করিয়েছে WWE এবং Greatest Royal Rumble এ ম্যাচ সেট করা হয়েছে : Roman Reigns 🆚 Brock Lesnar (c) [Steel Cage Match]।

• GREATEST ROYAL RUMBLE এ আরোও একটি ম্যাচ সেট করা হয়েছে, Jhon Cena 🆚 Triple H 

• PWstream এর তথ্যমতে, WrestleMania 35 এর মেইন ইভেন্ট হতে যাচ্ছে Ronda Rousey 🆚 Charlotte Flair এই ম্যাচটি। আর ম্যাচটি যদি মেইন ইভেন্ট হয়, তাহলে এটাই হবে ৩০ বছরে প্রথম কোন নারীদের মেইন ইভেন্ট Wrestlemania তে। ।

• Cageside Seats এর রিপোর্ট অনুসারে Asuka vs. Ronda Rousey প্ল্যান থেকে সরে এসেছে WWE. তারা বর্তমানে আগামীবছরের WrestleMania'র জন্য Charlotte Flair vs. Ronda Rousey ম্যাচটির পরিকল্পনা করছে।

• রিউমর অনুযায়ী নতুন Intercontinental Champion হতে যাচ্ছে Jeff Hardy সম্ভবত Greatest Royal Rumble এ Jeff Hardy 🆚 Seth Rollins 🆚 Finn Bàlor 🆚 The Miz অর্থাৎ Fatal 4 Way ম্যাচ হবার সম্ভাবনা আছে। আবার ম্যাচটি লেডার ম্যাচও হতে পারে।

• আবার আরেকটি রিউমর শোনা যাচ্ছে যে নতুন Raw Tag Team Champions হতে যাচ্ছে Matt Hardy and Bray Wyatt 

• লেখক ঃ ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -wrestling altyme, WWE 360।